এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৩৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১৩:০২503523
  • TOI কিন্তু সোমবারের একটা সভা আটকানোর কথা লিখেছে। আগে লিঙ্ক দিয়েছি। সেটাও বোঝা যাচ্ছে না।
  • saikat | 202.54.74.119 | ২২ নভেম্বর ২০১১ ১৩:০৮503524
  • সভা আটকানোর খেলা একটা চলছে। কালকে মনে হয় কোন কাগজে দেখলাম যে দক্ষিণ কলকাতায় লোকসভা ভোটের জন্য সিপিএম বুদ্ধবাবুকে দিয়ে সভা করাতে পারছে না। যেখানেই করতে যায় সেখানে নাকি অনুমতি মেলে না আর নয় তৃণমূলও করতে চায়, এরকম কিছু।

    (অবশ্য বুদ্ধবাবুকে নিয়ে সভার দরকারই বা কী সে অন্য প্রশ্ন :-) ))
  • dukhe | 122.160.114.85 | ২২ নভেম্বর ২০১১ ১৩:২১503525
  • তবে এপিডিআরের প্রোগ্রামটা বৌবাজারে হচ্ছে । কাল পরশু । মানে এখনো অবধি তাই খবর ।
  • quark | 14.139.199.1 | ২২ নভেম্বর ২০১১ ১৩:৩২503526
  • তাহলে তো "গণতন্ত্রের কন্ঠরোধ"এর অভিযোগই ওঠার কথা নয়। সব গুলিয়ে যাচ্ছে।

    যদিও এখনো বুঝি নি মহাশ্বেতাদেবী সহ এপিডিআর এর সাংবাদিক বৈঠকে উপস্থিত বাকীদের অমন কুৎসিতভাবে আক্রমণ করাটা দরকারী ছিল কেন।

    তবে মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন তাঁরা যৌথবাহিনীর অভিযান বন্ধ রেখেছিলেন সেটা তাঁদের "ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল" বলে।
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১৩:৩৫503527
  • দক্ষিণ কলকাতার খবরটা দিন দুই আগে আবাপ/টেলিগ্রাফে ছিলো। আমি গতকাল এপিডিআরের সভার কথা বললাম - TOI পড়ে মনে হচ্ছে কাল ওনাদের কোনো সভা ছিলো, যেটা হতে দেওয়া হয়নি।
  • pinaki | 138.227.189.8 | ২২ নভেম্বর ২০১১ ১৩:৪৫503528
  • মমতার কাছে যেমন একটা মেসেজ যাওয়া জরুরী যে এই হুমকি মানুষ ভালোভাবে নিচ্ছে না, একই ভাবে এ পি ডি আর এর কাছেও একটা বক্তব্য যাওয়া প্রয়োজন যে তাদের পরিচিতি সাধারণ মানুষের কাছে মাওবাদীদের ডিফেন্ডার ছাড়া অন্য কিছু থাকছে না। এর একটা কারণ বর্তমানে পিডি আর এর মধ্যে মাওবাদীদের সমর্থকরা সংখ্যাগরিষ্ঠ। তাই স্বাভাবিকভাবেই এ পি ডি আর ও এই যুক্তিতে চলছে যে মাওবাদীদের কোনো অযৌক্তিক খুনের বিরোধিতা করা মানে আসলে রাষ্ট্রের হাত শক্ত করা। যেভাবে সিপিএম ভাবে তাদের বিরুদ্ধে কথা বললে দক্ষিণপন্থীদের হাত শক্ত করা হয়, মমতা ভাবে তার বিরোধিতা করলে সিপিএমের হাত শক্ত করা হয়। এই যুক্তিকাঠামোর বাইরে বেরিয়ে শুধু নৈতিকতা ভিত্তিক কোনো অবস্থান কেউই নেবে না। এটা দুর্ভাগ্য, কিন্তু বাস্তব এটাই। আমাদের মত যারা নৈতিকতাভিত্তিক অবস্থানের পক্ষে সওয়াল করে তারা সব জায়গাতেই 'রিয়েলিটি থেকে বিচ্ছিন্ন কিছু আরামকেদারাবিলাসী মানবতাবাদী' বলে চিহি্‌ণত হয়। সিপিএম, তৃণমূল, মাওবাদী - সবার কাছেই।
  • Bratin | 122.248.183.1 | ২২ নভেম্বর ২০১১ ১৩:৪৬503529
  • কালকে মমতার ঐ ভাবে কথা বলা উচিত হয় নি। যদি কোন সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে ও তাহলেও আরো সহনশীল ভাষায় উনি বলতে পারতেন। রাজ্যের মুখ্য-মন্ত্রী হিসাবে শব্দ চয়নে আরো সংযমী হতে হবে।

    সংযম উনি দেখিয়েছেন । যেদিন বিমান বসু প্রকাশের অযোগ্য ভাষার প্রয়োগ করলেন সেদিন উনি বুদ্ধ বাবু কে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রন জানান সপরিবারে। বুদ্ধ বাবু অবশ্য কাজের দোহাই দেখিয়ে সেই নিমন্ত্রন রক্ষা করতে যান নি।
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১৪:০৬503533
  • ছয় মাসের মধ্যে মাওবাদী নিয়ে মমতার স্টান্সটা ১৮০ ডিগ্রী ঘুরে গেলো কি করে সেই নিয়ে সাংবাদিকেরা কেন প্রশ্ন করে না কে জানে। ভয়ে?
  • kanti | 202.90.105.118 | ২২ নভেম্বর ২০১১ ১৪:০৬503531
  • একটা বিষয়ে খেয়াল রাখবেন। মমতা সেদিন এই প্রসংগে যা বলেছেন সবই মহাকরনের ভিতরে বসে। সুতরাং সেটা মুখ্যমন্ত্রি হিসাবেই বলা হয়েছে মনে করা উচিত। ত্‌ণমূল প্রধান হিসাবে নয়।
  • salil | 223.29.193.230 | ২২ নভেম্বর ২০১১ ১৪:০৬503530
  • এই বিষয়টা নিয়ে অনেক বলার আছে। আপাতত দু’একটা কথা বলছি।
    ১৩ই অক্টোবর যাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তাঁদের মধ্যে প্রধান ছিলেন মহাশ্বেতা দেবী, তরুন সান্যাল, বিভাস চক্রবর্তী, অমিত ভাদুড়ী, গুরুপ্রসাদ কর, অমিতদ্যুতি কুমার প্রমুখরা। এঁরা যে আবেদন রেখেছিলেন তার মধ্যে হাত কচলানো ছিল না, কিন্তু বিন্দুমাত্র ঔদ্ধত্যও ছিল না। সর্বসমক্ষে মুখ্যমন্ত্রী এর কোন জবাব দিয়েছিলেন বলে শুনিনি। কিন্তু বেশ কিছু ঘোষিত নীতি এঁদের অনুরোধের কথাগুলোরই প্রাক-কথন ছিল।
    পরবর্তীতে শঙ্খ ঘোষ প্রভৃতিরাও অনেক কিছু বলেছিলেন। এই প্রবীন কবিও কি সশস্ত্র বিপ্লবী নাকি? বলা কি যায়?
    আজ যাঁদের কথায় মুখ্যমন্ত্রী এত রুষ্ট (যে বারে বারেই শালীনতার ধার ধারছেন না) তাঁরা সর্বদা বলে এসেছেন, নতুন সরকারকে বিরক্ত না করে ধৈর্য ধরা উচিত, সময় দেওয়া উচিত। এখন তাঁরা খুব সঙ্গত কারণেই স্বাধীন ভাবে মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার বিরোধিতা করছেন। এবং যেহেতু সেই কথাগুলি অপছন্দের, এবং আপাতত সামনে তেমন কোন নির্বাচন নেই, মুখ্যমন্ত্রী তেড়ে যাচ্ছেন এঁদের। এমান তো তিনি করতেন না! তাহলে তিনি কি বুদ্ধবাবুদের কাছে ক্লাস করছেন?
    তাছাড়া, ওনার কথাও ভাবুন। চাপ কি কম নাকি? এখনো শালবনীতে কারখানা হল না। শিল্পপতিরা দলের তোলাবাজীকে ‘কেন্দ্রীভূত’ করে দিতে বলছেন, সেটা এখনো হল না। কোথায় কবে কি সই করা হয়েছে সে সব বলে দিচ্ছে কেন্দ্র। কবে কাকে গ্রেপ্তার করা হয়েছিল, সে কি করে এক বছর পরে আত্মসমর্পণ করে এনিয়ে কূটকচালি শুরু হয়েছে। এখন আবার এই মুখোসধারীরা ‘ভাট’ বকছে।
    নতুন সরকার সম্পর্কে দ্রুত মোহ কাটছে সকলের। মোহ যে ছিল এটাই আশ্চর্য। কি করবেন মুখ্যমন্ত্রী? ‘বস-ম্যান’দের কথা অমান্য করা কি কোন সরকারের পক্ষে সম্ভব?
    আর প্রতিশ্রুতি? গত সন্ধ্যেবেলা একটি নিউজ চ্যানেল-এর ‘নোঙর’ লোকটি তো বলেই দিলেন, নির্বাচনের আগে যা বলা যায়, প্রশাসনে বসে সে সব করা যায় না। একটাও যায় না। তাই তো বর্তমান সরকার প্রতিশ্রুতি-টুতি রাখছেন না।
    সংবাদমাধ্যমের ‘নোকর’রা, থুড়ি, ‘নোঙর’রা এখন আর বিশেষজ্ঞ-ফজ্ঞ ডাকেন না। তাঁরাই এখন বিশেষজ্ঞ। আর, নিরপেক্ষতা? এখন তো উন্নত দেশকে অনুসরণ করার যুগ। ‘এমবেডেড’ সাংবাদিকতা কাকে বলে জানেন না?
    সংবাদমাধ্যমের ‘একাগ্রতা’ ঈর্ষনীয়। বিশ্ব জুড়ে মানুষ আন্দোলন করছে, মিশরে লোক মরছে, এদেশে সব পরিষেবার দফা রফা, রকেটের চাইতে জোরে জিনিসের দাম বাড়ছে, এসব নিয়ে তাঁরা ভাবিত নন। আপাতত ছ’মাসের শিশুটিকে নিয়েই তাঁরা ব্যস্ত।
    এই সরকার মনীষিদের কথা খুব শোনেন। ‘একুশে আইন’ শিগগিরি চালু হবে। নিশ্চিন্ত থাকুন।

  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১৪:১০503537
  • আগেরটা কান্তিকে।
  • kallol | 119.226.79.139 | ২২ নভেম্বর ২০১১ ১৪:১০503536
  • পাই।
    কদিন আগে মাওবাদীদের হাতে রাজনৈতিক কর্মীদের খুন হওয়া থেকে বেশ কিছুদিন আগে তৃণমূলীদের হাতে সিপিএম খুন হওয়া নিয়ে এপিডিআর, মাসুম, পিইউডিআর এর গাদা গাদা বিবৃতি আছে। ওদের অফিসে খোঁজ কর, পেয়ে যাবি। কোথাও ছাপা হয়নি।
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১৪:১০503535
  • তো?

    এই যুক্তি দিলে প্রশ্ন করা যায় যে মহাকরণ থেকে বেরিয়ে কি তিনি মাওবাদী নেই বলেন আর ভিতরে ঢুকলে সুপারি কিলার বলেন?
  • Ishan | 117.194.43.41 | ২২ নভেম্বর ২০১১ ১৪:১০503534
  • পাগল নাকি? মার ধোর দিয়ে দিতে পারেন। সাধ করে কে আর... :)
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১৪:১৫503538
  • বাড়িতে শুনলাম এপিডিআর-এর প্রেস কনফারেন্স শেষ হওয়ার সাথে সাথে মমতা ঘর থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করেন। মানে ঘরে বসে দেখতে দেখতে পিত্তি জ্বলে গিয়ে আর কি;-)
  • kanti | 202.90.105.118 | ২২ নভেম্বর ২০১১ ১৪:১৭503539
  • আমি বোধহয় ঠিক বুঝিয়ে বলতে পারিনি।আমি বলতে চেয়েছিলাম যে উনি বুদ্ধবাবুর মতই দল এবং সরকারে নিজের অবস্থান গুলিয়ে ফেলছেন।
  • pinaki | 138.227.189.8 | ২২ নভেম্বর ২০১১ ১৪:১৮503540
  • কল্লোলদা এখানে মনে হয় পি ইউ ডি আর এর সাথে বর্তমান এ পি ডি আর এর একটা পার্থক্য আছে। মাওবাদীদের অযৌক্তিক খুনের বিরোধিতা পি ইউ ডি আর অনেক প্রম্পটলি করে। আর এ পি ডি আর এর ভিতরে বিতর্ক হয়, ফাটাফাটি হয়, কিন্তু বাইরে বিবৃতি আসা প্রায় দু:সাধ্য। বরতমান এ পি ডি আর এর মাওবাদী যে্‌হাঁক খুব দৃষ্টিকটূরকমের স্পষ্ট। এটা শুধু ফর্মাল বিবৃতি কবে কি দিয়েছে না দিয়েছে তাই দিয়ে প্রতিষ্টা করা যাবে বলে মনে হয় না। মাসুমের ব্যাপরটা আলাদা হতেই পারে। মাসুমের মধ্যে সক্রিয় মাওবাদী সমর্থক/কর্মী থাকার সম্ভবনা কম। করণ মাসুম এন জি ও। কিন্তু এ পি ডি আর এ মাওবাদীদের সক্রিয় উপস্থিতি আছে এবং তারা এ পি ডি আর কে নিজেদের অভিমুখে র‌্যালি করাতে চায়, খুব জোরালোভাবেই।
  • quark | 14.139.199.1 | ২২ নভেম্বর ২০১১ ১৪:২০503541
  • একটু উপরে কল্লোলদাকে একটা প্রশ্ন করেছিলাম।
  • dukhe | 122.160.114.85 | ২২ নভেম্বর ২০১১ ১৪:৩৮503542
  • পিনাকী শেষ লাইনটা কিসের ভিত্তিতে বললেন ? মানে এত কনফিডেন্টলি বললেন, জাস্ট ধারণা বলে মনে হল না ।
  • pinaki | 138.227.189.8 | ২২ নভেম্বর ২০১১ ১৪:৪০503544
  • আর ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয়, সরকারের কাছে জঙ্গলমহল থেকে যৌথবাহিনী তোলা এবং রাজনৈতিক বন্দীদের নি:শর্ত মুক্তির দাবীর সাথে সাথে মাওবাদীদের কাছে ব্যক্তিহত্যা বন্ধের দাবী একই ব্র্যাকেটের মধ্যে করতে হবে। এখানে প্রায়োরিটির আগুপিছু করলে (যেটা এপিডিআর সহ অনেকেই করছে) মানুষের কাছে অন্যরকম বার্তা যায়। মাওবাদীদের কাছে ব্যক্তিহত্যা বন্ধের দাবী সমগুরুত্ব দিয়ে না তুললে মানুষ রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবীকে (যেটা অত্যন্ত জরুরী একটা দাবী) মাওবাদীদের মুক্তির দাবী করা হচ্ছে বলে ভাবে আর যৌথবাহিনী হঠানোর দাবীকে (যেটা জঙ্গলমহলে শান্তি ফেরার অন্যতম প্রধান শর্ত) মাওবাদীদের অস্ত্র নিয়ে অবাধ বিচরণের দাবী হিসেবে দেখে। তাই মানুষের কাছে ঐ দাবীগুলোর বিশ্বাসযোগ্যতা থাকে না।
  • kallol | 119.226.79.139 | ২২ নভেম্বর ২০১১ ১৪:৪৫503545
  • কোয়ার্ক।
    Date:21 Nov 2011 -- 05:39 PM এই পোস্টে যা লিখেছি, তার বেশী কিছু আমিও জানি না।
  • kallol | 119.226.79.139 | ২২ নভেম্বর ২০১১ ১৪:৪৭503546
  • পিনাকী অনেকটাই ঠিক বলছে। এপিডিআরে অমন একটা চোরাস্রোত আছে। কিন্তু উল্টোদিকের বিরোধীতাও আছে।
  • pinaki | 138.227.189.8 | ২২ নভেম্বর ২০১১ ১৪:৫০503547
  • দুখেদা, পরিচিত লোকজনের সূত্রে দূর থেকে বসে যা জানতে পারি তার উপর ভিত্তি করে বল্লাম। আমার জানাটা পরোক্ষ, তার সাথে বাইরে থেকে অনেকেই এপিডিআর কে যেভাবে দেখে সেদুটোকে মিলিয়ে বললাম। আপনার অন্য কিছু জানা থাকলে বলুন।
  • lcm | 69.236.161.19 | ২২ নভেম্বর ২০১১ ১৪:৫২503548
  • সিপিএম গভর্নমেন্ট পুলিশ, ক্যাডার, কেন্দ্রীয় বাহিনী - এসব দিয়েও মাওয়িস্টদের টেররিজ্‌ম বাগে আনতে পারে নি। শয়ে শয়ে খুনোখুনি হয়েছে।

    আর নতুন সরকার হুংকার দিয়ে সল্‌ভ করে দেবে চেষ্টা করছে। আসল সমস্যার সমাধান কিছু নেই, খালি আওয়াজ, কে কোথায় মিটিং করছে তাই নিয়ে পড়েছে। ধুর, ধুর। সমস্যার মূলে গিয়ে কিছু হবার আশা না হয় ছেড়েই দিলাম। কিন্তু হুংকার কে ব্যাক করার মতন পুলিশ ফোর্স তো নেই - পুলিশ আছে তো বন্দুক নেই, বন্দুক আছে তো গুলি নেই, গুলি আছে তো পুলিশ নেই। ভরসা সেই কেন্দ্রীয় বাহিনী, চিদাম্বরম - আধা মিলিটারি নামিয়ে দেওয়া। মিলিটারি জঙ্গলে ক্যাম্প ফেলবে। কাজ দেখানোর জন্য কিছু হাড় জিরজিরে নিরীহ মানুষকে তুলে আনবে। তার বদলা নেবার জন্যে মাওয়িস্টরা বোম মারবে। ক্যাম্প উঠে গেলে আবার মাওয়িস্ট জঙ্গীরা দখল নেবে। এই সব চলবে। থোর বড়ি খাড়া। ধোর...
  • quark | 14.139.199.1 | ২২ নভেম্বর ২০১১ ১৫:১৪503549
  • কল্লোলদার Date:22 Nov 2011 -- 02:45 PM প্রেক্ষিতে, বি বি গাঙ্গুলি স্ট্রীটে সভা করতে বলা (যেটার কথা দুখে বল্লেন কি?) টা তাহলে ভুল?
  • aka | 75.76.118.96 | ২২ নভেম্বর ২০১১ ১৭:১৮503550
  • দুখে, মমতার সৌভাগ্য যে মমতা যাই করুক পূর্বসূরীদের সাথে তুলনা হয়। কিন্তু মমতা যাবার পরে মনে হয় অতুলনীয় হয়েই যাবেন।
  • dukhe | 122.160.114.85 | ২২ নভেম্বর ২০১১ ১৭:৩৮503552
  • পিনাকী, আমার সেভাবে কিছু জানা নেই । সক্রিয় মাওবাদীর উপস্থিতির কথা শুনে খটকা লাগল বলে জিগালাম ।
    আকা, :)
  • prateek | 122.179.106.57 | ২২ নভেম্বর ২০১১ ১৭:৩৮503551
  • এপিডিআর তো নিজস্ব ওয়েবসাইট আছে,সেখানে তো মাওদের খুনখারাপি নিয়ে কিছু দেখলামনা! লাস্ট প্রেস রিলিস ২৪ এপ্রিল,২০০৯।
    http://apdr.org.in/press.html
  • maximin | 59.93.219.116 | ২২ নভেম্বর ২০১১ ১৮:২০503553
  • সবাই চুপ যে?
  • maximin | 59.93.219.116 | ২২ নভেম্বর ২০১১ ১৯:২৪503555
  • মহাশ্বেতা দেবীর চিঠিটি এখন প্রকাশিত। উক্ত চিঠিকে কীভাবে ইন্টারপ্রেট করছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন