এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৪৯৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১০:১০501145
  • শুভা/শুভ,আপনি বলেছেন আজাদের আর কিষেণজীর স্ট্যান্ডের পার্থক্য ছিল। তাই মমতা আজাদের বেলায় একরকম স্ট্যাণ্ড নিয়েছিলেন, কিষেণজীর বেলায় আরেক।

    ২০১০ সালের রিপোর্টটা একটু দেখুন তো। তখন আজাদ আর কিষেণজীর স্ট্যাণ্ডের কী পার্থক্য ছিল ?

    Top Maoist leader Kishenji today defended Trinamool Congress chief Mamata Banerjee for stating that the killing of the outfit's spokesman Cherukuri Rajkumar alias Azad was wrong and said talks could only be held after the withdrawal of anti-Maoist operations.

    "There is no doubt that Azad was treacherously murdered. Mamata spoke the truth. So why the furore over the issue in Parliament?" Kishenji said over phone from an undisclosed location.

    "The BJP and CPM are shouting over Mamata's statement and are not asking for a judicial inquiry into the killing of Azad when he was negotiating the government's proposal for talks," he said..

    He demanded the resignations of Union Home Minister P Chidambaram, Prime Minister Manmohan Singh and Andhra Pradesh Chief Minister K Rosaiah for Azad's death.

    On talks with the government, he said, "after so much treachery we can still discuss the central government's offer of talks at our central and state committees if the Centre stops violence and withdraws Operation Green Hunt."


    এবং এই ২০১১ তেই অক্টোবরের শুরু থকে আলাপ আলোচনার জন্য সিজফায়ার ঘোষণা ... এখানে কিষেণজীদের স্ট্যাণ্ড কোথায় আলাদা হল ?

    সিজফায়ার শেষ করে হত্যা করা কখনোই সমর্থনযোগ্য নয়, সে তো মাওবাদীদের ঘোষিত হত্যার রাজনীতির পথ নিয়েই আপত্তি আছে, কিন্তু সেই আপত্তি থাকলেও সিজফায়ার চলাকালীন মুখ্যমন্ত্রীর আচরণ ও সরকারের দিক থেকে কোনোরকম আলোচনায় না যেয়ে চাওয়াকে আপত্তিকর বলতে অসুবিধে কীসের?

    সরকারের নিয়োজিত মধ্যস্থতাকারীরাই তো আপত্তি তুলেছিলেন :

    The report in The Hindu(17-10-11) says: ‘Sujato Bhadro who heads the six-member team of interlocutors said the Chief Minister should be “more careful in her selection of words. It is true that political tension still exists in the relationship between the government and the Maoists. But such comments may only create political grudge”. He said this at a press conference. He was referring to the use of words such as ‘supari killers’ or ‘jungle mafia’ by Ms. Banerjee at a rally at Jhargram in West Midnapore district on Saturday. The Hindustan Times(17-10-11) reported: ‘One of the interlocutors remarked: “…at a time when the peace process is still on, her spirit and body language were so bad that, from now on, it becomes meaningless to move the peace process forward…Top Maoist leader had offered ceasefire for a month on October 3 this year. Since then, they’ve been keeping their word. But the state seems to be moving in just the opposite direction. Then, why should we deliver? It would be better if we’re relieved of our task of mediating”.

    এই অফিসিয়াল সিজফায়ারের সময় মুখ্যমন্ত্রীর ঐ মন্তব্যগুলৈ শুধু নয়, যৌথবাহিনীর এই কার্যকলাপেরও কোন বিরতি ঘটেনি ( মাওবাদীদের দিক থেকে কিন্তু এই সময় কোন আক্রমণ ঘটেনি, এটাও সরকারের লোকজনই স্বীকার করেছেন।)

    Information has been pouring in through the media as also from the victims and their near and dear ones of the arrests, rapes and raids both by joint forces and the police. They have been raiding villages, chasing and harassing villagers and preventing them from collecting sal leaves and firewood for their survival.....Till now, nearly 80 persons have been arrested by your forces including those eight who were arrested in Belpahari, but then handed over to the Jharkhand police to be booked there under the UAPA. How can a newly-formed government that has come with overwhelming people’s mandate do such illegal things by suppressing facts? On 21st October, the Lodha-Sabar Kalyan Samiti complained before the Paschim Medinipur district magistrate that in the name of search operations, the police and joint forces are torturing innocent people, as a result of which 16 Sabar families in Aulgeria village have been forced to leave their village(See Ananda Bazar Patrika, 22-10-2011). On 26 October, as the civil rights activists informed us, at village Patasol in the Goaltor area, the house of Gopal Pandey was looted by the Bhairab Bahini. Although Gopal escaped, his mother Aruna Pandey(62yrs), wife Sarita Pandey(30 yrs) and daughter Choti(9yrs) were taken away. So far the police have taken no action.

    ( মুখ্যমন্ত্রীএকে ২৮ শে অক্টোবর পাঠানো দ্বিতীয় আপিল থেকে : http://sanhati.com/articles/4296/, বর্তমানের সেদিনের রন্তিদেব বাবুর লেখাতেও এসবের উল্লেখ রয়েছে)।

    এমনকি এর পরেও, দিন সাতেক আগের কথা এটা :

    day after chief minister Mamata Banerjee formally resumed joint operations against the Maoists, the rebels on Tuesday shot off a letter to the interlocutors appointed by her government , proposing a four-month ceasefire.

    জংগলমহলে শান্তি ফিরে আসুক, সেতো অবশ্যই চাই। কিন্তু এগুলো 'শান্তিপ্রক্রিয়া' র নমুনা ? উত্তর জানতে আগ্রহী কিন্তু :)

  • kanti | 202.90.105.192 | ২৬ নভেম্বর ২০১১ ১০:২৫501146
  • রাতের অন্ধকারে দল বেঁধে বাড়িতে চড়াও হয়ে এক জনকে না পেয়ে তার বাবা ও ভাইকে টেনে নিয়ে গিয়ে গুলি করে মারাও কোন শান্তিপ্রক্রিয়ার নমুনা জানতে আগ্রহি।
  • Hindol | 113.21.70.53 | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৩501148
  • ঈ'ম তল্কিঙ্গ নোথিঙ্গ ওন বেহল ও অঐস্‌ত্‌স। ওয়েএর, থিস ইস অল্মোস্ত লেঅর থত য়্‌হত ইস গৈঙ্গ ওন ইস সিম্‌প্‌ল্‌য় অ স্ততে-ইওলেনএ। ইশেনি্‌জ য়স মুর্দেরেদ। ঈত'স ন্ত থত হে য়স এনঔন্তেরেদ। আন্দ নো গোএর্ন্মেন্ত অন দো থ্‌স ওর্গনিএদ বুতে্‌চর‌্য। ঠ্রৌঘৌত থে অগেস, থেসে প্লএস অরে উন্দের্দেএলোপেদ। রোম আন্ধ্রপ্রদেশ তো
    যঙ্গল্মহল, থে পিতুরে ইস থে সমে। টো ওম্বত ইত, পেওপ্লে অরে অগইন্‌স্‌ত
    থে পোয়ের স্ত্রুতুরে। ঠে উল্‌ত্‌র-লেতিস্ম ইস অ রেসুল্‌ত ও উন্দেমোরতি
    ইন্ত্রুসিওন ও অত্রোইত্য ও থে স্ততে, নেগ্লেতেদ হুমন দেএলোপে্‌মন্ত,
    উনেমে্‌প্‌লায়ে্‌মন্ত, পূর হেঅল্‌থ-ইনরস্ত্রুতুরে, অন্দ অল্ল। ঠে পর্তিএস উসেদ থে মস্‌স অঙ্গের তো অপ্তুরে পোয়ের, তো গেত থে দ্রিইঙ্গ লিএন্সে ওর
    অদ্মিনিস্ত্রতিওন। আস অ রেসুল্‌ত, 'পোয়ের স্ত্রুতুরে' চঙ্গেস ইত্‌স ওলৌর। উত
    থে দেইনিতিওন ও পোয়ের হস ন্ত বীন অলে্‌তরেদ। ঠে সমে হস হপ্পেনেদ
    হেরে।।।য়ে্‌হন ট উতিলিএদ থে রগে ও পেওপ্লে তো গেত থে পোয়ের। ণোয় থেয় অরে অন্নিহিলতিঙ্গ থে তূল্‌স। এনএ, থিস অউতোরতি ইনঅসিওন ইস মুর্দেরিঙ্গ নুমেরৌস রেওলুতিওনিস্‌ত্‌স। হত অন য়ে এক্ষে্‌পত রোম অ ইইলিএদ গোএর্ন্মেন্ত (অন ওক্ষে্‌য়্‌মারোন)। ঈন থিস পন-ওপ্তিঅন, ইশেনি্‌জ ইস জুস্ত অ সে্‌য়্‌ম্‌বাল। ঠে মইন থেমে ইস, অন্‌য়্‌বয়, এক্ষি্‌হবিতিওন ও থে দিসঔর্সে ও পোয়ের।|

  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৩501147
  • কান্তিবাবু, আপনি আমার পোস্টটা বোধহয় ভাল করে পড়েননি। ওখানে একটা লাইন ছিল :

    সিজফায়ার শেষ করে হত্যা করা কখনৈ সমর্থনযোগ্য নয়, সে তো মাওবাদীদের ঘোষিত হত্যার রাজনীতির পথ নিয়েই আপত্তি আছে, কিন্তু সেই আপত্তি থাকলেও সিজফায়ার চলাকালীন মুখ্যমন্ত্রীর আচরণ ও সরকারের দিক থেকে কোনোরকম আলোচনায় না যেয়ে চাওয়াকে আপত্তিকর বলতে অসুবিধে কীসের?

    আর আপনি ঘটনার সময়গুলো ও দেখেননি। হত্যা অবশ্যই আপত্তিকর, কিন্তু আপনার কথা অনুযায়ী 'শান্তিপ্রক্রিয়া চলাকালীন' সেগুলো ঘটেনি। মাওবাদীদের তরফ থেকে। অস্ত্রবিরতি ঘোষণার পর বিরতিই ছিল, সরকারের দিক থেকে ঐসময় কোনকিছু না করায় , রয়াদার অনেক কিছু, যা করার কথা ছিল না , না করায় অফিসিয়ালি সিজফায়ার তুলে নেবার পর ঐ ঘটনা ঘটে ( য়দিও, আবার বলছি, তার ফলেই তা কোনভাবে সমর্থনযোগ্য হয়ে যায়ই না, নিন্দনীয় এবং নিন্দা করাও হয়েছে )। হ্যাঁ, অন্য দিকে উপরের ঘটনাগুলো সরকারের তরফ থেকে ঘটানো হয়েছে, ঐ 'শান্তিপ্রক্রিয়া চলাকালীন'।
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১১:০৫501149
  • হিন্দোলদা, এখানে উত্তর দিচ্ছি, কারণ তাহলে এরকম অসুবিধে আর যাদের হয় তাঁরাও দেখে নিতে পারবেন।
    আপনি তো মনে হয় রোমান বাংলা লিখেছেন। রোমান স্ক্রিপটা দেখাতে হলে কৌণিক বন্ধনীর মধ্যে পোস্ট রাখতে হবে।

    এই বাংলা লেখার কলের পাশে বাঁদিকে tutorial আর key map আছে। ওটা একটু দেখে বাংলাতেই টাইপ করতে শুরু করে দিন না ! :)
  • Hindol | 113.21.70.53 | ২৬ নভেম্বর ২০১১ ১১:১০501150
  • I'm talking nothing on behalf of Maoists. However, this is almost clear that what is going on is simply a state-violence. Kishenji was murdered. It's not that he was encountered. And no government can do this organized butchery. Throughout the ages, these places have been underdeveloped. From Andhrapradesh to Jangalmahal, the picture is the same. To combat it, people have become against the power structure. The ultra leftist movement is a result of undemocratic intrusion of atrocity of the state, neglected human development, unemployment and poor health-infrastructure. The parties used the mass anger to capture power, to get the driving license for administration. As a result, 'power structure' has changed its colour. But the definition of power has not been altered. The same has happened here in West Bengal, when TMC utilized the rage of people to get the power. Now they are annihilating the tools they used to get the power. Hence, this autocratic invasion is murdering numerous revolutionists. What can we expect from a civilized government ( though it is an oxymoron). In this pan-optican, Kishenji is just a symbol. The main theme is, by the way, an exhibition of the discourse of power.
  • Shubha | 59.93.216.26 | ২৬ নভেম্বর ২০১১ ১১:২৪501151
  • pi didi, maobadider shanti prokriyaar namuna to aapni likhchen. aar CM er mottobor kotha bolche? konta bhul balun to ? keshpure kisenji Trinomulider hothate CPM er hoye kaaj kor ni? kisen ji swiakar korechen seta. bharate gundaar sate tofaat ki holo bolben? Birappan er theke eder khub parthokko aache ki?

    aapni bolechen maaobadira cease fire korechilo .. sobtaai tader icche moto hobe naki? rastra santraas kore thik e . seta onek somoy e somorthan joggo noi. kintu maobadira ja koreche seta kokhonoi samrthan kora jaai na . tara sotti unnayan chito ki? natun sarkar 1 bachar o jeete paarlo tara CM aar taar mantrisabhar hit list toyri kore fello etaa kintu apnar oi so called cease fire r somoy hoyeche. maoist ra khamata chaai aar kichu noi. political party gulor sathe tader padhatigata parthokko aache kintu ultimate goal ektaai.. power.

    aar tara amder moto 400 jonke maarlo seta goshito rajneeti aar tader 4 jon ke mara holo to seta aparadh....


    keu plz bolben bangla front aante ki korte hobe?
  • Bratin | 117.194.96.191 | ২৬ নভেম্বর ২০১১ ১২:২৬501152
  • শুভ, তুমি যেকোন টই র নীচের দিকে 'বাংলা লেখার নতুন কল' এ ক্লিক করো। দেখবে আরেক টা জানলা খুলে যাচ্ছে। সেখানে টাইপালেই বাংলা পাবে। ( ইংরেজী টাইপালে তার বাংলা জানলার বাঁ দিকে দেখতে পাবে)
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১২:৩২501153
  • শুভ বোধহয় ইউনিকোড ভার্শনে লিখছেন। গুরুর পাতার উপরে বাংলা প্লেন ভার্শনে ক্লিক করে লিখলে ( মানে, এখানে, http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1322055252103) মতামত দেবার যে কল আসবে, তার বাঁদিকের টিউটোরোয়ালটা একবার দেখে লিখতে শুরু করে দিতে পারেন।
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১২:৩৭501155
  • কম্পিতে অভ্র আছে শুভা? যদি না থাকে তাহলে অভ্র ডাউনলোড করে নিতে পারেন। যারা মত লেখেন moto হিসেবে, তাদের জন্যে বাংলাপ্লেনের চাইতে অভ্রই ভালো।
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১২:৪০501156
  • শুভ অবশ্য দুটো এ দিয়ে যাআয় লেখে। অভ্রতে একটা এ।
  • bb | 117.195.173.221 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:২১501157
  • কি অনায়াসে এটাকে মাও সমর্থক লোকেরা হত্যা বলছেন। আর এরাই জ্ঞানেশ্বরী কান্ডের পর এততাড়াতাড়ি কি করে বোঝা গেল মাওবাদীদের কাজ ইত্যাদি বলে ধুয়ো তুলেছিলেন।
    রাতের অন্ধকারে অন্য লোককে হত্যা করতে এদের বিবেচনায় বাধে নি, এখন নিজেদের লোক মারা যেতে এই কান্না। সকল মৃত্যুই যদি এদের কাছে এক হত , তাহলে এই প্রতিবাদ আগে কোথায় ছিল?
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৪০501158
  • এই তো ঝামেলা। আমার নিজেরই মনে হয়েছিল একজন এতবড় নেতাকে মেরে ফেলা হল। মেরে ফেলা জিনিসটা আমার 'ঘোষিত রাজনীতি' নয় কিনা, তাই।
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৪৫501159
  • কিছু কিছু আদর্শ হৃদবেগকে বাদ দেওয়ার ট্রেইনিং দেয়। কিন্তু সেইসব আদর্শের মূল জায়গাটা কিন্তু হৃদবেগ-নির্ভর।
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৪৭501160
  • লোক হত্যা করতে নিজেদের বিবেচনায় বাধে নি মানে ???

    যেটাকে রাষ্ট্র যুদ্ধ মৃত্যু ( সেটা একজন হত্যাকারীর হলেও) বলে দেখাচ্ছে, সেটা ফেক এনকাউন্টার কিনা সে নিয়ে সন্দেহ, প্রশ্ন উঠলে, যারা সেটা বলবে তারা নিজেদের বিবেচনায় হত্যা করতে চাইবে !!

    আমি যদি কাউকে সম্পূর্ণ অপরাধী ও মনে করি, তাও বলব, ফেক এনকাউণ্টার হয়ে থাকলে ( হয়েছেই একথা কেউ বলেনি), সেটা অন্যায়। এবং আমার মনে হয়, বহু লোকজনেই তাই করেন। কারণ এটা আইনত: ও অন্যায়ই ।

  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৫১501161
  • মাওবাদীরা মনে করেছেন প্রাকৃতিক সম্পদে ধনী অঞ্চলের অধিকার আদিবাসীদেরই। তাদের ভালো করতে চেয়েই গেরিলা পদ্ধতিতে রাষ্ট্রের সঙ্গে লড়াই। পরের স্টেপ, মারতে এলে মরতে হবে। কিন্তু সংগঠনে ফাটল ধরে যায়, নেতারা নিজেরাও মরে যায়। আমরা দূরে বসে দেখি কিশেনজি আর নেই।
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৫৩501162
  • *হৃদ-য়া-বেগ
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৫৪501163
  • পাই তদন্ত হচ্ছে তো।
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১৩:৫৫501164
  • মেরে ফেলার 'ঘোষিত রাজনীতি' প্রসঙ্গে মনে পড়লো। ক'দিন আগেও প্রশ্নটা করেছিলাম। মাওবাদীদের নাহয় ঘোষিতভাবে এই রাজনীতি ( এবং আবারো বলছি, সেই পথ আমি সমর্থন করিনা) , কিন্তু বাকি 'সংসদীয়' দলগুলি বাস্তবে যা করে চলে, সেই এলাকা দখল আর খুনোখুনির রাজনীতি নিয়ে কী বক্তব্য ? সংসদীয় গণতন্ত্রের মুখোশ নয় সেটা ?

    রাষ্ট্র যখন ফেক এনকাউণ্টার করে, সেটা হত্যা নয় ? হিংসা নয় ? ম্যানিপুলেশনগুলো গণতন্ত্রের মুখোশ পরে থাকা নয় ?
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১৪:০১501166
  • এই তো হল স গণতান্ত্রিক দলগুলোর রাজনীতি করার নমুনা। এলাকা দখলের রাজনীতি। বিরুদ্ধ স্বর পুরো বন্ধ করে দেবার রাজনীতি। গণতন্ত্র ?

    এটা ঐ এলালায় সরকারি দলটির গত এক দু মাসের কার্যকলাপের কিছু নমুনা। এবং সেটা আগের ক্ষমতাসীন দলটির কাজকম্মের জেরক্স কপি। তৃতীয় একটি ছোট দলের বয়ানে।

    Earlier what had been CPIM threats have now translated in to TMC threats. The two pronged tactic of threats and conspiracy is exactly the same. Last October 2nd we took a deputation to the Gorbeta PS fearing for an attack on our activists. We went back with promises of security by the CI. But on the very next day, our West Medinipur district secretary Rustam Mullick was severly beaten up by TMC goons in his own locality in Chandbila village. His mother and uncle also were injured when they went to save Rustam. They even planned to attack our district president Aijuddin Mullick but had to retreat when the local people of Chandbila resisted. But the threats remain rampant and this is coupled with penalties decided by village councils against MKP activists – just like the old days of CPIM rule.

    The conspiracies to involve our activists in false cases are being hatched every day. Illegal arms found in TMC leaders’ houses are shown to be found in MKP activists’ places. The local police are complicit in these exercises. Rustam Mullick, Aijuddin Mullick, Sapura Bibi - they all have lodged FIRs with the police against these TMC goons. But, these people, gainst whom there are FIRs for attempting to kill Rustam are allowed to roam around freely. They are further threatening the MKP leadership and their families and the police is just a mute spectator in these cases. If everything is so uncannily reminiscent of the CPIM regime, then where has the much touted ‘change’ taken place?

    http://sanhati.com/articles/4330/


  • ppn | 122.252.231.10 | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৩০501167
  • কে যেন লিখলেন নন্দীগ্রাম স্টাইলে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আটকে রেখে হামলা হয়েছে। কিন্তু এইসব লেখা পড়ে মনে হচ্ছে সেইসব কিছু হয়নি। এইটা "সাজানো' মনে হলে বলতেই হবে দারুণ পরিকল্পনা এবং একাধিক মহড়া ছাড়া সম্ভব নয়। আমাদের দেশে আমার তো মনে হয় না "রাষ্ট্রযন্ত্র' এতটা স্পিলবার্গীয় এফিসিয়েন্সি নিয়ে ব্যপারটা "ঘটতে' পারবে।

    http://aajkaal.net/report.php?hidd_report_id=163180&show=21631809
  • ppn | 122.252.231.10 | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৩১501168
  • * "ঘটাতে'
  • kanti | 202.90.105.193 | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৩৪501169
  • পাইকে
    জংগল মহলে মাওবাদিরা কি উদ্দেশ্য নিয়ে এসেছে? ঐ অন্‌চলের বনি্‌চত নিপীড়িত মানুষের জীবনে যথার্থ উন্নয়ন না ঐ অঞ্চলের দখল? যত দূর জানি, একেবারে শুরুর দিকে ঐ অঞ্চলে এসে তারা পথ ঘাটের, স্বাস্থ্য এবং কিছু সামাজিক উন্নয়নের কাজ কোরেছিল। এ কাজে যদুপুরের
    থেকে কিছু মানুষ সাহায্য কোরতে এগিয়েও গিয়েছিল। কিন্তু পরে দেখা গেল নিজেদের দখল নেওয়াটাই একমাত্র
    উদ্দেশ্য হোয়ে দাড়াল। এ বিষয়ে আপনি কি বলেন।
  • bb | 117.195.173.221 | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৪০501170
  • @Pi এই মৃত্যু দু:খজনক আর এনকাঊন্টার সমর্থনের প্রশ্ন ওঠে না। কিন্তু এত সহজেই বা কি করে বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত হত্যা?
    বরং গুরুদাশ দাশগুপ্তের দাবি অনেক বেশী সংগত লেগেছে, যেখানে উনি সরকারকে এই ঘটনার তদন্ত করে আরও বেশী তথ্যপ্রকাশের দাবী করেছেন যাতে সবার মনের সংশয় দুর করা যায়। এর মানে কিন্তু এই নয় যে এটা সংঘর্ষ নয় বা ইচ্ছাকৃত হত্যা।
  • Ishan | 117.194.36.23 | ২৬ নভেম্বর ২০১১ ১৪:৫৩501171
  • গুরুদাস দাশগুপ্ত এবং আমার দুজনেরই "মনে হয়েছে' কেস মে কুছ ঘাপলা হ্যায়। রাজ্যময় অনেক লোকেরই "মনে হয়েছে'। তার বেশি কিছু নয়। আপাতত:।

    তবে এই "মনে হওয়া' কিছু কম শক্তিশালী নয়। মমতা মনে রাখলে ভালো করবেন, বামরা বদ, স্রেফ এই "মনে হওয়া'র কারণেই তাদের চলে যেতে হয়েছে।

    ছোটো মুখে বড়ো কথা কইছি? একদম না। কারণ পাঁচ বছরের শেষে ভোটটা আমি আমার এবং বাকি পাবলিক তাদের "মনে হওয়া'র উপরেই দেব/দেবে। ফরেন্সিক রিপোর্ট দেখে নয়।
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৫:৫০501172
  • একটা জিনিস কিছুতেই বুঝছিনা। মুখটা এমনি করে কাটল কেন?
  • maximin | 59.93.218.236 | ২৬ নভেম্বর ২০১১ ১৫:৫৫501173
  • ইশান গুরুদাস কিন্তু বলেছেন স্থানীয় সূত্রে খবর পেয়েছেন। কালকে টিভি চ্যানেলে একটি আলোচনা দেখলাম। বেশ কয়েকজনকে ডাকা হয়েছিল, সব দলেরই। সিপিআই এর একজন ছিলেন। তাঁকে বারে বারে জিগেস করা হল তাঁর দল (গুরুদাস দাশগুপ্তর বিবৃতি উল্লেখ করে) কোন সুত্রে খবরটা জেনেছেন। সি পি আইএর এই ভদ্রলোক কোনও উত্তর দিতে পারেন নি।

  • Bratin | 117.194.99.62 | ২৬ নভেম্বর ২০১১ ১৯:০৬501175
  • অপ্পন র সাথে একমত। এত নিঁখুত ভাবে 'পরিকল্পিত হত্যা' 'সংঘঠিত' করা যায় কি?

    আর এসব ক্ষেত্রে শুনলাম নিয়ম ই হল গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করানো। তাদের রিপোর্ট আসুক। ততদিন....
  • Bratin | 117.194.99.62 | ২৬ নভেম্বর ২০১১ ১৯:০৮501177
  • একই সঙ্গে এটা যদি ফেক এনকাউন্টার হয়। তা আমি সমর্থন করি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন