এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ২৮০৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • utsav | 212.142.123.119 | ১৫ জুন ২০১২ ২০:৩০539575
  • Aaj (15-06-12) sokal ei Nonadangay gechilam, akromon er por, dekhe elam TMC goon r police er ataat ki sanghatik vabe okhankar manush der jibon durbisoho kore tuleche, Nandigraam andolon k jara khub kach theke dekhechen, tara jene thakben graam jurey motor bike e chepe graam jure dushkriti der pododdhoni....ekhaneo poristhiti ek e rokom...bike e kore tohol dicche TMC er goon era, police er samne, police aj sokal e purush o mohila der opor akromon kari der kaukei arrest kore ni, andolonkari ra okhane gelei goon era tader khoborakhobor korche, jiggesabaad er naame uttokto korche...sob tai hocche okhankar pouropitar prottokkho modotey...
  • কেলো | 127.254.245.137 | ১৬ জুন ২০১২ ০৯:৫৭539576
  • কালকের আক্রমনের ঘটনা সম্পর্কে আজকের বিভিন্ন বাংলা পত্রপত্রিকার প্রতিবেদন -

    আনন্দবাজার পত্রিকা-
    http://www.anandabazar.com/16cal2.html
    আগামীকাল এই লিঙ্ক পাল্টে যেতে পারে। তখন আর্কাইভে গিয়ে ১৬ জুনের 'টুকরো খবর' দেখতে হবে।

    বর্তমান পত্রিকা-
    http://www.bartamanpatrika.com/content/kolkata.htm
    একেবারে নিচের দিকে ছোট করে আছে খবরটা।

    সংবাদ প্রতিদিন -
    http://epratidin.in/Details.aspx?id=8565&boxid=14136468
    অন্য কোন কাগজই প্রতিদিনের দৃষ্টিভঙ্গী থেকে লেখে নি।
    প্রতিদিনের খবরটার পাশেই বিরাট করে এই বিজ্ঞাপনটা রয়েছে। শুধু প্রতিদিন পড়লে ধারনাটাই অন্যরকম হবে।
    http://epratidin.in/Details.aspx?id=8565&boxid=1413406

    প্রতিদিন পড়ে মাঝে মাঝে মনে হয় যেন স্বয়ং যোসেফ গোয়েবলস সম্পাদকের দায়িত্ব নিয়েছেন।
  • aranya | 154.160.5.25 | ১৭ জুন ২০১২ ০৬:৪২539579
  • বস্তিবাসীদের সাথে শুধু অতিবাম দলগুলো রয়েছে - সিপিএম নেই কেন?
  • aranya | 154.160.5.25 | ১৭ জুন ২০১২ ০৭:২৭539580
  • এখানে একটা ডিঃ দেওয়া উচিত - সঙ্গে নেই বলে আমি সিপিএমের সমালোচনা করছি এমন নয়, তাদের নিজস্ব বাধ্যবাধকতা থাকতেই পারে, আমি শুধু লজিকটা জানতে চাইছি।
    রাজধানীর বুকের ওপর, সব মিডিয়া হাউস, টিভি চ্যানেল-দের নাকের ডগায় এমন একটা অমানবিক ব্যাপার চলছে, কারও কোন ভ্রূক্ষেপ নেই। শাসক দল বলছে - আমাদের সাপোর্ট করলে পুনর্বাসন পাবে, নইলে মেরে তুলে দেব - শুধু কথা নয়, গুণ্ডা পাঠিয়ে হামলা করছে - এ সবই খোলাখুলি চলছে !! দু;স্বপ্নের মত। সিপিএম পাশে দাঁড়ালে নোনাডাঙার মানুষগুলো আরেকটু সাহস পেত।
    গণশক্তির রিপোর্টটা ভাল লাগল, অন্য কাগজগুলোর থেকে, থ্যাংকস হনু, লিঙ্কটার জন্যে।
  • pi | 82.83.85.246 | ১৭ জুন ২০১২ ০৮:৩০539581
  • আজকের আবাপতে রেলমন্ত্রীর বক্তব্য পড়ে .., নাঃ, আর রাগও হয়না। প্রতিদিন ইমিউন করে দিয়েছে।
    শখের রাজনীতিবিদ কাকে বলেছেন ? সুমনকে ?
  • h | 127.194.240.138 | ১৭ জুন ২০১২ ১০:০০539582
  • সিপিএম কেন এই নিয়ে বড় কেন্দ্রীয় মিছিল করে নি কেন জানি না, এটা সিপিএম কে জিগ্যেস করতে পারেন।

    তবে পাড়া জোনাল এই সব স্তরে করেছে। দু তিন টে দেখেছি। আর বস্তি ফেডারেশন এর প্রতিনিধি দের মধ্যে সিপিএম সমর্থক লোকজন আছেন। পাশাপাশি অন্যান্য বস্তি তে সমর্থন এর আবেদন চেষ্টা ব্যর্থ হয়েছে, সে খবর রাখি, না না ভাবে বেরিয়েও ছে। প্রথম দিন যেদিন এই বিষয়ে কভার করেছিল গণশক্তি, সেদিন এনগেজমেন্ট এর লাইন সম্পর্কে একটা বাক্য ছিল... আপাতোতো বস্তি সংগঠন- গুলোর নামেই আন্দোলন চলবে ইত্যাদি।

    তবে অধিকার এর আন্দোলন এর পদ্ধতি তে একটা চাপ হয়েছে , উজ্জ্বল ব্যক্তিত্ত্ব না থাকলে কেউ পাত্তা দেয় না, সিপিএম এ উজ্জ্বল ব্যক্তিত্ত্বের সংখ্যা কম, তাছাড়া মিডিয়ার সমর্থন সহ উজ্জ্বলতা আর সমর্থন বিহীন উজ্জ্বলতা র পার্থক্য এমনকি আপনার মত সরলমতি বা রাজনৈতিক প্যাসালে অনাগ্রহী লোকের ও বোঝা উচিতঃ-)

    বেসিকালি, উচ্ছেদ ইস্যু তে সিপিএম কে কনভিন্সিং কিছু বলতে গেলে, অনেক ঢোঁক গিলতে হবে, এটা একটা কারণ হতে পারে, পাতি ক্যাল এর ভয় এটা আরেকটা কারণ। মোদ্দা সাউথ কলকাতায় মিছিলে বেরোতে স্ট্রীট ফাইট করতে রাজি গরীব মানুষ এর মধ্যে সিপিএম এর সমর্থন একেবারে বিশেষ কিসুই নেই এটা আরেকটা কারণ হতে পারে। টি এম সির উপরে খচে যাওয়া লোক দের সিপিএম এর পক্ষে মোবিলাইজ হতে অনেক সময় লাগবে, আদৌ না ও হতে পারে, অন্য পোলিটিকাল সেট আপ আসতে পারে, সেটা ভয়ানক দক্ষিন পন্থী, আজে বাজে গোষ্ঠী ভিত্তিক বা মাওবাদী দের খুনপন্থী অংশের পক্ষে না হোক, এই টে ঠাকুরের কাছে প্রার্থনা করেন ঃ-)
  • pi | 82.83.85.246 | ১৭ জুন ২০১২ ১০:০৪539583
  • ঢোঁক গিলতে হবে, তার একটা বড় কারণ, সিপিএমের আমলে হওয়া উচ্ছেদগুলো।
  • aranya | 154.160.5.25 | ১৭ জুন ২০১২ ১০:২৮539585
  • সিপিএম একসময় নিজেদের বলত গরিব মানুষের পার্টি। আমি যতই সরলমতি বা রাজনীতিতে অনাগ্রহী হই না কেন, সিপিএমের সময়ে হওয়া উচ্ছেদগুলোর কথা জানি। উজ্জ্বল ব্যক্তিত্ব থাক বা না থাক, সিপিএম বাংলায় প্রধান বিরোধী দল, ৪৫%-এর কাছাকাছি ভোট পেয়েছে বোধহয় গত ইলেকশনে। নোনাডাঙার গরিব মানুষদের আন্দোলন যদি সমর্থনযোগ্য মনে হয়, তবে সিপিএম দশবার ঢোঁক গিলেও পাশে দাঁড়াবে, নইলে দাঁড়াবে না, এই হওয়া উচিত (বোল্ড এণ্ড আন্ডারলাইন)।
    আর যদি বলেন এ আপনার সরলমনা বিশ্লেষণ, অন্য সব পার্টির মতই সিপিএম-ও তো আদতে সুবিধাবাদী পার্টি, ঢোঁক গিলতে হলে বা নোনাডাঙার মানুষের পাশে দাঁড়ালে পার্টির কোন রাজনৈতিক ফায়দা নেই - তাহলে ঠিক আছে।
  • pi | 147.187.241.6 | ২০ জুন ২০১২ ২৩:৪১539586
  • এস্প্লানেডে নোনাডাংগায় নিয়ে ধর্নায় লাঠিচার্জ। অনেকে আহত। তিরিশ জন গ্রেপ্তার। শমীকদা, অমিতাভদা সহ।
  • a x | 138.249.1.194 | ২১ জুন ২০১২ ০৩:৩৩539588
  • http://sanhati.com/articles/4853/#17

    Update June 20 : Police attack and arrest demonstrators during dharna

    A Report by Nilanjan Dutta

    The day before, police said they would not permit any rally at Esplanade by the evicted people from Nonadanga.

    On the morning of 20 June, they did not object when the rally was held and allowed the 200-odd participants to occupy the ‘Y Channel’, which is actually a narrow strip of land beside a huge garbage vat between the main tram and bus stations at Esplanade. Of late, this highly inconvenient and acutely stinking spot seems to have been earmarked to accommodate all the ‘non-mainstream’ demonstrators who are no better than garbage in the eyes of the administration.

    As the public meeting went on, at one stage the police brought an offer from the Writers’ Buildings that the minister in charge would meet the committee delegation on 26 June. The assembly discussed the matter instantly and agreed to disperse on the basis of this assurance, if the authorities agreed to clear the outlets of the settlement field at Nonadanga that had been blocked by raising a boundary wall. This was causing tremendous inconvenience for the residents.

    The police messengers went to convey this to the minister but came back with the message that he had now said he would meet the delegates on 3 July instead of 26 June.

    The protesters became restive and demanded an early appointment.

    Again, a vague assurance came that the appointment would be advanced, without specifying any date.

    The people decided they would not leave until the government made a commitment on the date of the talks. There was no further communication from the latter, but not a rejection of the demand either.

    Late in the evening, police officers even came and inquired with the activists whether they planned to stay at the spot for the night and paternalistically talked about the necessity of arranging “protection” as there were so many women among them.

    And Suddenly There Was The Lathi Charge.

    The wounded were initially herded into the central lock-up at the Kolkata Police headquarters along with the others. They were taken to the Calcutta Medical College Hospital only after their co-prisoners raised a hue and cry inside the lock-up particularly after seeing Sanjay Mandal, a committee member from Nonadanga, writhing in pain before them and from the outside, APDR members began to intervene and express concern to high-ranking police officials calling for urgent medical attention.

    The officers though still denied that there was any lathi charge at all!

    Earlier report -

    Since 11am, residents of Nonadanga started a roadside demonstration/dharna in the Esplanade area. It is being reported that the police carried out a massive lathicharge on the dharna and several persons had to be admitted to Medical College for treatment. While negotiations were going on about when the concerned minister can give an appointment to hear about the grievances, police started picking up certain selected activists at around 8pm and then lathicharged to disperse the rest. Around 40 persons have been arrested including Amitabha Bhattacharya (the chairman of the Uchched Pratirodh Committee) and Samik Chakraborty (who is also an activist of Sanhati).
  • কেলো | 120.227.122.124 | ২২ জুন ২০১২ ১৬:২৮539589
  • মাওবাদীদের শুধু পুলিশ দিয়েই ঠেকান যাবে না।
    সে কাজ করার জন্য পথে নেবেছেন অসমসাহসী তৃনমূলকর্মী ভাইয়েরা।

    খবর এইখানে -
    http://www.anandabazar.com/22cal4.html

    আর মোকাবিলার প্রস্তুতির টাকটা ছবি এইখানে -
    https://plus.google.com/116728356697940988822/posts/f9qBcvUH732
    ছবিতে কফি হাউসের উল্টে দিকে মঞ্চ বাঁধার প্রস্তুতি দেখা যাচ্ছে। আর চক্রবর্তী চ্যাটার্জীর সামনে একটা OB van ও রেডী। চ্যানেল টেনেরই হবে। আর কে এসে বৃষ্টি মাথায় করে দুপুর থেকে হত্যে দিয়ে পড়ে থাকবে!

    ব্রাত্যবাবু মাওবাদীদের বিরুদ্ধে কি বলেন সেটা শুনতে ঘন্টা দুই বাদে একবার ঢুঁ মারব ভাবছি।

    ভাল কথা - মাইকে দেখলাম "মনে রবে কিনা রবে আমারে" বাজছে।
  • রোকেয়া | 213.110.243.22 | ২২ জুন ২০১২ ১৬:৫৯539590
  • গণশক্তি এই সব খবরে নিজেদের পার্টির রিয়্যাকশন না দিয়ে লিবারেশন কি বলছে ছাপে ক্যান?
  • PT | 213.110.243.23 | ২২ জুন ২০১২ ১৭:২০539591
  • তা`'লে ব্রাত্যর রুদ্ধসঙ্গীত নাটকে জর্জ বিশ্বাসকে দিয়ে বলানো "কামাওবাদীর থেকে মাওবাদী ভাল" ডায়্লগটা কি এবার থেকে বাদ দেওয়া হবে?
  • ananyo | 127.214.11.231 | ২২ জুন ২০১২ ১৮:৪৯539592
  • Another eviction is going to take place......
    In Gulma tea-estate which is adjacent to Siliguri, the authority of Mohorgunj-Gulma tea garden has forcefully evicted 115 families from 108 acre land which is the only basis of livelihood for the adivasi and nepali people living there for more than 80 years. the tea garden management has evicted those people with the help of existing CITU union and local police though the management doesn't have any legal document identifying its ownership on the land and has committed a total violation of the forest land act,2005 taking advantages of the ignorance of the evicted people who don't have adequate information about the law and also because of their economic condition. people has been severely beaten up and thrown away from their land which they used to harvest in the rainy season,leaving them in total insecurity.Most of the land has been taken in the name of expanding the tea garden but as the local people are claiming, most of the land are going to be sold to promoters for real estate business as it has happened there in earlier years.
    Those evicted people are struggling and they want urgent solidarity and support from all the democratic people.
    lets join them, not only to stop them from being uprooted but also against the ongoing model of development,for securing everyone's democratic rights & to stop Gulma from being the second Chandmoni tea-estate which was evicted in a similar manner throwing out 500 people in complete darkness of oblivion. spread the word..join in solidarity...
  • aranya | 154.160.226.53 | ২২ জুন ২০১২ ২০:৫৯539593
  • রোকেয়ার প্রশ্ন-টাই আম্মো করেছিলাম - সিপিএম কি করছে ? তাতে হানু আমায় সরলমতি, ইয়ানি কি বোকাসোকা ঃ-(, এইরূপ আবাজ দিয়ে কইলো সিপিএমের ঢোঁক গিলতে কষ্ট হচ্ছে, উজ্জ্বল ব্যক্তিত্বের অভাব, আরও কিসব যেন ..
  • aranya | 154.160.226.53 | ২২ জুন ২০১২ ২১:০৭539594
  • গুল্মা চা বাগানের আদিবাসী/নেপালী শ্রমিকদের উচ্ছেদে সিটু পুলিশাকে সাহায্য করছে, যাতে সেখানে প্রমোটাররা রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারে - বাঃ, এই না হলে বামপম্থী ইউনিয়ন !!
  • h | 127.194.224.174 | ২৩ জুন ২০১২ ০৯:৩৮539596
  • সরলমতি এই জন্যেই বলেছিলাম, কারণ, এটা না বোঝার কিছু নেই, সিপিএম এর উচ্ছেদ নিয়ে আন্দোলন করার মরাল অথরিটি এই মুহুর্তে নেই, 'ঢোঁক গিলতে হবে' ইত্যাদি লিখেছিলাম। সম্ভবত আর হবেও না। ইন ফ্যাক্ট পোলিটিকাল ফর্মেশন গুলোর যা অবস্থা, সম্পূর্ণ নতুন বিভিন্ন পার্টি উঠে এলে মন্দ হয় না। তো তাতে আপনার আনন্দ পাওয়ার কতা ঃ-) পেলেন না, হায় ঃ-))

    ইন ফ্যাক্ট আপনার প্রশ্ন টা জেনুইন যে ছিলনা জাস্ট ফোড়ন ছিল, সেটা নিজে নিজেই এনলাইটেন্ড হয়ে এখন বলছেন ঃ-)

    আর একটা কথা বলেছিলাম, যে বড় আন্দোলন আজকাল বড় মিডিয়ার সাহায্য ছাড়া করা যাচ্ছে না, এটা যে কোনো ডিনোমিনেশন এর আন্দোলন জন্যই আনন্দের কিসু না। যাঁরা সেল আউট করেন নি, সেই বুদ্ধিজীবীরাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন, যখন বড় মিডিয়া চাইছে, একটা পার্টিকুলার আন্দোলন হোক, তখন গরম বিবৃতি দেওআ আর রাস্তায় গান টান গাওয়া, আর যখন সেই সমর্থন নেই, তখন সেটা করা দুটো আলাদা জীব।

    আর ট্রেড ইউনিয়ন অনেক সময়েই কোরাপ্ট। ওপেল কারখানার ট্রেড ইউনিয়নিস্ট লিডার এর টাকা নয়্ছয়, আনাথরাইজ্ড ডিল এসবের কারণে জেল হয়েছে জানেন বোধ হয়।
    তবে ট্রেড ইউনিয়ন পলিটিক্স সমপ্র্কে একটা কথা মনে রাখা দরকার, ট্রেড ইউনিয়ন যখন 'ভালো' অর্থাৎ মিলিটান্ট বা আনকম্প্রোমাইজিং তখন ও তাকে 'খারাপ' বলা হয়ঃ-) এবং দুটো সমালোচনা একই লোক/কাগজ/চ্যানেল করে থাকে। এই বিষয়ে আপ্নার সুচিন্তিত বক্তব্য শোনার অপেক্ষায় রইলাম। মমতা ট্রেড ইউনিয়ন দখল, জাতির ভিত্তিতে ট্রেড ইউনিয়ন কে সমর্থন, এবং ট্রেড ইউনিয়ন পলিটিক্স এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিন্টেই করেছেন। কোনটিতে আপনি হৃদয় ও বিবেক দান করেছেন জানার অপেক্ষায় রইলাম।
  • h | 127.194.224.174 | ২৩ জুন ২০১২ ০৯:৪৮539597
  • এই যেমন ধরুন সুভাষ চক্রবর্তী। অটো ওয়ালা দের ইউনিয়ন করেছিলেন বলে, সকলে বলেছিল, ছোটোলোক দের মাথায় তোলা হচ্ছে, এই আলোচনা এনলাইটেন্ড পরিবেশে সর্বর্ত্র ছিল। আর এখন তৃণমূল রা বলেন, আমরা অটো ইউনিয়ন করছি, কারণ সিপিএম গরীব মানুষের জন্য কিছু করে নি।
    বলা বাহুল্য দু জন ই মিলে মিশে রাজনীতি ও ভোট করে থাকেন। তাতে অসুবিধে নেই, সুধু আপনি একতু নিজের অবস্থান টা ক্লিয়ার করলেই মঙ্গল হয়, না করতেও পারেন, আমি তো দারোগা ও নই, সুগত মার্জিত ও নই ঃ-)
  • aranya | 78.46.93.195 | ২৩ জুন ২০১২ ১১:১৫539598
  • আমার প্রশ্নটা জেনুইন ছিল না, এটা তোমার ধারণা। সিপিএম নিজেদের অনেক ভুল-ই এখন মেনে নিচ্ছে, সুতরাং ঢোঁক গেলাটা বিগ ডিল কিছু নয়, আমার মতে। আর উচ্ছেদ নিয়ে নোনাডাঙার লোকদের সমর্থন দিতে যদি নাও পারে, অন্তত পুলিশ ব্রুটালিটি, গুন্ডা লাগিয়ে পেটানো, নিরস্ত্র মিছিল/সমাবেশে বারবার হামলা, গ্রেপ্তার এগুলোর প্রতিবাদ সিপিএমের করতে পারা উচিত এবং করা উচিত।
    এটা একবার বলেছি, আবারও বলছি - সিপিএম বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যায় নি, গত ইলেকশনে। ৪০%-এর ওপর ভোট পেয়েছে, নিজেদের অত দুর্বল ভাবার কোন কারণ নেই।
    মমতা এবং তার পার্টির কাছ থেকে আমার কোন প্রত্যাশা নেই, সিপিএমের কাছে এখনও কিছুটা আছে, এইটুকুই।
  • PT | 213.110.243.21 | ২৩ জুন ২০১২ ১২:৩১539599
  • যে বামপন্থী দল গুলো সাইডলাইনের বাইরে বসে বাম ফ্রন্টের আদ্যশ্রাদ্ধ করেছে গত দশ বছর ধরে তারা কি কিছুই করবে না? এই সুযোগে তারা একটু কিছু করে দেখাক না তাদের কোমর না জিভ কোনটার জোর বেশী! এই কথাটা অ-বামফ্রন্ট বামমার্গী বুদ্ধিজীবিদের ক্ষেত্রেও প্রযোজ্য! পরিবর্তনের পরে কোথায় যে হাওয়া হয়ে গেল সুসী আর সুশীল সমাজ কে জানে!
  • কেলো | 127.252.94.229 | ২৩ জুন ২০১২ ১৩:৫৮539600
  • কালকের মাও-মোকাবেলা অনুষ্ঠানে ব্রাত্যবাবু, চিয়াং কৈ শাক কে উদ্ধৃত করে বললেন -

    "ধনতন্ত্র যদি কর্কট রোগ হয়, তবে কমিউনিজম একজিমার মত। শুধু চুলকায়।"
    -খবর ৩৬৫ দিন, পৃষ্ঠা-১, বর্ষ ১, সংখ্যা ১৫৭, শনিবার ২৩ শে জুন ২০১২।

    সিঙুরের তালেগোলে অন্য কাগজগুলো ত্রিনোমুলের এই কফি-হাউস অভিযানের খবরটা এক্কেবারে ইগনোর করেছে।

    একদিন পত্রিকা অবশ্য বড় করে লিখেছে যে ইন্ডিয়ান সোসাইটি ফর পেড্রিয়াটিক ডার্মাটোলজি আগামী ৩০ জুন কলকাতার প্রেস ক্লাবে একজিমা সচেতনতা শিবিরের আয়োজন করেছেন। একদিন এও জানিয়েছে যে অযথা আতঙ্কিত হবার কারন নেই - "প্রসঙ্গত জেনে রাখা ভালো যে একজিমা জাতীয় ত্বকের সমস্যা বয়ঃসন্ধিতে পৌঁছে সেরে যায়।"
    -একদিন, পৃষ্ঠা -৮, নগরদর্পন ক্লিনিক, ২৩শে জুন ২০১২।
  • aranya | 78.38.243.161 | ২৫ জুন ২০১২ ০৮:৩৬539601
  • দেবলীনার মত শমীক, অমিতাভ - দেরও লম্বা সময় জেলে রাখতে পারে, রাষ্ট্রদ্রোহিতার ভূয়ো অভিযোগ এনে, এইরকম একটা আশঙ্কা হচ্ছে। কোন আপডেট থাকলে জানাবেন, কেলোবাবু বা অন্য কেউ।
    আবাপ-তে, as usual, কোন কভারেজ নেই, আজকলেও।
  • কল্লোল | 129.226.79.139 | ২৫ জুন ২০১২ ১১:১৯539602
  • অরণ্য। সিপিএমের কাছে আপনার প্রত্যাশা থাকতেই পারে। আমার নেই। আমি ৭২ থেকে ৭৭ দেখেছি। একটা ভূখ মিছিল করেছিলো ৭৩এ। তারপর ঘাপটি মেরে থেকেছে। আমরা যখন ২০০ মানুষের মিছিল করেছি (তার বেশী সাধ্য আমাদের ছিলো না) APDR থেকে রাজনৈতিক বন্দী মুক্তির জন্য (হ্যাঁ, সিপিএমএর বন্দীদের জন্যও) তখন সিপিএম পার্টি হিসাবে কুটোটাও নাড়ে নি। ব্যাক্তিগতভাবে হালিম সায়েব, অসিত গাঙ্গুলী, স্নেহাংশুবাবু, অরুণপ্রকাশ, বিকাশরঞ্জন এঁরা বিনা পয়সায় মামলা লড়ে দিতেন। বামেদের মধ্যে একমাত্র ফঃবঃ, তাও একা ভাক্তিভূষণ মন্ডল সক্রিয়ভাবে থাকতেন। অথচ সিপিএম চাইলে তখনও ২০০০এর জমায়েৎ করতে পারতো। প্রমান, হরেকৃষ্ণ কোঙ্গারের শেষ যাত্রা।

    পিটির পোস্ট দেখুন। এখন অন্যে লড়ুক। আমরা দেখি। এটাই সিপিএম। আজও যারা প্রতিবাদ করছে, তারা বিগতদিনেও প্রাতিবাদী ছিলো। সেই APDR, সেই সুনন্দ সান্যাল, সেই কবীর সুমন, সেই মাতঙ্গিনী। যারা বিকিয়ে গেছেন তারা নেই। কিন্তু সিপিএম নেই, থাকবেও না। ওনারা শুধু মমতাকে "আরও সময়" দিয়ে যাবেন। কাগজে বিবৃতি আর মাঝে মাঝে খেলা খেলা আইন অমান্য (বাসের সামনের দরজা দিয়ে উঠে পিছনের দরজা দিয়ে নেমে যাওয়া) ছাড়া আর কিছু করার মুরোদ নেই।

    অন্য বাম দলেদের সাধ্য নেই বড় কোন আন্দোলন গড়ে তোলার। হনুর Date:23 Jun 2012 -- 09:38 AM এর পোস্টে আজকের আন্দোলনে মিডিয়ার ভূমিকা, ভীষণ দুঃখজনক হলেও ৩০০ভাগ সত্যি। এর ব্যাতিক্রম হতে পারতো সিপিএম ঠিকঠাক আন্দোলনে নামলে। সিপিএমের সংগঠন এখনও যা, তাতে মিডিয়ার পরোয়া না করলেও চলে।
    কিন্তু ও দলটায় আজ আর আদর্শ বলে কিছু নেই। ভোটের প্রয়োজনে, মায়াবতী, জয়ললিতা থেকে মনু-পোনুর কোলে চড়তেও দ্বিধা নেই।
  • h | 213.99.212.53 | ২৫ জুন ২০১২ ১২:১২539603
  • কল্লোল দা মাইরি কি আর বলবো, দেখা হলে বয়ঃকনিষ্ঠ হিসেবে, চড় খাওয়ার জন্য গাল পেতে দেব, তবে এই রকম একটা লোক, সেই যৌবন মাহাত্ম্য আর সিপিএম বিরোধীতায় এতটাই ব্যস্ত যে, কবীর সুমন যে পোনুদার কোলে তড়াক করে উঠলেন, এই খবরটা বেমালুম এড়িয়ে গেলেন। এখন কে কাকে আগে ফোন করেছিলেন, সেই নিয়ে স্পেকুলেশন চলছে।

    আর বুদ্ধিজীবী রা তো মেনলি প্রতিভার তদ্বিরে ব্যর্থতা ও সাফল্য অনুযায়ী রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন, তাঁদের কথা আর কি বলবো। মাতঙ্গিনী র জন্যও দুঃখ হয়, যাদবপুরে বাড়ি ঘেরাও কেস এ কত সমবেদনা পেলেন স্টার আনন্দ র কাছে, এখন হায় পাশে সুদু বিভিন্ন অনামী বিবেক ঃ-)
  • b | 135.20.82.164 | ২৫ জুন ২০১২ ১৩:০১539604
  • কবীর সুমনকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দে আছি। এতই যদি বিরোধী, তবে এম পি-র পোস্ট-টা ছেড়ে দ্যান না কেন?
  • h | 213.99.212.53 | ২৫ জুন ২০১২ ১৪:৩৪539605
  • দেখুন উনি ছাড়লে , মিডিয়াও আর ওনার কাছে গানের সিডি না বেরোলে আর যাবে না, ওনাকে নিয়ে আপনার ও দ্বিধা দ্বন্দ্ব ও থাকবে না, মমতাও অ্যাকোমোডেশন দ্যাখাতে পারবেন না, সিপিএম নিজে ছড়িয়ে , ঐতো ওরাও ছড়াচ্ছে , বা ঐতো ওদের ছড়ানো নিয়ে ওরাও বলছে বলে আনন্দ পাবে না।
    ছাড়া কি সমীচীন হবে? ;-)
  • কল্লোল | 129.226.79.139 | ২৫ জুন ২০১২ ১৫:৫০539607
  • হনু। দ্যাখ, কবীর সুমন পোনুর-মনুর কোলে চড়লো কি না চড়লো, তাতে আর কিই বা আসে যায়। খোলা বাজার ইত্যাদি নিয়ে সিপিএম তো যাকে বলে সাংঘাতিক বিরোধী। আমি অবশ্য এই নিয়ে সুমনের কোন কথা শুনিনি (আমি শুনিনি বলে নেই এমন নয়)। তবু, সুমন মমতার ঝাঁট জ্বালানোর জন্য পোনুকে ফোং করলো, আর মমতাকে টাইট দেবার জন্য সিপিএম পোনুর কোলে চড়লো, দুটোয় কিঞ্চিত বেশীই পার্থক্য। ভারতকে "সাম্রাজ্যবাদী"দের হাতে বেচে দেওয়ার অন্যতম রূপকারকে রাষ্ট্রেরপতি হতে, তোমার হাআঅত ধরে আমি নিয়ে যাআঅবো সখা....... বলাটা বেশ বালের।
    তোর অবগতির জন্য। আমার যৌবন কেটেছে সিপিএমএর হাত ধরার জন্য আকুলি বিকুলি করে। সিপিএম ধরে নি। মাইরী।
    ৬৯-৭১ সিপিএমএর সাথে পোচ্চুর ঝাড়পিটের পর। ৭৩ থেকে ৮৪ সিপিএমের সাথ চেয়েছি নানা বিষয়ে অসংখ্যবার। APDR এর প্রথম সভায় জ্যোতি বসুকে নিয়ে এসেছি। কিন্তু তারপর থেকে সিপিএম APDRএর ধারও মাড়ায় নি। ৭৭এ ছাড়া পাবার পর। প্রথম রাজনৈতিক কাজ ছিলো বামফ্রন্ট নির্বাচনী সহায়ক কমিটি গড়ে অশোক মিত্রের সমর্থনে নির্বাচনের কাজে নেমে পড়া। সেখানেও সিপিএম(এক্ষেত্রে ডিওয়াইএফ) আমাদের সাথে একসাথে সভা করেনি।
    ১৯৮৫ সাল পর্যন্ত রাসবিহারী-কেওড়াতলা-চেৎলা অঞ্চলে রাজনীতি করেছি পিপিএফ নামে সংগঠন গড়ে। নানান সমস্যায় সিপিএমকে সাথে পেতে চেয়েছি, আসে নি। ১৯৮৪ পর্যন্ত আমাদের অবস্থান ছিলো মন্দের ভালো হিসাবে বামফ্রন্টকে সমর্থন করা। ১৯৮৫তে আমরা কলকাতা কর্পোরেশন নির্বাচনে, নিজেদের প্রার্থী দেই। হেরে যাই।
    আর, আবাজ দিলে দে, কিন্তু যতটুকু করেছি, তাই নিয়ে আজও বেশ শ্লাঘায়িত আছি।
    চড়-টড়ে নেই। ফেচু-তে আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন