এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৪০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ০২:৩০503456
  • কিন্তু তার আগে তো দেখলাম অনেকবার বলেছেন, ঐ দুটো দিনে ওখানে সভা করতে দেবার অসুবিধা আছে, অন্য ট্রেড ইউনিয়নের বুকিং আছে বলে। অন্য কোনো দিন APDR ওখানে সভা করতে পারে , এরকম কিছুও তো বলেছিলেন মনে হল।

  • T | 14.139.128.11 | ২২ নভেম্বর ২০১১ ০২:৩৬503457
  • যদ্দুর জানা যাচ্ছে, প্রথমে অনুমতি দিয়েছিল, তারপর তুলে নিয়েছে প্রশাসনিক কারণ দেখিয়ে।
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ০২:৩৮503458
  • উরি শ্লা, মমতা তো পুরো ডন। কি র‌্যালা মাইরি। বিনয় কোঙার হার মানবে।

    কেউ জিজ্ঞেস করতে পারল না এই যে বলেছিলেন মাও ফাও নেই?
  • T | 14.139.128.11 | ২২ নভেম্বর ২০১১ ০২:৪০503459
  • এই তো আমরা ২৩৫ ওরা ৩০ এর পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। বত্তমান কি লিখেছে দেখুন,
    http://bartamanpatrika.com/content/main1.htm

  • T | 14.139.128.11 | ২২ নভেম্বর ২০১১ ০২:৪২503461
  • @aka, মাও ফাও ওসব রিলেটিভ ব্যাপার, তাছাড়া উনি না সবসময় সত্যি কথা বলেন! কালকে আবাপ কি সাফাই দেয় সেটাই দেখার।
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ০২:৪২503460
  • আর পুরোটা থেকে ঠিকমতন বুইতেই পারলাম না বক্তব্য কি। না মমতার না মহাশ্বেতা দেবীর।
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ০২:৪৫503462
  • ট্রেড ইউনিয়ন আগেই বুক করে রাখলে আগে বুকিং কেন আর কীভাবে দেওয়া হয়েছিল ? এই প্রশ্নগুলো সাংবাদিকেরা করেন না কেন ?
    অবশ্য জানিনা, পরে করেছেন কিনা। এই ক্লিপে কিছু দেখলাম না।
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ০২:৪৭503463
  • বিনয় কোঙারদের মত শব্দচয়ন এখনো শুরু করেননি। করবেন না, এমন ভরসাও নেই অবশ্য।
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ০২:৪৮503464
  • তবে দিদি বচ্চনের স্টাইলটা হেব্বি। উফফ, ''নিজেদের পেছনটা দেখুন"", ""ওসব আমাকে দেখাবেন না""। আহা মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স না দিওয়ারের বচ্চন?
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ০২:৪৯503467
  • বিনয় কোঙারকে শব্দ চয়নে অনেক আগেই ছাড়িয়ে গেছেন দিদি বচ্চন।

    ""ওসব গুণ্ডা ফুণ্ডা ভেতরে ঢুকিয়ে দেব।"" বাকিটা প্যারাফ্রেজ শুধু ভেতরে ঢুকিয়ে দেব টা একদম তুলে আনা। ভিডিওটা খুঁজে পেলাম না।
  • T | 14.139.128.11 | ২২ নভেম্বর ২০১১ ০২:৫২503468
  • @aka, যা: দিদি অত অসব্য না, পেছন বলতে স্ব স্ব ম্যানিফোল্ড বোঝাচ্ছেন না, একটা ডিরেকশনাল ব্যাপার আছে।
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ০২:৫৬503469
  • আমি ভাবলাম দিদি তো কবি ওটা মেটাফর। :)
  • aka | 75.76.118.96 | ২২ নভেম্বর ২০১১ ০৪:৩২503470
  • এই যে যৌথ বাহিনী তুলে নেওয়ার ভাষণ।


  • Bratin | 117.194.99.123 | ২২ নভেম্বর ২০১১ ০৭:৩২503471
  • রঞ্জন দা। অবশ্যি ই :-))
  • k | 59.164.99.83 | ২২ নভেম্বর ২০১১ ০৮:১৮503472
  • 'যুবভারতীতে রবিবার বিদ্যুৎ-বিভ্রাটের পরে অন্তর্ঘাতের জোরালো অভিযোগ করেছিল মোহনবাগান। সেই অভিযোগকে কার্যত সমর্থন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মহাকরণে ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে মমতা বলেছেন, “কারা লাইন কেটে আলো নিভিয়ে দিয়েছে, তার তদন্ত হবে। তাতেই সব বেরিয়ে পড়বে।” যদিও ম্যাচের পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেছিলেন, “রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে সরবরাহ বন্ধ হওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। কোনও অন্তর্ঘাতের ঘটনা ঘটেনি।”'

    খোরাকের কোন কমতি রাখবে না। তাও সবে ছমাস।
  • SC | 67.165.98.227 | ২২ নভেম্বর ২০১১ ০৮:২৯503473
  • সুমন অনেকদিন আগেই লিখেছিলেন, "ক্ষমতার রঙ যাই হোক, সে ভনক"।
    আজকের মমতাকে দেখে সেই কথাটাই মনে পড়ে গেলো। মায়াবতীকে দেখে বারবার মনে পড়ে।
    নিজেদের পুরোনো স্ট্রাগল গুলোকে নিজেরাই ইতিহাসের আস্তাকুড়ে ফেলে দেন। এখানে স্তালিনকে নিয়ে এর আগে
    অনেক চুলচেরা বিচার হলো। সেখানেও গল্পটা খুব একটা আলাদা নয়।

    মমতার বক্তব্যের কনটেন্ট নিয়ে আমার খুব একটা আপত্তি নেই। প্রশাসক হিসেবে মমতার দায়িত্ব আইনের শাসন বলব্‌ৎ করার।
    সেখানে একটা দল, যারা সংসদীয় গণতন্ত্রকে অস্বীকার করে, তাদের সাথে মমতার সঙ্ঘাত লাগাটা খুব অস্বাভাবিক নয়।
    তিনি রাজনৈতিকভাবে এপিডিআরের মোকাবিলা করতেই পারেন। কিন্ত এই দেখে নেবো, ওদের জন্য ব্যাবস্থা আছে, এগুলো প্রশাসকের উপযুক্ত কথা নয়। সাদা ধুতি সংস্কৃতিবান সেই মানুষটির সাথে বিশেষ ফারাক করা যাচ্ছে না।

    আরেকটা কথা, বলতেই হচ্ছে। মহাশ্বেতার কথা সব সমর্থন করি তা নয়। উনি নিজেও খুব ভালো করে বোঝালেন না, মাওবাদীদের সাধারণ মানুষ খুনের ব্যাপারে ওনার কি বক্তব্য। আমি কাউকে কৈফিয়ত দিয় না, এটা কোনো উত্তর নয়। পাব্লিক ডিবেটে এটা কোনো স্ট্যান্ডই হতে পারে না। কিন্তু তা সঙ্কেÄও বলতে বাধ্য হচ্ছি, মহাশ্বেতা সুমনদের সাহসটাকে কুর্নিশ রইলো। ঐ সিপিএমের এক কালে কিছু পোষা বুদ্ধিজীবি ছিলো না, আজকালের পাতায় হাস্যকর রকমের প্রপাগান্ডা লিখে যেতো, কিংবা অধুনা তৃণমুলের কিছু আছে, ঐ শুভা অর্পিতা না কিসব, তাদের সাথে মহাশ্বেতাদের পার্থক্যটা একটু ভালো করে দেখে নিন। ক্ষমতার পক্ষে হাবিজাবি প্রপাগান্ডা লিখে বিপ্লবী সাজতে অনেকেই পারে, ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর স্ট্যান্ডটায় মানুষ পাওয়া যায় না। পরিবর্তনপন্থী বুদ্ধিজীবি বলে যারা এদের গাল দিতেন, আশা করি তাদের অনেকের চোখ খুললো।
  • SC | 67.165.98.227 | ২২ নভেম্বর ২০১১ ০৮:৩১503474
  • *ভনক
  • Bratin | 117.194.99.183 | ২২ নভেম্বর ২০১১ ০৮:৩২503475
  • SC বক্তব্য কে সমর্থন।
  • ppn | 112.133.206.22 | ২২ নভেম্বর ২০১১ ০৮:৪৭503476
  • এসসিকে ক।
  • ppn | 112.133.206.22 | ২২ নভেম্বর ২০১১ ০৮:৪৯503478
  • সাংবাদিকরা মমতাকে কী প্রশ্ন করেছে সেইটা তো তারানন্দের ক্লিপিং থেকেই বাদ!
  • ppn | 112.133.206.22 | ২২ নভেম্বর ২০১১ ০৯:০৩503479
  • বর্তমান শুনতাম ঠোঙা কাগজ। তাই পড়তাম না। এখন দেখি ওনারাই একমাত্র কন্সিটেন্টলি ঘেউ ঘেউ করে চলেছেন।

    http://bartamanpatrika.com/content/spl5.htm
  • Du | 117.194.197.138 | ২২ নভেম্বর ২০১১ ০৯:০৮503480
  • প্রশ্ন কোন সাংবাদিক করবে - মমতা সাংবাদিকদের 'কোন পার্টি ?' জিজ্ঞেস করেন প্রশ্ন পছন্দ না হলে ।
  • prateek | 180.151.34.130 | ২২ নভেম্বর ২০১১ ০৯:২০503481
  • অপ্পন,ট্যাগলাইনটাও সামান্য বদল করেছে। হয়েচে কি, দেবীবন্দনায় সবার পালের হাওয়া কেড়ে নিয়েছিল টুটুর কাগজ--আবাপ রিডারশিপ ধরে রাখতে সেই রাস্তা নিয়েছেন,আর বর্তমান এখন উল্টো পথে হেঁটে ব্যবসা বাড়ানো/ধরে রাখতে চাইছে।

    আমার অনুমান,কারন আমি একটি হনুমান( ব্রতীন উবাচ)
  • Bratin | 117.194.99.183 | ২২ নভেম্বর ২০১১ ০৯:৩১503482
  • ইয়ে, 'আমি একটি হনুমান' নয় 'তুই একটি হনুমান' ( আমার বন্ধু কে বলা!!) :--))
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ০৯:৪৪503483
  • গুড মর্নিং।

    কাল কে কে লজ্জা পেলেন হাত তুলুন;-)

    আর বর্তমানের জিস্টটা পাওয়া যাবে? বর্তমান পড়ার অনেক হ্যাপা, অন্তত: তিনটে সাপোর্ট রিকোয়েস্ট raise করতে হয় পড়ার পর - শেষে ফরম্যাটিং অবধি করতে হয়। অভিজ্ঞতা আছে, কাজেই আর বেলতলায় যাবো না।
  • siki | 123.242.248.130 | ২২ নভেম্বর ২০১১ ০৯:৪৫503484
  • "আপনি কোন কাগজ? ... বর্তমান? লিখুন গিয়ে যা খুশি, আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না।'

    সাদা ধুতি পাঞ্জাবী পরা সংস্কৃতিবান প্রাক্তন মুখ্যমন্ত্রী উবাচ। অপারেশন নন্দীগ্রামের পরে।

    বিশেষ কিছু তফাত পাচ্ছি না।
  • MR | 70.122.242.230 | ২২ নভেম্বর ২০১১ ০৯:৫০503485
  • যা যা হবে মম্‌তাজী এলে, সবই হচ্ছে! কিন্তু নিজেদের রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে খুবই খারাপ লাগছে।

  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ১০:০৫503486
  • মমতার মতামত নিয়ে ( ডিগবাজীটা বাদ দিয়ে) সিপিএমের সমর্থক লোকজনের আশা করি এখন আপত্তি নেই? প্রায় হুবহু মিলে যাচ্ছে তো :)

    তবে SC, প্রশাসক হিসেবে মমতার কথা নিয়েও কিছু জায়গা বেশ আপত্তিকর লাগলো। ঔদ্ধত্য, হুমকি বাদ দিয়েও। ঐ, বারবার বলছেন, শান্তিপ্রক্রিয়া চালু ছিল, যৌথ বাহিনী অভিযান চালায়নি, এগুলো কি ঠিক কথা ? মাওবাদীরা যখন যুদ্ধবিরতি ঘোষণা করলো, সরকার তো আলোচনাতেই বসলো না। নিজেদের তৈরি মধ্যস্থতাকারীদের কমিটির কোন কথাও শুনলো না। কোন বন্দীমুক্তি নাই। এসবের পরে 'শান্তিপ্রক্রিয়া' র কথা বলা মানে প্রশাসনিক কœÑ£র্‌র টুপি পরানো মাত্র।

    আর, বাকি ব্যাপারটাও ধোঁয়াটে। যদি আগে থেকে কারুর দরখাস্ত থেকেই থাকে, তাহলে গোড়াতে ওঁদের অনুমতি দেওয়া হয় কীকরে ? মমতার কথার সাথে আবাপ র রিপোর্টের মিল আছে। বর্তমান নামক 'ঠোঙা' টো বাক্সোর আকারে আসে :( । সেখানে যদি অন্য কথা বলা হয়ে থাকে তাহলে তো মমতার এই সংক্রান্ত বক্তব্য নিয়েও প্রশ্ন উঠে আসছে।
    তবে সেটা না হলে, ঐ মমতা বা আবাপ অনুযায়ী যা বলা হচ্ছে, অন্য তিনটি জায়গায় করার অনুমতি দেওয়া হয়েছে ইত্যাদি, সেক্ষেত্রে এটাকে এত বড় ইস্যু করারও তেমন জোরালো কারণ দেখিনা।

    মহাশ্বেতা দেবীর উত্তরের ব্যাপারে ক।

    প্‌প্‌ন, সাংবাদিকেরা কী প্রশ্ন করেছিলেন ? জবাব কী দিদির ?
  • T | 14.139.128.11 | ২২ নভেম্বর ২০১১ ১০:১০503487
  • যাক তাহলে, এই গোলেমালে আসল লাভ হল সাহসী বুদ্ধিজীবী খুঁজে পাওয়া।
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১০:১২503489
  • আনন্দবাজার এবং টেলিগ্রাফ শুধু ২৩/২৪ এই দুদিনের জায়গা নিয়ে বলেছে। অথচ TOI কলকাতা এডিশন দেখুন -

    A programme was organized on Monday at Metro Channel demanding withdrawal of joint forces from Jangalmahal and unconditional release of all political prisoners. But police intervened and stopped the activists from holding the rally.

    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIKM/2011/11/22&PageLabel=4&EntityId=Ar00400&ViewMode=HTML


    এখানে কিন্তু গতকালও কোথাও সভা আটকানোর কথা রয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন