এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৪১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.22 | ২২ নভেম্বর ২০১১ ১০:১৬503491
  • পাই, জানি না তো। ইদার করেনি অথবা তারানন্দ বাদ দিয়ে দিয়েছে।
  • saikat | 202.54.74.119 | ২২ নভেম্বর ২০১১ ১০:১৬503490
  • ব্যাপারটা হচ্ছে মেট্রো চ্যানেলকে আগের সরকারের সময়ে প্রভূত ব্যবহার করে, ধর্মতলায় অনশন করে এখন যানজটের দোহাই দেখিয়ে কলেজ স্কোয়ার, রাণী রাসমণিতে অবস্থান করতে বলা নষ্টামি ছাড়া কিছু নয়। যেন পাঁচ বছর আগে ধর্মতলায় জ্যাম হত না ! এও তো আবাপে পড়লাম যে মেট্রো চ্যানেলে মীটিং ইত্যাদি বন্ধ করার ভাবনাচিন্তা হচ্ছে। কেন? ওখানে করলে, যারাই করুক তারা বেশী exposure পায় বলে ? যা যুক্তির বহর শুনলাম আর যা ভাষাভঙ্গী, বিনয় কোঙারদের সাথে তুল্যমূল্য।
  • ppn | 112.133.206.22 | ২২ নভেম্বর ২০১১ ১০:১৮503492
  • পাই, মাঝখানে সরকারও যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ওই যখন সুজাতবাবু ইত্যাদিরা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন। তখনও কিন্তু মাওবাদীরা "শ্রেণীশত্রু' খতম করে গেছে।

    অবশ্য সবই মিডিয়ায় শোনা।
  • ppn | 112.133.206.22 | ২২ নভেম্বর ২০১১ ১০:২০503494
  • "ঠোঙা' ফাফতে বাক্স দেখাবে। ফাফ-তে খুলে আইই ট্যাবের সাহায্যে আইইতে দেখো।
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ১০:২০503493
  • হ্যাঁ, বারবার বল্লেন আগের সরকার ওঁদের কত কম হল টল দিয়েছেন। ওঁরা ক'বার মেট্রোর এই এলাকা পেয়েছিলেন, সেই প্রশ্নটা ও দিদিকে কেউ করলো না ?

    প্পন, ওকে।

    তবে প্রশ্ন করলে নিশ্চয় ২৪ ঘন্টায় দেখাবে।
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ১০:২৭503495
  • প্‌প্‌ন, হ্যাঁ, ওটাই জানতে চাইছি । সরকার কবে কী ঘোষণা করেছিল? মিস করে গেছি হয়তো। খবরটা পেলে একটু দেবে ?
    মাওবাদীদের যুদ্ধবিরতি কালীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে মেরেছিল, এরকম কিছুও হয়েছিল না ?

    আর ,ঐ ব্যাপারে তো বোধহয় এটা সর্বশেষ খবর । এটা নিয়ে তো সরকার রা ই কাড়লো না !!

    With the West Bengal government to intensify anti-Maoist operations in junglemahal, an interlocutor on Tuesday claimed that the ultras had taken a u-turn and were ready for a four-month ceasefire on condition that joint operations were suspended for an identical period.

    http://www.thehindu.com/news/states/other-states/article2630373.ece
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ১০:৩৩503496
  • আর SC, সুমন তো অনেক দিন ধরেই বলছিলেন। মহাশ্বেতা দেবীও।

    এটা ১৩ ই অক্টোবরের আপিল ছিল ।

    For several years at a stretch, the people of Jungle Mahal in West Bengal have been suffering persecution, humiliation and indignities in the hands of the state forces and armed bullies financed by the ruling parties. There have been brutalities perpetrated by the police, joint forces and the CPM-sponsored goons against the people as a result of which many adivasis have died, many have been killed in fake encounters, even while they were asleep, many have been injured, hundreds of houses have been raided, looted and destroyed by the marauders, women have been raped and killed and hundreds of people have been put behind bars on cooked-up charges and forced to languish in different prisons in abysmal conditions. Many have been booked under the draconian UAPA. There are cases of disappearances also.

    In the election campaigns made by you and your party, promises were made of the withdrawal of joint forces from the Jungle Mahal region, and you made the pledge to release all political prisoners unconditionally. To our dismay, we see that under your government also, state terror has been let loose on the people, people are being detained illegally, tortured, women have been humiliated and a large number of the sons of the soil have been incarcerated. In your election manifesto, you also made the pledge to ‘suppress state terror’ (p.39). However, to our surprise, we find that instead of suppressing ‘state terror’ your police, the central joint forces and ‘Bhairab Bahinis’ are only perpetuating it. Chhatradhar Mahato’s house has been raided, his family members have been intimidated and humiliated, Manoj Mahato has been arrested on a 2009 case, civil rights activists, scholars and even physicians who went to Jungle Mahal for on-the-spot investigation and for treating patients voluntarily were arrested by your police forces. Only recently, Bhagwat Hansda, an election agent of Chhatradhar Mahato has been arrested from Jungle Mahal. Intellectuals and civil rights activists are being debarred entry into many areas. Your administration is not allowing public meetings organized by local organizations to take place, while your party is being allowed to do so. We were witness to the same thing under the hated Buddhadev-led previous regime. Democracy for the ruling party and autocracy towards all dissident voices! Is this democracy, Madam Chief Minister? Surely that was not your declared objective!

    We have come to know from media reports that an agreement was signed on 30 September 2011 by your team of interlocutors and the Maoist state leadership of West Bengal regarding the unilateral cessation of armed action on the part of the Maoists for a period of one month on condition that the WB government also would maintain peace by cessation of armed action by the joint forces and the police both in letter and in spirit by keeping them within their camps. We welcome this move as a preliminary step to initiate a dialogue between the two sides.

    We do hold that the Maoist movement in our country is rooted in socio-economic deprivation, and is never a law-and-order issue contrary to what the central powers-that-be would try to project, and hence needs to be addressed and dealt with in a totally different manner. The people who have been resisting state repression in the field whom unfortunately the government treats as their enemies, are actually sons and daughters of our soil—much exploited and deprived for decades together. Dialogue should be opened with them without any further delay and a proper conducive atmosphere should be created to facilitate the process. A conducive atmosphere can be created only when arbitrary and indiscriminate arrests and illegal detention of the sons and daughters of the soil by the joint forces are stopped, joint forces are withdrawn from the Jungle Mahal area and all political prisoners are released by withdrawing all cases registered against them. Such steps, we feel, would instill confidence in the minds of the people. We would wish you to personally take the initiative and talk to them.

    We do hope that you will give our voice a fair measure of consideration and take a political stand to this effect.

    Signatories:

    Mahasweta Devi / Tarun Sanyal / Bibhas Chakraborty / Varavara Rao / Gautam Navlakha / G.N.Saibaba / Subhendu Dasgupta /
    Arup Dasgupta / Dipankar Chakraborty / Amitdyuti Kumar / Manas Joardar / Meher Engineer / Debabrata Panda /
    Partha Sarathi Roy / Ranesh Ray / Himadri Sankar Banerjee / Guru Prasad Kar / Rajesh Datta / Kanchan Kumar /
    Pranab Nayak / Saroj Giri / Swati Ghosh / Muktesh Ghosh / Suman Kalyan Moulik / Amit Bhattacharyya / Amit Bhaduri

    http://sanhati.com/articles/4242/

  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ১০:৩৬503497
  • তবে, এখানে মাওবাদীদের কর্মপদ্ধতির কোন সমালোচনা নেই।
  • Salil Biswas | 223.29.193.230 | ২২ নভেম্বর ২০১১ ১০:৪৯503498
  • প্রোথোমে ১৩ই ওতোবের এর স্ততেমেন্ত দিএ সুরু কর জেতে পরে জেতি নিম্নোলিখিতো র লিখেছিলেন।
    অহস্বেত ডেই / টরুন অন্যল / ইভস হক্রবোর্ত্য / অরঅর ঋঅও / অউতম ণলখ / ।ণ।অইবব / উভেন্দু ডস্‌গুপ্ত /
    আরুপ ডস্‌গুপ্ত / ডিপন্‌কর হক্রবোর্ত্য / আমিত্‌দ্‌য়ুতি উমর / অনস যোঅর্দর / এহের ঙ্গিনীর / ডেবব্রত অন্দ /
    অর্থ অরথি ঋওয় / ঋঅনেশ ঋঅয় / ইমদ্রি অন্‌কর অনের্জী / উরু রসদ অর / ঋঅজেশ ডত্ত / অন্‌চন উমর /
    রনব ণয়ক / অরোজ ইরি / য়তি হোশ / উক্তেশ হোশ / উমন অল্যন ঔলিক / আমিত হত্তচর্য়্য / আমিত হদুরি
  • correction | 123.242.248.130 | ২২ নভেম্বর ২০১১ ১০:৫৫503500
  • প্রথমে ১৩ই অক্টোবরের স্টেটমেন্ট দিয়ে শুরু করে যেতে পরে যেটি নিম্নলিখিতরা লিখেছিলেন।

    মহাশ্বেতা দে / তরুণ সান্যাল / বিভাস চক্রবর্তী / ??? / গৌতম ??/ ????/ শুভেন্দু দাশগুপ্ত / অরূপ দাশগুপ্ত / দীপঙ্কর চক্রবর্তী / অমিতদ্যুতি কুমার / মানস জোয়ারদার / ???? / দেবব্রত চন্দ / পার্থসারথি রায় / রণেশ রায় / হিমাদ্রী শঙ্কর ব্যানার্জী / ??? / রাজেশ দত্ত / কাঞ্চন কুমার (?) / অর্ণব নায়েক / সরোজ গিরি / ??? / মুক্তেশ ??? / সুমন কল্যাণ ভৌমিক / অমিত ভট্টাচার্য্য / অমিত ভাদুড়ি
  • PM | 86.96.228.84 | ২২ নভেম্বর ২০১১ ১১:০৪503501
  • রনজনদা, আপনার সাথে দ্বিমত নই। সভা আটকানো উচিত নয়।

    কিন্তু যদি মাওবাদীদের সাথে কোনো বুদ্ধিজীবি বা মানবতা কর্মী-র প্রত্যক্ষ যোগ পেলে মাওবাদী-দের অপরাধের ভাগীদার তাদের-ও করা উচিত। বুদ্ধিজীবি বলে কোনো কনসেশন পাওয়া উচিত নয়। আইন আইনের পথেই চলা উচিত।

    আপনার মনে আছে কিনা জানি না... গত সরকারের স্বরাস্ট্র সচিব একবার বলেছিলেন যে শহরের কিছু বুদ্ধিজীবিদের সাথে মাওবাদী-দের যোগাযোগ-এর প্রমান পাওয়া গেছে। মমতা বলেছিলেন "বুদ্ধিজীবিদের কেশাগ্র স্পর্শ করলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবো"। আজ তিনি-ই বল্লেন "কিছু বুদ্ধিজীবি মাওবাদীদের মুখোশ"
  • q | 14.99.21.78 | ২২ নভেম্বর ২০১১ ১১:০৯503502
  • ওদিকে হাওড়া-দেরাদুন এক্সপ্রেসের কামরায় আগুন লেগে কয়েকজন মারা গেছে। পপুলিস্ট নীতি নিয়ে চলতে গিয়ে লজঝরে কামরা, মেইনটেইন না করার ফল হয়তো।
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১১:২৪503503
  • কি কেলো! আমি নই, আমি নই, আমি নই।
  • PT | 203.110.247.221 | ২২ নভেম্বর ২০১১ ১১:৩৮503504
  • RR
    ১/ আপনি যদি সিপিএম আর মানবাধিকার কর্মীর মধ্যে গুলিয়ে ফেলেন বা সিপিএমের কর্মধারা দেখিয়ে মনবাধিকার ক্রমীদের কর্মধারা ডিফেন্ড করতে যান তাহলে তাহলে তো মহা বিপদ হল। মানবাধিকার কর্মীরা রাজনীতির উর্দ্ধে উঠে কথা বলবেন সেটাই প্রত্যাশিত - তাঁদের জাজমেন্ট আর কোন রাজনৈতিক দলের জাজমেন্ট একই লেভেলের হলে ধরে নেওয়া যায় যে রাজনৈতিক দলের ধান্দাবাজি তাঁদেরকেও গ্রাস করেছে। ভোটের আগে তৃণমূলের সঙ্গে বেশী মাখামাখি করে সুজাত ভদ্রের মত লোকেরা সম্মান এবং বিশ্বাস দুটৈ হারিয়েছেন।

    ২/ নেতাই-নন্দীগ্রাম নিয়ে যতই যতই ঘেউ ঘেউ করুন - একটা প্রশ্ন রয়েই যায়। যেটার উত্তর দিতে গিয়ে -মাপ করবেন-গতকাল মহশ্বেতা ল্যাজে-গোবরে হয়েছেন। প্রশ্নটা ছিল যে মাওবাদীরা খুন করলে সাংবাদিক সম্মেলন ডেকে সেই খুনের নিন্দা করেন না কেন? এই প্রশ্নটা বাম আমলে যেমন ভ্যালিড ছিল মমতার আমলেও একইরকম ভাবে ভ্যালিড।

    ৩/ শুধু আমি নই - এ পোস্টিং-এই দেখবেন যে অনেকেই মানবাধিকার কর্মী ও বেশীর ভাগ পকাবুদের অবস্থান ""বুঝতে"" পারছে না। আমি তাদের সদিচ্ছা নিয়ে ততটা সন্দিগ্‌ধ নই যতটা তাদের রাজনৈতিক বিচারবুদ্ধি নিয়ে সন্দিহান। এই ব্যাপারে বরং কৌশিক সেনকে অনেকটাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে।

    ৪/ আবার বলি, গুলাগ ঘটেনি সেকথা আমি কোথাও লিখিনি। শুধু সলঝেনিৎসিনের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তুলেছি। স্ট্যালিনকে গাল দেবেন দিন কিন্তু হিটলারকে ঠেকানোর ব্যাপারে পোল্যান্ডের কোন দায় ছিলনা বলতে চান? এই লাইনটা আবার পড়লাম: Regardless of Stalin's true intentions, such alliances(Poland+Britain+France) backed by the Soviet military force would have been a likely deterrent to Hitler's plans. শেষ পর্যন্ত রাশিয়াকে নিয়ে মিত্র-শক্তি তো গড়তেই হল হিটলারকে ঠেকানোর জন্য - কাজটা আগে করলে হয়ত যুদ্ধের বিভৎসতা অনেক কমানো যেত। পোল্যান্ডের এই রকম অবস্থানের কারণ কি ছিল? বুঝ লোক যে জান সন্ধান!!
  • q | 61.12.12.84 | ২২ নভেম্বর ২০১১ ১২:০৩503507
  • "উনি তিন বার অসুস্থ হয়েছেন। আমি গিয়ে দেখে এসেছি। বঙ্গবিভূষণ খেতাব দিয়েছি। আমাদের কমিটিতে উনি রয়েছেন।”

    :-D:-B
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১২:০৩503506
  • এটাও আমি নই।
  • dukhe | 122.160.114.85 | ২২ নভেম্বর ২০১১ ১২:০৪503509
  • শুধু মাওবাদী কেন, সিপিয়েম বা তিনোমুলের খুনোখুনিতে কি এপিডিআর সাংবাদিক সম্মেলন করে থাকে ? এই তো কবে দেখলাম একজন রেগে আরেকজনকে বাসচাপা দিয়ে দিয়েছে, তাতেও এদের কোন স্টেটমেন্ট নেই ।
  • siki | 123.242.248.130 | ২২ নভেম্বর ২০১১ ১২:০৪503508
  • :)
  • kallol | 119.226.79.139 | ২২ নভেম্বর ২০১১ ১২:০৭503511
  • মমতার আমলে বিরোধীদের খুন নিয়ে বিভাস চক্রবর্তি, শঙ্খ ঘোষ, প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ আরও অনেকে, মমতার কাছেই দাবীসনদ জমা দেন।
    এটা প্রায় ৪ মাস আগেকার কথা। দু:খিত, প্রমাণ দিতে পারবো না, কারন কোন কাগজে ছাপা হয় নি। কোন চ্যানেলেও দেখায় নি।
    আসলে বেশীরভাগ ""রাজনৈতিক"" মানুষই বাইনারী বোধে ভোগেন। ক কে সমর্থন করলে সে খ এর বিরোধী - এটা ধরে নেওয়া হয়। কাজেই ক এর সমর্থক যদি কোন কাজে ক এর সমালোচনা করেন সেটা ""বুঝতে"" অসুবিধা হয়।

    মানবাধিকার কর্মীদের অবস্থান খুব পরিষ্কার, মানবাধিকার লঙ্ঘন হলে তারা বিরোধীতা করবে। তাদের সব বিরোধীতা মিডিয়ায় আসে না। আর মিডিয়ায় না আসলে ""প্রতিবাদ হয়নি"" বলে ধরে নিতে হবে।
    মিডিয়া কোনটা ছাপবে/দেখাবে আর কোনটা ছাপবেনা/দেখাবেনা সেটা মানবাধিকার কর্মীরা ঠিক করে না।

  • pi | 72.83.76.29 | ২২ নভেম্বর ২০১১ ১২:১৩503513
  • কল্লোলদা, মাওবাদীদের নিয়ে মানবাধিকার কর্মীদের কী অবস্থান ? মহাশ্বেতাদেবীদের অক্টোবরে লেখা উপরের চিঠিতে যা বলা হয়েছে, তাই ?

    We do hold that the Maoist movement in our country is rooted in socio-economic deprivation, and is never a law-and-order issue contrary to what the central powers-that-be would try to project, and hence needs to be addressed and dealt with in a totally different manner.

    এ তো গেল অক্টোবরের কথা। ক'দিন আগে মাওবাদীদের হাতে খুন হওয়া নিয়ে মানবাধিকার কর্মীরা কোন স্টেটমেন্ট দিয়েছেন কি ?
  • prateek | 180.151.34.130 | ২২ নভেম্বর ২০১১ ১২:১৯503514
  • http://bartamanpatrika.com/content/spl5.htm

    যা বলেছিলাম, আস্তে আস্তে সুর চড়াবে।
  • ranjan roy | 115.118.152.135 | ২২ নভেম্বর ২০১১ ১২:২৩503515
  • পিটি,
    ১)আপনার ৩নং বক্তব্যের সঙ্গে , বিশেষ করে কৌশিক সেনের কন্সিস্টেন্সি নিয়ে, সম্পূর্ণ একমত।
    ২) ১নং বক্তব্যের সঙ্গে একমত হয়েও স্পষ্ট করতে চাইছি মানবাধিকার কর্মীদের ব্যাপারটা। আবার রিপিট করছি-- ওদের কাজই হল রাষ্ট্রশক্তির স্টেট পাওয়ার অপব্যবহারে বিরুদ্ধে দাঁড়ানো; সুশাসনের নামে রাষ্ট্রের দায়িত্বপালনের নামে শাসক গোষ্ঠীর দ্বারা ব্যক্তির আইনী অধিকার
    হননের বিরুদ্ধে আওয়াজ তোলা। এখানে সেই ভিকটিমাইজড্‌ ব্যক্তিটি সাধারণ মানুষ, চাষি-শ্রমিক, চোর, গুন্ডা আতংকবাদী, লাদেন, কাসভ, সুশান্ত ঘোষ, মমতা যে কেউ হতে পারেন।
    অর্থাৎ দোষীকে, সমাজ/দেশ বা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধীকে শাস্তি দিতে হবে আইনানুগ পদ্ধতিতে।
    হরদম বিভিন্ন সিনেমা /গল্প আলোচনায় একটি ডেঞ্জারাস যুক্তি দেয়া হয়,-- আইনের পথে দোষীদের সাজা দেয়া কঠিন, ওরা ফাঁকে ফোকরে বেরিয়ে যায়। তাই ধরতে পারলে মেরে দাও, ল্যাঠা চুকে যাক।
    এইখানেই মানবাধিকার আন্দোলনের গুরুত্ব, নাগরিক মানসিকতায়, ভ্যালু সিস্টেমে
    আইনের শাসনের ইম্পর্ট্যান্সকে স্থাপিত করা। তাই সাঁইবাড়ির লোকজন যত বড় অত্যাচারীই হোক, তাদের শায়েস্তা করতে তৎকালীন শাসকদল যে রাস্তা নিয়েছিলেন( মাস লিঞ্চিং), মানবাধিকার কর্মী তার বিরোধ করবে।
    একই ভাবে আজ যেভাবে কথায় কথায় সিপিএম সমর্থক পঞ্চায়েতের মুখিয়া বা স্কুল কমিটির নির্বাচিত নেতাকে তহবিল তছরূপের দায়ে রাস্তায় টেনে এনে বা ঘরে ঢুকে মারধর করা হচ্ছে তা নিন্দনীয়।
    অভিযোগ যদি সত্যি হয় তাহলেও ওদের মারধোর করার অধিকার বর্তমান শাসক দলের কর্মীদের কে দিল? আইন সম্মত রাস্তা হচ্ছে প্রমাণ নিয়ে পুলিসকে দেয়া। আদালতে শাস্তি হবে।
    মানবাধিকার কর্মীরা দলমত নির্বিশেষে যে ক্ষমতায় থাকে তার চক্ষুশূল হয়। কারণ তাদের কাজই হল শাসক দলের বিরুদ্ধে ওয়াচ-ডগের ভূমিকা পালন করা। তাই ঘেউ ঘেউ!
    তাই বঙ্গে, ৩৬ গড়ে মানবাধিকার কর্মীরা মাওবাদীদের দালাল। গুজরাতে ওরা দেশদ্রোহী মিঞাদের দালাল।
    বিবেকশীল মানবাধিকার কর্মীদের অনেক সময় জনমতের বিরুদ্ধে দাঁড়াতে হয়। দ্রেইফুস মামলায় এমিল জোলা এমনি অপ্রিয় মাইনরিটি সত্যের পক্ষে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধে জেলে গিয়েছিলেন। যদ্দূর মনে পড়ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় শান্তিবাদী স্ট্যান্ড নিয়ে বার্ট্রান্ড রাসেলও জেলে গিয়েছিলেন।
    অ্যামনেস্টি কে তো কোন সরকার ভাল চোখে দেখে না। ঘেউ ঘেউ করা কুত্তাকে কেই পছন্দ করবে?
    আমি যেটা বলতে চাইছি তা হল মাওবাদীদের বিরুদ্ধে সংবিধান বিরোধী ঢং এ দমননীতি চালানোর বিরোধিতা মানেই মাওবাদীদের সমর্থন করা নয়। ঠিক যেমন সিপিএম সরকারের নীতি/কাজের বিরোধিতা মানে ঘাসফুল হয়ে যওয়া নয়। বা আজকে মমতাকে ফ্যাসিবাদী বলা মানেই সিপিএম হয়ে যাওয়া নয়।

  • quark | 14.139.199.1 | ২২ নভেম্বর ২০১১ ১২:৩৪503516
  • সুমনের ব্যাপারে : উনি এখনো আমাদের সাংসদ। এক সেকেন্ডে বরখাস্ত করতে পারি, করিনি।

    মানুষের জন্যে, মানুষের ভোটে জিতে আসা, মানুষের মুখ্যমন্ত্রী বল্লেন।
  • siki | 123.242.248.130 | ২২ নভেম্বর ২০১১ ১২:৩৭503517
  • শুধু পোষাকের রং বদলায়
    শুধু মুখোশের ঢং বদলায়

    দিন বদলায় না :-)
  • dukhe | 122.160.114.85 | ২২ নভেম্বর ২০১১ ১২:৪১503519
  • মমতার বেজায় সৌভাগ্য যে যাই করবেন, আগের শাসকদের সঙ্গে তুলনা হবে ।
  • quark | 14.139.199.1 | ২২ নভেম্বর ২০১১ ১২:৪১503518
  • কল্লোলদা বা রঞ্জনদা, যাঁরা এপিডিআর এর আরেকটু কাছাকাছি, একটা ব্যাপার যদি একটু পরিষ্কার করেন : সত্যি কি অন্য জায়গায় ওনাদের সভা করতে বলা হয়েছিল (টেলিগ্রাফ এ যা লিখেছে)।

  • T | 14.139.128.11 | ২২ নভেম্বর ২০১১ ১২:৪৪503520
  • সুতরাং পুরোনোদের ছাপিয়ে যাওয়ার মস্তবড় সুযোগ রয়েছে।
  • quark | 14.139.199.1 | ২২ নভেম্বর ২০১১ ১২:৫৪503522
  • ও: আরেকটা মুক্তো : এই তো সেদিন কসবায় সিপিয়েমের লোকেরা আমাদের লোকেদের মেরেছে। আমি কি কিছু করেছি? গ্রেফতার করেছি কাউকে? দক্ষিণ কলকাতায় গুন্ডামি করছে, সাহসটা ভাবুন।

    সুধীজন, শব্দবন্ধ খেয়াল করুন। "আমি" ই সব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন