এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৪১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 121.245.129.97 | ২২ নভেম্বর ২০১১ ২১:৪৭503556
  • স্টারানন্দতে মুখোমুখি সুব্রত, অভিরূপ, আর একজন, অর্পিতা আর সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি। লেখক প্রসূন ভৌমিক। আর শেষবেলাতে এপিডিআর এর পক্ষ থেকে অমিতদ্যুতি কুমার। ও হ্যাঁ, কংগ্রেসের মান্নান সাহেব।

    চমৎকার এনজয় করছিলেন সিপিএম প্রতিনিধি।
    সুব্রত-মান্নানের কমন বক্তব্য ছিল--(গতানুগতিক) রাষ্ট্রের কাজ সাধারণ নাগরিকদের রক্ষা করা, সংবিধান অনুযায়ী। মাওবাদীরা সংবিধান মানে না, বে-আইনী হাতিয়ার রাখে , আমাদের লোক খুন করছে। এপিডিআর আসলে মাওবাদীদের বাঁচানোর চেষ্টা করছে। কাজেই শ্রদ্ধেয়া মহাশ্বেতা যা বল্লেন তা সমর্থন যোগ্য নয়। যৌথবাহিনী প্রত্যাহারের দাবি অনুচিত।
    সিপিএম এর বক্তব্য যে গত কয় বছর এই কথাই আমরা বলছিলাম। তখন এর চেয়ে বেশি লোক মাওবাদীরা মারছিল। তখন কি করে মমতা যৌথবাহিনী প্রত্যাহারের দাবি করছিলেন। সবাইকে মুক্তি দেবার কথা বলছিলেন।
    তৃণমূলী চাপদাড়ি বল্লেন-- মমতা নাকি এমন কথা বলেন নি।
    সিপিএম বল্লেন-- আজকেই কাগজে বেরিয়েছে।
    ( আমি গতকাল অন্য চ্যানেলে এর ক্লিপিং দেখেছি, মমতা জোর গলায় বলছিলেন--""অবিলম্বে'' প্রত্যাহার করতে হবে।)
    অমিতদ্যুতি বল্লেন যে ১৭ তারিখ লালবাজারের চিঠি এল যে আপনাদের প্রোগ্রাম ক্যানসেল করতে হবে। তখন আমরা অল্টারনেটিভ জায়গা খুঁজি। পুলিশ কখনই বিকল্প সাজেস্ট করেনি।
    কিন্তু অন্যদের বক্তব্য আপনারা যে বিকল্প পেয়েগেছেন এটা প্রেস কনফারেন্সে জানান নি কেন?
    শংখ ঘোষ চিঠি দিয়ে জানিয়েছেন যে গতকালের ঘটনার নিন্দা করলেও উনি এই একটি ঘটনায় মমতা সরকারকে এক্ষুণি ফ্যাসিস্ট বলা যুক্তিযুক্ত মনে করছেন না।

    আমার দুটো কথা মনে হয়েছে:
    ১) মান্নানরা বা বেশকিছু মানুষ আইনের পথে অপরাধীদের শাস্তি দেয়ার জয়গায় ইনস্ট্যান্ট ন্যায় চান। সরকারের স্টাইল যে রাস্তায় ম্যাংগো পাব্লিকের পকেটমার ক্যালানোর মত হওয়া উচিৎ নয় সেটা বুঝতেই চাইছেন না।
    -- মাওবাদীদের ন্যায়সংগত অধিকার রক্ষার ব্ব্যাপার আর মাওবাদীদের সুরক্ষা দেয়া এক নয়। তাই এরা কাসভকে কেন উকিল দেয়া হয়েছে, কেন এত খরচা করে জেলে রাখা হয়েছে বুঝতে পারেন না।
    বা গোটা কয় মেয়ে মাওবাদীদের শব ডান্ডায় করে গরু ছাগলের মত লটকে নিয়ে যাওয়ায় কেন সুপ্রীম কোর্ট নিন্দে করে বুঝতে পারেন না।
    ২) মনে হল এপিডিআর ঘটনা নিয়ে একটু বেশি খেলেছে।
    আর পিনাকীর সঙ্গে পুরো সহমত যে গ্রহণযোগ্যতা বাড়াতে হলে এপিডিআরকে অনেক খোলাখুলি মাওবাদী হিংসার সম্বন্ধে বলতে হবে।
  • Ishan | 117.194.43.41 | ২২ নভেম্বর ২০১১ ২৩:২৪503557
  • অনুষ্ঠানটির রিপিট টেলিকাস্ট হচ্ছে। দেখছি। রঞ্জনদা আসল লোকটির কথাই বললেন না। সুমন দে।

    পরের ভোটে তৃণমূল যদি হারে, তার প্রধান দায়িত্ব অবশ্যই মমতার। আর খুব ক্লোজ সেকেন্ড হবেন -- সুমন দে। :)
  • pi | 128.231.22.133 | ২২ নভেম্বর ২০১১ ২৩:২৭503558
  • এখান থেকে এখন দেখার উপায় নেই। সুমন দে নিয়ে একটু বিশদ হবে নাকি ?
  • ranjan roy | 115.118.151.240 | ২২ নভেম্বর ২০১১ ২৩:৩২503559
  • ঈশানকে দুহাত তুলে ক। সুমনের চেহারার অভিব্যক্তি----।
    আমি যদি কোনদিন ফিলিম বানাই আমার ভিলেন চেহারা, পোশাক, ম্যানারিজম -- সব তাতে সুমনের ক্লোন হবে।:)))
  • maximin | 59.93.219.116 | ২২ নভেম্বর ২০১১ ২৩:৪৩503560
  • যদিও আজকের দিনে অফ টপিক, কিন্তু এই থ্রেডে এক সপ্তা ধরে অনেক তাত্বিক আলোচনা হয়েছে, পরশুদিন রাত জেগে আজিজুল হকের কারাগারে আঠেরো বছর পড়লাম। আমার বেশ ভালো লাগল। ৪৫ জন যে জেল থেকে পালিয়েছিল সেটা আমার অজানা ছিল।
  • Ishan | 117.194.43.41 | ২২ নভেম্বর ২০১১ ২৩:৫৭503561
  • সুমন মনে হচ্ছে মমতার উকিল। এমন উকিল থাকলে যে কোনো পার্টির হার সুনিশ্চিত। :)

    মিনিদি, কারাগারে আঠারো বছর খুব ইন্টারেস্টিং বই। জেল ইউনিয়ন প্রসঙ্গে আজিজুল লিখেছিলেন, (বামপন্থী) ইউনিয়নগুলো আর ইউনিয়ন নেই, চোর-ডাকাতের দলে পরিণত হয়েছে। এখন ওগুলোকে ভেঙ্গে ফেলাই প্রকৃত বিপ্লবী কাজ।

    আরও আঠারো বছর পরে আজিজুলের লেখা পড়লে মনে হয় অন্য লোক লিখছেন। :)
  • pi | 128.231.22.133 | ২৩ নভেম্বর ২০১১ ০০:০০503562
  • মামু, বুবুভাজা আবার ভাজা ভাজা।
  • Ishan | 117.194.43.41 | ২৩ নভেম্বর ২০১১ ০০:০১503563
  • সুমনের হাবভাব দেখে অবাক হয়ে যাচ্ছি। মুখে বলেনি, কিন্তু হাবভাব এমন, যেন, মহাশ্বেতা বুড়ো লোক, কি বলতে কি বলে ফেলেছেন, খেয়াল নাই, তার উপর এপিডিআর কানে কানে কি বলতে হবে বলে দিয়েছে, তাই ওসব হাবিজাবি কথা বাদ দিন।

    অমিতদ্যুতি বললেন, মহাশ্বেতা দেবীর বয়স ছ মাস আগে তো খুব কম ছিলনা। তখন কিন্তু ওনাকে কিছু বুঝিয়ে দেওয়া যেতনা। এখন যাচ্ছে। :) -- এইটা আমার মতে কোট অফ দা ডে।

    অমিতদ্যুতি আমাদের এলাকার লোক। এই না হলে হুগলীর ছেলে? :)
  • pi | 128.231.22.133 | ২৩ নভেম্বর ২০১১ ০০:১৭503564
  • কল্লোলদা, মাওবাদীদের নিয়ে পিউডিআর এর স্টেটমেন্টগুলো পড়েছি। এপিডিআর পড়িনি। সেইজন্যই জিগাচ্ছিলাম। মাসুমেরও পড়েছি কি ?
    এঁরা এত ধর্না করছে, নানা জায়গায় লেখালেখি করছেন, তাহলে মাওবাদীদের খুনোখুনি নিয়ে ওঁদের বক্তব্য সেসব জায়গায় আসেনা ক্যানো ?
    মহাশ্বেতাদেবীদের ঐ ১৩ ই অক্টোবরের স্টেটমেন্ট নিয়েও সেটা বলার।
    বলছি, ঐ একই কারণে, যেটা পিনাকীদা বল্লো। এই নিয়ে কথা না বল্লে, ওঁদের বাকি অনেক ভ্যালিড পয়েন্ট, প্রস্তাব ও যথাযথ দাবীদাওয়ার 'গ্রহণযোগ্যতা' কমে যায়। অন্য পক্ষের হাতে সুযোগ তুলে দেওয়া হয়। এই ফাকফোকর আসল ইস্যু গুলো এড়িয়ে যাবার।
    যেমন, এখন মমতা সমানে এই লাইনে ঘ্যানঘেনিয়ে চলেছেন। এঁরা কেন মাওবাদীদের নিয়ে বলেননি ইত্যাদি। সেই প্রশ্নের কিছুটা হলেও ভ্যালিডিটি তো আছে ( যদিও সেই ইস্যুতে নিজেই নির্লজ্জ ভাবে ডিগবাজী খেয়েছেন)। আর তার চাপে জঙ্গলমহলে সরকারের নানাবিধ কাজকর্ম নিয়ে এঁরা যে অভিযোগ ও প্রয়োজনীয় প্রশ্নগুলো তুলছেন, সেগুলো চাপা পড়ে যাচ্ছে, সরকার সেগুলো এড়িয়ে যেতে দেবার সুযোগ পেয়ে যাচ্ছে। শুধু সরকার বলেই না, সাধারণ মানুষের কাছেও আসল ভ্যালিড পয়েন্টগুলো আর পৌঁছাচ্ছেই না।
    আর এই প্রশ্নগুলোকে আরো ডাইভার্ট করতে, চাপা দিতে আবাপ গোষ্ঠী তো আছেই।

    ও হ্যাঁ, এই একই অভিযোগ আমার অরুন্ধতী রায়দের নিয়েও আছে।
  • PM | 2.50.40.193 | ২৩ নভেম্বর ২০১১ ০০:২৭503566
  • ভাই দেশে না থাকায় অনেককিছু মিস করছি। একটু আলোকিত করুন প্লিজ।

    ১। এই সুমন দে কি তারা আনন্দের নোঙরটির নাম? ওর নাম সুমন মনে আছে... পদবী ভুলে গেছি। যদি এক-ই লোক হয় তো সে মমতার ইমেজ তৈরী করতে প্রচুর কϾট্রব্যুট করেছিল ভোটের আগে। তখন মানুষ দিব্যি খেত। এখন এমন কি ছড়াল?

    ২। অমিতদ্যুতি কে ?
  • pi | 128.231.22.133 | ২৩ নভেম্বর ২০১১ ০০:৩১503567
  • এপিডিআরের ভাইস প্রেসিডেন্ট।
  • a | 208.240.243.170 | ২৩ নভেম্বর ২০১১ ০০:৩৭503568
  • সুমন নামের ক্লাউনটি তারানন্দে নোংরামি করে থাকেন বটে।

    তো একে নিয়ে আমি গত এক বছর ধরে বলে যাচ্ছি অতি বায়াসড। সেটা এখন কিছু লোক বুঝতে পারছে, যারা কি না ভোটের আগেও এর জেরা শুনে শুনে গুরুর পাতা ভরিয়েছেন। এরে কয় পরিবর্তন।
  • a | 208.240.243.170 | ২৩ নভেম্বর ২০১১ ০০:৩৮503569
  • বাই দা ওয়ে, নোংরামি মানে বুঝতে গেলে মিরাক্কেল দেখতে হবে :)
  • PM | 2.50.40.193 | ২৩ নভেম্বর ২০১১ ০০:৫০503570
  • আজিজুল যৌবনের দিনগুলো খুইয়েছেন প্রতিষ্ঠান বিরোধী হয়ে ... মনে হয় না কোনো কিছু পাবার জন্য এই বৃদ্ধ বয়েস-এ , অশক্ত শরীরে উঠে পড়ে লেগেছিলেন। আমার মনে হয় ওনার মতো করে উনি greater evil কে সনাক্ত করেছিলেন... আর সেভাবেই লেখলেখি করেছিলেন।

    কল্লোলদা বা রন্‌জনদা " যেকোনো মুল্যে CPM যাক তারপরে বুঝে নেবো" বললেও যেমন তৃনমুলী হয়ে যাননা, সেইরকম-ই " যেকোনো মুল্যে তৃনমুল-কে ক্ষমতার বাইরে রাখ, তারপরে দেখা যাবে" এই স্ট্যান্ড নিলেও আজিজুল CPM হন না।

    তবে এটা নিশ্চিত যে দুটো পরস্পর বিরোধী অবস্থানের একটা ভুল। কোনটা সেটা সময়-ই বলবে।
  • Suvajit | 59.177.200.215 | ২৩ নভেম্বর ২০১১ ০১:১৭503571
  • তারানন্দে আজকের প্রতিপক্ষটা আম্মো দেখলাম। পিটিদার ফেবারিট আর্পিতাও ছিলেন। আর ছিলেন সর্বঘটের কাঁঠালি কলা অভিরূপবাবু, যিনি দেশের অর্থনীতি থেকে 'শুরু করে' শীতের পোষাক অব্ধি সব বিষয়ে মতামত দিয়ে থাকেন।
    যাইহোক যা বুঝলাম এপিডিয়ার ৪-নভেম্বর ২১,২২,২৫ এই তিন দিন সভা করার অনুমতি চেয়েছিলো। তখন ২১, ২২ য়ের অনুমতি পাওয়া গেছিলো, কিন্তু ২৫ তারিখের সভা অন্যত্র করতে বলা হয়েছিলো যেহেতু তিনোমূল ট্রেড ইউনিয়ন সেদিনের জন্য আগে বুক করেছিল। সেইমত তারা ২৫ তারিখ রানি রাসমনি রোডে বুক করে। এরপর ১৭ তারিখ তাদের চিঠি দিয়ে জানানো হয় যে ২১, ২২ তাদের সভা ক্যানসেল করতে হবে। ওরা ১৭ তারিখ পু:ক: জাভেদবাবুর সঙ্গে দেখা করতে যান কিন্তু দেখা হয় না। তখন ওরা ব্যাকআপ প্লান হিসাবে, ২১, ২২ অন্য জায়াগায় বুক করেন মুচিপাড়া থানার অনুমতিক্রমে। ১৮ তারিখ জাভেদবাবুর সাথে দেখা হলে উনি ওদের ২১, ২২ অন্য জায়গা দেবার কথা বলেন।
    তো এই নিয়ে সোমবার ওনারা মহাশ্বেতা দেবীকে নিয়ে প্রেস কন্‌ফারেন্স করে প্রতিবাদ করেন যে নিয়ম মেনে মেট্রো চ্যানেল বুক করা সত্বেও ওদের সভা করতে দেওয়া হচ্ছে না। যেটা আমার কাছে সম্পূর্ণ যুক্তিযুক্ত। 'ফ্যাসিস্ট' শব্দটা একটু বাড়াবাড়ি হলেও, এই ঘটনায় সরকারের গা জোয়ারী স্পষ্ট, যেটা বৃহত্তর পরিস্থিতির ক্ষেত্রে তত গুরুত্বপূর্ণ মনে না হলেও, অশণি সংকেত বহন করছে।
    তার সঙ্গে মমতার প্রতিক্রিয়া একেবারেই বালখিল্য এবং একেবারেই অনভিপ্রেত। সাদা কথায় মমতা ব্যপক ছড়িয়েছেন। এই হুমকি-টুমকি দিয়ে নিজের ভাবমূর্তির প্রভূত ক্ষতি করছেন এবং জনগনের মনে প্রশ্ন তুলতে সাহায্য করছেন। তা নিয়ে সমালোচনা হোক। নিন্দা হোক।
    মাওবাদী নিয়ে মমতার পাল্টি খাওয়া, গত সরকারের সুরে কথা বলা এ সব নিয়েও হাজার সমালোচনা, নিন্দা হোক।
    কিন্তু এ সবই মুখের কথার স্তরে।
    কাজের যেখানে প্রশ্ন, সেখানে আমার জিজ্ঞাসা যে,
    ১। বর্তমান পরিস্থিতে যৌথবাহিনী অপসারণ করা কি দায়িত্বশীল সরকারের পক্ষে সম্ভব? এখানে মমতার স্টান্ডের কি আপনি বিরোধীতা করেন?
    ২। গত কয়েক বছরের ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বিচারে সকল বন্দীকে মুক্তি দেওয়া কি যুক্তিযুক্ত? এর মধ্যে যৌথবাহিনীর অনেক লোকক্ষয়ের মাধ্যমে ধরা মাওবাদী বন্দীও আছেন।
  • maximin | 59.93.219.116 | ২৩ নভেম্বর ২০১১ ০১:২৮503572
  • অমিতদ্যুতির নাম শুনি নি। অবশ্য আমি কারই বা নাম শুনেছি!
  • maximin | 59.93.219.116 | ২৩ নভেম্বর ২০১১ ০১:৪১503573
  • মমতা ব্যানার্জির যে কথাটা আমার সবচেয়ে খারাপ লেগেছে তা হল বঙ্গবিভূষণ দেওয়ার রেফারেন্স।
  • maximin | 59.93.219.116 | ২৩ নভেম্বর ২০১১ ০১:৪৩503574
  • কিন্তু জাগরী বাস্কের সারেন্ডার করার পরপরই যে এই ব্যাপারটা ঘটল, এটা কি কাকতালীয় বলে মনে করেন?
  • kd | 59.93.254.55 | ২৩ নভেম্বর ২০১১ ০৮:২৩503575
  • শুভজিতের বর্ণনা অনুযায়ী অভিরুপবাবু তো একজন পারফেক্ট চন্ডাল (বা একজন গুরু)। ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি - আসুন, অনেক জাতভাই পেয়ে যাবেন। :)
  • prateek | 180.151.34.130 | ২৩ নভেম্বর ২০১১ ০৮:৫২503579
  • এপিডিআর যদি বলে মেনস্ট্রীম মিডিয়া তাদের maoist atrocity র বিরুদ্ধে করা প্রতিবাদ ছাপায়না তাহলে তাদের সাইটে প্রতিবাদগূলো ডকুমেন্টেড থাকেনা কেন? সেটা কোন মিডিয়া ক®¾ট্রাল করে?
  • aka | 75.76.118.96 | ২৩ নভেম্বর ২০১১ ০৯:০৩503580
  • বামপন্থী বাঙালীদের মধ্যে মাওবাদী সিম্পাথাইজার কম নাই। এপিডিআর, মাসুম এমনকি খুঁজলে গুরুতেও পাওয়া যেতে পারে। :)
  • aka | 75.76.118.96 | ২৩ নভেম্বর ২০১১ ০৯:১৮503581
  • এমনকি অরুন্ধতী রায় বিরাট প্রবন্ধ লিখেছিলেন মাওবাদীরা গুলি চালায় শুধুমাত্র সেনাবাহিনী আর পুলিশের গুলির জবাব দিতে। ঐ পরিবেশে যেখানে যখন তখন গুলি এসে তোমাকে মারতে পারে সেখানে পাল্টা গুলিই একমাত্র জবাব।
  • a | 208.240.243.170 | ২৩ নভেম্বর ২০১১ ০৯:২৪503582
  • কিন্তু সে যাই হোক না কেন, এপিডিআর হোক বা অন্য কেউ, বক্তব্য রাখার অধিকার সবারই আছে।

    মুখ্যমন্ত্রী যখন বলেন "ভাল চোখে দেখছি না", তখন তার মানে কি হয়? বেসিকালি এটা হুমকি ছড়া কিছু নয়, কারণ আইন জিনিসটা কারো চোখের ধরনের উপর নির্ভর করে না।
  • a | 208.240.243.170 | ২৩ নভেম্বর ২০১১ ০৯:২৬503583
  • তবে একটা টুকরো খবর বলে যাই, প:ব: এর ক্রীড়ামন্ত্রীর যুবভারতীর আলো ফিয়াস্কোর সমাধান: খেলাগুলো দুপুরে করলেই হয়।
  • Du | 117.194.198.24 | ২৩ নভেম্বর ২০১১ ০৯:৫৮503584
  • ২০০৯ ইলেকশন রেজাল্টের দিন লিখেছিলাম (পরিবর্তনকামী উদ্ধিজীবী বা সিপিএমবিরোধী শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যারাই তাঁর পক্ষে সেদিন বলে থাকুন), মনে রাখতে হবে ডিমটা কিন্তু দারোগাবাবুরই। গত চারবছর ধরে প্রচারমাধ্যম তাঁদের সাথে আসেনি, ঘটনাচক্রে রোসোন্যান্স হয়ে গিয়েছিল। আজকে ঘুরতে গেলে সেই কলনিনাদ আর পাওয়া যাবে কি? এখন তাঁরা বিরুদ্ধে বল্ললেই প্রচন্ড হাওয়া তৈরী হয়ে মমতার পপুলারিটি কমে যাবে, এমন নয়। হ্যাঁ যারা বর্তমান রাখতো তারা একটু বদলাতে পারে :)। মমতার যারা সাপোর্টার, তারা ওর মুখের প্রতিটি কথায় উদ্বেলিত হয় আর স্টেডিয়ামের অন্তর্ঘাত থেকে শুরু করে সবই বিশ্বাস করে। ঐ ভঙ্গীতেও তারা শক্তির দেবীর রূপ খুঁজে পায়।
    ফলে এখন মহাশ্বেতাকেও মমতার প্রশংসা করে চিঠি লিখতে হবে, আর বামপন্থী বাঙালী মাওবাদী সিম্প্যাথাইজারদেরও মাওবাদীদের খুনের রাজনীতীর ( বিশেষণটার কি দরকার ছিলো?) নিন্দা করতে হবে জোরে জোরে, ফুল পপুলারিটি নিয়ে মমতা জঙ্গলমহলে অপারেশন করবেন। বুদ্ধদেবকে হত্যার যে চেষ্টা হয়েছিল সে কথা তো হারিয়েই গেছে, কিন্তু মাওবাদীরা যদি মমতার ওপর কোনকিছু এই ধরনের চেষ্টা চালাই তাহলে আবার চুরাশি হবেনা বলা যায় না।
  • t | 61.12.12.84 | ২৩ নভেম্বর ২০১১ ১০:০৫503585
  • এই বঙ্গবিভূষণ প্রাইজ কবে থেকে শুরু হয়েছে? আগে তো কখনো নাম শুনিনি! মহাশ্বেতা দেবীর আগে আর কে পেয়েছেন?
  • siki | 123.242.248.130 | ২৩ নভেম্বর ২০১১ ১০:১০503586
  • পিসিকে জিগালেই হত। এ বছর থেকে। বোধ হয় নতুন হীরকাব্দ শুরুর প্রেক্ষিতে :-)

    http://en.wikipedia.org/wiki/Banga-Vibhushan
  • t | 61.12.12.84 | ২৩ নভেম্বর ২০১১ ১০:১৬503587
  • এ:, শুভাপ্রসন্ন কে দেয়নি!
  • q | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১০:৪১503589
  • আচ্ছা গুরুচন্ডালির তরফ থেকে এদের ইন্টারভিউ করা হয় না কেন? মানে এই প্রশ্নগুলো যেগুলো এখানে উঠছে সেগুলো এদের (মমতা, ব্রাত্য ইত্যাদি) ডিরেক্টলি জিজ্ঞেস করা যায় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন