এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ২৮০৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 129.226.79.139 | ২৫ জুন ২০১২ ১৫:৫৫539608
  • আর, এই বাজারে (মিডিয়ার সমর্থন নেই) যারা মমতার কাজগুলোর সক্রিয় বিরোধীতা করে যাচ্ছে, তাদের জন্য শুধুই "হায়"! APDR পেটানি খাচ্ছে, মাতঙ্গিনীরা ফালতু চার্জে অনির্দিষ্টকালের জন্য জেলে। এসব না করে কি তবে শাঁওলী-অর্পিতা হলে ভালো হতো বলে তোর মনে হয়?
  • ডিডি | 120.234.159.216 | ২৫ জুন ২০১২ ১৬:১৮539609
  • যতোদিন মমতা একটানা হাঁদামী করে যাচ্ছিলো ততোদিন মিডিয়ায় বা ফেসবুকে বা গুচতেও তার বিরোধীদের একেবারে হুল্লোর পরে গেছিলো। কে কতো বেশী প্যাঁক দিবে? কত্তো লিং আর কার্টুন। "পুলিশ ধরবে নাতো?"

    এবারে নোনাডাঙা হওয়াতে মুষ্কিল। পুলিশ ধরবে। অবকোর্স ধরবে। ঠ্যাঙাবে। জেলে পুরবে। কোনো খবরের কাগজে নাম উঠবে না। আজকালেও নয়। গানশক্তিতে বড় জোর এক কলাম থাকতে পারে ভিতরের পাতায়। ফেসবুকও শুণ্য থাকবে। বাপু হে, এর নাম রিয়ালিটি।

    তো দেখি খেটে খাওয়া মানুষদের জন্যে কতোটা দরদ আর কমিটমেন্ট? কেমন করে দাঁড়াও মমতার বিরুদ্ধে ?

    ঠাকুর বারবার কয়েছেন "ওরে পোদো, ন্যাকাভোলা হয়ে থাক। মাচায় উঠলে বড়ো মুষ্কিল।"
    পোদো খুব অবাক হয় "সে কি স্যার? আমি তো মাচার বানান ও জানি না। আমি সুদু সন্দেশের জন্য ঐ মন্দিরে যাই।"
  • pi | 82.83.84.10 | ২৫ জুন ২০১২ ১৭:০৪539610
  • কার্টুন পর্বের অনেক আগেই নোনাডাঙ্গা হয়েছে। ঠ্যাঙানি, জেলে পুরে রেখে দেওয়াও।
  • pi | 82.83.84.10 | ২৫ জুন ২০১২ ১৭:৫৬539611
  • ৩০শে জুন অব্দি কাস্টডি দিয়েছে।
  • h | 213.99.212.53 | ২৫ জুন ২০১২ ১৯:১৬539612
  • কল্লোল দা, ফেচু? হায় আমার এই সরিলি আবেদন টি যদি গৃহিণী বুঝতেন, তিনি সুদু করালি (পোয়েটিক ইয়ে) বদন বুঝলেন ঃ-)

    অন্যান্য অ্যানালিসিস এ যাওয়ার আগে বলি, আমাদের আলোচনায় , শখের আলোচনায়, বিশুদ্ধতার সম্ভাবনা ও বাজার বেশি। যাঁরা দৈনন্দিন রাজনীতি করেন, রোজকার শক্তি বিন্যাস যাঁদের বুঝে নিতে হয়, তাঁরা অনেক সময়ে অনেক কম্প্রোমাইজ করেন। এর একটা ভালো দিক হল, কম্প্রোমাইজ না করলে গণতন্ত্রে সবাই থাকতে পারে না। ধরুন এত মারমারি পুলিশে ধরিয়ে দেওয়া, খুনো খুনি র পরেও তো বিভিন্ন নকু ফ্যাকশন আর সিপিএম এক সাথে এটা ওটা করেছে, যেমন বিহারের ইলেকশন। বিচিত্র ব্যাপার হল, সেক্টারিয়ানিজম এর বড় অনুপান হল কিছুটা ইতিহাস আর কিছুটা স্মৃতি। ১০০ বছরের সোশালিজম , সাসুন এর এই বইটার আমরা নাম দিয়েছিলাম, ১০০ বছরের সেকটারিয়ানিজম, বা মুঃ আঃ র বইটার নাম দেওয়াই যায়, আমার জীবন ও ভরতের অসংখ্য কমিউনিস্ট পার্টি, এত দলাদলি, একেবারেই বাজে, পাতি চলেনা, সমাজতন্ত্রের ভালো দিনে এই সব আহ্লাদ হয়, বিপদের দিনে এই সব দলাদলি চলে নাঃ-) এই সবের কারণেই শত্রুপক্ষ, মানে আর্জো, এত সাহস পায়, বিদেশে যাওয়া ইস্তক, লাল বাংলা র কতা না ভেবে, ক্যাপি-ইসে-তন্ত্র কে ভালো বলে।

    খারাপ দিক হল গণতন্ত্রের স্বার্থে একটা বিচিত্র পরিস্থিতি তৈরী হয়, যে কারোর ই আলাদা বক্তব্য থাকে না। উন্নয়ন বা গুঃগঃ প্রসঙ্গে যেটা হয়েছে বলে আমি অন্যত্র অভিযোগ/অনুযোগ করিচি, অ্যাজ ইফ সেটা করায় পার্লামেন্ট এর ফ্লোর ম্যানেজমেন্টে এ একটা ক্রাইসিস নেমে এসেছে ঃ-)

    যাই হোক এর পরে থাকে সুক্ষ্ম আলোচনা আর স্মৃতিচারণ, সেটা তো যাকে বলে সময় পেলেই হবে। তাতে জেনুইন শান্তিকামী রাজনৈতিক কর্মী দের কিসু না এসে গেলেই হল, যদি সত্যি ঐ প্রজাতি বিলুপ্ত না হয়ে থাকেন ঃ-)
  • Ishan | 214.54.36.245 | ২৫ জুন ২০১২ ২১:০৮539613
  • এ আর না বোঝার কি আছে। যদ্দিন ক্ষমতা ছিল (পড়ুন সঙ্গে পুলিশ ছিল), তখন অস্ত্র হাতে এলাকা দখলের "গণ আন্দোলন" চলেছে। এখন পুলিশও নেই, "আন্দোলন"ও নেই। যদিও ভোটের আগে রণহুঙ্কার শোনা গিয়েছিল, যে, বিরোধী পক্ষে এলে আন্দোলন করে প্রশাসন স্তব্ধ করে দেওয়া হবে। সেসব আওয়াজ ফাঁকা ছিল, তখনই জানা ছিল।
    অন্যদিকে যারা সিঙ্গুর আন্দোলনের প্রথম দিন থেকে ছিল, সিঙ্গুরে আন্দোলন তৃণমূলি নেতৃত্বে চলে যাবার আগে পর্যন্ত আন্দোলনের নেতৃত্বে ছিল, যারা সিঙ্গুরে লাঠি খেয়েছে, ধর্ণা-অনশন করেছে, এবং "বাম-জাতিচ্যুত" বলে খিস্তি খেয়েছে, তারাই এখন জেলে টেলে যাচ্ছে। না প্রতীকি অর্থে নয়, একদম সেই ছেলে-মেয়ে গুলিই।
    পরে অন্য কোনো ইস্যুতে হাওয়া গরম হলে প্রধান বিরোধীপক্ষ আসরে নামবেন। বিবৃতি দেবেন। ভোটেও জিততে পারেন (যদিও সে এখনও দুরাশা)। এই অবধিই।
  • Ishan | 214.54.36.245 | ২৫ জুন ২০১২ ২১:২৯539614
  • খুব সুদূর অতীতের ঘটনাও নয়। একদম আঁখো দেখা হালই বলি। কোন সাল, ২০০৮? অপর এর সোমনাথদার বাড়িতে বসে আছি। ফোন এলো, অমিতাভকে সিঙ্গুরে নাকি হেবি ঠ্যাঙাচ্ছে পুলিশ এবং তা নাকি টিভিতেও দেখা যাচ্ছে। আমরাও টিভি খুললাম এবং দেখলাম। তার মেয়ে নাকি টিভি খুলে এই দৃশ্য দেখেছে এবং অসুস্থ হয়ে পড়েছে। এসব ইউটিউব জমানার গল্প। সেই ক্লিপিং আমরা সক্কলে দেখেছি, একটু খুঁজলে আবার পাওয়াও যাবে নির্ঘাত।

    সেই অমিতাভও বাকিদের সাথে সেদিন গ্রেপ্তার। লালবাজার-কোর্ট-এবং আবার পুলিশ কাস্টডি। আমি জানিনা, পিনাকি লিখল কাল, দেখলাম, বাজারে খবর, তাকে ইউএপিএ দেওয়া হবে।

    এরকম আরও কতো টুকরো আছে। এসব ঠিক অতীতের স্মৃতিচারণ নয়। হাত উল্টে অতীতের ঘি এর গন্ধ শোঁকা নয়। ঘটমান বর্তমান। এই আর কি।
  • a x | 138.249.1.202 | ২৫ জুন ২০১২ ২১:৩৭539615
  • ২০০৭।
  • Sibu | 226.239.55.156 | ২৫ জুন ২০১২ ২১:৫৫539616
  • হুম্ম্ম। যে ছেলেগুলি মার খাচ্ছিল তারা এখনো মার খাচ্ছে। যারা মমতার সাথে এক মঞ্চে বসেছিল, যারা তিনোমূলের সাপোটে এমপি হয়েছেল, আর যারা সোহাগ করে গুড গভর্ণেন্সের খসড়া দিয়েছিল, তারা যেন কি করছে?
  • Ishan | 214.54.36.245 | ২৫ জুন ২০১২ ২২:০৬539618
  • যারা মমতার সাথে এক মঞ্চে বসেছিল, আন্দোলন অনশন ইত্যাদিতে, তাদের কথাই বললাম -- তারাই এখন মার খাচ্ছে।

    যারা গুঃগঃএর খসড়া দিয়েছিল, তারা অন্য কোনোভাবে প্রেসার বাড়ানোর চেষ্টা করছে।

    কবীর সুমনের কথা আর লিখলাম না। অন্ততঃ এই খবরটা জানা উচিত।:)
  • Sibu | 84.125.59.177 | ২৬ জুন ২০১২ ০০:৫৬539619
  • অন্য কোনভাবে মানে কিভাবে?
  • Ishan | 214.54.36.245 | ২৬ জুন ২০১২ ০১:১৩539620
  • এই লিখে টিখে। যার যদ্দূর দৌড় আর কি। :)

    তবে ঈশ্বরের কৃপায় খুব বেশি না হলেও গুরু খুব কম লোকে পড়েনা। :)
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ০১:৩৫539621
  • অমিতাভদা সিঙ্গুর নিয়ে মমতার অনশন মঞ্চে ছিল, এটাও জানা ছিল না ?ঃ)

    ২৪ ঘণ্টায় আগেরবার তো কিছুটা কভার করেছিল। এবারে খবর কী ? সাইটে তো তেমন কিছু দেখিনা। টিভি তে কভার করে ?

    তবে, শুধু সিপিএম পার্টি বা নেতা কেন, এমনি নেটদুনিয়ার কথাই যদি ধরি, ( সে দিয়ে কী যায় আসে, সে অন্য প্রশ্ন) এমনি সমর্থক, যাঁরা ভ্যানিশ, ডিকম্পোজড কি ডহরবাবু নিয়ে প্রচুর সরব হন, পার্ক স্ট্রীট, লাইব্রেরির কাগজ নিয়েও কিছুটা, কই নোনাডাঙ্গা নিয়ে তার ছিঁটে ফোঁটা অংশও দেখিনা !
  • Sibu | 84.125.59.177 | ২৬ জুন ২০১২ ০১:৪৯539622
  • দি হ্যান্ড দ্যাট ফেড দি ডগ ...

    ইত্যাদি ইত্যাদি।

    এনিওয়ে, লিখেটিখে অনেকেই অনেক কিছু করছে। আমি ভাবলাম অন্য কিছু।
  • Ishan | 202.43.65.245 | ২৬ জুন ২০১২ ০২:০৬539623
  • ইংরিজি লাইনটা মাঠে মারা গেল। আমি চিনতেই পারলাম না। অশিক্ষিত হলে যা হয়। :)

    আর লিখে-টিখে অনেকেই ফাটিয়ে দিচ্ছে সে তো দেখতেই পাই। তাদের মূল বিষয় হল গুরু আর তার খসড়া। :)
  • Ishan | 202.43.65.245 | ২৬ জুন ২০১২ ০৪:০২539625
  • আমিও কিছু খোঁজখবর রাখি। :)
  • Sibu | 84.125.59.177 | ২৬ জুন ২০১২ ০৪:৩২539626
  • যাউগ্গিয়া ঃ-)।

    নোনাডাঙ্গা বাদ দিয়ে জেনারেলি দখলি জমি সম্পর্কে আপনাদের স্ট্যান্ড কি? খ্যাল করেন, আমি পুলিশী জুলুম ইত্যাদি নিয়ে কথা বলছি না, সাপোর্ট করা তো দূরস্থান। ধরেন একজন সাধারণ মানুষ যদি বলেন - জবরদখল করলে তো তুলে দেবেই, ওটা তো ওদের জায়গা না। আপনি কি বলবেন?
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ০৪:৫৫539627
  • জবরদখল ? এই সুতোয় এদ্দুর এসে এই প্রশ্নটা কেমন সীতা কার বাবা গোছের শোনাচ্ছে। এখানেই এই প্রশ্ন আগে উঠেছিল, আর উচ্ছেদ হওয়া মানুষের আবার উচ্ছেদকে জবরদখল হঠানো বলা যাবে কি যাবেনা, তাই নিয়ে অনেক আলোচনা হয়েছে। কারুর আগ্রহ থাকলে সেগুলো দেখে নিতে পারেন।
  • Sibu | 118.23.96.4 | ২৬ জুন ২০১২ ০৫:৫৩539629
  • কি ঔদ্ধত্য। ঐ দোকান থেকে আমাদের প্রোগ্রাম কিনে পড়ে নেবেন। সেখানে সব লেখা আছে।

    নো ওয়ান্ডার আপনাদের এখনো সিপিএম আপনাদের কথামত আন্দোলন করে দিচ্ছে না কেন বলে কান্নাকাটি করতেহয়।
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ০৬:২৪539630
  • মানে ?? এই সুতোতেই কয়েক পাতা আগে এনিয়ে আলোচনা হয়ে গেছে আর সেটাই জানানো হয়েছিল। নইলে চর্বিতচর্বণ হয়ে চলবে।

    সেটুকুও কারুর দেখার আগ্রহ না থাকলে প্রশ্নগুলো কি কেবল করার জন্য করা ?

    আর আলোচনা হয়েছে, সেটা জানানো মানে ঔদ্ধত্য !! কেউ দু পাতা পিছিয়ে গিয়ে পড়তে পারবেন না, যেভাবে যখন চাই, সেভাবেই উত্তর যোগাতে হবে, সেটা ঔদ্ধত্য নয় ?

    সিপিএম এর বিরোধিতা করা হলেই নানাভাবে আক্রমণ করা ( অবশ্যই অনেক সিপিএম সমর্থক সেটা করেন না) কেউ সমানে চালিয়ে যেতেই পারেন, তবে ঝগড়া করা বা গায়ের ঝাল মেটানোর উদ্দেশ্য থাকলে তাতে ইন্টারেস্টেড নই ঃ)
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ০৬:৩০539631
  • আর সিপিএম কথামতন আন্দোলন করে দিচ্ছে না কেন বলে কান্নাকাটিরও কোন প্রশ্ন নেই। সেরকম কেউ ভেবে থাকলে ভুল ভেবেছেন।
    এখনো এসব কিছু নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে সিপিএম এর এই নিষ্ক্রিয়তা অবাক করেছে ,এই আর কি। তৃণমূল তো বিরোধিতার এরকম কোন সুযোগই ছাড়তো না ! ঃ)
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ০৬:৪০539632
  • এমনি ঝগড়া আপনাকে মানায় না কিন্তু শিবুদা, এমনকি লুঙ্গি পরলেও :P
  • h | 213.99.212.53 | ২৬ জুন ২০১২ ১০:০২539633
  • ইশানের 25 Jun 2012 -- 09:29 PM এর পোস্ট টাকে সম্ভবতঃ কল্লোল দার সঙ্গে স্পারিং বা নকু দের আন্তঃ পার্টি সংগ্রাম বলেই ধরে নেওয়া উচিত বলে মনে হয়, নাকি শ্লাঘার ভাগ বাঁটোয়ারায়, 'সব ৭০ ই 'তাহাদের' নয়, আমাদের কিছু ২০০৭ আছে' এই বক্তব্য, সত্যি কথা বলতে কি আমরা কোরাপ্ট বা হারামি সিপিএম নেতাদের সঙ্গে কথা বলার সময়ে কথায় কথায়, চল্লিশের দশকের বা ষাটের বিপিএস্ফ এর গল্প শুন্তাম তখন হেবি ঝ জ্বলতো;-) অ্যাটলিস্ত কল্লোল দা কোরাপ্ট বা হারামি না, জাস্ট একজন শিল্পী, যাঁর অ্যানালিসিস আমার সঙ্গে মেলে না।

    অতীতের ঘি সম্পর্কে অ্যালার্জি থাকলে, কল্লোল দার অধিকাংশ অ্যানালিসিস ই দাঁড়ায় না। ইন দ্য ইয়ার ১৯৭২ ইত্যাদি তো শুনছি বহু প্রসঙ্গে ঃ-) আমর লাইফে ঝাড় হল, বড় জেঠুর ইন দ্যা ইয়ার ১৯২৯ থেকে ছোটো মামার ইন দ্য ইয়ার ১৯৭২ সব শুনে বড় হয়ে রক্ষা নেই, পরিবার(স্ত্রীং) ঐতিহাসিক হওয়ায়, কতায় কতায়, ইন দ্য ইয়ার ১৫২৬ শুনছি, আর ভাল্লাগে না। বাবর সুপুরুষ ছিলেন সুদু না, তর্মুজ কে অ্যাফ্রোডিসিয়াক মনে করতেন, এ আর কত গ্রীষ্মের দুপুরে শোনা যায়। তবে সমস্যাটি ব্যক্তিগত;-)

    ২০০৮-২০১২ র মধ্যে কম কৃষক আত্মহত্যা, সিপিএম হত্যা, পাড়ার সিপিএম ক্যালাও বা জরিমানা অভিযান তো, শিক্ষক পেটানো, যুবনেতা খুন, কলেজ ভাংচুর তো কম হল না। এইগুলো প্রাচীন বা নবীণ ঠিক কোন ধরণের ঘি বা আক্রান্ত দের ছেলেমেয়েরা অসুস্থ অবস্থায় ইউটিউব দেখেছেন কিনা সেসব স্মৃতিচারণ জানা যায় নি ঃ-) পাহাড়ে জাতি ভিত্তিক ট্রেড ইউনিয়ন, জঙ্গলে যৌথ বাহিনী গোটানোর দাবী করে শেষে সেই যৌথ-ভইরব-নতুন-জোট দিয়ে কিছু বড় মাপের এনকাউন্টার করে , মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এস পি ও নিয়োগ আর যুব অনুষ্ঠানের সময় ঠিকেদার ভেতরকর মারামারি যদি প্রশংসনীয় সক্রিয়তা হয়, তাহলে বিশেষ কিছু বলার থাকে না।

    নিষ্ক্রিয় পার্টি কে ৩৪ বছর ধরে বোকা জনগণ সমর্থন করে গেলেন, এই যদি কোন অ্যানালিসিস হয়, তবে ধরে নিতে অসুবিধে হয় না, মানুষের বিশ্বাসযোগ্যতার ধারে কাছেও কেন নকুরা পৌঁছতে পারেন নি, আর বার বার অন্যদের দোষ দিয়ে শ্লাঘা বোধ করেছেন। (ক্রমশঃ)
  • কল্লোল | 129.226.79.139 | ২৬ জুন ২০১২ ১০:২৯539634
  • হনু।
    নাঃ। ঈশেনের সাথে আমার কোন আঃপাঃসঃ নেই। কিছু পোস্ট আগে আমিও লিখেছিলেম, সেদিন যারা সিপিএমের ঔদ্ধত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরই একাংশ আজ মমতার ঔদ্ধত্যের বিরুদ্ধে রাস্তায় নামছে, মিডিয়ার তোল্লাই ছাড়াও। সেখানে তাদের সাধুবাদ প্রাপ্য, সেটা তো দিবি।
    সিপিএম কিছু করবে না, কারন ঐ পার্টিটার মধ্যে লড়াকু এলিমেন্ট বলে আর কিছু নেই। অন্য আর পাঁচটা সব্বভারতীয় আঞ্চলিক পাট্টির মতো ক্ষমতার কাছাকাছি থাকার ধান্দা করে যাচ্ছে। তাতে আবাপ বেশ পুলকিত ও সাবাশী দিচ্ছে (আজ কারাতের পোনু সমর্থনের সাফাই দ্যাখ)।
    নকুরা ১৯৬৭-৬৮তে সামান্য বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলো, নির্বাচন বয়কটের কথা বলে। লোকে ভেবেছিলো - যাক, এরা হয়তো কিছু করবে। কিন্তু নিজেদের গান্ডুমীতে ৭০এর মধ্যে সব ফুস, বিশ্বাসযোগ্যতাও। তারপর থেকে নকুদের কোন কোন ফ্র্যাকশন এই বিশাল ভরতবর্ষের কোন কোন জায়গায় বুড়বুড়ি কেটেছে, মধ্য বিহার, অন্ধ্র ছত্তিশগড় ইত্যাদি। তাতে কারুর কিছুই ছেঁড়াও যায় নি। সাম্প্রতিক মাওরা বেশ হট্টোগোল ফেলেছে। সেটাও আর বেশীদিন নয়।
    আমাদের বেশ কিছু বন্ধু, ১৯৭২/৭৩ থেকে মানবাধিকারের জায়গা থেকে ভাবতে শুরু করি। তার ফলশ্রুতি APDR ও পবয়ের রাজনৈতিক বন্দীমুক্তি আন্দোলন। সেই অন্ধকার দিনগুলোতে সদ্য জেল ফেরৎ কিছু মানুষ অন্যরকম ভাবনা নিয়ে, সুদিনের আশায় বসে না থেকে, রাস্তায় নেমেছিলেন। তাদের পাশে সেদিন হাঁটতে পেরেছি, আজও সাধ্যমতো হাঁটি। শ্লাঘায়িত তো বটেই।
  • Anirban Maity | 126.193.131.49 | ২৬ জুন ২০১২ ১০:৪৭539635
  • আচ্ছা আন্দোলন, বিপ্লব, এই শব্দ গুলোর সাথে সাথে সি পি এম এর নাম আসে কেন ? তাও খিস্তি সহকারে ???
  • h | 213.99.212.54 | ২৬ জুন ২০১২ ১১:২২539636
  • কল্লোলদা দাঁড়ান, দজ্জায় টোকা দেবেন না, আমার এখনো হয় নি ঃ-)

    গত শুক্রবার ও ডি ওয়াই এফ আই এর ছেলেরা স্বাস্থ্য ভবনে প্রকাশিত প্যানেল অনুযায়ী রিক্রুটমেন্ট হচ্ছে না কেন জান্তে গিয়ে পুলিশের কাছে ক্যাল খেয়ে গেলো। সিপিএম কি করছে, তাকে ট্র্যাক করার জন্য সভা সমিতির তালিকা গণশক্তির দ্বিতীয় পাতায় দেখে নেওয়া যেতে পারে। তার কোন যথেষ্ট আর কোনটা যথেষ্ট নয়, তাই নিয়ে সুচিন্তিত বক্তব্য দেওয়া যেতে পারেঃ-) নিজেদের প্রোগ্রাম নিজেরা অর্গানাইজ করছেন যখন, অন্যেরা কি বিষয় নিয়ে কোথায় কেন আন্দোলন, কর্মসূচী পরিচালনা করবে, তাই নিয়ে মাথা ব্যথা টা বুঝলাম না।

    হ্যাঁ সিপিএম যে বিরোধীতা করছে সরকারের, সেটা যথেষ্ট নয় বলে যাঁরা মনে করেন, তাঁরা আন্দোলন চালান। কোন অসুবিধে নেই। সিপিএম নিজের মত যা করার করবে, সেটা যথেষ্ট না হলে, পার্টি এমনি ই টিঁকবে না, উঠে যাবে, গেলে তো নকুদের ই সুবিধে, এত অ্যাডভান্স্ড চক্ষের জল ফেলা কেন ঠিক পরিষ্কার না। পোলিটিকাল প্রোগ্রামের অভব সরকারে থাকার আমলে ছিল, এটা একটা অভিযোগ, আর আরেকটা অভিযোগ হল, এত বেশি সক্রিয়তা যে অল সিল্প গন টু গুজরাট। এবং দু পক্ষ এক সঙ্গে রাস্তায় নেমে এখন পারিবারিক ল্যাঠা সামলানোর ভার সিপিএম কে দিলে হবে? ঃ-)

    নোনাডাংগার আবাসন যখন তৈরি হচ্চিলো, ৫০০০ টাকয় ওয়ান বেডরুম, তখন নকুদের মূল প্রচার ছিল, কি খারাপ বাড়ি আর টি এম সির প্রচার ছিল সিপিএম এর লোক কে দিচ্চে।
    সেই ২০০৭-২০০৮ এই একটা মজার সিমিং লি আনরিলেটেড ঘটনা ঘটেছিল, বাঁকুড়ার টি এম সি এক নেতা কে মমতা বহিষ্কার করেছিলেন, কারণ তিনি অশোক ভট্টাচার্য্য , পৌরমন্ত্রী তৎকালীন, তাঁর সঙ্গে একটা বিষয়ে শমত পোষণ করেছিলেন। আর্বান রিনিউয়াল মিশনের টাকা ছোটো শহরে রিডিস্ট্রিবিউট করার অধিকার থাকা উচিত। তখন টি এম সির রেলাই আলাদা, আইলা র ত্রাণ অপারেশনে, পি এম টু ডি এম মডেলের কথা বলছে, অর্থাৎ রাজ্য সরকারের কাজ করার অধিকার নেই বলছে।
    নোনাডাংগায় আপাতত মূল সমস্যা হল, বাড়ি পাওয়া যাচ্ছে শুনে, কিছু গরীব মানুষ এসে ছিলেন, কালে কালে সোশাল হাউজিং তাঁরাও পাবেন বলে, এই তাঁদের অপরাধ।

    আর একটা ব্যাকগ্রাউন্ড হল, সোশাল হাউজিং আমাদের রাজ্যে , সেই 'বস্তি রি হ্যাবিলেশন স্কিম' ইত্যাদি সি আই টি কৃত, বিধান রায়ের আমলে শুরু এবং বামফ্রন্টের আমলে আশির দশক অব্দি কন্টিনিউড।৯০ এ শাইনিং এর পরে আর সোশাল হাউজিং এর জন্য কিসু স্কিম ছিল না।
    ২০০৪ এ ইউ পি এ ইন্দিরা আবাস যোজনা নতুন করে কিছু করে, এবং শহর এলাকায়, আর্বান রিনিউয়াল মিশন ইত্যাদি একটা সোশাল হাউজিং এর বাজেট করে, জস্ট শহরের বিল্ট এনভায়্রন্মেন্ট এক্সপ্যানসনে কিছু হাউজিং দেওয়ার জন্য। যে যন্য নোনাডাংগা র প্রজেক্ট সেলিম পুরের
    খালপাড়ের উচ্ছেদ হওয়া অধিবাসী বা কালিকাপুর জলা পাড়ের অধিবাসী দের জন্য যথেষ্ট হলেও, ক্রমাগত পাগলের মত দুটো কাজের আর ভাতের সন্ধানে কলকাতায় আসা মানুষের জন্য যথেষ্ট নয়।

    আমাদের আরো আরো বাংলা ওল্ড স্টাইল সোশাল হাউজিং চাই। প্রাইভেট হাউজিং এ এল আই জি টাইপ জুড়ে দেওয়ার নীতি র কন্টিনিউয়েশন যথেষ্ট নয়, ইন্টারেস্টিং লি, এই সবের কাছাকাছি কথা মনু দা গিয়ে জি-২০ তে বলে এসেছেন, বড়লোক দেশ দের বলেছেন আপনারা ইন্ফ্রা করুন, নইলে মার্কেট বাড়বে না, আর নিজে সুদুই সৌন্দর্যায়ন আর পুলিশ রিক্রুটমেন্টের পয়হা দিচ্ছেন। কি বিচি-ত্র।

    এখনকার আন্দোলন টার মূল বিষয় হল, এই জে মানুষ গুলো এসে রয়েছেন, তাঁদের কি হবে। তাঁরা আলাদা কোন জায়্গা পাবেন কিনা।

    আমার মনে হয়, শেষ মেষ যেটা হবে, যে সব গরীব মানুষ তাড়াতাড়ি টি এম সি হতে পারবেন, তাঁরা কিছু কিছু টেম্পোরারি রিলিফ, নতুন মাঠে প্লাস্টিকের ছাউনি, বা এক টি দুটি লোক, হয়তো একটি দুটি ফাঁকা ৪৮০ টি বড়ি র মধ্যে অ্যালটমেন্ট পাবেন। বাকি বাড়ি থাকবে, অন্য কোন সৌন্দর্যায়ন অভিযানে উৎখাৎ হওয়া জনগণের টি এম সি সমর্থক অংশের জন্য। এবং তাতে আরো অনেক্দিন সংসার চলে যাবে, রাজনৈতিক ভাবেঃ-)
    আরো মানুষ স্বপ্ন দেখবেন, শহরে এসে করে খাবার, র‌্যাগ টু রিচ মিথ তৈরি করবেন, যাঁরা বাড়ি পেয়ে একটু ভালো আছেন, বা দু -একটি লোক, যাঁরা বেআইনি ভাবে বেচে দিয়ে , বড় লোক হবেন দু দিনের জন্য।
    অথচ শোশাল হাউজিং এর প্রয়োজনীয়তার কথা আস্তে আস্তে চাপা পড়ে যাবে, কে কাকে কি দিল, কোন আমলে দিল, কে সিপিএম কে টি এম সি, এই সব নিয়ে সরকার ব্যস্ত থাকবে।

    আর নকুরা, যাঁরা মনে করেন ৭২ সাল থেকে সিপিএম নিষ্ক্রিয় থাকতে থাকতেই মানুষ এর ক্ষতি সাধন করছেন, তাঁরা সিপিএম কে পাশে পাবেন না।
    আর যাঁরা মনে করেন, যে ডিনোমিনেশনের হোন না কেন, বামপন্থী আন্দোলন বিশুদ্ধতার চর্চায় আবদ্ধ থাকবে, তাঁদের মুক্তি সম্পূর্ণ ইরেলিভ্যন্স এঃ-)

    মানুষ যেদিন বুঝবেন, যে বিভিন্ন সরকার তাঁদের বাড়ি দিচ্চেন ঠিক ই একটু আধ্টু, তবে সরকারের বড় করে সোশাল হাউজিং করা উচিত, এবং শহরের এক্স্প্যানসনের প্রয়োজনে শুধু না, পাকা পাড়ি পাকা টয়্লেট এর অধিকার সবার থাকা উচিত, শুধু চেনজানা ধরাকরা কোন রাজনইতিক সমর্থনের শর্ত বা পদ্ধতি হতে পারে না, সেদিন আশা করা যায় সমাজতন্ত্র না এলেও, নতুন জনমুখী আর্বানাইজেশন শুরু হবে।
    কারণ আফটার অল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে একটি দল কথা বললেও, আর্বানাইজেশন এর বিরুদ্ধে বলে নি ঃ-)
  • h | 213.99.212.53 | ২৬ জুন ২০১২ ১১:৪৯539637
  • আ-পা-স টা ইয়ার্কি। উফ্ফ। তবে 'শ্লাঘা' থাকতে গেলে আ-পা-স-মূলক শ্লাঘাই থাকা ভালো, আবাপ পসন্দ করে, যেমন রেজ্জাক বনাম আলিমুদ্দিন, সুভাষ-বনাম-আলিমুদ্দিন, আলিমুদ্দিন-বনাম-প্রকাষ।

    জেনে রাখবেন এ এক জটিল খেলা, আলিমুদ্দিন লোকটি তখন ই বাজে যখন সে বাংলার দিকে তাকিয়ে থাকে, যেই সে দিল্লীর দিকে তাকায় অমনি সে ভালো হয়ে যায়। তবে দিল্লী পেরিয়ে যেন না তাকায়, তাইলে আবার খারাপ, কারণ কে না জানে, 'বালিতে বেল পাকলে বালিগঞ্জের কি' (এটা আবা পর হোর্ডিং এর শ্লোগান, ইন্দোনেশিয়ার বোম্বিং এর ঠিক পরে পরে) ঃ-)
  • কল্লোল | 129.226.79.139 | ২৬ জুন ২০১২ ১২:৫৫539638
  • জ্জিও হনু। তুই বড় হলে ম্যাজিস্টর হবি।
  • আমি বাতাস বলছি | 127.194.248.44 | ২৬ জুন ২০১২ ১৩:৫১539641
  • লেও ক্যাঞ্চোট! ছিপিএম্মা কি করবে? তারা তো দল সাজাচ্ছে। যত্ত মাল আছে যাদের একটুক হলেও কম্যুনিষ্ট চুলকানি হয়, নইলে বু-বি-প্র-ইয়ে-পি লবি মানে না, সব সরিয়ে এট্টা পারফেক্টো পাট্টি লামাবে। ঝারা সগলে নিদেন পক্ষে লেবার পাট্টি হবে। সেখানে নোনা তে গিয়ে ভবিষ্যতে চোনা? ক্ষমতায় তো ছিপি এম্মা আসবেই। দশ বা পনেরো বছর। তখন কি উচ্ছেদ করবে না আবার? জটিল পরিস্থিতিতেকে ডাকা কেন আবার? ছিপিএম্মা করে খাঝছে ভাল্লাগছেনি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন