এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৪০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 86.96.228.84 | ২১ নভেম্বর ২০১১ ১৫:২১503390
  • ব্রতীন, ভাই বিদ্যামন্দির-এ তুমি সুনন্দবাবুর কটা কেলাস কোরেছো? আমার সময় উনি ১০% ক্লাস-ও কর্তেন না বিদ্যামন্দির-এ। যেহেতু ওনার রাজনৈতিক যোগাযোগ খুব বেশি ছিলো মহরাজ-রা ঘাটাতো না। ECO-Hons এর ছেলেরা তো নাম শুনলে চটে যেতো। পুরো তিন বছরের hons কোর্সে হাতে গোনা কয়েক্টা ক্লাস নিয়েছিলেন।

    তবে বিদ্যমন্দির-এর জন্য কিছু grant এর ব্যবস্থা করতেন শুনেছি। এটা নিসি্‌চত নয় অবশ্য।

    যাক গে, রিউনিয়্‌ন-এ আসছ কি? এলে দেখা হবে। ঐ সময় দেশে যাবার plan আছে।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৫:২৭503391
  • আমি ৮৯ -৯১। আমদের সময় উনি ইংরেজী গদ্যের বেশ কিছু ক্লাস নিতেন। অনিয়মিত সেরকম দেখি নি।

    ECo Hons ?? উনি ইংরেজী র তো।

    হ্যাঁ আসছি তো বটেই। আমার বেলুড়েই বাড়ি। PM, আপনি কোন সময়ের?
  • ranjan roy | 115.118.145.4 | ২১ নভেম্বর ২০১১ ১৫:২৯503392
  • থ্যাংকু পিটি, থ্যাংকু!
    আমি ২৪ ডিসেম্বর কোলকাতা পৌঁছাবো, ২৯ এ হিন্দ মোটর থেকে ফেরার যাত্রা শুরু।
    আমার পরিবারেই অনেকে আছেন প্রিয়জন যাঁদের সঙ্গে মতে মেলে না। তাতে কি?
    আমার ফোন নাম্বার ০৯৯৮১০৮৩৭। আই ডি--[email protected].
    q,
    অবশ্যই ওটি ব্রতীনের কনজেক্‌চার। আমার কথাই তো তাই। কাউকে ব্র্যান্ডিং করার দরকার কি! মমতার সমালোচনা করলে সিপিএম, আর সিপিএম এর সমালোচনা করলে দিদিপন্থী! এইসব অতিসরলীকরণ বন্ধ হয়ে বিষয়মুখী আলোচনা দরকার।
    এখানে অনেক কিছু জানতে পারছি।
    বিপ্লব-টি- ডিডির থেকে জর্মান ও রাশ্যান সমরশক্তি-মারণক্ষমতা নিয়ে কোন ধারণাই আমার ছিল না।

    আর কাত্যুশা নিয়ে তৎকালীন উপন্যাস ধরুন ইলিয়া
    এরেনবুর্গের ""ঝড়'' -- এগুলোতে উল্লেখ মাত্র ছিল।

    পিটি,
    আপনার ও শিবুর প্রশ্ন ছিল যে কেন স্তালিন নিয়ে খালি বলা হবে? কেন ইঙ্গ-মার্কিন লুঠেরা দের নিয়ে এখানে একটা কথাও বলা হয় নি?
    আরে, এখানে কেউ আছেন নাকি যিনি বুশ-নিক্সন-চার্চিল-তোজো-মুসোলিনি-সুহার্তো-মার্কোস এদের খুনি-লুঠেরা ছাড়া অন্য কিছু ভাবেন? এটা নিয়ে তো কোন ডিবেটই নেই। তাই বলা মানে দীক্ষিতদের মধ্যে প্রীচ করা, তাই বলা হয় না।
    কিন্তু স্টালিন নিয়ে ডিবেট আছে। কেন? কারণ একসময় আমরা সবাই স্তালিনভক্ত ছিলাম। সুকান্ত-সমর সেন-গোলাম কুদ্দুস সকলেরই স্তালিন নিয়ে কবিতা আছে।
    সিপিআইয়ের সে¾ট্রাল কমিটি মেম্বার অজাতশত্রু (প্রয়াত) প্রতুল লাহিড়ি আমাকে এমনকি বিষ্ণুদেরও স্তালিনকে নিয়ে লেখা একটি দীর্ঘ কবিতা শুনিয়ে ছিলেন।
    কাজেই--।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৫:৩৫503393
  • রঞ্জন দা, সেক্ষেত্রে আমাকে দিদিপন্থী বলা টাও ব্র্যান্ডিং তাই তো? কারন অনেক ক্ষেত্রে আমার অপছন্দের কথা স্পষ্ট জানিয়েছি।:-))
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১৫:৩৯503394
  • ভালো লক্ষণ!
  • ranjan roy | 115.118.145.4 | ২১ নভেম্বর ২০১১ ১৫:৪৮503395
  • ব্রতীন,
    একদম ঠিক বলেছ। কিন্তু তুমি তো মূলত: দিদির সমর্থক। নিজেই বলেছ, কাজেই কেউ বল্লেই রাগ করার কি আছে? আর সমর্থক হয়েও সমালোচনা করা যায়, যে কোন বিবেকবান
    মানুষই করবে।
    রাগ করার কথা যখন আমি যা নই সেই হাপ কেউ আমার একটি বক্তব্যের ভিত্তিতে মেরে দেয়।
    যেমন অরিজিৎ, রাজদীপ, মনীশ , ব্ল্যাংকি এঁরা সবাই আমাকে খোলাখুলি জানিয়েছেন যে এঁরা সিপিএম সমর্থক। আরও অনেকে এপাতায় সেটা জানিয়েছেন। তাঁদের বল্লে সেটা ব্রান্ডিং হবে না। তেমনি তোমাকে বল্লে ব্র্যান্ডিং কেন হবে? বরং হিন্দ মোটরে ভায়রার বাড়ি গিয়ে কোন ঝামেলায় পড়লে আমি বালির ব্রতীনের নাম নেব। বলব ওনাকে জিগ্যেস করে দেখুন আমার সম্বন্ধে।
    তেমনি আমাকে বামপন্থী বল্লে চটবো না, ব্র্যান্ডিং হবে না। আমি নিজেকে স্বঘোষিত বামপন্থী বলি। সিপিএম বল্লে চটবো, দিদিপন্থী বল্লে চটবো, মার্কিন দালাল বল্লে চটবো।
    যেমন কল্লোলকে যদি বলা হয় -- শালা ঢপের মানবাধিকারবাদী! কে তোদের পোঁছে রে! চিদু পোঁছে? পোনবদা? বুদোবাবু? ঘাসফুল দিদি? মাওবাদী?
    দেখবে- একটুও রাগ করবে না। বলেই দেখ, মাক্কালী!
    তেমনি যদি ডিডি কে বলি "" রামভজনা করনেওয়ালা ছদ্ম আর এস এস!''-- হেসে মাথা নেড়ে হ্যাঁ- বলবে। রাগ করবে না।
  • Manish | 59.90.135.107 | ২১ নভেম্বর ২০১১ ১৫:৫৭503396
  • এটা ঘটনা যে সিপিএমের প্রচুর বেনো জল তৃনমুলে ঢুকে গেছে।আরো যাবে।এরা সব পরজীবি আগাছা। ক্ষমতার অলিন্দের আশেপাশে ঘোরাঘুরি করে।

    সিপিএম দলের পক্ষে ভালো লক্ষন। আর এখান থেকেই সিপিএম যদি আবার নতুন করে শুরু করে পার্টি সংগঠন শক্ত হাতে পরিচালিত করতে পারে তবে দল অবার সসন্মানে ফিরে আসবে।

    ও: হাপিয়ে উঠেছি। পরীক্ষার পাতাতেও এতো কখনো লিখিনি।
  • dd | 124.247.203.12 | ২১ নভেম্বর ২০১১ ১৬:৩১503397
  • এই বেনোজলের গল্পো আর গুল্পো শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম, পেটেব্যাথা ধরে গ্যালো।

    হা হা হা, হো হো হো। হি হি।

    এই থিওরী প্রথেম শুনি সত্তরের মাঝামাঝি। যুব কং আর ছাত্র পরিষদে সব সিপিএম নাকি নাম বদলে ঢুকে গেছে। গুন্ডামি রাহাজানি তারাই করছে, প্রিয় সুব্রত লক্ষ্মী - এরা ধোয়া তুলসীর পাতা। বেনোজলের যতোসব অপকীর্ত্তি।

    আবার শুনলাম গত দশ বছর ধরে। সিপিএমে নাকি বেনোজল ঢুকে গ্যাছে। কি করে একটি রেজিমেন্টেড পার্টীতে অসাড়ে এসব "ঢুকে" যায়,তা ন্যাতারাই বোঝেন, আর বিচার বুদ্ধি জলাঞ্জলি দেওয়া সমর্থকেরাই মানেন।

    আবার মমতাতেও শুরু। ছ মাসেই "বেনোজল" ঢুকে অমন পবিত্র গোলগাল সরল পার্টীকে বিক্ষত করে দিলো।

    আমার ফেবারিট আপ্তোবাক্য স্মরন করুন "willful suspension of disbelief"। সেটা সম্বল না থাকলে এই গুল্পো বিশ্বাস করা যায় না।
  • t | 59.152.98.132 | ২১ নভেম্বর ২০১১ ১৬:৪৬503398
  • বুদ্ধিজীবিরা যা বলেন বা সৃষ্টি করেন সেটাকে বেশ কয়েকভাবে ভাগ করা যায়। সোলঝেনেৎসিনকেই ধরলাম,

    . ফিকশন: কল্পনাশ্রয়ী। ওনার 'এ ডে ইন লাইফ অভ ইভান দেনিসভ,' 'ক্যান্সার ওয়ার্ড', ফার্স্ট সার্কল' সবগুলিই তাই। কিন্তু এর প্রত্যেকটার মধ্যেই প্রচুর অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, বিশেষ করে শ্রমশিবিরের জীবন নিয়ে কথাবার্তা আছে। তারপরেও এগুলোকে ঐতিহাসিক দলিল বলা কঠিন।

    . ওপিনিয়ন: ভিয়েতনাম যুদ্ধের উপরে দেয়া বক্তব্যটা ৭৭ সালে হার্ভার্ডে দেয়া একটা লেকচারের অংশ। খুবই ডগম্যাটিক কমিউনিস্ট বিদ্ধেষী ভঙ্গিতে তিনি ভিয়েতনাম থেকে সরে যাবার কারণে সেখানে কমিউনিজমের বিজয়ের ব্যাপারে বক্তব্য রেখেছেন। সোলঝেনিৎসিন ৭৪ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বহিষ্কৃত হন। তার আগের প্রায় আটদশ বছর মুক্ত থাকলেও কার্যত গৃহবন্দী ছিলেন সুতরাং ভিয়েতনাম বা পৃথিবীর জিওপলিটিক্স সোলঝেনিৎসিন ভালো বুঝতেন বললে একটু ভুল বলা হবে। অতএব এটা শুধু ওপিনিয়ন না, খুবই বায়াসড ও ইল ইনফর্মড ওপিনিয়ন বললে ভুল হবে না। ন্যাটোর যুদ্ধকে তিনি নিন্দা করেছেন সেটা স্লাভ ও অর্থোডক্স খৃষ্টধর্মের ভিউ থেকে। চেচেনিয়া যুদ্ধের নিন্দা করেন নি। জারের আমলের বন্দিশিবির ব্যবস্থাকে তিনি প্রশ্ন করেন নি। কিন্তু 'পুরনো ব্যবস্থা' ভেঙ্গে ফেলায় বলশেভিকদের কঠিনভাষায় আক্রমণ করেছেন।

    . জার্নালিজম বা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট: ১৯৪৫ সালে একটা চিঠি লেখার অপরাধে সোলঝেনিৎসিনকে দশ বছরের শ্রম শিবিরের দন্ড দেয়া হয়। অতএব সোভিয়েত গুলাগ সিস্টেমকে তিনি একেবারে ভিতর থেকে দশ বছর ধরে দেথেছেন। ৫৬ সালে ক্রুশ্চেভের সময় ছাড়া পান। আর গুলাগ দ্বীপপুঞ্জ লিখেছেন প্রায় আরও দশ বছর লাগিয়ে। বইটা যারা পড়েছেন তাঁরাই জানেন যে কীরকম পরিশ্রম করে প্রতিটি তথ্য যোগাড় করা হয়েছে। প্রায় আড়াইশো কয়েদীর সাক্ষাতকার নিয়েছেন সোলঝেনিৎসিন। সাথে ঐতিহাসিক পটভুমির বিস্তারিত ব্যাখ্যা। সোলঝেনিৎসিনের ব্যক্তিগত মতবাদ বা বিশ্বাস আপনি শেয়ার নাই করতে পারেন কিন্তু একে অস্বীকার করা খুবই দুরুহ কাজ।

    এ বইটি পাশ্চাত্যের ডানপন্থী ও কমিউনিস্ট বিরোধীদের পালে যে বিশেষ হাওয়া লাগিয়েছে তাতে কোন সন্দেহ নেই। ডিক চেনি, ডোনাল্ড রামস্ফেল্ড, রিচার্ড আর্মিটেজের মতো 'নিরপেক্ষ' ব্যক্তিরা উচ্ছসিত প্রশংসা করেছেন। কেন, সেটা বলে দিতে হয় না। কারণ, সোভিয়েত ব্যবস্থাকে সমালোচনার শরে বেঁধে ফেলার পাশাপাশি কলোনিয়াল যুদ্ধগুলোর অপরাধ চাপা দিতে এর যে প্রোপাগান্ডার দরকার ছিল তাতে বইটি ও তার লেখক বিশেষ রসদ জুগিয়েছেন।

    কিন্তু গুলাগ দ্বীপপুঞ্জকে নাকচ করে দিতে যে পরিমান সাক্ষ্য প্রমাণ দরকার তা আজ পর্যন্ত কেউ করে উঠতে পারেন নি।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৭:০৫503400
  • কোয়ার্ক - কার্তিকপুজোটা অতটা খেয়াল করিনি, তবে গণেশপুজো দেখে এবার চমকে গেছিলাম। জগদ্ধাত্রী পুজোও আগে এত বড় হতে দেখিনি। গলিতে গলিতে শনিমন্দিরের সংখ্যাও ক্রমবর্ধমান। এগুলো মনে হয় গোটা ভারতেই খুব জেনারেল ফেনোমেনা এখন - ভক্তিমার্গের ক্রবর্ধমান জনপ্রিয়তা:-)
  • kallol | 119.226.79.139 | ২১ নভেম্বর ২০১১ ১৭:১৬503401
  • ডিডি।
    ১৯৮০ নাগাদ সিপিএম সদস্য পদ দেওয়ার ক্ষেত্রে শিথিল হয়। আগে প্রোবেশনারী মেম্বার থেকে নানান ছাকনির মধ্য দিয়ে সদস্য পদ দেওয়া হতো। ঐ শিথিলতার সুযোগে অনেক প্রোমোটার ফড়ে ঢুকে পরে।
    তৃণমূল বা কং এ এসব ঝামেলা কোনদিনই ছিলো না। যখন ইচ্ছে সদস্য হওয়া যায়।
    বাম আমলের পুলিশ সুপার অমিয় সামন্ত (মরিচঝাঁপি খ্যাত), বাবলু চক্রবর্তি (বিজন সেতু খ্যাত) এখন তৃণমূলে। এটা ঘটনা। অটো ইউনিয়ান গুলো কেমন ভোল পাল্টালো দেখলে না।

  • saikat | 202.54.74.119 | ২১ নভেম্বর ২০১১ ১৭:১৮503402
  • নীচে সিগ্রেট খেতে গিয়ে ২৪ ঘন্টায় ব্রেকিং নিউজ দেখলাম -

    APDR-এর সভা সরকার বাতিল করেছে। শঙ্খ ঘোষ বিবৃতি দিয়ে সমালোচনা করেছেন। প্রতুল মুখোপাধ্যায়ও। মহাশ্বেতা দেবী বলেছেন "ফ্যাসিবাদী আচরণ"।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৭:২০503403
  • সৈকত - এটা ফেসবুকে একজন লিখেছে দেখলাম - সেটা আবার টুইটার আপডেট। বিস্তারিত কিছু নেই। ব্যাপারটা ডিটেইলস কেউ জানেন?
  • PM | 86.96.228.84 | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৭503405
  • সরি ব্রতিন। ECO নয়... অনেকদিন আগের কথা... তার ওপোর আমি কোনোদিন ক্লাস করি নি ওনার। Eng এ আরো একজন ছিল AB বলে, পুরো নাম মনে নেই। Eng H এর ছেলেরা, জয়দেব, ইন্দ্রনীল ওরা সবাই ঠেলে গালি দিত দুজনকেই। সুনন্দ্য বাবু ক্লাস করতেন না আর AB চোতাসর্বস্য ছিলো।

    রিউনিয়ন এ যাবার আগে প্ল্যান কোরে নেব তোমার সাথে দেখা করার।
  • BA | 138.227.189.8 | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৭503404
  • t হয়তো জানেননা, এই বাংলাতেই একজন আছেন, যিনি সলঝেনিৎসিনের সমস্ত তথ্য ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত - এটা প্রমাণ করেছেন। তাঁর নাম বাসু আচার্য। তবে তাঁর লেখা দলিলসমূহ অর্কুট ছাঢ়া অন্য কোথাও পাওয়া যায় না, এটাই যা সমস্যা। :B
  • saikat | 202.54.74.119 | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৮503406
  • q,

    স্ক্রীনের বাঁ দিক কোণে দেখলাম লেখা "এটাই ফ্যাসিবাদ"।

    একজন সাংবাদিক মাইক নিয়ে স্টুডিও থেকে বলছেন মাওবাদীদের ব্যাপারে মমতার ভোলবদল নিয়ে।

    আর নীচে ব্রেকিং নিউজ-এ যাচ্ছে, ঐ যা লিখলাম। কোথায় সভাটা হওয়ার কথা ছিল তাও বুঝতে পারিনি।
  • dukhe | 122.160.114.85 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩০503407
  • সাধে কি বলে পকাবু ! কুত্তা লগ্নে জন্ম ।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩১503408
  • ওকে।

    আমার মনে হয় অনেকের একটা বিশেষ আশংকা সত্যি হতে চলেছে।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩২503409
  • অমরেন্দ্র বর্ধন। কিন্তু অনেক স্যার ই তো চোতা করে থাকেন। যাই হোক। ব্যাটে বলে হচ্ছে ঐ সময়।:-))
  • PT | 203.110.243.23 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৭503411
  • বুঝতে পারলাম সেকথা বলতে পারছি কই? বামই হোক আর ডানই হোক, দেশের মাথা - মার্কসবাদ চুলোয় যাক - দেশকে বাঁচাবে না? এ আবার কেমন যুক্তি হল? ভাগাভাগির চুক্তি না হলেও পোল্যান্ড বাঁচত নাকি সোভিয়েত আর জার্মানির মধ্যে সরাসরি লড়াই হলে? লড়াইটা তাহলে ঐ পোল্যান্ডের ওপরেই হত সেটা ম্যাপের দিকে তাকালেই বোঝা যায়। জার্মানি পোল্যান্ড আক্রমণ না করলে সোভিয়েত আদৌ পোল্যান্ডে ঢুকত কিনা এটা বলতে মোটেই স্ট্যালিন-স্তুতির প্রয়োজন হয়না। কেননা এই ইতিহাসের লুকোচাপা বলে আর কিছু নেই:
    ১/France was in direct violation of the Franco-Polish Military Alliance that was signed in 19 May 1939, where France promised to attack Germany if Poland was attacked. Great Britain also refused to attack Germany, even though they had sworn to do so in the case of a German invasion.

    2/
    With Britain and France unwilling to follow on their military commitment to Poland, the Soviet Union, having its own reasons to fear the German expansionism further East, made various offers to Poland of an anti-German alliance, similar to the earlier one made to Czechoslovakia. Regardless of Stalin's true intentions, such alliances backed by the Soviet military force would have been a likely deterrent to Hitler's plans.

    আর ১৯১৮ তে স্বাধীন হওয়া পোল্যান্ড এমন কিছু নাতু-পুতু ভালমানুষের ছা ছিল না। যারা পোল্যান্ডের জন্য কান্নাকাটি করছে তাদের জন্য:

    1. Pi³sudski had entertained far-reaching anti-Russian cooperative designs for Eastern Europe, and in 1919 the Polish forces pushed eastward into Lithuania, Belarus and Ukraine, taking advantage of the Russian preoccupation with the civil war. By June 1920, the Polish armies were past Vilnius, Minsk and (allied with the Directorate of Ukraine) reached Kiev.

    2. The successful outcome of the war gave Poland a false sense of being a major and self-sufficient military power, and the government a justification for trying to resolve international problems through imposed unilateral solutions.

    3. ...persistent opponents of the regime, many of the leftist persuasion, were subjected to long staged trials and harsh sentences, or detained in camps for political prisoners. Rebellious peasants, striking industrial workers and nationalist Ukrainians became targets of ruthless military pacification, other minorities were harassed.

    4. Pi³sudski, conscious of Poland's precarious international situation, signed non-aggression pacts with the Soviet Union in 1932 and with Nazi Germany in 1934.

    5. The mid-August British-French talks with the Soviets on forming an anti-Nazi defensive military alliance had failed, in part over the Polish government's refusal to allow the Red Army to operate on Polish territory.

  • none | 116.193.139.52 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৮503412
  • "ফ্যাসিবাদী সিদ্ধান্ত: মহাশ্বেতা দেবী

    মেট্রো চ্যানেলে এপিডিআর-এর সভা বাতিলের সরকারি সিদ্ধান্তকে ফ্যাসিবাদী আচরণ বলে তীব্র নিন্দা করলেন পরিবর্তনপন্থী সাহিত্যিক মহাশ্বেতা দেবী। আজ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, প্রতিবাদী মানুষের ভোটে সরকার ক্ষমতায় এসে প্রতিবাদের অধিকার হরণ করছে। মহাশ্বেতা দেবীর বক্তব্য, গত চৌষট্টি বছরে যা ঘটেনি তা এখন ঘটছে। সাংবাদিক বৈঠকে এপিডিআর-এর তরফে শঙ্খ ঘোষ, অপর্ণা সেন, বিভাস চক্রবর্তী, নবারুণ ভট্টাচার্য, কৌশিক সেন, প্রতুল মুখোপাধ্যায়দের বিবৃতিও পড়ে শোনানো হয়। বিবৃতিতে সরকারি সিদ্ধান্তের নিন্দা করেছেন তাঁরা। এপিডিআর-এর তরফে জানানো হয়, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর অনশন কর্মসূচি করবেন তাঁরা। আগামী পঁচিশে নভেম্বর মহাকরণের দিকে মিছিল করে যাবেন তাঁরা, পুলিস যেখানে আটকাবে সেখানেই অবস্থান বিক্ষোভ হবে বলে জানানো হয় এপিডিআর-এর তরফে। "
  • kallol | 119.226.79.139 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৯503413
  • এপিডিআর-এর সাধারণ সম্পাদক দেবপ্রসাদ রায়চৌধুরীর সাথে কথা হলো।
    মেট্রো চ্যানেলে ২৩ থেকে ২৫ অনশন অবস্থানের জন্য পুলিশ অনুমতি চাওয়া হয়েছিলো। দাবী : ১) রাজনৈতিক বন্দীদের মুক্তি, ২) যৌথ বাহিনী প্রত্যাহার ও ৩) বাম জামানার অপরাধী পুলিশদের শাস্তি।
    প্রথমে পুলিশ থেকে বলা হয় ২৫ তারিখ ওখানে তৃণমূলের সভা আছে। ২৩ আর ২৪এর জন্য নতুন করে অনুমতি চাইতে হবে। সেটা করা হলে গত ১৭ তারিখ (বৃহষ্পতিবার) বলা হয়। অনুমতি দেওয়া যাবে না। তা নিয়ে গত কাল পর্যন্ত কথা বলাহয় পুলিশের সাথে। পুলিশ কোন কারন দেখাতে রাজি নয়। সভা বাতিল করতে বলেছে।
    আজ বেলা ৩টেয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এপিডিআর এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। বোলান গঙ্গোপাধ্যায় ও জয়া মিত্র প্রেস ক্লাবে ছিলেন। বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছেন শঙ্খ ঘোষ, প্রতুল মুখোপাধ্যায় আর মহাশ্বেতা দেবী।
  • kallol | 119.226.79.139 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৪503414
  • আশা করি এবার - কোথায় গেলো মানবাধিকারবাবুরা - সেই বিবৃতিগুলো লজ্জা পবে।
    আমাদের কুত্তা লগ্নে জন্ম। ঘেউ ঘেউ করেই যাবো।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৬503415
  • এখন একটা তিন দিনের গল্প চালু হয়েছে - তিন দিন আগে অনুমতি নিতে হবে, তার আগে হবে না। আর অনেক ক্ষেত্রেই এই তিন দিন আগে নিতে গিয়ে জায়গা পাওয়া যাচ্ছে না। পুলিশ নাকি আবার জমির মালিকের অনুমতিও চাইছে। দক্ষিণ কলকাতা লোকসভা নির্বাচন নিয়ে কোথাও একটা খবরে এটা লিখেছে।
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১৮:২২503416
  • কল্লোলদা,

    লজ্জা কেন পাবে? তখন কোন "ঘেউ ঘেউ" শোনা যায় নি, তাই ও কথা উঠেছিল। এখন আর উঠবে না। মিটে গেল।
  • Du | 117.194.207.34 | ২১ নভেম্বর ২০১১ ১৮:২৪503418
  • হুঙ্কার - 'গঞ্‌তাঅন্ত্রিক বললেই গনতান্ত্রিক হয়না - ওরা তো মাওবাদীদের মুখোশ - লজ্জা করে না -- মুখে গণতন্ত্র -- আর পেছনে মাতঙ্গিনী ' আর কি স্টাইল - কোন কথা হবে না। তবে কোন বদল বলে অতি বড় শত্রুও বলতে পারবে না।

  • PT | 203.110.243.23 | ২১ নভেম্বর ২০১১ ১৮:৩০503419
  • মানবাধিকারবাবুদের নিয়ে সত্যিই লজ্জা পাচ্ছি। আমার খুশী হওয়ার কথা ছিল কেননা এনারা মমতার বিরুদ্ধে বক্তব্য রাখছেন বলে। এঁরা প্রতিভাবান স্ব স্ব ক্ষেত্রে কিন্তু রাজনীতির ক্ষেত্রে এঁদের ""নাইভিটি"" শিশুদেরও লজ্জা দেবে।

    বছরখানেক আগেই এঁরা বুদ্ধবাবুর ছবিতে শিং-দাঁত আর লাল রং লাগিয়ে মিছিল করেছিলেন আর মাওবাদীদের পরোক্ষ সমর্থন জানিয়েছিলেন নান ভাবে। মমতাকে পরিত্রাতা হিসেবে তুলে ধরেছিলেন এই ভেবে যে মমতা ক্ষমতায় এলে যৌথবাহিনী তুলে নেবে - ঘুড়ায় হাসব এই নাইভিটি দেখলে। আর ছ'মাসের মাথাতেই সেই মমতা ফ্যাসিবাদি হয়ে গেল?

    এঁদের জাজমেন্ট বলে কোন বস্তু আছে? সুচিত্রা ভট্টাচার্য কয়েক মাস আগে জ্যোতি বসুকে দশে এক আর মমতাকে দশে নয় দিয়েছিলেন - এখন উল্টো গাইছেন। মহাশ্বেতা দেবীকে সাংবাদিকরা আজকে নাজেহাল করে ছেড়েছে। ""৬৫ বছরে এমন ঘটনা ঘটেনি""- জানালেন মহাশ্বেতা। সত্যি, ঘটেনি এমন ঘটনা -কিছুই নিষিদ্ধ ছিলনা জরুরী অবস্থার সময়ে? মনে ছিল না এইসব মানুষদের যে তাঁরা সিদ্ধার্থর মানসপুত্রী আর সুব্রত মুখার্জীকে ক্ষমতায় আনছেন?

    সেই একই প্রশ্ন আবার ঘুরে ঘুরে আসছে: এপিডিআর-এর সভা নিষিদ্ধ হলে সাংবাদিক বৈঠক ডাকেন আর মাওবাদীরা মানুষ মারলে তার প্রতিবাদে সাংবাদিক বৈঠক ডাকেন না কেন? মহাশ্বেতাকে বাঁচাতে একজন এগিয়ে এলেন তারপর সাংবাদিকরা চিৎকার করে প্রতিবাদ জানাতে আবার মাইক এগিয়ে দিলেন বেচারী মহাশ্বেতাকে। বোঝাই যাচ্ছে যে এপিডিআর (সহ ২১ টা দল) বৃদ্ধা এবং প্রায় অশক্ত মহাশ্বেতাকে ব্যবহার করছে। এইসব বাচ্চাপনা আর কত দিন চলবে?
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১৮:৩৯503420
  • তবে অনেকদিন পরে "৩৪ বছর" ছাড়া আরেকটা সময়ের হিসেব পেলাম!
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৮:৪২503422
  • এই টইটা এমন একপেশে হয়ে গেলো কেন? সব একদিকে ঠেকে গেছে!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন