এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৬১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nnn | 14.99.57.104 | ২৫ এপ্রিল ২০১২ ২০:২১542988
  • *দুই পংক্তির বেড়েও তাকে ধরা গেল না।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ২০:২৫542990
  • তবে মহীনের ঘোড়া চূড়ান্ত বোর করেছিল ২০০২ এর সংস্কৃতিতে- গৌতম মারা যাওয়ার পর ওঁদের প্রথম প্রোগ্রাম। সংগে হিরণ মিত্র ছবি আঁকছিল। পাব্লিক হল্লা করছিল দেখে বুলাকে বললাম যদি ক্যাসেট থেকে কিছু গান, উনি বললেন নাচার গান চাও? এরপরেই হচ্ছে। আর পরেই এসে বললেন, একটু এক্সপেরিমেন্ট হবে? গোয়ান মিউজিকের সংগে স্প্যানিশের জ্যাজ বা ওরম কিছু- পাব্লিক বিশাল বোর হলো। আমাদের টপার তার গার্লফ্রেন্ডকে নিয়ে মাঠের কোণার দিকে বসেছিল, কিছু জুনিয়র ছেলে ওদের অওয়াজ দিতে গিয়ে বিশাল বাওয়াল লাগালো।
    অবশ্য মহীন আসার আগেরদিন লক্ষ্মীছাড়া এসেছিল, সুমনের পরে, খুব জমিয়েছিল।
  • pi | 137.187.241.6 | ২৫ এপ্রিল ২০১২ ২০:২৫542989
  • সুমনের কোন গান নিয়ে সাউথপয়েন্টের কেউ ধন্য ধন্য কতলেসেও সাউথপয়েন্টীয় গান হয়ে যাবে ? :)

    যাইহোক, স্পেসিফিক্যালি ঐ গান দুটো মাতাল অবস্থাতেই খোলে ভাল ;)

    সুমনের লাইভ পারফর্ম্যান্সের ধারে কাছে কিছুই আসেনা ( না না, আর দুজনকে জুড়বো। ভীমসেন যোশী, গুলাম আলি) , কিন্তু অমন চার্জড পারফরম্যান্স আমি কমই শুনেছি।
  • pi | 137.187.241.6 | ২৫ এপ্রিল ২০১২ ২০:২৮542991
  • * করলে সেও
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৩০542992
  • nnn বেড়ে বলেছেন। আর, মহীনের লিরিকে একটা মিশ্র ব্যাপার আছে- 'কালো দরজা খুলে বাইরে তুমি এলে/ বাগানের ঘাসে হাসি ছড়ালে বুনোফুলে'র সংগে 'যাস কোথা তুই কীসের এত তাড়া'র লিরিক কম্পেয়ার করা যায় না। বিভিন্ন লোকের লেখা বলে মনে হয় এই সমস্যা।
  • sda | 117.194.192.203 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৩৫542993
  • এ দুটোর একটাও মহীনের ঘোড়াগুলির লেখা বা গাওয়া নয়। সম্পাদিত গানের লিস্টিতে ছিল।

  • sda | 117.194.192.203 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৩৯542994
  • nnn খুব সুন্দর লিখে দিয়েছেন ঠিক যা যা বলার ছিল।
  • byaang | 122.167.213.129 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৪১542995
  • তাতিনের ৮:৩০য়ের পোস্ট পড়ে এই একটা "অদ্ভুত' লিরিকওয়ালা গানের লিংক দেওয়ার লোভ সামলে উঠতে পারলাম না। বিশেষ করে তাতিনের পোস্টের শেষ লাইনটা।

    ডি: এই গানটার লিং দেওয়ার একমাত্র কারণ, এটার লিরিক। গানটা ভালো না মন্দ এই বিষয়ে কোনো রেকো নেই আমার দিক থেকে।
  • pi | 137.187.241.6 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৪২542996
  • আমার একটা কথা মনে হয়। পরীক্ষা করার উপায় নেই। মহীনের গানগুলো সুমন গাইলে অনেক বেশি জনপ্রিয় হত। সুমনের গানগুলো মহীন গাইলে সেগুলো একটু কম।
    গানের কথা, সুর, অ্যারেঞ্জমেন্ট এর বাইরেও তো কিছু জিনিস আছে। গানটা গাওয়া। এবং গলা। সুমন সেখানে ম্যাজিক করতে জানেন।
  • byaang | 122.167.213.129 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৪৩542998
  • সত্যি nnnর গুছিয়ে লেখা পোস্টটা খুব ভালো লাগল। যথাযথ।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৫১542999
  • হ্যাঁ, সুমন গাইলো বলেই ভিতর-বাহিরে কী বিশাল জনপ্রিয় হলো সে তো আমাদের নিজেদের চোখেই দ্যাখা
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৫৪543000
  • ব্যাংদি, বেশ লাগলো
  • byaang | 122.167.213.129 | ২৫ এপ্রিল ২০১২ ২০:৫৮543001
  • তাতিন, এই হুডখোলা কবিতারার ""ব্যক্তিগত গান''টা পারলে শুনিস।

    :-)
  • ppn | 112.133.206.20 | ২৫ এপ্রিল ২০১২ ২১:০৪543002
  • nnn-এর ৮:১৯-এর পোস্ট সুপারলাইক করলাম।
  • pi | 137.187.241.6 | ২৫ এপ্রিল ২০১২ ২১:০৬543003
  • এখনকার গানের কথা উঠলে আমি আরো তিনজনের নাম করে যাবো। অর্ণব, মামু, রূপঙ্কর।
    তবে রূপঙ্করের গানগুলো কি সব ওরই লেখা? আমার ঠিকঠাক জানা নেই।
  • ppn | 112.133.206.20 | ২৫ এপ্রিল ২০১২ ২১:১৭543004
  • একটা কনফিউশন।

    "আমাকে না আমার আপন কিনছ তুমি' এইখানে তো আমি চিরকাল আপস শুনে এসেছি, আপনের জায়গায়।

    কে জানে, এটাও হয়ত ভুল শুনে এসেছি।
  • aranya | 144.160.226.53 | ২৫ এপ্রিল ২০১২ ২১:৩৮543005
  • প্পন, ওটা ডেফিনিটলি 'আপোস', না হলে কোন অর্থ হয় না।

    সুমনের এই গানটাও আমার ভাল লাগে, বোধহয় মাঝবয়সের প্রেমের গান বলে :-)

    তোমাকে আমাকে মনে রাখবে কি ওরা
    তোমার আমার স্পর্শের গান গুলো
    কখনো পাহাড় ফাটানো পাগলা ঝোড়া
    কখনো চলার পথের শুকনো ধূলো।
    মাঝবয়সেও ছেলেমানুষীর দাবি
    হঠাৎ খেয়ালে এই হাসি, এই রাগ
    সন্ধান করা কস্তুরী মৃগ নাভি
    বুকের ভেতরে রাখা আদরের দাগ।
    তেমনি বুকের এক কোণে শূন্যতা,
    যৌবন আর ফিরবে না এ জীবনে -
    পথের সঙ্গী একার অপূর্ণতা
    নি:সঙ্গতা জনতার নির্জনে।
    ...

    আর অবশ্যই এইটা -

    ভালবাসা শত যুদ্ধেও কেনা যায় না
    ভালবাসা লুঠ তরাজ কীর্তিনাশা,
    একা মেয়েটার নরম গালের পাশে
    প্রহরীর মত রাত জাগে ভালবাসা।
  • sda | 117.194.192.203 | ২৫ এপ্রিল ২০১২ ২১:৪১543006
  • অর্পনদা, ওটা আপস ই। ১০০ % কনফি।
  • ppn | 112.133.206.20 | ২৫ এপ্রিল ২০১২ ২১:৪৮543007
  • আমার প্রিয় গানগুলির মধ্যে এইটা খুব ওপরের দিকে থাকবে।

    আগুন দেখেছি আমি কত জানলায়
    কত জানলায় তার মুখের আদল
    কত জানলায় ঝরে অকাল বাদল।

    কত জানলার কাছে কত চেনা নাম
    কত দেখা হাসিমুখ হাসে অবিরাম
    কত জানলার কাছে একলা মানুষ
    একলা পৃথিবী যেন মহাকাল
    কত জানলায় আসে একার সকাল।

    কত জানলার কাছে রাখা পোস্টার
    কত কথা কত ক্ষিদে কত চিৎকার
    কত জানলার কাছে কাতারে কাতার
    মানুষ জমেছে, দাবি গরাদ ভাঙার
    ভাঙে যেন জানলার গরাদ সবার।
  • PM | 223.223.142.224 | ২৫ এপ্রিল ২০১২ ২১:৫১543010
  • আমার বন্ধু রাজর্ষি বলত - মহিনের ঘোড়ার ( অঞ্জন দত্তের-ও) লিরিক এর ভাষা ICSE-তে বাংলায় ফার্স্ট বয় বাংলা লিখলে যেমন হবে সেরকম। সুমনের গানের লিরিক-এর ভাষা মাধ্যমিক এর বাংলায় হায়েস্ট পাওয়া ছেলে লিখলে যেমন হবার কথা সেরকম।
  • tatin | 117.197.70.42 | ২৫ এপ্রিল ২০১২ ২১:৫১543009
  • অচেনা ছুটি অ্যালবামের প্রায় সবকটা গান- এখানে সুমন এখানে সাবিনা বাদে
  • tatin | 117.197.70.42 | ২৫ এপ্রিল ২০১২ ২১:৫৩543011
  • অর্পণদার দেওয়া গানটার শেষ তিনটে লাইন, স্পেশালি শেষের আগের দুটো লাইন- যেন একদম কথা বলছে, পাশের বাড়ির লোককে বর্ণনা দিচ্ছে সেইখানে কী হচ্ছিল-- অথচ কবিতা, অথচ গান।
    এইটাই সুমন
  • sda | 117.194.192.203 | ২৫ এপ্রিল ২০১২ ২১:৫৪543012
  • রূপংকরের হাতে গোনা দু - চারটি বাদ দিয়ে বাকি সব তো ঐ "বৌদিমনির কাগজওয়ালা" বা "জন্মদিনে ভদকা খাবো" টাইপ সস্তা এন্টারটেনমেন্ট।
  • aranya | 144.160.226.53 | ২৫ এপ্রিল ২০১২ ২২:৩৮543013
  • আগুন দেখেছি আমি কত জানলায় - এটা আমারও বড় ভালবাসার গান। সুমনের অনেক গানই খুব প্রিয়, লিরিকের দিক থেকে অনিন্দ্য, চন্দ্রিল, রুপঙ্কর, শিলাজিৎ বা অঞ্জন, নচিকেতা - কেউই সুমনের কাছাকাছি আসে বলে মনে হয় না।
  • siki | 122.177.16.128 | ২৫ এপ্রিল ২০১২ ২২:৩৯543014
  • কতকিছু লেখার ছিল, কিন্তু শুধু ব্যাকলগ কিলিয়ার করতেই রাত সোয়া দশটা বেজে গেল। হায় অফিস, হায় গুরু।

    প্রথমেই ইয়েকে, মানে আমাদের nnnকে বড় করে ক। প্রায় গুছিয়ে সব লিখে দিয়েছে।

    অফিস যেতে এক ঘন্টা লাগে, ফিরতে লাগে দুঘন্টা। ফোনের জিপিআরেস খচ্চা করে সকালবেলায় সমস্ত টইটা পড়েছি, আর মনে মনে নিজের যুক্তি সাজিয়েছি।

    সুমনের প্রথম তিনটে ক্যাসেট শুনে ফেলার পরে হাতে এসেছিল মহীন। কোনটা মহীনের গান, কোনটা অন্য কারুর গান, তখনও জানতাম না, এখনও অত জানি না, আমি মহীনের গান মানে বুঝি মহীনের ক্যাসেটের গান।

    আজও, প্রায় সমস্ত শুনে ফেলার পরেও মহীন আর সুমনকে পাশাপাশি দাঁড় করালে আমি সুমনকেই বেছে নেব। কেন? কেন সত্তরের লোকজন মহীনকে নিল না?

    সত্তরে মানুষ সাধারণভাবে যে গান শুনেছে, তখনকার মান্না কিশোর হেমন্ত, এমনকি সলিল বা ভূপেন হাজারিকা, সেখানে গানের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সুরের পরীক্ষা নিরীক্ষাও হয়েছে, কিন্তু সমস্তটাই হয়েছে বাজারের গ্রহণযোগ্যতাকে মনে রেখে। পাবলিক কী ধরণের গান "খাবে' সেটা মাথায় রেখে সচেতনভাবেই গানের ভাষা সুর আস্তে আস্তে পাল্টাচ্ছিল। মেজর কোনও প্যারাডাইম শিফট ঘটে নি। সলিলের প্রতিটা কম্পোজিশন হয়ে উঠছিল সময়োপযোগী।

    সেই সময়ে আমি সবে জন্মেছি, তাই আন্দাজ করছি,যখন মহীনেরা এল, ওদের অতি-নাগরিক উচ্চারণ, ভয়েস থ্রোয়িং, সেই সময়ের বাকিদের গায়কীর থেকে বিশালভাবে আলাদা। এবং সুরারোপনও। ফর এক্সাম্পল, শহরের উষ্ণতম দিনে। প্রথম দুতিনটে লাইন সিঙ্গল লয়ে চলবার পরে হঠাৎ করে পরের লাইনটা ডবল লয়ে, তারপরে আবার সিঙ্গল লয় এবং সবশেষে তারও অর্ধেক লয় -- র-ডো-ও-ডে-ন-ড্র-অ-অ-অ-ন।

    একটা বিশাল প্যারাডাইম শিফট। তখন ঘরে রেকর্ড প্লেয়ার বা টেপ রেকর্ডার থাকা একটা বিলাসবহুল ব্যাপার ছিল, গানের রেকর্ড বা ক্যাসেট কেনা তখনও "আম'-জনতার মধ্যে সেইভাবে শুরু হয় নি, যেভাবে হয়েছিল আশির দশকে। ফলে প্রাথমিকভাবে গানগুলো তাদের কাছেই পৌঁছল, যারা দীর্ঘদিন ধরে গান শুনে অভ্যস্ত, এবং গানের বিবর্তনকে একভাবে জেনে অভ্যস্ত। মহীন সেই বিবর্তনের ধাপটা একটা বিশাল মাত্রায় বাড়িয়ে দিল, যে বিশাল স্টেপজাম্পের জন্য তৈরি ছিল না সত্তরের দশকের শ্রোতারা।

    সুমনের গান যখন উঠে এল আশির দশকের শেষদিকে, প্রতুলও সেই সময়ে আসছেন, আশির মাঝামাঝি, তাঁদের পরীক্ষানিরীক্ষাও কিন্তু চলেছে তাঁদের মতন করে। কিন্তু সেই সময়ে সো-কলড "বাজারী' সুরকার সুপর্ণকান্তি বাজারে দুটো বড় বড় বোমা ফেলে দিয়েছেন। কফি হাউসের সেই আড্ডাটা, আর সে আমার ছোট বোন। ট্র্যাডিশনাল বাংলা গানের বিবর্তনকে মনে রেখেই, বিশাল কোনও প্যারাডাইম শিফট না ঘটিয়ে। গানদুটো ট্রেন্ড সেট করে দিল। প্রতুল তখন গাইছেন ডিঙ্গা ভাসাও, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আমি বাংলায় গান গাই, কীসের ভয় সাহসী মন, ইত্যাদি।

    বিরানব্বইতে সুমন তোমাকে চাই ক্যাসেটে গানের যে জিনিসটা প্রেজেন্ট করলেন শ্রোতাদের, ততদিনে শ্রোতাদের বেস অনেক বেড়ে গেছে। তখন ঘরে ঘরে ক্যাসেট প্লেয়ার। ওয়াকম্যান সহজলভ্য। শ্রোতাদের অ্যাভারেজ বয়েস কমে গেছে। সুমনের গানে দেখলাম, কীবোর্ড আর গীটার ইউজ করে, শুধুমাত্র বলিষ্ঠ উচ্চারণের জোরে কীভাবে একটা গানে প্রাণ ঢেলে দেওয়া যায়।

    তোমাকে চাই গানে সুরের খেলা কি বিশেষ আছে? নেই। শুধু কথা, আর অর্গ্যানের মিউজিক। কী যেন একটা আবেশ এনে দিল। নতুন ধরণের গান, কিন্তু একেবারে অচেনা নয়। অর্গ্যান নিয়ে গান তো আমরা আগেও শুনেছি, তখন লিরিকে জোর দিই নি। এখন দেখলাম, যন্ত্রানুষঙ্গ, সুর ... সবকিছুর ওপরে চলে আসছে গানের কথা। আর কী চেনা কথা, কী সহজভাবে উঠে আসছে গানে। আমরা রিলেট করতে পারছি। আর না পারলেও অসুবিধে হচ্ছে না, সুরে নয়, শুধু কথায় ভেসে যাচ্ছি।

    এই ভেসে যাবার অনুভূতিটা মহীনের গান শুনে হয় নি। আজও হয় না। হয় তো ভেসে যাবার বয়েস আর নেই। সে তো কবীর সুমনের আজকালকার গান শুনেও হয় না।

    ক্লাস নাইনে বড় হয়ে ওঠার মুখটা আমার অন্যরকম হয়ে যাচ্ছিল। ফিরে এসেছিলাম দুটি জিনিসের জোরে। আনা ফ্র্যাঙ্কের ডায়েরি, আর সুমনের গান।

    আর জানি না। :) সুমনের গান আমার কাছে নিছক গান নয়। কৈশোরের কিছু অমূল্য সময়।
  • apu | 14.96.16.173 | ২৫ এপ্রিল ২০১২ ২২:৪২543015
  • nnn সুন্দর সার সংক্ষেপ করেছেন। ধন্যবাদ।
  • tatin | 117.197.70.42 | ২৫ এপ্রিল ২০১২ ২২:৪৯543016
  • সিকিও অনবদ্য
  • I | 14.99.237.26 | ২৫ এপ্রিল ২০১২ ২৩:১৭543017
  • nnn কেডা? সে এত ভালো লেখে কেন? লেখেই যদি তো গান লেখে না কেন?
    কল্লোলদা মনে হয় সুমনের রংবাজি ও মহীন-অস্বীকৃতি ইত্যাদির জন্য একটু স্পর্শকাতর। হওয়াই উচিত। কিন্তু তারপরেও সুমন সুমনই থেকে যান। এটা, কল্লোলদা, আমাদের সময়ের অনেকেরই বিশ্বাস। মহীন আগে শুনে ফেললে কী হত তা অবশ্য জানি না। তবে মনে হয় না খুব কিছু তফাত হত। সুমনকে বড়জোর ট্রেন্ড সেটার বলতাম না। ভালবাসায় কিছু কমতি হত কি? সুমনের পরেও তো কতজনা গেয়ে গেলেন। মৌসুমী আর প্রতুলকে ছাড়া আর কাউকেই তো নেওয়া গেল না।
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ২৩:২১543018
  • এই আলোচনাটা খুব-ই ভাল হচ্ছে। শুধু একটা জিনিস একটু চোখে লাগল, তাই বলে যাই।

    কেউ কেউ কি একটু নেম-ড্রপিং করতে ভালবাসেন? মানে, কোনো কিছুতে তক্ক করতে হলে কিছু আপাত অবসকিওর নাম নিয়ে বিপক্ষকে ঘাবরে দেওয়াটা কিন্তু বাচ্চাদের খেলা।

    কেউ একজন, খেয়াল পড়ছে না কে, এই আলোচনাতে হঠাত করে এক মোটামুটি খুব কম লোকজন পড়েছে (কিন্তু বেশ ভাল লেখা সে বিষয়ে কোনো সন্দেহ নেই ) এরকম এক প্রত সাহিত্যিকের লেখা একটা বাংলা উপন্যাসের উল্লেখ করলেন। একদম কোনো প্রসংগ ছাড়াই। হয়ত ভেবেছিলেন এখানে কেউ-ই সেই উপন্যাসটার নাম শোনেনি, ফলে ঘাবড়ে গিয়ে চুপ করে যাবে। যদিও সেই উপন্যাসটার উল্লেখ করার কোনো কারণ-ই ছিল না।

    তারপর এখন দেখি্‌ছ লোরকা সাধনদের বন্যা। এই নেম ড্রপিংগুলো বাদ দিয়েও আলোচনা করা যায় না কি?

    আমি নিজেও এক-ই দোষে দোষী। হঠাত করে সুররিয়াল-ফিয়াল বলে দিলাম। সেজন্য আগাম সরি।

    নিজেকে বিশাল পন্ডিত দেখাতে গিয়ে অবসকিওর নেম-ড্রপিং গুলো করলে আর কিছুই না, একটা বড় সেকশনকে এই আড্ডা থেকে হারাতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন