এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও দেখে মন্তব্য করুন

    Kaataakutu
    অন্যান্য | ১৯ মে ২০১২ | ১৮০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১১:০০545863
  • হ্যাঁ, কাল চন্দ্রাণীকে জিগেশ করলাম, ঠিক কী ভেবে লিখেছেন। কিছু বললেন না !
  • cb | 126.89.121.11 | ২০ মে ২০১২ ১১:১৭545864
  • লিখেছেন লিখেছেন বেশ করেছেন, স্বরুপটা জানা গেছে, পরে এই নিয়ে রিট্র্যাক্ট না করলে, বা হনু না সাজলেই হল
  • সোসেন | 125.184.46.158 | ২০ মে ২০১২ ১১:২৯545865
  • ম্যানিয়াক এবং শয়তান মূর্খমন্ত্রী থাকলে কি রাষ্ট্রপতি শাসন চাওয়া যায়? ঃ(
  • Abhyu | 107.81.100.31 | ২০ মে ২০১২ ১১:৩২545866
  • চন্দ্রানীর কোনো পোস্ট তো দেখালাম না? এই টইতে লিখেছেন?
  • sosen | 125.184.46.158 | ২০ মে ২০১২ ১১:৩৬545867
  • এই টই তেই। প্রথম দিকে আছে।
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১১:৩৬545868
  • হাবিজাবি পোস্টের তারিখ, সময় দিয়ে দিয়েছেন তো।
  • lcm | 79.236.166.67 | ২০ মে ২০১২ ১১:৩৭545869
  • ধুস্‌, এরকম তো লোকে আকছার বলে থাকে। আমি আম্রিগায় বাঙালী গ্যাদারিং-এ লোককে বলতে শুনেছি - মমতার মুখের ভাষা বস্তির লোকেদের মতন, কাজের মাসিদের মতন হাওয়াই চপ্পল পায়ে ফটাস ফটাস্‌।
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১১:৪০545870
  • হ্যাঁ, সেগুলোও সমান আপত্তিকর তো !
  • lcm | 79.236.166.67 | ২০ মে ২০১২ ১১:৪৭545871
  • না মানে আশ্চর্য হবার কিছু নেই। লোকে এমন বলে থাকে।

    বস্তির ভাষা বাংলা ভাষা বলেই জানি। অন্য ভাষা বলে জানি না।

    হাফ প্যান্টের সঙ্গে হাওয়াই চটি পরে যারা হাওয়াই-এর বীচে ঘুরে বেড়ায় তাদের ও ফটাস্‌ ফটাস্‌ আওয়াজই হয় - কলকাতার কাজের মাসির চটির আওয়াজ কতটা আলাদা আমার জানা নেই।
  • sosen | 125.184.46.158 | ২০ মে ২০১২ ১১:৪৮545509
  • দেখো পাই, আপত্তিকর হয়ত, কিন্তু তুলনা করতে গেলে লোক কে একটা ভিসুয়াল এফেক্ট দিতে হয়, আমারও মমতাকে কেমন সাউথ সেকশন এর লেডিজ কামরায় ঝগড়া করুয়ে দের মত লাগে। সেটা ঠিক অসম্মানের কথা নয়, ওই কেমন দেখতে লাগছে সেটা। কিন্তু চন্দ্রানী র ঘেন্না করা ব্যাপার টা হজম হলো না। কাজের মাসি কে ঘেন্না করেন, কেন?
  • harmad | 127.194.205.76 | ২০ মে ২০১২ ১১:৪৮545508
  • আজ আবাপে এক 'শিল্পী সারমেয়' নিজের প্রভুর অনেক গুণকীর্তন করেছে
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১২:০১545510
  • কিন্তু কেমন দেখতে লাগছে তে সেরকম হলেই আলাদা করে পয়েন্ট আউট করার দরকার হয় কেন ? বা, চোখে লাগে কেন ? আমাদের নিজেদের মতন নয় বলে ?
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১২:৩৪545511
  • এক জায়গায় এই টেলিগ্রাফের চিঠি সংক্রান্ত আলোচনায় একজনকে বলতে দেখলুম, এই তানিয়ে যেমনি সুন্দরী, তেমনি বুদ্ধিমতী, তার উপর প্রেসি, মমতা তো ওর পায়ের নখের যুগ্যি নয় ইত্যাদি। এই অ্যাটিচুড থেকে সমালোচনাও মমতার কাণ্ডকারখানার মতই বিরক্তি আর আপত্তিকর।
  • arin | 129.224.108.139 | ২০ মে ২০১২ ১৩:০৩545512
  • @bb " ... আর মমতার এই ব্যবহারকেও সমর্থন করার লোকও দেখা যাচ্ছে তাহলে?"
    :-), মমতার এই দুর্বিনীত, অভদ্র, অশালীন আচরণকে সমর্থন করার কোন প্রশ্নই ওঠে না। আপনিও বিলক্ষণ জানেন, আমিও করি নি, post টা আরেকবার পড়ে দেখুন।

    এততসত্তেও একটা কথা লিখতেই হয়, ছাত্রীটি কিন্তু কোন কঠিন/জটিল প্রশ্ন তোলেনি, তাছাড়া তার তোলা প্রশ্নের বিষয় নিয়ে বহু নিন্দা ও আলোচনাও ইতিমধ্যে হয়ে গেছে, এমন নয় যে এ প্রশ্নের উত্তর সে জানে না, তবে একটি প্রকাশ্য টেলিভাইজড জনসভায় মুখ্যমন্ত্রীকে ডেকে এনে এই প্রশ্ন তোলাটা কি খুবই জরুরী ছিল?

    আর মুখ্যমন্ত্রীকে বিব্রত করা যাবে নাই বা কেন? তার জন্যে কি বিধানসভা/প্রতিবাদসভা যথেষ্ট নয়? এই ধরনের TV program-এই করতে হবে?

    কি জানি, কথাটা লিখতে ইচ্ছে করে না, তবুও লিখেই ফেলি, কিছু মনে করবেন না । ক্রুড, রগচটা লোকেদের নিয়ে খোরাক করতে আমাদের অনেকের বেশ মজা লাগে, আর তার একটা modelও আছেঃ লোকটাকে আগে খুব করে রাগিয়ে দিন, তারপরে সে যখন রেগে গিয়ে অভদ্র অশালীন আচরণ করতে থাকে, তখন তার সেই আচরণ কে নিয়ে বিস্তর ঠাট্টা তামাশা করুন, তাকে গাল পাড়ুন, যত ভাবে তাকে victim সাজান যায়, সাজান, তার তখন সবটাই বাজে । আমাদের দেশে news channel এ এই ধরণের তামাশাগুলো খুব চলে, লোকে চায় বলেই বোধহয় । মমতা দেবী তেনার চরিত্রগুণে এমনিই শিক্ষিত মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত বাঙ্গালীর কাছে নানাবিধ আলোচনার পাত্রী (পশ্য চন্দ্রাণীদেবী উবাচ), মাঝখান থেকে বর্ষপুর্তিতে মমতাকে নিয়ে আরো খোরাক করার CNN IBN এর সেই grand plan এর গুড়ে বালি দিয়েছেন দেখছি মমতা নিজেই ।

    কিন্তু!

    নেত্রীর আচরণ ও fascist মনোভাবকে একটুও সমর্থন করি না, এটা আরেকবার লিখলাম ।
  • bb | 127.195.173.131 | ২০ মে ২০১২ ১৩:১৪545513
  • অরিন- ধন্যবাদ আপনার কথা ভুল বুঝেছিলাম, তাই ক্ষমাপ্রার্থী।
    কিন্তু এটা একটা show যা বর্তমানে ভারতে অনেক হয়, ছাত্রছাত্রী নিশ্চয় বিধানসভায় যাবে না। এখানে মমতাকে কোন রকম তামাশার জন্য ডাকে নি, তাঁর সরকারের ১ বছর উপলক্ষে একটা সভা- সেখানে এই প্রশ্ন কেন করা যাবে না?
    ভাল না লাগলে উত্তর দেবেন না, কিন্তু তাই বলে তাকে মাওবাদী ইত্যাদি বলা।
  • সিকি | 132.177.163.144 | ২০ মে ২০১২ ১৩:১৭545514
  • ফ্যাসিস্ট মনোভাবকে সমর্থন করেন না, অরিনের এই বক্তব্যের সাথে ওপরের লেখাগুলো মেলানো যাচ্ছে না। টিভি শো-তে মুখয়মন্ত্রীকে কী প্রশ্ন করা যাবে না যাবে সেটাও কি কেউ বাউন্ডারি বেঁধে দেবে, অরিন? কোনটা খুব জরুরি কোনটা জরুরি নয়, কে ঠিক করবে, অরিন?

    ঠিক কী ধরণের প্রশ্ন করা উচিত ছিল মমতাকে ঐ শো-তে? আপনার লাগানো ত্রিশূল লাইটগুলো কী সুন্দর, ম্যাম, কীভাবে পছন্দ করলেন? আপনার লেখা কবিতাগুলো কী সুন্দর ম্যাম, নতুন কী লেখা লিখছেন? গোর্খাল্যান্ডের ইস্যু কীভাবে সামলাচ্ছেন, আমাদের সাথে একটু শেয়ার করবেন ম্যাম?

    এই সব প্রশ্ন করা উচিত ছিল, তাই না? অল রোজ়ি রোজ়ি পিকচার্স, সুখ শান্তি সদা হেথা সতত বিরাজে, রাজা প্রজা সদা রত থাকে নিজ কাজে টাইপের ইমেজ দেখানো উচিত ছিল ন্যাশনাল চ্যানেলে, যখন গ্রাউন্ড রিয়েলিটিটা তার ঠিক উল্টো?
  • একক | 24.99.110.182 | ২০ মে ২০১২ ১৩:১৮545515
  • আগে যা আলোচনা হয়েছে সেখানেও মমতা কথাও ধৈর্য্য ধরে প্রশ্নগুলো ফেস করেন নি . ওই সিপিয়াইএম , ক্যাডার জাতীয় বুলি দিয়ে এড়িয়ে গেছেন . কাজেই যেখানে মমতা কে সামনে পাওয়া গ্যাছে সেখানে প্রশ্ন করতে দোষ কী ?

    আর আপনারই যুক্তি ধার নিয়ে বলি , এটাতো এক বছর পূর্তির অনুষ্ঠান , একটা মন্ত্রিসভার এক বছর পূর্তি. একজন সিএম এম একবছর পূর্তি . সারা বছরের সব বিতর্কিত প্রশ্ন সেখানে উঠবে এটাই তো স্বাভাবিক. এটা রাজনীতির ময়দান . মেনি বেড়ালের প্রথম জন্মদিন তো নয় যে দুদুভাতু খাইয়ে গলায় ঘন্টি বেঁধে হাত্তালি দেওয়া হবে.
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১৩:২৪545516
  • মন্ত্রী সান্ত্রী, নেতা নেত্রীদের সাধারণ মানুষের মুখোমুখি প্রশ্নোত্তরে বাধ্য করা তো ভাল ব্যাপার। গণতান্ত্রিক ব্যাপার। তাতে অরিনবাবুর আপত্তি কেন ?
    বিধানসভায় সাধারণ মানুষের প্রশ্ন তোলার সুযোগ কৈ ? আর প্রতিবাদ সভায় কেবল প্রশ্ন তোলা যায়। উত্তর দেবার জন্য নেতা নেত্রী কই ?
  • নেতাই | 132.177.187.14 | ২০ মে ২০১২ ১৩:২৮545517
  • মমতা CNN IBN এর গ্র্যান্ড প্ল্যানের গুড়ে বালি দিয়েছেন??? সত্যি?
    শান্তভাবে উত্তর দিলে CNN IBN এর প্ল্যান সাক্সেসফুল হত?
    কোন চ্যানেলের অনুষ্ঠানে সিপিয়েমের লোকেদের নন্দীগ্রাম নেতাই নিয়ে ওঠা প্রশ্নের সামনে ফেলা হয়নি?

    The Hinduর ফ্রন্ট পেজে এই খবর দেখছি। প্যানের গুড়ে বালি দিয়েছেন নাকি নিজের নাক কেটে পরের যাত্রা চালু রেখেছেন?
  • Toon Army | 24.99.1.166 | ২০ মে ২০১২ ১৩:৪১545519
  • নাক কাটা গিয়ে থাকলেও সেটা কত পার্সেন্ট লোকের কাছে? আসল প্রশ্ন হল সেটাই। এই ভিডিওটা যদি গোটা পঃবঙ্গের অলিতে গলিতে দেখানো হয়, কজন বলবে "দ্যাখো কী তেজীয়ান মুখ্যমন্ত্রী" আর কজন আমাদের মত গাইবে?
  • h | 127.194.244.159 | ২০ মে ২০১২ ১৪:০৩545521
  • মমতার যেটা কন্স্টিটুএন্সি সেটা বহুদিন ধরে কষ্ট করে কংগ্রেস এর তৈরি করা। স্টেট এর ক্রিটিক হবে, স্টেট এর থেকেও বেশি কনজারভেটিভ। সেই দীওয়ার বা অ্যাংরি ইয়াং ম্যান এর লিগাসি। মমতার রাজনৈতিক শিক্ষাও ঐ ঐতিহ্যের। তবে কালে কালে এখন একটু কেস টা দাবাং হয়ে গেছে। আগে হিরো ভিলেন কে মেরে ফেলার ঠিক আগের মুহুর্তে পুলিশ এসে যেত, এবং আইন রক্ষা করতেন, আইনের রক্ষা কর্তা রা, এখন চুলবুল পান্ডে রা পেটায়, মারে, আবার থানায় মদ খেয়ে 'পিনি হায়' গান ও করে আর ডাকাতের কাছে বাটপারি করা টাকা দিয়ে ভাই ও নিজের বিয়ে দেয়, নিজেকে উচ্চবর্ণ পান্ডেজি বলে পরিচয় দেয়, তবে মাতালের সুন্দরি মেয়েকে বিয়ে করতে পিছপা হয় না।
    কেস হল স্টেট এর সামাজিক ভূমিকা যত কমবে, আর প্রশাসনিক ভূমিকা যত বেশি গুরুত্ত্ব পাবে, তখন তার প্রতিক্রিয়ায় এইরকম রাজনীতিবিদ তৈরি হবে, বা মানুষের সমর্থন পাবে।
    আমি পার্সোনালি মমতাকে পছন্দ করি, বাড়িতে বাড়িতে এইরকম রাগী কনজারভেটিভ জেঠুমা, পিসিমা, মা দেখতে আমি অভ্যস্ত। তবে তার সঙ্গে উনি প্রচুর গুল মারেন, মিথ্যা প্রতিশ্রুতি দেন, মানুষের শর্ট মেমরি নিয়ে খেলেন, মিডিয়ার তাঁবেদার দের তোল্লা দেন এবং তোল্লা গ্রহণ করেন। কি আর করা যাবে, আমরা যেমন চেয়েছি, সেরকম নেতা পেয়েছি, একটা ব্যাপার বোঝা দরকার, সাধারণ মেয়ের গল্পটা ধরে রাখার জন্য ওনাকে মাঝে মাঝে ইংরেজি অনুষ্ঠান থেকে বেরিয়ে জেতে হবে, আর বাংলা জনসভায়, আপনারা দুশ্টুমি করবেন না তো, কথা শুনবেন তো ইত্যাদি গোছের স্নেহশীল দিদি হয়ে উঠতে হবে, যেটা যার কনস্টিটুয়েন্সি, তবে সকলকে আপনারটা করে দেবো, বললে নানা কনফ্লিক্ট এ উনি চাপা পড়বেন, তখন আরো কনজারভেটিভ সিদ্দিকুল্লা বা গুরুং বা অন্য কোন নতুন শক্তি আসবে, কংগ্রেস তো এই খেলাই খেলে গেলো চিরদিন ঃ-)
  • একক | 24.99.110.182 | ২০ মে ২০১২ ১৪:০৩545520
  • "ঐটুকুন বিটিচ্যানা , পিসিডিনসী তে পড়ে ব্যাটাছিল্যার মতুন সির্কট খাই , মম তার মুকি মুকি তক্কো কচ্ছে ! এট্টু হায়া নেই গো ! দেইচে তেমুন মুকি লুরু জেলে !!"

    ...এটাই কমন রিয়ায়্কসন . ভোট বাক্সে কোনো প্রভাব পর্বে না. হায় গনতন্ত্রের নাম্বার গেম ইত্যাদি ইত্যাদি :(
  • PT | 213.110.246.230 | ২০ মে ২০১২ ১৪:২৬545522
  • এই তালেগোলে দিনেশ ত্রিবেদী কোথায় ভ্যানিস (উ-প-প-স!) হয়ে গেলেন? এই বর্ষপূর্তিতে কোথাও তাঁকে দেখছি না যে?
  • Blank | 69.93.208.46 | ২০ মে ২০১২ ১৪:৫২545523
  • এটাকি আমাদের সেই বোধি দা ?? দাবাং ও দেখে ???
  • S | 109.26.200.89 | ২০ মে ২০১২ ১৬:০৯545524
  • যে কোনো পলিটিসিয়নকেই জনগন যেকোন সময় যাখুশি কোস্চেন করতে পারে। তিনি একে তো পাবলিক ফিগার, তার উপরে জনগনের পোতিনিধি। তাঁর সবকিছু নিয়েই লোকে স্ক্রুটিনি করতে পারে, সমালোচনা করতে পারে। কোস্চেন তো করতেই পারে। পাতি এরিয়ে গেলেই তো হতো।

    কথোপোকথনটা এরকম ছিলোঃ
    দে আর মাও অ্যান্ড সিপিয়েম ক্যাডার।
    নো ম্যাম, দে আর ইউনিভার্সিটি স্টুডেন্ট।
    সো হোয়াট, দেয়ার আর সো মেনি ইউনিভার্সিটিজ।

    এক্জ্যাক্টলি কি বলতে চাইলেন?
  • Arin | 129.224.108.139 | ২০ মে ২০১২ ১৬:১৯545525
  • @bb ও নেতাই কে ধন্যবাদ, ভুল শুধরে দেওয়ার জন্য, CNN IBN এর অনুষ্ঠানটি সত্যিই হয়ত মমতা সরকারের এক বছরের হিসেব নিকেশের বিচারের নিমিত্তমাত্র ছিল, আমার grand plan ইত্যাদি লেখা হয়ত ঠিক হয়নি, অনাবশ্যক বাতুলতা হয়েছে, না লিখলেই চলত।

    তাহলেও এদের প্রশ্নাবলী নিয়ে bb, সিকি, ও পাইয়ের প্রশ্নের একটা উত্তর দেওয়ার চেষ্ট করি কি বোঝাতে চাইছি(লাম)।

    সিকি লিখেছে, " টিভি শো-তে মুখয়মন্ত্রীকে কী প্রশ্ন করা যাবে না যাবে সেটাও কি কেউ বাউন্ডারি বেঁধে দেবে, অরিন? কোনটা খুব জরুরি কোনটা জরুরি নয়, কে ঠিক করবে, অরিন?"

    অতিথি যেহেতু মুখ্যমন্ত্রী, এক বা একাধিক protocol এর ব্যাপার তো থাকাই স্বাভাবিক, বিশেষ করে কে কি প্রশ্ন করবে, সেটা আগে থেকে জনিয়ে দেওয়াটাই দস্তুর । আমি যতদূর জনি, এক্ষেত্রে প্রশ্নাবলীর একটা boundary'র ব্যাপারও থাকে; প্রশ্নের মধ্যে কোনটা খুব জরুরি, কোনটা নয়, সেটা ঠিক করার দায়িত্ব বা স্বাধীনতা থাকা উচিত অনুষ্ঠান সন্চালিকার হাতে, এক্ষেত্রে তিনি ঠিক কি করেছিলেন তিনিই বলতে পারবেন । তবে রাগারাগি করে অতিথির এভাবে সভা ছেড়ে উঠে যাওয়াটা যে কারো পক্ষেই শোভন নয়, মানবেন নিশ্চয়ই। আর এসব ক্ষেত্রে কঠিন/অপ্রীতিকর প্রশ্ন করা যাবে কি যাবে না, এ প্রশ্নই বা ওঠে কেন, কিন্তু আরেকটু tactfully পুরো ব্যাপারটা handle করা যেতে পারত হয়ত।

    পাই, bb, এককের প্রশ্নের উত্তরে, আমি ঘটনাটি যেভাবে দেখেছি, আমার মনে হয়েছে বিষয়টা যতনা প্রশ্ন করার স্বাধীনতা নিয়ে, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল জনৈক difficult interviewee কে সামলান নিয়ে।
  • S | 109.26.200.89 | ২০ মে ২০১২ ১৬:৩৩545526
  • আমিতো কোনো প্রব্লেম দেখলাম না। এরকম কোস্নো করা হয়েই থাকে। আর পলিটিসিয়নরা একটা ভেগ আন্সার দিয়ে পাস কাটিয়ে চলে যান। difficult interviewee হওয়াটা নিজের চয়েস। তাই বলে কাউকে হঠাত করে লোকের মধ্যে তুমি মাও তুমি এই তুমি সেই বলে কেউ কেটে পরেনা। এটা সিম্প্লি ঐ ভদ্রমহিলার ডিসেন্সির অভাব ছাড়া কোনো কেস নয়। শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা বন্ধ করলে আখেরে লাভই হবে।
  • সোসেন | 111.63.141.163 | ২০ মে ২০১২ ১৭:৩৩545527
  • কিন্তু আমরা ডিসেন্সি র অভাব, অভদ্র, হিটলারী বাতুলতা বলে যতই নাচি না কেন, মমতা খুব ভালো করে জানে ঐ ক্রুড ব্যবহার টাই ওর টি আর পি। ঐটা দিয়েই ও চলবে, লজিকের ফান্ডা, ক্রিটিকরা কি বল্ছে ওসব ওর কাছে ইম্পরট্যান্ট নয়। মোড়ে মোড়ে দিদির ভাইরা শালা দিদি কে দেখ্লি, উড়িয়ে দিল কেমন মেয়েটাকে বলে গজল্লায় মাতবে,দ্য মোর দ্য মেরিয়ার। ওতে কিন্তু ওর ভাবমূর্তির কোনো নড়চড় হয় নি, যেমন ছিল তেমনি আছে, বেটার হয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে ও নিজের স্টাইল স্টেটমেন্ট বদলে ফেলবে কেন? আর অরিন যে প্রশ্নাবলীর প্রোটোকলের কথা বল্ছিলেন, তা ত থাকেই। প্রেসির মেয়েটি যে প্রশ্ন করছিল তাতে কোন প্রবলেম ত দেখ্লাম না, এক বছরের হিসেব নিকেশ করতে গেলে যে সব ইসু নিয়ে সমালোচনা হয়েছে সেসব যে প্রশ্নাবলীতে থাকবে সেটা ত এক্স্পেক্টেড। এই প্রশ্ন গুলো ই ত আপনি আমি ও করছি, না কি? তবে আমার মনে হয় ওয়াক আউট করা টাও ও ভেবেই গিয়েছিল। কোন একটা সময়ে করত ই।
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২০ মে ২০১২ ১৭:৪৯545528
  • আজকের হিন্দু কে কে দেখেছেন? প্রথম পাতায় ছবির ওপরে বাঁদিকে কি লেখা আছে গেস করেন দেখি?
  • সোসেন | 111.63.141.163 | ২০ মে ২০১২ ১৭:৫৭545530
  • পাই, অবভিয়াস লি আমাদের মত নয় বলে চোখে লাগে। সেটা পোশাক আশাক, হাওয়াই চটি ইত্যাদির ডিফারেন্স এর চাইতে বড় হয়ে চোখে লাগে নিজেকে চোখ বুজে সাপোর্ট করার ক্রুডিটি তে, আমরা নিজের মত, য়্যাকশন সাপোর্ট করতে যুক্তি খুঁজি, কেউ যদি সেসব ব্যাপারকে নেহাত উড়িয়ে দিয়ে বলে আমি যা বল্ছি সেটাই ঠিক, আর বিরোধী মতবাদ মাত্রেই ডেরোগেটরি। তুমি যে প্রশ্ন টা তুল্ছ, সেটা কি এই যে যদি মমতা খুবই রিফাইন্ড লুকিং একজন রাজ্নীতিক হয়ে এই রকম ব্যবহার করত, তা হলে সেটা নিয়ে এতটা পয়েন্ট আউট করা হত কি না? মমতার ক্রুড রাফিয়ান বিহেভিয়ার এর যেমন টি আর পি আছে, তানিয়ার পরিচ্ছন্ন ইংরেজিতে করা প্রশ্ন গুলির ও টি আর পি আছে। দুটো ক্লাস কন্সেপ্ট কে মুখোমুখি দাঁড় করানো মিডিয়ার ক্ষেত্রে লাভকর, সে জন্য ই ত স্টুডেন্ট দের তেমন ই আনা হয়েছে, আমার পাড়ার ডিরোজিও কলেজের এস এফ আই নেতাদের আনা হয় নি, যারা অবিকল মমতার ভাষায় ই কথা বলে। এই ক্লাস ডিফারেন্স আছে, এবং এটাই লোকে খাবে, বিরক্তি লাগে বলে ত ব্যাপারটা চট করে নেই হয়ে যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন