এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৪৭৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১১:২৩503323
  • আমাদের গুরু তে অনেক বয়স্ক লোক আছেন যেমন রঞ্জন দা, কল্লোল দা, ডি ডি দা। এদের মধ্যে অনেকেই অনেক অল্প সময়েই প্রমাদ গুনতে শুরু করেছেন। মানে ৬ মাসেই। আমার বয়স কম । exp ও কম। হয়তো আপনাদের exp আপনাদের অন্য রকম ভাবতে বাধ্য করছে। কিন্তু সরি। আমিও এখনো হতাশ হতে রাজী নই :-))।

    ১। তবে আপনাদের অনেক কথার সঙ্গে একমত। যেমন সিপিএম দুষ্টু লোক গুলো ই আবার নতুন জার্সি গায়ে দিয়েছে। কাউকে দলে নেবার আগে একটু ব্যাকগ্রাউন্ড চেকিং দরকার।

    ২। অনেক কাজ। সীমিত রিসোর্স। অপ্টিমাইজেস্যানের আইডিয়াল কেস। বেছে বেছে কাজ করতে হবে। প্রায়োরিটি বেসিসে। জনমোহিনী চমক বাদ দিয়ে।

    ৩। কিছু কিছু ক্ষেত্রে কড়া নজর দিতে হবে। আয় কমানো আর রেভিন্যু বাড়ানো।

    ৪। ব্রাত্য বসু শিক্ষা মন্ত্রী হিসাবে আমার পছন্দের লোক ছিল না। এই একেবারে নষ্ট হয়ে জায়গা টাকে ফিরিয়ে আনার জন্যে আরো ভালো কোন ব্যক্তিত্ব দরকার ছিল।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১১:৩৪503324
  • ব্রাত্য বসু কি আদৌ সিদ্ধান্ত নেন? সেদিক থেকে দেখলে কোনো মন্ত্রীই কি আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন? নইলে, কিছুদিন আগে শিক্ষা-সংক্রান্ত একটি মিটিংএ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু "মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন" বললেন কেন? (আনন্দবাজার/টেলিগ্রাফেই ছিলো খবরটা)

    এগুলো কেউ খেয়াল করেন কিনা জানি না, তবে বিডিও-দের নিয়ে মিটিং - যেটা কিনা অফিসিয়াল মিটিং - সেখানে বড় ব্যাকগ্রাউন্ডে মমতার ছবি - এই সংস্কৃতিটা নতুন আমদানি। সম্ভবত: ইউপি আর তামিলনাড়ু থেকে। রাজ্য সরকারের পোস্টারেও শুধু মুখ্যমন্ত্রীর ছবি। ব্যাপারটা রেলমন্ত্রক থেকেই শুরু হয়েছিলো - এখন নেহাত অন্য লোক রেলমন্ত্রী - ডেইলি পোস্টারও কমে গেছে, আর ছবি তো নেইই। মুকুল রায়ের মুখটা অত ফটোজেনিক নয়;-)

    তৃণমূলের ইলেকশন পোস্টারে প্রার্থীর ছবি নেই, আছে কার ছবি? মমতার।

    ওয়ালিং হচ্ছে/হয়েছে - "মমতা ব্যানার্জীর *আশীর্বাদধন্য* অমুককে ভোট দিন" ইত্যাদি।

    আমি প্রার্থী হলে এই ধরণের ওয়ালিং-এ আপত্তি করতাম। তো এগুলোকে ঠিক ডেমোক্র্যাটিক বলা যায় কিনা বলতে পারবো না, ব্রতীনবাবু হয়তো পারবেন;-)

    আমার অন্তত: ব্যক্তিগতভাবে এই ফাংশনিং স্টাইলে আপত্তি রয়েছে।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১১:৩৯503325
  • ব্রতীনবাবু যখন এসেই পড়েছেন তখন Date:21 Nov 2011 -- 10:19 AM-এর পোস্ট নিয়ে ওঁর বক্তব্য শুনতে চাই;-)
  • siki | 123.242.248.130 | ২১ নভেম্বর ২০১১ ১১:৪২503326
  • q,

    এই বাজারে, সিপিএম এবং অন্যান্য বাম ভাবধারাসম্পন্ন দলগুলিই কেবলমাত্র কোনও ব্যক্তির ছবির পোস্টার কাটআউট ইত্যাদি ব্যবহার করে না। বাকি সমস্ত ভারতীয় দলই এই ব্যক্তিপূজার কালচারে অভ্যস্ত, আবহমান কাল ধরেই। উত্তর থেকে দক্ষিণ, সমস্ত দল।

    তিনোমুল ইজ নো এক্সেপশন।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১১:৪৬503327
  • উত্তর দক্ষিণে যাইনি, কাজেই বহিনজী বা জয়ললিতার ব্যাপারগুলো চাক্ষুষ দেখিনি। কংগ্রেস আগেও করতো, এখনও করে - পোস্টারে রবীন্দ্রনাথ, নেতাজি, ক্ষুদিরাম থেকে রাজীব গান্ধী অবধি ছবি। কিন্তু অফিসিয়াল মিটিং - ধরুন কেন্দ্রীয় সরকারি অফিসারদের মিটিং-এ কি মনমোহন বা সোনিয়ার ছবিওয়ালা ব্যাকগ্রাউন্ড থাকে?

    বা প্রণব মুখার্জীর ইলেকশন ওয়ালিং-এ "সোনিয়ার আশীর্বাদধন্য" লেখা থাকবে? গতবার ভোটের সময় কংগ্রেসের কোনো ওয়ালিং-এ এই কথা দেখিনি। তৃণমূলের বেশ কয়েকজন প্রার্থীর ওয়ালিং-এ দেখেছি।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১১:৪৯503328
  • মানে যেটা বলতে চাইছি সেটা হল আমার অন্তত: এগুলোতে লজ্জাই লাগে। শনিপুজো, লোকনাথপুজোর মত মমতাপুজো। আর তাই যে লোকগুলো বেশ গর্বের সঙ্গে নিজেদের ওয়ালিং-এ এগুলো করছে/করাচ্ছে, তাদের মনসিকতা/ক্রেডিবিলিটি নিয়ে সন্দেহ হয়।
  • ranjan roy | 14.97.13.96 | ২১ নভেম্বর ২০১১ ১১:৫০503329
  • সিকির সঙ্গে একমত। কিন্তু আমার মনে হয় এটা কংগ্রেসি কালচার, সেই ইন্দিরার সময় থেকে। বাকি সবাই ওনাকে ফলো করে আসছে।
    তবে মমতার ক্ষেত্রে জয়ললিতা, মায়াবতীর ফাংশনিং স্টাইল, বিশাল ব্যক্তিপূজো ইত্যাদির ব্যাপারটাও খানিকটা কাজ করছে মনে হয়।
    আর কিউয়ের কথায় সায় দিয়ে বলি ব্রতীনকে,-- অমিত মিত্র থেকে শুরু করে সবাই সব ব্যাপারে কোন স্বতন্ত্র মতামত না দিয়ে খালি দিদির রাস্তায় চলবো-- দিদি যা বলবেন তাই হবে এইসব বলে থাকেন। এটা কিরকম?মমতা সিপিএমকে গদিছাড়া করার ব্যাপারে পথপ্রদর্শক, অনেকের প্রেরণা হতে পারেন। কিন্তু ইকনমিক্স, হেল্‌থ, পাবলিক ওয়েলফেয়ারের ব্যাপারে ওনার রেডিমেড রোডম্যাপ আছে, উনি সর্বজ্ঞ এটা?
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১১:৫৩503330
  • আমরা জ্যোতি বসুর জীবিত কালে তাকে নিয়ে উৎসব আর তার মরার পরে মৃত্যোৎসব দেখি নি? নাকি আমাদের স্মৃতি কিছু কিছু ব্যাপারে রিয়াক্ট করে?? :-))
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১১:৫৬503331
  • ব্রতীনবাবু মনে হয় দিন তিনের আগে কেন মমতার সঙ্গে অমুক তমুকের তুলনা টানা হচ্ছে সেই প্রশ্ন করেছিলেন। উত্তরটা এখানেই। এই ফাংশনিং স্টাইলটাই কারণ। আর এটা স্বাস্থকর কিনা সেটা ব্রতীনবাবু নিজেই ভাবুন।

    একটা কথা - মমতার ক্ষেত্রে এগুলো কোনোটাই নতুন নয়। সুমন চট্টোপাধ্যায়ের (সাংবাদিক, গায়ক নন) পুরনো লেখাগুলো পড়লে দেখতে পাবেন।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১১:৫৭503333
  • রঞ্জন দা একমত। সবার স্টাইল এক রকমের নয়। তবে নিজে সব সিদ্ধান্ত না নিয়ে expert দের ওপর ভরসা করা দরকার। প্রত্যেক কে নিজের লেভেলে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিতে হবে। তবেই সাফল্য আসবে।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১১:৫৮503334
  • সেই জন্যেই বলি - ব্রতীনবাবু - রাজনৈতিক তর্ক করতে হলে একটু ওয়াকিবহাল হতে হয়। যে যে পয়েন্টগুলো লিখছি, তার একটাও জ্যোতি বসু সম্পর্কে খাটে না। কোনো অফিসিয়াল মিটিং-এ ওঁর ছবি দেখিনি, কোনো ব্যক্তির ওয়ালিং-এ "জ্যোতি বসুর আশীর্বাদধন্য" লেখা থাকতো না, জ্যোতি বসুর একার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিলো না (থাকলে উনি প্রধানমন্ত্রী হতেন, বা সইফুদ্দিন পার্টি থেকে বিতাড়িত হতেন না)।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:০১503336
  • q বাবু কি বাংলা জানেন না? দরকার হলে english এ লিখতে পারি। এই নিয়ে বোধহয় তৃতীয় বার লিখলাম। আপনার কোন প্রশ্নের উত্তর আমি দেব না। তাই আমার নাম নিয়ে কিছু লেখা যদি বন্ধ করেন তবে ভালো হয়। আপনার পুর্বের অসভ্যতার উত্তরে এখন অবধি আমি যথেষ্ট ভালো ব্যবহার করেছি। কিন্তু আমার ও ধৈর্য্যের সীমা আছে।

  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:০১503335
  • মতামতে ওয়েটেজ থাকা আর একা সিদ্ধান্ত নেওয়া - দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। জ্যোতি বসুর মতামতের বেশি ওয়েটেজ ছিলো অবশ্যই, কিন্তু একা সিদ্ধান্ত নিতে পারতেন না। নিলে ঐ যে দুটো উদাহরণ দিলাম, ওরকম আরো আছে।
  • dukhe | 122.160.114.85 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৩503338
  • আগেও কইসি - কেউ নিরাকারের (পার্টি/পলিটব্যুরো/হাইকমাণ্ড) পুজো করে, কেউ সাকারের (মমতা/সোনিয়া/মায়াবতী) । বহুরূপে সম্মুখে তোমার ।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৩503337
  • জ্যোতি বসুর জন্মদিন ইত্যাদিতে বড়বড় পোস্টার ফেলতেন সুভাষ চক্রবর্তী নিজের উদ্যোগে। বামফ্রন্ট করতো না। আর তার চেয়েও বড় কথা হল কোনো প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে তাহলে সেটা মেনে নেওয়াই ভালো, মাছ দিয়ে মাছ ঢাকতে যাওয়ার চেয়ে;-)
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৪503339
  • এবং আমি মনে করি যে সুভাষ চক্রবর্তী was way over his limits in these cases
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৫503340
  • আমি কী করবো না করবো অপানার অনুমতি নিয়ে করবো নাকি?? নিজের চরকায় আগে ভালো করে তেল দিন তারপরে নাহয় আমার চরকায়?
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৬503341
  • আপনি কে? যে আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেবো?
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৭503342
  • অসভ্যতা আমি কিছুই করিনি। আপনার naivity এবং ভক্তিকে কে খিল্লি করেছি মাত্র। ব্যক্তি আপনাকে আমি চিনি না, প্রয়োজনও নেই। যদিও ভাটের পাতার একটা ইতিহাস আমার গোচরে এসেছে কিছুদিন আগে - which was not a very good reading about you.
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৮503345
  • আপনি মাঝে মাঝে ভক্তিমূলক পোস্ট করবেন আর সেটা নিয়ে প্রশ্ন উঠবে না, এরকম অদ্ভুত ধারণা থাকলে মুশকিল।
  • lcm | 69.236.161.19 | ২১ নভেম্বর ২০১১ ১২:০৮503344
  • কেন, সেযুগে থকত তো। বামফ্রন্টের মিটিং-এ, মিছিলে - লেনিন/মার্ক্স/এঙ্গেল্‌স... কাস্ত্রো/স্টালিন-এর ছবি দেখেছি। যতদূর মনে পড়ছে মুজফ্‌ফর আহমেদ-এর ছবিও দেখেছি। রনদিভে/কোঙার... এনাদের ছবি কি থাকত? রঞ্জনদা, কল্লোলদারা বলতে পারবেন।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:১১503346
  • lcm

    (১) রাজ্য সরকারের মিটিং-এ থাকতো কি? বিডিও-দের নিয়ে মিটিং টা সরকারি স্তরের মিটিং।
    (২) জীবিত নেতা/নেতৃকে নিয়ে পুজো হত কি? বা এখনও হয়? দলীয় বা সরকারি মিটিং-এ?
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:১২503347
  • তাই? নিজের পোস্ট পড়ে দেখেন। :-))

    আপনি আমার সম্পর্কে কি ভাবলেন তাতে আমার কিছু যায় আসে না? প্লেন অ্যান্ড সিম্পল।

    আপনি ই বা জ্যোতি বসুর জন্ম দিন পালন নিয়ে আগ বাড়িয়ে এত কিছু বলেতে গেলেন কেন?

    আশা করি এরপরে আর কোন প্রশ্নের উত্তর দিতে হবে না।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:১৪503348
  • ও - আমার মনে হল ওটা আপনার উত্তর দেওয়ার একটা প্রচেষ্টা, কাজেই সেটাকে কাউন্টার করেছিলাম। আপনার Date:21 Nov 2011 -- 11:53 AM-এর পোস্টটা কি স্বগতোক্তি (নাকি হলিউড স্টাইল)? ;-)
  • siki | 123.242.248.130 | ২১ নভেম্বর ২০১১ ১২:১৬503349
  • থাকে। উত্তর ভারতে থাকে। লোকাল যে কোনও নেতাগোছের লোক খচ্চা করে দশেরায়, ইদে, ক্রিসমাসে, রক্‌ষাবন্ধনে বড় বড় ফ্লেক্স ব্যানার তৈরি করে। নিজের ছবিটা সবচেয়ে বড়, আর ওপরে সমস্ত বড় বড় রথী মহারথীদের ছবি থাকে। সেই সেই পার্টির। কংগ্রেস, সপা, বসপা, ভাজপা, সবার।

    এখানে সমস্ত সরকারি আপিসে দেখেছি মায়াবতীর ছবি লাগানো থাকে, নিচে লেখা থাকে ব্যাহেনজী কুঁয়ারী মায়াবতী জী, কিংবা লৌহমানবী কুঁয়ারী মায়াবতীজী। দিল্লিতে অবশ্য শীলা দীক্ষিতকে নিয়ে এমন কিছু করা হয় না। সেখানে এখনও গান্ধি নেহরু এদের ফটোই ঝোলে।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:২০503351
  • এই প্রথমটা এখন এখানেও শুরু হয়ে গেছে। তৃণমূল অবশ্য।
  • Bratin | 122.248.183.1 | ২১ নভেম্বর ২০১১ ১২:২০503350
  • ওটা q নামে এক মহান ব্যক্তির উদ্দেশ্যে। যিনি দাবি করেন তিনি সিপিএম নন। অথচ তাদের সম্পর্কে কিছু বললেই রে রে করে তেড়ে আসেন।
    এছাড়া সেই মহান পন্ডিত ব্যক্তি টি অন্যদের বিভিন্ন বিষয়ে পড়াশুনা করার পরামর্শ দেন।

    আরে আমি যাকেই পছন্দ করি মশাই তাকে নিয়ে খিল্লি করার আপনি কে?
  • siki | 123.242.248.130 | ২১ নভেম্বর ২০১১ ১২:২১503352
  • q,

    শুধু আপনাকেই অনুরোধ করতে পারি। থেমে যান প্লিজ।
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:২২503353
  • তা সেই q-ই আপনার দুর্বল উত্তরকে কাউন্টার করার চেষ্টা করলেন যে। আপত্তি আছে? থাকলেও কিছু করার নেই;-)
  • q | 121.241.218.132 | ২১ নভেম্বর ২০১১ ১২:২৩503356
  • সরি দাদা - চেষ্টা করবো, কিন্তু উদ্ভট পোস্টের উত্তর দেওয়া যাবে না এই দাবীটা অদ্ভুত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন