এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৫৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nnn | 14.99.184.110 | ২৪ এপ্রিল ২০১২ ২৩:৪৮542855
  • বস্তুত: "মহীনের ঘোড়াগুলি" এবং সুমনকে আমার দুটি ভিন্ন জঁর মনে হয়। কিছু ওভারল্যাপ ছাড়া। সুমন যদিও প্রথম বিখ্যাত হন শহুরে ব্যালাডে, কিন্তু সুমন আদ্যন্ত আধুনিক বাংলা গানের মানুষ- রবীন্দ্রনাথ-নজরুল-হিমাংশু দত্ত-শচীন দেব বর্মন-নচিকেতা ঘোষ-শ্যামল-হেমন্ত-সতীনাথ এবং অবশ্যই সলিল চৌধুরীর ঘরানার মানুষ। "সারারাত জ্বলেছে নিবিড়" বা "তোমার তুলনা আমি খুঁজি না কখনও" একদম নিখাদ বাংলা কাব্যগীতি। "সারারাত জ্বলেছে নিবিড়" তো একেবারে স্থায়ী-অন্তরা-সঞ্চারী-আভোগের হিসেব মানা চার তুকের গান। অন্যদিকে "মহীনের ঘোড়াগুলি" আজকের ব্যাণ্ডের পূর্বসূরী, কিছুটা ফোক-রক বা বাউল-জ্যাজ ইত্যাদি ইদানীন্তন ফিউশন ঘরানার মতো। যেমন সুমন নিজে অঞ্জন দত্তর অসম্ভব গুণমুগ্‌ধ হলেও অঞ্জনকে ঠিক বাংলা আধুনিক গানের মানুষ বলে গণ্য করেন না।
  • omnath | 117.194.204.80 | ২৪ এপ্রিল ২০১২ ২৩:৫৪542856
  • সিকি, জনতার বক্তব্য - ওটা 'শেখায় আজব ত্রিকোণমিতি" নয়, "শেখায় আজও ত্রিকোণমিতি"। রিলায়েবল সোর্সের অপেক্ষায়।
  • I | 14.96.2.137 | ২৫ এপ্রিল ২০১২ ০০:০৭542857
  • প্রতুলের গলায় "পাথরে পাথরে নাচে আগুন ' শোনার সৌভাগ্য একবারই হয়েছিল। যাদবপুরের ফেস্টে কোনো একটা ডিপার্টমেন্টের সামনে খালি গলায় গাইছেন প্রতুল, আমরা জনা তিরিশ-চল্লিশ ছেলেমেয়ে ঘিরে দাঁড়িয়ে আছি। সন্ধে হয়ে হয়ে আসছে। আমার বন্ধু দীপাংশু ছিল, দীপাংশু'র প্রথম প্রেমিকা ছিল। তার সেই প্রথম প্রতুল শোনা। আমাদেরও , সম্ভবত:, প্রথম সামনে থেকে প্রতুল শোনা। কি জানি, ঠিক মনে নেই।
    পাথরে পাথরে'র ঐ আগুনতা, এক শ্বাসে গাওয়া ঐ জঙ্গলদাবানলের পর আর কিছু শোনার আছে বলে মনে হয় নি। সবাই চুপ করে ছিলাম। অন্তত: আমার ইচ্ছাপূরণের ফ্ল্যাশব্যাক দৃশ্যে তাই ধরা আছে। তারওপরে, কিছু নীরবতার পরে প্রতুল বললেন-চল আরেকটা গান করি। তোদের নিয়ে গান করি, এইটা কিন্তু শেষ গান আমার ! তোরা তো ছেলেমেয়েই আমার...

    বলে শুরু করলেন -এই তো জানু পেতে বসেছি পশ্চিম।

    পুরনো দিনগুলোকে ফিরে পাওয়া নিয়ে কোনো আদিখ্যেতা নেই আমার, তবু যদি কেউ জোরজবরদস্তি ফিরিয়ে দিতে চায়, তাহলে এই একটা, মাত্তর একটা দিন ফেরত চাইব।

    কল্লোলদা, নেটে এই গানটা কোথাও পাওয়া যাবে? প্রতুলের গলায়? খালি গলায়?
  • nnn | 14.99.184.110 | ২৫ এপ্রিল ২০১২ ০০:০৯542858
  • শিল্পী সবসময়ই আছেন, কিন্তু গান তৈরি করবে কে? যদিও যাঁদের নাম করা হল তাঁদের সকলকে একই পর্যায়ের শিল্পী মনে করি না। আর প্রতিমা তখন প্রৌঢ়া। ছাড়াও আরতি ছিলেন, অনুপ ঘোষাল ছিলেন, সুবীর সেন ছিলেন। কিন্তু নচিকেতা ঘোষ মারা গেছেন ছিয়াত্তরে। সুধীন দাশগুপ্ত বিরাশিতে। হেমন্ত ও শ্যামল সিনেমাতে তখনও হিট গান বানাচ্ছেন কিন্তু বেসিক গানের ভাঁড়ার ফুরিয়ে এসেছে। সলিল চৌধুরীও প্রায় তাই। তখন উঠে এসেছেন বাপ্পি। আর অজয় দাস, মৃণাল বন্দ্যোপাধ্যায়রা। জটিলেশ্বর, সুপর্ণকান্তি বা প্রভাস দে মোটামুটি বড়োদের অনুসারী হয়ে ভালো কিছু গান তৈরি করে ফেলেছেন, কিন্তু যুগবদলের সাধ বা সাধ্য কোনোটাই এদের ছিল না।
  • Somnath | 117.194.201.228 | ২৫ এপ্রিল ২০১২ ০০:১০542859
  • সুর বা মিউজিক অ্যারেঞ্জমেন্টের দিক থেকে বলছ। কিন্তু লিরিক? বাংলা গানের লিরিক হিসেবে জঁর ভাগ করবে কিভাবে? ফসিলস ব্যান্ড হিসেবে গান বানায়, কিন্তু গানগুলো তো সবই রূপম-এর। চন্দ্রবিন্দুর গান দুপ্রকার মূলত:। অনিন্দ্যর আর চন্দ্রিলের। লেখার হিসেবে দুজন আলাদা লেখকের যেটুকু পার্থক্য, সেটুকুই। সুমন আর গৌতম বা অন্য যারা মহীনের গান লিখেছেন, সেটুকু ছাড়া কিভাবে জঁর আলাদা করবে লিরিকে?
  • riddhi | 64.134.26.71 | ২৫ এপ্রিল ২০১২ ০০:১৯542860
  • অন্‌জন কোহেন থেকে সুর নিয়ে স্বীকার করেছেন কিন্তু। চন্দ্রবিন্দু কিন্তু তাও করেনি। আর ওনারো একটা জঁর আছে। শহরের প্রেম চাকরি ফ্রাস্টু গল্পের ফর্মে তুলে ধরা।
  • nnn | 14.99.184.110 | ২৫ এপ্রিল ২০১২ ০০:২১542861
  • কিছু কিছু ওভারল্যাপ তো আছেই। কিন্তু গানের জঁর তো এক একটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে বানায় না। অবশ্যই ভাষা আলাদা, ভঙ্গী আলাদা। "মহীনের ঘোড়াগুলি" লোকসুর ব্যবহার করলে একেবারে হুবহু লোকগীতির ভাষা ব্যবহার করে ফেলেন, যেমন "দরিয়ায় আইল তুফান"। সুমনের ভাষা শহুরে, স্মার্ট, বুদ্ধিদীপ্ত। বলতে ভুলে গিয়েছিলাম, একবার শ্রীজাত বলছিলেন তাঁর কবিতা লেখার অনুপ্রেরণা সুমনের লিরিক। সুমনের ভাষা যতটা সরাসরি রাজনৈতিক, কখনও প্রোপাগন্ডিস্ট, "মহীনের ঘোড়াগুলির" সেরকম লিরিক কখনও শুনি নি। কিন্তু লিরিকের জঁর? সুর তাল লয় ছাড়া আদৌ আলাদা করা যায় নাকি? জানি না।
  • sda | 117.194.192.183 | ২৫ এপ্রিল ২০১২ ০০:২৩542862
  • সোমনাথদা ঠিক।
    বয়স আমার মুখের রেখায় শেখায় আজো ত্রিকোণমিতি
    কমতে থাকা চুলের ফাঁকে মাঝবয়সের সংস্কৃতি
    হাঁটুতে আজ টান লেগেছে ...
  • riddhi | 64.134.26.71 | ২৫ এপ্রিল ২০১২ ০০:৪০542863
  • অনিন্দ্য আর চন্দ্রিল , চন্দ্রবিন্দুর এই দুই প্রধান সত্তাকে এইভাবে ভাগ করা খুব গোদা হয়ে গেল। আমার ধারণা অনেক গান দুজনে মিলে লিখেছেন।
    যেমন অনিন্দ্য হৃদয় উদ্বেল করে লিখলেন 'আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে' লিখে রুমাল দিয়ে চোখ মুছতে চলে গেলেন, চন্দ্রিল এসে যোগ করে দিল 'তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হয়ো সাবধানে' অনিন্দ্য লিখলেন, 'আমি আমার মন ছোট্ট সংগঠন' বিড়ি ফুকতে গেলেন, চন্দ্রিল আরমোড়া ভেঙ্গে গানের খাতা টা দেখে যোগ করলেন 'সংএর গঠন, পিওর কটন, পদ্মপত্রে ঘাম'।
    ননসেন্স এক হাতে বাজে না।
  • lcm | 128.48.44.141 | ২৫ এপ্রিল ২০১২ ০০:৪৬542865
  • সুমনের গানে, ইন জেনারেল...
    কাব্য বেশী, গান কম।
    কথা বলিষ্ঠ, সুর ন্যাতপ্যাতে।

    তবু, সুমন ইস এ ট্রেন্ড সেটার। নো ডাউট।
  • omnath | 117.194.201.228 | ২৫ এপ্রিল ২০১২ ০০:৪৭542866
  • রিদ্ধি এত ধারণা না করে দু একটা ইনলে কার্ড খুলে দেখলেও তো পারে !:-)
  • riddhi | 64.134.26.71 | ২৫ এপ্রিল ২০১২ ০০:৫৩542867
  • ইনলে কার্ড কি যুধিষ্ঠিরের বাণী নাকি? আমি বিহাইন্ড দ্য সিন্সের কথা বলছি।
  • omnath | 117.194.201.228 | ২৫ এপ্রিল ২০১২ ০০:৫৮542868
  • তাইলে ঋদ্ধি না চোন্দিলের হাতের লেখা চেনে, না অনিন্দ্যের। লাইন শুনে যদি পেন না চেনা যায় তাইলে আর এত গান শুনে কি হল?
  • pi | 137.187.241.6 | ২৫ এপ্রিল ২০১২ ০৬:৪৬542869
  • তাতিন, বিরহী কুহুকেকা আর রানওয়ে এক নি:শ্বাসে বলে দিলি ? বাক্যাংশ কাব্যিক ? ঐ মুচড়ে নেওয়া সুরটাকে বাদ দিলে বিরহী কুহুকেকা গাহিবে নীপশাখের সেই অ্যাপীল আছে ?

    ওমনাথের গোড়ার একটা পোস্ট বুঝলাম না। HMV র বাণিজ্যিক সফলতা অস্বীকার করতে বলছিনা। কিন্তু HMV কি মিডিয়ার দাক্ষিণ্য কেউ না পাওয়া মানে গানের খামতি, তাও তো নয়। এই পুশগুলো না পাওয়ার জন্য অনেক কিছুই হয়তো হলেও হতে পারতো হয়ে থেকে যায়।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৪১542870
  • আমি যদি বাংলা কবিতার গড়ে ওঠা দেখি, বিরহী কুহু কেকা অবশ্যই ভীষণ কাব্যিক লাইন- বৈষ্ণব পদের ঐতিহ্য ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে।
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৪৩542871
  • বাণিজ্যিক সাফল্য দিয়ে উৎকর্ষ মাপা একটা পুঁজিবাদী রোগ। অর্থাৎ যা বাজারে সফল, তা প্রতিযোগীতাতেও সফল, ফলে তার উৎকর্ষতা অন্যদের চেয়ে বেশী। এটা যে অতি ঢপের তঙ্কÄ তা নিয়ে তর্কের অবকাশ নেই।
    একটা ঘটনা বলি।
    সেটা ২০০৩ কি ২০০৪। তখন ডোভার লেন চলছে। সেবার ডোভার লেনে অনেকদিন পর বাজাবে দীপকদা। হঠাৎ ফোন এলো জয়ন্তর থেকে। জয়ন্ত দূরদর্শনের প্রযোজক। নিজে খুব ভালো মার্গসঙ্গীতের গায়ক ও শিক্ষক। একবার স্টুডিয়োতে আসতে হবে, দর্শক হয়ে প্রশ্ন করতে। অনুষ্ঠানটার নাম বাংলা গানের একাল ও সেকাল। মডারেটর অলক চট্টোপাধ্যায় আজাকালের সংষ্কৃতি পাতার দায়িত্বে।
    সেকালের গানে হৈমন্তী শুক্লা ও দ্বিজেনবাবু। একালের গানে শিলাজিৎ (হ্যাঁ, অফ আল পার্সনস) আর শ্রীরাধা। শ্রীরাধা তো প্রথমেই বলে দিলো ও একালের নয়। শিলাজিৎকে পেয়ে হৈমন্তী ও দ্বিজেনবাবু তারিয়ে তারিয়ে চাটছেন। হৈমন্তী তো বলেই দিলেন, গানটা শিখে গান গা। শিলাজিৎ বল্লে - হ্যাঁ হ্যাঁ শিখছি (আতাক্যালা হলে যা হয়)। এর মধ্যে ঐ প্রশ্নটা এলো। হৈমন্তী বললেন
    - অত কথা কি, লোকে নিচ্ছে কি না সেটা দিয়েই তো বিচার হয়। আগেকার গানের বিক্রি এখনকার গানের চেয়ে এখনও অনেক বেশী।
    আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু দর্শকের মধ্যে থেকে প্রশ্নই করা যায়, কিছু বলা যায় না।
    পরে অনুষ্ঠান শেষে হৈমন্তীকে ধরলাম। বিক্রি দিয়ে উৎকর্ষ বিচার ঠিক নয় সেটা বোঝাতে। হৈমন্তী তার পয়েন থেকে লড়বেন না। শেষে একটা অভদ্রতা করতেই হলো।
    জিজ্ঞাসা করলাম,
    - আপনি কি জানেন যে সুমন চট্টোপাধ্যায় বলে একজন গান লেখেন সুর করেন ও গেয়ে থাকেন। এবং লোকে বলে খুব ভালো।
    - ইয়ার্কি হচ্ছে।
    - না না, আপনিকি জানেন যে হৈমন্তী শুক্লা নামে একজন দারুণ গান করেন?
    - কি বলতে চাইছো!
    - আপনি কি জানেন, সুমনের কথা ও সুরে হৈমন্তী একটা অ্যালবাম করেছেন, সেটা একদম লোকে নেয় নি। তবে, কে খারাপ, হৈমন্তী, সুমন না দুজনেই?
    উত্তর দেন নি।
    যদি সেদিন এইচএমভি মহীনের রেকর্ড করতো, তাহলে আজ এই তর্কটাই হতো না। চিরকাল এইসব জায়গায় সিদ্ধান্ত নেবার লোকজন বেশ গাঁঠ হয়। অমিতাভ বচপনকে হেঁড়ে গলার কারনে আকাশবাণী অ্যানাউন্সারের অনুপযুক্ত মনে করেছিলো। দেবব্রত বিশ্বাসের ও প্রথমবার একই অভিজ্ঞতা এইচএমভিতে।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৪৯542872
  • পয়েন ট বিক্রি না, তবে জিনিস ভালো হলে লোকে নেবেই বলে মনে হয়। বাউল ইত্যাদিদের দাদু তুলে ধরার অগেও লক্ষ লোক ঐ গানগুলো শুনতেন। চন্দ্রবিন্দুকেও জানি, ক্যাসেটের আগে পপুলার হয়েছিল- আমি ১৯৯৩০৯৪ নাগাদ মতিঝিল কলেজের ছেলেদের ক্যান্টিনে বসে সুইটহার্ট গাইতে শুনেছিলাম।
    সেভাবে মহীনের ঘোড়া কি খুব সীমিত কিছু লোকজনের বাইরে, অন্তত কলকাতার কলেজমহলেও পপুলার হয়েছিল?
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৫০542874
  • সবুজের প্রতিশোধ কি সত্যিই লোকে ন্যায় নি?
  • ppn | 112.133.206.20 | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৫০542873
  • ও কল্লোলদা, গানগুলোর লিং দিলাম যে। শুনতে পাচ্ছ ওখান থেকে?
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১০:০২542876
  • ননন। জায়গাটা ঠিক ধরেছেন। আগে একটা সুতোয় বিস্তারিত লিখেছিলাম। সুমন বাংলা আধুনিক গানের ৫০-৬০ দশকের উত্তরসুরী। ওর সুরের কাঠামোয় সে প্রভাব খুব স্পষ্ট। সুমনের গানের কথা সব অর্থেই আধুনিক। বাংলা আধুনিক গান ৮০তে মরে গেছিলো, সুমন তাকে যুগোপযোগী করে নতুন প্রাণ দেন। ওঁর সাফল্যের রসায়নও সেটাই। তার সাথে অসাধারণ গলা।
    কিন্তু যদি বাংলা গানের ডিপার্চার বলতে কিছু বোঝায় সেটা মহীন। কাথা ও সুরে একেবারে অন্য ধারা, বাংলা গানে নতুন ধারা। বার বার মহীন মহীন করছি, কিন্তু মহীন একা নয়। আরও অনেকেই ছিলেন যারা নানান কারনে ছিটকে গেছেন ব অতো নামী হন নি। রঞ্জনপ্রসাদ, শমী ব্যানার্জি, সুমিত বোস, সুস্মিত বোস (ইনি দিল্লীর)। এদের মধ্যে রঞ্জনপ্রসাদ আর সুস্মিত এখনও সৃষ্টি করছেন। সুস্মিত সম্প্রতি কালাচাঁদ দরবেশকে নিয়ে অসাধারণ কাজ করেছে। তবে সেটা মাল্টিলিঙ্গুয়াল, বাংলা ও ইংরাজিতে। আরও একজন সে সময় গান লিখে সুর করে গাইতো, আজও গায়, তার নাম মনে নেই।
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১০:০৪542877
  • বোঝো! এইচএমভি বের করেছে কিন্তু অতীব খাজা, কেউ নেয় নি - এমন উদাহারণ কি কম পড়িয়াছে!
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১০:১০542878
  • সে সময়ে zঅ্যাভোৎসবে, কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যাজফেস্টে মহীনের পারফর্মেন্স এখনো মিথ হয়ে আছে।
    আম কলেজের ফেস্টে পৌঁছতে পারেনি মহীন ওদের বহিরঙ্গের জন্য। লোকে ভাবতো গিটার ড্রামস নিয়ে বাংলা গান!! না বাবা বাদ দাও।

    সবুজের প্রতিশোধ বিক্রির হিসাবে ফ্লপ।
    আমার যদ্দুর মনে পড়ে, সন্ধ্যার সাথেও এরকম একটা কিছুর কথা হয়েছিলো সে সময়। সেটা হয়েছিলো কি না মনে নেই।

    প্পন - শুনেছি রে। মৌসুমীকে ওর গানের লিংক পাঠিয়ে দিয়েছি। খুব খুশী হয়েছে।
  • apu | 14.99.19.196 | ২৫ এপ্রিল ২০১২ ১০:১৪542879
  • গানে এক্সপেরিমেন্ট কিন্তু আগেও অনেক হয়েছে।

    মান্না দের একটা লেখা পড়েছিলাম অনেক দিন আগে। মান্না দে লিখছেন আমি যখন বাংলা সিনেমা তে এলাম তখন হেমন্ত বাবু রাজত্ব করছেন। ওমন ভরাট গলা । গাইলেই মনে হচ্ছে হল টা ভরে গেল। আমার ওমন গলা নেই। কিন্তু তা বলে ছেড়ে দিলে তো হবে না। তখন আমি করলাম কী গানেরে মধ্যে বিভিন্ন রাগ ঢুকিয়ে দিতে শুরু করলাম। প্রসঙ্গত: উনি লিখেছিলেন
    দুটি গানের কথা

    ১। যখন কেউ আমাকে পাগল বলে
    ২। রাত জাগা দুটি চোখ

    তবে রাগ গুলো র নাম ভুলে গেছি।

    অন্য ভাবে দেখুন। আরো কতগুলো গান:

    ১। এই দুনিয়াই ভাই সব ই হয় ( এনদিন রাত্রে)
    ২।সাবাশ আমার হাওয়াই গাড়ি
    ৩। গোলাপের অলি আছে (তিলোত্তমা)

    আসলে সেই সময় এত প্রতিযোগিতা ভালো না গাইলে সুযোগ ই নেই। মান্না,হেমন্ত,শ্যামল,সতীনাথ,সন্ধ্যা....
  • apu | 14.99.19.196 | ২৫ এপ্রিল ২০১২ ১০:১৫542880
  • ' এই রোকো রোকো পৃথিবীর গাড়ি টা থামাও আমি নেমে যাবো, এ গাড়ি
    যাবে ন আঅমি অন্য গাড়ি নেবো'
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১০:১৬542881
  • আম্মো তাই মনে করি, সুমন বেসিকালি রবীন্দ্রসংগীতই লিখেছেন

    ডিপার্চার: শিলাজিৎ, চন্দ্রবিন্দু, রূপম, অবশ্য বাংলাদেশে রূপমের কিছু পূর্বসুরী ছিলেন, কিন্তু লিরিকের দিক থেকে তাঁরা রূপমের চারশো মাইলের মধ্যেও আসেন নি।

    মহীনকে কেমন ভিন্‌দেশি মনে হয়, বেশিরভাগ গানে- সেটা মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য হতে পারে (রঞ্জনপ্রসাদকে তো মনে হয় না)
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১০:২১542882
  • প্রথম মহীনের যে গানটা শুনি (তখন জানতাম না মহীন বলে) - ক্রিকেট - বলে একটা গান। এক বন্ধু ওর টেপরেকর্ডারে ক্যাসেটে চালিয়ে শুনিয়েছিল। সে আবার ইংরেজি গানটান শুনত। যখন জিগ্গেস করলাম কার সুর, কার গাওয়া, বলল - আছে, আছে খবর রাখতে হয়। ব্যস্‌। অনেক পরে জানলাম ওটা ছিল মহীনের ঘোড়াগুলির গান।

    আশির দশকেও মহীন কেন জনপ্রিয়তা পায় নি - তা ভেবে পাই নে।
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১০:২২542884
  • কল্লোলদার সাথে একমত। সুমন কোনোভাবেই প্রথাবিরুদ্ধ নয়। বরং ৫০-৬০ এর আধুনিক গানের ধারাকেই পুষ্ট করেছে। সুমন নিজেই বহুবার বহু জায়গায় এ কথা বলেছে।

    যদি একমাত্র প্রথা ভাংগার কাজ কেউ করে থাকে, তা মহীন। মহীনের লিরিক এর আগের কোনো কিছু দিয়ে মেলানো যাবে না। একদম মনে হয় আকাশ থেকে পড়েছে। অ্যারেঞ্জমেন্ট-ও তাই।

    প্রবাবলি মহীনের ব্যর্থতার কারণ-ও এটাই।
  • Jhiki | 219.83.85.197 | ২৫ এপ্রিল ২০১২ ১০:২২542883
  • রূপমের "বেঁচে থাকার গান' ছাড়া আর কোন গান শুনিনি....... কয়েকটা সাজেস্ট করবেন?
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১০:২৫542885
  • প্রবাবলি বাংলা গানের একমাত্র সুররিয়ালিস্ট ধারার প্রতিনিধি মহীন। এর আগেও কেউ নেই, পরেও না।

    চন্দ্রবিন্দু, আফটার অল চমক, হয়ত এন্ড অফ দ্য ডে এই সময়ের প্রেমের গান হয়েই থেকে যাবে। এবং অসামান্য রোমান্টিকতা, যা সুমন-ও হয়ত পারেনি।

    কিন্তু মহীনের লিরিক অন্য পৃথিবীর। অধিবাস্তব বলা যায়। উদাহরণস্বরুপ, চৈত্রের কাফন গানটা। বা সংবিগ্ন পাখিকুল। অজানা উড়ন্ত বস্তু।
  • Jhiki | 219.83.85.197 | ২৫ এপ্রিল ২০১২ ১০:৩১542887
  • আমি গানের "গ' ও বুঝি না, বোঝার কোন প্রয়োজনও মনে করি না। যা শুনতে ভাল লাগে তাই শুনি। তো এহেন অজ্ঞকে একটু সোজা ভাষায় বুঝিয়ে দেবেন "গড়িয়াহাটের মোড়', "পাগল', "দশ ফুট বাই দশ ফুট' কোন আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত? এগুলো কিন্তু সুমনের খুবই জনপ্রিয় গান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন