এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও দেখে মন্তব্য করুন

    Kaataakutu
    অন্যান্য | ১৯ মে ২০১২ | ১৮০৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | 96.16.128.81 | ২১ মে ২০১২ ২৩:০২545597
  • বেস্ট লাগলো, "আই অ্যাম গিভিং ১০০০০ টু নারায়ন দেবনাথ এভরি ম্যান্থ"
  • সিকি | 132.177.163.144 | ২১ মে ২০১২ ২৩:১৫545598
  • ফ্র্যাঙ্কলি, জাস্ট এই লাইনটা শুনেই মুখ থেকে খিস্তি বেরিয়ে গেছিল -- শুঃ বাঃ।
  • সায়ন | 125.184.29.50 | ২১ মে ২০১২ ২৩:২০545599
  • শুঃ বাঃ'রাও ঢের বেশী কম্পোজ়ড্‌ হয়, এনার মত এমন ডিকম্পোজ়ড্‌ মানসিকতার নয়।
  • kc | 188.61.96.29 | ২১ মে ২০১২ ২৩:৩৪545600
  • আম্মো শুঃবাঃ বলব। তবে অন্য আরেকজনকে। ওই যিনি বলছিলেন, ''আপনাকে তো মাওয়িস্টদের দেখতে না...''। এত পড়াশোনা শিখে এইতো অবস্থা। ইনি আবার নাকি অরুন্ধতী ঘোষের ভাইজি। ছিঃ!!
  • ঊমেশ | 96.16.128.81 | ২১ মে ২০১২ ২৩:৩৮545601
  • পরিবর্তন যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে।
    বামেরা বলতো "আমরা এই করেছি, আমরা সেই করেছি"
    এখন সেটা "আমি এই করেছি, আমি সেই করেছি" হয়েছে।
  • Du | 80.122.243.167 | ২২ মে ২০১২ ০০:০৭545602
  • মদনের আর আরাবুলের হাবভাব নিয়ে মমতাকে প্রশ্ন করবে না তো কাকে করবে? কালকেই পড়লাম তাপস বলেছে একটা ছত্রছায়াতেই তারা তৃণরা থাকে আর কারো কোন ভুল হলে তিনি~ই দেখবেন। তো বিব্রত করার জন্য প্রশ্ন করছে একথার কোন কারন দেখছি না।
  • riddhi | 74.134.148.140 | ২২ মে ২০১২ ০০:৫৫545603
  • সমস্যা কি ? আমাদের কলেজ ইউনিভার্সিতির স্যাম্পলদের মধ্যে কেও কোনো মাওবাদী দেখেছে? টি ভি তে দেখা গেছে, ত্রাইবাল এরিআতে বোন্দুক নিয়ে সওন্তাল বা তেলেগু টাইঅপ দেখতে কিছু লোক হাঁটছে । আজ অব্দি চশমা পরা ফর্শা চোস্ত ইংরেজী বলা মওবাদি দেখিনি। মানে 'মনে মনে মাওবাদি' বা 'মাও-সমব্যথী' না , আসলি জিনিস। সাগরিকা তো বলেননি' উ আর নট আ মঊইস্ট' উনি বলেছেন ইউ ডোন্ট লুক লাইক' মানে চান্স খুব কম হবার।
    আর মাওবাদী মাল টা তো বাজারে ব্যান্ড। মুখ ঢেকে কথা বলতে হয়। সেখানে ফতফট করে টি ভি প্রোগ্রামে আসবে? এই 'লুক' প্যাকেজ এই সব কিছু ইন্ক্লুড করে, সেটা ভেবেই বলা।
  • S | 139.115.2.75 | ২২ মে ২০১২ ০৩:৪৫545604
  • আচ্ছা একটা কাজ করা যায়না। মমতাদেবীকে কোনো একটা প্রোগ্রামে মাও আর ছিপিয়েমের ক্যাডার বলে দেওয়া যায়না।
  • Arin | 142.181.141.120 | ২২ মে ২০১২ ০৬:৪৩545607
  • পড়ে মজা লাগলো না, খারাপই লাগল; এটা এক ধরনের মানুষকে ছোটো করে আনন্দ পাওয়ার এক প্রকার পুরনো খেলা, electronic রাবণ বধ টাইপের ব্যাপার বলতে পারেন।

    একটু ক্রুড, একটুতেই রেগে ওঠেন, অভদ্র (যার আবার বেশ কিছু গন্ডোগোল আছে), তার ওপর রগচটা, মাথা গরম টাইপের কাউকে ধরে খুব খানিকটা প্রথমে বোর করা হোক, এই করে তারপর তাকে রাগিয়ে, irritated হতে হতে সে যখন পাগলের মত আচরণ করতে থাকবে, তাকে যত রকম ভাবে গালি দেওয়া যায়, ব্যঙ্গ করা যায়, যতভাবে ছোট করা যায়, যতরকম ভাবে অপমান করা যায়, করা হোক, তখন তো লোকটাকে "বাজে" প্রতিপন্ন করা হয়েই গেছে।

    ভালো! চালিয়ে যান!
  • পাই | 138.231.237.8 | ২২ মে ২০১২ ০৭:৪০545608
  • না না, খুকুমণিকে রাগতে দেখলেই এবার গান ধত্তে হবে, রাগ করেনা রাগুনি ... ঃ)

    আর ব্যঙ্গচিত্র ? তওবা তওবা !
  • Lama | 127.194.224.114 | ২২ মে ২০১২ ০৭:৪২545609
  • অরিনদা। একমত।

    কিন্তু, এখানে একটা ব্যাপার আছে। পাড়ার কালুদা, যিনি অভদ্র এবং একটুতেই রেগে ওঠেন- তাঁকে যখন পাড়ার লোকেরা "বাজে" বলে দাগিয়ে দিয়ে অহরহ অপমান করছে, তখন সেটা অমানবিক।

    কিন্তু এক্ষেত্রে-

    ১) আলোচ্য মানুষটি একজন মুখ্যমন্ত্রী, এবং তাঁর অভদ্রতাটা আসছে একধরণের দম্ভ থেকে। "আমি বিরোধী নেত্রী" বা "আমি মুখ্যমন্ত্রী", আমাকে ঘাঁটিও না গোছের (এবং একজন রাজনৈতিক নেতাকে ঘাঁটানো সত্যিই বিপজ্জনক)। এক্ষেত্রে, রংবাজি দেখানোর জন্য ইনি নিচ্ছেন নিজের রাজনৈতিক পরিচিতির আশ্রয়, আর তাঁর সমালোচকরা নিচ্ছেন দল বেঁধে আক্রমণের আশ্রয়। সেটা না করলে এই অভদ্রতার মোকাবেলা করা মুশকিল।

    ২) দাগিয়ে দেওয়ার ('বাজে' বা 'মাওবাদী, তথা সমাজের পক্ষে বিপজ্জনক' প্রতিপন্ন করা) খেলাটা ইনি নিজেই শুরু করেননি কি?

    ৩)"একটু ক্রুড, একটুতেই রেগে ওঠেন, অভদ্র (যার আবার বেশ কিছু গন্ডোগোল আছে), তার ওপর রগচটা, মাথা গরম টাইপের" একজন মানুষের মুখ্যমন্ত্রী হবার বা থাকার অধিকার আছে কি?

    উনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব না হতেন এবং সবাই মিলে যদি ওনাকে "বাজে" চিহ্নিত করে পেছনে লাগত তাহলে বলতাম "Bullying "। উনি সত্যিই বাজে লোক হলেও।

    কিন্তু একজন মুখ্যমন্ত্রীর "অভদ্র" আর "রগচটা" হওয়াটা মানুষের পক্ষে বিপজ্জনক। মানুষ সেটার মোকাবেলা কলতে চাইবেই। আর অনেকেরই সন্দেহ আছে উনি সত্যিই রগচটা, না আসলে বেশ ঠান্ডা মাথার মানুষ, কোনো বিশেষ পরিস্থিতি face করতে না চাইলে ঠান্ডা মাথায় এইসব নাটক করেন আর রেগে যাবার ভান করেন।
  • পাই | 138.231.237.8 | ২২ মে ২০১২ ০৭:৪৯545610
  • বাজে চিহ্নিতকরণ যখন উনিই করেন, তখন প্রশ্ন তোলেন, অরিনদা ? আর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদ থেকে রাজ্যবাসীকে এভাবে চিহ্নিত করতে পারেন কিনা সে প্রশ্ন তোলেন ?

    আর ধরে বোর করা হোক বলতে কোন কোন প্রশ্নকে বোঝালেন ?
  • কল্লোল | 111.63.174.241 | ২২ মে ২০১২ ০৭:৫১545611
  • দাগিয়ে দেবার খেলাটা তো উনিই শুরু করলেন প্রশ্নকারীদের মাওবাদী/সিপিএম বলে। তাহলে পাল্টা দাগ তো লাগবেই। সত্যি কথা বলতে কি, ওনাকে দাগানো তো হয় নি। দাগানো (লেবেলিং) মানে কি? যে যা নয়, তাকে তাই বলে প্রতিপন্ন করা। সেক্ষেত্রে মমতাকে একেবারেই দাগানো হয় নি।
  • h | 127.194.233.51 | ২২ মে ২০১২ ০৮:১৯545612
  • 'আহা রেগে যাচ্চে' বলে সমালোচনা করা যাবেনা, মাইরি এইটা একটা লজিক হল?
  • S | 109.26.200.89 | ২২ মে ২০১২ ০৮:২৮545614
  • অরিনবাবু আপনি যেসকল লোকেদের কথা বলছেন, যারা অল্পেতেই রেগে যায়, তারপরে সকলে আরো রাগিয়ে দেয়, সেরকম লোকেদের একটা বৈশিষ্ট এটাও থাকে যে কিছুক্ষন (খুব অল্প সময়) পরে রাগ কমে যায়, আর তারপরে কোনো হিট থাকেনা। ফলে কে কে আমায় বেকায়দা কোস্নো করেছিলো, এবং তারা কোথায় থাকে, সেখানে গিয়ে কেলিয়ে এসো - এই মনোবৃত্তি একেবারেই থাকেনা। সেটা তো দিদির ক্ষেত্রে মিলছে না।

    আরেকটা কথা বলে রাখি - এই একই ভুল বাঃফ্রঃ শেষদিকে খুব করেছিলো - ইগো বা কেয়ার করিনা অ্যাটিট্যুড থেকে মোস্টলি বন্ধুদের হারানো। মানে আগে যারা বামপন্থী ছিলেন, তাদেরকেই বুড়ো আঙ্গুল দেখানো। এখন দিদিও তাই করছে। খোঁজ নিলে দেখা যাবে যাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে বা জোরজুলুম করা হচ্ছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলো।
  • riddhi | 118.218.136.234 | ২২ মে ২০১২ ০৮:২৮545613
  • অরিনবাবু তো পুউরো হাল্লার জেলের গুপী! এক্ষুনি 'এক যে ছিল রাণী ' গেয়ে ফেললেন বলে।
  • cb | 202.193.160.9 | ২২ মে ২০১২ ০৮:৫৩545615
  • অরিন এর সোনার হরিণ :P

    কিছু মনে করবেন না অরিন দা , বড় ভয় করছে এসব দেখে, বড় ভয় করছে
  • bb | 127.216.210.242 | ২২ মে ২০১২ ০৯:১৭545616
  • অরিণ বাবু এবার আর আপনার মমতাকে সমর্থন করিনা বুলি বিশ্বাসযোগ্য হচ্ছে না। আপনি যেভাবে সব কথায় ওনাকে বুলি করা হচ্ছে আর উনি ছেলে মানুষের মত সেই ফাঁদে পা দিচ্ছেন বলে অতিসরলীকরণ করছেন সেটা "মোটেই ভাল কাজ না"
  • S | 109.26.200.89 | ২২ মে ২০১২ ১১:৪১545620
  • বোঝো। কি কোস্নের কি উত্তর? সবই নাকি মাও কোশ্নো।
  • harmad | 132.248.183.1 | ২২ মে ২০১২ ১২:০৪545621
  • সবাই মিলে এরকম অরিন দার পিছনে লাগ্ছেন কেনো? উনি যাকে ভালো লাগে তার হয়ে কথা বলতেই পারেন।
    ব্যক্তি-স্বাধীনতা দেওয়াই তো আমাদের uniqueness
  • cb | 202.193.164.10 | ২২ মে ২০১২ ১২:১২545622
  • তা বলে কথা বার্তার মধ্যে আপাত অসংগতি দেখা দিলে পোশ্চেন করা যাবে না?
  • cb | 202.193.164.10 | ২২ মে ২০১২ ১২:১৪545623
  • বিশাল সিরিয়াস কিছু তো হয় নি, ব্যান্টার যাকে বলে :)
  • Arin | 129.224.108.139 | ২২ মে ২০১২ ১৩:৫৮545624
  • :-), এতোগুলো ভালো ভালো point উঠে এসেছে, এইজন্যে গুরুচন্ডালী টইপত্তর পড়তে এত ভলো লাগে, (আমার অবশ্য নিয়ম করে পড়াও হয়ে ওঠে না) । দেখি, একটা উত্তর লিখতে পারি কিনা।

    এতোগুলোর মধ্যে আমার সবথেকে পছন্দ হয়েছে ঋদ্ধি'র
    "রিনবাবু তো পুউরো হাল্লার জেলের গুপী! এক্ষুনি 'এক যে ছিল রাণী ' গেয়ে ফেললেন বলে।"

    এটা একটা অসাধারণ ইমেজারি!

    ঋদ্ধি!
    গুপীর গানটা একবার মনে কর (তুমি বলে লিখলাম বলে কিছু মনে কোর না যেন)।

    এমন একটা গান যেটা দুষ্টু রাজাকে এমন আঘাত করল যে তার ভেতর থেকে একটা পরিবর্তন নিয়ে এলো, এটা একটা extraordinary achievement। ভাবোতো, সত্যি যদি এমন হত!

    মমতার ক্ষেত্রে যদি এরকম ধরণের কিছু করা যেত, যাতে তার অপ্রকৃতিস্থ ক্ষ্যাপামি/বদমায়েসী (যেভাবে দ্যাখেন) কে নির্মুল করে প্রকৃত ভেতরের মানুষটার কাছে appeal করা যেত কোন মন্ত্রবলে? যাতে একটা শুভবোধের উদয় হোত?

    আমার মনে হয়, আমরা এখন একটা সান্ঘাতিক, ভীতিপ্রদ, বিপজ্জনক, ভয়ন্কর, রাজনৈতিক ও সামাজিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এমন দুর্যোগের দিনেও যেন বড় ছবিটার (যাতে দেশটা বাচে, মানুষ স্বাধীন ভাবে নির্ভয়ে থাকতে পারে) থেকে কোন অবস্থাতেই চোখ না সরে যায়; ও এখানেই, আমাদের সামগ্রিক মননে, আমাদের চিন্তায় ছোট ছোট নিষ্ঠুরতা গুলো সম্বন্ধে সাবধান হওয়ার একটা জায়গা আছে বলে আমার মনে হয়েছে, যে কারণে আজকে (আমাদের) দুপুরবেলায় লিখলুম। যা অন্যায়, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো বলিষ্ঠ হোক, ঘৃণ্য আচরণকে প্রত্যাখান করতে শিখি, কিন্তু এক-ই সঙ্গে মানুষটাকে ছোট না করে, মানুষটাকে নির্দয় আঘাত না করেও করা যায় কিনা, সেটা ভাবার একটা জায়গা থাকা উচিত, মানুষের ওপর বিশ্বাস না হারিয়ে ।

    Anyway, বেশী কথা লিখলুম হয়ত । আজকে এই শ্রেনীর নেতা নেত্রীদের যে আচরণ নিয়ে আমাদের মধ্যে বিরক্তি, ঘৃণা, ক্রোধ জন্মেছে, আমাদের কারো কারো মনে রাখা উচিত, এই বিষ বৃক্ষগুলির রোপন ও তাদের একদা বাড়িয়ে তুলেছিলাম আমরা নিজেরাই। এখনো কেউ কেউ সেই কাজ করে যাচ্ছেন, আমরা ঠিক কি চেয়েছিলাম আমরা কি নিজেরা জানি?

    উপহাস, বিদ্রূপ ছেড়ে আসুন একটা পথ খুজেপেতে বার কর যাক!
  • কোয়ার্ক | 69.90.249.141 | ২২ মে ২০১২ ১৪:২২545625
  • Trinamool vice-president Derek O' Brien tweeted that no action will be taken against Taniya or the other students present at the show

    এটা ঐ টইতে দিয়েছিলাম, আবার এটা দেখে এখানে দিলাম। ভাবুন তো! এত্তোবড়ো অপরাধ, তবুও কী দরাজ দিল!
  • কল্লোল | 125.242.168.87 | ২২ মে ২০১২ ১৮:৩১545626
  • অরিন। একটা কথা বুঝলাম না। আমরা কিভাবে বিষবৃক্ষগুলি রোপন ও বাড়িয়ে তুলেছিলাম?
    আমরা বড়োজোর কাউকে/কোন দলকে ভোট দিয়েছি এই আশায় যে ভালো গভর্নেন্স পাবো। তাদের ল্যাজ মোটা আমরা কিভাবে করলাম, বোঝা গেলো না।
  • PT | 213.110.246.230 | ২২ মে ২০১২ ১৮:৫৩545627
  • এই ভাল গভর্নেন্সের ""আশা" টা কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল বা সাধারণভাবে হয়? কেন্দ্রে যিনি কোন মন্ত্রীত্বই ভাল ভাবে সম্পুর্ণ করতে পারেননি এবং শেষবারের রেলমন্ত্রীত্বের কালে গুণগতমানে ৩৯ নম্বরে ছিলেন, তাঁকে কিভাবে অন্ততঃ আলোকিত মানুষেরা রাজ্যের মূখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরলেন "ভাল গভর্নেন্সের" প্রত্যাশায়? বিষবৃক্ষ কিনা জানিনা কিন্তু যে বৃক্ষই হোক না কেন যারা এই বীজটি ভোট দিয়ে রোপণ করেছে তারা কিভাবে বৃক্ষের দায়িত্ব এড়িয়ে যেতে পারে?
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২২ মে ২০১২ ১৯:৫০545628
  • যা বুঝলাম সিপিয়েম-এর আমলে চুরি তত কিছু হয়নি, যাতে সেটা করা যায় সেই কারণে আর একদলের সিপিয়েমের ওপর অন্ধ রাগ ব্যস এই কারণেই দিদি এলেন।
  • maximin | 69.93.214.230 | ২২ মে ২০১২ ২০:০৬545630
  • 'এই বিষ বৃক্ষগুলির রোপন ও তাদের একদা বাড়িয়ে তুলেছিলাম আমরা নিজেরাই।' এর মানে আমি যা বুঝেছি, আমাদের অতীতের ছোট ছোট নিষ্ঠুরতাগুলো, বারে বারে আঘাত করা, কার্যত তাঁকে অস্পৃশ্য বলে দেওয়া।

    অরিনের আগের পোস্ট থেকে -- 'মাথা গরম টাইপের কাউকে ধরে খুব খানিকটা প্রথমে বোর করা হোক, এই করে তারপর তাকে রাগিয়ে, irritated হতে হতে সে যখন পাগলের মত আচরণ করতে থাকবে, তাকে যত রকম ভাবে গালি দেওয়া যায়, ব্যঙ্গ করা যায়, যতভাবে ছোট করা যায়, যতরকম ভাবে অপমান করা যায়, এ তো আজকের কথা নয়, বহুদিন ধরে হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন