এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও দেখে মন্তব্য করুন

    Kaataakutu
    অন্যান্য | ১৯ মে ২০১২ | ১৮১০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 80.122.243.167 | ২২ মে ২০১২ ২০:২১545631
  • কাটোয়ার সেই বঁধুর শাশুড়িকেও গিয়ে বলা হোক, মুখ্যমন্ত্র্রীর রাগ হবে তাই তার মরা ছেলেকে সিপিএম কর্মী মেনে নিয়ে, বৌমাকে সাজানো রেপের মিথ্যে অভিযোগকারিনী হিসেবে মেনে নিয়ে চুপ করে থাকতে।
  • aka | 178.26.215.13 | ২২ মে ২০১২ ২০:৩২545633
  • একি মমতা সম্পর্কে বলা হচ্ছে মানে ঐ রাগিয়ে দেওয়া টেওয়া ইত্যাদি।

    এত স্পর্শকাতর হলে ওনার মুখ্যমন্ত্রীত্ব না করে অন্য কিছু করা উচিত ছিল। পাব্লিক পার্সোনাকে কিছু সহ্য করতে হবে।

    তবে এসব কিছু না, উনি যাস্ট ইনএফিশিয়েন্ট। এটাই ওনার ধরণ, জঙ্গী বিরোধী হিসেবে অ্যাপিলিং কিন্তু কনস্ট্রাকটিভ লিডার হিসেবে নেগেটিভ।
  • maximin | 69.93.214.230 | ২২ মে ২০১২ ২০:৩২545632
  • মমতা ব্যানার্জি আদতেই ভীষণ রকম ইন্সেন্সিটিভ লোক, নাকি বেশি সেন্সিটিভ বলেই ভাবখানা করেন যে কে কী বলল কিছু আসে যায়না, কনফিডেন্সের অভাব, নাকি ওভারকনফিডেন্স, এতসব জানার উপায় নেই। যে কোনওটা হতে পারে ধরে নিয়ে, প্রতিবাদের জন্যে উইন উইন স্ট্র্যাটেজি চাই।
  • h | 127.194.236.180 | ২২ মে ২০১২ ২২:৩২545634
  • এফিসিয়েন্সি বাড়লে ভালো, তবে কিসের এফিসিয়েন্সি বাড়লো সেটা খোঁজ রাখা ভালোঃ-)
  • a | 132.179.95.215 | ২২ মে ২০১২ ২৩:২৯545636
  • এই আরেক পিস আতা কেলানে আছে মার্কেটে, সুমন। এখনো জানি না এমপি হিসেবে ঠিক কি করেছেন, করবেন (এখনো ২ বছর আছে), বা কেন এখনো তিনোমুলে আছে।

    আরে মমতার সাথে এত যদি অবনিবনা তাহলে বল যে ৩ বছর আগে ভুল বলেছিলাম, আসলে উনি একটি অদক্ষ প্রশাসক আর তিনোমুল একটি কোরাপ্ট দল। তা না যত ভাট। সুমন দা, কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল মারবেন না, ব্যাক্ফায়ার করবে
  • a x | 109.126.92.146 | ২৩ মে ২০১২ ০১:২১545637
  • পার্টির টিকিটে এমপি হবার দরুন সুমনের এইসব বক্তব্যের দুটো ফলাফল হবার কথা। যেটা সবাই বলে কেন তাহলে ছেড়ে দিচ্ছেন না পদ। তাহলে সাথে সাথে পার্টি কেন তাড়িয়ে দিচ্ছেনা সেটাও ভেবে দেখা উচিত। এর কারণ হল সুমন যদি নিজে পদত্যাগ/দলত্যাগ করেন তাহলে ঐ পদটি সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্য কারো হবে। তৃণমূল যদি সুমনকে তাড়ায় তাহলে ঐ আসনটা তৃণমূলের থাকবেনা, সুমন নির্দল হিসেবে থাকবেন। সুমনকে তৃণমূল এই জন্যই তাড়ায়নি, কিন্তু কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়না, কেননা কে প্রশ্ন করবে, কোন প্রশ্ন অ্যালাও করা হবে সেটা ঠিক করে দেওয়া হয় সুদীপ বন্দোপাধ্যায় মারফত।
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ০১:৪৫545638
  • জিরো আওয়ারে প্রশ্ন করতে কি সুদীপের পারমিশন লাগে?
  • Arin | 212.36.179.65 | ২৩ মে ২০১২ ০৩:৩২545639
  • কল্লোল-দা লিখেছেন, " আমরা বড়োজোর কাউকে/কোন দলকে ভোট দিয়েছি এই আশায় যে ভালো গভর্নেন্স পাবো।", ভালো গভের্নান্স বলতে কবি কি বোঝাতে চায়িছেন (;-) )? মমতা সরকারের কাছ থেকে সেই ধরনের ভালো গভের্নান্স আশা করাটা কতটা সমীচীন এটা আগে বোঝা যায়নি কি? এর উত্তর PT আর aka (inefficiency ) এই থ্রেডেই লিখেছে, তাই আলাদা করে লিখলুম না।

    "আমরা কিভাবে বিষবৃক্ষ রোপন ও বাড়িয়ে তুলেছিলাম?" একশ নম্বরের একটা বড় প্রশ্ন!
    এই প্রশ্নের উত্তর একটু ভেবেচিন্তে লিখতে হবে, আজকে সারাদিন অজস্র মিটিং ও ছাত্র ঠেঙানো আছে, (এখানে একটু এদিক থেকে ওদিক লিখলে বিস্তর গাল খেতে হয়, :-), তবে লিখব, এবং সকলের সে উত্তর ভালো নাও লাগতে পারে, জানিয়ে রাখলাম) |

    /অরিন
  • fevi | 227.162.209.11 | ২৩ মে ২০১২ ০৪:০৯545641
  • কল্লোলদা, কী সাবানে হাত ধুচ্ছেন? পরিষ্কার হচ্ছে না ভালো।

    ওদিকে সুরঞ্জন দাস কবির ভিসি হলেন। বোতীন্দার সাথে কাল এ বিষয়ে কথা হবে।
  • bb | 127.195.181.176 | ২৩ মে ২০১২ ০৮:৩৯545642
  • অরিণ - কল্লোলদাও সেটা জানেন- ওনারা তো ভোটের আগে খুব লাফিয়েছিলেন- আগে সিপিএম যাক বলে- তাই এখন এই সব বলছেন , নইলে মমতা আর গুড গভর্নেন্স - পাগলেও হাসবে।
  • aranya | 154.160.98.31 | ২৩ মে ২০১২ ০৯:০৪545643
  • সুমনের লেখাটা আমারও অসাধারণ লাগল। এখনও কেউ কেউ ঠিকঠাক চিন্তা করে - ভাবতে ভাল লাগে। থ্যাংকস্‌, পাই।

    'তুমি আর আমি একধরণের বিদ্রোহ,
    নোয়াইনি মাথা, বিকো ই নি এই মন
    অন্তরে নেই মুনাফা করার মোহ,
    বন্ধু এখনও রয়েছি কয়েকজন' - সুমন তার কোন এক গানে বলেছিলেন।
  • h | 213.99.212.53 | ২৩ মে ২০১২ ০৯:৩০545644
  • আমার বক্তব্য হল, গুড গভর্নেন্স এর মডেল কি? পুলিশ সৎ হবে আর সরকারি লোক ঘুষ নেবে না, অটো উঠে যাবে, ফুটপাথ ফাঁকা হবে, সরকারি হাসপাতালে ডাক্তার রা প্রাইভেট প্র্যাকটিস করবেন না? মানে আন্না হাজারে ফ্যান দের দৃষ্টিভঙ্গী থেকে? ইংরেজি আর কম্পিউটার-উচ্চ শিক্ষিত রা যা বলবেন, কম উচ্চশিক্ষিত রা তাই শুনবেন? বিমল গুরুং থেকে জংগল-বাসী সকলে 'ভালো' হয়ে যাবেন আর আমির খানের সরফরোশ আর নাসিরুদ্দিন এর ওয়েডনেসডে র রিভিউ লিখবেন লোকাল ওয়েবসাইটে, আর দিল্লী তে চাকরির জন্য ছেলেমেয়েদের ভালো ব্যবহার শেখাবেন? আর দার্জিলিং এর গাঁয়ে ছোটোদের আমির খান হতে শেখাবেন?

    সম্ভব না, বড় করে পলিসি র অভিমুখ পরিবর্তন না হলে , গুড গভরনেন্স সম্ভব না। মডেল টা কি? মোদী? চিদম্বরম? প্রনব দা? ভীষণ ভালো গভর্নেন্স হল, আর বিমল গুরুং পড়াশুনো করে মন্টেক হোয়ে গেলেন, তাতে কার কি বাঃ

    এটাতে মমতার জাস্ট কোন দোষ নেই। মমতা কে একটা কাজ দেওয়া হয়েছিল, স্ট্রীট ফাইট করে বিরোধীদের বারোটা বাজানো, যাবতীয় 'সমস্যা' কে 'ইম্প্লিমেন্টেশন' এবং 'এফিসিয়েন্সির' সমস্যা বলে চালাতে যাতে সুবিধে হয়।
    কাজ টা হয়ে গেছে, তাঁর ইউজ বাই ডেট ফুরোলেও ফুরোতে পারে, সবচেয়ে মজা হবে, অনির্বাচিত ডেরেক ও ব্রায়ান , বিজনেস-লবি ই ং এ এফিসিয়েন্ট অমিত মিত্র ইত্যাদি 'গুড গভরনেন্স' মার্কা লোকের , মন্মোহন সাম্রাজ্যে মন্টেক যথা বিরাজ করতে আরম্ভ করলে, ঐ আর কি গুঃ-গঃ পোচোন্ডো বেড়ে যাওয়ার অপেক্ষায় যাঁরা আছেন, জেনে রাখা ভালো, সামাজিক সমস্যা, পোলিটিকাল আনরেস্ট গুলো কার্পেটের তলায় যাবে এই আশা না করাই ভালো।

    ইল্লি আর কি।

    ফান্ডামেন্টাল পয়েন্ট বিইং , গুঃগঃ ইজ আ ইন্সিগনিফিকান্ট সাঃসেঃ অফ পলিসি।, 'ডিসিপ্লিন' উইদাউট আ পানিশমেন্ট রেজিম ইজ ইম্পসিবল ইন দ্য কারেন্ট পলিসি ডিরেকশন।
  • রাজদীপ | 230.227.106.153 | ২৩ মে ২০১২ ০৯:৪৩545645
  • নোয়াইনি মাথা, বিকো ই নি এই মন

    কদিন আগেও বলেছেন মনমোহন - সোনিয়া দেশকে অতুলনীয় নেতৃত্ব দিচ্ছেন

    লোকসভা ভোটের সময়
    বললেন একে ওপরকে দেখলেই "জয় মমতা" বলে সম্বোধন করবেন

    তারপর তারা টিভিতে সেই ঐতিহাসিক মহাউক্তি " রোজ সকালে পাঁচটা করে সিপিয়েম মরার খবর দেখতে চাই"

    লোকে অনিল-মদন-অধীরের ডায়লগ যেমন ভোলে নি ... এই কবীর মণিমুক্তোমালাও ভুলবে না
  • Sibu | 217.47.25.82 | ২৩ মে ২০১২ ০৯:৪৭545646
  • উনি একটা সাবাং ঘষার গান লিখুন, অনেককেই যেমন লিখতে দেখছি।
  • Toon Army | 131.241.218.132 | ২৩ মে ২০১২ ০৯:৫০545647
  • গ্যাট চুক্তির যুগের সেই গানটার কথাও ভুলবেন না -

    "নুইয়ে মাথা চাইছো প্রসাদ
    দেখছো ঘুঘু দেখছো না ফাঁদ
    ওয়াশিংটনের ফন্দি
    বেচতে গিয়ে জন্মভূমি
    ডলার প্রসাদ পেয়েও তুমি
    করাল ফাঁদেই বন্দি।"

    এই মনমোহন তখন অর্থমন্ত্রী। সেই মনমোহন এখন প্রধানমন্ত্রী। এবং সেই গায়ক...

    যাকগে। অ্যাটলিস্ট বলছে তো। বাকি অনেকগুলো তো পা-চাটা থেকে বিরাম নিতে পারেনি।
  • h | 213.99.212.54 | ২৩ মে ২০১২ ১০:০৭545648
  • মোদী ছাড়া সম্প্রতি নীতিশ কুমার, কোনো কোনো ইসুতে জয়ললিতা (যেমন পিডিএস), এর আগে কখনো কখনো নবীন-বাবু আর ঐতিহাসিক ভাবে চন্দ্রবাবু এঁরা হলেন ৯১-লিবেরালাইজেশন-উত্তর পর্বে, রাজ্য সরকারের গুড গভরনেন্স এর মডেল।

    কেরালার সর্ব-শিক্ষার কথাটা ঐ ৯০-৯১ এর আগে শোনা যেত এখন শুধু রেমিটান্স ইকোনোমি আর বাংলা থেকে যাওয়া কনস্ট্রাকশন ওয়ার্কার এর কথা শোনা যায়, গুঃগঃ র ধ্বজাধারী কাগজ গুলোয় বা টিভিতে

    তো সামাজিক অ্যাচিভমেন্ট গুলো কি কি?

    জয়ললিতা - ছাত্রদের ল্যাপটপ দিয়েছেন, মেয়েদের বিয়েতে ৪ গ্রাম পর্যন্ত সোনা দিয়েছেন। কিন্তু পণ না দেওয়ার আন্দোলনে কন্ট্রিবিউট করেছেন বোলে শুনিনি এবং সরকারী শিক্ষা ব্যবস্থায় খুব বড় ইনভেস্টমেন্ট করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটির পুকুর চুরি আটকেছেন তাও শুনি নি।

    নবীন বাবু - ভালো ইংরেজি বলেন, মানে ধরুন বুশ তো বটেই, কখনো কখনো ক্যামেরন এর থেকেও ভালো। মাইনিং প্রাইভেটাইজেশন এর পলিসির অন্যতম সেরা ইম্প্লিমেন্টার, এবং গুড ইন ডিল মেকিং উইথ এভরিওয়ান, ইন্ক্লুডিঁ ডিসেন্টার্স অফ অল কাইন্ড্স।

    নীতিশ বাবু - ভীষণ ভালো কাজ করেছেন, রাস্তা চওড়া করেছেন, এন্রেগ চালু করেছেন। খুব ভালো, মেয়েদের উপরে ক্রাইম নিয়ে কিছু বলেন নি, নিজের সরকারের স্ট্যাট ছাড়া ঐ ১১% গ্রোথের গল্প কোনো ন্যাশনাল স্ট্যাট অর্গানাইজেশন সমর্থন করেন নি, হ্যাঁ একটা ভালো কাজ করেছেন, মোদী কে প্রচারে নেন নি। এডুকেশন এ ছোটো থেকে বড় অচিভমেন্ট বিশেষ কিসু নেই, সেন্ট্রাল সিলেবাস এর প্রভাব বেড়েছে।

    চন্দ্রবাবু ঃ হায়েদ্রাবাদ কে এমন সাজিয়েছেন যে বাকি টা তেলেঙ্গানা হয়ে গেছে বা বাইলাডিলা।

    ইয়েডি - আর কি ই বা বলার আছে।

    এর সঙ্গে চোখ বুজে বুঃবঃ আর মঃবঃ কে জুড়ে দেওয়া যায়, মাইনাস দ্য ড্রামা, ওন দোজ রেয়ার আনইভেন্টফুল ডেজ।

    তো এই যে মহান গুঃগঃ এতে দুটি-তিনটি জিনিশ অনুপস্থিতঃ

    ক. কেন্দ্র-রাজ্য রেভিনিউ ডিস্ট্রিবিউশন নিয়ে কোন কথা
    খ. শিক্ষায় মৌলিক একটা-ও কথা। দক্ষিন সাধারণ ভাবে ইউনেস্কো রেটিং এর বেশি নম্বর পায় , ইংরেজি টেক্সটবুক ভালো বলে , আর গ্রামে গ্রামে বা বস্তিতে ইশ্কুল টা রেগুলার চলে বোলে। কিন্তু স্বাভাবিক ভাবেই সিলেবাস নিয়ে বক্তব্য বিশেষ কিসু নেই।
    গ. শিল্প ইত্যাদি তে কোর ইন্ড্রাস্ট্রিজ প্রাইভেটাইজেশন এবং তার জন্য ইনসেন্টিভ কোনো আলাদা বক্তব্য নেই কেন্দ্রীয় থট রেজিম এর বাইরে।

    তো কসুপোড়া দিকে দিকে মুখ্যমন্ত্রীর দরকার কি, ভালো, এফিসিয়েন্ট, গুঃগঃ আইপিএস হলেই হয়, আর কিসু কালেকটার। ট্যাক্স ও এলো, মধুরেন বাটাম এর ব্যবস্থাও রৈলো।
    এর পরে সিভিল সোসাইটি তে শুধু পড়ে থাকে , ব্রিজ অ্যান্ড চেস ক্লাব এবং একটু সংখ্যায় কম কিন্তু গ্ল্যামারে ভরা কিছু লেডিজ ক্লাব।

    মা মেরি।
  • h | 213.99.212.53 | ২৩ মে ২০১২ ১০:১২545649
  • এঃ হেঃ বড় জিনিস্টাই তালিকা থেকেই মিস করলাম, একেবারেই যেটা রেটোরিক এ অনুপস্থিত, সব মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পোগোতিসিল সামাজিক বক্তব্য, যেটা ধরুন এমনকি বিষ বছর আগেও সরকারি বিজ্ঞাপণে ছিল।

    কারণ পলিসি-তাত্ত্বিক সমস্যা র সমাধান হয়ে গেছে, এখন চাই শুধু এফিসিয়েন্সি এবং দুধ কি সফেদী আনার জন্য ওয়াশিং পাউডার নিরমা।

    আই মিন ফর এফ'স সেক ?
  • Sibu | 217.47.25.82 | ২৩ মে ২০১২ ১০:১৩545650
  • হানু এই গুড গভর্ণেন্সের ইতরামিটাকে যেভাবে খুলে কাপড় পরাচ্ছে, সেটা এককথায় অসাঃ। বাচ্চাটাকে এরপর দেখা হলে দু'পেগ শিভাস খাওয়াতে হবে।
  • lcm | 79.236.160.162 | ২৩ মে ২০১২ ১০:১৫545653
  • মনমোহন সিং ১৯৯১-১৯৯৬ ভারতের অর্থমন্ত্রী ছিলেন। পি ভি নরসীমা রাও ছিলেন প্রধানমন্ত্রী।

    অনেক পন্ডিতের মতে ঐ পাঁচ বছরের ইকনমিক রিফর্মের আসল ফল হল এই যে, .... as of 2009... 300 million Indians have escaped extreme poverty...

    চায়না রিফর্ম শুরু করে ১৯৭৮ থেকে। পন্ডিতদের আরও অভিমত যে আরো আগে থেকে শুরু করলে ফল আরো ভালো হতে পারত, চায়না-র মতন।

    এসব পন্ডিতদের মত, আমার নয়...
  • Toon Army | 131.241.218.132 | ২৩ মে ২০১২ ১০:১৫545652
  • পরাচ্ছে না খোলাচ্ছে?
  • কল্লোল | 129.226.79.139 | ২৩ মে ২০১২ ১০:১৭545654
  • আশা করেছিলাম, সিপিএমএর ভুল থেকে কিছু শিখবে মমতা। শেখেনি, সে তো দেখাই যাচ্ছে। তাতে সিপিএম যাক - এই অবস্থানে কোন ভুল তো দেখি না। মমতা যদি সিপিএমের ফেলে যাওয়া জুতোয় পা গলিয়ে ভাবে ও-ও ৩৪ বছর চালাবে, তবে ভুল করবে, এবং করছে।
    বরং এবারও যদি (তর্কের খাতিরে) সিপিএম ক্ষমতায় আসতো, তবে নন্দীগ্রাম ও সিঙ্গুরের ভুল স্বীকার করতো না, অনিল বসু, অমিতাভদের মতো নষ্ট নেতাদের শাস্তি দিতো না। সিপিএম ভুল করেছিলো, মানুষ তার শাস্তি দিয়েছে। একই কাজ মমতা করলে তারও শাস্তি পাবে।
    আজ যারা এখানে মততার কান্ডো কারখানা নিয়ে সরব, তারা তো অপারেশন সানশাইন, নন্দীগ্রাম, সিঙ্গুরের সময় মুখে কুলুপ এঁটে বসেছিলেন বা সিপিএমের অপকান্ডকে জাস্টিফাই করছিলেন। আমরা তো মমতার অপকান্ডেরও প্রতিবাদ করছি, যেমন সিপিএমের বিরুদ্ধে করেছিলাম।
  • Sibu | 74.105.143.250 | ২৩ মে ২০১২ ১০:২০545656
  • শিল্পের জন্য জমি অধিগ্রহণের পলিসি সঠিক। পুনর্বাসন প্যাকেজ নিয়ে কথা হবে, হওয়া উচিৎ। কিন্তু একজনও অনিচ্ছুক থাকলে জমি নেওয়া যাবে না - সে পলিসি তখনও ভুল ছিল, এখনও ভুল।
  • Tim | 108.249.6.161 | ২৩ মে ২০১২ ১০:২০545655
  • ১। আজ যারা মমতাকে নিন্দা করছে, তাদের সবাই তখন চুপ ছিলোনা। অনেকেই তখনো গাল দিয়েছে।
    ২। এবং তাদের কেউ কেউ তখন থেকেই মমতার ইনেফিশিয়েন্সি ইত্যাদি নিয়ে বলার চেষ্টা করেছিলো। বিনিময়ে তাদের সিপিএম সমর্থক বলা হয়েছে। এখনও হচ্ছে।
  • Toon Army | 131.241.218.132 | ২৩ মে ২০১২ ১০:২৪545657
  • টিম-এর (১) ও (২)-এর সাথে

    (৩) প্রচুর সিপিএম সমর্থকও ওই প্রতিটা ঘটনার নিন্দা করেছে বিভিন্ন জায়গায়। সরাসরি সদর দপ্তরে প্রতিবাদ করে চিঠি লিখেছে এরকম লোকের সংখ্যাও কম নয়।
  • h | 213.99.212.53 | ২৩ মে ২০১২ ১০:২৫545658
  • পন্ডিত দের মত নিয়ে আপাতত আমার কোন বক্তব্য নেই। আমার বক্তব্য হল, গুঃগঃ র মডেল-এ রাজ্য সরকার এন্টিটি , লোক সেল্ফ গভরনেন্স এন্টিটিজ, মুখ্যমন্ত্রী পদ, এইগুলা ইরিটান্ট কিনা? ব্যুরোক্রেসি শুধু না, হায়ার্ড কনসালটেন্ট রা পলিসি করবে, আর পুলিশ আর কালেকটার ইম্প্লি করবে। মিটে গেল। ইন ফ্যাক্ট এই চিন্তায়, চীন বেশি সফল শুধু আগে শুরু করার জন্য না, গণতন্ত্র নিয়ে মাথা না ঘামানোর জন্য। আন্না হাজারে র রালেগাঁও সিদ্ধি তে, মাতাল দের ল্যাম্প-পোস্টে বেঁধে মারা হয়, তো এই তো দেশের অবস্থা। এতে লোকে দুনিয়ার মাতাল দের স্বার্থে একটু গুঃগঃ কে শুধু গুঃ বা শুধু ই গাঃ বলবে না?
    ;-)
  • h | 213.99.212.53 | ২৩ মে ২০১২ ১০:২৬545659
  • লোক=লোকাল
  • Sibu | 217.47.25.82 | ২৩ মে ২০১২ ১০:২৭545660
  • অবভিয়াসলি সিপিএমের যে যা করবে তাই সমর্থন করার প্রশ্নই ওঠে না। আমি নিজে পার্টি অফিসে গত দশ বছর যাই নি। কিন্তু পলিটিক্স সব সময়েই চয়েস অ্যামং ইমপারফেক্টস। সিপিএম যাক, মমতা আসুক, এই স্ট্যান্ড খুব একটা পলিটিক্যালি ম্যাচিওরড স্ট্যান্ড নয় - টু পুট ইট মাইল্ডলি।
  • কল্লোল | 129.226.79.139 | ২৩ মে ২০১২ ১০:২৮545661
  • এখানে পকাবু-টকাবু নিয়ে নানান সুতোয়, একজন সিপিএম সমর্থককেও তো দেখিনি সিপিএমের ভুলগুলো স্বীকার করতে। বরং উল্টোটাই দেখেছি, নানান বাহানায় অস্বস্তিকর প্রশ্ন গুলো এড়িয়ে যেতে।
  • lcm | 79.236.160.162 | ২৩ মে ২০১২ ১০:২৯545663
  • মমতা/তিনোমূল আসলে পরিবর্তন হবে - এরকম কি সত্যিই কেউ ভেবেছিল। যদি ভেবে থাকে, তো ইয়ে মানে...
    যে কোনো পার্টি ক্ষমতায় এলেই কি কোনো পরিবর্তন হবে - এরকমই কি কেউ ভাবে।
    রাজ্যের সাত কোটি লোকজন যে যেরকম আছে তেমন থাকবে শুধু চাট্টি পলিটিক্যাল লিডার চেঞ্জ হলেই সব চেঞ্জ হয়ে যাবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন