এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৪২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 14.99.21.180 | ২৩ নভেম্বর ২০১১ ১০:৪৭503590
  • অয়ন কে বিনীত ভাবে জানাই। আলো নেভার ঘটনা নিশ্চয় ই লজ্জার। তবে যত দূর মনে পড়ছে এই প্রথম নয় তাই না। আর খিল্লি করবো মনে করলে অনেক কিছু নিয়েই খিল্লি কর যায় কিন্তু তার আগে একট ছোট কথা মনে রাখতে হবে এই সরকার বয়েস মাত্র ৬ মাস। ৩৪ বছর রাজ্যত্বের শেষে বিশাল ঋণের বোঝা সমেত এর ভার নিয়েছে নতুন সরকার। কাজেই যদি আরেক টু দেখি আমরা কেমন হয়?
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১০:৫১503591
  • ইংরিজীতে একটা প্রবাদ আছে - মর্নিং শোজ দ্য ডে। দেবী আবাহন, অঞ্জলি ইত্যাদি শেষ করে এবার একটু চোখ খুললে ভালো;-)

    অনেক এক নম্বরের প্রশ্ন তৈরী হচ্ছে। করি?
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১০:৫৩503592
  • যেমন ছয় মাসেই অ্যারোগ্যান্সের যা নমুনা দেখা যাচ্ছে, সেটাকে চৌত্রিশ বছর দরকার নেই, পাঁচ বছরে এক্সট্রাপোলেট করলে কেমন হয়?

    বা অ্যারোগ্যান্স/স্বৈরতান্ত্রিক মনোভাব কি ঋণের ওপর নির্ভর করে?

    ইত্যাদি।
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১১ ১১:০১503593
  • সামান্য ডেটা নিয়ে এক্সট্রাপোলেট করা কাজের কথা নয় । চেতন শর্মার একটা সেঞ্চুরি দিয়ে পরের পাঁচটা ইনিংস প্রেডিক্ট করতে যাওয়ার কেস ।
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১১:০২503594
  • অ। তাহলে আপনি বরং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন।

    যদিও ডেটা সামান্য নয়। সরকারে আসার আগের ঘটনাগুলোকে ডিসকাউন্ট দেওয়া যায় না। অবশ্য অনেকের মেমরি শর্ট টার্ম, বা অন্য অনেক কারণে সিলেক্টিভ;-)
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১১:০৪503595
  • বিধানসভা ভোটের ঢের আগে পঞ্চায়েত আর পুরসভাগুলোর ভোট হয়েছিলো। সেই ডেটাও ধরা যায় চাইলেই।
  • dd | 124.247.203.12 | ২৩ নভেম্বর ২০১১ ১১:১৫503596
  • সব কিছু তর্জা কাজিয়া এমন কি ঠাট্টা এয়ার্কি ও কেমন ভাবে জানি স্ট্যাটিস্টিক্সের দিকে গড়িয়ে যায়।

    এ বড়ো সুখের সময় নয় (তাবলে দুখের কথা পার্সোনালি কিছু কই নি কিন্তু)
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১১ ১১:১৫503597
  • পঞ্চায়েত বা পুরসভার কাজের বিশদ ডেটা কোথায় পাব ?
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১১:১৬503598
  • ঠিকই। আইএসআই-য়ের চক্রান্ত।
  • lcm | 69.236.161.19 | ২৩ নভেম্বর ২০১১ ১১:১৭503600
  • ধুৎ, কোথায় মর্নিং শোজ দ্য ডে। সকালে ঝকঝাকে আকাশ, দুপুরে মেঘলা, বিকেলে তেড়ে ঝড়বিষ্টি -- এরকম তো হরদম হচ্ছে।
    এই দ্যাখো না, ৭৭-এর বামফ্রন্ট নীল আকাশ, ২০০৭ এ ভ্যাপ্‌সা গুমোট।
    বা, ২০০৮-এর ওবামা ফুরফুরে হাওয়া, ২০১১ তে জমাট মেঘ।
  • lcm | 69.236.161.19 | ২৩ নভেম্বর ২০১১ ১১:২২503601
  • শুরুর দিকে নিম্নচাপ কিন্তু ভালোও হতে পারে, পরে হয়ত কিলিয়ার হয়ে যাবে। বা, টানা ঝড়বৃষ্টিও হতে পারে। হু নোজ।
  • Bratin | 122.248.183.1 | ২৩ নভেম্বর ২০১১ ১২:১৯503602
  • একটি বিশেষ লোকের বিশেষ কোন পোস্টের জবাব দেবার দরকার নেই ব্রতীন। জাস্ট রিলাক্স।
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১২:২২503603
  • ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হল ব্যথা......
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১২:২৩503604
  • আদ্যন্ত খোরাক;-)
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১১ ১২:২৫503605
  • আরে lcm, কদিন আগে পেট্রলের দাম দু টাকা কমায় এক্সট্রাপোলেট করেছিলাম - মাসে দু টাকা হিসেবে কমলে তিন বছরে শূন্য হয়ে যাবে । তাপ্পর পেট্রলের সঙ্গে উপহার নিয়ে ফিরব । কোনদিন হয়তো পেট্রল কিনলে গাড়ি ফ্রি হয়ে যাবে ।
    কিন্তু বোধহয় মিলবে না ।
  • Bratin | 122.248.183.1 | ২৩ নভেম্বর ২০১১ ১২:২৬503606
  • নিজের সম্পর্কে একেবারে সঠিক বক্তব্য।:-))
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১২:২৬503607
  • মুম্বই তে যদি শচীন তেন্ডুলকরের ১০০ হয় তাহলে বেট-এ হেরে যাবো:-(
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১২:২৯503608
  • দে গরুর গা ধুইয়ে;-)
  • ranjan roy | 14.97.216.10 | ২৩ নভেম্বর ২০১১ ১২:৩৪503609
  • ব্রতীন,
    নিশ্চয়ই আগেও আলো নিভেছিল, কিন্তু এখন বোধহয় গত কয় মাসের মধ্যেই দু'বার। তাতেও কিছু নয়, প্রশ্ন হল অ্যাটিচুডের।
    সঙ্গে সঙ্গে নি-জার্ক রি-অ্যাকশন। স্যাবোতাজ! তদন্ত! অথচ মদন মিত্র অন্য কথা বলছেন।
    আর সল্যুশন? দিনের বেলায় খেলা? তাহলে পেট্রোলের দাম বাড়লে গাড়ি না চড়া? গ্যাসের দাম বাড়লে কয়লায় রান্না করা?
    আর খাদ্যদ্রব্যের দাম বাড়লে পোনোবদার বলা উচিৎ না খেয়ে থাকা? আমার আপত্তি এইখানে। মুখ্যমন্ত্রী বড্ড বেশি কথা বলছেন। মাঠের আন্দোলনের ভাষা আর প্রশাসনের ভাষা আলাদা হওয়া উচিৎ।
    তাই ওনাকে বারবার কথা ফিরিয়ে নিতে হচ্ছে।
    জ্ঞানেশ্বরী কান্ডে সিপিএম,
    ৪০০ একর জমির জায়গায় ৪০ একর,
    রাজনৈতিক বন্দীদের মুক্তি?
    যৌথবাহিনী প্রত্যাহার?
    দু'দি ঠিক বলেছেন- যদি জনা দুই কি চার টিএমসি মরলে
    যৌথবাহিনী রাখা অনিবার্য হয়, তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে তোপ দাগার পরও উনি কি করে বলতেন যে যৌথবাহিনী ""অবিলম্বে'' প্রত্যাহার করতে হবে?
    আরো অনেক দায়িত্বশীল হওয়া উচিৎ। বেসিক সমস্যায় না গিয়ে খালি কসমেটিক্স অ্যাকশন( জ্যামে রবীন্দ্রসংগীত!) কতদিন চলবে?
  • quark | 14.139.199.1 | ২৩ নভেম্বর ২০১১ ১২:৩৭503611
  • উদিকে দীনেশবাবুও "অন্তর্ঘাত"এর লাইন ধরেছেন!
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১২:৪২503612
  • জ্ঞানেশ্বরী/চারশো একর/বন্দীমুক্তি/যৌথবাহিনী/অর্ডিন্যান্স ইত্যাদি সমস্ত ডিগবাজীর কারণ ঋণের বোঝা। অ্যাপারেন্টলি।

    ;-)
  • ranjan roy | 14.97.216.10 | ২৩ নভেম্বর ২০১১ ১২:৪৬503614
  • শুভজিত ভাল সামারি করেছেন।
    অয়ন, প্রতীক ও পাইয়ের সঙ্গে পুরোপুরি একমত। আর মাওবাদী হিংসার বিরোধিতা যদি আমরা দিল সে করি তাহলে সেটা নিয়েই তো প্রেস কনফারেন্স করা যেতে পারে। তাতে কোন প্রেস বা চ্যানেল সম্প্রচারিত করছে না এসব অভিযোগের দরকার হবে না। তবে সেখানে সাংবাদিকদের সামনে মাওবাদী হিংসার সামাজিক-রাজনৈতিক কারণগুলোকে একস্পোজ করার সাথে সাথে এই অবস্থা পরিবর্তনের জন্যে হিংসার অনিবার্যতায় আমাদের আস্থা আছে কি না ( in general), এবং মাওবাদী হিংসা কোন যুক্তিতেই সমর্থনযোগ্য কি না সেটা স্পষ্ট করে বলতে হবে। তখন স্পষ্ট হবে কেন রাষ্ট্রীয় হিংসার বিরুদ্ধে সমস্ত পীড়িত পক্ষের পাশে( মাওবাদী-খালিস্তানী- উগ্রবাদী- রেপিস্ট-পকেটমার) দাঁড়ানোটা সিভিল সোসাইটি গড়ে তোলার জন্যে দরকার।
    খালি একবগ্গা কথা বলে পাব্লিক শুনবে কেন?
  • quark | 14.139.199.1 | ২৩ নভেম্বর ২০১১ ১২:৪৬503613
  • নতুন রাজা, থুড়ি, রাণীর উপলব্ধি :

    "ভোটের সময় অনেকে আমাকে সমর্থন করেছেন, পরে দূরে সরে গেছেন - আমার এসবে কিছু যায় আসে না"
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১১ ১২:৪৭503615
  • অর্ডিন্যান্সে ডিগবাজিও আছে নাকি ? অবিশ্যি থাকতেই পারে, যা বিদঘুটে লেখা !
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১২:৫৩503616
  • ওটা সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল। আর অর্ডিন্যান্স নিয়ে সলিলবাবু লিখছেন/লিখবেন বলে বসে আছি। তায় সেই টইটাও আবার হারিয়ে গেছে।
  • ranjan roy | 14.97.216.10 | ২৩ নভেম্বর ২০১১ ১৩:০৪503617
  • ম্যাক্সিমিন,
    অমিতদ্যুতি কুমার , ওনার বোন শিউলি কুমার নকশাল আন্দোলনের আদিপর্বে হুগলীজেলার উঠতি সক্রিয় নেতা ছিলেন। গোড়ার দিকেই গ্রেফতার হয়ে যেলে যান। ফলে আমিষ কাজকম্ম করতে হয় নি। তারপরে বন্দীমুক্তি এপিডিআর করছেন কয়েক দশক ধরে।
    PM,
    আজিজুল নিয়ে আমার একান্ত ব্যক্তিগত দুটি কথা।
    ওনার জেলের স্মৃতিচারণে দেখুন -- সিপিএম নেতাদের প্রতি কী----। এমন কি ২৪ পরগণার এক ডাকসাইটে কৃষক নেতা ( যিনি জেলে আজিজুলকে বলে ছিলেন-- ওসব অতি-ফতি এখানে চলবে না,)র বিরুদ্ধে জেলের বাচ্চা ফাইফরমাশ খাটা ছেলের সঙ্গে জোর করে যৌনসম্পর্কের কথাও লিপিবদ্ধ করেছেন।
    তারপর গঙ্গায় অনেক জল গড়াল। আজকালের অশোক দাশগুপ্তের সাথে যোগাযোগ হল। আজকালে একের পর এক ওনার লেখা বেরোতে লাগল। অনুকূল পরিবেশ তৈরি হল। প্রধানত: অশোকবাবুর চেষ্টায় উনি মুক্তি পেলেন। পাবার পর একটি ছোট সরকারি ফ্ল্যাটও পেলেন। বৈভব নয়। কিন্তু দুই দশক জেলে কাটিয়ে বউ-বাচ্চা নিয়ে কপর্দক্‌শূন্য অবস্থায় এই সাশ্রয় অনেকখানি। ওনার স্ত্রী সঈদা মণিদীপাকে ওনার পরিচয় জানার পরে চাকরি পেতে মুস্কিল হয়েছে সেটা উনিই লিখেছিলেন বলে মনে পড়ছে। তারপর আজকালে নিয়মিত লেখার কনট্রাক্ট। বই প্রকাশিত হওয়া, সম্মানজনক আয়ের পথ। মাথার ওপরে ছাদ। প্রাক্তন কমরেডরা বহুধাবিভক্ত,
    দিশাহীন। উনিও একজন মানুষ, আমাদের মতই দোষেগুণে।
    গত বইমেলায় গুরুচন্ডালির স্টলে আমাদের পাইদির সঙ্গে ওনার ডিবেট হয়েছিল-- খুল্লমখুল্লা! সে নিয়ে কথা বলার অধিকারী আমি নই।:)))
    ওনার জায়গায় আমি হলেও হয়ত পরিণতি একই রকম হত। নিয়তি কেন বাধ্যতে।
    হিন্দিবলয়ে একটা কথা আছে --ওয়ক্ত বলবান হোতী হ্যায়, আদমী নহী।
    মানুষ নয়, কাল হল শক্তি।
  • PM | 86.96.228.84 | ২৩ নভেম্বর ২০১১ ১৩:১৪503618
  • ধন্যবাদ রনজনদা।

    pi-এর সাথে আজিজুল-এর ডিবেট সম্পর্কে বিশদ জানতে চাই।
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১১ ১৩:১৫503619
  • পাই এবং আজিজুলের হার্ড টকের রেকর্ডিং চাই ।
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১১ ১৩:২২503620
  • আজিজুল বেচারার জন্য মায়াই হচ্ছে ।
  • I | 14.96.198.176 | ২৩ নভেম্বর ২০১১ ১৩:৩৯503622
  • লিং নাই? লিং?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন