এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৫০০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 194.126.37.78 | ১৭ নভেম্বর ২০১১ ১০:৩৯503157
  • কিন্তু কালকে যে দিদি পুরো পাল্টি খেয়ে জ্ঞানেশ্বরি কান্ডের পুরো দায় মাওবাদীদের উপর চাপালেন, এত বড় খপরটা 'মমতাতন্ত্র' টইতে থাকবেনা তা কি হয়?
  • ppn | 216.52.215.232 | ১৭ নভেম্বর ২০১১ ১০:৪৮503158
  • দুদিকে সমর্থন করে আরো একটা পয়েন্ট। বিগত কয়েক বছরে প্রচুর লোক বাংলা গ্রামগঞ্জ ত্থেকে বাইরে গেছেন কাজের সূত্রে। এদের অনেককেই লুরুতে কাছ থেকে দেখেছি। বিশ্বের রাজনীতি দেখে চায়ের কাপে তুফান না তুললেও এরা প:বঙ্গের বাইরে বাকি দেশের হাল হকিকত সম্পর্কে অনেকেই প্রত্যক্ষভাবে পরিচিত হয়েছেন এইটা বোধহয় বলাই যায়।
  • Sibu | 108.23.41.126 | ১৭ নভেম্বর ২০১১ ১০:৫৬503159
  • মমতা নির্য্যাতিত মানুষের পাশে ছুটে যাওয়া মহিলা!!
  • lcm | 69.236.161.19 | ১৭ নভেম্বর ২০১১ ১০:৫৭503160
  • শুধু কি খবরের কাগজ - টিভি?

  • lcm | 69.236.161.19 | ১৭ নভেম্বর ২০১১ ১০:৫৮503162
  • ঐভাবে ছুটতে যাবে কেন। আনন্দবাজারে লিখল যে মমতা সকালে বাড়িতে ট্রেডমিলে ছোটে।
  • quark | 14.139.199.1 | ১৭ নভেম্বর ২০১১ ১০:৫৮503161
  • চুপ! দিদি বলেছেন সন্দেহ এখনো পুরোপুরি যায় নি!
  • q | 121.241.218.132 | ১৭ নভেম্বর ২০১১ ১১:০২503163
  • ছুটে যাওয়া তো নিশ্চয় - নাটক হলেও, বা তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হলেও (নিদর্শন তো কম নেই) - কিন্তু তাও লোকে ঐ যাওয়াটা মনে রাখে।
  • Sibu | 108.23.41.126 | ১৭ নভেম্বর ২০১১ ১১:০৪503164
  • বুঝলাম। মমতা চাপে বলে ট্রেডইল নির্য্যাতিত। দিদি তার উপরে ছুটে যান।
  • q | 121.241.218.132 | ১৭ নভেম্বর ২০১১ ১১:০৫503165
  • জ্ঞানেশ্বরী নিয়ে এই স্টেটমেন্টটা কোথায় দিয়েছে?
  • q | 121.241.218.132 | ১৭ নভেম্বর ২০১১ ১১:১০503167
  • আর এডুকেশন অর্ডিন্যান্সটা ভুলে যাবেন না। আজ দেখলাম অর্ডিন্যান্স জারির পর এখন "মতামত" জানতে চাওয়া হবে। প্রথমত: অর্ডিন্যান্সের ভিতরে না গিয়েই প্রথম প্রশ্ন হয় অর্ডিন্যান্স কেন? দুটো বড় পলিসি ডিসিশন হল অর্ডিন্যান্স দিয়ে। কেন? একে কি গণতান্ত্রিক প্রক্রিয়া বলে?
  • q | 121.241.218.132 | ১৭ নভেম্বর ২০১১ ১১:১৩503168
  • ও আচ্ছা পেয়েছি -

    http://www.telegraphindia.com/1111117/jsp/frontpage/story_14762137.jsp

    কিন্তু আমার এ কাউকে এক নম্বরের একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে;-)
  • kallol | 119.226.79.139 | ১৭ নভেম্বর ২০১১ ১১:২৭503169
  • ভারতের কমিউনিষ্ট আন্দোলনের সবচেয়ে বড়ো ব্যার্থতা, জাতপাতকে খাতায় কলমে অস্বীকার করেও বাস্তবে টিঁকিয়ে রাখা।
    পুরোনো পার্টি সদস্যদের মুখে ব্যাঙ্গোক্তি শুনেছি অমুকে তো ব্রাহ্মণ কমিউনিষ্ট। এমন কি মুসলমান কমিউনিষ্টও শুনেছি।
    ব্রাহ্মণ কমিউনিষ্টরা পৈতে ফেলে দেন নি, গরু শুয়োর খেতেন না। মুসলমান কমিউনিষ্টরা শুয়োর, কচ্ছপ খেতেন না।
    অন্য রাজ্যের কথা বলতে পারবো না। তবে সম্ভবত: নাম্বুদ্রিপাদ, সুন্দরায়া, ডাঙ্গে, পুরণচাঁদ যোশী, রণদিভে, এ কে গোপালন থেকে বিজয়ন, ইয়েচুরী, কারাত, অচ্যুতানন্দন এঁরা সকলেই উচ্চবর্ণের।
    প:ব:তে বিলাসীবালা সহিসের মতো দু একজন ছাড়া সিপিএম, সিপিআই, আরএসপি, এসইউসি সব পার্টিতেই ঘোষ-বোস-মিত্র-দাশ/সেনগুপ্ত-ভট্টাচার্য্য-মুখার্জি-ব্যানার্জি-চ্যাটার্জি-গাঙ্গুলীদের রাজত্ব।
    একটা গন্ডোগোল আছে। হিন্দি আর ইংরাজি না জানলে ভারতে নেতা হওয়া মুস্কিল। সে প্রণব, লালু বা মমতার মতো বললেও চলবে। অথচ মুখপাত্র দিয়ে তার অভাব পুরণ করা যায়, সেটা এঁরা ভাবেন না, বা ভাবতে চানও না। শোনা কথা, এই কারনেই বিমান বসু চিরকাল প:ব:তেই রয়ে গেলেন, আর দিল্লীতে রাজত্ব করে গেলো মিরান্ডা হাউস-ডিইউ-জেএনইউ।
    ব্যাতিক্রম - দশরথ দেব আর সুধন্য দেব বর্মা - এরা টিপরা, ত্রিপুরার আদিবাসী
    সাধারণ মানুষের থেকে শেখার আছে - এটাও কথার কথা করে রেখে দিয়েছেন ওরা।

  • saikat | 202.54.74.119 | ১৭ নভেম্বর ২০১১ ১১:৩৬503170
  • q-এর লিংটা থেকে -

    Mamata appealed to the public to keep tabs on hangouts and places like Coffee House and College Square.

    “Keep watch on newcomers in Uttarpara, Sodepur and Konnagar. Be alert in places like Coffee House, College Square and Basanta Cabin. They sit and talk at these places hatching new conspiracies. Wherever they go, who ever they meet, we get the information,” she said.


    মাইরী, কফি হাউসে গুচ-র ব্যানার টাঙাবে কে?
  • dukhe | 122.160.114.85 | ১৭ নভেম্বর ২০১১ ১১:৪৩503171
  • মরেচে ! আমি আবার কদিন আগেই রিষড়ায় ভায়রাভাইয়ের বাড়ি গেসলাম । কোন্নগরের পরের ইস্টিশন ।
  • ppn | 216.52.215.232 | ১৭ নভেম্বর ২০১১ ১১:৪৭503172
  • ইকিরে, যদুপুর বাদ গেল! ওখানকার ছাত্র আর অধ্যাপকেরা তো ষড়যন্ত্রে লিপ্ত।
  • quark | 14.139.199.1 | ১৭ নভেম্বর ২০১১ ১১:৫০503173
  • টেলিগ্রাফের রিপোর্টে দিদি যা বলেছেন, তারপরে তাঁর মুখে আর একটা সংলাপই মানায়:

    ঠিক কিনা?

    (সভাসদেরা) ঠিক, ঠিক!
  • quark | 14.139.199.1 | ১৭ নভেম্বর ২০১১ ১১:৫২503174
  • কাল তো তারাকিন্তুতে অন্তত: ছ'জনের ঠিকানা অবধি দেখিয়ে দিল, শুধু নামটাই যা বাকী আছে।
  • kallol | 119.226.79.139 | ১৭ নভেম্বর ২০১১ ১১:৫৩503175
  • আহা, এ কফি হাউস সে কফি হাউস লয়। যদুপুরেও তো এট্টা কফি হাউস আচে, নাকি।
    মনে হচ্ছে মাওরা মমতার বাঁশ হয়ে আসবে। মাও তাড়াতে জঙ্গল মহলে আর একটা নন্দীগ্রাম না হয়ে যায়।
  • quark | 14.139.199.1 | ১৭ নভেম্বর ২০১১ ১১:৫৯503176
  • ঐ তালিকায় অন্তত: তিনজন "মানবাধিকার" কর্মী।

    তারাকিন্তু বলল মাওবাদীরা বলরামপুরে দুজনকে খুন করার পরেই সুজাত ভদ্ররা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তাদের অপ্রাসঙ্গিকতা জানিয়ে অব্যাহতি চেয়েছেন।

    মাওবাদীদের কাজে নিজেদের অপ্রাসাঙ্গিক মনে হ'লে তো মাওবাদীদের কাছেই অব্যাহতি চাওয়ার কথা। নাকি আসলের সরকারের দমননীতির প্রয়োগ অব্যাহত থাকাতেই অপ্রাসঙ্গিক হয়ে গিয়ে অব্যাহতি চাওয়া?
  • quark | 14.139.199.1 | ১৭ নভেম্বর ২০১১ ১২:০২503178
  • একবাক্যে কলেজ স্কোয়ার, বসন্ত কেবিন আছে যখন "এ কফি হাউস, সেই কফি হাউস"ও হ'তে পারে।

    পুলিশ তো জানিয়েছে প্রেসিডেন্সীর প্রাক্তন ছাত্রও মাওব্যথী।
  • saikat | 202.54.74.119 | ১৭ নভেম্বর ২০১১ ১২:০৫503179
  • খোরাক হল, সুজাতবাবুরা সরে যেতে চেয়েছে আর সূর্যবাবু মধ্যস্থতাকারী হতে চেয়েছেন ! ওদিকে আবার শুভেন্দু অধিকারী-মুকুল রায়কে নির্দেশ দেওয়া হয়েছে জণগনকে সঙ্গে নিয়ে কাজ করার। তার মানে মোটরসাইকেল মিছিলের দাপট।

    কল্লোলদাকে "ক"। মাওবাদীরা মমতার বাঁশ হবে। র‌্যাদার ভারতবর্ষের সব রাজনৈতিক দলেরই ল্যাজে অবস্থা এদের নিয়ে।
  • saikat | 202.54.74.119 | ১৭ নভেম্বর ২০১১ ১২:০৬503180
  • আমি আবার ক'দিন আগে ভাবছিলাম বসন্ত কেবিনে একটু ঢুঁ মারব।
  • kallol | 119.226.79.139 | ১৭ নভেম্বর ২০১১ ১২:০৮503181
  • তাইলে হয়তো দুটোই।

  • dukhe | 122.160.114.85 | ১৭ নভেম্বর ২০১১ ১২:১৭503183
  • বসন্ত কেবিনেই কি লক্ষ লক্ষ টাকার বিল হয় ? না কফি হৌসে ?
  • PT | 203.110.246.22 | ১৭ নভেম্বর ২০১১ ১২:১৭503182
  • @Debashis
    আমার কপাল মন্দ। আমি যাই লিখি তাই নাকি সিপিএমের বলা কথার মত শুনতে লাগে। কিন্তু সিপিএম কোনদিন "বিরোধীরা দুর্বল বলে" ৩৪ বছর ক্ষমতায় ছিল এমন কিছু স্বীকার করেছে বলে শুনিনি।

    আপনি কি অনেকদিন বাংলা ছেড়েছেন? গ্রাম-মফস্বলের লোকেদের বিশ্বাসংসারে সঙ্গে সম্পর্ক নেই তা মোটেই ঠিক নয়। তারা সংখ্যায় কম হতে পারে। কেবল চ্যানেলগুলো ভাল কিছু করতে না পারুক তাদের মাধ্যমে অর্ধসত্য খবর অনায়াসে পৌঁছে যাচ্ছে আর গেঁড়ে বসছে মানুষের মনে। "সংহতি" পত্রিকা আর কটা লোকে পড়ে? আর মোবাইলকে ভুলবেন না। ঝড়ের বেগে গুজব ছড়ায় আজকাল মোবাইলের মাধ্যমে। কালকে Times Now দেখাচ্ছিল যে গোটা জ্ঞানেশ্বরি দুর্ঘটনার প্ল্যান করছিল দুজন প্রায় দরিদ্র আদিবাসী মোবাইলের মাধ্যমে!!

    এও মনে হয় যে গত এক দশক ধরে টেকনোলজি যে দ্রূততার সঙ্গে আধুনিক হয়েছে, কোন ধরণের তত্বে বিশ্বাসী রাজনৈতিক দল সেই আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে বদলাতে পারেনি। যে কারণে বিমান-বিনয় ভুলে যান যে ক্যামেরার সামনে সব কথা বল যায় না যদিনা সেই ক্যামেরার মালিক তাঁদের বন্ধুভাবাপন্ন মিডিয়ার লোক হয়। ভোটের আগে তারানন্দের সুমন কিভাবে গৌতম দেব কে জেরা করেছে আর মমতাকে কথা বলতে দিয়ে সামনে বসে দাঁত কেলিয়ে পেন্সিল চিবিয়েছে সেকথা সবাই জানে। "বাংলার মুখ আমি দেখিয়াছি, ভারতের মুখ তাই দেখিতে চাহিনা আর" লেখা পোস্টার নাকি লাগানো হয়েছিল ভোটের আগে যদিও সে আমি নিজের চোখে দেখিনি।

    রাজনৈতিক শূন্যতা তৈরি হলে জাত্যাভিমান আর উন্নসিকতা মানুষক গ্রাস করে এ আর আমি নতুন কি বললাম? জার্মানি থেকে শুরু করে উত্তরপ্রদেশ-গুজরাট হয়ে কলকাতা পর্যন্ত এই দুই রাহু-কেতুর গতায়াত নিয়তই চলে। মমতা যখন মমতা হওয়ার পথে, সেই সময়ের কয়েকটি বক্তৃতা আমি শুনেছি। মমতার বক্তৃতার মূল সুরই ছিল সেই হারিয়ে যাওয়া ""সোনার বাংলা"" ফিরেয়ে আনার কথা। সেই সুরেরই প্রতিধ্বনি পাই বসুমতী পত্রিকা বাঁচানোর ঢপে। আর কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতিতেও যেন সেই ব্রিটিশের ধামাধরা বাঙালীর ""গৌরবময়"" সময়কালের ছায়া!!

    আমরা সব সময়েই রাজনৈতিক দল বা তাদের নেতাদের দিকে আঙুল তুলে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করি। কিন্তু আমি যদি মনেপ্রাণে জাতেপাতে বিশ্বাস করি আর ভুমি-সংস্কারের থেকে যদি সেটাই আমার কাছে বেশী গুরুত্ব পায় তাহলে বেশীর ভাগ রাজনীতিবিদরা জাতপাতের ভিত্তিতেই দল গড়বে। বিদ্যাসাগরের বিধবা বিবাহ এই এতদিন পরেও কি ভারতের গ্রামে গামে সমাদৃত হয়েছে? না হলে কি সেটা বিদ্যাসাগরের একার দোষ? আর আমি যদি মানুষের সমান অধিকারে বিশ্বাসই না করি তাহলে একটা বাম রাজনৈতিক দল কাকে নিয়ে লড়াই করতে নামবে?

    মমতা এপর্যন্ত যা করেছেন সবটাই আমার বিচারে "ঢপ" - ঐ হাওয়াই চটি সাদা শাড়ি সহ। আর সততাও এমন একটা কিছু বড় ব্যাপার নয় - প:বঙ্গের সামনের সারির রাজনীতিবিদরা কোন কালেই কোন বড়সড় আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়াননি। গান্ধীর সম্পর্কে একটা কথা চালু ছিল যে তাঁকে গরীব রাখার জন্য রাজকোষের বিপুল পরিমান টাকা খরচ হত। মমতার সঙ্গে বাঙালীর সখ্যতায় ভাঁটা এলে সেই সব খবর সামনে আসবে।
  • PT | 203.110.246.22 | ১৭ নভেম্বর ২০১১ ১২:২৪503184
  • "বাংলার মুখ...." লাইনটা চার নম্বর প্যারার ("রাজনৈতি শূন্যতা....") শেষে পড়তে হবে।
  • dd | 124.247.203.12 | ১৭ নভেম্বর ২০১১ ১২:২৯503185
  • জ্ঞানেশ্বরী ট্রেন নিয়ে এখানে একটি টই খোলা হয়েছিলো। সেই টইটি আবার ফিরে পড়ুন।
    আমোদ গ্যারান্টীড।
  • Bratin | 122.248.183.1 | ১৭ নভেম্বর ২০১১ ১২:৩৮503186
  • না এই রকম সিপিএম সমর্থকরা চালিয়ে গেলে মমতা হেসে খেলে অনেক দিন রাজ্যত্ব করবেন।

    PT দার লেখা সিপিএম র মতো শুনতে হবে না কেন?

    মমতার সততা কে 'ঢপ' বলার তীব্র প্রতিবাদ জানালাম। বাংলার সব মানুষ বোকা। চালাক শুধু সিপিএম র সমর্থক বুদ্ধিজীবি যাদের অনিল বাবু বা বিমান বাবু র অশ্লীল কথা কে অশ্লীল বলে স্বীকার করার ও মনের জোর নেই
  • PT | 203.110.246.22 | ১৭ নভেম্বর ২০১১ ১৩:১৩503187
  • যে সকল বুদ্ধিজীবি মমতার সুরে সুর মিলিয়ে জ্ঞানেশ্বরী কান্ডের জন্য বাম সরকারের প্রধান রাজনৈতিক দলকে দায়ী করেছিলেন তাঁরা সবাই কোর্টের শেষ রায় বেরোনো পর্যন্ত দেয়ালের দিকে মুখ করে একহাতে নাক ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকুন।
  • kallol | 119.226.79.139 | ১৭ নভেম্বর ২০১১ ১৩:২২503190
  • প:ব: বা বড় অর্থে ভারতের বাম আন্দোলন রাজনৈতিক শূণ্যতা তৈরী করেছে। বাম অর্থে নকশাল আন্দোলনও (১৯৬৭ - ১৯৭০)বোঝায়। কিন্তু বিষয়টা যদি নেহাৎ রাজনৈতিক শূণ্যতার হতো, তবে এতো ভাবনার ছিলো না। ১৯৮০ থেকেই প:ব:তে বাম আন্দোলনের পচন শুরু। ইন্দিরা ফিরে এলেন বামেদের বদান্যতায়। সেদিন বামেরা মনে করেছিলো স্বৈরতন্ত্রের চেয়ে বড়ো বিপদ সাম্প্রদায়িকতা। তাই জনতা সরকারের বিরুদ্ধে আস্থা ভোটে ভোটদানে বিরত থেকেছিলো। কিন্তু প:ব:তে আবার নব-যুব মাথা চাড়া দিতে চেষ্টা করল, কারন কেন্দ্রে ইন্দিরা। তখনও বামেরা মনে করতেন, এবারও পুরো মেয়াদ থাকতে পারবেন না। তাই শুরু হলো প্রতিবর্ত ক্রিয়া। ৭২-৭৭এর জুজু দেখিয়ে লুম্পেনাইজেশন শুরু হলো। নব-যুবরাও দেখলো কেন্দ্র থেকে এই সরকার ফেলে দেবার কোন উদ্যোগ নেই। তাই, তারাও বামেদের মাঝে ভিড়ে গেলো। আর এভাবেই শুরু হলো পার্টির দরজা চাওড়া করে খুলে দেওয়া। যে পার্টি সদস্যপদ পেতে বছরের পর বছর পরীক্ষা দিতে হতো, মিটিং মিছিল, পার্টি ক্লাশে, নানান সামাজিক-সাংষ্কৃতিক কাজকর্মে, সে প্রক্রিয়া উঠে গেলো। বাম পার্টিগুলো হয়ে উঠলো প্রোমোটার আর ফড়েদের পার্টি। এর প্রভাব কর্মসূচীতেও পড়লো। সরকারী কাজ আর পার্টির কাজে তফাৎ রইলো না। এর সাথে যোগ হলো আত্মম্ভরীতা। আর অবশ্যই ঠিক ঠাক বিরোধী দলের অভাব।
    এই রাজনৈতিক শূণ্যতা আর মানুষের থেকে দূরে সরে যাওয়ার ফাঁক ভারাট করলেন মমতা তার কাজ / নাটক যাই বলুন তা দিয়ে। আর এটা ঠেকাতে বামেরা মমতার বিরুদ্ধে কুৎসা আর মমতার ওপর শারীরিক নিগ্রহের রাস্তা নিলো।
    তারপর নন্দীগ্রাম-সিঙ্গুর বামেদের কফিনে শেষ পেরেক হয়ে গেলো।
    কিন্তু বামেদের কাছে আশা ছিলো অন্য কিছুর। ১৯৭৮এর বন্যা পরিস্থিতির মোকাবিলা (কলকাতায় বা মফ:স্বল শহরে ভিখারী আসে নি। গ্রামের বানভাসি মানুষকে গ্রামেই কাজের বিনিময়ে খাদ্য দিয়ে গ্রামেই রেখে দেওয়া গেছে), অপারেশন বর্গা, পঞ্চায়েত ব্যাবস্থা চালু করা। খুব আশা ছিলো সমবায় নিয়ে কাজ হবে। অপারেশন বর্গার পর জমি ছোট হয়ে যাচ্ছিলো। তার সমাধান হতে পারতো সমবায়। বন্ধ কারখানাগুলো শ্রমিক সমবায়ের মাধ্যমে খোলার উধোগ নেওয়া যেতো। হোপ ৮৬এর মতো উদ্ভট সংষ্কৃতিকে তোল্লা না দিয়ে সমান্তরাল সংষ্কৃতির প্রচার হতে পারতো। বাম কর্মীদের জীবন-যাপন সরল ও স্বচ্ছ হতে পারতো (সামান্য ব্যাপার, বিমান বোসও ৫৫৫ সিগারেট ধরলেন)। দালাল-ফড়ে মুক্ত বাজার তৈরীর প্রক্রিয়া শুরু হতে পারতো ঐ সমবায়ের মাধ্যমে। এসব কিছুই না করে বামেরা গড্ডালিকায় গা ভাসিয়েছিলো। তাই আজ।
    মমতাও খুব দ্রুত সেদিকেই যাচ্ছে। বামেদের ভিতরে থাকা নরকের কীটেরা তৃণমূলে মিশে যাচ্ছে। ক্ষমতার দম্ভ চাগিয়ে উঠছে। এই পরিস্থিতির মোকাবিলা করার মতো বিরোধী শক্তি তেমন শক্তপোক্ত নয়। বামেরা প্রতীকী প্রতিবাদ ছাড়া খুব বেশী এগোবে না। কারন সাঁইবাড়ি, কাশীপুর-বরাহনগরের জুজু দেখানো আছে। তাছাড়া যেসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সেসব তো নিজেরাই ঘটিয়ে এসেছেন এতোকাল। ফলে বামেদের প্রতিবাদ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাই মমতা হয়তো টিঁকে যাবেন আর কিছুকাল। হয়তো মাওবাদী সমস্যাই ওকে ডোবাবে। ওখানে অযথা বেশী ঝোঁক দিয়ে কিছু করতে গেলে, আবার নন্দীগ্রাম গোছের কিছু ঘটে যাবে। তখন আবার পাশা পাল্টাবে। তখন কে আসবে? হয়তো এই বামেরাই, হয়তো অন্য কেউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন