এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৫২৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | 121.241.218.132 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:৫৮501513
  • কোনো ওয়েবমেল বারণ।

    কিন্তু পড়ে ফেলেছি, এবং আধ ঘন্টা হতে চললো সুস্থ আছি। ম্যাকাফে বকুনি দেয়নি। দেখা যাক। হয়তো ওরা ব্যবস্থা করেছে।
  • siki | 123.242.248.130 | ২৪ নভেম্বর ২০১১ ১৫:০৮501514
  • হুঁ। বর্তমানে পরিবর্তন ঘটেছে।
  • pi | 72.83.76.29 | ২৪ নভেম্বর ২০১১ ১৭:২০501515
  • প্রতিদিন রোবব্বার আর এমনি প্রতিদিন নিয়ে আমিও দুখেদার কথাটাই জানতাম।

    আর বর্তমান আগে যত না প্রো তৃণমূল ছিল, তার চেয়েও বেশি অ্যাণ্টি সিপিএম ছিল না কি ? অনেক আগে থেকেই।
    রেষারেষিতে উল্টো পথে হাঁটবে কেনো, আমার কাছে খুব ক্লিয়ার না। সরকারি অ্যাড তো কমবেই। রিডারশিপ বেড়ে কি তাই দিয়ে কমপেনসেটেড হয় ? আর ভোটের আগে থেকে পর পর মমতার যেরকম রমরমা বাজার ছিল, তাতে রিডারশিপ বাড়ানোর জন্য উল্টোপথে হাঁটা - এটাও কেমন যেন ঠেকছে।
  • pi | 72.83.76.29 | ২৪ নভেম্বর ২০১১ ১৭:২১501516
  • কিন্তু আম আদমি, সুমন আর রন্তিদেবের লাইন তো এক নয়। সুমন মাওবাদীদের বিরুদ্ধে কিচু বলেছেন বলে তো শুনিনি।

    ম্যাক্সিদি, যদি হয়ও ও, তাতেই বা কী ? :)
  • q | 121.241.218.132 | ২৪ নভেম্বর ২০১১ ১৭:২৪501517
  • তিন ঘন্টা অ্যাণ্ড স্টিল অ্যালাইভ অ্যাণ্ড কিকিং। সত্যিই পরিবর্তন!
  • PM | 86.96.228.84 | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৪৬501518
  • আগের সরকারের আমলে বর্তমান কি সরকারী ad পেতো? তাতে কি তাদের বিরোধিতা আটকে ছিল?
  • pi | 72.83.76.29 | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৫২501519
  • এখন তো পাবার একটা চান্স হয়েছিল।

    আর সেটাই তো বলছি, ওদের কাছে , আমার মনে হয়েছে , ক্ষমতার 'বিরোধিতা' টাই একটা স্ট্যান্ড।
  • PM | 86.96.228.84 | ২৪ নভেম্বর ২০১১ ১৮:৩১501520
  • কিশেনজি মৃত, ND TV-র খবর। কেউ TV দেখে update দেবেন প্লিজ?
  • ppn | 204.138.240.254 | ২৪ নভেম্বর ২০১১ ১৮:৩৭501521
  • ভাটিয়া৯ দেখুন।
  • maximin | 59.93.240.228 | ২৪ নভেম্বর ২০১১ ২০:১৭501023
  • সে কী!
  • ranjan roy | 14.99.138.149 | ২৪ নভেম্বর ২০১১ ২২:১৭501025
  • সবাই এতক্ষণে জেনে গেছেন যে দিল্লির হোম মিনিস্ট্রির সেক্রেটারি মি: সিং( ইনি মাও দমন অভিযানের সঙ্গে বিশেষ ভাবে জড়িত, ছত্তিশ্‌গড়েও মিটিং করে গেছেন,) জানিয়েছেন - ওনারা ৯৯% শিওর যে বিকেলে জঙ্গলে আধঘন্টার বন্দুকের লড়াইয়ের ফলে নিহত মাওবাদী কিষেণজীই বটেন। ওনার লেট্রেস্ট ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্চে। সঙ্গী আহত সুচিত্রা মাহাতোকে পুলিশ খুঁজছে। হয়ত ভোর নাগাদ ধরা পড়ে যাবে। পুলিশের কথা অনুযায়ী ২০০ নং কোবরা ব্যাটেলিয়নের হাতে মারা এছেন কিষেণজী ওরফে কোটেশ্বর রাও; সিপিআই ( মাওবাদী)র পলিটব্যুরো মেম্বার এবং মিলিটারি কমিশনের চিফ।
    ছত্তিশগড়েই ওনার মাথার ওপর ৩৫ লাখ ইনাম ঘোষিত আছে।
    দুটো কথা, এক যেভাবে মাওবাদীদের ইন্টেলিজেন্স ফেইল করেছে এবং গত তিনদিন ধরে কিষেণজীর মুভমেন্ট পুলিশ এর নখদর্পণে ছিল, তা মাওবাদীদের পক্ষে অশুভ সংকেত।
    স্পষ্টত: জঙ্গলমহাল এলাকায় জনতার মধ্যে মাওবাদীদের হ্রাসমান প্রভাব এবং যৌথবাহিনীর ক্রমশ: বর্দ্ধমান ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজের সূচক।
    ছত্তিশগড়েও কিছু স্পোরাডিক অ্যাটাক মাওবাদীদের সামরিক সক্রিয়তা কমে যাচ্ছে। বরষার পর নতুন কম্যান্ডের অধীনে এবং আর্মির ব্যাকিংয়ে( ট্রেনিং দেয়ার বাহানায়) যে অ্যাকশন শুরু হয়েছে তার চাপে মাওবাদীরা কিছুটা দিশেহারা বলেই মনে হচ্ছে।
    এদের আসল হেডকোয়ার্টার হল বস্তারের দক্ষিণে ইন্দ্রাবতী নদী পেরিয়ে শংখিনী-ডংকিনী উপনদীর ডেলটায় অবুঝমাড় এলাকায়। সরকারি অপারেশন এখন ক্রমশ: সাঁড়াশির মত এগুচ্ছে ওদিকে। আর বছর খানেক পরে শ্রীলংকার হাল না হয়! কারণ, বস্তারের বাইরে ছত্তিশগড়ের ব্যাপক সমতলে এদের কোন জনসমর্থন নেই, মাস অর্গানাইজেশন নেই। সেই হাল ওড়িষ্যা বা মহারাষ্ট্র ও বঙ্গের ব্যাপক সমতলে। এই কথিত ক্ষমতা দখলের আন্দোলন, ব্যাপক গণভিত্তি ও গণ -আন্দোলন ছাড়া, শুরু থেকেই ট্র্যাজিক পরিণতির অপেক্ষায়।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ নভেম্বর ২০১১ ২২:১৭501024
  • প্রতিদিন ==আজকাল

    দুটৈ পা চেটে কামানো কামিনা পার্টি।

    বর্তমান কিন্ত ধারাবাহিক ভাবে এখন সরকারের সমালোচনা করছে। সেই জন্যে ইদানিং বর্তমান অনেক বেশী ব্যালান্সড। বর্তমান বাম বিরোধি বলা যাবে না। পশ্চিম বঙ্গে বাম বিরোধি বলে কিছু নেই। বিজেপি বাদে সব পার্টিই মুখে বামপন্থী। টাটার বিরুদ্ধে মমতার লড়াইটাকে বাম বিরোধি বলা বাতুলতা হবে।

    বর্তমানের রিডারশিপ বাড়ছে। আগে বর্তমান পড়তাম না। ইদানিং পড়ছি-কারন তারা সরকারের গঠনমূলক সমালোচনা করছে।

    বর্তমানের ভগবান ভক্তি নিয়ে কিছু বলার নেই-সেটা আনন্দবাজারের জ্যোতিষভক্তির চেয়ে ভাল।
  • maximin | 59.93.240.228 | ২৪ নভেম্বর ২০১১ ২২:২৭501026
  • খবরটা শুনে খুবই খারাপ লাগছে। কিছু তো কমিটমেন্ট ছিল এদেরই।
  • phutki | 14.99.31.229 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৩১501027
  • এ পোড়া দেশে লোকে আজ ও আদর্শের জন্য মরে। ঠিক না ভুল মতবাদ সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু নিজের জন্য তো কিছু করছিল না। খারাপ লাগাটা তৈরি হচ্ছে।
  • maximin | 59.93.240.228 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৩৫501028
  • ঠিকই বলেছেন ফুটকি।
  • Ishan | 117.194.37.67 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৩৭501029
  • ক।
  • o | 14.99.175.108 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৩৯501030
  • ফুটকি কে ক

    ভবানীপুরের কুখ্যাত তোলাবাজ অধুনা মন্ত্রী তার সাথে সংখ্যাতঙ্কেÄর অধ্যাপক আনন্দ-মারডকের চ্যানেল-আসরে বসে জঙ্গলযুদ্ধকে সমর্থন করে শ্রীচৈতন্যের উদাহরণ দিচ্ছে ! আর কিই বা হবে? এনকাউন্টার ছাড়া ? মানে আর কিছু হওয়ার আশা কি ছিল ?
  • a | 208.240.243.170 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৪১501031
  • রন্তিদেব সেনগুপ্তের লেখা এতজন পড়েন ও ভালোবাসেন দেখে গর্ব হচ্ছে, কারণ উনি আমাদের (প্রায় চল্লিশ বছরের) প্রতিবেশী।

    ওনার বাবা কে জানেন কি?
  • ppn | 112.133.206.18 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৪২501034
  • কে?
  • Ishan | 117.194.37.67 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৪২501033
  • না:। এরকমই হবার কথা। এবং বাড়িতে বসে আমার টিভিতে যুদ্ধের প্রস্তুতি এবং হননের উল্লাস দেখে বিরক্ত হয়ে গুরুতে পোস্ট করার কথা।

    যে যার রোল পালন করছে। আম্মো।
  • ranjan roy | 14.99.138.149 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৫১501035
  • মজার ব্যাপার হল [পুলিশ এটাকে এনকাউন্টার বলছে, তবে ওরা এখানে শব্দটির মানে আধ ঘন্টার গুলির লড়াই বলছে।
    আর একে-৪৭ থেকে কিষেণজী নাকি অনেক গুলি চালিয়েছেন কিন্তু পুলিশের কেউ আহত হয় নি!-- সাজানো এনকাউন্টারের
    সম্ভাবনা বেশি।
    এই ধরণের প্রোগ্রামে যাঁরা পথে নামেন তাঁরা মানসিক ভাবে এমনি মৃত্যুর জন্যে তৈরি হয়েই থাকেন।
    কাজেই কিছু বলার নেই ।
    কিন্তু এনকাউন্টার হলে আবার বলার আছে। কারণ আইনের রক্ষকদের এভাবে শত্রুকে মারা ভবিষ্যতের জন্যে অশনি সংকেত।
    আর যাঁরা ছাপোষা মানুষ, কোন ঝামেলায় পড়তে চান নি, জাস্ট বেঁচে থাকতে চেয়েছেন, কিন্তু মরতে হয়েছে-- আজ তাদের কথাও একটু ভাববো না!

    [ এটা বলছি কারণ সূর্যকান্তবাবুদের বক্তব্য পলিটিক্যালি
    সুপিরিয়র কালচার দেখানোর সচেতন প্রয়াস বলে মনে হচ্ছে। এই এনকাউন্টার যদি গতবছর বুদ্ধবাবুর জমানায় হত , তাহলে এঁরা কি বলতেন? আজকের টি এম সি'র লোকজনের কথাবার্তার চেয়ে খুব আলাদা কিছু বলতেন কি?]

    একটা প্রশ্ন: যদি উল্টোটা হত? যদি জঙ্গলে অপারেশনের চিফ কিষেনজির হাতে ধরা পড়তেন, তাহলে কি হত? ট্র্যাক রেকর্ড দেখলেই বোঝা যায় কি হত। ছত্তিশগে্‌ড় এস পি, ডি এস পি ধরা পড়লে কি হয়েছে? বঙ্গে সৌম্য-পার্থদের কি হাল হয়েছে? ওদের বৌ-বাচ্চার কাকুতি-মিনতি?
    কিন্তু এই যুক্তিতে কি সরকারি বাহিনীর এনকাউন্টারের সমর্থন করা যায়? না, যায় না।
    মাওবাদীদের কোড অফ কন্ডাক্ট আর নির্বাচিত সরকারের কোড অফ কন্ডাক্ট এক হতে পারে না, হওয়া উচিৎ নয়।
    কিন্তু আমরা এই দুটোতে ফারাক করতে পারি না। বলি- বেশ করেছে মেরে ফেলেছে। আজ নয় কাল তো ফাঁসিতে ঝোলাতে হতই, আজই হয়ে গেল। ও বেঁচে থাকলে আরো কত লোককে মারত। কিভাবে মারল, না মারল তাতে কি আঅসে যায়! রেজাল্ট পাওয়া নিয়ে কথা। রেজাল্ট পেলে পদ্ধতি ঠিক আছে।
    সত্যি তো, ছেলেকে ডাক্তার বানাতে হবে, যেন তেন প্রকারেণ। ঘুষ দিয়ে, জয়েন্টের কোশ্চেন আউট করিয়ে। রেজাল্ট তো পেলাম। নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যাই।
  • ppn | 112.133.206.18 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৫৩501036
  • এনকাউন্টার বুদ্ধবাবুর জমানায় হয়নি? শশধর মাহাতো?
  • o | 14.99.175.108 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৫৬501037
  • মাও-ফাও বলে নাকি কিছু ছিল না

  • Ishan | 117.194.37.67 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৫৮501039
  • লালমোহন টুডু।
  • ranjan roy | 14.99.138.149 | ২৪ নভেম্বর ২০১১ ২২:৫৮501038
  • সেটাই তো কথা! তখন মেদিনীপুরের একচ্ছত্র নেতা সূর্যবাবু কি বলেছিলেন? শশধরের বাচ্চাদের , বাপ-মায়ের জন্যে বেদনা বোধ করেছিলেন কি? শশধরের বিধবাই আজকের কিষেণজীর পলাতক আহত সঙ্গী সুচিত্রা মাহাতো।
  • I | 14.96.3.190 | ২৪ নভেম্বর ২০১১ ২৩:২৮501041
  • ভালো লাগে না। মাওবাদীদের পছন্দ করি না, বন্দুক পছন্দ করি না। তাও মন খারাপ লাগে কিষেণজীর মৃত্যুতে। ম্যাক্সিদি'র সঙ্গে একমত।
  • kd | 59.93.247.172 | ২৪ নভেম্বর ২০১১ ২৩:৩৪501042
  • চানক্য সেন?
  • a | 208.240.243.170 | ২৫ নভেম্বর ২০১১ ০০:২৩501044
  • কাউকে সমর্থন করে লিখছি না।

    কিন্তু এনকাউন্টার আর শুট অ্যাট সাইট দুটি আলাদা জিনিস মনে হয়। একটা বেআইনি, একটা আইনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন