এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৪৯৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 144.160.226.53 | ০৫ ডিসেম্বর ২০১১ ২১:৪০501344
  • ব্রতীন, গত চার বছরে গুরু-তে যাদের লেখা পড়েছি, তাদের মধ্যে এমন 'বিপ্লবী' একজনও দেখিনি, যে পুলিশ মারা যাওয়ায় উল্লসিত হবে। লাতেহারে পুলিশ-হত্যা মাওবাদীদের করা আরও একটি অতীব নিন্দনীয়, ঘৃণ্য কাজ, জাস্ট পুলিশে চাকরী করছে আর ঐ এলাকায় পোস্টেড বলে লোকগুলো মারা পড়ছে।
    অর্থহীন হিংসার একটা সাইকল চলছে বহু বছর ধরে - একমাত্র দুপক্ষের আলোচনাই এই সাইকল -টা ভাঙতে পারে ।
  • Du | 117.194.202.131 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৪২501345
  • বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রাস্তার ডিভাইডার ছিল লোহার রেলিং। সেটা ভেঙে সিমেন্টের অদ্ভুতদর্শণ চ্যাপ্টা সুরাইয়ের মত কিছু একটা বসানো হল -- এবার তাতে রঙ হয়েছে সাদা, তার ওপরে সবুজ হলুদ নীল, বাচ্চাদের আঁকা ঢেউয়ের মত।
  • Bratin | 117.194.98.113 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৪৬501346
  • আচ্ছা। কিন্তু কিশেন জী কে অনেকে ক্ষুদিরাম বললেন কিনা। তাই মনে হল।
  • fevi | 217.162.214.78 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:১৯501347
  • বোতীন্দা কিন্তু আগেই বলে রেখেছে, এর লোকটাই মমতার রাহু .... নাকি শণি।

    http://www.anandabazar.com/6raj1.html
  • ranjan roy | 14.97.201.200 | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:৫৬501348
  • বেয়াড়া বাচ্চাটা বাবাকে বলেছে শালা! বাবা রেগে গিয়ে বেধড়ক পেটাতে লাগলেন। একটা চড় কানপটিতে লাগায় বাচ্চাটা মরে গেল। কিন্তু মার খেতে খেতে ও বাবার হাতে বিচ্ছিরি কামড়ে দিয়েছিল। বাবা গা করেন নি। কিছুদিন বাদে সেপটিক হয়ে বাবাও মারা গেলেন।
    এখন কে কতটা দোষী? বাবা ও ছেলে? একেক জনকে দোষের দায়িত্বের জন্যে ১০ এর মধ্যে কত করে দেয়া যায়? আর মার্কিং গুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:২০501349
  • রঞ্জনের উদাহরনটা ইন্টারেস্টিং। কানপটিতে লাগাটা যদি অ্যাক্সিডেন্টালি হয়ে থাকে তাহলে বলতে হবে বাবারও মেরে ফেলার ইন্টেনশন ছিল না।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:২৩501350
  • কিষনজীকে ক্ষুদিরাম বলার লোক প্রচুর। কিন্তু ক্ষুদিরামদের কিশনজী বলার লোকও সে আমলে কম ছিলো না।
    মৃত প্রফুল্ল চাকীকে শনাক্ত করতে তার মাথা কেটে কলকাতায় পাঠানো হয়েছিলো। ওঁর বাড়ির মানুষকে ডেকেছিলো নিশ্চই শনাক্ত করতে।
    রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষনা করে, তাদের সাথে রাষ্ট্র এরকমই ব্যাবহার করে। চিরকালই। তাতে ওঁদের পথ ও রাষ্ট্রের পথ কোনটাই মান্যতা পায় না।
    আমার এটাই বলার ছিলো।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:২৪501351
  • তবে বাবা কিন্তু থানায় গিয়ে বলেন নি আমার ছেলেকে আমি মেরে ফেলেছি। এটা খুব অন্যায় করেছেন। আর তিনি আত্মহত্যাও করলেন না। লোকটা অতি পাষন্ড।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:৩০501352
  • পুলিশ মাওবাদীদের সাথে সংঘর্ষে মারা গেলে কিছু বলার নেই। তেমনি মাওবাদী পুলিশের সাথে সংঘর্ষে মারা গেলেও কিছু বলার নেই।
    মাওবাদীরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে, রাষ্ট্রও তাইই করছে।

    কিন্তু পুলিশকে ধরে এনে তাকে ঠান্ডা মাথায় খুন করা ও মাওবাদী ধরে এনে তাকে ঠান্ডা মাথায় খুন করা দুটোই নিন্দনীয়।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৪501355
  • রঞ্জনের উদাহরণে ঠান্ডা মাথায় খুন নেই।

    কল্লোল, ঠান্ডা মাথায় খুন করা অপরাধ। বটেই তো। অপরাধী মনোবৃত্তি বলেও একটা জিনিস হয়। ক্ষমতা থাকলে সেটা বাড়তে থাকে। এক সময়ে লোকটা আর বোঝেও না যে তার মধ্যে একটা দানব জেগে উঠেছে। এইরে ধর্ম এনে ফেললাম। সরি সরি।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৭501356
  • কল্লোল ক্ষুদিরামদের কিশনজী বলার লোকও সে আমলে কম ছিলো না এবিষয়ে একমত হলাম না। ভারতীয়দের মধ্যে কমই ছিল। এটা অবশ্য অফ টপিক।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫০501357
  • এটা বোধ হয় অপরাধী মনোবৃত্তি নয়। এটা স্রেফ গার্জেনগিরি। তোর ভালো আমিইই বুঝি। তাই যা করছি তোর ভালোর জন্যই।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৩501358
  • মাওবাদিদের সেভাবে ক্ষমতার অধিকারী বলা যায়না কোনওভাবেই। প্রশ্ন ওঠে অন্যদিকে যারা আছে তাদের মধ্যে সত্যিকারের ক্ষমতাটা কার হাতে থাকে?
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৬501359
  • গার্জেনগিরি মানে মুখ্যমন্ত্রীর?
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:০০501360
  • ""স্বদেশী ডাকাত"" কথাটা পড়েছেন কোথাও?
    কারা বলতো?
    এই আমার আপনার ঘরের পূর্বপুরুষেরা। যারা বিভিন্ন গাবর্ণমেন্ট বা বিজিনেস হৌসে কাজ করতেন। পূজোর সময় দেশে যেতেন শিয়ালদহে কেনা কাটা করে।
    তাদের থেকে গ্রামের গরীব গুর্বো শুনতো।
    - আজকাল স্বদেশী ডাকাতের খুব প্রকোপ হয়েচে। সেদিন রাইটার্স বিল্ডিংএ কি তান্ডবটাই না কল্লে। তা, পাল্লে কিচু কত্তে! সেই তো গোরা পুলিশের গুলিতে অক্কা পেলে।
    তাই শুনে গ্রামের গরীবও বাড়িতে ফিরে সগ্গলকে শুনিয়ে বলতো,
    - অ্যাই ত্তো, মেজকত্তা বলছিলেন গো, কি নাকি এক লতুন ডাকাত এয়েচে। বলচে স্বদেশী ডাকাত। বাব্বা কি দিনকালই না এলো, ভদ্দনোকের ছেলে ডাকাত হলো!
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:০১501361
  • দুতরফই গার্জেন।

  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:০৭501362
  • মানে এটা তো উপমা ছিল বোধ হয়। বর্তমান সরকারের কোনও পার্টি নেই, দায়দায়িত্ব সবই মুখ্যমন্ত্রীর। তোর ভালো করছি বলতে আমি যা বুঝি পশ্চিম বাংলার সেইসব মানুষ যারা খুব একটা বড়লোক নন তাদের ভালো করতে চাইছি। ভালো করতে চাইছি বটে কিন্তু অর্থনৈতিক পলিসি বিষয়ে স্টেটাস কো আন্টি মেইন্টেইন করাও চাই।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:১০501364
  • গোরা শব্দের মানে সেসময়ে গ্রামের গরীব ঘরের লোকেও জানত।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:১০501363
  • গোরা পড়েছেন কল্লোল?
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:১২501366
  • গোরা পড়েছেন কিনা জানতে চাইলাম বলে কেউ যেন আবার আমাকে চার অধ্যায় পড়তে বলবেন না। আমার জন্যে ঐ বইটি নিষিদ্ধ পুস্তক।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:১৯501367
  • মক্সিমিন।
    গোরা পড়েছি। সম্প্রতি কন্নড়ে গোরা মঞ্চস্থ হলো। তার সাথেও জড়িত ছিলাম।
    কিন্তু আপনার গোরা সংক্রান্ত পোস্ট দুটি পড়ে কিছু বুঝলাম না, কি বলতে চাইছেন।

    না না। গার্জেনগিরি দুতরফেই মানে রাষ্ট্র ও মাওবাদী দু তরফেই। রষ্ট্রের মধ্যে মুখ্যমন্ত্রীও পড়েন।
    মাওবাদীরা বলছে - আমাদের পথেই গরীবের মুক্তি। আমরা তোদের ভালোর জন্যই তোদের কাউকে কাউকে মারছি। আর রাষ্ট্রও বলছে ওসব ভুল পথ। এসো আমাদের সিস্টেমে এসো, নয়তো কিষনজী করে দেবো।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:২৩501368
  • 'অ্যাই ত্তো, মেজকত্তা বলছিলেন গো, কি নাকি এক লতুন ডাকাত এয়েচে। বলচে স্বদেশী ডাকাত। বাব্বা কি দিনকালই না এলো, ভদ্দনোকের ছেলে ডাকাত হলো!' কেমন জানি বই পড়া বিদ্যে বলে মনে হল।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩৫501369
  • বলতে চাইছি 'গোরা' শব্দের মানে প্রত্যন্ত গ্রামের লোকও জানত। কারণ গোরা সৈন্যদের অত্যাচার গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে যেত। এমনটাই আমার ধারণা।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩৭501370
  • সরাসরি জানত। শুধু মেজোকত্তাদের মুখেই শুনত, তা নয়।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৪৭501371
  • আরেকটা কথা, আমার আপনার ঘরের পূর্বপুরুষেরা বিভিন্ন গাবর্ণমেন্ট বা বিজিনেস হৌসে কাজ করতেন বললে ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে। কারণ আমার ঘরের পূর্বপুরুষেরা গাবর্ণমেন্ট বা বিজিনেস হৌসে কাজ করতেন না।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৭:২৭501372
  • গোরা সৈন্যদের গ্রাম বাংলায় অত্যাচার ব্যাপারটা বুঝলাম না।
    সিরাজ-মীরজাফর-মীরকাশেমের পর যখন বাংলা সোজা কোম্পানীর অধীন ছিলো তখন গোরা সৈন্যের খাজনা আদায়ের অত্যাচার নাহয় বোঝা গেলো। তাও হতো না। কারন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে খাজনা দেওয়া না দেওয়ার দায় জমিদারের (কোম্পানীর দিক থেকে)। ফলে জমিদার কোম্পানীর জেল খাটছে, আর গ্রামের গরীব চাষীর উপর অত্যাচার করছে জমিদারের কালা লাঠিয়াল।
    কিন্তু ১৮৫৬র পর যখন কোম্পানী চলে গেলো, মহারাণী ভিক্টোরিয়া এলো তখন তো বাংলা বৃটিশের সুনজরে, সিপাহী বিদ্রোহে অংশ না নেওয়ার জন্য। গোরা পুলিশ তখন অত্যাচার করবে কেন?
    পরে যখন বৃটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, তখন গোরা পুলিশ পেটাতো, তবে শহরের ""স্বদেশী ডাকাতদের""। গ্রামে গোরা পুলিশের অত্যাচার, কি জানি!

    ম্যাক্সিমিন। ""আমার আপনার পূর্বপুরুষ""টা ব্যাক্তিগত ভাবে নেবেন না। তাহলে খুব দু:খ পাবো। আমার আপনার বলতে আমি সাধারণ একটা বর্গের কথা বলছিলাম। আপনাকে আঘাত করার কোন ইচ্ছে ছিলো না।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৭:৫৫501373
  • না না কল্লোল ওটা ইচ্ছে করে নয় তা তো জানি। এটা হল গিয়ে আগাম নোটিস। সত্যিই তো ওরকম লোকেরা ছিল। বৃটিশদের তাঁবেদারি করা লোকের অভাব পড়ে নাই।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:০১501374
  • গোরা সৈন্যদের ব্যাপারটা গুলিয়েছিলাম। :(
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:০৫501375
  • তবে আমার মামাবাড়িতে পুলিশ গেছিল। আর সেটা একদমই গ্রাম। গ্রামের নাম কার্তিকপুর।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:০৮501377
  • মনে হয় চল্লিশের দশকে। অত্যাচার করেনি। মাসতুতো দাদাকে খুঁজতে গেছিল (সোর্স মামাতো দিদি)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন