এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি - পার্ট টু

    siki
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১১ | ২৯২৩২ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 122.172.172.235 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:২৬511954
  • রিমির খোলামনের ডেফিনিশন অনুযায়ী আমি রিমিকে বলব যে সব লোকের আয়ুর্বেদ চিকিৎসা করে অসুখ-বিসুখ সেরে-টেরে যাচ্ছে সেরকম গোটাকতক কেস ধরে দুটো জিনিস করে ফেল -

    ১। স্ট্যাটিস্টিকালি হাইপোথিসিস টেস্ট করে দেখাও যে এগুলো র‌্যান্ডম।

    ২। আর নয়তো তোমার why আর how দিয়ে ব্যাখ্যা করে দাও।
  • aka | 168.26.215.13 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:৩০511965
  • পোস্কার দেখেছি রোবোটে ভবিষ্যত বলছে, শ্যালদা স্টেশনে, আমাদের মেলাতেও এসেছিল। রোবোট পারলে কম্পিউটার পারবে না? বললে হল?
  • ranjan roy | 59.161.29.2 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:৩৪511976
  • আমার মনে হয় দুখে বলতে চাইছেন যে সব সময়ই কোন না কোন ফেনোমেনন থাকবে যেটার পর্য্যাপ্ত ডেটা পাওয়া যায় নি বলে তার বৈজ্ঞানিক কার্যকারণ সম্বন্ধ আবিষ্কৃত হয় নি। একটা সময়ের পরে সেটা আবিষ্কার হলেই তা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। যেমন আকুপাংচার। এর পুরো কার্যকারণ সম্পর্ক এখনো আন্ডার ইনভেস্টিগেশন, কিন্তু সমপর্ক যে আছে তা আইডেন্টিক্যাল কন্ডিশনে রিপিটেড একসপেরিমেন্ট করে স্বীকৃত হয়েছে। এম্পিরিক্যাল ডেটার ভিত্তিতে ট্রিটমেন্ট ও চলছে।
    বা ধরুণ ক্যান্সারের মধ্যে বংশগতির প্রভাব আজও ডেফিনিটিভ নয়। কিন্তু সম্ভাবনা দেখতে পেয়ে কোন ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট করতে গেলেই ডাক্তারেরা পারিবারিক ক্যানসারের ইতিহাস জানার চেষ্টা করেন এবং তা ক্রস-রেফারেন্স হিসেবে নোট করেন।
    ইন্দো-ডাক্তার, ঠিক কইলাম কি ছড়াইলাম?
  • stoic | 160.103.2.224 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:৩৫511987
  • একখান বই আছে। বইটার নাম Daemon-haunted world: science as a candle in the darkness। বইটার অথার হলেন গিয়ে Carl Sagan। এইসব pseudo science কে এত সুন্দরভাবে কাউন্টার করা, ম্যাংগো পাবলিক যাতে বুইতে পারে সেইভাবে, আর কোন বইতে করা হয়েছে বলে জানা নেই। ইচ্ছে আর সময় থাকলে পড়ে দেখতে পারেন।
    :-)
  • dukhe | 14.99.254.19 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:৩৯511998
  • ন্যাড়ার মোক্ষম প্রশ্নে জ্যোতিষও ঢোকানো যায় । :)

    একটা ডি: - জ্যোতিষ বিজ্ঞান কি না এই নিয়ে আমার কোন বক্তব্য নাই । মিলে যাওয়া নিয়ে কথা । যতক্ষণ কেউ মিলিয়ে দিচ্ছে, পদ্ধতি বৈজ্ঞানিক না ধর্মনিরপেক্ষ না পুরুষতান্ত্রিক - এ নিয়ে আমার মাথাব্যথা নাই ।
  • sda | 117.194.209.90 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:০২512009
  • দুখেদা , "অনেকের অভিজ্ঞতা" কথাটা বড্ড গোলমেলে। মানুষের মন অতি জটিল জিনিস । কোন মিথ্যা (অথবা ভুল) ইনফর্মেশন যদি বক্তার মনের মতো হয় , তবে কিছু দিন পরে সে বিশ্বাস করতে শুরু করে দেয় যে ওটাই সত্যি। এর সংগে মেশে মনের অবচেতনে ঘুমিয়ে থাকা কুসংস্কার এবং কিছু ক্ষেত্রে "অ্যাটেনশন সিকিং" মনোবৃত্তি। সব মিলিয়ে, কুড়ি-পঁচিশ বছর কি তারো আগে ঘটা কোনো ঘটনার সেকেন্ড কি থার্ড হ্যান্ড বিবরণ থেকে দরকারী তথ্য পাওয়া খুবই চাপের ব্যপার।
  • rimi | 168.26.205.77 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:০৩512020
  • আয়ুর্বেদের অনেক ব্যাখ্যাই হোয়াই আর হাউ দিয়ে করে ফেলা যায় তো ন্যাড়াদা।

    আকা যে মহিলার কথা লিখেছিল, যিনি রিউম্যাটয়েড আর্থারাইটিসের রুগী, আয়ুর্বেদ করে ভালো আছেন, তিনি আমারই মা। গত ১৬ বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা করাচ্ছেন। সেই সূত্রে যা জানি বলি।
    ১। মাকে রেগুলর প্যাথলোজিকাল টেস্ট করাতে হয়। আর্য্যবৈদ্যশালা সেই টেস্টের রেজাল্ট দেখে তবে ওষুধ দেয়।
    ২। আর্য্যবৈদ্যশালার ওষুধের বোতলে সবরকম ইনগ্রেডিয়েন্টের নাম লেখা থাকে। আমি কিছু ওয়েব সার্চ করে দেখেছি, বেশির ভাগ ভেষজ জিনিষ, (যেমন এই লেডাম পল), কিন্তু কিছু ন্যাচারাল কেমিক্যাল বা মিনারেলও আছে। সব ইনগ্রেডিয়েন্টেরই গুণাগুণ চিকিৎসার প্রয়োগের সঙ্গে মিলে যায়। (লেডাম পলেরও মেলে, যদি ঠিক অসুখে লেডাম পল ঠিকভাবে প্রয়োগ করা হয়)।
    ৪। ইনগ্রেডিএন্টের ওয়েব সার্চ দিয়ে যেটুকু বুঝেছি, তাতে ওষুধগুলো মূলত সিম্পটম কমানোর কাজে ব্যবহার হয়।
    ৫। আরেকটা ব্যপার হয়, সেটা হল ইমুনিটি বুস্ট করে এমন কিছু ভেষজ জিনিষ ব্যবহার করা হয়। যেমন রসুন কিম্বা তুলসিপাতা।
    ৬। আমাদের অধিকাংশ পুষ্টি আসে প্ল্যান্ট ফুড থেকে। অতএব রোগ প্রতিরোধক্ষমতায় ভেষজ জিনিষের ব্যবহার কোনো অ্যালোপ্যাথ অস্বীকার করেন না তো।

    আয়ুর্বেদিক ওষুধে আমার নিজের আস্থা আছে শুধু সেসব ক্ষেত্রে যখন রোগটা আমি জানি, আর রোগটা জটিল বা লাইফ থ্রেটেনিং নয়। যেমন সাধারণ ঠান্ডা লাগা কিম্বা বাত ইত্যাদি। কেননা সেক্ষেত্রে আমি why আর how এর উত্তর জানি।

    কিন্তু কারুর রেনাল ফেলিওর হলে, কিম্বা ক্যান্সার হলে, কিম্বা সিস্টিক ফাইব্রোসিস হলে কিম্বা হেপাটাটিস বি হলে কিম্বা ডেঙ্গু কিম্বা ব্ল্যাক ফিভার বা এইডস হলে আয়ুর্বেদ আমি কিছুতেই করাব না। প্রথমত, why আর how জানা নেই আমার, দ্বিতীয়ত স্ট্যাটিস্টিকাল এভিডেন্সও নেই যে আয়ুর্বেদে এইসব রোগ সারে।

    কিন্তু আয়ুর্বেদের সঙ্গে জ্যোতিষের কি? আয়ুর্বেদ বা হোমিওর সঙ্গে জ্যোতিষকে গোলাচ্ছেন না আশা করি? মা কোট্টাকল থেকে একটা বই এনেছিল, কার লেখা ভুলে গেছি। তাতে প্রাচীন আয়ুরবেদ শাস্ত্রের আধুনিকীকরণের প্রয়োজনীয়তার উপরে আলোচনা ছিল। কোট্টাকলে তো যা শুনেছি, বহুরকম অ্যালোপ্যাথির মেথড ব্যবহার করা হয় রোগ সঠিকভাবে নির্ণয়ের জন্যে।
  • nyara | 203.83.248.37 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:০৭512031
  • ব্যাপারটা এড়িয়ে গেলে। তোমাকে স্ট্যাটিস্টিকালি ডিসপ্রুভ করতে বলছি। না পারলে যেগুলোর why, how জাননা সেগুলোর ব্যাখ্যা দিতে বলছি।

    তুমি ব্যক্তিগতভাবে কী চিকিৎসা করাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ঐ আলোচনায় গিয়ে লাভ নেই।
  • rupankar sarkar | 116.202.196.85 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:১৭512042
  • আমি ফিরে এইচি। অনেকে গলপো বললে। আমিও বলবো, ঠাকুরের মাথা চিবোনোর গলপো, সাঁই বাবার গলপো, এগুলোকি সিলেবাসে ছিল ?
    দুটি ছোট গল্প:- ১) জপা
    সালটা ১৯৬৯। পিকনিক করতে গেছি ঐ বাগনান কুলগেছে অঞ্চলে। ডেকচি হাঁড়ি নামিয়েই কয়েকজন মালের বোতল খুলে বসল। আমি জপাকে বললুম, অ্যাই, তুই তো মাল টাল খাসনা, চ না চাদ্দিকটা একটু বেড়িয়ে আসি, কত সবুজ, কত পাখি পাখালি, সাত সকালে এরা কি সুখে মাল টানে বুঝিনা। জপা খাস কোলকাতার বনেদী বাড়ির ছেলে। আদ্যপান্ত কম্যুনিস্ট, খুব রগচটা, কথায় কথায় হাত চালায়। পিচ রাস্তা পেরিয়ে একটু যেতেই একটা গ্রাম চোখে পড়ল। জপা বলল, যাবি? আমি বললাম, চ ।
    লোকগুলো সাঁওতাল নয়, নাকমুখ বেশ শার্প। তবে আবলুস কাঠের মত মিশমিশে কালো। কি সব বেতের ঝুড়ি ফুড়ি বুনছিল। খুব একটা দু:খ কষ্টে আছে বলে মনে হলনা। পুরুষ, মহিলা, সকলেই বেশ তাগড়া। বাচ্চাগুলো নাদুস নুদুস, খেলে বেড়াচ্ছে। তবে গায়ে জামা কাপড় এদের বড়ই কম। খড়ের চাল দেয়া মাটির বাড়ি। একটার সামনে বসে এক মহিলা সন্তান লালন করছেন, আমাদের দেখে কারুর খুব একটা হুঁশপবন হলনা।
    হঠাৎ দেখি দুই বিদেশিনী। কোত্থেকে এল কে জানে। সে সময় এত বিদেশী টুরিস্ট যেথায় সেথায় ঘুরে বেড়াতনা। দাজ্জিলিং ফিং যেত, তবে কুলগেছে? একটু রিসার্চ করি। বললুম, জপা, এরা কোন দেশের বল তো ? ব্রিটিশ নয়, তা আমি বাজি রাখতে পারি। হঠাৎ শুনি খিকখিকিয়ে হাসি। কি ব্যাপার? ঐ ছেলে কোলে মহিলার দিকে তাকিয়ে এরা বেমালুম হেসে যাচ্ছে। একজন আবার ক্যামেরা বের করল।
    জপা সাডেন গরম, আস্তিন গোটাচ্ছে। বললুম অ্যাই অ্যাই, কচ্ছিস কি, মারবি নাকি ? ওরে এরা মহিলা। মেয়েদের গায়ে হাত তুলবি? জপা ফুঁসছে, আমাদের দেশের গরীব দেখে হাসা ? বললুম, তাতে গরম খাবার কি আছে, ওরা বোধহয় এই প্রথম বেরোল। আফ্রিকা কিংবা আন্দামান আগে ঘুরে এলে ভাল করত। এত কম জামা কাপড় পরা কুচকুচে কালো লোক আগে দেখেনিতো, তার ওপর প্রকাশ্যে এভাবে উদার স্তন্যপান করানো। তাই খানিক হেসেছে, এত খচছিস কেন?
    হঠাৎ শুনি বেজায় খিলখিলানি। তাকিয়ে দেখি সেই কালো মহিলা বেদম হাসছে। হাসতে হাসতে কোলের ছেলে পড়ে যায় আরকি। আওয়াজ শুনে ঘর থেকে আরও দুই মহিলা বেরিয়ে এল। হেসে এ ওর গায়ে লুটিয়ে পড়ছে। মেম সাহেব দুটো ব্যাজার মুখে কেটে পড়ল।
    ফেরার সময় জপা বলল, হ্যাঁরে, এরা আবার হাসল কেন ? বললাম, তাও বুঝলিনা? ওরা কালো দেখে হাসছিল, এরা সাদা দেখে হাসছে। এত সাদা মানুষ হয়, তা কোনওদিন ভেবেছে?

    ২) নন্দক্ষ্যাপা
    দক্ষিন চব্বিশ পরগনার এক হেলে গ্রামে চাকরি করি তখন। আমার ঘরের জানলা দিয়ে একটা বাঁধানো চাতাল দেখা যেত। সেখানে এক টিউবওয়েল। লোকে জল টল নিতে আসে, মহিলারাও আসেন। একটু পরে ভীড় পাতলা হতে একটা লোক আসে রোজ। বেশি বয়েস না, পঁচিশ তিরিশ হবে। এসেই পাশ দিয়ে যে যাবে তাকেই তেড়ে গালাগাল। মাঝেমাঝে বেশ খারাপ খারাপ খিস্তি।
    যারা অভ্যস্ত হয়ে গেছে, তারা ইগনোর পন্থা। কিন্তু যারা ক্যাসুয়াল, তারা রুখে দাঁড়ায়, অ্যাই গালাগাল দিচ্ছিস কেন রে? ওমনি নন্দ বলে, ও বলতে ভুলেই গেছি, মালটার নাম নন্দক্ষ্যাপা, সে বলে দুবুনি? তুই ঝে আমারে শুয়ারের বাচ্চা বললি, থার বেলা ? থকন কুনো দোষ নি? লোকটি অবাক হয়ে বলে, আমি ? আমি আবার কখন তোকে গালি দিলাম? নন্দ বলে, নিঝ্যস দিয়েচিস, থা না হলি আমি কি এমনি এমনি বকতিছি ?

    আমেন।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:১৮512054
  • আয়ুর্বেদ নিয়ে বেশ কিছু ইন্টারন্যাশানাল পাবলিকেশন আছে। মেডিসিনাল প্লান্ট নিয়ে বিদেশেও রীতিমতন গবেষণা চলে।
  • dukhe | 14.99.254.19 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:২০512065
  • sda-র কথা ভুল না । অভিজ্ঞতা ভুল কি ঠিক বোঝা যাবে কী করে ? সত্যি । বানানো গল্প ঢুকে পড়তে পারে । এবং আদ্যন্ত বুজরুকি । সবই ঠিক । ফিল্টার করা কঠিন । কিন্তু কিছু কেস এর মধ্যেও পেতে পারেন যেগুলো উড়িয়ে দিলে নিতান্ত জোর করে উড়িয়ে দেওয়া মনে হয় । এই টইয়ে PM এর অভিজ্ঞতা যেমন । একজন যাকে বলে অবিশ্বাসীর অভিজ্ঞতা । এবং জিনিসটা লিখিতভাবে ডকুমেন্টেড । এর why বা how খুঁজতে গেলে নিজেকে হয়তো একটু অস্বস্তিতে পড়তে হবে । তথাকথিত বিজ্ঞানমনস্কতায় কালি লাগতে পারে । পাঁচজনকে বলতেও কিন্তু-কিন্তু লাগবে । এইগুলো সঙ্কেÄও সৎভাবে খুঁজবেন কিনা সেটা যার যার নিজের ব্যাপার । কাকতালীয় বা গাঁজাখুরি বলে দেবার রাস্তা খোলাই আছে ।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:২২512076
  • ম্যালেরিয়ার জন্য আজ যেটা সবচেয়ে কার্যকরী দাওয়াই, আর্টেমেসিনিন, সেটা চাইনিজ হার্ব। দেশীয় ভেষজ হিসেবেই বহুকাল ধরে ওটার ব্‌য়্‌বহার হত।
  • rimi | 168.26.205.19 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:২৫512087
  • স্ট্যাটিস্টিকালি কি ডিস্প্রুভ করব আর কেন করব সেটাই তো বুঝলাম না?

    আয়ুর্বেদে ঠান্ডা লাগা সারে, কিম্বা বাত ক®¾ট্রালে থাকে - এগুলো তো পরিষ্কার ব্যাখ্যা করা যায়।

    তবে এই স্টাডিটা করতে আমি অত্যন্ত উৎসাহী যদি ক্যান্সার বা রিউম্যাটয়েড আর্থরাইটিস সেরে গেছে এমন কিছু ঘটনার কথা জানান। কারণ আমার খুব কাছের দুই মানুষ এই দুটো অসুখে ভুগছে।
  • tatin | 117.197.76.81 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:২৬512098
  • অনেক কিছুই তো মানুষ, পশু, গাছ এম্পিরিকালি করে, কোরে স্বস্তি পায়। গলা জ্বালা করলে ঢক ঢক কোরে জল খান বা মাথা ধরলে রগ টিপে বসে থাকেন যে, তার পেছনে 'সায়েন্স' হিসেব করেন নাকি!
    গাছ ফাছ কি ফোটোন কণা জেনে সূর্যের দিকে ডাল ম্যালে?
    আর, মানুষ যেহেতু দেখে শেখে, বাপের জন্মে ফিজিওলজিনা জেনেও, সেই ছোট্টবেলা থেকে জ্বর দুদিন থাকলে ক্যালপল কিনে খেয়ে নিই। পাব্লিকেও অনুরূপ করতে বলে, বলে উপকার পেয়েছি, তাই করছি। আর হাতে দুখান পাথর বসালেই দর্শনের কুডাক!
  • rimi | 168.26.205.19 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:২৯512109
  • আরে শুধু ম্যালেরিয়া কেন? বহু অ্যালোপ্যাথিক ওষুধ আছে যেগুলো ভেষজ। আমাকে আমেরিকান ডাক্তার পেটের ব্যথার জন্যে বেলেডোনা দিছিল, ওষুধের নামই বেলেডোনা। দিব্বি অ্যালোপ্যাথিতে ব্যবহার হচ্ছে। কিছু ক্যান্সার ট্রিটমেন্টে আমেরিকাতেই গবেষণা হচ্ছে কিছু চাইনিজ হার্ব নিয়ে। ওগুলো থেকে মেডিসিন তৈরীর চেষ্টা চলছে।

    ন্যাড়াদা দুম করে আয়ুর্বেদ নিয়ে পড়লেন কেন বুঝলাম না। লেডাম পল সংক্রান্ত আলোচনায় কি? লেডাম পলের ঘটনায় আসল সমস্যা ছিল লেডামের "ধনুষ্টংকারের জীবানুকে পায়ে বেঁধে রাখার" তঙ্কÄ পড়ে। :-))
  • nyara | 203.83.248.37 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৩০512120
  • তালে আগে অ্যালোপ্যাথিতে ক্যানসার বা রিউমাটয়েড আর্থ্রাইটিস সেরে গেছে সেই কেসগুলোর অ্যানালিসিস করে ফেল।
  • nyara | 203.83.248.37 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৩২512131
  • আয়ুর্বেদে অসুবিধে হচ্ছে? ঠিক আছে জ্যোতিষ নিয়ে স্টাডিটা করে দেখাও।
  • I | 14.99.46.242 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৩512142
  • রূপঙ্করবাবুর গপ্পের কিন্তু জবাব নেই। আমিও হ্যা: হ্যা: করে হাসলাম। :-)
  • rimi | 168.26.205.19 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৭512153
  • ন্যাড়াদা!!!!!!!!!!!!!

    অ্যালোপ্যাথিতে ক্যান্সার সারার প্রচুর এভিডেন্স আছে। কাকুরে জিগান। প্রচ্চুর পাবেন।

    আর রিউম্যাটয়েড সারে না। সেটা কালই ইন্দোদাদা বল্ল তো। আর কোট্টাকলেও আমার মাকে একই কথা বলা হয়েছে যে এই রোগ সারবে না।

    ন্যাড়াদা কেন আয়ুর্বেদ নিয়ে পড়লে কে জানে।

    আর জ্যোতিষে এই স্টাডির কথা বলছ তো? প্রচুর স্টাডি হয়ে গেছে, স্ট্যাস্টিকালি ডিস্প্রুভ বহুবার হয়েছে। কাকুরে জিগাও।
  • ppn | 112.133.206.18 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৮512176
  • মানে ইন্দোকে বললাম।
  • ppn | 112.133.206.18 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৮512165
  • হ্যাঁ। :-)
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৪২512187
  • রূপঙ্করদা, জপা , খ্যাপা দুই ই ব্যাপক।

    আচ্ছা, কাল যে জিগিয়েছিলুম, জ্যোতিষের অঙ্কের বই থেকে কিছু নমুনা পাওয়া সম্ভব ? আমার অঙ্কের কিছু বন্ধু দেখতে আগ্রহী।
  • tatin | 117.197.76.81 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৪৪512198
  • ঘনাদাকে লিখতে বলো এখানে।
  • Bratin | 117.194.99.210 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৪৭512209
  • হে বন্ধুগন আমি একট ব্যাপারে আপানাদের দৃষ্টি আকর্ষন করতে চাই' আয়ুর্বেদের দোকানের নাম আর্য্য' :-)))
  • nk | 151.141.84.194 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৫০512220
  • আমার একটা প্রশ্ন ছিলো। টিটেনাস আর লেডাম নিয়ে। কী করে কাজ করে ওটা? এদিকে রিমি কী যেন একটা ব্যাপার আছে বল্লো রোজমারি নিয়ে, কিন্তু তারপরে মারামারিতে রোজমারি উবে গেল, আর খুঁজে পেলাম না। :-(
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৫৩512231
  • কিন্তু তাতিনের আগের প্রথম পোস্ট ভালো বুঝি নাই।

    গাছ তো যায় সূর্যের আলো তার স্টিমুলাস বলে। সেইমতন ই হরমোন জমা হয়।

    ক্যালপলের সাথেও জ্যোতিষের সম্পর্ক বুঝিনি।
    গোমেদ কি তাবিজ পরে লিভারের অসুখ সারা কে ক্যালপলে জ্বর সারা বা, অমুক জ্যোতিষে অমুককএ বলেছিলেন জ্বর সেরে যাবে, তার সেরে গেচিলো, তাই উনি বল্লে আমারো যাবে...এগুলোর সাথে ইক্ত্যুএট করছিস ?
  • tatin | 117.197.76.81 | ০৮ ডিসেম্বর ২০১১ ২৩:০০512253
  • সিম্পল, ক্যালপলটাও বিজ্ঞান না জেনে, উপকার পাই তাই খাই। বা র‌্যানিটিডিন যখন খাওয়া শুরু করলাম, লোকে বলত উপকার পাবে, তাই খেতাম। জ্যোতিষও লোকে সেইভাবেই করে, কোরে এসেছে।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২৩:০৭512264
  • ক্যালপল, র‌্যান্টিডিন মার্কেটে আসার আগে প্রচুর টেস্ট পত্তরের হ্যাপা পেরিয়ে এসেছে হে।
    জ্যোতিষ পেরোক না। জ্যোতিষের অঙ্কগুলোর পাবলিকেশন দেখতে চাই।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২৩:১০512276
  • তা, এইভাবে পাথর পরিস না কেন ? সে পরেও তো অনেকে উপকার পেয়ে এসেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন