এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ২৮০৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.21 | ২৬ জুন ২০১২ ১৪:০৯539642
  • কল্লোলদাঃ
    শুধু "পিটির পোস্টটা দেখুন" (25 Jun 2012 -- 11:19 AM) বলে ছেড়ে দিলে চলবে না। নিজের পোস্টগুলো-ও ফিরে পড়তে হবে। বহুবার পব-তে অ-কং, অ-তৃ, অ-সিপিএম ফ্রন্ট গড়ার কথা বলেছ। আর এখন সিপিএমে বিপ্লব করে না বলে পোস্টিং ছেড়েই চলেছ। তোমার পোস্টিং পড়লে মনে হয় যে সিপিএম আগাগোড়াই ভুল করেছে - তোমার যৌবনে তোমার হাত ধরেনি বলে (03:50 PM
    )। সেতো অনেক আগের কথাই হল। তাহলে আর সিপিএমের কাছে কিসের প্রত্যাশায় এত লেখা লেখি?

    তদুপরি জনগণ চায়নি বলেই তো ঘাড় ধাক্কা দিয়ে বিদেয় করেছে বামেদের লালবাড়ি থেকে। কাজেই জনগণ যতক্ষন সত্যি সত্যি না চাচ্ছে ততক্ষণ সিপিএম রাস্তায় কিসের জন্য নামবে? আগে দাম বাড়ার জন্য সহজেই সব দায় বামেদের ঘাড়ে চাপানো হত। এখন রাজ্যেও যারা কেন্দ্রেও তারা থাকা সত্বেও পেঁপে কেন ৪০ টাকা কিলো আর লংকা কেন দেড়্শো টাকায় বিকোচ্ছে সেই প্রশ্নের উত্তর কিছুদিন জনগ্ণ নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করুক!!

    নোনাডাঙ্গার মানুষের কষ্টের কথা মাথায় রেখেও বলা যায় যে ভারতবর্ষের মত দেশে তো দুখী মানুষের অভাব নেই - তাহলে সারাক্ষণই সব রাজনৈতিক দলকে তো রাস্তাতেই থাকতে হয়। যে বামেরা সততই সিপিএমের মুন্ডুপাত করতে অভ্যস্ত তারা সত্যি সত্যি এই দরিদ্র দেশে কেন mass-base গড়ে তুলতে পারছে না সেটাও তো ভেবে দেখার সময় এসেছে? শুধু সিপিএম-কে গাল দিয়ে কি সেই ব্যর্থ্তা চাপা দেওয়া যাবে?
  • কল্লোল | 129.226.79.139 | ২৬ জুন ২০১২ ১৪:২৭539643
  • পিটি। এই যুক্তিটা একদম ঠিক। যতদিন না বোঝা যাচ্ছে জনগন সিপিএমকে প্রাণমন দিয়ে চাইছে, ততোদিন সিপিএম রাস্তায় নামবে কেন? বেশ, বেশ।
    এই নির্বাচনের আগেরটাতে কারা যেন কত ভোট পেয়েছিলো। তবু, কেমন বেহায়া পাট্টি, জনগন চাইছে না জেনেও এতোসব নন্দীগ্রাম-সিঙ্গুর কত্তে গেলো। যাগ্গে।
  • a | 135.16.135.194 | ২৬ জুন ২০১২ ১৪:৩০539644
  • আশ্চর্য হল, এখনক আর সেদিন যারা সিঙ্গুরে আন্দোলন করেছিল, তাদের কোন স্বর শোনা যাচ্ছে না সিঙ্গুর নিয়ে। তারা এখন নোনাডাঙ্গা নিয়ে ব্যস্ত।

    দুঃখজনকভাবে সিঙ্গুর যে কোন দৃষ্টিভঙ্গী থেকেই ডিসাস্টার। না শিল্প হল, না জমি ফেরত হল (এখনো)। তো সেই প্রেক্ষিতে এই যারা সিঙ্গুরে নেতৃত্ব দিয়েছিলেন শুরুরদিকে, তারা দায় এড়তে পারেন না। পুলিশের মার, ইউএপিএ দেওয়া এসব নিশ্চয় সমর্থনযোগ্য নয়, কিন্তু এনারা তো অন্য কোনভাবে accountable নন জনগণের কাছে।
  • কোয়ার্ক | 212.141.148.99 | ২৬ জুন ২০১২ ১৪:৩২539645
  • আচ্ছা এই তর্কের খাতিরে ধরুন ছিপিয়েম হেব্বি আন্দোলনে নেমে পড়ল, আর সেই আন্দোলনের ল্যাজ ধ'রে ভোটে জিতেই গেল (এই যেমন সিঙুর-নন্দীগেরামে হ'ল আর কি), কোন গ্র্যান্টি আছে তখন আবার বলা হবে না - সবই ভোটের রাজনীতি?
  • Debashis | 99.147.0.175 | ২৬ জুন ২০১২ ১৪:৩৭539646
  • PT বাবুর পোষ্ট থেকে বোঝা গেল, অন্য কেউ যদি আন্দোলন করে সি পি এমের জন্য জেতার মতো জমি তৈরী করে দিয়ে যায়, তবেই সি পি এম মাঠে নামবে। আর জনগণ যখন সি পি এমকে বিদায় করেছে তখন নিজেরটা নিজেই বুঝে নিক। সে জিনিষের দাম অগ্নিমূল্যই হোক, কি নোনাডাঙ্গায় বস্তি উচ্ছেদই হোক। আমাদের কি ভোট দিয়েছিলি, যে আমরা তোদেরটা দেখব!

    সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা কিন্তু অন্য রকম বলেই জানি। আর সি পি এম যখন সেই সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করে তখন তার থেকে সেই বিরোধী দলের ভূমিকাই আশা করি। সেই জন্যই নিষ্ক্রিয় বচন সর্বস্ব বিরোধীতা দেখলে বিরক্তি লাগে। শুধু মুখে জগত মেরে জেতা যে যায় না, তা তো বিগত ৩৪ বছরে ভালো ই বোঝা গেছে। এই মমতাতন্ত্র খতম করতেও রাস্তাতেই নামতে হবে। অন্য কেউ যদি সেটা করে জনগণ আজ না হোক, ভবিষ্যতে তাদেরই ভোট দেবে। সেটাও মমতা ব্যানার্জী কং ছেড়ে বেরিয়ে গিয়ে করে দেখিয়েছে, কং এর নিস্ক্রিয়তার সুযোগে নিজেকে প্রধান বিরোধী ও পরে শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। এই একই রকমের নিস্ক্রিয়তার জন্য কংগ্রেসও কম গালি শোনে নি। আজ সি পি এমকেও শুনতে হবে নিস্ক্রিয় হয়ে বসে থাকলে।
  • | 24.99.83.51 | ২৬ জুন ২০১২ ১৫:০৫539647
  • আমি জেবনে এই পোত্থমবার দেখলাম হনুকে কেউ 'তুই-তোকারি' করছে। আহা হনু আমাদের তো তাইলে তেমন বুড়োটে নয়!!
    অ হনু, এইটে তো একটু ছেলিব্রেট করা দরকার।

    দেবাশীষকে একটা মাঝারি সাইজের 'ক'
  • PT | 213.110.243.21 | ২৬ জুন ২০১২ ১৫:০৭539648
  • কল্লোলদাঃ
    সিপিএম-কে যতই গাল দাও সিপিএম সম্পর্কে তোমার অবস্থানটা কিলিআর হচ্ছে না। তোমার যুক্তিতেই বলি যে ২৩৫-এর সমর্থনেই তো বাম সরকার নন্দীগ্রামে শিল্পতালুক করার কথা ভেবেছিল আর সিঙ্গুরে ন্যানোর কারখানা করতে গিয়েছিল। কাজটা করতে গিয়ে ঘেঁটে গিয়েছিল ঠিকই কিন্তু জন সমর্থন ছাড়া এইসব করতে গিয়েছিল সেটা বললে ইতিহাসের অপলাপ করা হবে। আর অন্য বামেরা কেন mass-base গড়তে পারছে না সেটাও চেপে গেলে। বেশ, বেশ!!

    Debashis
    আপনার কথা আমার মুখে না বসালে খুশী থাকি। সিপিএম অন্যদের আন্দোলনের জন্য ক্ষমতায় গিয়েছে এবং থেকেছে এটার মধ্যে বেশ হেভি ডোসের ইতিহাস বিকৃতি আছে। সে ছেড়ে দিন। আমি চাইছি যে যারা আন্দোলন করে জমি তৈরি করবে তারাই মাঠে নামবে এবং থাকবে। এস ইউ সি, পি ডি এস আর মাওবাদীদের অবস্থা দেখলে বুঝবেন যে তাত্বিক কথা-বার্তা বলা আর mass-base তৈরি করে ক্রমাগত লড়তে থাকা ব্যাপারটা খুব সহজ নয়। প্রথম দুটো দল সিঙ্গুরের রায়ের পরে আবার দিদির আঁচল ধরেছে আর মাওবাদীদের তো আপাততঃ তুলোধুনো করে দিয়েছে তাদের পছন্দের মূখ্যমন্ত্রী।
  • কল্লোল | 129.226.79.139 | ২৬ জুন ২০১২ ১৫:১৪539649
  • পিটি। তাই তো বল্লুম। ব্যাটারা জনগনের থে হুড়ো খেয়ে ৩৫। বেহায়া কোথাকার, ২৩৫এর সব কিছু নিয়ে গুপি মেরে থাকবি, তা নয় যত্তো লাফালাফি। কেন জনগন কি তোদের ভোট দিয়েছিলো, অ্যাঁ?

    আর মাস-বেস। বেশ। সে তো লিখলামই, ওরা তো সেই কবেই বাস মিস করেছে। সে সব ভুলের বোঝা ঝাড়তে ঝাড়তেই তো কাল গেলো। মাস বেস আর করবে কখন। যারা করলো আদিবাসীদের নিয়ে তারা আবার আগুনখেকো। ওভাবে হয় না। সেটা যখন বুঝবে, ততদিনে ফুস হয়ে যাবে।
  • কেলো | 127.254.253.65 | ২৬ জুন ২০১২ ১৫:৫৬539650
  • মহিলা বাম ঐক্য সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মহাকরন অব্ধি মিছিল করছে- এক্ষুনি এইমাত্র...

    গনতন্ত্র আর নারীমুক্তির দাবীতে।
    মূল আয়োজক গনতান্ত্রিক মহিলা সমিতি।

    মিছিলের দৈর্ঘ্য প্রস্থ দেখুন একবার -
    https://plus.google.com/116728356697940988822/posts/39HDaUogUkk

    এ কিন্তু অকুপাই মার্কা লিকলিকে মিছিল নয়, এর ল্যাজ যখন ওয়েলিংটনে তখন মুড়োটা অলরেডী মহাকরনে পৌঁছে গেছে।

    কল্লোলদার কথাই ঠিক।
  • Debashis | 99.147.0.175 | ২৬ জুন ২০১২ ১৬:২৫539652
  • PT বাবু

    আমি মোটেই আমার কথা আপনার মুখে বসাই নি। আপনার কথার পরিপ্রেক্ষিতেই ঐ কথাগুলি বলা। আপনার 26 jun, 2:09 pm এর পোষ্টের দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদের নির্যাসে এই কথাগুলিই বেরোয়। আর ৭৭ সালে সি পি এম কেন ক্ষমতায় এসেছিল সেও আমার প্রতিপাদ্য ছিল না। আমার বলা কথাটি হল, সংসদীয় গণতন্ত্রে প্রধান বিরোধী দল হিসেবে যে ভূমিকা সি পি এমের পালন করার কথা তা তারা পালন করছে না আপাততঃ। সেটা যতক্ষণ না করছে, ততক্ষণ জনতা আওয়াজ দেবেই। কারন মমতাকে শিক্ষা দেওয়ার মতো কোনও তৃতীয় বিকল্প মানুষের হাতের কাছে এখনও নেই (এবং এখনও লোকের কিছু এক্সপেকটেশন রয়েই গেছে সি পি এমের ওপরে)। সেটা যেদিন তৈরী হবে সেদিন মানুষ সত্যি সত্যিই সি পি এমকে আর কিছু বলবে না, যেমন পঃবঃ তে (বা আরও অন্যান্য রাজ্যেও) লোকে কং কে আর কিছু বলে না।
  • h | 213.99.212.53 | ২৬ জুন ২০১২ ১৬:২৯539653
  • দমু, ঃ-)) ইন দ্য ইয়ার ১৯৭২, আই ওয়াস ইয়াং, সো ওয়াজ নকু বিপ্লব অ্যান্ড আদার শত্রুপক্ষজ ঃ-)
  • h | 213.99.212.53 | ২৬ জুন ২০১২ ১৬:৩১539654
  • কোয়ার্ক, ঃ-)))))) এইটা হেবি ঃ-)

    তারপরে, নতুন ফেরফ্র্তি সিপিএম সরকার বাড়ি দিলে বলবে পাইয়ে দেওয়ার রাজনীতি বা সুদু সিপিএম কে দিচ্ছে। আর শত্তুরের মুখে ছাই দিয়ে যদি উচ্ছেদ করে, তখন আবার বিদ্বজন্সহ টি এম সি আন্দোলন , আই লাভ দিস ঃ-))))
  • PT | 213.110.243.21 | ২৬ জুন ২০১২ ১৬:৩৭539655
  • অন্যেরা যদি বাস মিস করেও কল্লোলদার ক্ষমা-ঘেন্না পেয়ে থাকে তাহলে - ভেউ, ভেউ------সিপিএম সে স্নেহাশীর্বাদ থেকে কেন বঞ্চিত হবে?

    জনগণ ভোট দেয়নি বলেই তো চুপ করে আছে - তাই তো থাকা উচিৎ। যে বামেদের ভোট দিয়েছিল সেই প্রভাস আর এদানিনের গরম বাম-নেতা পুতোতুন্ডু যাচ্ছেন সিঙ্গুরে দিদির আঁচল ধরে পোতিবাদ মিছিলে। শুধু দেবলীনা আর অমিতাভ মিসিন। তবে কিসের পোতিবাদ আর কার বিরুদ্ধে সেইটেই বুঝিয়ে উঠতে পারছেন না!! এখন আর গপ্পে সিপিএম নেই - রায় তো আদালতের। ওদিকে টাটার টিকিটি কেন গোড়ালি ধরার ধরার ক্ষমতাও নেই - তাই পোতিবাদটাও বেশ জুৎসই জমছে না। কোথায় সিপিএম সিঙ্গুরে একটু গোলমাল পাকিয়ে দিদির হাত শক্ত করবে - তা না ...........
  • কোয়ার্ক | 212.141.148.99 | ২৬ জুন ২০১২ ১৭:১০539656
  • তা আদালতে সিপিয়েমের চক্রান্ত নেই এইটে কী ক'রে বোঝা গেল?
    ওঁয়ারা তো কালও বললেন আমরা এখনো "বিশ্বাস" (এইটে কী জিনিস কে জানে?) করি, ওতে রাষ্ট্রপতির সই লাগার কথা নয়"।
  • কল্লোল | 129.226.79.139 | ২৬ জুন ২০১২ ১৭:২৮539657
  • পিটি। কারন সিপিএম বাস মিস করেনি। উল্টো বাসে চড়েছে।
    আর যারা বাস মিস করেছে, তাদের জন্য ভেউ ভেউ নেই। তাদের গান্ডুমীর জন্যই সেটা হয়েছে। তাতে এই অধমও ইনক্লুডেড।

    আমি বলছিলাম, তৃণমূল ৩৫ থাকাকালীন কত্তো ঝামেলা কল্লো। আমাদের তো জনগন চায় না বলে মুখ ফোলায় নি। আর তাই করেই সিপিএমকে ধুয়ে মুছে ক্ষমতায়।
    তাই....................
  • h | 213.99.212.53 | ২৬ জুন ২০১২ ১৯:২২539658
  • এমনকি মুখ ফুলিয়ে কষ্ট পাক তাও চাইছেন না! যাক কল্লোলদার গোপন সিপিএম প্রেম টা বেরিয়ে এলো, সিপিএম যাতে সকলকে ধুয়ে মুছে ক্ষমতায় আসতে পারে, তাই এত ব্যাকুলতা আজি আকাশে ;-)

    শুনুন সিপিএম এর কর্মীরা বা নেতারা এবং বিভিন্ন সংগঠনের রাজনইতিক কর্মীরা বা নেতা রা কখন কি করবেন, এক সঙ্গে করবেন বা আলাদা করবেন সেটা তাঁরা ঠিক করবেন, আপনি ল্যাখেন, আমি নিন্দে করি, এর বেশি দৌড় আপনারো নাই, আমারো নাই, যথাক্রমে ;-)
  • Ishan | 202.43.65.245 | ২৬ জুন ২০১২ ১৯:৩৫539659
  • তিনোমুলের নিন্দে করলে সেটা এক লাইনের বেশি গড়ায়না। কংগেস-বিজেপি-মালে-সপা=বসপা কারো নিন্দে করলেই কোনো সমস্যা হয়না। শুধু সিপিএম নিয়ে দুলাইন লিখলেই গড়গড়িয়ে চলতে থাকে। ক্কি মাসবেস। বাপ্রে। :)

    শুধু কোচ্চেন হল তারপরেও পাট্টিটা ভোটে হারে কেন? :)
  • pi | 82.83.84.10 | ২৬ জুন ২০১২ ২০:০১539660
  • ও, আমাদের তো জনগণ চায়না বলে মান ক'রে সিপিএম কিছু করছে না ? ওদিকে করছেনা বলাতে আবার লিস্টি পেলাম, কত কিছু করছে । কী কনফিউসিং।
  • aka | 178.26.215.13 | ২৬ জুন ২০১২ ২০:১৭539661
  • সিপিএম কিছু করছে না বেশ করছে। মানে সিপিএমকে কিছু করতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে?
  • pi | 82.83.84.10 | ২৬ জুন ২০১২ ২০:২০539663
  • কেউ দ্যায়নি। কিন্তু সেই নিয়ে প্রশ্ন করা যাবেনা, এমন দিব্যিও কেউ দ্যায়নি ঃ)
  • aka | 178.26.215.13 | ২৬ জুন ২০১২ ২০:২৩539664
  • চাঁদের গ্রহণের সাথে সিপিএমের ধ্যাষ্টামোর যোগাযোগ নিয়েও প্রশ্ন চলতেই পারে। তবে উটেরা কাঁটা বাছিয়া খায় কিনা সেই প্রশ্ন বেশি প্রাসঙ্গিক।
  • PT | 213.110.243.21 | ২৬ জুন ২০১২ ২০:২৬539665
  • দুটো লিস্টিই ঠিক আছে। মানে সিপিএম নিজে যা ভাল মনে করছে তাই করছে অথবা মনে না হলে কিছু করছে না। কিন্তু যাই করুক বা না করুক সেটা এখানে যারা লেখে তাদের খুশী করার মত করে যে করছে না সেটা নিশ্চিত ।

    আর কল্লোল দা তো বলেই দিয়েছে যে সিপিএম উল্টো বাসে চড়েছে - তাহলে তো ল্যাঠা চুকেই গেল। তবে রাজনীতিতে উল্টো বাসে চড়ার মানে কি সেটা ভেবে কোন কুল-কিনারা পাচ্ছি না।
  • pi | 82.83.84.10 | ২৬ জুন ২০১২ ২০:২৮539666
  • আরে পিটিদা, আপনিও তো এখানে লেখেন। আর আপিঅনি এবং আরো অনেকেই তো তাতে খুশি। ঃ)
    সমর্থকেরা খুশি থাকলেই হল ঃ)
  • Ishan | 214.54.36.245 | ২৬ জুন ২০১২ ২০:৩৯539667
  • আমি নিজের কথা বলতে পারি। সিপিএমের কাজকর্মে আমি খুশি বা অখুশি কিছুই নই। আর পাঁচটা পার্টির মতো সিপিএমও একটা পার্টি। বাকিদের মতো এদেরও সমালোচনা করে থাকি। সেটুকু করতে পারলেই এইখানে আমি খুশি। :) তারপর অনিল বোস কি অচ্যুতানন্দনকে সিপিএম ন্যাজ দিয়ে কাটবে না মাথা দিয়ে কাটবে সে তাদের নিজের ব্যাপার। :)
  • প্পন | 122.133.206.25 | ২৬ জুন ২০১২ ২০:৫২539668
  • আহা, ভুল বাসে উঠলে চিন্তার কী আছে। পেছনের দরজা দিয়ে নেমে গেলেই তো হয়!
  • pi | 82.83.84.10 | ২৬ জুন ২০১২ ২০:৫৪539669
  • আর তাতে মেদ ও ঝরিলে ঝরিতে পারে ;)
  • Ishan | 214.54.36.245 | ২৬ জুন ২০১২ ২০:৫৫539670
  • তবে সইত্য কথা বলতে কি ভুল বাসেই উঠুক কি ঠিক, আমি সিপিএম নিয়ে ততটা অখুশি নই, যতটা কং কি বিজেপি নিয়ে। যত বড়ো পার্টি ততো বেশি জালি। সিপিএম কি তিনোমুল ছোটো পার্টি, কম জালি। :)
  • h | 127.194.227.33 | ২৬ জুন ২০১২ ২২:০৪539671
  • এই প্রশ্নটার একটা তিনটে উত্তর, দুটো-ই সহজঃ-)

    ১. খুম কম প্রায় শূন্য মাসবেস নিয়ে ঠিক যে কারণে নকুরা বই এর পরে বই, পাতার পরে পাতা লিখে চলেছেন, সেই কারণে। ব্যাপার টা যাই হোক না কেন।
    দীপেশ চক্রবর্তি মহাশয়ের সেই যে একটা বই আছে, যাতে উৎসর্গে লেখা 'তোমায় আবার চাই শুনাবারে' সেটা নিয়ে আমরা মজা করে বলতাম, পরের লাইনটা মিস হয়ে গেছে, 'যে কথা শুনায়েছি বারে বারে' ঃ-) অনেকটা সেই রকম।

    ২. কল্লোল দা সিপিএম কে মনে মনে ভালো বাসেন, এটা বলতে এতদিন সময় নিলেন বলে। এই 'আউট' যে কত বড় পাওনা বিমান বাবু মিস করলেন।
  • h | 127.194.227.33 | ২৬ জুন ২০১২ ২২:০৫539672
  • আর একটা একটু কঠিন -

    ৩. সিপিএম এর লোকের কোন কর্মসংস্কৃতি নেই। কারো কোন কাজ নেই।
  • h | 127.194.227.33 | ২৬ জুন ২০১২ ২২:০৭539674
  • পিটি, কল্লোল দার বেসিক, শ্রেণী সংগ্রাম প্রগতির চালিকা শক্তি জাতীয় অবস্থানের শিক্ষা টা ভুলবেন না। বাস মানে পোগোতি। আর উল্টো বাস মানে দুগ্গতিঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন