এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ২৮০৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.84.10 | ২৬ জুন ২০১২ ২২:০৯539675
  • তবে সোস্যাল হাউজিং নিয়ে পয়েন্টে অনেকটা ক।

    আর শুধু তাই নই, গ্রাম থেকে শহরে এত মাইগ্রেশন হতে হচ্ছেই কেন, ডেভেলপমেন্টের এই মডেল নিয়েও কথা হওয়া দর্কার। বিশেষ কিছু শুনিনা তাই নিয়ে। কতিপয় লোকজন ছাড়া।
  • আমি বাতাস বলছি | 127.194.242.117 | ২৬ জুন ২০১২ ২২:২৯539676
  • হাবু রে ছি পি এম্মা-র মাস বেস? ওডাতো ভায়া পড়ে পাওয়া চোদ্দ আনা। লেবারদের বাংলা ইউনিয়ন নিয়ে মুসলমান নেতাদের মাথা কন ব্যাথা ছিল? সেইডা পাইলো, বানায়াও ছিল কিছু, কম পাট্টি। তারপরে হইল গিয়ে চাষা। দ্যাশ ভাগের পর হেইডাও পাইলো অবিভক্ত কম ভক্ত রা। ইন গ্র্যাজু ছি পি আই কং কং ভাই কত্তি লাইগলো। সোভেত বাবার হুকুমে নেহরু চাচার ঝুলি, ইন্দিরাম্মার ঝোলাতে উঁকিঝুঁকি। পাট্টি ভাগ। কয়টি পকেট ছাড়া ছিপিয়াই অনেক আগেই হাওয়া। এখন তো কই ভাই ছি পি আই কপিরতে হয় লন্ঠন নিয়ে খুঁইজতে বাইরোলে।
    কৃ-প্র-পার্টির মাস বেস কৃষক সভা, ইউনিয়ন অবিভক্তের। হেইডার পর ধরেন শিক্ষক। মাইনে। সরকারী কর্মচারী। মাইনে। পাশে আইলো। সাতাত্তরের ভোট মাস বেসে, না লুকে কং না ভালবাসায় পাইছিল হেইডা এট্টু কইতে হইবে। সাতাত্তরের পরে ক্ষমতায় থাকার সুযোগে সং বাড়ানো। গ্রামাঞ্চলে জোতদার, বড় ও মইধ্য কৃষক যা কং আছিল সব কম হইল। কৃষিজমির সংস্কার তাই কং আমলেরও কম। মহাজন সরানো গেল না। সমবায় ব্যাঙ্কের মাল হরফ করলো কারা? চাষী ঋণ নিয়ে? নাকি ওই বেনামী জমির মালিকরা? তারা আবার বাহিনী বানালো নানা রকম। হার্মাদ, ভৈরব কি আইজকার ট্র্যাডিশন। বর্ধমানের লালকুর্তা হরে কোঙার, বিনয় কোঙারের নেতৃত্বে কি কইরেছে? কন কত্তা একবার? হাতে পুলিশ, বাজেটে পুলটিশ। নির্বাচনের পরে নির্বাচনে যদ্দিন কিছু কিছু পাইয়ে দ্যাওয়া গ্যাছে গা তদ্দিন গ্রামের মাস বেস হেক্কর হইছে।
    নন্দীগ্রাম-সিঙ্গুর-এ ছোট চাষার কতটুকু বিষয় আছিল। গ্রাউন্ডে বিশ্লেষণ হউক? যে মধ্য ও বড় চাষার হাত ধরা সেই দেখলো ছিপি এম্মা কেলাচ্ছে। পাল্টি। খেতমজুর নিয়ে কবে কৃষক সভার মাথা ব্যাথা আছিল? থাইকলে মজুরী বাড়ে নাই ক্যা? গরমেন্টের রোজ তো ছাড়ান দ্যান, বর্ধমানের রেট ক জায়গায়? একটাই ক্ষেতে ক শিফটে ক দল ক্ষেতমজুর কাজ করেছে? তারা ক দফা কইর‍্যা কাজের বাঁটোয়ারা থিসিসে ক পয়সা পাইছে দিনে?
    কত্তারা সুজা কথায় আসেন। মাস বেস ঘুচে গেইছে। পঞ্চা পঞ্চায়েতেই বাইরোবে।
    তয় কি তিনো খুব গ্রাম্ভাবিয়া গেরামভারী? হুস। হুস হুস। দলে দলে নাম লেখাচ্ছে ওই গ্রামের মোড়ল-মাতব্বর। দশ বছর। আবার পেট চেপে চাষা, রাস্তায় বসা। অবিশ্যি গোপনে বড় বাণিজ্যিক সমবায় চলতিছে। জমির ধান যন্ত্রে কাটছে। ক্ষ্যাতমুজুরের কাজ খতম। ম্যাকিনসে তাই কয়েছিল। গ্রামাঞ্চলে যদি কেউ লড়ে তবে খ্যাতমুজুর। যে পাট্টি তার নেতৃত্ব দিবে সে তার। দিবে ক্যাডায়? কুন হালায় নব বাণিজ্য নীতির বাইরে দাঁইড়্যে? শহরে হুলো, কেলো, ভুলো, লালো হগগলি ছিপি এম্মা থেকে তিনো হইছে এহনে। পটশ বাবু লাইল রাইত অব্দি বাম সমর্থক বুদ্ধিজীবি, আইজকায় তিনি তিনো ধম্মী। পাড়ায় পাড়ায় ছিপি এম্মা কর্মী-সংগঠক ট্যাঁ-ফোঁ নাই। বাড়িতে শুধু চোপা। নয় এই অন্তর্জালে। যারা তাও জানেন তারা। দিনে দিনে মাস্তান দিয়া মাস বেস সামলাইয়া কোমর ভাইঙা গ্যাছে গা। এঁয়াদের নুনা ডাঙা?
  • আমি বাতাস বলছি | 127.194.242.117 | ২৬ জুন ২০১২ ২২:৩০539677
  • বুঢ়বক বুদ্ধের তালিকায় শুরুতেই ছিল্প, বেচে দেওয়ার গল্প। তো? কিয়ের লগে যাইবো নুনা ডাঙা? আর যাইতে প্রাণ নিলেও ন্যাতাদের পাছার চামড়া মোটা, গায়ে শীতাতপের আমেজ। কুন হালায় ডান্ডা খাইতে যায়? শহরে ক্যাডার? এত্তকাল মাস্টারি থিকা আই টি টার্গেট রাখা চিজ। প্রোমোটারি, মাল সাপ্লায়ার- নিদেন পক্ষে? কত্ত দম ধরে যে কেলানি খাইতে যায়? তাইলে পাড়ায় পাড়ায় প্রতিরোধ হইতো। নুনা ডাঙায় ভাঙা ড্যানা?
    এইবার কিছু নিষ্ঠুর কথা কই? নুনা ডাঙায় যারা তারা গ্রাম থিক্যা আইছে তো? তো গেরামের বাকীরা কি দোষ করে? হগগলে কলকেতা আইলে জাগা হবে? দিবেন কেউ? গেরাম গঞ্জে লড়াই জোদ্দার না হলি এইহানে কিয়ের পরিবর্তন লাগে? সেই লড়াই ছাইড়্যা নুনা ডাঙায় ফ্ল্যাট নিবা কি ভালা কাম? জমির দখল যায় বড় কৃষকের হাতে। ছুট জোত কদ্দিন এইভাবে? জমিতে রাসায়নিকে মাখোমাখো। ফলন কমে। চাষের কর্পোরেটাইজেশনের রাস্তায়। বাজারে ফড়ের নিয়ন্ত্রণ কে ভাঙে? মাদার ডেয়ারী? ফুঃ। জমির সংস্কার নাই। সেচের নাই। ডিজেলে ডিজেলে ছয়লাপ। ভূমির উপরের জল ক্যামনে কামে লাগে আরো চিন্তা নাই। নীচের জল তুলে নিলে কদ্দিন? জল ধরে কে? কয় হাজার ধান বৈচিত্র্যের কয় অংশ বাকী? পঁয়তাল্লিশ খানা? কম জলে বেশী ধান, জৈব সারের উন্নতি কে করে? নুনা ডাঙাতেই হগগল লড়াই? এইগুলা কে লড়ে? বাজার চাইনে বলে খুব কষি চ্যাল্লালে বাজারবাদ কি ভয়ে যাবে? বিকল্প কি? উচ্ছেদ, ব্যবস্থা-বিহীন হলে খুব খারাপ। কিন্তু উচ্ছেদের কারণ নিয়্যা য্যাখন সরকারেরা লড়ে না ত্যাখন নাগরিক/সুশীল/কুলশীল হগগলে কি কেত্তন কইরবে? না আসল লড়াইডারে মন দিয়্যা লইড়বে? লইড়তে দল লাগে তয় দল করেন। যে সকল দল এদ্দিন মানুষরে লাথি মারছে তারা কাইল-ও মারবে। দল করেন তো নিজেরা করেন। ভোটের দল না করেন তো গেরাম উন্নয়নের দল করেন। গেরামে গেরামে ঘুরে ফিরে দ্যাহেন। বন্দুকের দল না করেন তো চেতনার দলডাতো করেন। দল না করলি জাইনবেন কি কইর‍্যা কত্তা কত্ত ধানে কত্ত চাইল? গেরামে উন্নয়নে যাবেন তো পিছে ফেউ লাইগবে। এচাল ওচাল বেচাল হলিই মাওবাদী কইবে। পরের বার থানায়। তারও পরের বার হলি সিধা কেলানি। পুলিশ, লুম্পেন যেই হোক দিবে। তবে না জয় বাংলা গেরাম বাংলার কতা হবে? আর শ্যাষ কতা কই। গেরাম বাংলায় এক দলের শাসন চলে। গত পঞ্চাশ না ২৫০ বছর চলে। তারা হল জমি মালিকের দল। বাকী সব দল কে তাদের কাছের এই নিয়্যা কোন্দল করে শুধু, আর কিছু না।
  • PT | 213.110.243.21 | ২৬ জুন ২০১২ ২২:৩৪539679
  • মডেল নিয়ে যাদের মাথা ঘামানো দরকার তারা কি করছে? মনে হচ্ছে যে যাদের হাতে "ভুল" মডেল জনগণ তাদেরকেই নির্বাচিত করে শাসন ক্ষমতায় বসাতে পছন্দ করছে। আর জনগণ যেহেতু সব সময়েই ঠিক তাহলে ধরে নেওয়া যায় গু-চ-র কতিপয় লেখক ছাড়া বেশীর ভাগ মানুষই এই মডেলকে পছন্দ করছে!!
  • a x | 138.249.1.202 | ২৬ জুন ২০১২ ২২:৩৪539678
  • হনু কে হাবু কইল!!
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ২২:৪৬539680
  • এই যেমন, তৃণমূলের মডেল ? ঃ)
  • h | 127.194.227.33 | ২৬ জুন ২০১২ ২২:৫৪539681
  • বাতাস বা নকলি বাঙ্গাল এর এই অ্যানালিসিস টার সুবিধে হল, এটা ম্যাকিন্সে রিপোর্ট এর একটু স্বদেশ্প্রেমী তর্জমা। যে কোনো মুহুর্তেই কর্পোরেটাইজেশন এবং অর্গানাইজড সেক্টরের লজিকে এটা কে ব্যবহার করা যেতে পারে। যেমন ধানের বৈচিত্র বা ক্ষেত মজুরের আনার্গানাইজ্ড মাইনে।
  • PT | 213.110.243.21 | ২৬ জুন ২০১২ ২৩:৩১539682
  • আমি বাতাস বলছি-র বাণীগুলোর বাংলা অনুবাদ পেলে পড়তে সুবিধে হত।
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ২৩:৩৫539683
  • 'জমির দখল যায় বড় কৃষকের হাতে। ছুট জোত কদ্দিন এইভাবে? জমিতে রাসায়নিকে মাখোমাখো। ফলন কমে। চাষের কর্পোরেটাইজেশনের রাস্তায়। বাজারে ফড়ের নিয়ন্ত্রণ কে ভাঙে? মাদার ডেয়ারী? ফুঃ। জমির সংস্কার নাই। সেচের নাই। ডিজেলে ডিজেলে ছয়লাপ। ভূমির উপরের জল ক্যামনে কামে লাগে আরো চিন্তা নাই। নীচের জল তুলে নিলে কদ্দিন? জল ধরে কে? কয় হাজার ধান বৈচিত্র্যের কয় অংশ বাকী? পঁয়তাল্লিশ খানা? কম জলে বেশী ধান, জৈব সারের উন্নতি কে করে? নুনা ডাঙাতেই হগগল লড়াই? এইগুলা কে লড়ে? '

    ক্কঃ।
  • lcm | 138.48.127.32 | ২৬ জুন ২০১২ ২৩:৪২539685
  • নেক্সট ইলেকশন তো দেরী আছে, এখনই এত হৈ চৈ কিসের। ভোট আসার আগেই নোনাডাঙা মিষ্টি জলে ভরে যাবে - ফালতু এখন এনার্জি খচ্চা করে কী হবে!
  • aranya | 154.160.226.53 | ২৭ জুন ২০১২ ০০:৫০539686
  • বাতাস-কে অনেক ক দিলাম।
  • Sibu | 84.125.59.177 | ২৭ জুন ২০১২ ০০:৫৩539687
  • কাল গিন্নি ক'দিন ননদের বাড়ী ঘুরে ফিরলেন। তেনার লাল-নীল মাছেদের খাওয়া, টমেটো গাছের জল, এইসব খবর দিতে দিতে বেলা পেরিয়ে গেল। এর মধ্যে সুতো বেশ এগিয়েছে দেখে বড্ড ভাল লাগল কমরেডস। এই প্রগতি জারি থাকুক।

    যাই, লুঙ্গির তদারক করি গে।
  • সিদ্ধার্থ | 141.104.247.129 | ২৭ জুন ২০১২ ০৩:০২539688
  • আমি প্রায় গত ৫ বছর ধরে গুরু পড়ে কল্লোলদার মুখে অ্যাট লিস্ট ছাপ্পান্ন বার শুনেছি বাহাত্তর থেকে সাতাত্তর সিপিএম কিছু করেনি, অন্যেরা লড়েছে, সিপিএম ঘাপটি মেরে থেকে গুছিয়ে নিয়েছে। আমার সন্দেহ ছিল পঞ্চান্ন বার। আজ আবার গুনলাম। ..

    না থাকতে পেরে একটাই কথা বলে যাই। নক্সালদের/ এপিডিআর-এর ঘাম ঝরানো আন্দোলনের গুড় সিপিএম খেয়ে গেলে সেটা সিপিএম-এর হারামীপনা যেমন, তার থেকেও বেশি নক্সালদের নিজেদের গান্ডুমী ঃ)

    সিপিএম তো হারামী বটেই। তবে যারা এই হারামীদের ক্ষমতায় আনার জন্য ৭২-৭৭ রাস্তায় নেমে পুলিশের মার খেল, তাদের ইন্টেলিজেন্স লেভেল টা ভেবেই একটু ঃP .
  • lcm | 138.48.127.32 | ২৭ জুন ২০১২ ০৩:২৭539689
  • পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির পরোক্ষভাবে অনেক ক্ষতি করেছে নকশাল আন্দোলন, ডিপ ড্যামেজ, ছাত্র রাজনীতি-র বারোটা বাজিয়েছে।
  • কেলো | 127.254.78.166 | ২৭ জুন ২০১২ ০৩:৩১539690
  • বাতাসদাদা,একডা কতা কমু?

    শহরের হুলোদা, ভুলোদা ও লালোদার মত কেলো কিন্তু কুনোদিন সিপি এম্মে সিলো না, আজও সে তিনো অয় নাই।
    হুলোদা, ভুলোদা ও লালোদারে নিয়া সিন্তা নাই, আজ তারা তিনো হইসে কাল বিসেপি অইব পশশু সপা অইব। যকন যেমোন তকোন তেমন।
    আফনি যেমোন কইসেন - “যে সকল দল এদ্দিন মানুষরে লাথি মারছে তারা কাইল-ও মারবে” হুলোদা ভুলোদা লালোদা তো তাই চায়। তারা সব অইসে কিল মারার গুসাই। যে দল তাগোরে সেই সুবিদা দিবো তারা হেইকানেই যাইয়া নাম লিকাইবো। তাই কই, অগোরে নিয়া সিন্তা নাই।

    মুশকিল অইসে কেলোর।

    সে মাকু না, নকু না, তিনো না, সে সিরডাকাল 'ব্যাদরা' লুক অইয়াই রইয়া গেল। সে কেবলই ঝুপের মইদ্যে গা ঢাকা দিয়া মনে করাইয়া দেয় - 'মহারাজ, পাকিডা দ্যাখসেন কি?'

    জিগায় আর কানমুলা খায়, আবার জিগায়....
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৩:৪১539691
  • কোন রাজ্যের ছাত্র রাজনীতি আশাব্যঞ্জক ?
  • কল্লোল | 125.242.218.28 | ২৭ জুন ২০১২ ০৪:১৫539692
  • সিদ্ধার্থ। ইন্দিরা গান্ধীর দুই ছেলে। সেটা আমি চার লক্ষ বার বললেও, দুই ছেলেই, সাড়ে তিনবার বললেও দুই ছেলেই।
    নকশালেরা গান্ডু, সে তো আমিই বললাম। একটা পর্যায়ে তারা বোঝেই নি যে তারা পুলিশের ফাঁদে পড়ে গেছে।
    ৭২ থেকে ৭৭ APDR সত্যিই ঘাম রক্ত ঝরিয়েছে, ফলতঃ জরুরী অবস্থায় নিষিদ্ধ হয়েছিলো। কিন্তু সে ঘাম রক্ত ঝড়ানোর ফলে ৭৭এ সিপিএম এসেছে এমন দাবী আমি কোথাওই করিনি। ৭৭এ সিপিএম এসেছে মূলতঃ ১) ইন্দিরা বিরোধী হাওয়ায়। নব কং সারা ভারতেই ধুয়ে মুছে গেছিলো। ২) পব জনতা দলের ঘাওড়ামীতে। যদি মনে থাকে (না থাকারই কথা), ৭৭এ বিধানসভা নির্বাচনে সিপিএম, জনতা দলের সাথে জোট বাঁধতে চায়। জনতা দলকে সিপিএম নিজেদের চেয়ে অনেক বেশী সিট ছাড়তে চেয়েছিলো। প্রফুল্ল সেন ও দিলীপ চক্রবর্তির ঘাওড়ামীতে জনতা একাই লড়তে যায় ও কেস খায়। সেটা না হলে কি হতো, তা নিয়ে ভেবে লাভ নেই, তবে বামফ্রন্টের জায়গায় বাম-গণতান্ত্রিক ফ্রন্ট হতো, এটা বলাই যায়।
  • কল্লোল | 125.242.218.28 | ২৭ জুন ২০১২ ০৪:৩৭539693
  • হনু। আমার সিপিএম প্রেম। কারাগার বধ্যভূমি...................তে বহুবার লিখেছি। আজ নতুন নয়। তবে প্রেম নিঃশর্ত ছিলো না। শেষ পর্যন্ত তা উবে গেছে ১৯৮৫ সাল নাগাদ।
    ৭২এ জেল থেকে বেরোনোর পর, বহুবার বহু বন্ধুর সাথে নকশাল আন্দোলন নিয়ে কথা হয়েছে। আমার ও আমার অনেক বন্ধুর মত, ৬৭তে সিপিএমের স্ট্যান্ড তাত্ত্বিক দিক থেকে নকশালদের চেয়ে বেশী ঠিক ছিলো। কিন্তু যুক্তফ্রন্ট সরকারে থাকার জায়গা থেকে প্রচুর ভুল পদক্ষেপ নিয়েছিলো যা তাদের তখনকার তাত্ত্বিক স্ট্যান্ডের সাথে যায় না।
    ১৯৮৫তে এসে আমাদের মনে হয়, এই সিপিএম, পাল্টাতে পাল্টাতে এমন জায়গায় গেছে, যেখানে থেকে আর কোনদিন তারা ৬৭র শুদ্ধতার জায়গায় ফিরবে না।
    তারপর অবশ্যে আমার চিন্তাও পাল্টেছে। আমিও আর মার্কসবাদী থাকিনি।
    আর বাকি থাকলো বিমান। সে জানতো। একজন, যার সাথে আমার ১৯৮৫ সাল পর্যন্ত মতে মিলতো, সে প্রাক্তন নকশাল হয়েও তার জীবিকার জায়গা থেকে বুদ্ধ-বিমানের খুব কাছের লোক ছিলো। বুদ্ধ-বিমান জানতো, এমন একটা প্রজাতি আছে।
  • a x | 138.249.1.194 | ২৭ জুন ২০১২ ০৪:৪৩539694
  • ব্যপারটা হল, গত পাঁচ ধরে ছাপান্নবার একই আলোচনা/খোঁচা দেওয়া চলে এসেছে। আরো ছাপান্নবার হবার আশায় সঙ্গে আছি।
  • lcm | 138.48.127.32 | ২৭ জুন ২০১২ ০৫:২০539696
  • অসম (Assam)
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৫:৩৪539697
  • বাতাসের বক্তব্যের সাথে ম্যাকিনসে রিপোর্টের কী মিল বুঝিনি ঠিক। ধান বৈচিত্র্য ধরে রাখা, কম জলে চাষ, এগুলো তো খুব জরুরি কথা। কৃষি এরকম অলাভজনক, এত মহার্ঘ হয়ে ওঠার পিছনে কারণ ট্রেস করতে করতে যেতে হলে হলে তো সবুজ বিপ্লবে পৌঁছে যেতে হয়।

    ম্যাকিনসে রিপোর্ট এই লাইনে কথা বলেছিল নাকি ?

    যাই হোক, এটা নিয়ে বিশেষ জানিনা। কেউ আলোকপাত করলে ভাল হয়। সরকার এখন চাষীদের থেকে সরাসরি কিনছে ? নো ফড়ে ? কিন্তু তাও খুব কম দাম দিচ্ছে ?
  • h | 127.194.225.251 | ২৭ জুন ২০১২ ০৭:২৫539698
  • ঐ জন্যেই 'স্বদেশী তর্জমা' বলেছি। সুধু তর্জমা বলিনিঃ-)
    গ্রাউন্ড ওয়াটার লেভেল, এবং ধানের বৈচিত্র কমা ইত্যাদি বড় সমস্যা ঠিক ই, কিন্তু একটা কথা বোঝা দরকার, আমাদের দেশের ক্রমাগত বেড়ে চলা পপুলেশন কে খাওয়াতে পারে, সারপ্লাস রেখে খাওয়াতে পারে , অস`হ্য বাজে এবং কোরাপ্ট স্টোরেজ নেটওয়ার্ক সত্ত্বেও পারে, এর কয়েকটা কারণ আছে, প্রথমতঃ সাবসিডি ক্রমশঃ কমা সত্ত্বেও, সাপোর্ট প্রাইস কমা সত্ত্বেও, বীজের দাম বাড়া সত্ত্বেও, পাওয়ার এর দাম বাড়া সত্ত্বেও, সেচ কভারেজ কম হওয়া সত্ত্বেও, প্রোডাকশন এর ব্যাপক বৃদ্ধি, ওভার ডিকেড্স, গ্রেন এর প্রোডাকশন গ্রোথ কমেছে কিন্তু নিগেটিভ গ্রোথ হয় নি। দ্বিতীয়তঃ পুরো সাপ্লাই নেট ওয়ার্ক টা মোনোপোলাইজ্ড হয় নি,
    আনার্গানাইজড আছে, হয়তো খুব পাওয়ার ফুল হোর্ডার দের হাতেই আছে, কিন্তু তারা মোনোপলি নয়, এবং সাবসিস্টেন্স ফার্মিং এর চল এখনো ফুরোয় নি। তৃতীয়তঃ জমির মালিক রা যাবতীয় রাজনৈতিক সমস্যার মূলে এই উপপাদ্যে র দুটো ফ্যালাসি, এক ছোটো জমির মালিক দের এক্সক্লুড করা হল কিনা বোঝা যাচ্ছে না, দ্বিতীয়তঃ ক্ষেত মজুর দের ছোটো জমির মালিক হয়ে ওঠার প্রক্রিয়া টা কে ব্যঙ্গ করা হয়েছে, বলা হয়েছে ভূমি সংস্কার টা হাতে পুলিশ থাকলে সবাই করতে পারে, ইত্যাদি। অ্যাজ ইফ অন্যান্য রাজ্যে খুব ভূমি সংস্কার হয়েছে আর যেখানে এক লপ্তে অনেকটা জমি একেক পরিবার বা ব্যক্তির হাতে সেখানে কৃষি অর্থনীতি ভিত্তিক জনগণ খুব সুখে আছেন, হ্যাঁ হতে পারে, শিল্প স্থাপনে কর্পোরেট দের নিগোশিয়েট কম করতে হচ্ছে, বা সরকারের ইন্টারমেদিয়েশন কম লাগছে। যেমন নয়্ডা, কিন্তু সেখানে ডিসকন্টেন্ট নেই তা নয়।
    তাছাড়া আরেকটা ব্যাপার আছে, এই ধরণের স্যাটাইরিকাল অয়্নালিসিস এ পরিষ্কার অবস্থান খুব জরুরী। তাই হতেই পারে আমাদের বাতাস এসে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেবেন, সেতো নতুন কিসু না, কতবার ই তো ভুল প্রমাণিত হচ্ছি। বন্ধুবান্ধব দের মধ্যে সেটা কিছু না, পরিষ্কার অবস্থান চাই।
    লাস্টলি, এই ব্যান্ডো দা মডেল অফ অ্যানালিসিস একতু ক্লান্তিকর। কারণ অর্থকরী এবং অর্থবহ এই দুইয়ের মিল ঘটানো এখন ম্যানেজমেন্ট কনসাল্টান্ট দের কাজ হয়েছে, এইটা আলাদা রেখেই থিয়োরেটিসিয়ান রা এদ্দিন কাজ করে এসেছেন। লক্ষ্য করে দেখো, লার্জ কর্পোরেশন যে সংস্কৃতিতে যত প্রভাব ফ্যালে, সেখানে আলোচনায় এই অর্থকরী এবং অর্থবহর মিলন ঘটানো র প্রবণতা বেশি, লেজিটিমাইজেশন এর রাজনীতি। যেমন ধরো, তিরিশের দশকে ডেল কার্নেগী ঃ-)

    সোশাল অ্যাডভার্টাইজিং কনসালট্যান্ট দের মত। তাতে আপত্তি নেই, তবে অবভিয়াস কর্পোরেটাইজেশন এর ইনক্লিনেশন টা অস্বীকার করা মুশকিল।
  • aka | 85.76.118.96 | ২৭ জুন ২০১২ ০৭:৩৩539699
  • বাতাসের বক্তব্য এক্কেবারেই বুইলাম না। কেমন গোল গোল ঘুরল। এইটুকু বুইলাম নতুন অর্থনীতির জন্য চাষবাস, জমিজমা নিয়ে কিসুই কাজকম্মো সম্ভব না। আর সিপিএম কিসুই করে নি। বাকিটা এত সারকাসম যে রিয়েল অ্যানালিসিস মার খাইল।
  • Ishan | 60.82.180.165 | ২৭ জুন ২০১২ ০৭:৩৮539700
  • আম্মো লিখব আম্মো লিখব। এখন নেহাৎ টাইম পাচ্ছি না তাই, টাইম পেলেই গরুর গা ধুইয়ে দেব। অপেক্ষায় থাকুন। :)
  • aka | 85.76.118.96 | ২৭ জুন ২০১২ ০৭:৪৩539701
  • বাঙলাদেশে যেকোন রাজনৈতিক অ্যানালিসিস এই একটা গতে ফেলা যায়

    ১। যদি প্রো সিপিএম হন - পোনু-মোনু, মন্টেক, কংগ্রেস কেন্দ্রে আর এদিকে নকশাল আর মমতা কিস্যু করতে দিল না।

    ২। আর যদি প্রো সিপিএম না হন - সব শালা সিপিএমের দোষ।

    দুই দলেরই কমন হলঃ

    আইলা থেকে ক্ষরা এমনকি মাওবাদীদের উত্থান কিংবা নকুড়ের সন্দেশের মিষ্টি যে বেড়ে গিয়েছে সে সবেরই জন্য দায়ী হল গিয়ে বাজার। কেন? সেটা বলার পরিশ্রম নাই। ভগবান যেমন সত্য তেমনই বাজার এবং নতুন অর্থনীতি খারাপ সেও সত্য। ভগবান ভুল করে বাজার বানালেও বাজার ভুল করেও ঠিক করতে পারে না।

    এই গোলগোল ঘোরা শুধু গুরুতে নয় সর্বত্র। বাঙলায় কেউ কম লাল, কেউ বেশি লাল, কেউ দেয়াল ঘেঁষে লাল। কেন? কারণ ভগবান ও মার্ক্সবাদ সত্য, যেমতি বিজ্ঞান।
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:০২539702
  • সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে সামনে রেখে ৩ জুলাই নকশালপন্থীদের সিঙ্গুর অভিযান৷

    ঃ|
  • সিদ্ধার্থ | 141.104.247.129 | ২৭ জুন ২০১২ ০৮:১০539703
  • ভাল তো ! সিপিএম নিজেও এই গুড কপ ব্যাড কপ খেলাটা খেলাতে পারে, জানি না।

    একদিকে রেজ্জাক অন্যদিকে বুদ্ধ বিমান।

    সিংগুরে বা নোনাডাংগায় সিপিএম গিয়ে এমনিতেও সোজাসুজি কিছু করার জায়গায় নেই। করতে গেলে পাতি আওয়াজ খাবে। প্যাঁক খাবে।

    তার থেকে ব্যাঁকা ভাবে করুক। ..
  • aka | 85.76.118.96 | ২৭ জুন ২০১২ ০৮:১৩539704
  • এই সিঙ্গুর নিয়ে নাটক হয়েছে। ইচ্ছুক বা অনিচ্ছুক চাষী যাদের জমি কংক্রীট হয়ে পড়ে আছে সে শালা কেউ দেখে নি এদ্দিন। যেই কোর্টের রায় বেরিয়েছে, খবরের কাগজে হাইলাইটের সময় হয়েছে এখন দলে দলে সিঙ্গুর চলো। বর্ষপূর্তি তারকেশ্বর যাত্রার মতন এখন কৃষক প্রেমীর দল সিঙ্গুর যাবে।
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:১৪539705
  • রেজ্জাক মোল্লা তো নোনাডাঙ্গাতেও গেছিলেন। এখন কী বলছেন, বা আদৌ বলেছেন কিনা জানিনা অবশ্য। গণশক্তি রোজ দেখা হয়না। দেখা যাক। ৩রা জুলাই কেমন রেসপন্স আসে।
  • pi | 147.187.241.5 | ২৭ জুন ২০১২ ০৮:১৫539707
  • যাব্বাবা, এখনো কি কংক্রীট দেখতে যাচ্ছে নাকি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন