এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৫২৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 124.247.203.12 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৩২501078
  • শুধু রাইফেল নয়, কানে হিয়ারিং এইড ছিলো। দ্যাটস অ গিভায়ায়ে। আর খবর তো ছিলই কিষেনজী হোথায় ছিলেন উইথ ওয়ান বডি গার্ড।

    সবই আবাপ আর টেলেগ্রাপ আর TOI পড়ে জানলাম।
  • kallol | 119.226.79.139 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৩৮501079
  • উৎসাহীদের জন্য http://apdr.org.in/press/lal.pdf এপিডিআরের মাওবাদী বিরোধী প্রেস বিবৃতি।
    তারিখ ২৪ এপ্রিল ২০০৯। ঐ সাইটে এইটাই শেষ আপলোডেড হওয়া শেষ বিবৃতি।
    মানুষ কতো সহজে কতো কি বলে দেন, একবার নিজেদের দেওয়া লিংকে কি আছে, তা না দেখেই। দেখার প্রয়োজনই অনুভব করেন নি তারা।
    এরকম আরও অনেক বিবৃতি এর পরেও দেওয়া হয়েছে,যা এখনো আপলোড করে নি এপিডিআর। এপিডিআরের এই ক্যালাসনেসের জন্য ধিক্কার।
  • q | 121.241.218.132 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৩৯501081
  • দুটোই তো অন্য কারো হাতে আর কানে লাগানো যায়। হিয়ারিং এইড তো হেডফোনের মতন জিনিস।

    আসলে বড়সড় সাফল্যের খবর তুলতে পারলে যুদ্ধে জয় হচ্ছে এই জিনিসটা প্রচার করা যায়, লোকজনকেও পাশে টানা যায় - তা এই খবর প্রায়সই ফালতুও হয়ে থাকে।
  • Ishan | 117.194.32.205 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৩৯501080
  • এনকাউন্টারে করে দেওয়া হয়েছে, নাকি সত্যিই যুদ্ধ, এ নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তবে কাল থেকে টানা টিভি দেখে চলেছি। এখনও। সেই দেখেই তথ্য দিচ্ছি।

    ১। ঘটনাস্থলে একটিই মৃতদেহ ছিল। অন্যত্র আরেকটি পাওয়া গেছে বলে এক আধবার বলেছে।
    ২। ল্যাপটপের ব্যাগ ইত্যাদি ধর্মেন্দ্র নামের একটি ছেলের বাড়ি থেকে পাওয়া গেছে বলে দাবী। ঘটনাস্থল থেকে একে ৪৭, হিয়ারিং এইড, আর বিছানার অংশ পাওয়া গেছে।
    ৩। ভারভারা রাও এবং কোটেশ্বর রাও এর ভাইঝি দীপা কলকাতায় আসছে। কোর্টে "ঠান্ডা মাথায় খুন' এর অভিযোগ নাকি দাখিল করবেন।
    ৪। চব্বিশ ঘন্টা "ঠান্ডা মাথায় খুন' এর কথা ইঙ্গিতে বলছে। আর স্টারানন্দ এনকাউন্টারের বৈধতার কথা।

    এই হল গে টিভি দেখা হাল। আজ্জানিনা।
  • phutki | 121.241.218.132 | ২৫ নভেম্বর ২০১১ ১১:৪২501082
  • ন্যায়-অন্যায় বোধ ভারসাম্য হারায়। সেটা তো মেনেই নিচ্ছি। আর বন্দুকের নল যে বৃহত্তম গণতন্ত্রকে টলাতে পারবে না, সেটা সব্বাই জানে। ঝুঁকি নিতেই হয়। না পাওয়া লোকগুলোকে কিছু পাইয়ে দিতে ... কিংবা সিংহাসন বাঁচাতে সাধারণ মানুষদের এগিয়ে দিয়ে ঠান্ডাঘরে বসে নীতি নির্ধারণ করতে।
    ঠিক সাদা-কালোতে ঘটনাগুলোকে দেখতে পারছি না।
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১২:২৯501083
  • আবাপ তো ব্র্যাণ্ড মমতার ভালই পি আর গিরি করছে দেখলাম, অন্তত মদন মিত্রের মত স্টেটমেন্টগুলোর কিছুটা ড্যামেজ ক®¾ট্রাল। একটা সেকশনের কাছে। তবে ছবিটা না দিলেই কি চলছিল না ? জানিনা অবশ্য সর্বত্রই দিয়েছে কিনা, এখনো অন্য কাগজ দেখিনি।
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১২:৩৩501084
  • নাকি টুক করে এই মেসেজটুকুও দিয়ে দেওয়া, রাষ্ট্রের বিরুদ্ধে যাবার ফলটা দেখো রাখো হে।
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১২:৩৭501085
  • ও:, মামুর পোস্ট পড়িনি। টিভিতেও ছবিটা দেখিয়েছে !
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১২:৪২501088
  • হয়ত এতে করে সিনেমার শেষ দৃশ্যের ভিলেন মারার 'উল্লাস' অনুভব করাতেও সুবিধা হবে। সরকারের দুষ্টের দমন শিষ্টের পালনকারী হিরোগিরির ইমেজ বিল্ডিং ও হবে খন বেশ করে।
  • dukhe | 122.160.114.85 | ২৫ নভেম্বর ২০১১ ১২:৪২501086
  • মদন আবার কাল তারানন্দে বললেন - মুখ্যমন্ত্রী যে লাইন নিয়েছেন, বোঝা যাচ্ছে সেটাই সঠিক - একদিকে উন্নয়ন, পাশপাশি শান্তিপ্রক্রিয়া ।
    এটা তার মধ্যে কোনটা অবশ্য খোলসা করেননি ।
  • aranya | 68.38.243.161 | ২৫ নভেম্বর ২০১১ ১২:৫০501089
  • আবাপ লিখেছে, ভারভারা রাওয়ের সন্দেহ - 'বুধবার পশ্চিম মেদিনীপুরে কিষেণজিকে গ্রেপ্তার করে যৌথবাহিনী, তারপর তাকে মেরে ফেলা হয়'।
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:০৪501090
  • কালকের রন্তিদেব আর আগের আরো কিছু জনের লেখা পড়লে কিন্তু মনে হয়, পুলিশ জনিত আসল ইস্যু গুলোর সমাধান না হওয়া নিয়ে আর এখনো সেগুলো চলতে থাকায় আদিবাসীরা খুব ক্ষুব্ধই ছিলেন। পুলিশে চাকরির টোপ খুব কিছু কাজ করেছিল কি ?

    যৌথবাহিনী অভিযান প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছিল। আর এটা করবে, সেটা সুপরিকল্পিত বলেই মনে হয়। মাওবাদীদের সিজফায়ারের সময়ের আবেদন, মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ .. এগুলো মমতা যে টোনে, যে ভাষায় করেছেন, তারপরে জ্ঞানেশ্বরীর দোষারোপ - গত ক'দিনের এই অতি তৎপরতা ও অতি ডেসপারেশনের সাথে ভিলেনের যত্নকৃত নির্মাণ সেই পরিকল্পনার অংশ ছিল বলেই মনে হয়। এই পরিণতির জন্য ব্যাকগ্রাউণ্ডটা সেট করে রাখা।প্রিলিউড। যাতে করে ভিলেন মরলে জনমানসে উল্লাস ছড়িয়ে পরতে পারে, সরকারবাহাদুরের বাহাদুরি নিয়ে ধন্য ধন্য রব পড়ে যায়।

    অন্যত্র নানা জায়গায় মানুষজনের প্রতিক্রিয়া দেখতে দেখতে মনে হচ্ছে, তাতে সফলও। বা বলা ভাল, প্রতিক্রিয়া দেখেই এই সন্দেহটা আরো পাক খাচ্ছে।
  • maximin | 59.93.200.161 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:০৬501091
  • 'নাকি টুক করে এই মেসেজটুকুও দিয়ে দেওয়া, রাষ্ট্রের বিরুদ্ধে যাবার ফলটা দেখো রাখো হে।' এরকম চিন্তা অত্যন্ত কষ্টকল্পিত। (ব্যক্তিগত মত।)
  • maximin | 59.93.200.161 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:০৮501092
  • যাদের কাল সারাক্ষণ টিভিতে ঐ করুণ দৃশ্য দেখতে হয়নি, তারাই এমন কথা বলতে পারে।
  • dukhe | 122.160.114.85 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:১৪501093
  • সে আপনার করুণ লেগেছে দিদি । অনেকেই তো উল্লসিত শুনছি ।
  • maximin | 59.93.200.161 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:১৬501094
  • ভিলেন মরলে জনমানসে উল্লাস!! কী সব কথাবার্তা।
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:২৫501095
  • ম্যাক্সিদি, বললাম তো, ঐ দৃশ্য টিভিতে দেখিনি বটে, কিন্তু ছবিটি দেখে বহু লোকের উল্লসিত প্রতিক্রিয়া তো নানাজায়গায় দেখছি ! সেটা 'ভিলেন' মরার 'উল্লাস' ই বটে। এই 'টার্গেট' জনতার জন্য উল্লাসের ইন্ধন যোগানো, আরেকসেট টার্গেটকে ( যাদের এই কদিন ধরে হুমকি দিয়ে আসা হচ্ছিলো) মেসেজ পাঠানো, কল্পনা করতে আমার কষ্ট হচ্ছে না। বিশেষ করে, মাওবাদী বা ওখানে সরকারের বিরুদ্ধে যাওয়া আদিবাসীদের জন্য তো বটেই। আত্মসমর্পণ পরবর্তী জীবনের অপার সুখের ছবির পাশাপাশি এই ছবিটা - 'শান্তিপ্রক্রিয়া'র অস্ত্র হিসেবে ভালই তো।

  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৩১501096
  • 'কিষেণজীর দেহের প্রথম ছবি' দিকে দিকে শেয়ার ও ট্যাগ হয়ে চলেছে। লাইকিতও হচ্ছে। উল্লাস নয় ?
  • maximin | 59.93.200.161 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৩২501097
  • হতে পারে পাই। আমারই ভুল। তেমনভাবে জনসংযোগ হয়নি।
  • kallol | 119.226.79.139 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৪২501099
  • এ তো রাষ্ট্রের বহু পুরোনো প্রকল্প। স্বদেশীরা ইংরেজ আমলে ""ডাকাত"" ছিলেন। ক্ষুদিরামের ফাঁসীতেও উল্লাস করার মানুষ ছিলো, একবার বিদায় দে মা - রচনার মানুষও ছিলো।
    পরের দিকে নাগা-মিজোরা মানুষখেকো আধা মানুষ আধা জানোয়ার গোছের ভিলেন - দেবানন্দের য়ে গুলিস্তাঁ হামারা দেখুন। এখনো কাশ্মীরের মুসলমানেরা মনুষ্যত্বহীন অমানুষ - রোজা দ্রষ্টব্য। মাওবাদীরা যে ভিলেন হবেন সে তো জানাই কথা - দ্রোহকাল দেখুন।
    এমন নয় যে মাওবাদীরা ধোয়া তুলসীপাতা। কিন্তু এখন যে রাবণ বধের মতো দশেরীয় উল্লাস হচ্ছে সেটা শুধু বমনিচ্ছার উদ্রেক করে।
    তবে ফেসবুক-টুইটার করা আমাদের মতো সুবিধাপ্রাপ্ত মানুষদের কাছে আর কিই বা আশা করা যায়। তার মধ্যেও কিছু বিবেচক আছেন, সেটাই আশার কথা।
  • Bratin | 122.248.183.1 | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৫৩501100
  • ক্ষুদিরামের সাথে কিষেন জী র তুলনায় করা হচ্ছে দেখে ভালো লাগলো। হ্যাঁ দুজনের কাজের পরিধি প্রায় এক রকম ই বটে।
  • kallol | 119.226.79.139 | ২৫ নভেম্বর ২০১১ ১৪:০২501101
  • ক্ষুদিরামদের তখনকার রাষ্ট্র কি চোখে দেখতো তার নমুনা।
    Back in Muzaffarpur, Khudiram was made to give a statement or declaration to the magistrate Mr. Woodman. He was yet to know that Prafulla was dead. To save his partner, and to protect his revolutionary mentors and their entire group, Khudiram took up the full responsibility of the entire operation and the loss of lives solely upon himself. Only after Khudiram finished giving his statement that the body of Prafulla was brought to Muzaffarpur for identification. Khudiram realized too late that trying to save Prafulla was in vain. Even after he confirmed the identity of his partner, and even after they had previously received details of the encounter of Nandalal Banerjee with Prafulla aka "Dinesh's", the British, instead of believing Khudiram, thought it more proper to cut off the head from the body and send it to Kolkata for better confirmation.
    শেষ লাইনটা দেখুন।
  • Ishan | 117.194.32.205 | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৩২501104
  • গুরুদাস দাশগুপ্ত অভিযোগ করেছেন, কিষেণজিকে আগে ধরে পরে গুলি করে হত্যা করা হয়েছে। সোর্স স্টারানন্দ।
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৪১501105
  • অ্যাকচুয়ালি, মুখোশটা রাষ্ট্র পরে আছে, গণতন্ত্রের।
  • pi | 72.83.76.29 | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৪৬501106
  • আজকের আবাপ তে মমতার প্রতিক্রিয়া, স্বগতোক্তি ইত্যাদি ( অবশ্য জানিনা সেটা আবাপ র সাংবাদিক বাদে আর কেউ শুনেছেন কিনা, টিভি তে দেখানো হয়েছে কিনা)পড়ে সামহাউ একটা অদ্ভুত অনুভূতি হল। আনক্যানিই বলবো। পুরোটা কেমন সাজানো গোজানো অভিনয়, গট আপ মনে হল। বিশেষ করে মমতার আগের কয়েকদিনের প্রতিক্রিয়াসমূহের পরিপ্রেক্ষিতে।
    ভুল হতে পারে। 'প্রমাণ' না পাওয়া পর্যন্ত অনুমান ছাড়া আর কিছুই নয়। তবে একটা অস্বস্তি হচ্ছে।

  • siki | 123.242.248.130 | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৫৯501107
  • সে তো অবশ্যই। মমতার কাঁচা অভিনয় আবাপ-র পেঁয়াজ রসুন চিকেন মসালা সমৃদ্ধ হলে যা দাঁড়ায়, তা-ই চলছে।
  • ppn | 216.52.215.232 | ২৫ নভেম্বর ২০১১ ১৫:০৩501108
  • সুমন ফাটিয়ে লেখেন তো। "কেষ্টর জীব' ফ্রেজটার জন্যই লেখাটা সুপাল্লাইক করা যায়।
  • Ishan | 117.194.32.205 | ২৫ নভেম্বর ২০১১ ১৫:০৭501110
  • এর বেশিরভাগটাই নিশানের নাম এর পুনরাবৃত্তি। সেই বইটা পড়লে তো কেঁপে যাবে ছোকরা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন