এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৩৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.23 | ২১ নভেম্বর ২০১১ ১৮:৪৫503423
  • এই টইটার ওপর দিয়ে খুব অত্যাচার গিয়েছে। বেচারার পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে!!
  • q | 14.96.86.25 | ২১ নভেম্বর ২০১১ ১৮:৫৬503425
  • কিছুই তো আসছে না। জিমেলের লগইন খুলছে, আর ঢুকতে চাইলে চারশো চার। লিঙ্কে mail.google.com আছে - আপনার জিমেলের পেজ নয়তো?
  • PM | 86.96.228.84 | ২১ নভেম্বর ২০১১ ১৯:১৭503427
  • মাওবাদী-দের নিয়ে আগের সরকারের অবস্থান সমর্থন করেছি। মমতার বর্তমান অবস্থান-ও সমর্থন করছি (ডিগবাজী টা বাদ দিয়ে)। মানাবতাবাদীদের rule book যদি সরকারকে follow করতে হয় তো মাওবাদী দের-ও করতে হবে। গাছের-ও খাব তলার-ও কুরোবো বললে তো চলবে না।

    রাস্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন বেশ কথা .... কিন্তু AK 47 এর বিরুদ্ধে রাস্ট্র লাঠি নিয়ে লড়বে এই এক্সপেকটেসন টা কি একটু বাড়াবাড়ি না?

    মানবতাবাদী-রা চোখ রাখতে পারেন যাতে সাধারন মানুষের ওপোর অত্যাচার না হয় কিন্তু আধা সামরিক বাহিনি তুলে নেবার দাবী জানাতে পারেন কি? কাল যদি বড় কোনো অঘত্‌ট্‌ন ঘটে তাহলে তাঁরা কি দায়িত্ব নেবেন?

    সামনে আমি দেখতে পাচ্ছি যে CPM মাওবাদী-দের সাহায্য নেবে মমতা-কে কোনঠাসা করতে। কারন rule of the game টা already set হয়ে গেছে আগের জামানায়।

    আমার রাজ্য টার কি যে
    হবে তা ঈশ্বর-ই জানেন।
  • indranil | 117.201.97.151 | ২১ নভেম্বর ২০১১ ১৯:৫১503428
  • এইদা কি হৈলো!! এদিকে মোহাস্বেত বোলে্‌চন অয়ি্‌স্‌স।।।।!! ও দিকে দিদি বোলে্‌চন "নোক্‌শলি মুখোশ" !! ।।এসোবে্‌তা চি পি এম-রে কোয়!! ব চি পি এমে কোয়।।।

    কে এতোদ দ্বইত্তো নিতে বোলেচে বোলুন তো!!!

    এমোন দ্বইত্তো নেবো জে ৬ মসেই পলি্‌ত খেতে হোয়!!।।।।

    এবর খ্যম দি বিদ্বজোনেরা ।।।
  • siki | 122.177.206.241 | ২১ নভেম্বর ২০১১ ১৯:৫৪503429
  • আকা,

    ছবিটা নিলাম আমার ফেসবুকের জন্য।
  • kc | 178.61.96.29 | ২১ নভেম্বর ২০১১ ১৯:৫৯503430
  • ঠোঙা হয়ে যাওয়া জোক পোস্টানোর জন্য আকার সাতদিনের ফাঁসি।
  • Bratin | 117.194.102.205 | ২১ নভেম্বর ২০১১ ২০:৪২503433
  • রঞ্জন দার 3:48 র পোস্ট র একটা প্রতিবাদ।

    আমাকে আমার পাড়াতেই কেউ তৃণমুল বলে চেনে না। যেহেতু আমি সক্রিয় রাজনীতি করি না। তাই হিন্দমোটরে আমার নাম নিলেও সুবিধা হবে না। :-))

    এ পাতায় নানান ধরনের মানুষ আসেন তো তাই একট ডি: ক্লে: দেওয়া জরুরী। আশা করি বোঝাতে পারলাম।
  • dukhe | 117.194.241.226 | ২১ নভেম্বর ২০১১ ২০:৪২503431
  • ঐ ৬৪ না ৬৫ বছরে ঘটেনি টা বাজে কথা । পশুখামার কেস কদিন হল ?
  • PT | 203.110.243.21 | ২১ নভেম্বর ২০১১ ২১:১৬503434
  • পশুখামার নিয়ে আসল কথাটা কি ভুল করে বেরিয়ে পড়ল মহাশ্বেতার মুখ দিয়ে?
  • oneiric ocelot | 141.0.10.34 | ২১ নভেম্বর ২০১১ ২১:২৮503435
  • congrats! Herecomestheworshipper!
  • bb | 117.213.210.82 | ২১ নভেম্বর ২০১১ ২৩:০৫503436
  • মানবতাবাদীদের এই নতুনরূপ দেখলে হাসি পায়। এরা যেন জানতেন না যে সুব্রত,সোমেনের দল আর জরুরী অবস্থার সমর্থন কারী মমতা গণতান্ত্রিক হবে না। এরা এতটা সরল মোটেই নন।
  • siki | 122.177.206.241 | ২১ নভেম্বর ২০১১ ২৩:১৮503437
  • মহাশ্বেতার বয়ান এবং মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া দেখলাম টিভিতে।

    খুব সংযত হবার চেষ্টা করেও না লিখে থাকতে পারছি না, মমতার মুখে দুটো জুতোর বাড়ি মারতে ইচ্ছে করছে।
  • pinaki | 122.174.42.91 | ২১ নভেম্বর ২০১১ ২৩:৪১503438
  • উরিস্লা! এ কী রে ভাই! মমতা তো ছমাসেই ১০ X বিনয় কোঙার।

    সিপিএমের তো পোয়াবারো দেখছি। :-)
  • ranjan roy | 115.118.157.216 | ২১ নভেম্বর ২০১১ ২৩:৪২503439
  • পিটি,
    সেই জরুরী অবস্থার জন্যে দায়ী কংগ্রেসকে কেন্দ্রে সরকার গড়তে যদি সিপিএম মদত দেয়, তারপর সেই সরকারকে ফেলে দিয়ে মায়াবতী-জয়ললিতাদের নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখে, এবং তারপরও প্রকাশ-বুদ্ধরা রাজনৈতিক ভাবে নাইভ না হন তাহলে মানবাধিকার কর্মীরা কি দোষ করল?
    দুই,
    মানবতাবাদী আর মানবাধিকার কর্মী রা এক ন'ন। মানবাধিকার কর্মীরা স্টেটের আইন লংঘন বা ব্যক্তি মানুষের অধিকার রাষ্ট্রদ্বারা লংঘনের বিরুদ্ধে সংগঠন গড়েন। মাওবাদীরা রাষ্ট্র নয়। ওরা সংবিধান মানে না। ওদের কাছে প্রতিবাদ জানাবেন ? কিন্তু নেতাই- নন্দীগ্রাম কান্ডে বিরোধী এবং সাধারন মানুষের বিরুদ্ধে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার নিয়ে ঘেউ ঘেউ করা হয়েছিল।
    তিন,
    তাই সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তাদের রাষ্ট্রক্ষমতাকে অপব্যবহার করে ব্যক্তির অধিকার ছিনিয়ে নেয়ার বিরোধিতা করা হয়েছে। একই ভাবে তখন বলা হয়েছিল যে মমতা ক্ষমতায় এসে এমনি করলে ঘেউ ঘেউ করা হবে। তাই করা হচ্ছে। মানবাধিকার কর্মীরা তাঁদের স্বভাবধর্ম থেকে বিচ্যুত হন নি। আপনারা ওদের ভূমিকা টি বুঝতে পারছেন না।
    চার,
    T এর তথ্যসমৃদ্ধ এবং যুক্তিসংগত সোলঝেনিৎসিন-গুলাগ বিশ্লেষণে আপ্লুত।
    পোল্যান্ড ধোয়া তুলসিপাতা কি না সেটা বিবেচ্য নয়। তাহলে আমেরিকার তালিবানি আফগানিস্তান বা সাদ্দামের
    ইরাক আক্রমণকেও আপনার যুক্তিতে সমর্থন করতে হয়।
    তাহলে মুম্বাই হামলার পর
    ভারত কেন পাকিস্তান আক্রমণ করবে না?
  • ranjan roy | 115.118.157.216 | ২১ নভেম্বর ২০১১ ২৩:৪৬503440
  • PM,
    মমতা এপিডিআর এর দাবী না মানতে পারেন, কিন্তু সেই দাবী নিয়ে সভা করা যাবে না?
  • ranjan roy | 115.118.157.216 | ২১ নভেম্বর ২০১১ ২৩:৫৯503441
  • ব্রতীন, কথা ফেরৎ নিলাম।:))))
    কিন্তু আমার প্রাপ্য মিষ্টি আর একটু ইয়ে? মনে আছে তো?
  • ppn | 112.133.206.22 | ২২ নভেম্বর ২০১১ ০০:০৩503442
  • আজকে মুখমন্ত্রীর "ধমক' জনগণও ভালো চোখে দেখবে না। এইকথা উনি এবং ওনার চেলাচামুন্ডাদের মনে রাখলে ভালো।
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ০০:৪৫503444
  • আজকের খোরাকটা কি? লিং পাওয়া যাবে?
  • pi | 72.83.76.29 | ২২ নভেম্বর ২০১১ ০০:৫৪503446
  • মমতার বক্তব্যে 'মিথ্যে ঘটনা' বলতে ঠিক কী বলা হচ্ছে ? tmc নিজে সাত দিনও পায়নি, এটা কি ঠিক?
  • pi | 72.83.76.29 | ২২ নভেম্বর ২০১১ ০০:৫৯503447
  • ২৩-২৪ এর 'অন্য' ট্রেড ইউনিয়ন ই বা কোনটা ?

    ১৪৪ ধারার কেসটাই বা কী ?

    তবে, নন্দীগ্রাম আর মাওবাদীদের 'দালাল' নিয়ে বক্তব্যে জাস্ট কিছু বলার নেই।
  • pi | 72.83.76.29 | ২২ নভেম্বর ২০১১ ০১:০২503448
  • যৌথ অভিযান বাহিনী পাঁচ মাস বসিয়ে রাখা হয়েছিল ??
  • pi | 72.83.76.29 | ২২ নভেম্বর ২০১১ ০১:০৯503449
  • সাংবাদিকরা মমতাকে প্রশ্ন করেননি, ঐ 'বামপন্থী' মানুষজন খুন হওয়া নিয়ে মমতা ও তাঁর দল কী করছিলেন ?
  • SC | 150.212.9.164 | ২২ নভেম্বর ২০১১ ০২:০০503451
  • তারানন্দের সাইটের দুটি লিঙ্ক আপিশ থেকে দেখার চেষ্টা করলাম কিছুদূর।
    ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি।
    ওনাদের কি সভা করারই অনুমতি দেওয়া হয়নি, নাকি শুধু ধর্মতলায় সভা করতে দেওয়া হয়নি একটি পার্টিকুলার দিনে, যেরকম
    মমতা বললেন।

    আর মহাশ্বেতা কি বলছিলেন ঠিক বুঝতে পারলাম না। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো কেন উনি প্রতিবাদ করেননি সাধারণ মানুষ খুন হওয়ার, তখন মনে হলো প্রশ্নটা এড়িয়ে কিসব অন্যকথা বলতে আরম্ভ করলেন।
  • SC | 150.212.9.164 | ২২ নভেম্বর ২০১১ ০২:০০503450
  • তারানন্দের সাইটের দুটি লিঙ্ক আপিশ থেকে দেখার চেষ্টা করলাম কিছুদূর।
    ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি।
    ওনাদের কি সভা করারই অনুমতি দেওয়া হয়নি, নাকি শুধু ধর্মতলায় সভা করতে দেওয়া হয়নি একটি পার্টিকুলার দিনে, যেরকম
    মমতা বললেন।

    আর মহাশ্বেতা কি বলছিলেন ঠিক বুঝতে পারলাম না। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো কেন উনি প্রতিবাদ করেননি সাধারণ মানুষ খুন হওয়ার, তখন মনে হলো প্রশ্নটা এড়িয়ে কিসব অন্যকথা বলতে আরম্ভ করলেন।
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ০২:১৫503452
  • হ্যাঁ, আমার কাছেও ক্লিয়ার হলনা।

    মমতার কথায় ঔদ্ধত্য, ধমকানি, হুমকি অবশ্যই আছে, যা অবশ্যই নিন্দনীয়। মাওবাদীদের নিয়ে সুবিধাবাদী অবস্থানটাও। কিন্তু বাকি তথ্যগুলোর সত্যতা জানতে চাই। উপরের পোস্টগুলোতে যেগুলো লিখলাম। আশা করবো, মহাশ্বেতা দেবীরা এর প্রত্যেকটা কাউন্টার করবেন। সেই অপেক্ষায় রইলাম।

    তবে, মহাশ্বেতা দেবীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করাতে উনি তো বল্লেন মাওবাদীদের হত্যা উনি সমর্থন করেন না ( যদিও এ নিয়ে মানবাধিকার কর্মীরা কোন ফর্ম্যাল স্টেটমেন্ট দিয়েছেন কিনা জানতে আগ্রহী)। তো, সাংবাদিকরা মমতাকে প্রশ্ন করেননি, আগে সিপিএম সমর্থক হত্যার সময় ওঁরা কী করেছিলেন ? যে যে প্রশ্নগুলো উনি আজ করলেন, সেতো ওঁকেই উল্টে করা যায় !

    আর, যেটাকে উনি বারবার 'শান্তিপ্রক্রিয়া' বলছেন, তা নিয়েও তো গুচ্ছ প্রশ্ন তোলা যায়। সাংবাদিকেরা তুলেছেন কি ?

    সবচে বড় কথা, ঐ অঞ্চলের মানুষের কাছে উন্নয়ন ইস্যু হলেও , আরো একটি বড় ইস্যু আছে। সেটা হল সম্মানের প্রশ্ন। পুলিশ, যৌথবাহিনী যে ব্যবহারটা করেছে সেই নিয়ে ওঁরা ক্ষমা দাবী করেছিলেন। সেই নিয়েই লালগড়ের উত্তাল হবার সূত্রপাত। সেটাকে কোনোভাবে অ্যাড্রেস না করে উল্টে পুলিশে চাকরি দেবার প্রতিশ্রুতি দিতে থাকলেন ! এগুলো নিয়ে ডায়রেক্ট প্রশ্ন করলে কী জবাব দেন , জানার ইচ্ছে ছিল।
  • T | 14.139.128.11 | ২২ নভেম্বর ২০১১ ০২:২৪503455
  • অসামান্য খোরাক। কি চলছে! মহাশ্বেতা দেবীকে প্রশ্ন করা হল, মাওবাদীরা যখন খুন করে তখন চুপ থাকেন কেন?জবাবে উনি বললেন আমার বয়স ৮৭, আমি কাউকে জবাবদিহি করিনা, আপনারা কে? একদিকে এইসব উত্তর দিচ্ছেন আবার অন্যদিকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করে চীৎকারও করে গেলেন।
    অন্যদিকে মমতা ওঁদেরকে কষে গাল/হুমকি ইত্যাদি দেওয়ার পর লাস্টে বলে গেলেন চিফ মিনিস্টার হিসেবে ওঁর মুখের কথাই যথেষ্ট, এপিডিআর অন্যত্র সভা করতেই পারে। ভাবছিলুম বুদ্ধ তো ১৪ মার্চের আগে জনসভায় বলে গিয়েছিলেন জমি নেবেন না, মুখ্যমন্ত্রীর কথা হিসেবে তখন সেটাকে বেদবাক্য বলে মনে করতে কী অসুবিধা ছিল? সত্যি মাইরি, বেঙ্গল পলিটিক্সের কি অবস্থা! সাংবাদিকগুলূ জাস্ট কতগুলো মুরগীমাত্র। কেউ কষে কোশ্নো করতে পারল না, সিপিয়েম যখন মরছিল তখন আপনি গাছের খাচ্ছিলেন না তলার কুড়োচ্ছিলেন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন