এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও দেখে মন্তব্য করুন

    Kaataakutu
    অন্যান্য | ১৯ মে ২০১২ | ১৮৩১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.96.42.145 | ১৯ মে ২০১২ ১৪:০৭545740
  • আমাকে তো দেখাচ্ছে !

  • একক | 24.96.42.145 | ১৯ মে ২০১২ ১৪:০৯545751
  • সরিয়ে দিয়েছে . আমারটা বাফার থেকে রিড করছে . এই অবস্থায় ডাউনলোড করার কোনো প্রসেস আছে? আইবিএন থেকেই সরিয়েছে মনে হচ্ছে প্রোগ্রামের ভিউআরশিপ বাড়ানোর জন্যে
  • fevi | 227.162.209.11 | ১৯ মে ২০১২ ১৪:২৬545762
  • আমারটাও তাই। কেউ একটু জানাক, কিভাবে download করা যাবে।
  • একক | 24.96.42.145 | ১৯ মে ২০১২ ১৪:৩২545773
  • দেআর ইস অন এনকোডার , কিছুতেই মনে পরছেনা নাম টা . মেন সাইট এ ওরালেও মেসিনে চলার সময় পারালালি একটা এমপিইজি তৈরী করে নেয়. ছোটবেলায় কত্তো পানু ক্লিপ বানিয়েছি ওটা চালিয়ে চালিয়ে , জাস্ট পারালাল রান করে . দুস্স্সালা নাম মনে পরছেনা :ক্ষ :ক্ষ
  • একক | 24.96.42.145 | ১৯ মে ২০১২ ১৪:৪২545795
  • downloaded student's reaction
  • Toon Army | 24.96.129.245 | ১৯ মে ২০১২ ১৪:৪৭545803
  • নামিয়ে নিয়েছি। আর হারাতে দেবো না;-)
  • একক | 24.96.42.145 | ১৯ মে ২০১২ ১৪:৫৩545804
  • আমিও নাবিয়ে নিয়েছি . হাই চান্স আছে সিএনেন কে চাপ দিয়ে প্রোগ্রাম টা ব্রডকাস্ট বন্ধ করার.
  • paTal | 24.99.188.4 | ১৯ মে ২০১২ ১৪:৫৫545805
  • হৃদমাঝারে রাখিব---
  • একক | 24.96.42.145 | ১৯ মে ২০১২ ১৪:৫৭545807
  • চলে গেলে এমন ভাঁড়
    আর তো পাবো না :(

    তাই, যেতে দেবো না !
  • paTal | 24.99.188.4 | ১৯ মে ২০১২ ১৫:০০545808
  • যাবে তো বটেই, তবে একটা দাগ রেখে যাবে এই আর কি ;)
  • চাষা | 52.109.56.65 | ১৯ মে ২০১২ ১৫:১৮545809
  • বরখা দতের রিয়াকশন

    I am shocked as to how the Students lost their basic mannerism of addressing ministers.DIDI to go off on a fling is totally understandable.If one reviews the clip,it is evident the the questionnaire design
    My question is ,why was not the Hon CM briefed about the questions she was to face.This is the standard norm in all basic "Journo ethics".
    The Cunning of Barkha coupled with the media turf war, laced with petty politics .
    CNN IBN owes an official apology to DIDI.Also this incident should make DIDI aware of the deceit and cunning of the popular Mass Media .Would also advise that in all future Press/interactive session a proper pre cursor and question profile be sent to the CMO's office.Press at all cost must avoid such senseless interactions.

    মাইরি ! এতো এমনকি কুনাল , একদিন সুমন , জয়ন্ত ঘোষালের কয়েক কাঠি উপরে যায় !!
  • pinaki | 132.164.253.221 | ১৯ মে ২০১২ ১৫:২১545810
  • এটা এক বছরের সেরা। কোনো কথা হবে না। ঃ-)
  • একক | 24.96.42.145 | ১৯ মে ২০১২ ১৫:৫৫545811
  • এই আরেক ভাঁড় , বরখা . লবিবাজি করে করে নিজের এথিকস কবেই গুষ্টির গুহ্যে দিয়েছে ...সে এখন এসেছে এথিকস শেখাতে !
  • Toon Army | 24.96.129.245 | ১৯ মে ২০১২ ১৬:২১545812
  • বরখা এটা কোথায় বলেছে?
  • paTal | 24.99.116.4 | ১৯ মে ২০১২ ১৬:২৮545813
  • একককে ক্ক।

    গণ্ডার এর নাম গণ্ডার
    ভরে আছে ভারতের ভাণ্ডার
  • ranjan roy | 24.99.43.112 | ১৯ মে ২০১২ ১৮:২৩545814
  • " ভয় পেয়েছি, ভীষণ ভয়, পেয়েছি ভয় ভীষণ,
    আত্মারাম ছেড়ে যাচ্ছে খাঁচার ইস্টিশন।''
  • দিদি | 125.241.43.51 | ১৯ মে ২০১২ ১৮:২৭545815
  • অত্ত খট্র মট্র ইঞ্জিরি বোল্লে বড্ড চাপ হয় বাবাসকল। বলি এত্ত কাজ কন্নু যে ভি আর এস নেওয়ার উজ্জোগ কচ্ছি সে কতা ত কেউ সুদোলো নি! দেকে এসো গে কেমন তিন রংগা আলোর মালা নাগিয়েচি উল্টোডাংগার মোড়ে। দুই পা অন্তর আমার ফোটকে কেমন কোল্কাতা সেইজ্জে উটেচে সে কতাও কেউ কৈল নি কো। বলি পৌরসভার সব ট্যাহা দিয়ে যে তিন ঠেংগে আলো লাগিয়ে দিনু, পাগল আর ফুট্পাত বাসীদের সুখ সুবিধে কত্ত বাড়ল, তা ছাড়া পথের ধারে আঁধারে আর কেউ চুমু টুমু খাওয়ার মত ম্যাওবাদী কাজ করতে পারবেনিকো। সে সব ত কেউ কৈল নি! আমার দুক্ষো কেউ বুজ্ল কি?
  • দিদি | 125.241.43.51 | ১৯ মে ২০১২ ১৮:৪৩545816
  • বলি এত্ত কিছু যে কন্নু এক বছরের মধ্যে , হামাগুড়ি দিতে দিতে, সে পসঙ্গ তো কেউ একবারও তুলল নি কো! এই যে চশমা পরা মামনি, বলি মোড়ে মোড়ে যে আমার সুন্দর মতন ফটোক লাগিয়ে কোলকাতার ছিরি ফিরিয়ে দিলুম, এদিক এদিক শিলেন্যাস করে পাহাড় বাইড়ে দিলুম, তিনঠেঙ্গে আলো লাগিয়ে রাস্তায় চুমু খাওয়া বন্ধ করে দিলুম, এসব নিয়ে তো কি কেউ কিসুই কৈলে না?
  • didi | 125.241.43.51 | ১৯ মে ২০১২ ১৮:৪৬545818
  • আগের বার পোস্টো করতে দিলো নি, এইবার দুটো পোস্টো করে দিল। সব ছিপিয়েম এর চক্কান্ত!
  • kaataakutu | 75.82.131.225 | ১৯ মে ২০১২ ১৮:৫৫545819
  • দিদি আপনি জেমন জিনিষ, ঠিক তেমনি ফিনিস। অহঃ কি হেরিলাম। সত্তি বলছি আপনাকে জত দেখছি তত অবাক হচ্ছি। আপনি চালিয়ে জান দিদি। ছোটোবেলায় গোপাল ভাঁড়, আর এখন আপনার কথা শুনলে সেই একি রকম অনাবিল আনন্দ পাই।
  • didi | 125.242.216.160 | ১৯ মে ২০১২ ১৯:৫৪545820
  • আন্দে' র কি হৈল এতে ! সিরিয়াস কথা বাত্তায এয়ার্কি! নাট্যশালা পেয়েছ না কি, বলি এটা কি নাট্যশালা?
  • Lama | 127.194.235.215 | ১৯ মে ২০১২ ২০:০১545821
  • ২০১২- আবার তোতা কাহিনী
    ******************************************************************************************************



    এক ছিল জাতি। তাহারা ছিল আঁতেল। তাহারা বড় বেশি প্রশ্ন করিত, চক্ষু মুদিয়া থাকিত না। কাগজ পড়িত, টেলিভিশনে ও ইন্টারনেটে দেশবিদেশের সুলুকসন্ধান লইত, জানিত না চামচাগিরি কাহাকে বলে।

    রানী বলিলেন, "এমন জনগণ তো ভোটাব্যাঙ্কের কাজে আসে না, অথচ রাজারহাটে, সেক্টর ফাইভে বসিয়া ফেসবুক করে, আর কার্টুন আঁকিয়া মাওবাদের প্রসার ঘটায়।"

    মন্ত্রীদের ডাকিয়া বলিলেন, "ইহাদের শিক্ষা দাও।"



    বিদ্বজ্জনদের উপর ভার পড়িল জাতিটাকে শিক্ষা দিবার।

    শিল্পী, অভিনেতা ও শিক্ষাবিদেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জনগোষ্ঠীর ত্যাঁদড়পনার কারণ কি?

    সিদ্ধান্ত হইল, সামান্য কম্পিউটারে জনগন যে তথ্য জানিতে পারে তাহা সুবুদ্ধির উদ্রেক করে না। তাই সকলের আগে দরকার ইন্টারনেট ব্লক করিয়া দেওয়া।

    পন্ডিতেরা বিভিন্ন কমিটিতে সদস্যপদ পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন।



    পেয়াদা বসিল ব্যঙ্গচিত্রশিল্পীদের শায়েস্তা করিতে। এক দুর্বিনীত অধ্যাপকের শাস্তিটা হইল এমন আশ্চর্য্ যে, দেখিয়া দেশবিদেশের লোক চমকাইয়া উঠিল। কেহ বলে, “শিক্ষার একেবারে হদ্দমুদ্দ।” কেহ বলে, “শিক্ষা যদি নাও হয়, খবরের কাগজে নাম তো ছাপিল। মাস্টারের কী কপাল!”

    পেয়াদা বোঝাই করিয়া বকশিশ পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে।

    পণ্ডিত বসিলেন জনগনকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, “থার্ড ডিগ্রীর কর্ম নয়।”

    রানী তখন তাঁহার প্রিয় কাগজের সম্পাদককে তলব করিলেন। তাঁহার লোকেরা সম্পাদকীয় লিখিয়া এবং সম্পাদকীয়ের সম্পাদকীয় লিখিয়া পর্বতপ্রমাণ করিয়া তুলিল। ্যে দেখিল সেই বলিল, "সাবাস। পরিবর্তন আর ধরে না।"

    সাংবাদিকের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না।

    অনেক সাধের সরকারটার জন্যে বিদূষকদের খবরদারির সীমা নাই। সাংবাদিক সম্মেলন, জনসভা ও মিটিং মিছিল তো লাগিয়াই আছে। তার পরে ১০০% কাজের হিসাব দেখিয়া অনেকেই বলিল, “উন্নয়ন হইতেছে।”

    লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস-মাস মুঠা-মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল।

    রানীর ভাইপো খুশি হইয়া বোটনিক্যাল গার্ডেনে বেড়ু করিতে চলিল ও গার্ডেনের দারওয়ানকে বলিল "জানতা নেহি, হাম কৌন হ্যায়?"



    সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, "উন্নয়ন হইতেছে, কিন্তু মানুষগুলার খবর কেহ রাখে না।”

    কথাটা রানীর কানে গেল। তিনি বিদূষকদের ডাকিয়া বলিলেন, “অনঙ্গ, অর্জুন, এ কী কথা শুনি।”

    বিদূষকেরা বলিল, “মহারানী, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন বিদ্বজ্জনদের, পণ্ডিতদের, লিপিকরদের, ডাকুন যারা উন্নয়ন করে এবং উন্নয়ন তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো ফেসবুকে লগ ইন করিতে পায় না বলিয়াই মন্দ কথা বলে।”

    জবাব শুনিয়া রানী অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনি সাংবাদিক সম্মেলন ডাকিয়া বিদূষকদের একশোতে একশো নম্বর দেওয়া হইল।



    উন্নয়ন কী ভয়ংকর তেজে চলিতেছে, রানীর ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। এদিকে, একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া তিনি যখন সিংহাসনে বসিয়া আছেন তখন শ্লীলতাহানির অভিযোগ লইয়া এক রমণী আসিয়া উপস্থিত।

    দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ ঘণ্টা ঢাক ঢোল কাড়া নাকাড়া তুরী ভেরী দামামা কাঁসি বাঁশি কাঁসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। নগর কোটাল গলা ছাড়িয়া টুপি নাড়িয়া, সাংবাদিক সম্মেলন ডাকিলেন।

    কোটাল বলিলেন, “মহারাণী, কাণ্ডটা দেখিতেছেনে? এ সবই চক্রান্ত। ”

    রাণী বলিলেন, “আশ্চর্য। সাহস কম নয়।”

    মন্ত্রী বলিলেন, "শুনিয়াছি উক্ত রমণী স্বামী পরিত্যক্তা।”

    রানী খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই ভাঙ্গা আম্বাস্যাডারে উঠিবেন এমন সময়, গোয়েন্দা প্রধান বলিয়া উঠিলেন, “মহারাণী, তদন্ত করিয়া দেখিয়াছেন কি?”

    শুধু বলিলেনই না, অপরাধীকে ধরিয়াও ফেলিলেন।

    এবারে রাণী গাড়িতে চড়িবার সময় বলিয়া দিলেন, গোয়েন্দাপ্রধানকে যেন বদলি করিয়া দেওয়া হয়।



    দেশের জনগন দিনে দিনে ভদ্র-দস্তুর-মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল, বেশ আশাজনক। তবু স্বভাবদোষে মাঝে মাঝে সমালোচনা করে। এমন কি, এক-একদিন দেখা যায়, সে তার রোগা হাত দিয়া ফেসবুকে স্ট্যাটাস আপডেটের চেষ্টায় আছে।

    কোতোয়াল বলিল, “এ কী বেয়াদবি!”

    তখন ক্যামেরা ও মাইক্রোফোন লইয়া টি ভি চ্যানেল আসিয়া হাজির। কী দমাদ্দম প্রশ্নোত্তর! রাণীর চক্ষু রক্তবর্ণ হইল, তিনি সভা হইতে দ্রুত প্রস্থান করিলেন।

    রাণী মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিলেন, “এ রাজ্যে ছাত্রছাত্রীরা কেবল যে প্রশ্ন করে তা নয়, উহারা মাওবাদীও বটে।”

    তখন পণ্ডিতেরা এক হাতে কলম, এক হাতে বন্দুক লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা।

    কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাণী তাকে শিরোপা দিলেন।



    জনগণ ক্ষেপিয়া উঠিল। কোন্‌কালে যে, কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মীছাড়া রটাইল, “জনতা ক্ষেপিয়াছে।”

    মন্ত্রীকে ডাকিয়া রাণী বলিলেন, “মন্ত্রী, এ কী কথা শুনি।”

    ভাগিনা বলিল, “মহারাণী, রাজ্যবাসীর শিক্ষা পুরা হইয়াছে।”

    রাণী শুধাইলেন, “উহারা কি আর ফেসবুক করে?”

    ভাগিনা বলিল, “আরে রাম! ”

    “আর কি প্রশ্ন করে?”

    “না।”

    “আর কি মাওবাদীর মত কথা বলে?”

    “না।”

    “১০০% কাজের ফিরিস্তি শুনিলে কি অবিশ্বাস করে?”

    “না।”

    রাণী বলিলেন, “একবার উহাদের ডাকো তো, দেখি।”

    বিদূষক জনগনকে ডাকিলেন। জনগণ বলিল "আসিব না।"

    বিদূষক, মন্ত্রী, কোতোয়াল, ভাইপো, বিদ্বজ্জন- সকলেই বুঝিলেন, সুখের দিন অবিলম্বে শেষ হইতে চলিয়াছে।

    শুধু রাণী বুঝিলেন না।
  • সোসেন | 125.242.216.160 | ১৯ মে ২০১২ ২০:০৬545822
  • লামা, গোলা হয়েছে। তবে শেষ টা কি এমন হবে?
  • Toon Army | 24.96.129.245 | ১৯ মে ২০১২ ২০:১০545823
  • ল্যামি - একটা ফেসবুক পেজ কর, শেয়ার করি।
  • Lama | 127.194.224.195 | ১৯ মে ২০১২ ২০:১২545824
  • ফেসবুকে আমার status এ দিয়েছি তো
  • Toon Army | 24.96.129.245 | ১৯ মে ২০১২ ২০:১৫545825
  • হুঁ - দেখলুম, শেয়ারের হদ্দমুদ্দ করে দিয়েছি।
  • | 24.99.68.195 | ১৯ মে ২০১২ ২০:৩৩545826
  • আমিও ল্যাদিশের মত প্রথমে ভাবলাম ইঞ্জিরি শুনে সিপ্যা গ্যাসেন গিয়া, তারপর ভাল করে দেখে কিরকম একটা আনক্যানি লাগল। কত % শয়তানি আর কত % মানসিক রোগ নুঝে উঠতে পারলাম না ...... কিন্তু কম্বিনেশানটা ভয়াবহ।

    লামা, সেলাম
  • | 24.99.68.195 | ১৯ মে ২০১২ ২০:৩৪545827
  • * ল্যাদোশের মত
    ** ক্ষেইপ্যা গ্যাসেন গিয়া
  • bb | 127.195.173.73 | ১৯ মে ২০১২ ২০:৩৬545829
  • লামা দুরন্ত হয়েছে - এই ভাবে লিখলে যদি এঁরা বোঝেন যে শাস্তি দিয়ে প্রতিবাদ থামান যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন