এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ২৮০৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:২২539708
  • যে জমি ব্যবহারযোগ্য নেই, তার বদলে অন্যত্র জমি দেবার কথা হয়েছিল তো !
  • aka | 85.76.118.96 | ২৭ জুন ২০১২ ০৮:২৮539709
  • সে তো দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছি। এমনকি রেলের শিল্পও হয়েছে। অন্তত পরিকল্পনা তো হয়েইছে। দেখা যাচ্ছে না এখনও, শুধু আইনি জটিলতা কেটে গেলেই দেখা যাবে। শুনেছি মাননীয়া মুখ্যমন্ত্রী সম্ভাব্য শিল্পের একটি স্কেচ ও উদ্বোধনের দিন কি গান গাওয়া হবে তার মিউজিকের নোটেশনও তৈরি করে রেখেছেন।

    এইসব বর্ষপূর্তি ন্যাকামো আর পোষায় না।
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:৩০539710
  • বুঝ্লাম না। সেগুলো দেওয়া হচ্ছে না বলে প্রোগ্রাম নেওয়া হচ্ছে বলেও তো আপত্তি !
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:৩৩539711
  • অন্যত্র জমি দেবার স্কিমও যখন আছে, তখন কংক্রীটের প্রসঙ্গও বুঝলাম না।

    হনুদাকে পরে লিখছি, ঐ অত্যুচ্চফলনশীলতার প্রয়োজনীয়তা সংক্রান্ত পয়েন্টটা নিয়ে।
  • aka | 85.76.118.96 | ২৭ জুন ২০১২ ০৮:৩৮539712
  • না প্রোগ্রামটা তখনই নেওয়া হচ্ছে যখন মিডিয়ায় আবার কভারেজ পেল। এদ্দিন ধরে এই লোকেদের চলছে কি করে?
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:৪৬539713
  • এখন একটা কমপেনসেশন প্যাকেজ আছে বলেই তো জানি। যদিও সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। আর সেজন্যই কোর্টে তাড়াতাড়ি সিদ্ধান্ত হওয়া প্রয়োজন !
  • h | 213.99.212.53 | ২৭ জুন ২০১২ ১০:০১539714
  • কল্লোলদার গোপন সিপিএম প্রেম এর মত আমার গোপন বাজার প্রেম টা, বাজার কে ডিফেন্ড করতে গিয়ে আকা দেখলো না মাইরি। আমি বাজারের নিন্দে না করে মোনোপলি র নিন্দে করেছি, এবং রিটেল চেন এর 'আন-অর্গানাইজ্ড' অবস্থা টাই, ব্যাপকতর পার্টিসিপেশনে এক অর্থে সাহায্য করছে এইরকম একটি অবসারভেশন করেছি। এটার মধ্যে তো বামপন্থী কিসু নেই, অ্যান্টি মোনোপোলি ল সব দেশে আছে, জাস্টিস ডিপারটমেন্ট ভার্সাস মাইক্রোসোফট মামলার বা ওয়ার্নার - ই এম আই মার্জার এর বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্ডারের আইনি বেস তো জ্যোতি বসুর বানানো না। মাইরি আকা।
  • কল্লোল | 129.226.79.139 | ২৭ জুন ২০১২ ১০:০৪539715
  • আকার বাঙ্গলাদেশের রাজনৈতিক অ্যানালিসিস নিয়ে Date:27 Jun 2012 -- 07:43 AM
    পোস্ট।
    মানুষ ভালো নেই। তার জন্য দায়ী এই ব্যবস্থা। খুব মোটা দাগে হলেও একথা সত্য, তা সে বিজ্ঞান হোক বা সূক্ষ্ম শিল্প। মার্কসের পুঁজিবাদী ব্যবস্থার ক্রিটিক ফোটানোর বহু লাফ ঝাপ হয়েছে কিন্তু ধরে ফোটানো যায় নি।
    বাজার ইন ইটসেল্ফ খারাপ ভালো হয় না, যদি তা সত্যকারের খোলা বাজার হয়। ঐ বস্তুটি আজ অবধি কেহ দেখে নাই। এক্কেবারে চাহিদা-যোগানের সরলমতি টানাপোড়েনেই যদি বাজার থাকতো তবে তো কব্বেই মোক্ষ মিলে যেতো। যদ্যপি এসব উদাহরণ খুব খুব খুবই দুদুভাতু টাইপ তবু......................
    আমাদের ভারতবর্ষে নাকি তেলের দাম এখন বাজার নিয়ন্ত্রন করে। তেলের কি একটাই কোং? আমি তো জানি তা নয়। তবে বেশী মুনাফা করার জন্য কোন একটা কোং দাম এট্টু কমায় না কেন? এই ধরুন IOতে ৭৭টাকা হলে HPতে ৭৬.৯৯টাকা বা SHELLএ ৭৬.৮৫টাকা হয় না কেন? বা আন্তর্জাতিক বাজারেও তো তেলের বহু বহু কোং। তারা কার্টেল করে কেন? তবে আর খোলা বাজার হলো কৈ? আসলে খোলা বাজার মানে ক্রেতারটা খোলা বিক্রেতারটা নয়, যাতে বিক্রেতা ইচ্ছেমতো ক্রেতার ইয়ে মারতে পারে। বাজার এইরকমই আনএথিকাল। তাই....................
  • h | 213.99.212.53 | ২৭ জুন ২০১২ ১০:০৮539716
  • আর লালের শেডে সবকিছুকে দেখতে পাওয়া এও এক ঘোড়া রোগ মাইরি। মমতা এত কষ্ট করে মাও ও ম্যাও তাড়ালেন, শহরে ও জঙ্গলে হাসি ফোটালেন, মায় ব্রীজে নীল সাদা রঙ লাগালেন, তুই সেটা কে লালের শেড হিসেবে দেখছিস। মাইরি এই সব প্যাঁকএর জন্য জেল যদি তোর হয়, আমি জামিন নিতে যাবো, কিন্তু দুজনের যদি একসাথে হলে কে যাবে? নকুরা তো সিপিএম ছাড়া কাউকে সমবেদনা জানাচ্ছে না।
  • কল্লোল | 129.226.79.139 | ২৭ জুন ২০১২ ১০:৩৭539719
  • ৩রা জুলাই নিয়ে আশাবাদী হয়ে থাকলাম।
  • PT | 213.110.243.21 | ২৭ জুন ২০১২ ১২:১৭539720
  • সেই কব্বে থেকে বলছি দীপঙ্কর ভট্টাচার্যকে যে আপনি বাপু একা পরবেন না কিছু করতে - তাহলে তো কবেই পাটনায় লাল পতাকা উড়্ত! তা সেই গরীবের কথা বাসি হলে কাজে লাগে। আর আবাপ যাই বলুক রাজাক্কের এই অবস্থানে আলিমুদ্দিনের তলায় তলায় সায় আছে বিলক্ষণ।

    তাই আমিও কল্লোলদার সঙ্গে for a change একসঙ্গে আশাবাদী রইলাম।
  • PT | 213.110.243.21 | ২৭ জুন ২০১২ ১২:২৪539721
  • উফ!! *পারবেন, *রাজ্জাক
  • a | 209.16.140.30 | ২৭ জুন ২০১২ ১৩:১৫539722
  • ৩ রা জুলাই এর আন্দোলন নিয়ে যারা "আশাবাদী", তাদের প্রশ্ন করা যাবে কি যে আন্দোলনটা ঠিক কি নিয়ে, কিসের জন্যে, কার বিরুদ্ধে আর এখন কেন?
  • PT | 213.110.243.21 | ২৭ জুন ২০১২ ১৩:২১539723
  • আমার উৎসাহ এই ভিন্ন মতের বাম দলগুলো একসাথে হওয়া নিয়ে। আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে কিনা সেটা সময় বলবে কিন্তু দেখা যাক সিঙ্গুর অনুঘটকের কাজ করে কিনা। বাকিটা -"পথেই হবে পথ চেনা"!!
  • কল্লোল | 129.226.79.139 | ২৭ জুন ২০১২ ১৩:৪৫539724
  • কং-তৃমূ-বিজেপি বাদ দিয়ে অন্যেরা একসাথে প্রতিবাদ করছে মমতার অবিমৃষ্যকারীতার বিরুদ্ধে। তাড়াহুড়ো করে আইন বানিয়ে এখন পরিস্থিতি লাটে তুলে দেবার জন্য দায়ী মমতা। সিঙ্গুর নিয়ে বাফ্রন্টের বাজে ভূমিকাকে একটুও ছাড় না দিয়ে, এই আন্দোলন হতেই পারে। যদি গতকাল বামফ্রন্টের বিরুদ্ধে মমতার সাথে চলা যায়, (৭২-৭৭ না ভুলেই) তো আজ মমতার বিরুদ্ধে বামফ্রন্টের সাথে হাঁটাই যেতে পারে।
  • h | 213.99.212.53 | ২৭ জুন ২০১২ ১৪:০৯539725
  • এই হারে মিলন ঘটে গেলে আমার হাতে সুদু পরকীয়া ছাড়া কিছু থাকে না, কিরকম একটা নজ্জা নজ্জা করচে।
  • bb | 24.96.101.0 | ২৭ জুন ২০১২ ১৪:১২539726
  • @ এই চাপ সরকারকে বাধ্যকরবে সিঙ্গুর নিয়ে কিছু ভাবতে আর করতে।
    সুপ্রীম কোর্টে গেলে আরো কয়েক বছর নিশ্চিন্ত সময় যাবে।
    ব্যক্তিগত ভাবে আমি মনে করি সিঙ্গুরে শিল্প হওয়া উ্চিত এবং তাড়াতাড়ি।
  • আর. টেগোর | 94.235.73.160 | ২৭ জুন ২০১২ ১৪:২১539727
  • যেন সময় এসেছে আজ ,
    ফুরালো মোর যা ছিল কাজ —
    বাতাস আসে হে মহারাজ ,
    তোমার গন্ধ মেখে ।
  • h | 213.99.212.53 | ২৭ জুন ২০১২ ১৪:২৮539729
  • ঃ-)
  • a | 209.16.140.24 | ২৭ জুন ২০১২ ১৫:১৬539730
  • সে কি? শুনলাম যে টি এম সি পি ই আন্দোলন করছে? এটা তাইলে আলাদা? কি যে সব হচ্ছে!!! শালার বাজার করতে লোকের ** ফাটছে, আর একই ইস্যুতে কিছু পাব্লিক আন্দোলন মারিয়ে চলেছে গত ৬ বছর ধরে, জাস্ট রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবার জন্যে। হাস্যকর, কিন্তু আজ আর হাসতেও ইচ্ছা করচে না!!
  • ডিডি | 120.234.159.216 | ২৭ জুন ২০১২ ১৫:২৮539731
  • হনুর ল্যাখা পড়ে খ্যাক খ্যাক করে হাসতে গিয়েও থমকে গেলাম।

    এক ভয়াবহ অশনি সংকেত - আপনেরা বোধয় কেউ আর খ্যাল করেন নি। এই সিপিএম আর অতি বামদের "কে প্রথম কাছে এসেছি' করে আস্তে আস্তে টেবিলের নীচে সলজ্জ ফুটসি খেলা থেকে শুরু করে সত্যই যদি এক মহান বৃহত্তর বাম ঐক্য গড়ে ওঠে তাইলে কি হবে ভাবলেও শিউড়ে উঠছি।

    চোখের সামনে দেখছি সেই আতংকময় দৃশ্য - পাতার পর পাতা টই খালি পরে থাকছে। একজন যদি বা কোনো প্রস্তাব করলো তো হুমড়ি খেয়ে বাকীরা "আমি ক" "আমিও ক্ক" ছাড়া আর কিছু লেখার পাবে না। নো তর্কো। নো অভিমান। নট কিচ্ছু। পিটি, হানু, কল্লোল, ঈশেণ, শিবু, রঞ্জন,মিত্তিরদা - ইত্যকার সকলেই ভেসে যাবে সেই ভুবনময় ক এর বন্যায়।

    হাতে থাকবে শুদু আমার মতন এক রাজনৈতিক ফ্রীক। সম্পুর্ন ডানপন্থী। ও তে কি আর পেট ভরবে রে দাদা?
  • PT | 213.110.243.21 | ২৭ জুন ২০১২ ১৬:৫৬539732
  • নাঃ, অত সহজে মিলমিশ হবে না। শোনেননি, লালন সারা জীবন হাপিত্যেশ করে বসে থেকে বুড়ো বয়সেও গাইছিল-"মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে??"
  • harmad | 132.248.183.1 | ২৭ জুন ২০১২ ১৭:০৮539733
  • bb দা কে সুপার ক্ক
  • aka | 85.76.118.96 | ২৭ জুন ২০১২ ১৭:২০539734
  • কল্লোল-দা ক্যাপিটালিজমের ক্রিটিক বলতে মার্ক্সের কোন তত্ত্ব বোঝালেন খোলসা করে লিখলে ভালো হয়।

    মানুষ ভালো নেই এর কোন জেনেরিক উত্তর নেই। যেমন সিঙ্গুরের ইচ্ছুক এবং অনিচ্ছুক চাষী যাদের জমি জমা কংক্রীট হয়ে পড়ে আছে তারা ভালো নেই আমার মতন কিছু পেছন পাকার কর্পোরেট বিরোধীতা। তার মানে এই নয় যে ভুপাল কেস হয় নি। ইত্যাদি।
  • h | 213.99.212.54 | ২৭ জুন ২০১২ ১৮:৩৮539735
  • ওমা আপনার গা-ই না ধুইয়ে দেবে বলেছে? মানে ইভেনচুয়ালি। প্রথমে এই আমাদের অংগ, তার পরে আপনি। সবেতেই বাঁশী আছে কপালে। রবি ঠাকুর খুব দূরদর্শী, তখন আমরাও কি আপনার নিন্দে করবনা কথা দিয়েছি বলুন?
  • কল্লোল | 125.241.78.10 | ২৮ জুন ২০১২ ০৬:৫৩539736
  • ক্যাপিটালিজমের ক্রিটিক বলতে আস্তো দ্য ক্যপিটাল, এছাড়াও আরও অনেক লেখা, যেমন ওয়েজ লেবার অ্যান্ড ক্যাপিটাল, ভ্যালু প্রাইস অ্যান্ড প্রফিট ইত্যাদি।
  • aka | 85.76.118.96 | ২৮ জুন ২০১২ ০৭:২৫539737
  • কল্লোল দা এটা অনেকটা ভগবান কোথায়? তিনি তো সর্বত্র রে পাগল টাইপ হল। তাও ধরুন জিজ্ঞেস করা হয়, যদি ভগবান মানে মার্ক্সের তত্ত্বের ওপর বাজি ধরতে বলা হয় তাহলে কোনটির ওপর বাজি ধরবেন?
  • Ishan | 60.82.180.165 | ২৮ জুন ২০১২ ০৯:০৭539738
  • সারপ্লাস লেবার।
    আমি এটার উপর বাজি ধরব।
  • কল্লোল | 129.226.79.139 | ২৮ জুন ২০১২ ০৯:২০539740
  • আকা। মার্কস তার বহু লেখায় বহু ভাবে ক্যাপিটালিজমের ক্রিটিক তৈরী করেছেন। আমি মার্ক্সের সম্পূর্ণ রচনাবলীর উল্লেখ করিনি। মাত্র তিনটে কাজের কথা লিখেছি। তাতে যদি আপনার মনে হয় আমি ভগবান দেখিয়েছি, তো আমি নাচার। তবু যদি অত আলোচনার মধ্যে একটা কিছু ধরতে বলা হয়, সেটা খুবই খন্ডিত হয়ে যাবে। শুধু সারপ্লাস লেবার/ ভ্যালু দিয়ে তো গোটা আলোচনাটাকে ধরা যায় না।
    অবশ্য আপনার যদি মনে হয় যে মার্কস আদতে ক্যাপিটালিজমের কোন ক্রিটিকই তৈরী করেন নি, তবে আলাদা বিষয়। আমি সেই তর্কে যেতে রাজি নই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন