এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৪২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:২৪503357
  • আগেরটা সিকি-কে।
  • siki | 123.242.248.130 | ২১ নভেম্বর ২০১১ ১২:২৫503358
  • হ্যাঁ, ব্যক্তিপুজোর ইতিহাসটা অবশ্য কংগ্রেসেরই। বাকি সবাই তাকে কপি করেছে মাত্র। এখানে মিনিমাম DUSUর (ডেলহি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন) পোল হলে সেখানেও সনিয়া রাজীব ইন্দিরা মনমোহন এদের ছবি থাকে ছাত্রনেতার পোস্টারে।

    রাজনীতি বাদ দিন না, আমাদের সোসাইটির পঁচিশঘর বাঙালির দুর্গাপুজোর সুভেনিয়েরে কাদের কাদের শুভেচ্ছাবার্তা থাকে জানেন? প্রতিভা দেবীসিং পাটিল, মনমোহন সিং, প্রণব মুখার্জি, অমিত মিত্র, মমতা ব্যানার্জি। ছবি ও সইসমেত।

    এক বা একাধিক ধর্মবাপ বা ধর্ম-মা ছবিসহ উপস্থিত না থাকলে আমাদের প্যাটের ভাত হজম হয় না। এটাই ভারত নামক দেশটির বিউটি। :-)
  • siki | 123.242.248.130 | ২১ নভেম্বর ২০১১ ১২:২৬503359
  • উত্তর দেবেন না, তেড়ে খিল্লি করুন। যুক্তি সাজিয়ে উত্তর দিতে যাবেন না, হেজে দই হয়ে যাবেন। খিল্লি করুন, নাম না করে।

    আশা করি বোঝাতে পাল্লাম :-)
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:৩২503360
  • খবর পেলাম বাড়ির কাছাকাছি "সার্বজনীন কার্তিক পুজো"য় বিচিত্রানুষ্ঠান হয়েছে সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দুজন বিধায়ক (একজন মন্ত্রী), ওয়ার্ডের কাউন্সিলর আর স্থানীয় তৃণমূল নেতারা।

    জাস্ট খবর, কাগজে আসবে না তাই এখানেই দিলাম।
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:৪৩503361
  • @ Bratin, (Date:21 Nov 2011 -- 11:23 AM)

    পয়েন নম্বর ৪ : জলদি করুন মহায়, "ভালো" ব্যক্তিত্বরা লাইন ছাড়তে শুরু করছেন (উদা : সুনন্দ সান্যাল)। তবে আশার কথা সুগত (বসু এবং মারজিৎ), অভিরূপেরা এখনও আছেন।
  • lcm | 69.236.161.19 | ২১ নভেম্বর ২০১১ ১২:৫০503362
  • q, রাজ্য সরকারের মিটিং-এ কার ছবি থাকে জানি না, মিটিং অ্যাজেন্ডায় ছব বিষয়ক কোনো টপিক থাকলে :-)
    তবে "অমুকের আশীর্বাদধন্য ...' - এরকম পোস্টার তো ধর্মীয় সমাগমে বেশী দেখা যায়, গুরু শ্রী শ্রী এবিসি-র স্নেহধন্য...
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:৫৭503363
  • শুধু কি তাই? এখনো নতুন ট্রেনের উদ্বোধনের বিজ্ঞাপনে "পূর্বতন রেলমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর প্রতিশ্রুতি অনুযায়ী .... ইত্যাদি প্রভৃতি" আর সাথে দিদির বড়ো ছবি। ত্রিবেদীজির ছবিও আছে , মাপে ছোট।
  • lcm | 69.236.161.19 | ২১ নভেম্বর ২০১১ ১২:৫৮503364
  • দেখো, প্রতিশ্রুতি অনুযায়ী যদি কাজ কম্মো হয়ে থাকে তো তবে থাক পোস্টার। কত আজেবাজে পোস্টার তো রয়েছেই...
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৩:৩৭503365
  • quark,

    জানি উনি আমার মাস্টারমশায়। বিদ্যামন্দিরে পড়েছি। খুব ভালো লোক। অনেক প্রতাশ্যা ছিল ওনার কাছে। :-((
  • PT | 203.110.243.23 | ২১ নভেম্বর ২০১১ ১৩:৩৮503367
  • RR
    অন্যের উপমায় আনন্দ পাচ্ছেন? দেখুন এইসব ছোট ব্যাপারেই মানুষের দল পাকানোর প্রবনতা কেমন -সেই তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো অনেক বড় ব্যাপার।

    আপনি আজকাল প্রতিটি কথা ব্যক্তিগত ভাবে নিচ্ছেন। আপনি অন্য ইতিহস পড়েননি তা বলেছি কোথাও? আমার কাউকে সরাসরি কিছু বলার হলে বলি @... দিয়ে লেখা শুরু করে। আর এইসব ""অহংকার"" জাতীয় শব্দ খামোকা কেন ব্যবহার করছেন? আপনার যদি তাত্বিক জ্ঞান বেশী হয় অন্য কারো তো ইউরোপের অনেক মানুষের সঙ্গে সরাসরি কথা বলে জানার অভিজ্ঞতা বেশী হতেই পারে।

    যাইহোক আপনার ইতিহাস চর্চার বিবরণ পেয়ে খুশী হলাম - কিন্তু স্ট্যালিন হিটলারের চাইতে কম খারাপ নয় কেন সেটা জানতে পারলম না। ওহ! স্ট্যালিন সোভিয়েত দেশকে বাঁচাতে গিয়ে অন্য দেশগুলোকে খুব ধুর্তামির সঙ্গে লেঙ্গি মেরেছিল তাই? আপনি কি চাইছিলেন সেটা পরিষ্কার করুন - কেননা সেটা পরিষ্কার না হলে এই আলোচনাটা অর্থহীন। স্ট্যালিন ""গান্ধীবাদি"" কম্যুনিস্টের মত প্রেমানন্দে মত্ত হয়ে হাত গুটিয়ে বসে থাকুক আর হিটলার হৈ হৈ করে মস্কো পর্যন্ত চলে আসুক? আর হিটলার পশ্চিম ইউরোপকে বাদ দিয়ে সোভিয়েতকে দুর্মুশ করে দিলে ইংল্যান্ড-ফ্রান্স হিটলারকে আটকাতো নাকি? স্ট্যালিন সেটা হতে দেয়নি বলে দু:খ পাচ্ছেন? ঝেড়ে কাসুন একটু।

    আর ঐসব ছবি-টবি অন্য অনেক মুক্ত গণতন্ত্রের দেশের রাজনীতিবিদদের সম্পর্কেও পাওয়া যাবে যদি ৫০ বছর ধরে সেই দেশের ইতিহাস চর্চা করা হয়।

    @dd
    শুধু পোল্যান্ড ভাগ করে নেওয়ার কথা উল্লেখ করলেন? ইতিহাসের সেইটুকুই সত্য নাকি? Stalin feared a German invasion and had been seeking an anti-Nazi 'collective security' alliance with the western powers for many years, but by July 1939 Britain and France had still not agreed terms.....Poland had also rejected an alliance with the Soviet Union...
    http://www.bbc.co.uk/history/worldwars/wwtwo/invasion_poland_01.shtml


    SC
    কোন পোস্টিং-এ স্ত্যালিন স্তুতি করেছি যদি জানান।
  • ranjan roy | 14.97.13.96 | ২১ নভেম্বর ২০১১ ১৩:৪৭503368
  • এল সি এম ভালো বলেছেন।

    তবে কোন কমিউনিস্ট পার্টির অফিসে বা মিটিংয়ে তাদের বর্তমান জীবিত নেতাদের ছবি দেখিনি। আমাদের জমানায়। মার্ক্স থেকে স্তালিন সিপিএম। সম্ভবত: তেনালি কংগ্রেসের পরে মাওয়ের ছবি টাঙানো বন্ধ করে সিপিএম। উঠতি নকশালরা টাঙায়। শেষের দিকে পড়তি নকশালরা চারুবাবুর ছবি টাঙাতো বলে শুনেছি। সিপিআই লেনিন অবদি।
    কংগ্রেদের পোস্টারে সোনিয়া বড় করে মনমোহন ছোট করে আবার স্থানীয় নেতাটি বড় করে। তবে ভারত সরকারের সরকারি মিটিংয়ে মনমোহনের ছবি থাকে না। সিকি ভাল বলতে পারবে, গেঁড়ির কাছ থেকে জেনে।:))))
    বিজেপির পোস্টারে ছত্তিশগড়ে আজকাল সবসময় আড়বাণীর থাকে না, বাজপেয়ীর বন্ধ হয়ে গেছে। তবে মুখ্যমন্ত্র্রী ও স্থানীয় নেতাটির থাকে।

    ব্রতীন, কি হল? কেন রেগে যাচ্ছ, ভাই? ধরে নিলাম q সিপিএম সমর্থক, তাতে কি হয়েছে? উনি যতক্ষণ বিষয়মুখী কথা বলছেন কাউকে ব্যক্তিগত গাল দিচ্ছেন না, তখন তাঁর বক্তব্য আমার পছন্দ বা অপছন্দ যাই হোক-- তাতে আপত্তির কি আছে? আমরা সবাই এখানে অবাধ এবং সমান, তাই তো?
    একগ্লাস জল খাও। আর আমি কোলকাতায় এলে মিষ্টি খাওয়াবে বলেছিলে, মনে আছে তো?
    একটা পুরোনো গল্প বলি?
    লেখক মানিক বন্দ্যোপাধ্যায় একটি সাহিত্যচক্রে গেছেন। সেখানে একজন উনিশ বছরের ছেলে ওনার নবীনতম গল্পের সমালোচনা করে বল্লো-- কিছু হয় নি, বিশেষ করে নারীচরিত্রটি। নারীচরিত্রের গভীরতা জটিলতা বোঝার ক্ষমতা মানিকের নেই। মানিক চুপ্‌চাপ শুনে কিছু না বলে সভা শেষ হলে উঠে চলে গেলেন। পরে একজন সিনিয়র বল্লেন-- আপনি ওই পাকা ছোকরাকে একটা চড় লাগালেন না কেন?
    মানিক-- পাগল ছোকরা যে আমার সাথী, সেই অধিকারেই আমার লেখার সমালোচনা করেছে।
    আশা করি বোঝাতে পারলাম।
    তোমার দিদির ওপর বা দিদি এই রাজ্যে কিছু ভাল করতে পারবেন এই কথাটার ওপর বিশ্বাস আছে। বেশ তো!
    এই ব্যাপক অনাস্থার দিনে কেউ বিশ্বাস ধরে রেখেছে শুনলেও ভাল লাগে। তার সঙ্গে দরকার নিজেদের প্রতি ক্রিটিক্যাল থাকা। সেটা তুমি পারবে জানি। এত রেগে যেও না, ভাল না লাগলে উত্তর দিও না। কিন্তু অন্যদেরও একটা অ্যাঙ্গেল থাকতে পারে, তাদের সেই স্পেস টুকু দেবে না? স্পেস দেয়াটাই তো গণতন্ত্র।
  • lcm | 69.236.161.19 | ২১ নভেম্বর ২০১১ ১৩:৫১503369
  • স্টালিন-এর সমালোচনার প্রাণকেন্দ্র কিন্তু ডোমেস্টিক কাজকর্ম। ঠিক কতজন রাশিয়ান নাগরিক যে স্টালিন এর সময় মেরে ফেলা হয়েছিল তা নিয়ে নানারকম সংখ্যা পাওয়া যায় - ৩০ লাখ থেকে ৬ কোটি। উইকি বলছে অন্তত ৩০ লাখ রেকর্ডেড কিলিং হয়েছে স্টালিন-এর আমলে। এর মধ্যে অবশ্য যুদ্ধবন্দী অন্য দেশের সৈন্য ও আছে।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৩:৫৭503370
  • রঞ্জন দা আমি একটু পুরোনো দিনের লোক। নিজে সব কিছু জানি সেইরকম দাবি করি না ( যে টা এই সাইটে কেউ কেউ করে থাকেন)। কারোর সাথে ওয়েভ লেন্থ এ ম্যাচ না হলে আমি জাস্ট কুইট করি। সেই কথা টা আমি বার বার q কে বলেছি। তাও হাত ধুয়ে আমার পেছনে লাগার যুক্তি বুঝতে পারলাম না।

    আর আমি এই সাইটে লিখছি ২০০৬ থেকে। কারোর সাথে বাজে ব্যবহার করেছি তার উদাহরণ বোধহয় খুব বেশী পাওয়া যাবে না।
  • PT | 203.110.243.23 | ২১ নভেম্বর ২০১১ ১৪:০৩503371
  • সে তো এখন শুনছি চার্চিলের ""হলকাস্টের" জন্য শুধু বাংলাতেই ৬০-৭০ লক্ষ মানুষ মরেছিল একবছরে। তার জন্য চার্চিলকে বাঙালীরা গত ৫০-৬০ বছর ধরে গাল দিচ্ছে নাকি?
  • ppn | 204.138.240.254 | ২১ নভেম্বর ২০১১ ১৪:০৪503372
  • আহা, কে না জানে বাঙালি নিজের ঘর ছেড়ে বিশ্বের ব্যপার নিয়ে চায়ের কাপে তুফান তোলে।

    এইখানেই বা অন্যথা হবে কেন! ;-)
  • prateek | 180.151.34.130 | ২১ নভেম্বর ২০১১ ১৪:০৯503373
  • ব্রতীন রনজ্‌ন-দাকে বলছে যে ও পুরনো দিনের লোক, ক্ষি দিন্‌কাল !
  • dd | 124.247.203.12 | ২১ নভেম্বর ২০১১ ১৪:১২503374
  • @ PT

    Stalin feared a German invasion and had been seeking an anti-Nazi 'collective security' alliance with the western powers for many years, but by July 1939 Britain and France had still not agreed terms.....Poland had also rejected an alliance with the Soviet Union... তো ? সেই জন্য পোল্যান্দকে কপাৎ করে খেয়ে ফেলবে? রাশার যুক্তি সে সময়ে ছিলো যে পোল্যান্ডের ঐ অংশ ইম্পেরিয়াল রাশার অন্তর্ভুক্ত ছিলো, তাই কিছু মনে করবেন না। আপনাদের গিলে ফেলছি। একই সাম্রাজ্যবাদী যুক্তিতে যুক্তিতে এস্টোনিয়া,লাতভিয়া ইত্যকার বাল্টিক রাজ্যগুলিকেও দিব্যি গিলে ফেলেছিলো।

    এরকম কথা তো চলে আসছে কতোদিনের। A J P Taylororigin of the second war বইতে দেখিয়েছেন রাশার (বা স্তালিনের) সব কটা পদক্ষেপই ছিলো রাশার স্বার্থের কথা ভেবে। পশ্চিমি দুনিয়া একেবারে কোনঠাসা করে ফেলছিলো রাশাকে, তাই ইউরোপে নাৎসী জার্মানী ছাড়া সোভিয়েত রাশিয়ার আর কোনো সতীর্থ ছিলো না। ব্যাস। এটাই অন্য দেশগুলো আক্রমণ করার একটা যুক্তি?

    আর সে জন্যে রাশা আর জার্মানি গোপন চুক্তি করে একসাথে পোল্যান্ড আক্রমন করে এবং পুর্ব নির্ধারিত নিদৃষ্ট যায়গায় দু পক্ষই যুদ্ধ থামিয়ে ফেললো। ভাই ভাই।

    মুষ্কিল হয়, ষাঠ সত্তর বছর পর সেসব অ্যাকশনকে জাস্টিফাই করতে চাওয়া।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৪:১৩503375
  • প্রতীক, মানসিকতার দিক থেকে :-))
  • ranjan roy | 14.97.13.96 | ২১ নভেম্বর ২০১১ ১৪:১৫503376
  • পিটি,
    দাদা, আপনাকে রাগিয়ে দিয়েছি? একটু মজা, একটু খোঁচাখুঁচি, একটু বাম্পার নিশ্চয়ই। কিন্তু আপনাকে ব্যক্তিগত ভাবে আঘাত জ্ঞানত: দিইনি। আর যদি আপনি আমার কোন কথায় আহত হয়ে থাকেন তাহলে আমি সবার সামনে ক্ষমা চাইছি। কারণ ওটা আমার উদ্দেশ্য নয়। আর ডিসেম্বরের শেষ সপ্তাহে কোলকাতা আসছি। আপনি যদি একদিন সময় দেন তাহলে আপনার পাশাপাশি বসে আপনার পছন্দের নাটক দেখার ইচ্ছে রাখি। যদি খুব জরুরি কাজ না থাকে তো নিরাশ করবেন না। আপনার সঙ্গে রাজনৈতিক মতের মিল না থাকুক মানুষ হিসেবে আপনি খাঁটি, আপনার মনটাকে বোধহয় খানিক চিনতে পেরেছি। আর আপনার নাট্যবোধ, নাট্যপ্রেম আমার মতে
    জেনুইন। সাক্ষাতে আপনার থেকে কিছু জানার ( এবং শুদ্ধসঙ্কেÄর থেকেও)ইচ্ছে রাখি। নিরাশ করবেন না।
    এবার আমার কথা বলি।
    ১) উদ্দেশ্য আমার পন্ডিতি ফলানোর ছিল না। তাই বলেছিলাম এটুকু এখানে অনেকেই পড়েছেন। বরং আমি ছত্তিশগড়ের গাঁয়ে গাঁয়ে বত্রিশ বছর কাটিয়েছি, তাই আপনাদের মত সুযোগ পাইনি। একটু বেথা আছে।:))))
    ২) আমার খারাপ লেগেছিল যে আপনি খালি ইন্দো-আমেরিকান লেখার ভিত্তিতে স্তালিন বিরোধিতা হচ্ছে, সেইসময়ের পরিপ্রেক্ষিত দেখা হচ্ছে না ধরে নিয়ে কথা বলছিলেন।
    বোঝাতে চাইছিলাম যে আমাদের অধিকাংশ পড়াশুনোই মার্ক্সিস্ট সোর্স থেকে।
    ৩) আমি কক্ষনো বলি যে হিটলারের তুলনায় স্তালিন বেশি খারাপ। এ ধরণের তুলনা বালখিল্য মনে হয়। আমি আদৌ
    সৌমিত্র/উত্তম, সত্যজিৎ/ঋত্বিক ধরণের বিতর্কে ঢুকতে
    আগ্রহী নই। চেঙ্গিস, তৈমুর, হিটলার, সুহার্তো, চিলির সেই
    বুড়ো-- সব একেকটি মাল।
    স্তালিন আমার, কল্লোল বা ডিডির কাছে God that failed
    বেশি বয়সে তথ্য হাতে এলে
    প্রতারিত মনে হয়েছে।

    স্তালিনের জাতিদ্বেষ, ইহুদি বিদ্বেষ নিয়ে অনেক তথ্য আছে। লেনিন বেঁচে থাকতেই স্তালিন এবং চেকার প্রধান জেরজিনস্কি এশিয়াটিক অংশে যা ডান্ডা চালিয়েছিলেন তাতে লেনিনকে করা ভাষায় হস্তক্ষেপ করতে হয়েছিল। ইস্টর্ন কোয়েশ্চেন নিয়ে ওনার লেখাগুলোতে এসব আছে।
    ৪) ইন্দিরার বিগ ব্রদার সুলভ আচরণ এবং গণতন্ত্র বিরোধী মেগালোম্যানিয়া এ ঢাকতে অনেকে ওনার ব্যাংক জাতীয়্‌করণ, প্রিভি পার্স , বাংলাদেশ ওয়ার এগুলো তুলে ধরেন, তাতে ওনার এমার্জেন্সি, সিকিম গিলে খাওয়া , রাজনীতির অপরাধীকরণ এগুলো মিথ্যে হয়ে যায় না। স্তালিন নিয়েও সেই কথা।
    আইখমাতভের "" বিদায় গুলসারি'' উপন্যাসে আমরা
    পূর্ব রাশিয়ায় স্তালিনের কুলাকবিরোধী অভিযানের কি অবস্থা জানতে পারি। উনি রুশ দেশের সম্মানিত লেখক। কোন আমেরিকান নন।
    আর আনাতোলি রিবাকোভের "" চিলড্রেন অব আরবাত স্কোয়ার''।
    রাগ করবেন না, প্লীজ। নাটক দেখার ইচ্ছে রইল।
  • lcm | 69.236.161.19 | ২১ নভেম্বর ২০১১ ১৪:৩১503378
  • আহা পিটি, চার্চিল-কে বঙ্গের মানুষ গাল দিচ্ছে না ঠিক, কিন্তু পুজো তো করছে না।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৪:৩৯503379
  • lcm - ধর্মীয় সমাগমে আগে থাকতো। ইদানিং ইলেকশন ওয়ালিং-এ থাকে - আর সবই হেঁ হেঁ মানে একজনের আশীর্বাদধন্য:-) কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরলেই চোখে পড়বে।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৪:৪১503380
  • Ranjan - আমি কিন্তু এখনও বলিনি আমি সিপিএম সমর্থক। ওটা হয়তো ব্রতীন ডিডিউস করেছেন। কেন? কারণ বর্তমান সরকারের পলিসিগুলোর সাথে আমার মতে মিলছে না।
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১৪:৫৩503382
  • @ Bratin, (Date:21 Nov 2011 -- 01:37 PM)

    মাস্টারমশাই "প্রত্যাশা পূরণে ব্যর্থ" ব'লে দু:খ?

    মনে প'ড়ে যাচ্ছে "আতঙ্ক" ছবির সেই বিখ্যাত সংলাপ : "মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি"
  • PT | 203.110.243.23 | ২১ নভেম্বর ২০১১ ১৪:৫৯503383
  • @RR
    আমি আপনাদের মত রাজনীতি করিনি সরাসরি -তাই লেনিন, স্ট্যালিন, মাও থেকে চারু, জ্যোতি কাউকেই কখনো God মনে করার দরকার হয়নি কখনও। আর আমার মধ্যে তাত্বিকতা কম -সেইজন্য এইসব মানুষদের মাটির পৃথিবীর মধ্যে এসে কাজ কম্ম করতে গিয়ে গায়ে কাদা মাখা দেখলেও খুব একটা আশ্চর্য হইনা। চমকাই যখন দেখি যে একসময়ের কমুনিস্ট তাত্বিকরা সব কিছু ""ভুলের"" বোঝা কেমন করে স্ট্যালিন নামক একটা লোকের ওপরে চাপিয়ে দেয়। যেন সকল সিদ্ধান্ত তার একারই এবং সেই সিদ্ধান্ত যেন সে একাই execute করেছে। অন্যদিকে স্ট্যালিনের বিরুদ্ধে যারা প্রতিনিয়তই ঢক্কানিনাদ করতেই থাকে সেই পশ্চিমা বিশ্বের দ্বিচারিতাও বিচিত্র রকমের। ইংল্যান্ডের অনেক চার্চে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আছে সেই সব মানুষদের যারা তাদের জীবৎকালে ভারতবর্ষে লুঠেরার কাজ করেছে। স্ট্যালিনকে যদি কালো রং-এ আঁকা হয় তো সেই সময়ের ইউরোপের কোন দেশনেতার ছবিতে সাদা রং লাগাবেন? তাহলে চার্চিলকে ছেড়ে আমরা শুধু স্ট্যালিন-নিন্দায় মুখর এবং মগ্ন থাকব কেন?

    খামতি তো সকলেরই থাকে। আমরা তো চোখের সামনেই দেখলাম যে একটা লোকও না মেরে আজীবন লক্ষ লক্ষ মানুষকে উদ্বেলিত করার পরেও গান্ধীর নেতৃত্বে লড়া ভারতীয়রা কেমন আদিম হিংস্রতায় আশ্রয় নিয়ে নিজেরাই মেরে ফেলল নিজেদের - গুলাগ তৈরি করতে হয়নি তো। গান্ধীকে কি এই সকল মৃত্যু আর হিংস্রতার জন্য দায়ী করা যায় নাকি যায় না?

    ডিসেম্বরে আসার আগে যোগাযোগ করবেন।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৫:০৮503386
  • না ওনা কে আরো বড় রোলে দেখবো ভেবেছিলাম। তবে ভালো শিক্ষক হলেই যে ভালো রাজনীতিক হবেন এই আশা সব সময় ঠিক নয়।

    আর ঐ ছবির ডায়লগটা কি এখানে যথাযথ? :-))
  • ranjan roy | 115.118.145.4 | ২১ নভেম্বর ২০১১ ১৫:০৮503385
  • পিটি,
    আমার আর ডিডির একই বক্তব্য। আপনারই বক্তব্যের ভিত্তিতে।
    এই আর্গুমেন্ট আমরা চল্লিশ বছর আগে বলে রাশিয়া বা স্তালিনকে ডিফেন্ড করতাম। আপনি এখনো করছেন। আমাদের একটু বদলে গেছে। ( এর পেছনে কোন গভীর চক্রান্ত খুঁজবেন না প্লীজ!)
    রাশিয়া মহান পিতৃভূমি। তাই রণনীতিগত দিক থেকে হিটলারের অগ্রগতি রুখতে তার সংগে অনাক্রমণ চুক্তি করে মাঝখানে বাফার খাড়া করতে ফিনল্যান্ড ইত্যাদি গিলে ফেলার অধিকার আছে। নইলে রাশিয়া বাঁচবে না। তাই জাস্টিফায়েড। কেন? না , রাশিয়া বাঁচলে তবেই আমরাও বাঁচব।

    আজ মনে হয়, খালি রাশিয়ারই বাঁচার অধিকার আছে? ফিনল্যান্ড/ পোল্যান্ডের নেই?
    একই যুক্তিতে আমেরিকা ৯/১১ বা মুক্ত দুনিয়াকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ইরাক/ আফগানিস্থানে হামলা চালাচ্ছে না?
    মূলত: স্তালিনের অন্য রাজ্য গ্রাস আর বুশ-ওবামা দের ইরাক-আফগানিস্তানের লড়াইয়ের পেছনের যুক্তি কি এক নয়?
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১৫:০৮503384
  • কোয়ার্কের Date:21 Nov 2011 -- 12:32 PM-এর রেসপেক্টে - এইটা নিয়ে ঠিক কিছু বলার নেই। পাড়ায় পাড়ায় পুজো কমিটিতে ঢুকতে হবে লোকের মধ্যে যাওয়ার জন্যে - এটা একসময় সিপিএমের নীতির মধ্যেও ছিলো। এই নিয়ে বিভিন্ন লোকের সাথে কম তর্ক করিনি, ঝামেলাও কম হয়নি। সিপিএমের লোকাল নেতাকে বাইক থামিয়ে শনিমন্দিরে প্রণাম ঠুকতে দেখে বেফাঁস মুখ খোলায় "আলপটকা কমেন্ট" করার দায়ে হেনস্থাও হতে হয়েছে এক সময়। পৈতে পরা নিয়ে তর্ক করায় বন্ধুবিচ্ছেদও হয়ে গেছে।

    তৃণমূল তো রাজনৈতিকভাবে নিজেদের atheist দাবী করে না যে কার্তিকপুজোর অনুষ্ঠানে কাউন্সিলর বা লোকাল নেতা থাকলে কথা উঠবে।
  • quark | 14.139.199.1 | ২১ নভেম্বর ২০১১ ১৫:১৭503387
  • @ q ,

    আমি ওসব ইঙ্গিত করি নাই। শুধু কার্তিক পুজোর এই রমরমা আগে শুনি নাই কিণা, তাই।

    @ Bratin ,

    বড় রোলে ওনাকে না দেখার দায় কি ওনাকে দেওয়া যায়?

    আপনার হুমকি দেওয়ার উপায় নেই তাই দু:খ পাচ্ছেন - এই আর কি! ঘটনা যাই হোক, দু ক্ষেত্রেই অন্যায় মুখ বুজে মেনে নেওয়া/ না নেওয়ার ব্যাপার তো।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১৫:২০503389
  • ও আচ্ছা। বুঝলাম :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন