এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৮৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jhiki | 219.83.85.197 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:২২543221
  • বাংলা সিনেমার গান চন্দ্রবিন্দু বদলাল না দেবজ্যোতি মিশ্র? এ তো আবার এক তর্কের শুরু দেখছি!
  • lcm | 69.236.168.55 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:২৪543222
  • চন্দোবিন্দু না থাকলে মহীনের নাম আর কজনই বা জানত।
    আগে মুরগি। পরে ডিম।
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:২৬543223
  • সিদ্ধার্থ যা বলতে চাইছে সেটা ছোটবেলায় আমরাও বলেছি - সলিল মান্না হেমন্ত ঘোড়ার নাদ, ফসিল্‌স ক্যাকটাস জিন্দাবাদ।তার পরে নিজের থুতু চাটার অভিজ্ঞতা সুখের হয় নাই :)
  • apu | 122.248.183.1 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:২৯543224
  • হমমমম :-))
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৩২543225
  • সলিল মান্না হেমন্তকে কোথায় ফালতু বললাম?

    কিন্তু ওল্ড ইজ গোল্ড ভাবনাটাকেই যথেষ্ট রিগ্রেসিভ লাগে। সুমনের মানের লিরিক বাংলা গানে দাদুর পরে আর আসেনি। এটা তো স্বীকার করবেন! কে লিখেছেন? পুলক? শ্যামল? গৌরীপ্রসন্ন? নাকি এরা বুড়ো বলেই মহান বলতে হবে?

    লক্ষ্য করুন, ভূমি কে তো বলছি না। ফসিলসকে বলছি?

    গিভ দ্য ডেভিল ইটস ডিউ।
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৩৪543226
  • হ্যা: হ্যা: হ্যা: রিদ্ধি .... সত্যি ফাটাফাটি। ক্ষী বিশ্লেষণী ক্যাপা, কি ভাষার জাদুগড়ী।

    একেবারে পরিষ্কার কোদালকে শাবোল বলে দিলো। অংক কষে। ব্যাস, আর কোনো তর্ক টর্ক নেই। বাকীরা .... যাও সবে নিজ নিজ ক্লাসে।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৩৫543227
  • তথাকথিত বাংলা গানের স্বর্নযুগে যদি কিছু প্রাপ্তি হয় সেটা হল অসামান্য কিছু গায়ক এবং সুরকার।
    হেমন্ত, মান্না, শ্যামল, সতীনাথ, সন্ধ্যা, আরতি, পান্নালাল কত বলব? তেমনি সলিল, সুধীন, অনুপম, নচিকেতা।

    কিন্তু লিরিক? বাচ্চাদের মত। অতীব ঝাঁটের বললে বেশি সম্মান দেওয়া হয়ে যায়। চাঁদ তারা ফুল পাখি আমি তুমি বালের তাল
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৩৮543228
  • স্বর্ণযুগের লিরিকই বা খারাপ কি? একটা গান তৈরী করে সেটা আগামী আধ শতক লোকজনকে কনসিস্টেন্টলি শুনিয়ে যেতে ভালো লেভেলের ক্যাপা লাগে , সেটা কে নস্যাৎ করার জন্যে দূর্বল লিরিকের যুক্তিটা আরো দূর্বল। আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে - বিরহের গান হিসেবে ফাটাফাটি। এবার কেন এতে চাট্টি ইনজিরি শব্দ নেই, কেন শ্রেনীচেতনা নেই, এসব দাবী করলে চাপ আছে। এরকম দু একটা প্যারামিটার দিয়ে কোয়ালিটি বিচার করা যায় না বলেই মন করি। ঐ সময় ঝাঁটু গানেরও অভাব নেই, তবে সেগুলো এতদিন টেকেও নি।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৪৮543229
  • বেশির ভাগ-ই গান লোকে বছরের পর বছর শুনেছে বেটার অলটারনেটিভের অভাবে। তারপর সেগুলৈ অভ্যেস হয়ে গেছে। অভ্যেসের বশে শুনেছে।

    সুর বাদ দিয়ে শুধু লিরিকগুলো দেখুন। আমি আপনি হয়ত ওর থেকে ভাল লিরিক লিখব। সব গানের বলছি না। কিন্তু বেশির ভাগের তাই।

    এক-ই সময় কিন্তু বাংলা সাহিত্যে বা কবিতায় ভাষা দারুণ এগিয়ে গেছে। জীবনানন্দ পেরিয়ে সুনীল শক্তি অলোকরঞ্জনরা কাঁপাচ্ছেন।

    কিন্তু গানের ভাষা পড়ে আছে রবীন্দ্রনাথের যুগে। ম্যাক্সিমাম গানে ইউজ হচ্ছে প্রায় অবসোলেট `মোর` শব্দটা। রবীন্দ্রনাথ নিজেই শেষের দিকে এই শব্দটা আর লিখতেন না। `আমার` লিখতেন। কিন্তু নির্বোধের মত সেগুলৈ গানে ইউজ হত আধুনিক সময়েও।

    সমসাময়িকতার কথা বললাম না। সেটা বাদ দিলেও, এই সোফোমোরিক ব্যাপারগুলৈ বিরক্তি ধরিয়ে দেবার জন্য যথেষ্ট।
  • Blank | 170.153.65.102 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৫৪543231
  • পুলক, গৌরীপ্রসন্ন এদের ব্যপারে সিদ্ধার্থকে ক। অসহ্য লিরিকস। একটা সময় ছিল যখন এই লিরিকসগুলোর আবার রিমেক শুরু হলো। আগে তবু হেমন্ত, মান্না, শ্যামলের গলায় গান গুলো টিকতো, রিমেক গুলোতে ঘেঁটে গেলো সব। মনে হয় বছর তিনেক চলেছিল এই লিরিকস গুলো। ঐ সাদা কালো উত্তম মার্কা যুগের ধুর বাংলা গান গুলো আর শুনে দেখার ইচ্ছে জাগে নি কোনোদিন।
    একদিন ড্রয়িং স্কুলে প্রথম শোনা সুমন - তারপরে একটা নতুন যুগ যেন। এমন করে আগে তো কেউ গায় নি !! সেই থেকে শুরু নতুন গান, নতুন জগৎ। অনেক পরে শোনা মহীনের ঘোড়া। এত পরিনত ব্যান্ড মনে হয় বাংলা গানের জগতে আর আসেনি, আসবে কি আর !!! নাহ কম্পোজিশানে মহীনেরা এগিয়ে থাকবে অনেক। বেশ কিছু জায়গা থেকে কথা গুলো তুলে নিয়ে কোলাজ বানিয়ে পুর্নাঙ্গ কম্পোজিশান তৈরী করা যায় ওদের সুর নিয়ে। সুমন ছুঁয়ে যাবে কবিতা তে আর আমার ছোটবেলাতে।
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:৫৭543232
  • আহা ঐ রাবীন্দ্রিক স্টাইলে ভালো লিরিক ও তো আছে। আর একটা গান শুনে ভালো লাগার ক্ষেত্রে লিরিকের গুরুত্ব সবচেয়ে কম, মেনলি কানে লাগে সুর এবং গায়কী। এত ইনজিরি গান শুনি, কটার লিরিক প্রথমবার শুনে বুঝতে পারি ? তবে "প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না" টাইপ কাতুকুতু দেওয়া সস্তার লিরিক শুনলে বড্ড জ্বলে এটাও ঠিক। অন্যদিকে ব্যান্ডগুলো তো একদম সমকালীন লিরিক লিখেও হারিয়ে গেল কয়েক বছরেই।
  • Blank | 170.153.65.102 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:০০543233
  • রাবীন্দ্রিক টাইপ শোনার জন্য তো RNT নিজেই আছে, আলাদা করে অন্যের লেখা রাবীন্দ্রিক গান শুনবো ক্যান?
    বাংলা ব্যান্ডের মুল সমস্যা প্রতিভার অভাব। আপাতত মনে হয় নতুন প্রতিভার ভাঁড়ার শুন্য, তাই নতুন গান ও আসছে না উঠে।
    ওমনাথ বলতে পারবে এ বছরের নতুন কার কার গান শোনা উচিৎ।
  • yyy | 14.96.25.2 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:০৩543234
  • বাংলা গানের লিরিক জুড়ে বসে ছিলেন দুজন- রবীন্দ্রনাথ ও নজরুল। পরবর্তী গীতিকারেরা হয় নজরুল নয় রবীন্দ্রনাথ মডেল অনুসরণ করেছেন।

    রবীন্দ্র মডেলে অজয় ভট্টাচার্য লিখলেন-

    চিত্রদিনের ঝরাপাতার পথে
    দিনগুলি মোর কোথায় গেল, বেলা শেষের শেষ আলোকের রথে।
    নিয়ে গেল কতই আলো, কতই ছায়া
    নিল কানে-কানে ডাকা নামের মনে-মনে-রাখা মায়া।
    নিয়ে গেল বসন্ত সে
    আমার ভাঙা কুঞ্জশাখা হতে।

    বা আরও পরে গৌরীপ্রসন্ন-

    মোর অশ্রুসাগর-কিনারে রয়েছে বেদনার এই খেয়া,
    পথ-চাওয়া আঁখি তবুও নিমেষহীন-
    আজ নেই শুধু সেই সে হারানো দিন।
    গন্ধের ভারে মন্থর বায়ু অন্তর ছুঁয়ে যায়
    মনে হয় শুধু হায়
    সব কিছু ভুলে হায় তুমি আজ উদাসীন।

    নজরুল মডেলে হীরেন বসু-

    পসরা বহি শিরে সখী কি চাইবে ফিরে
    গোপনে নিলাজ আঁখি চাবে কি ঘোমটা চিরে?
    সোহাগের গরব হাসি পড়বে খসি- সখী
    লুটিয়ে দেবে চরণতলে পুউজার ডালি
    নয়নতীরে- যমুনাতীরে।

    বা হেমেন্দ্রকুমার রায়-

    বঁধূ চরন ধরে বারণ করি টেনো না আর চোখের টানে।
    তোমার পিচকারিতে রং-ঝারিতে কী গুণ আছে ননদ জানে।

    এক্মাত্র ব্যতিক্রম গণনাট্যের কিছু গান, এবং সলিল চৌধুরীর কিছু গান। কিন্তু বাংলা আধুনিক গানের মূলস্রোতে লিরিকের নিরিখে এঁদের প্রভাব প্রান্তিক। আশির দশকেও এই প্রাচীন দুই মডেলই বহাল ছিল। মূলধারার বাংলা আধুনিক গানের লিরিক পুরোদস্তুর পাল্টে গেল সুমনের সঙ্গে। এতদিনে সেই প্রাচীন মডেলগুলি মোটামুটি দেহরক্ষা করেছে।

  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:০৪543235
  • রাবীন্দ্রিক ভাবে ভাল লিরিক শুনতে গেলে রবীন্দ্রনাথ-ই শুনব। চোতা শুনব কেন?

    আর আধুনিক যুগের ভাল লিরিক শুনতে গেলে সুমন বা চন্দ্রবিন্দু শুনব।

    সেই হিসেবে সুমনকে আধুনিক যুগের রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথকে উনিশ শতকের সুমন হিসেবেই আমি দেখি।
  • TATIN | 122.252.251.244 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:০৮543236
  • চন্দ্রবিন্দুর নিজেদের মুখে যা শুনেছি (টিভি/কাগজের সাক্ষাৎকারে), মহীন না থাকলে, নগর ফিলোমেল, নাগরিক থেকে ফিডব্যাক মাইল্‌স কোনোটা না থাকলেও ওরা হ্যেই উঠতে পারতো। স্রেফ সুমন ছিল বলেই ওরা হতো।

    আর, সুমনের দৈনন্দিন সেটাও তো ফিলোজফাইজ করা। কিছুই নেই নয়, কিছুইতুচ্ছ নয়, কেউ হারেনি -- এই ফিলজফি
  • tatin | 122.252.251.244 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:১০543237
  • ২০০৭ ১৬ই মার্চের অনুষ্ঠান, ধর্মতলায় দেখতে দেখতে সত্যি মনে হচ্ছিল- আমরা রবীন্দ্রনাথকে দেখিনি কিন্তু সুমনকে দেখছি বলে ভাগ্যবান
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:১১543238
  • ঢ্যামনামির লিমিট আছে একটা

    :P
  • Blank | 170.153.65.102 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:১৪543240
  • ভাগ্যিস সুমনের দাড়ি নেই। জ্যান্ত অবস্থায় উপড়ে নিতে পারবো না, তবে লোকটাকে উদুম ক্যাল দেবো ই।
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:১৪543239
  • সুমন নো ডাউট গুরুদেব লোক। আমি প্রথম থেকেই সেটা বলছি। তবে স্বর্ণযুগের গীতিকাররা জীবনমুখী না লিখে খুব দোষ করে ফেলেছিলেন আর এখনকার গীতিকাররা ফাটিয়ে দিচ্ছেন এটা পুরো গল্প। সুমন বাদে বাকিদের কালজয়ী বললেও ঘোড়ায় হাসবে।
    সময়ের কষ্টিপাথরেই বিচার হয় কে খাঁটি সোনা আর কে চকচকে রাংতা।
  • Blank | 170.153.65.102 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:১৫543242
  • সেই কষ্টি থেকে গ্রানাইট সব পাথর উল্টে দেখা যাবে পুরনো বাংলা গান বলতে রবীন্দ্র নজরুল ছারা আর কিস্যু নেই। স্বর্নযুগ আপাতত হরপ্পা হয়ে গেছে। ন্যাশনাল চ্যানেলের চেয়েও দুÖপ্রাপ্য জিনিস।
  • Jhiki | 219.83.85.197 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:২৫543243
  • চুপি চুপি বলে যায়, স্বর্ণযুগের বেশীরভাগ বাংলা গানের লিরিক আমার বেশ পচা লাগে, আর পচা লাগত বলেই আমি যেচে পুরোনো বাংলা গান শুনতাম না..... ঐ যা এদিক ওদিক থেকে কানে ঢুকে যেত, তাই শুনেছি........ আমি তো হিন্দি গান ই শুনতাম...গুলজার...শাহীর লুধিয়ানভি...... সুমনের গান থেকে বাংলা ক্যাসেট কেনা শুরু করি......... তার আগে পকেটের পয়সা খরচ করে বাংলা গানের ক্যাসেট কিনি নি।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:২৬543244
  • সমসামিয়কতার কথা বাদ দিয়েই শুধু ভাষার কথা আলোচনা করলাম তো। কন্টেন্টে সমসাময়িক হবার দরকার নেই। ভাষায় তো হ!

    মহীনের অনেক গান-ই সমসামিয়কতার কথা বলে না। কিন্তু ভাষা দেখে নির্ভুল চিনে নেওয়া যায়। রানওয়ে জুরে পড়ে আছে কেউ নেই শুধু শুন্যতা। শুধু রানওয়ে জুরে পরে আছে লিখলেই হয়ে যেত। কিন্তু তবু `কেউ নেই` কেন লিখল বলুন তো? কারণ ঐ বিশাল পরিত্যক্ত ফাঁকা বন্দরকে ওভাবে ছাড়া বোঝানো যাবে না। কেউ নেই, কেউ কোথ্বাও নেই।

    ঠিক এক-ই সময়ে যাও পাখী উপন্যাসে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা পরিত্যক্ত ফাঁকা রেল স্টেশন দেখে লিখলেন `রাতের শুন্য হাহাকার স্টেশন`
    কেন বলুন তো? হাহাকার শব্দটা কেন ইউজ করলেন?
    এটাকেই আমি সমসাময়িকতা বুঝি। সাহিত্যের সংগে গানের ভাষা অ্যাট পার থাকছে।

    একটা পুলক শ্যামলদের গান দেখাতে পারেন যেটা সুনীল শক্তির কবিতার ভাষার সংগে অ্যাট পার?
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:২৭543245
  • সরি। লিরিক ভুল লিখেছি। রানওয়ে জুরে পড়ে আছে শুধু কেউ নেই শুন্যতা।
  • lcm | 69.236.168.55 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:৩১543246
  • ধুস্‌, অত পরিশ্রম করে লাইন বাই লাইন ভাব সম্প্রসারণের মতন - কবি কি বলতে চেয়েছেন বুঝে গান শুনতে গেলেই হয়েছে...
    ঐ জন্যে আমি --
    ...বলি ও ননোদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে -- শুনতাম। অত ভাবনার কিছু নেই, ভাত সেদ্ধ হলে পাত পেড়ে খেয়ে নিতে হবে। সিম্প্‌ল।
  • lcm | 69.236.168.55 | ২৭ এপ্রিল ২০১২ ১৪:৩২543247
  • সিম্প্‌ল, সমসাময়িক ... এসেট্রা।
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১৫:০৩543248
  • শ্যামল - গৌরীপ্রসন্নর টার্গেট অডিয়েন্স ঐ লিরিকে খুশী ছিল বলে লিখেছেন, ওনাদের অভিজ্ঞতা বলে যে গান বিকোয় সুর আর গায়কীর জোরে। শীর্ষেন্দুর উপন্যাসের টার্গেট অডিয়েন্স আলাদা।

    আর ব্ল্যাঙ্ক কে অনুরোধ করবো এখনো কটা পুজোর প্যান্ডেলে হেমন্ত/ মান্না / লতা বাজে আর কটা জায়গায় নচি - শিলাজিৎ ফসিল্‌স ক্যাকটাস বাজে হিসেব করতে। শুধু তর্কের খাতিরে তর্ক না করে স্ট্যাট দেখুন, নিজেই বুঝবেন।
  • dukhe | 202.54.74.119 | ২৭ এপ্রিল ২০১২ ১৫:১১543249
  • আমি আবার গানের কথা না, গান শুনি। স্বর্ণযুগ যাকে বলে হেব্বি লাগে। গৌরীপ্রসন্ন, ভাস্কর বসু, শ্যামল গুপ্ত, প্রবীর মজুমদার সবসুদ্ধ। সুর কথাকে ক্যারি করতে না পারলে তাকে গান বলে মনেই করি না। আমি কি তাইলে হরপ্পা না গ্রানাইট ? ৯৫ না ৫ ? ক্ষী চাপ!
  • ppn | 202.91.136.71 | ২৭ এপ্রিল ২০১২ ১৬:৩২543250
  • সিকি একবার খচে গেছিল না সন্ধ্যা মুখোপাধ্যায়ের 'কালজয়ী' সব গানগুলিকে অপছন্দের লিস্টিতে ফেলায়? ফেলেছিলাম, কারণ ওই আতুপাতু লিরিক। "গানে মোর কোন ইন্দ্রধনু' বা "ওগো মোর গীতিময়' শুনলেই মনে হয় ধন-ধান্যে-পুষ্পে-দুগ্‌ধ-ঘৃতে পরিপূর্ণ কোন সে স্বপ্নের দেশ স্বপ্নের সময়ের কথা হচ্ছে। উত্তমকুমার পর্দায় বেকার যুবক চাকরি খুঁজে পায়ের চটির সুকতলা খইয়ে ফেলছেন আর প্রেম করার সময় গাইছেন ওইসব গান। ন্যাকামোরও একটা লিমিট আছে। ন্যাকামো শব্দটা স্ট্রং হয়ে গেলে জীবনবিচ্ছিন্ন দিয়েও রিপ্লেস করে নেওয়া যায়। তাতে বক্তব্য কিছুমাত্র পাল্টায় না।
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১৬:৩৪543251
  • আমি নাম দিবো।

    জীবনবিচ্ছিন্ন নয় জীবনউদাসীন। সবাই জানে এটা আরো বেটার।
  • dukhe | 202.54.74.119 | ২৭ এপ্রিল ২০১২ ১৬:৪৩543254
  • আরে না না - সে তো হতেই পারে। গানের কাছে আপনি কী চাইছেন তার ওপর পছন্দ-অপছন্দ নির্ভর করবে। স্বর্ণযুগের গানে নিরন্ন জনতার হাহাকার, দুনিয়ার মজদুর, নারীস্বাধীনতা, সাম্প্রদায়িক দাঙ্গা, বাসের কন্ডাক্টর এসব নেই। মানে ইন জেনেরাল নেই। এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ-তেও নেই। তো সে কারণে এসব অপছন্দ হলে হবে বৈকি। এসব যার ভালো লাগবে তার এক্সপেক্টেশন তো বোঝাই যাচ্ছে আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন