এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা

    Somen Dey
    গান | ২৪ এপ্রিল ২০১২ | ৪১৮২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 63.131.47.69 | ২৭ এপ্রিল ২০১২ ১২:১২543188
  • সলিলের কথাও বলেন তো সুমন। ম
  • apu | 122.248.183.1 | ২৭ এপ্রিল ২০১২ ১২:১৫543189
  • তাহলে আর কী চাই ? ' মহীনের গান' র এক দিন পৃথিবী বিখ্যাত হবে।

    'একদিন পৃথিবী আবার শান্ত হবে...'
  • dd | 110.234.159.216 | ২৭ এপ্রিল ২০১২ ১২:১৬543190
  • সেদিন একটা কোন সাইটে পড়ছিলাম বাংলা চলচিত্রের কতকগুলো মিথের কথা।

    তার মধ্যে একটি সর্ব স্বীকৃত মিথ যে প্রি পুরষ্কার স্টেজে পথের পাঁচালি আদৌ চলে নি। তো সেই লেখক টিকিট বিক্রি ও কতো সপ্তাহ চলেছিলো সেইসব হিসেব দিয়ে দেখিয়েছেন ওটো ভুল তথ্য। প পা ওয়াস হিট। পুরষ্কার পাবার আগেই।

    কিন্তু লিং তো নেই। যদ্দুর মনে পরছে প্রতিদিনের কোনো একটা রোব্বারের ইস্যু।

    এই টইএর সাথে কোনো লেনদেন নেই, কল্লোল লিখলো পথের পাঁচালির এগজাম্পল দিয়ে তো আম্মো এট্টু গায়ে পরে পাকামী করে গ্যালাম।
  • tatin | 122.252.251.244 | ২৭ এপ্রিল ২০১২ ১২:১৯543191
  • SC, আদাব
  • tatin | 122.252.251.244 | ২৭ এপ্রিল ২০১২ ১২:২৪543192
  • সুমনের গানে বারবার শিউড়ে উঠেছি, 'প্রেমিকা আমার কবে বিদ্রোহ হবে' বা 'রাতের বাহারি চাঁদে আফিমে গোলাপে'র মত কিছু শব্দবন্ধ শিরদাঁড়া দিয়ে স্রোতের মত্ন কিছু বইয়ে দিয়েছে।

    রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো গানে সেই শিউড়ে ওঠা পাইনি।
  • SC | 63.131.47.69 | ২৭ এপ্রিল ২০১২ ১২:২৭543193
  • তাতিন, আদাব সিওর?
    নেটে একটু ঘেঁটে মনে হলো "অনেকদিন পর"(২০০৫) ক্যাসেটের। অবশ্য সেটাও সাত বছর আগের।
    ঈশরত জাহানকে মারা হয়েছিলৈ মনেহয় ২০০৪এ।
  • tatin | 122.252.251.244 | ২৭ এপ্রিল ২০১২ ১২:২৮543194
  • সরি সরি, অনেকদিন পর , যেটায় আদ্ধেক গান হেভি ঝাঁটের ছিল- বুড়ো হচ্ছি :(
  • omnath | 59.160.210.2 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৩৬543195
  • ওটায় আদ্ধেক গান তো অঞ্জনের ছিল। ;-)
    পাইদি, yyy বোধয় সদাকে বাচ্চা বলার প্রসঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা ইত্যাদি বলল। (কোলে ঝোল টেনে বললুম)।
  • tatin | 122.252.251.244 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৩৯543196
  • বেগম রোকেয়ার থেকে কেক বিস্কুট তাও বেটার ছিল :(
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৪০543198
  • কল্লোলদার কাছে ক্ষমাপ্রার্থী, সত্যিই কিছুটা রুড হয়ে পড়েছিলাম লেখার সময়। ইনফোতেও গলদ ছিল।

    তবে মূল বক্তব্যে এখনো স্থির আছি, মহীনের ঘোড়াগুলি না থাকলে বাংলা নতুন ধারার গানের কিস্যু এসে যেত না। তাঁরা ছিলেন, কিছু ভালো কাজ করেছেন, সবি ঠিক আছে, কিন্তু তাঁদের নিয়ে যে পরিমান পূজোআর্চা হয় তার যৌক্তিকতা নিয়ে সব সময়েই প্রশ্ন থেকে যায়। এই বিষয়ে পাল্টা উদাহরণ হিসেবেই সুমনের প্রসংগ তোলা।
  • omnath | 59.160.210.2 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৪২543199
  • মহীনের ঘোড়াগুলি না থাকলে বাংলা ব্যান্ড জিনিসটা কোনোদিনই হত না। ব্যান্ড বানালে মহীনকে খানিক পুজোআচ্ছা করে নিয়ে মাঠে নামাই দস্তুর।
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৪৫543200
  • বাংলা ব্যান্ড না হলেও বাংলা গানের একগাছিও ছেঁড়া যেত না। আর দশ বছর পর ব্যান্ডের কটা গান লোকে মনে রাখে মিলিয়ে নেবেন। যাহা দ্রুত গরম হয়, তাহা দ্রুত ঠান্ডাও হয়, তাপবিজ্ঞানের বেসিক সূত্র।
  • apu | 122.248.183.1 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৫২543201
  • কিন্তু আমর এখনো ' আকাশ প্রদীপ জ্বলে' শুনি। ১৯৫৮ র রেকর্ডিং । ( খুব সম্ভবত:)
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৫৬543202
  • ২০০১ এর পুজো। মনে আছে ভূমির প্রথম অ্যালবাম "যাত্রা শুরু" রিলিজ করলো। "বারান্দার রোদ্দুর" গানটা নিয়ে সে ক্ষী মাতামাতি। টিভি , রেডিও, পুজো প্যান্ডেল সবজায়গায় গম্‌গম করে বাজছে। লোকজন নেচেকুঁদে একশা।

    দশ বছর পর, আর শোনাও যায়না কোথাও। স্রেফ ""নেই" হয়ে গেছে।
  • SC | 63.131.47.69 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৫৭543204
  • যারা চেঁচিয়ে চেঁচিয়ে গান করেন, ওরা মনেহয় পশ্চিমের ব্যান্ডকে দেখেই তৈরী হয়েছে, বা তৈরী হতো।
    কে না থাকলে কি হতো, এরকম আলোচনার কোনো শেষ আছে কি? সুমনের হাত ধরে যারা বাঁক নিলেন, তারাই বা এমন কি ফাটিয়ে দিয়েছেন। অঞ্জন দত্ত? থাক।

    তাতিন, অঞ্জনের সাথে ক্যাসেট দেখেই ঐটা শোনার আদ্দেক ইচ্ছে চলে গেছিলো।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৫৭543203
  • অতীব ঝাঁটের লিরিক।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১২:৫৮543205
  • মানে আকাশ প্রদীপ জ্বলে গানটার লিরিকের কথা বলছি।

    কিন্তু সদা আমায় অবাক করল। আমার-ই বয়েসী, এদিকে এত কনজারভেটিভ মানসিকতা কেন? নতুনকে গ্রহণ করতে হবে তো কমরেড :)
  • lcm | 69.236.168.55 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৩543207
  • তাতিনের শিরদাঁড়া দিয়ে গান --- এর প্রসঙ্গে মনে পড়ল, রূপমের একটা গান আছে এইরকম -
    ...
    অপদার্থ জন্ম আমার
    অপদার্থ কর্ম আমার
    আমার অপদার্থতার কি মাহাত্ম্য
    ...

    এই গান আমার কান দিয়ে ঢুকে শিরদাঁড়া বয়ে স্রোতের মতন নেমে... ইয়ে, কোথা দিয়ে যেন বেরিয়ে গেছল...
  • apu | 122.248.183.1 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৩543206
  • কিন্তু ভাই সিদ্ধার্থ, ঐ *** লিরিক টই লোকে শুনছে। ৫০ বছরের বেশী সময় ধরে। জাস্ট ফর ইনফো। অঙ্কের নিয়মে একেই কালজয়ী বলে।
  • riddhiman | 108.218.136.234 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৫543209
  • আচ্ছা এই ঘুরিয়ে নাক দেখানো টা আর কতক্ষন চলবে? সাইতের বাঘা বাঘা বিশ্লেষকরা কুচ কুচ হোতা হ্যায় র কাজলের মত বিহেভ করছে কেন?
    'সুমন আর মহীন দুজনেই খুব ভাল, কিন্তু সুমন আমাকে এদিক ওদিক ছুয়ে টুয়ে যায়।' আরে! একজনের ছোয়ার ক্যপাটাই তো তাকে বেটার করে। একজনের লেখা আরেকজনের থেকে ভাল, সেটা কি বিচার হবে তার ট্যাক থেকে, না টাক থেকে, না সে কোথায় কিভাবে ছুল/মারল/চাবকাল সেটা থেকে? শেষটা যদি না হয়, তাহলে ভাল লেখার ' মানে কি। 'কোন লেখাই খারাপ না টাইপ ঢ্যামনামো' ক্লাস সেভেনের ইংরেজী ম্যাডামের সাজে, কিন্তু ম্যডামের স্নেহচ্ছয়া থেকে বেরিয়ে বাস্তব দুনিয়ায় এসে দেখি এ যে অন্য ব্যাপার। ঘোরেল দুনিয়া। যেমন আমরা এখন জানি কুনাল ঘোষ উইথ প্রোব্যবিলিটি ওয়ান রবীন্দ্রনাথের থেকে খারাপ লেখেন।
    মহীনের কি ছোয়াচে বাতিক আছে নাকি, যে সুমনেরি দায় পড়ল। কাচা বাংলা করে বললে, সুমন একজন বেটার লেখক, কবি। মহীন এর থেকে ভাল। সুর ফুর এরেনে্‌জ্‌মন্ত জানি না, যেহেতু লিরিক্স নিয়ে তৈ, মহীন আর সুমন এর লেখা পাশাপশি রাখলে দ্বিতীয়টা প্রথম প্রাইজ পাবে। পাতি হিসেব। এটা আলটপকা টিম বা এস সিকে ছুয়েছে বলে নয়, সিস্টেমেটিকালি একটা জেনারেশান কে ধাক্কা দিয়েছে বলে।

    মনে হচ্ছে, পাওলি আর শতাব্দী দুই বন্ধু, আর বলছি ' দুজনেই ভাল, কিন্তু পাওলির মুখ টা দেখলে, আমার ভেতেরে উদ্দীপনা জাগে। কিন্তু বন্ধুগণ, এটা মনে রেখ দুজনেই কিন্তু দেখতে শুনতে পড়াশোনায় হীরের টুকরো, শুধু পাওলি এমন ভাবে একটা ছোয়, মানে আমি নিজেকে ছুয়ে ফেলি।' লে পচা। তাও এসব ক্ষেত্রে বুঝি, কচি মেয়েলি মনে আঘাত দেবার কেস আছে। আর এখানে তো এক পার্টি তেষট্টি বছরের টেকো, আর এক দল সাউথ পয়েন্ট। এত ভাববার কি আছে, যাকে ভাল লাগে তাকে বস ডেকে সেলাম করে বেরিয়ে যাও।
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৭543210
  • নতুন বলতে বাংলায় দোহার বলুন, আছি, হিন্দিতে ইন্ডিয়ান ওশেন বা পরিক্রমা বলুন, আছি, সাগরপারের গ্রীন ডে,কার্ট কোবেন, কি পোয়েট্‌স অফ দ্য ফল বলুন তাও আছি, কিন্তু এনরিকে নেই, জাস্টিন বেইবারে নেই, বাংলা ব্যান্ডে নেই :) কোয়ালিটি ম্যাটার্স।
  • lcm | 69.236.168.55 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৮543212
  • কোয়ালিটি আইসক্রিম? আমি তো আর কোথাও কোয়ালিটি খুঁজি না।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৮543211
  • সেটা লোকেদের দুর্ভাগ্য। গানটার মাহাত্ম্য না।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৯543214
  • হুম, লিরিকে সুমন দাদুর পাশাপাশি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

    বাকিরা এই দুজনের অনেক পেছনে।
  • sda | 59.97.138.89 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:০৯543213
  • এল সি এম আর ঋদ্ধির পোস্ট পড়ে এমন গলা ফাটিয়ে হাসতে শুরু করলাম যে ফ্যাক্টরিশুদ্ধ লোক তাকিয়ে আছে। উফ্‌ফ :-)))
  • Jhiki | 219.83.85.197 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:১১543215
  • লিখব না বলেছিলাম, দোহার দেখে আবার চলে এলাম....... আম্মো দোহারে আছি...... ওদের লাইভ পারফর্মেন্স দেখার সাধ বহুদিনের।
  • Siddhartha | 131.104.241.62 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:১২543216
  • আর সামগ্রিকভাবে দেখলে, সুমন দাদুর থে এগিয়ে। দাদুকে গান গাইতে বা বাজাতে হত না।

    তবে সুর দাদুর বেটার।
  • kallol | 220.226.209.2 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:১৪543217
  • রিদ্ধিমানের পাতি হিসাবে সুমন বেটার লিরিসিস্ট। আমার তা মনে হয় না। সুমনের গান আর মহীনের গানের কন্টেক্সটই আলাদা। মহীনের গানে ফিলিজফাইস করার ট্রেন্ড। কতোগুলো হেরে যাওয়া মানুষ ঘুরে দাঁড়াতে চাইছে। সেখানে ফিলোজফাইস করা আপনা থেকেই আসে।
    সুমনও ফিলজফাইস করেন, তবে সেটা তার ট্রেন্ড নয়। কারন সুমনের কোন হেরে যাওয়া নেই। সুমন বরং দৈনন্দিন নিয়ে গান লেখায় আগ্রহী।
    এবার পসন্দ আপনা আপনা। জাজমেন্টাল হওয়ার কিছু নেই।
  • rajdeep | 220.227.106.153 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:১৬543218
  • সুমনের মঞ্চ উপস্থাপনার স্টাইল নিয়ে দুপয়সা হোক, বাঙালি গায়ক স্টেজে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছেন ...

    ওফ্‌ কি রোমাঞ্চকর নাইন্টিজ !
  • omnath | 59.160.210.2 | ২৭ এপ্রিল ২০১২ ১৩:১৯543220
  • বাংলা ব্যান্ড না থাকলে চন্দ্রবিন্দু থাকতো না। তাইলে বাংলা সিনেমার গানে যে চেঞ্জটা আজ এসেছে সেটাও থাকতো না। সুমন-নচি-অঞ্জন তো বাংলা সিনেমার গানের ধারা পাল্টাতে পারল না। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন