এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৫৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৫৪542955
  • খানিকটা, অপু। আমায় দেখেচো কখনো ফুটবল ২০১০/১১/১২ কোথাও কিছু লিখতে? বা ভারতীয় রাগসঙ্গীতে? কিংবা সর্ষেবাটা য়? নিজের লিমিটেশনগুলো জানা ভালো, আমি মনে করি। "বাকী গানগুলো না শোনায় আমার কোন ক্ষতি বৃদ্ধি হয়েছে বলে মনে করি না" - বাকী গান না শুনেই যে এটা বলতে পারে, তার, আমার মতে, যে গানগুলো শোনা আছে সেগুলো নিয়ে কথা বলাটাই শোভন ও সুন্দর।
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৫৬542956
  • প্পন - শহরের উষ্ণতম দিনে - মহীনের গান নয়। ওদের নাম কলকাতা ময়দান। মহীনের সংকলনে ওদের গান ছিলো। যেমন আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি ও মহীনের নয়।
  • sda | 59.97.136.234 | ২৫ এপ্রিল ২০১২ ১৬:০৪542957
  • কল্লোলদা, কলকাতা ময়দান না, গড়ের মাঠ :-)
    আমার খুব প্রিয় ব্যান্ড। "ধাঁধার থেকেও জটিল তুমি" নামে একটা গান আছে ওদের, আমার মতে বাংলা ভাষায় লেখা সেরা প্রেমের গানের লিস্টে উপরের দিকেই থাকবে।
    প্রচুর লোকজন এখনো এগুলোকে মহীনের গান বলেই জানে।
  • Somnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১৬:০৯542958
  • কল্লোলদা যে "cupcup এ " ফান্ডাটা দিলে, এমনকি ঝরা সময়ের গানের কর্ড শুদ্ধু দেওয়া লিরিকসেও সেই ফান্ডাটা নেই। সেখানেও "কাঁপে কাঁপে" আর কাফে কাফে"। মহীনের সাইট থেকে নতুন চারটে বইই পাওয়া যায়, সেখান থেকে দেখে কনফার্ম করলাম।

    "আবার বছর কুড়ি পরে" যে শুধু মহীনের ঘোড়াগুলি - ব্যান্ডটির গান্সমূহ নয়, তাদের সংকলিত, সম্পাদিত সমকালীনদের গানও, সেট অ্যালবামে সেভাবে স্পষ্ট করে বোঝানো ছিল না, বা সম্পাদিত বই এর মতো সম্পাদিত গানের অ্যালবামের কনসেপ্ট ছিল না বাঙালী শ্রোতাদের। তাই ঐ ক্যাসীটের সব গানই মহীনের গান হিসেবেই চলে এসেছে, এখনও চলে।
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১৬:৩০542959
  • সোমনাথ।
    কে কর্ড চার্ট ও লিরিকসের কাজ করেছিলো জানি না। কিন্তু এ আমার মনিদার ঘরে বসে মনিদার মুখে শোনা। ভালো করে গানটা শুনে দ্যাখ। ওটা মনিদার নিজের গাওয়া। কাপে কাপে আমার হিয়া কাঁপে। গানটার তখন নাম ছিলো এক কাপ কফির জন্য। গানটার মজাটাই তো ওখানে। শেষ স্ট্যান্‌জার আগে পর্যন্ত মনে হয় কোন মেয়ের উদ্দেশ্যে, শেষে গিয়ে বোঝা যায় এক কাপ কফির জন্য।
    তবে আমারও মনিদা ভক্তি চটবার উপক্রম। এই গানটা অনুপ্রাণিত বল্লে বেশ লঘুকথা হয়ে যাবে।
    এটা শোন, কদিন আগেই পেয়েছি :


  • sda | 59.97.136.234 | ২৫ এপ্রিল ২০১২ ১৬:৪০542960
  • ক্রসইন্ডসের প্রথম অ্যালবাম "পথ গেছে বেঁকে" শুনে নিন যারা এখনো শোনেননি। মহীনের ঘোড়াগুলি ঠিক কী করতে চেয়েছিলো সেটার খুব স্পষ্ট ছাপ পাবেন প্রত্যেকটা গানে। বনি চক্রবর্তী আর নীল মুখার্জী বেরিয়ে যাওয়ার পর রক ছেড়ে সিউডো-ফোক করতে গিয়ে হারিয়ে গেল ক্রসউইন্ডস।
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১৬:৫৭542961
  • সদা - থ্যাঙ্কু। ওটা গড়ের মাঠ। আর হ্যাঁ, নীল মুখার্জি, অধিকারী নয়। যার কাছে প্রথম সুমন কপে কাপে শোনে।
  • ppn | 202.91.136.71 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:০৭542962
  • ও আচ্ছা, থ্যাংকু, এটা জানতাম না। প্রচুর লোকে এখনো সেই সব গানই মহীনের বলেই জানে। ওই সোমনাথ যেমন বলল।
  • Somnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:১০542963
  • পথ গেছে বেঁকে - প্রথমবার শুনে কী প্রচণ্ড অসহ্য লেগেছিল আবার মনে পড়ে গেল। ক্লাসমেট অভিযনের ক্যাসেট ছিল। দুবারের বেশি শুনতে পারিনি। আমার জ্যাঠতুতো ভাই আবার ওটার বড্ড গুণমুগ্‌ধ। এর সাথে মহীনের কী সম্পক্কো? সদা কী বলতে চাইল?
  • omnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:১১542965
  • সেকি? এটার কথা কল্লোলদা আগে জানতে না!!
  • apu | 122.248.183.1 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:১৭542966
  • ওয়েল ওয়েল ওয়েল মি: সোমনাথ, তোমার পোস্ট র মধ্যে পান্ডিত্যে র বু আসছে। তাই উত্তর দিচ্ছি।

    ১। তোমার নিজের সম্পর্কে 'বোধহয়' ধারনা নিজে তুমি বাংলা গান বিষয়ে একটা স্তম্ভ। তোমার জানার বাইরে আর কিছু জানা র নেই । আমি কী লেভেলে বাংলা গান শুনেছি সে সম্পর্কে তোমার কোন আইডিয়া আছে ? মহীনের গান আমি শুনি বা না শুনি তাতে কী?? আমি কী শুনবো না শুনবো সেটা সম্পুর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার যদি মনে হয় ক্ষতি বৃদ্ধি হয় নি । who r u to state that ?
    ২। গুরু তে নানা বিষয়ে আলোচনা হয় ইকনোমিকস / স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে আরো কিছু। ঐ সব টই তে আমাকে কখনও কিছু লিখতে দেখেছো? তার মানে যাঁরা লেখেন তাঁদের থেকে আমার নলেজ কম। এটা বোঝায়? উত্তর হল না। অ) ও গুলো নিয়ে আলোচনা করতে আমার ভালো না না আ) অনেকের মতো আমি ও প্রচারমিবুখ।

    গুরু পাতায় ফান্ডা দিয়ে আমার পান্ডিত্যে জাহির করার কিছু নেই। প্লেন এবং সিম্পল।

    এখানে আমি আসি সম -মনস্ক কয়েক জন বন্ধুর সাথে আড্ডা দিতে।
  • Blank | 170.153.65.102 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:১৮542967
  • গান আর বাজনা, এই দুটো আলোচনা থেকেই রুপম ইসলাম কে বাদ দেওয়া উচিৎ।
  • Somnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:৪৩542968
  • মহীনের গান তুমি না শুনলে প্লীজ মহীনের গান নিয়ে মন্তব্য না করে যে গান তুমি শোনো, মান্না দে ইত্যাদি তাই নিয়ে বক্তব্য রাখো। সেটাই শোভন। এটুকুই বলেছি।
    গানের আমিও কিছু জানিনা, প্রথাগত, লিরিকস আর শ্রুতিসুখের বাইরে। যেমন আমি মার্কেজ পড়িনি, লোরকা পড়িনি, সাধন চট্টোপাধ্যায় পড়িনি এবং এখনও হ্যাঁ লেনন শুনিনি। তাদের নিয়ে আলোচনা হলে আমি ঝাঁপিয়ে পড়ে বলে আসিনা যে শুনিনি, পড়িনি তো কি? তাতে আমার কিসুই ক্ষতিবৃদ্ধি হয়নি। আশা রাখি একদিন পড়ে ফেলব, শুনে নেবো। তারপর মতামত দেওয়া যাবে। তোমার লাস্ট পোস্টের আগের গুলো নিয়ে কিছুই বলিনি তাই। তোমর শেষ পোস্ট টা অশোভন অসৌজন্যমূলক ছিল বলে মনে হয়েছে। আলোচনার কিছু "কমন" না পড়লে বাকীরা গুরুর পাতায় ফান্ডা দিয়ে পান্ডিত্য জাহির করছে - এমত মনোভাব পোষণ করাও খুব একটা সুস্থ্য ব্যপার নয়।

    গন্ধ পাওয়ার বেসিক ব্যপারটা জানো তো? বাইরে থেকে নাকে আসে শুধু সমান্যতম ভেপার। গন্ধের অনুভূতি তৈরি হয় নিজের মস্তিষ্কে। পাণ্ডিত্যের বু - ব্যপারটাও সম্পূর্ণ ব্যক্তিগত মস্তিষ্কপ্রসূত ধরে নিয়ে কী কী তোমার "বোধ হয়" সেসব "স্তম্ভ" ইত্যাদি নিয়ে সময় নষ্ট করলাম না।
  • apu | 122.248.183.1 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:৫৪542969
  • না। তোমার সাথে আলোচনায় আমি আগ্রহী নই। কারন:

    ১। তুমি পরিষ্কার লিখেছে আমি যা জানি না। তাই নিয়ে যেন না লিখি। মহীনের গান না শুনলেই কি বাংলা গান না শোনা হয়? আর কারোর কোন গান শোনা মানে কি তার প্রতিটি গান শোনা বোঝায়?

    ২। আমি কী লিখেছি সেটা আবার পড়ো। আমি লিখেছি আমি অনেক ব্যাপার ই জানতে পারি। কিন্তু দাবা তে আমার ইন্টারেস্ট আছে। সেটা নিয়ে আড্ডা মারতে পছন্দ করি। তেমনি মান্না দে। আর ও ই ফান্ডা দেখানোর কথা টা সত্যি । আমি ২ টো ব্যপারে লিখি মানে আমই আর কোন ব্যাপারে জানি না এটা সত্যি নয়।

    ফান্ডা দেখানোর জন্যে আমার গুরু পাতার দরকার নেই। তাতে আমকে কী কে ভবলো তাতে আমর কিছু যায় আসে না। বোল্ড অ্যান্ড আন্ডার্লাইন।

    ৩। আমি নিজে কে পন্ডিত ভাবতেই পারি। বেশীর ভাগ লোক ই ভাবে। সেটা ইম্পার্টান্ট নয়। গুরুত্বপুর্ন হল আমার সম্পর্কে লোকে কী ভাবছে।

    এই নিয়ে এটা আমার লাস্ট পোস্ট।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১৭:৫৮542970
  • কিছু নিয়ে না জানলেও সেটা নিয়ে লেখা যাবে না কেন?
    আমি অনেককেই জানি যাঁরা আমেরিকার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সম্বন্ধে বিন্দুমাত্র না জেনেও সে বিষয়ে শোভনীয় বক্তব্য রাখেন
  • aka | 168.26.215.13 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:০৬542971
  • সত্যের খাতিরে বলে যাই।

    আমি আমেরিকার আভ্যন্তরীন নীতি, বৈদেশিক ডিপ্লোমেসি, ইকনমিক্স, ক্রিকেট থেকে আধুনিক কালে দৌড় সমস্ত কিছু নিয়ে বলতে পারি। গুরুতে লেখার সময়ে আমি নিজেকে অমর্ত্য সেন, গাভাসকার, নীরদ সি চৌধুরির থেকে একটু বেটার মনে করি। শুধু স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতে নজ্জা পাই। আমি হলাম প্রচণ্ড প্রচার এমুখ।

    বলব নাকি এইসব গান ফান নিয়ে কিছু? লাগবে কিছু ফাণ্ডা? নেহাত একটু শোষণে আছি, নইলে।
  • ppn | 202.91.136.71 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:১২542972
  • রাজেন গোলদারের নাম বাদ গেছে!
  • Rajen Goldar | 168.26.205.19 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:১৩542973
  • হ্যাঁ, আমার নাম কেন বাদ গেছে? কেন শুনি? অ্যাঁ?? গান গাই না বলে কি মানুষ না নাকি?
  • aka | 168.26.215.13 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:১৫542974
  • ওসব সামান্য কেন্দ্রীয় চক্রান্তে আমার গভীর প্রজ্ঞা টলানো সম্ভব নয়।
  • sayan | 160.83.96.83 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:২৬542976
  • ওমনাথের কি হাত খালি আছে? তাইলে তোর নামানো সবকটা ইন্দ্রজালের টরেন্ট বানিয়ে তুলে দে না বাপ!
  • Somnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:৩১542977
  • ১) মহীনের গান যখন শোনোনি তখন মহীনের গান না ভাটালেই চলে। একাধিকবার স্পষ্ট করে লিখলাম। মহীন শোনোনা মানেই বাংলা গান তুমি শোনোনা একথা একবারও বলিনি। বললে তোমায় মান্না দে নিয়ে লিখতে বলতাম না। তুমি যখন স্বর্ণযুগ, হৈমন্তী, নির্মলা, অরুন্ধতী, প্রতিমা কিংবা মান্না, হেমন্ত, লতা, আশা, সন্ধ্য, শ্যামল, পিন্টু, মানবেন্দ্র-র নাম করছিলে তখনও কিছু বলিনি। যখন "নীল" ফিতে সাদা মোজা লিখেছো তখনও না।

    ২) যাতে তোমার ইন্টারেস্ট নেই (মহীন ইত্যাদি) তা নিয়েও অকারণে ভাটাচ্ছো কেন, এই তো বললাম। যাতে ইন্টারেস্ট আছে (মান্না দে ইত্যাদি) সেটা নিয়ে লিখতেই বললাম তো।

    তুমি জোর করে ভুল বুঝতে চাইলে আমার কিছুই করার নেই। আমার স্ট্যান্ডটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ছাড়া। যথেষ্ট রেগে আছো তাই পারম্পর্যহীন কথা বলে চলেছো। (এক লাইনে লিখলে "আমাকে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না" পরের লাইনে লিখছো " গুত্বপূর্ণ হল আমার সম্পর্কে লোকে কী ভাবছে" ) ।
    আর মহীন নিয়ে বোধহয় তোমার সাথে সত্যিই আলোচনার কিছু নেই। এটা যখন তোমার সাবজেক্ট অফ ইন্টারেস্টই নয়। ইন জেনেরাল বাংলা গান নিয়ে থাকতেই পারে। অন্যত্র বা এখানেই।

    আর এটা আমার লাস্ট পোস্ট নয়।
  • ppn | 202.91.136.71 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:৩২542978
  • না, হাত খালি নেই!
  • sayan | 160.83.96.83 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:৩৪542979
  • এই দ্যাখ কুপ্রীত বাজে দিকে ইঙ্গিত করছে!
  • ppn | 202.91.136.71 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:৩৬542980
  • ভ্যাট! তোর নাম আজ থেকে হোক ছিদ্রান্বেষী।
  • apu | 112.79.36.97 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:৩৭542982
  • অপ্পন নোট করে নাও আকা জানে না এমন বিষয় ও আছে:-)
  • aka | 168.26.215.13 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:৩৭542981
  • এই প্রসঙ্গে দুই বাথরুমে দুই ম্যানেজারের কথোপকথ মনে পড়ে গেল।

    প্রথম জন - হোয়াটস ইন ইওর হ্যান্ড নাউ?

    দ্বিতীয় জন - ইজ নট ইট ভেরি অবভিয়াস?
  • pi | 72.83.85.245 | ২৫ এপ্রিল ২০১২ ১৮:৫৭542983
  • তাতিন, ৯৯ র সেই সংস্কৃতিতে ঘোড়ার গলায়, সেই টেলিফোন, কি আমায় বাঙ্গালী করেছো শুনেও সাউথপয়েণ্টীয় লেগেছিল ?!
    পুরো মাতাল গান, মাতাল করা গান ছিল তো !
  • sinfaut | 121.241.218.132 | ২৫ এপ্রিল ২০১২ ১৯:১৪542984
  • রাবেয়া কি রুক্সানা ও সাউথ পয়েন্টিও নয়।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ২০:১৫542985
  • একটা লোক, প্রায় আউট হয়ে আছে, হেভি ট্টলতে টলতে কিছু গাইছিল, কোনোটাই সুমন বা চন্দ্রবিন্দুর ধারেকাছে আসে না- আর জনতা (মূলত: সাউথপয়েন্টিয়) বলছিল এ হেভি নামকরা লোক, ব্যাণ্ডসঙ্গীতের পথিকৃৎ, ইত্যাদি
  • nnn | 14.99.57.104 | ২৫ এপ্রিল ২০১২ ২০:১৯542987
  • "মহীনের ঘোড়াগুলির" লিরিকের ভালোত্ব নিয়ে কোনো সন্দেহই নেই। বিশেষত: যারা কবিতা নিয়ে একটু নাড়াচাড়া করেন তাদের কাছে তো ভালো লাগবেই। কিন্তু সুমনের কলমের ক্ষমতা ভালোতর। "ব্লোইং ইন দ্য উইন্ডের" প্রথম দুই পংক্তির অনুবাদ পাশাপাশি রাখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একজন লিখলেন "আর কতকাল হাঁটলে বল/মানুষ সে মানুষ হবে"- প্রায় আক্ষরিক অনুবাদ। "ওয়াক ডাউন" হল হাঁটা। "বিফোর ইউ ক্যান কল হিম আ ম্যান"- হল "মানুষ সে মানুষ হবে"। বস্তুত: "মানুষ সে মানুষ হবে" কানে বেশ পীড়া দেয়। যে কোনো কালজয়ী গানের মতো এই গানটির লিরিকেরও বৈশিষ্ট্য হল কিছু সহজ বাক্যে খুব অনায়াস ভঙ্গীতে অনেক কথা বলা হয়ে গেছে। অতএব অনুবাদেও এই সহজিয়া ভাষাটিকে রক্ষা করার দরকার। নি:সন্দেহে কাজটি দুরূহ। সুমনের জবানে তিনি নিজে বহুদিন ভেবেছেন কিভাবে এই দুরূহ কাজটি সম্পন্ন করা যায়। "প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা"- এই লাইনটা মাথায় আসতেই কাজটা সহজ হয়ে গেল। "দ্য আন্সার মাই ফ্রেণ্ড ইজ ব্লোইন ইন দ্য উইন্ড'- এই লাইনের এর থেকে যোগ্য ভাবানুবাদ আর হয় না। এবং "পেরোলে"- এই শব্দটির অমোঘ ব্যবহার। "কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়" - ছয়টি শব্দে সুমন যেভাবে ডিলানের হৃদয় স্পর্শ করলেন অন্য অনুবাদে দুই পংক্তি বেড়েও সেটিকে পাওয়া গেল না। "ট্যাম্বুরিন ম্যানের" অনুবাদ দুটিকে পাশাপাশি রাখলেও একই রকম সিদ্ধান্তে পৌঁছানো যায়।

    আসলে গানের কথার সহজতা একটি শ্রেয় কিন্তু দুর্লভ্য গুণ। সহজ কথা বলা কিন্তু সহজ নয়। "আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়"- সামান্য কয়েকটি শব্দের মধ্যে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া কিন্তু সহজ নয়। "মহীনের ঘোড়া"র বেশির ভাগ লিরিকে অসামান্য চিত্রকল্প আছে, আছে বাংলা কবিতার নদীতে অবগাহন করে স্বোপার্জিত বৈদগ্‌ধ্য, আছে পরীক্ষানিরীক্ষার দু:সাহস। কিন্তু ক্র্যাফ্‌ট্‌সম্যানশিপের এই পর্যায় পেরিয়ে তা প্রায় কখনও "কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার" বা "আমাকে না আমার আপন কিনছো তুমির" সরল অথচ নিগূঢ় উচ্চারণের স্তরে পৌঁছায় না। আবার যখন সহজিয়া ভাষায় গেছেন, যেমন দরিয়ায় আইল তুফান", গান হিসেবে অসাধারণ হলেও শুধু লিরিকের হিসেবে লোকগানের একধরনের অনুকৃতি হিসেবেই থেকে গেছে। মানে গান হিসেবে শোনা যায়, কিন্তু কবিতা হিসেবে আলাদাভাবে পাঠযোগ্য নয়।

    ভাষাগত মুন্সিয়নার এই তফাৎও মনে হয় লোকপ্রিয়তা অর্জনে তফাৎ ঘটিয়ে দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন