এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৫৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.20 | ২৬ এপ্রিল ২০১২ ০০:২৬543054
  • জিলিপির পার্টটা অসামশালা। তার সাথে সাড়ে পাঁচটার কেসটাও।
  • pi | 137.187.241.5 | ২৬ এপ্রিল ২০১২ ০০:২৭543056
  • সিদ্ধার্থর চেনা দু:খ র সুর ও কি বাজে লাগে ?
    মানে, ন্যাড়াদার ঐ টোনিক স্কেলের হাইপোথেসিসটা পরখ করছি আরকি :)

    আমার নিজের দুটো গানই খুব পছন্দের, সুরের দিক দিয়েও। আজ ন্যাড়াদা লেখার পর খেয়াল করলাম, চেনা দু:খর ঐ টেনশনটার জন্যই বোধহয় একটা আলাদা আকর্ষণ ছিল। দুটো গানই বহু সময় মাথা থেকে বেরুতে চাইতো না। চুইংগামের চিবুনোর মত গুনগুনিয়ে যেতাম।
  • Siddhartha | 131.104.241.62 | ২৬ এপ্রিল ২০১২ ০০:২৮543057
  • চেনা দু:খ তো অন্য গ্রহের গান।

    অসামান্য লাগে।
  • Siddhartha | 131.104.241.62 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৩০543058
  • ওয়েল, আমি সুর তাল লয় এগুলো কিছুই বুঝি না। মানে জাস্ট বুঝিনা। তাই বলতে পারব না ভাল কি খারাপ।

    কানে শুনে ভাল বা খারাপ লাগার ওপর বেস করে বলছি।
  • aranya | 144.160.226.53 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৩১543059
  • ন্যাড়ার দেখা কতদিন পর, আরও লেখ, থেমে যেও না।
    শুধুমাত্র 'কথা'-র দিক থেকে, সুমন-কে আমার যুগন্ধর বলেই মনে হয়। nnn খুব সুন্দর বুঝিয়েছেন ব্যাপারটা - 'কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়' বনাম 'আর কতকাল হাঁটলে বল/মানুষ সে মানুষ হবে' - এই তুলনার মাধ্যমে।
  • omnath | 117.194.203.89 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৩৫543061
  • :-) কলমেই ফিরে এসে দাদা।
  • tatin | 117.197.70.42 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৩৫543060
  • হ্যাঁ মাঝখানে বলব বলে ভুলে গেছিলাম, শুভেন্দু মাইতির ' সান্তাল করেছে ভগমান' আগে শোনা থাকায় মহীনের বাঙালি করেছে শুনে বেশ খেলো লেগেছিল।
  • omnath | 117.194.203.89 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৩৭543062
  • ঋজুকে কেউ ডেকে দিও কাল সকালে, এই টইতে।
  • pi | 137.187.241.5 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৩৯543063
  • সুমনকে ডেকে দেব এই টইতে :P
  • sda | 117.194.192.203 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৪৪543065
  • ইয়ে , বন্যেরা বনে সুন্দর, সুমন ক্যাসেটে। ভদ্রলোকের মেজাজ শুনেছি বেশ চড়া।
  • ppn | 112.133.206.20 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৪৫543066
  • :))))
  • aranya | 144.160.226.53 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৪৬543067
  • পাই, সেটা করতে পারলে মানে সুমনকে লেখাতে পারলে তো জমে ক্ষীর হয়ে যাবে :-) । চেষ্টা কর।
  • pi | 137.187.241.5 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৪৯543069
  • সুমন গানের কথাই শুধু সুন্দর নয়, উনি গান নিয়ে ভীষণ সুন্দর কথা বলেন আর বলতে ভালোওবাসেন।
  • tatin | 117.197.70.42 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৪৯543068
  • সুমন ভার্সাস পুরন্দর ভাট- মার্শাল ভদি
  • omnath | 117.194.203.89 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৫০543070
  • সুমন কি অনলাইন বাংলা লেখায় অভ্যস্ত? ত্রিকোণমিতির কেসটা সলভ করে দিয়ে গেলেও হত।
  • pi | 137.187.241.5 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৫১543071
  • হ্যাঁ, দিব্বি বাংলা টাইপান।
  • Siddhartha | 131.104.241.62 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৫৫543073
  • মার্শাল ভদি ভদি ভদভদায়ে নমো গানটার সামাজিক অ্যাপীল নিয়ে সুমনের সাথে আলোচনায় ইন্টারেস্টেড।

    সুমন কি পুরন্দরের কবিতাগুলোতে সুর দিয়ে গাইবেন? কপিরাইট নেই অবশ্য।
  • omnath | 117.194.203.89 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৫৫543072
  • কাল ডেকো। তার আগে ন্যাড়াদা ওঁর গান আরেকটু কাঁটাছেঁড়া করে নিক। বাস্তবিক, যাঁরা গ্রামারটা জানেন তাঁদের কাছ থেকে শোনা আর কাঁটাছেঁড়া করা দারুণ আনন্দের।
  • pi | 137.187.241.5 | ২৬ এপ্রিল ২০১২ ০০:৫৬543074
  • হ্যাঁ, ন্যাড়াদার আরো লেখার জন্য অপেক্ষায়।
  • Tim | 98.249.6.161 | ২৬ এপ্রিল ২০১২ ০৪:৩৮543076
  • এখানেই কোন একটা টইতে ন্যাড়াদা একটা লিংক দিয়েছিলো। সুমনের একটানা গান নিয়ে কথা বলে চলা, গাওয়া। এত প্রাঞ্জল, এত অসামান্য বিশ্লেষণ গুরুর পাতায় ন্যাড়াদাদের কয়েকজনকে বাদ দিলে আমি আর কোথাও শুনিনি।

    মহীনের প্রথম গান শুনি ধাঁধার থেকেও জটিল তুমি। ব্যাপক লেগেছিলো, সত্যি, কিন্তু আমারও প্রথম সুমন শোনা অনেক বেশি তাৎপর্য্যের। কখনও সময় আসে গভীর দাগ কেটেছিলো।

    মহীন পরে আবার ফিরে শোনা হয়েছে। কিছু সংলাপ কিছু প্রলাপ দেখতে গিয়ে পর্দায় গৌতমবাবুকে প্রথম দেখলাম। তুতো বোনকে ভায়োলিন শেখাতেন আব্রাহাম মজুমদার, সেই সূত্রে একদিন সামান্য আলাপ হলো। তো, এইসব সঙ্কেÄও মহীন বহুদিন আমার কাছে দূরের লাগতো, এখন দূরত্ব কমলেও, আছে। তাতিন বা আরো কেউ কেউ যেমন লিখেছে, ঠিক সেইরকম, প্রায় ইংরিজি মাধ্যমের ছোঁয়া পেতাম মহীনের গানে। তিনেন কে ধন্যবাদ ভাষার কথাগুলো অমন সুন্দর করে লেখার জন্য। একদম একমত।

    সুমনের গানের আবহে আরো একটা জিনিস আছে। গানে আলোছায়ার খেলা ভালো খোলে সুমনের কন্ঠে, বাজনায়, সুরের ওঠাপড়ায়। মন খারাপ করা বিকেল গানে যেখানটায় শান্ত নদীটি পটে আঁকা গাইছেন, সেখানটায় প্রতিবার আমার মনে হতো ঘরটা বড্ড অন্ধকার। দশ ফুট বাই দশ ফুট উচ্চারণে একটা সংকীর্ণ, দমবন্ধকরা, গায়ে গা ঠেকে যাওয়া অনুভূতি। আরো কত। পেটকাটি চাঁদিয়ালের শুরুর ঐ মিউজিক অ্যারেঞ্জমেন্ট রিকশার ছন্দ চমৎকার ধরে। তো, পয়েনটা হলো, গান অনুযায়ী এইভাবে প্যাকেজটা উল্টেপাল্টে নিতে আর কাউকে দেখিনি। সুমন বলেন, উনি গান বানান। এই নির্মাণের পরিচয় ওঁর বহু গানের শরীর ও মনে লেপ্টে থাকে।

    মহীন আমার বেশি করে ভালো লাগে শেষ কিছু বছর থেকে। কিন্তু এখনও কেমন দূরের সেই গান। ছিলো বন্ধু এক আমার, হঠাৎ পেলেম দেখা তার -- শুনতে শুনতে গানের মধ্যে একজন ভবঘুরে চালাচুলোহীন মানুষকে কিছুতেই খুঁজে পাইনা। তার বদলে দেখি একজন সামান্য উদাসীন কেউ, ধুলিধূসরিত কিন্তু ভদ্রস্থ জামাকাপড় পরা, ইচ্ছে করলে কৃতী হতে পারে কিন্তু হয়নি এমন কাউকে। তার কারণ মহীনের গানে একটা অদৃশ্য পালিশ আছে। সেতা গানগুলোকে একটা নির্দিষ্ট লেভেলের পরে আর বিষয়ের সাথে একাত্ম হতে দেয়না যেন।

    পরবর্তীকালে অনেক ব্যান্ডের গানেই এই পালিশটা খুঁজে পেলে সেই গান আমাকে টানেনি (চন্দ্রবিন্দু ব্যতিক্রম)। অবশ্য এই মনে হওয়া একান্তভাবেই আমার ব্যক্তিগত, এবং খুঁজলে হয়ত তার শিকড় পুরাতন বাংলা মাধ্যম ইশকুলের জল-হাওয়ায় পাওয়া যাবে।
  • aka | 75.76.118.96 | ২৬ এপ্রিল ২০১২ ০৭:২৫543077
  • সুমনের যে গানটা আমি প্রথম শুনি এবঙ্গ দুর্দান্ত ভালো লাগে তাহল - দশ ফুট বাই দশ ফুট। এরকম গান হয়ত আগে লেখা হয়েছে কিন্তু এক বিরাট সন্‌খ্‌য়ক লোকের কাছে তা ধরা চোয়ার বাইরে ছিল।

    নচিকেতার কিন্তু একটা অন্যরকম শ্রোতার বেস ছিল। সুমনের যেমন প্রেসি, জেভিয়ার্স, যাদবপুরের আনতেল এবঙ্গ শহুরে হাইলি এডুকেটেদ বেস। নচিকেতার বেস ছিল মফস্বলের কলে্‌জ ইত্যাদি। সুমনের স্তেজ পারফরম্যন্স ইন্টেলেক্ট স্টিমুলেট করত কিন্তু নচিকেতার গান এক সময়ে অন্য উন্মাদনা তৈরি করত। আমি আরবিসি কলেজে নচিকেতার লাইভ ফানশন দেখেছি। আবার সুমনের একাধিক লাইভ দেখেছি। আমার নিজের সুমন বেশি ভালো লাগলেও, নচিকেতার আবেদনটাও বুঝতে পারি।

    তেমনই বারান্দায় রোদ্দুরের ও অন্য একটা শ্রোতার বেস আছে। বারান্দায় রোদ্দুরের ও অনেকদিন হল কিন্তু এখনও পুজো প্যান্ডেলে বাজে, বেশ ভালঐ।
  • Siddhartha | 131.104.241.62 | ২৬ এপ্রিল ২০১২ ০৭:৫০543078
  • হুম। নচি হল গরীবের সুমন।

    আর শিলাজিত হল বিপিএল পাব্লিকের নচি।
  • E | 14.96.154.220 | ২৬ এপ্রিল ২০১২ ০৭:৫৬543079
  • কোনো তুলনায় যাব নাহ । কারন আলাদা সময় ,আলাদা পারিপার্শিক এ দাঁরিয়ে এভাবে তুলনা হয় নাহ।
    যে সময় এ মহীন রা "তারারাও কত আলোকবর্স্ব দুরে " লিখেছে সেই ক্রাইসিস টা এই যুগের। যত দিন যাবে আরো প্রাসঙ্গিক হবে গানগুলো।
    সুমন ভাল্লেগেছিলো প্রথমতো উচ্চারন এর জন্ন্যে। অতো স্পষ্ট ভাবে আর্বান বাঙ্গলা ভাষার উচ্চারন আগে কোনো গায়ক কে কর্তে শুনিনি । এর পর কথা । তবে আখখেপ আছে সুমন কে নিয়ে এক জায়্‌গায় ।
    সুর্‌রীয়লিস্ম টা সুমন পারেন । abstract আর absurd এর মধ্যে দিয়ে আলপথ বেয়ে হাঁটার খমতা রাখেন। নইলে কেউ "মাঝরাত্তিরে চাঁদের কাস্তে " নাবাতে পারে নাহ। কিন্তু ঐ পথে বেশি হাঁটলেন নাহ।

    সুমন তাই এই সময় এ দাঁরিয়ে এই সময় এর কথা সবচেয়ে ভালোভাবে বোল্লেন । এটাই প্রাপ্তি , এটাই সীমাবদ্ধতা । সময় এর থেকে এগোলেন নাহ । খমোতা থাকা সোঙ্কেÄও।

    অন্‌জ্‌ন দত্তো কিছু ভাল্লাগলো। যদ্দিন না ওনার ধার করা ওভারকোট এর ভেতর থেকে কোহেন গন্ধো ভ্যাকভ্যাক করে বেরুতে লাগলো।

    চন্দ্রবিন্দু ও তাই। দিব্ব্যি নন্সেন্স আর আর্বান আখখেপ এর সময় উপোযোগি মন্তায গাইছিলো। তাপ্পোর শালা রা ফাঁকি দেউআ শুরু কোল্লো। শুধু কিছু শ্রুতিরম্য শব্দ একজায়্‌গা করে দিয়ে গান বলে চালাচ্ছে । আলাদা কোরে শব্দ গুলো হিট করে। গোটা গানটার কোনো আবেদন নেই। তবু এই সমোয় এ এদের গান কিছু শোনা যায়। মানে কিছু গান ।
  • aka | 75.76.118.96 | ২৬ এপ্রিল ২০১২ ০৮:০৮543080
  • মাঝ রাত্তিরে চান্দের কাস্তে র কথা শুনে মনে পড়ে গেল। রাতে টিউশন পড়ে ফেরার পথে আমরা যা দু এক টাকা থাকত তাই দিয়ে চপ কিনতাম। আর একটু বেশি রাত হলে গুড়ো গুলো সবই দিয়ে দিত। সে যাই হোক, একদিন চপ কেনার সময়ে গুনগুন করে মাঝ রাত্তিরে চান্দের কাস্তে গাইছি তো চপওয়ালা বলল দেখেছো আজকালকার গান কি অশ্লীল। :)
  • E | 14.96.132.29 | ২৬ এপ্রিল ২০১২ ০৮:২০543081
  • আকা

    exactly ! ঐ বিনির্মান যোগ্যতা টা সুমন এর কথা র মোধ্যে ছিলো। ভীষন ভাবে ছিলো। প্রত্যেক টি শ্রোতা নিজের মোতো করে অর্থ খুঁজে নিতে পার্তো।RKM এর সন্ন্যাসি "তোমাকে চাই" শুনে অমাকে বোল্লেন "দেখেছিস তামাক এর নেশা নিয়ে কেমন সুন্দর গান লিখেছে "
    তিনি নিজে ভয়ানক বিরিখোর । এই গুন তা পরোবর্তি কাল এ সুমন আর ধরে রাখলেন নাহ। সুমন এর গানের শ্রোতা হিসেবে এটা আমার আক্ষেপ।
  • Siddhartha | 131.104.241.62 | ২৬ এপ্রিল ২০১২ ০৮:২১543082

  • pi | 72.83.85.245 | ২৬ এপ্রিল ২০১২ ০৮:৩৯543083
  • উচ্চারণ নিয়ে সুমন,


  • Tim | 98.249.6.161 | ২৬ এপ্রিল ২০১২ ০৮:৪৭543084
  • নচির শুধুই গরীবের সুমন না, তার চেয়েও খানিক বেশি। তার আগে কি কেউ এতটা রাফনেস আর বেপরোয়াভাব এনেছে বাংলা গানে? সুমন যদি হন সযত্নে আঁকা ক্লাসিক, তয় নচি ক্যাজুয়ালি আঁকা এলোমেলো স্কেচ। কিন্তু পরিবেশনের গুণ আর একটা অডিয়েন্স বেসের পাল্‌স বুঝে ফেলা - এইদুটো নচিকে আলাদা করে দেয়।

    নচির প্রথম ক্যাসেট দ্বিতীয় ক্যাসেট গোগ্রাসে শুনেছিলাম। ঐ সময় বাংলা গানে খালি রিমেক শুধুই রিমেক। সেই প্যানপ্যানে পুজোর গান, সেই রবীন্দ্র নজরুল- তার মধ্যে নচি ""একরাশ সুবাতাস""।
  • kallol | 119.226.79.139 | ২৬ এপ্রিল ২০১২ ০৮:৪৮543085
  • আমার এট্টা প্রস্তাব আছে।
    টইয়ে বহু আলোচনা হয় গান, কবিতা, গদ্য নিয়ে। পরে খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।
    আপাতত: গান নিয়ে একটা বুলবুলভাজার মতো কিছু থাক, যেখানে গান লেখা তোলা হোক, দরকারে ফরমায়েশী। ন্যাড়া শিবাংশু, অন্যরাও ওদের পছন্দ মতো গান বা অ্যালবাম নিয়ে লিখুক।
    একই রকমভাবে কবিতা ও গদ্য নিয়েও খোপ খোলা যেতে পারে।
    তবে এটা বুলবুলভাজার মতোই সম্পাদিত হোক।
  • Siddhartha | 131.104.241.62 | ২৬ এপ্রিল ২০১২ ০৮:৫১543087
  • যে ইউটিউবের লিঙ্কটা দিলাম, সকলকে অনুরোধ করছি দেখতে।

    সলিল চৌধুরীকে নিয়ে সুমনের সোলো প্রোগ্রাম, ২০১১ ডিসেম্বরে হয়েছিল, রোটারি সদনে।

    একটা ৬৩ বছরের লোক একা গোটা অডিয়েন্সকে আড়াই ঘন্টা টানা মন্ত্রমুগ্‌ধ করে রাখল।

    শুধু তাই না, এই অনুষ্ঠানটায় সুমন বাংলা গানের সম্বন্ধে তাঁর অনেক মতামত স্পষ্ট ভাষায় বলেছেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন