এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৫৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১০:৩৩542888
  • বাই দ্য ওয়ে, কল্ললদা যে সুস্মিতের কথা বলছেন তিনি হলেন ইন্দো-অ্যাংলিকান গানের কল্লোল দাশগুপ্ত :D

  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১০:৩৭542889
  • আহা সব রবীন্দ্রসংগীত-ই কি দাদুর গান?

    তাতিন মেজাজের কথা বলছে।

    আর কি কখনো কবে এমনো সন্ধ্যা হবে মনে হয় তার স্পিরিটে একলা হতে চাইছে আকাশ দিন ফুরনো পথের ধারের থেকে খুব দুরে নয়।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১০:৪২542890
  • চন্দ্রবিন্দু সারিয়াল না? আদরের নৌকো, ঝিলমিল, আমি আমার মন ইত্যাদি বেশ কিছু আছে তো
  • cb | 192.193.160.9 | ২৫ এপ্রিল ২০১২ ১০:৪৪542892
  • ঝিকি রুপম এর হাস্নুহানা শুনে দেখতে পারেন, খারাপ লাগবে না। এই হাস্নুহানা র বদলে আমরা সে*ছানা বসাতাম, সব শিশুকালের প্রাবল্যে :)

    কেউ কাজী নাসের এর একটা গান দিতে পারেন? বাচ্ছা ছেলে কে নিয়ে লেখা, কথা অনেকটা এরকম, "একটা ছেলে পড়ছে বই............... , আজ রাতে তার শোয়া বারন"
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১০:৪৪542891
  • রূপম এইখান থেকে শুরু করুন:

  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১০:৪৬542893
  • আমার ধারণা বাংলায় 'হেট সং' এমন কি 'হেট পোয়েম' শুনতে হলে রূপম শুনতেই হবে
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১১:০৪542894
  • সিদ্ধার্থের Date:25 Apr 2012 -- 10:25 AM পোস্টকে ক্ক।
    মহীন বোধ হয় বাংলা গানের প্রথম পোমো।
    তুই সুস্মিত শুনেছিস? আরে: বা:। অবশ্য জেএনইউতে ছিলি। সুস্মিতের বাড়ি থেকে জেএনইউতে ঢিল ছোঁড়া দূরত্বে। তবু। তুই সুস্মিত শুনেছিস জেনে বড়ো ভালো লাগলো।
  • Somnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১১:১৩542895
  • কল্লোলদা যে জায়গাটায় চলে যাচ্ছে, সেটা একটু অ্যাপ্রক্সিমেটেড। পাই ও সেখানে চলে গেল।

    সদা ছাড়া বিশেষ কেউ কিন্তু বলে নি সুমনের চেয়ে মহীনের গান নিকৃষ্টতর। সুমন বেটার নাগরিক গান গেয়েছে বলে বাংলা গানের মোড় ঘুরিয়ে দিয়েছে। বেশি বিক্রি হয়েছে বলে সুমনের গান বেটার। না । তা নয়।

    তবে কেন বলছি বাংলা গানের মোড় সুমন ঘুরিয়েছে? সুমনের আগে থেকেও তো গান নিয়ে এই পরীক্ষা হয়েছে। তবে সুমনই কেন, কেন মহীন নয়, রঞ্জনপ্রসাদ নয়, নগর ফিলোমেল নয়, অনুশ্রী বিপুল নয়? HMV ক্যাসেট করেনি বলে কি তাদের গানগুলো খারাপ ছিলো? না। আবার বলছি, তা নয়।

    প্রশ্নটা হল, মোড় ঘোরানো কাকে বলব? লোকচক্ষুর অন্তরালে প্রবল জিনিয়াসেরা অবিশ্বাস্য অন্যরকম ভালো গান বানিয়ে গেলে তাদের? যে গান ১০-২০-১০০-২০০ লোকের বেশি কেউ শোনে নি, শুনবে না? না কি একজনও যদি এগিয়ে এসে দুটো অন্যরকম অত-ভালো-নয় গানও এমনভাবে লোককে শোনাতে পারে যাতে বৃহত্তর শ্রোতৃসমাজের গান শোনা রুচীটাই পাল্টে যায়? মিডিয়াকে কনভিন্স করাতে পারে যাতে মিডিয়া সেই নতুন গানের প্রচার করতে থাকে? ক্যাসেট কোম্পানীগুলোকে লাভের মুখ দেখিয়ে বা না দেখিয়ে অন্তত কনভিন্স করাতে পারে যাতে কোম্পানীগুলো আরো আরো এই নতুন গানের রেকর্ড প্রোডিউস করে। এই অন্যরকম গানের শিল্পীদের উৎসাহ দিতে পারে, প্রেরণা দিতে পারে উদাহরন সেট করতে পারে অ্যাকসেপ্টেড হওয়ার। সৃষ্ট সঙ্গীত হারিয়ে যাবেনা, নষ্ট হবে না, মানুষের কাছে পৌঁছবে, ভালো মন্দের ভার ইতিহাসের হাতে ছেড়ে দিয়ে আরো যারা অন্যরকম ভাবছেন, বা ভেবেছেন তারা এগিয়ে এসে তাদের কাজটা করে যেতে পারবেন - এই পরিবেশটা গানের বাজারে তৈরি করতে পারে।

    সুবিমল মিশ্র অনেক অনেক দিন ধরে অন্যরকম লিখছেন। ভালো লিখছেন। ছোটো পত্রিকার সাথে জড়িত জানকারিওয়ালা লোকজন ছাড়া তাঁর নাম বা কাজ কজন জানেন? তার মানে এই নয় তাঁর সৃষ্টিগুলো কোনো অংশে কম ভালো। কিন্তু আমরা কি বলতে পারি সুবিমল মিশ্র বাংলা গদ্যশিল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন? ঘোড়ানোর পোটেনশিয়াল নিশ্চয়ই ছিলো। অনেকের চেয়ে বেশিই ছিলো, কিন্তু তিনি পারেননি। আজও বাংলা গদ্যশিল্পের মূলধারা আনন্দগোষ্ঠীর অধিকাংশ রাবিশেই ভর্তি।
    কল্লোল দাশগুপ্ত ও গানের কারিগর। অনেকের অনেকের চেয়ে অনেক ভালো গানই বানান। কিন্তু বাংলা গানের ইতিহাস লেখা হলে কেউ কোথাও তাঁর নাম লিখেছে এখনও? নরেন্দ্রপুরে একটা ছেলে (তখন কলেজ পাসআউট) নিজের কথা গান করে গাইতো। অরূপদার কুটুরিতে এসে গাইতো, হারমোনিয়াম বাজাতে পারতো না। অরূপদা বাজাতো । ও শুধু গাইতো। আমার ১৯৯৯-২০০০ এর কানে, ৭-৮ বছর নতুন গান চেটেপুটে খাওয়া কানে অসম্ভব ভালো লেগেছিলো। প্রতিষ্ঠিত অনেকের চেয়ে ভালো, অনেককে টেক্কা দেওয়া গান। একটা অফিস ফাংশনে অরূপদাকে বাজাবার জন্যে নিয়ে গেছিলো, আমি গেছিলাম। অন্য সব গান গাইলো, যেগুলো চেনা, আগে গেয়েছে অরূপদার ঘরে। তাই বাজানো ও হলো সেগুলোর সাথে। কিন্তু শেষ গানটা গাওয়ার সময় অরূপদাকে থামিয়ে দিলো। বাজাতে হবে না। নতুন একটা গান গাইবে। একেবারে খোলা গলায় সেই ভাড়ানেওয়া সিনেমা হলে যে গান সে গেয়েছিলো, আজ, কথা সুর কিচ্ছু মনে না থাকলেও সেই শিউড়ে ওঠা লোমরাজির কথা ভুলিনি। কই তার কোনো নাম কোনোদিন আর শুনিনি তো। তার সেই গান কি খারাপ ছিলো। কিন্তু না বাংলা গানের ইতিহাস লেখা হলে তার নাম লেখা থাকবে না। কেউ তার গান শোনেনি ঐ ১০-২০-১০০-২০০ জন বাদে।

    বাংলা গানের মোড় ঘোরানো , তাই , যে অর্থে ব্যবহার করছি, আমি বা yyy / nnn, সুমনের নামের সাথেই জড়িয়ে থাকবে। সুমন চট্টোপাধ্যায়। এমনকি কবির সুমনও নয়। বাংলা নতুন গানের স্রোতস্বিনীর ভগীরথ তিনিই, গৌতম চট্টোপাধ্যায়কে সমস্ত ডিউ শ্রদ্ধাসহ।

    এবার যদি বলেন সুমন কিসুই নতুন করেনি। সেটা অন্য তর্ক। যদি বলেন সুমনের চেয়ে মহীন অনেক বেশি নতুন করেছে, সেটাও অন্য তর্ক। আপাতত মোড় ঘোরানো নিয়ে লড়ে যাচ্ছি।

    (আর ঝিকি তো রীতিমতো বাচ্চা দেখছি। :-)
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১১:১৭542896
  • আরে আমি জে এন ইউ তে পড়তাম না। আড্ডা মারতে যেতাম।

    সুস্মিতকে দেখতেও কিন্তু অনেকটা আপনার মত :P

    এনি ওয়ে, পোমো ইন ইট্‌স ট্রু ডেফিনিশন মহীনকে বলা যাবে না মনে হয়। সেটা চন্দ্রবিন্দুর জন্যৈ তোলা থাক। মহীন সুররিয়াল।

    তবে এগুলো সব তক্ক করার জন্য তক্ক। সুররিয়াল না হলেই বা কি! তাতেও মহীন সুমন চন্দ্রবিন্দু বড় প্রিয়।
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১১:১৯542898
  • সুবিমল মিশ্র শেষ দশ বছরে একটি সোনা দিয়ে মোড়ানো কুঞ্চিত চুলে পরিণত হয়েছেন।

    আর তার থেকেও অসহ্য বাংলায় বিদ্রোহের পতাকা একমাত্র আমি বইছি আর সুনীল শীর্ষেন্দু মাত্রেই বাল, এই হোলিয়ার দ্যান দাউ অ্যাটি-টা।
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২১542900
  • ধুস্‌, সুমনের খ্যাতি তো জীবনমুখী গানের জন্যে। যদিও "জীবনমুখী' কথাটার থেকেও "নাগরিক লোকগান' (আরবান ফোক্‌) বেশী উপযুক্ত। ৫০-৬০ এর ঘরানায় যে সব গান সুমন গেয়েছেন, বা, রবীন্দ্রসংগীত গেয়েছেন - এসবের জন্যে কেউ সুমনকে মনে রাখে না।
    আর, হ্যাঁ, বাংলায় আরবান ফোক্‌, ব্যালাড জাতীয় গানে সুমনই পথিকৃৎ।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২১542899
  • বাংলার প্রথম পোমো গান 'ভাব না হৈ' - লুইপাদের
  • Somnath | 59.160.210.2 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২৩542901
  • ওকে। বাংলা মূলধারার গানের থেকে ডিপার্চার। এক্ষেত্রে সুমনের থেকে অবশ্যই অনেক বেশি ডিপার্চারওয়ালা কাজকর্ম আছে। মেনে নিলাম। কিন্তু যেটা বলা হচ্ছে, সুমন নামক ফেনোমেনেন টা না হলে সে সমস্ত কাজকর্ম প্রখর সূর্যলোকে বেরোতো না, ফেন্ড সার্কেল, জানকারিওয়ালা কিছু বোদ্ধা, কিছু নতুনত্বের খোঁজখবরকারীদের হাতেই পড়ে থাকতো, যেমন রয়েছে অধিকাংশ প্যরালাল সিনেমা, অধিকাংশ লিটিল ম্যাগাজিন। ব্যতিক্রমী ভালো কাজ নিয়ে দ্বিমতের অবকাশ নেই, কিন্তু সেটা কেউ মেনস্ট্রীমে নিয়ে এলেন, বাংলার মানুষকে ঘাড় ধরে শ্রোতা বানালেন, ব্যতিক্রমী কাজগুলোকে প্রোমোট করতে সমস্ত গণমাধ্যমগুলোকে বাধ্য করলেন। এই ক্রেডিটটা তাঁর প্রাপ্য। এটা তাঁকে দিতে হবে।
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২৫542902
  • এক্‌দম। হক কথা, এই ক্রেডিট সুমনের।
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২৮542904
  • সুমনের বহু আগের ব্যালাড মহীনের অউব, বা নগর ফিলোমেলের বিজনের চায়ের কেবিন।
    যাগ্গে। এটা নিয়ে তক্কোটা বড়ো বেশী কচলাচ্ছে।
    সুমন ভালো। খুবই ভালো।
    অন্যরাও তাদের সম্মান পাক।
  • Sudipta | 69.132.108.212 | ২৫ এপ্রিল ২০১২ ১১:২৮542903
  • সুমন রবীন্দ্রসঙ্গীত (বা রাবীন্দ্রিক ধরণের) গান লিকেচেন শুনে বেশ মজা পেলুম, অস্বীকার কর্ব না :)
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৩৩542905
  • আগে অনেকে অন্যরকম গান গেয়ে থাকলেও, শোনেনি তো কেউ:)
    সুমনের "অন্যরকম' গান লোকে শুনেছে, অ্যাপ্রিশিয়েটও করেছে।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৩৫542906
  • সচরাচর দেখেছি যাঁরা ৭০ দশকে মহীন বা বাকি গানগুলোর সংগে যুক্ত ছিলেন, তাঁদের সুমন নিয়ে হাল্কা খার আছে।
  • Sudipta | 69.132.108.212 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৩৬542907
  • সোমনাথদার ১১:১৩ র পোস্ট কে ক! 'মোড় ঘোরানোর' ব্যাপারে সুমন নি:সন্দেহে মহীনের ঘোড়াগুলি র থেকে এগিয়ে থাকবে, তারা কাজটা শুরু করলে-ও বছরের পর বছর এত কনসিসটেন্ট ছিল না, আর এখানে পুরো একটা দশক জুড়ে সুমন টেক্কা দিয়েছে, মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে ঐ পরিষ্কার স্পষ্ট উচ্চারণ, দুর্লভ কন্ঠস্বর আর গানের লিরিক্সের ঋজুতা বা দৃঢ়তা, সঙ্গে বহু বাদ্যযন্ত্রের পারদর্শিতা, কথা বলার/পরিবেশনের স্টাইল; এই জায়গাগুলোতে মহীনের ঘোড়াগুলি কে অনেক জায়গায় পেছনে ফেলেছে; তবে এসব ই ২০০২/৩ এর পূর্ববর্তী জমানার সুমন।
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৩৭542909
  • যারা শোনেনি তাদের দুর্ভাগ্য।

    গানগুলো সময়ের থেকে এগিয়ে ছিল।

    তবে আমার অবাক লাগে, সুমন যখন উত্তরসুরীদের কথা বলে, জটিলেশ্বর মুখো বা সুধীন দাশগুপ্তর কথা বলে, মহীন বা নগর ফিলোমেল সম্বন্ধে কিন্তু প্রায় নীরব। কেন?

    সুমনের মেজাজ তো বিজনের চায়ের কেবিনের সাথে যত যায়, জটিলেশ্বরের দুর দুর তক দিয়েও যায় না।

    কোনো পুরনো খাড়?
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৩542910
  • আমার কিন্তু জটিলেশ্বর-সুধীনকে সুমনের অনেক বেশি পরিমাণে পূর্বসুরী মনে হয়,, অউব বা বিচাকের থেকে
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৪542911
  • আমার জটিলকে না একদম পোষায় না। কেন কে জানে :(

    সুধীন ব্যাপক।
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৬542913
  • ধুস্‌, সুমন হল জীবোনমুখী।
    আমার এক বন্ধুর কাকা সেই সময় বলেছিলেন - আর এই আজকাল হয়েছে এক জীবনমুখী গান, যেন বাদবাকী সব গান মরণমুখী।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৬542912
  • এই বিজনের চায়ের কেবিনটা কেমন অবাংলা গান লাগে না শুনলে? বাংলাদেশি রকের মতন- জাস্ট জোর করে কিছু বাংলা শব্দ দিয়ে অন্য কোনো ভাষার গান গাইছে
  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৮542914
  • জীবনমুখি গেয়ে নামডাক হবার পরে, সুমন বলতে থাকল এই সব জটিলঈশ্বর ... এনাদের কথা। শুরুর দিকে শুধু পিট সিগার আর বব ডিলানের গপ্পো হত।
  • tatin | 122.252.251.244 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৯542915
  • ধার , পাশাপাশি এই গানটা শুনলাম- কথা সুরে কোনো এলিয়েনেশন ই নেই- কিন্তু যথেষ্ট প্রতিবাদী গান

  • lcm | 69.236.168.55 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৫৭542916
  • ধুস, এইসব দশরথ-ফথ নয়... সুমন বিখ্যাত হয়েছে - তোমাকে চাই, পেটকাঠি চাঁদিয়াল, গড়িয়াহাটার মোর.... এই সব গান গেয়ে।
  • Siddhartha | 131.104.241.62 | ২৫ এপ্রিল ২০১২ ১১:৫৯542917
  • আমার তো বিচাকে ব্যাপক লাগে।

    আর গানের আবার বাংগালী অবাংগালী কি?
  • kallol | 119.226.79.139 | ২৫ এপ্রিল ২০১২ ১২:১২542920
  • মহীন, নগর ফিলোমেল, রঞ্জনপ্রদাদদের সুমন নিজে স্বীকার করে না। আমি নিজে সুমনের সামনে বসে শুনেছি।
    কোন একটা ১৯৮৮র বিকালে পীযুষদা আমায় ধরে নিয়ে গেছিলো ভবানীপুর মিত্র স্কুলের কাছে এক সিতুদার বাসায়। উদ্দেশ্য আমারই মতন গিটার বাজিয়ে গায় দুজন তাদের সাথে আলাপ করিয়ে দেওয়া। দুজনে কাছেই থাকে। একজন নীল অধিকারী - ভাবানীপুর মুক্তদল পূজো যেখানে হয়, তার সামনের বাড়িতে থাকে, সেন্টজেভিয়ার্সে পড়ে। ওদের দল ক্রশ উইন্ডস ব্লুজ গায়। আর অন্য জন সুমন চট্টোপাধ্যায়, সেও কাছেই থাকে পুর্ণ সিনেমার পরে একটা গ্যারেজের পাশে।
    এলেন দুজন। আমি গাইলাম। নীল প্রথমে একটা ক্লাসিকাল পিস বাজালো গিটারে। সুমন বেশ খুশী। তারপর গাইতে বললে গাইলো কাপে কাপে আমার হিয়া কাঁপে। আমি তো ছিটকে গেছি। এ গান তুমি কোথায় পেলে? এ তো মনিদার গান। আমি তার বছরখানেক আগেই শুনেছি মনিদার বাড়িতে। তার সাথে পড়শোনায় জলাঞ্জলি, কথা দিয়া বন্ধু ফির‌্যা না আইলা আর টেলিফোন।
    নীল, মনিদার ভাগ্নে, আমি জানতাম না।
    তখন শুনলাম সুমন বলছে, হ্যাঁ ভালোই তবে বড়ো বেশী পশ্চিমী। আর একটু দেশী হতে হবে। সেই জন্যই তো ওরা বেশীদূর যেতে পারলো না।
    নীল তারপর গাইলো টেলিফোন। সুমন আর কথা বাড়ায় নি। তখন ও সিপিএমের সভায় গাইতো, সেই সব গান শোনালো - হাত ধরেছে পদ্ম এরকম একটা গান।
    সুমনের ইনসিকিওরিটি ওকে এদের স্বীকার করতে বাধা দেয়। তো সেটা সুমনের সমস্যা, অন্যদের নয়।
  • apu | 122.248.183.1 | ২৫ এপ্রিল ২০১২ ১২:১২542918
  • 'বধুঁয়া তোমার চোখে জল এসেছে ' ও না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন