এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ২৮০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০০:০৩539841
  • ধুর। অদ্দুর যেতে হবেনা। শেয়ার ফেয়ার সবাই কিনতে পারেনা। কিন্তু পাতি পাবলিকও ব্যাঙ্কে যায়। ব্যাঙ্ক টাকা রাখলে তাকে বিনিময়ে সুদ দেয়। এই সুদ কি আকাশ থেকে পড়ে? পড়েনা। ব্যাঙ্ক ইনভেস্টারদের টাকা ধার দেয়। তারা প্রফিট করে। প্রফিটের টাকা থেকে সুদ সহ ব্যাঙ্কের পাওয়া মেটায়। সেই টাকার অংশই আমানতকারীর কাছে আসে। মানে পুঁজিবাদী প্রফিটের (পড়ুন সারপ্লাস ভ্যালুর) সেও অংশীদার।

    কিন্তু এতদ্বারা কি প্রমাণিত হইল?
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০০:১৯539842
  • কিচ্ছু না। আপাতত উদ্বৃত্ত মূল্য কেন খারাপ বুইতে চাইছি।
  • প্পন | 122.133.206.25 | ০১ জুলাই ২০১২ ০০:৪৩539843
  • উদ্বৃত্ত মূল্য কী ও কীভাবে হিসেব করা হবে তাই এখনো বুঝিনি। এদিকে জীবনের আদ্ধেকের বেশি পার করে দিলাম।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০০:৪৮539844
  • আরে "উদ্বৃত্ত" শব্দটাই তো উদ্বৃত্ত। "বাড়তি" ঝামেলা।
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০০:৫৫539845
  • আবার লিখছি। আমার যে কি হবে। :(

    উদ্বৃত্ত মূল্য খারাপ কে কইল? খারাপ-ভালোর গপ্পই নেই। উদ্বৃত্ত মূল্য আছে বলে, এবং সেটাকে রক্ষা করার জন্য নানাবিধ ব্যবস্থা আছে বলে অর্থনৈতিকভাবে গোটা পৃথিবীর, এখন যা অবস্থা, সেই অবস্থা বিদ্যমান। তার মানে এই নয়, যে, পৃথিবীর সমস্ত অর্থনীতিক কর্মকান্ডই উদ্বৃত্ত মূল্য দ্বারা নির্ধারিত। কিন্তু মোটের উপর স্ট্রাকচারটা নির্ধারণে এর একটা বড়ো বা মূল ভূমিকা আছে।

    যেমন ধরুন, উব্দৃত্ত মূল্য থেকে আসে প্রফিট, বাজার ধরার লড়াই। সেখান থেকে উপনিবেশ, দুটো বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধের পর পোস্ট কলোনি। আয়ের বৈষম্য। পৃথিবীর অনুন্নত-উন্নত এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়া। পোস্ট কলোনি বললেই আসে ভারতীয় স্বাধীনতা। সঙ্গে আসে দেশভাগ। গরীব পশ্চিমবঙ্গের দেওয়াল লেখা। :) ইত্যাদি। এসব যাদের পছন্দ নয়, তারা উদ্বৃত্ত মূল্যকে খারাপ বলতে পারেন। যাদের পছন্দ তারা ভালো বলতে পারেন।

    আর উদ্বৃত্ত মূল্য মাপা খুবই সহজ। আমরা CTC বলে একটা জিনিস জানি। সঙ্গে যদি কোম্পানিরা BTC বলে একটা মাল চালু করে, মানে বেনিফিট টু কোম্পানি, তাহলে লং রানে সমস্ত কোম্পানির BTC -CTC হল উদ্বৃত্ত মূল্য। মোটামুটিভাবে।
  • প্পন | 122.133.206.25 | ০১ জুলাই ২০১২ ০০:৫৮539846
  • এইটুকু জানি। ধরো, একজন সফো আমাকে কাস্টমারের কাছে বিল করে আমার কাজের জন্য ৮০ টাকা আদায় করে। এদিকে আমার স্যালারি হল ধরো ২৩ টাকা। কাজেই ৮০ - ২৩ = ৫৭ টাকা হল উদ্বৃত্ত মূল্য। তাই কি?
  • প্পন | 122.133.206.25 | ০১ জুলাই ২০১২ ০০:৫৯539847
  • * একজন সফো (আমাকে)
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:০৩539848
  • খুব গোদা ভাবে বললে তাই ই। মানে লং রানে এরকমই চলছে ধরে নিলে, এবং অ্যাকাউন্টিং এর জটিলতায় না গেলে।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০১:০৩539849
  • মার্ক্সীয় অর্থনীতির ভিত্তি হল LTV - Labour Theory of Value, সোজা বাংলায় যা হল -- the value of a commodity is related to the labor needed to produce or obtain that commodity। আজকের যুগে এই রুল ইউনিভার্সালি অ্যাপ্লাই করে ভ্যালু বিচার করা টাফ। শ্রম বা লেবারের ডেফিনিশন বদল হচ্ছে, নলেজ ইকনমি, অটোমেশনের যুগে খুবই কনফিউজিং।
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:০৭539851
  • কোনো কিছুরই ফার্স্ট প্রিন্সিপলের রুল ইউনিভার্সালি সব জায়গায় প্রয়োগ করা যায়না। কারণ দুনিয়াতে কোনো কিছুই "বিশুদ্ধ" নয়।
    তার উপরে আজকের যুগে সবই কনফিউজিং। আধা খ্যাঁচড়া গ্লোবালাইজেশন, শেয়ার বাজার, ব্যাঙ্কের মালিকানা, কর্পোরেশনের মালিকানা, বাজরের ক্রমাগত ওঠা এবং নামা। কোনো কিছুতেই কোনো থিয়োরি খাপে খাপ বসেনা। সে আর কি করা যাবে।
  • lcm | 79.236.170.152 | ০১ জুলাই ২০১২ ০১:০৯539852
  • এগ্‌জ্যাক্টলি। মার্ক্সশিস্ট ইকনমিক থিওরি নিয়ে এখন বেশী ভ্যাজর ভ্যাজর করে কি হবে।
  • প্পন | 122.133.206.25 | ০১ জুলাই ২০১২ ০১:১১539853
  • কিন্তু সব সফো তো সেই ৫৭ টাকা ঘরে তুলতে পারবে না। কারণ সে নিজে নিজে সেই কাস্টমারের কাছে গিয়ে মাল বেচতে পারবে না। তার চাই একটা উৎপাদন ও বিপণনের প্ল্যাটফর্ম যেইখানে থেকে সে তার উৎপাদিত পণ্য/পরিষেবার একটা মূল্য পাচ্ছে। নইলে এমনো হতে পারে যে সে তার স্কিল বেচতে না পেরে না খেতে পেরে মরল।

    তো, বুঝলাম এইভাবে সমাজে ধীরে ধীরে অসাম্য বেড়ে চলে। নতুন উৎপাদন ও বিপণন পদ্ধতি আবিষ্কারের সাথে সাথে সেই অসাম্যবৃদ্ধির হার বাড়তে থাকে। তো, এর দাওয়াই হল হয় নিয়ন্ত্রিত বা রাষ্ট্র পরিচালিত বাজারব্যবস্থা অথবা সমবায় পদ্ধতি।

    ঠিক বুঝলাম?
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:১২539854
  • গ্লোবালাইজেশন নিয়ে ভ্যাজর ভ্যাজর করেই বা কি হবে।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০১:১৫539855
  • এবং সেই থিওরিকে ক্যাপিটালিজমের অব্যর্থ ক্রিটিক বলে অ্যাজিউম করে ক্যাপিটালিজম নিপাত যাক বলারও কোন অর্থ নেই।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০১:১৬539856
  • আরে গ্লোবালাইজেশন না হলে আম্রিগার ওষুধ ভারত পাবে কি করে?
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:১৭539857
  • এবং মার্কসের সমালোচনার নামে নিজস্ব অ্যাজেন্ডার প্রচার করারও কোনো অর্থ নেই।

    প্পন। মার্ক্সের মতে দাওয়াই প্রায় এরকমই। প্রায় লিখলাম, কারণ টেকনিকাল লোকজন এখনই খুঁত ধরবে। নইলে বাংলাতে ওরকমই। :)
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০১:২০539858
  • আরে কোথায় নিজের অ্যাজেণ্ডা? কি মুশকিল। হলুদ হয়ে যাওয়া লেবার সারপ্লাস দিয়ে আজকের যুগের টয়োটা প্রোডাকশনের ক্রিটিক করলে অ্যাজেণ্ডা ছাড়াও অন্য গল্প আছে তাকে বলে সত্যের পথে অবিচল। ঃ)
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:২১539859
  • মার্ক্সবাদ না থাকলেই বা দেশে দেশে সোসালিস্টরা ইলেকশনে জিতবে কিকরে? আর দেশে দেশে সোশাল সিকিউরিটি, ইউনিভার্সাল হেলথকেয়ারই বা থাকবে কি করে?

    আর ওষুধ না পেলেই বা কি। কটা লোক মরে যাবে। আফ্রিকায় ওরকম কতো কতো লোকই তো মরে।
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:২৪539860
  • টয়োটা প্রোডাকশনের ক্রিটিকটা সারপ্লাস লেবার দিয়ে করলে কোথায় আটকায়? সেটা পরিষ্কার এবং যুক্তিগ্রাহ্য করে বললেই মেনে নেব। হলদে হয়ে যাওয়া ইত্যাদিকে বলে ট্যাগিং। ওসব চটকদার কথা আপ্তবাক্যের মতো পশ্চিমবঙ্গের দেয়ালে ঝুলিয়ে রাখলে জমে ভালো। কিন্তু আলোচনায় চলেনা।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০১:২৬539863
  • এইত্তো মুশকিল কমরেড, পোস্ট মার্ক্স মার্ক্সিস্টরা কেউই মার্ক্সকে ভগবান বলে না, তাদের কাছে মার্ক্সবাদ শুধুই রেটোরিক, মানে শিখণ্ডি আর কি। সেইসব সোশাল ডেমোক্রেট যারা এই সত্য মেনে নিয়েছে তারা এক্সিস্ট করবে, আর বাকি যারা মার্ক্সবাদী তারা হারিয়ে যাবে, যেমন ডাইনোসররা গিয়েছিল।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০১:২৭539864
  • সারপ্লাস লেবারের মূল তত্ত্ব হল প্রফিট বেসিকালি লেবারের কন্ট্রিবিউশন রাইটো?
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০১:৩১539865
  • "আর বাকি যারা মার্ক্সবাদী তারা হারিয়ে যাবে, যেমন ডাইনোসররা গিয়েছিল" -- এর চেয়ে ভালো আপ্তবাক্য পশ্চিমবঙ্গের দেওয়ালেও লেখা হয়নি। ইফ ইউ ক্যান নট বিট দেম জয়েন দেম। :)

    আর সারপ্লাস লেবার নিয়ে আমার বক্তব্য আমি জানিয়ে দিয়েছি। তার উপর দাঁড়িয়ে ক্রিটিক থাকলে করুন। এই ওয়ান-লাইনারের কোচ্চেন অ্যান্সার দিয়ে ওই দেয়াল লেখাই হয়। আলোচনা হয়না।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০১:৪৩539866
  • ঈশান আপ্তবাক্য কোথায়? সিপিএমের লেটেস্ট অ্যাজেন্ডা দেখুন কমরেড। চীন দেখুন কমরেড। পৃথিবীর ইতিহাসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ন্যাচারাল ট্রানজিশন কি? ইউকের লেবার পার্টি কি? আম্রিগার সোশাল ডেমোক্রেটরা কি?

    মার্ক্সকে বেঞ্চমার্ক ধরে বাজার উড়িয়ে দেওয়া, রাষ্ট্র তুলে দেওয়া হঠকারিতা।
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০২:৩৩539867
  • সারপ্লাস ভ্যালুর কোনো যুক্তিগ্রাহ্য ক্রিটিক পেলাম না এখনও। টয়োটা প্রোডাকশনের ক্রিটিক সারপ্লাস ভ্যালু দিয়ে করলে সমস্যা কোথায় জানতে পারলাম না। পেলাম শুধু কয়েকটা নেম ড্রপিং। অপেক্ষায় রইলাম।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০২:৩৮539868
  • কারণ আপনিও সারপ্লাস ভ্যালু ব্যাপারটা ঠিক কেন ক্যাপিটালিজমের সবথেকে কম্পেলিং ক্রিটিক সেটা বলেন নি। প্রফিট ম্যাক্সিমাইজেশন আর সারপ্লাস ভ্যালু এক না। আর দ্বিতীয়ত, দুইখান বিশ্বযুদ্ধ শুধু মাত্র ক্যাপিটালিজমে প্রফিট তৈরি হয় বলে হয়েছিল এটা অত্যন্ত সরল হিসেব।

    আপনি বলুন সারপ্লাস ভ্যালু কেন ক্যাপিটালিজমের সবথেকে কম্পেলিং ক্রিটিক তারপরেই বলছি।
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০২:৪৮539869
  • ধুর। প্রশ্নটা ছিল মার্ক্সের কোন তত্ত্বে আমি বাজি ধরব। আমি বলেছি সারপ্লাস ভ্যালুতে বাজি ধরব। বাজি ধরার ক্ষেত্রে এ নেহাৎই ব্যক্তিগত পছন্দ। ওর জায়গায় এলিয়েনেশনও বলা যেত। এশিয়াটিক মোড অফ প্রোডাকশনও বলা যেত। যার যা পছন্দ। অবজেক্টিভ অর্থে কোনটা সবচেয়ে কম্পেলিং সেই তর্কেই আমি নেই।
  • aka | 85.76.118.96 | ০১ জুলাই ২০১২ ০৩:০১539870
  • তাহলে বিশেষ তক্কোও আপনার সাথে নেই কমরেড। ঃ)

    আসলে তো তক্কো হচ্ছিল কল্লোলদার কথা নেই, আপনি ঝাঁপায়ে পড়লেন সারপ্লাস ভ্যালু নিয়ে তো সে দোষ আমার নয়। মধ্যে থেকে কল্লোলদা আপিসে চাপ খেয়ে গেলেন।
  • pi | 81.206.11.78 | ০১ জুলাই ২০১২ ০৮:০১539871
  • কেউ ছাড়া পেলেন না। ৬ই জুলাই অব্দি কাস্টডি দিল।
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০৮:২৯539872
  • তক্কো নেই তো বেশ। কিন্তু জানা বাকি রইল।
    এক। সারপ্লাস ভ্যালুর যুক্তিগ্রাহ্য ক্রিটিক।
    দুই। টয়োটার প্রোডাকশনের বিশ্লেষণ সারপ্লাস ভ্যালু দিয়ে কেন করা যাবেনা।
  • কল্লোল | 111.63.253.5 | ০১ জুলাই ২০১২ ১০:১৫539874
  • আকা। আপনার সারপ্লাস ভ্যালুর উপকারীতা পড়ে তখন পাগল পাগল লাগছিলো। তার ওপর দোকানের চাপ। সে যাই হোক, ঈশেন ঠিকই বলেছে পসন্দ আপনা আপনা। তবে, মার্ক্স সায়েব ওরকম ভাবেন নি। ভদ্রলোক খুব একটা চিন্তা ভাবনা করতে পারতেন বলে মনে হচ্ছে না, ইয়ে মানে, আপনার সঃভ্যাঃর উপকারীতা পড়ে তাই মনে হলো। এতো সহজ ব্যাপার, রাণাঘাট-ডয়মনারবার-তিব্বত, তা না যতো কাঁদুনি, প্রলেতারিয়ার মজুরী মেরে দিলো রে, ঝেড়ে দিলো রে। এমন কি খাস্তা লোকে গান পর্যন্ত বেঁধে ফেললে - কম মজুরীর গোপন চুরি / মুনাফা হয় যার ফলে।
    যাউগ্গিয়া। মতে মিললো না আপনার সাথে। কি আর করা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন