এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও দেখে মন্তব্য করুন

    Kaataakutu
    অন্যান্য | ১৯ মে ২০১২ | ১৮০৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কোয়ার্ক | 69.90.249.141 | ২৩ মে ২০১২ ১২:৫৪545697
  • দম আছে মাইরি!
  • rajdeep | 230.227.106.153 | ২৩ মে ২০১২ ১৩:০৬545698
  • রাজ্যের প্রতিটি জেলা শহরে একাধিক সক্রিয় সমবায় ব্যাংক ও সংস্থা আছে

    এরা স্বনির্ভর গোষ্ঠীদের সঙ্গে যৌথভাবে কাজ করে.. এছাড়া প্রতিটি ক্ষুদ্রশিল্প কাস্টারে সমবায় সংস্থা আছে যারা খুব ভাল কাজ করছে, আপনার অবগতির জন্য জানাই কন্টাই কো-ওপারেটিভ, বর্ধমান গ্রামীন সমবায় , ধনিয়াখালি তন্তুবায় সমিতিও একবার নয় বেশ কয়েকবার জাতীয় সেরার পুরস্কারও পেয়েছে।

    আপনি যদি একদমই না জেনে বলে থাকেন কিসুই হয় নি তাহলে ঠিক আছে , কিন্ত খোঁজ না নিয়ে বা জেনেবুঝেও এইরকম তর্কের খাতিরে সুইপিং স্টেটমেন্ট দেওয়া মানে ঐ সমবায়ে কাজ করা মানুষদের ছোট করা বই কিছু নয়।
  • cb | 202.193.164.9 | ২৩ মে ২০১২ ১৩:০৭545699
  • কার?
  • h | 213.99.212.54 | ২৩ মে ২০১২ ১৩:১৮545700
  • আমার এতদিন কাগজ-পত্তর পড়ে ধারণা হয়েছিল কলকাতা বন্দরের মৃত্যুর জন্য সরকারের শিল্পে পার্টিসিপেশন আর সিটু ট্রেড ইউনিয়ন দায়ী। আর দায়ী বাঙালির কর্মসংস্কৃতি ঃ-)

    তাইলে এখন কল্লোল দার পয়েন হল 'রাজ্যের স্বার্থ' মানে বিধান রায় থেকে মমতার আনন্দবাজার-উ`দযাপিত লিগাসি।

    তো ফরাক্কা জলবন্টন চুক্তির সময়ে এবং এখন জল বন্টনের মেন ফরেন-সার্ভিস লজিক হলো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো আপনার অভিযোগ হলো, কেন দেবো, রাজ্যের জন্য শুধু ই নেবো না কেন। তো এই নীতি খুব ই ভালো, তবে তাইলে শতদ্রু বা বিপাশায় চীন বাঁধ দিলে আপত্তি থাকার কথা নয়। জেনেরালি, ইসু টা হল, সিপিএম কেন ভারতের কোনো মেন স্ট্রীম দলের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি বা ধরুন সন্ত্রাস দমন পলিসি বিশেষ আলাদা কিসু কোন দিন ই নয়। যা পরিস্থিতি অস্বাভাবিক ও কিছু নয়, কারণ ৭৭ এ জল বন্টনের লজিক ছিল, পূর্ব বর্ডারে বন্ধু গড়ে তোলা, এখন লজিক হল তিস্তা চুক্তি না হলে জামাত-বি এন পি র প্রচার সামনের বছর বাংলাদেশের ইলেকশনে বেশি পালে হাওয়া পাবে, অর্থাৎ এক ই , পূর্ব বর্ডার এ বন্ধুত্ত্ব ইত্যাদি।
    এখন দেখুন রিভারাইন ট্রেড আর রিভার পোর্ট বড় জাহাজের যুগে অচল , তো ডিপ সি পোর্ট বা কেমিকাল হাব পরিবেশ এর কারণে বিরোধিতা করবেন না আগে কলকাতা বন্দর আগে না এখন উত্তর বঙ্গের হাইডেল পাওয়ার প্রোজেক্ট এর পরিবেশ সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তা করবেন, নাকি পুর্ব দিকে বন্ধুত্ত্ব বাড়াবেন, এই সিদ্ধান্ত মমতা আর আপনার উপরে ছেড়ে দিলাম।

    এর পরে হল গুঃগঃ এবং পঞ্চায়েত এবং ভুঃসঃ। তো আমরা জানি জে শেষোক্ত দুটি গুঃ গঃ র বিরোধী। কারণ শিল্প কত্তে গিয়ে দেখা যাচ্ছে হরিয়ানা আর গুজরাট এগিয়ে যাচ্ছে, পঞ্চায়েত আর ক্ষুদ্র জমির মালিকের সমস্যা বেশি হচ্ছে না ঃ-) মানে কাগজ পত্র তাই বলছে। এইবার মমতা বলেছেন পঞ্চায়েত কে অরাজনৈতিক করবেন, কারণ সেই গুঃগঃ, এবং জমির ব্যাপারে নাক না গলিয়ে এবং ছোটো শিল্পের জন্য-ও সিলিং তুলে দিয়ে জমির নতুন কনসোলিডেশন এর নীতি টা কি অর্থে কৃষিজীবীর স্বার্থে সেটাও একটু ভেবে চিন্তে বলেন। বেশি ভাববেন না, ইশ্তেহার রচয়িতা কৃষী ভিত্তিক শিল্প তে মাল্টি ব্র্যান্ড এফ ডি আই থেকে এক স্টেপ দুরে, বলেছেন সরকার বিপনন করবে, সমবায় করবে বলে নি, যাতে তার পরেই সরকার আর কত দায়িত্ত নেবে বলা যায়। আর একটা ঘটনা বলি, বাঁকুড়া তে এবং অন্য কোথাও কোথাও, শিল্পে উৎসাহী জমি সহায়তা কমিটি টাইপের গড়ে উঠেছে, উদ্যোক্তা বড় কৃষক রা, যাঁরা রাজ্যের স্বার্থে শিল্পের জন্যো জমি দেওয়ার কথা বলছেন, বলা যায় এঁরা বেদিক ভিলেজের সিন্ডিকেট দের এক স্টেপ দূরে, ক্রিমিনালিটির দিক দিয়ে দেখ্লে। বর্ধমানে 'কৃষি-ভিত্তিক শিল্প' আর কৃষির স্বার্থেই কৃষির ক্ষেত্রেও সিলিং তুলে দেওয়ার শ্লোগান দিয়ে জমি হারানো জমিদার দের সম্মেলন হয়েছে বা হচ্ছে।

    তো উদ্যোক্তা দের কে সিপিএম কে তৃণমূল এটা বিচার্য না, কারণ বড় টাকার খেলায় যে নামবে, সে প্রো-লোকাল রেজিম হবে, সেটা ছাড়ুন, আপনি বলুন মমতার কি নীতি হওয়া উচিত, কৃষি জমিতে সিলিং এর কন্টিনিউয়েশন, শিল্পে ছাড় (এটা চেম্বার দের বক্তব্য), না কি কৃষি ক্ষেত্রেও সিলিং এর ছাড় (এটা পূর্বতন জমিদার দের দাবী), নাকি অধিগ্রহণে সরকারী ভোমিকা না রেখে , মার্কেট ফোর্স আর জুডিশিয়ারি কে ছাড়া কেস বাই কেস বেসিস (এটা মোটামুটি ভাবে স্মল টাইম ডেভেলপার দের দাবী) না অন্য কিছু?

    মানে গুঃ গঃ করতে গেলে তো শুধু সৎ থাগলে হবে না, গভর্নেন্স এর লেগিস্লেশন নিয়েও ভাবতে হবে, এই লাইনে। আর যাই ভাবুন সেটা বেচার জন্য রেটোরিক ও ভাবতে হবে, দেবব্রত বাবু আর ডেরেক এর কতো কাজ ভাবুন ঃ-))
  • Tim | 108.249.6.161 | ২৩ মে ২০১২ ১৩:২৫545701
  • পুরো থান ইঁটের মত লিখলো এটা । তাও পড়ে মোটামুটি বুঝে ফেল্লাম। অভ্যাসে কি না হয় ইঃ।
  • frvi | 227.162.209.11 | ২৩ মে ২০১২ ১৩:৩৯545702
  • সাবান ঘসেই যাচ্ছেন। ফেনা হচ্ছে না ! ঃ-(
  • h | 213.99.212.53 | ২৩ মে ২০১২ ১৩:৫৩545703
  • বেসিকালি যেদিকে এগোছে, অমিত মিত্র বনাম বেচা মান্না/রবি ভট্টাচার্য্য , ইনার পার্টি ডিবেট টা, হবে এই টার্ম্স এঃ

    সরকার জমি নিয়ে (মানে ক্ষতি পূরণ সহ) কৃষি ভিত্তিক শিল্প অর্থাৎ মাল্টি ব্র্যান্ড ঋটেল গড়ে দেবে , দিয়ে কৃষি তে সিলিং তুলে দিয়ে কন্ট্রাকট ফার্মিং করিয়ে আবাপ তে হাসি মুখে চাষী ভাই এর ছবি দিয়ে বলাবে, এবারে কপির ন্যায্য দাম পেয়েছি

    নাকি

    জমির ট্রেডার দের হাতে জমি অধিগ্রহণ ছেড়ে দিয়ে , মার্কেট ফোর্স আর জুডিশিয়ারির কেস বাই কেস ছেড়ে দিয়ে, একই কাজ করবে, আর আবাপ তে ছবি হাসি মুখে জমিদাতার ছবি ছাপবে, এবার ভালো দামে জমি ছাড়লাম, তার ছেলে পাশে দাঁড়াবে, রিটেল মল এর ইউনিফর্ম পড়ে, একটু নীচে জ্যাম শিল্প মালিক বা পরিবেশবন্ধু ঠোংআ কারখানার মালিকের ইনসেট।

    বলছি যে এই ডিবেট টা তত নিখুঁত ভাবে হবে, গুঃ গঃ র দিকে যত এগোবেন।
    আর জাতীয় রাজনীতি তে বাঙালির 'প্রভাব' বেড়েই চলবে আশা করা যায়।
  • h | 213.99.212.53 | ২৩ মে ২০১২ ১৪:০২545704
  • মানে এটার সিপিএম ভার্সন হলঃ ভারী শিল্প ও অনুসারী শিল্প (শিল্পের জন্য সরকারী অধিগ্রহণ) বনাম নতুন টাউনশিপ(সরকারী অধিগ্রহণ আর ফ্ল্যাটের বিজ্ঞাপণ) এর মহা আইডিও লোজিকাল ডিবেট ঃ-) বিচক্ষণ নিরুপম বনাম বাচাল গৌতম ডিবেট।

    সমস্যাটা সততার না। দলের ও না। সমস্যাটা হল, মানুষের কৃষি থেকে নতুন পেশায় যাওয়ার ব্যবস্থা ছাড়াই , শিক্ষা ভিত্তিক সোশাল মোবিলিটি ছাড়াই, উচ্চ শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর ব্যবস্থা ছাড়াই, দীর্ঘ মেয়াদী সামাজিক নিরাপত্তা ছাড়াই , ওয়েল ফেয়ার এর অপসারণ এবং কম-খচ্চা -সুবিধে বেশি শিল্পোৎসাহ, যাতে আবার ইউনিফর্ম পড়লেও ইউনিয়ন করা মানা। কর্ম সংস্কৃতি ব্যাপার্টা শিশু রাষ্ট্রের মত, বড় হতে চায় না, সেবা যত্ন দাবী করে।
  • rajdeep | 230.227.106.153 | ২৩ মে ২০১২ ১৪:০৫545705
  • হুঃ ! বেচা মান্না অমিত মিত্তিরের থেকেও দড় দালাল, সাদা স্কোর্পিও হাঁকিয়ে যখন সিঙ্গুর বাজারের রাস্তা দিয়ে কামারকুন্ডু যায় ... সে এক দেখার মত দৃশ্য

    সিঙ্গুর- হরিপাল-পোলবার জমি বেচাকানার দালালদের শিরোমণি

    সাধে কি এরা চায় যে গভমেন্ট মাঝখান থেকে সরে যাক
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২৩ মে ২০১২ ১৪:১১545707
  • কিছু না থেকে তো আরো ই সুবিধে এখন যাই করবে তা আগের চেয়ে ভালো। হবে হবে সমবায় অবশ্যই হবে ধৈর্য্য ধরুন।
  • অপু | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৪:১৪545708
  • ও বোধি দা, যাতা। কাঁপিয়ে দিচ্ছো তো ঃ-))
  • fevi | 227.162.209.11 | ২৩ মে ২০১২ ১৪:২০545710
  • এই তো বোতীন্দা !! সুরঞ্জন দাসের কেস টা কী হল?
  • কল্লোল | 129.226.79.139 | ২৩ মে ২০১২ ১৪:২০545709
  • রাজদীপ।
    কোথায় একটা সমবায় কি পুরষ্কার পেয়েছে, তা দিয়ে সমবায়ের হিসাব হয় না। আর গুলোর কি হলো?
    আমি বলছি কৃষিতে সমবায় ভাবা হলো না। যেখানে অঃবঃর পর জোত আরও ছোট হতে লাগলো, সেখানে সমবায়ের দরকার ছিলো।
    তাই আবারও বলছি সমবায় নিয়ে সিপিএম কিস্যু ভাবে নি, করা তো দূরস্থান।

    হনু। তোমার তো মুখে কথা বসানোর দোষ ছিলো না বলেই জানতাম।
    আমি কখন বলেছি যে কিছুই দেবো না, শুধু নেবো। ফারাক্কার ব্যাপারে জ্যোতিবাবুদের দাবী ছিলো ৪০ হাজার কিউসেক জল হুগলীতে দিতে হবে, নইলে কলকাতা বন্দর মুছে যাবে। দাবীটা যৌক্তিকও ছিলো। সেই দাবী মানা হয় নি।
    সেটুকু আদায় করতে জ্যোতিবাবুরা কোন চাপই সৃষ্টি করতে পারেন নি। চাপ দিলেই দাবী আদায় হতো কি হতো না জানিনা, কিন্তু চাপটাই তো দেয় নি। মমতা সেই চাপটা রেখেছে।
  • অপু | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৪:২৪545711
  • ফেভি, গুরু র আমার এক বন্ধু আমাকে আমার রাজনৈতিক অবস্থান নিয়ে ভাবে খুব বাজে কথা বলেছে। তাই আমি আর রাজনৈতিক টই তে লিখতে চাই না। it is all yours. Enjoy :-)) ।

    আমরা শুধু রাজ্যে ক্ষমতায় আছি।
  • কোয়ার্ক | 69.90.249.141 | ২৩ মে ২০১২ ১৪:৪৬545712
  • আহা এমন সোনার ডিম পাড়া হাঁস, তাকে এইভাবে কেটে ফেলাটা ঠিক হ'ল না।
  • h | 213.99.212.54 | ২৩ মে ২০১২ ১৪:৫৪545713
  • কল্লোলদা, পার্সোনাল অ্যাটাক করবেন না ভেবেছিলাম ;-) চাপটা যে সব শর্তে আছে, আমি সেটা বলেছি গোদা করে ইউনি পোলারিটি, তার মধ্যে জঙ্গল মহলে বাহিনী উইথ্ড্র না করা, বিমল গুরুং একেকবার একেক ঢপ দেওয়া, আর্বান রিনিউআল এর টাকায় কলকাতায় সৌন্দর্যায়ন, অথচ কর্ম সংস্থান নয়, ছোটো শিল্পের জন্য-ও সিলিং তুলে দেওয়া, ব্যাংকিং আর ইনশিওরেন্স এ এফ ডি আই সম্পর্কে কোন অবস্থান না থাকা, সরকারী ধর্মঘটের অধিকার তুলে দেওয়া, ইউনিয়ন দখল, অটো চালক এর স্ট্রাইকে রাস্তায় অটো চালক কে নেতা দ্বারা ক্যাল, পরিবহন সংস্থায় পেন্সন তুলে দেওয়া ও ছাঁটাই, এগুলো পছন্দ মত সাজিয়ে নিন, বা নিজের লিস্ট ও বানাতে পারেন ঃ-)

    সঞ্জয় গান্ধীর আমলে পোলিটিকাল ট্রেনিং এর পরে মমতা আলাদা হবেন, এমনকি সম্মান্জনক অর্থে, বেঙ্গলি ন্যাশনালিস্ট ও হবেন, বোলে আমার পেত্যয় হয় না, আপনার হয়, আপনি আরেকটু ভালো করে জাস্টিফাই করুন, ফেডেরালিজম সপক্ষে মমতার ভূমিকাটার। যিনি সারা জীবন ৩৫৬ চেয়ে বড় হলেন, তিনি ফেডেরালিজম এর সপক্ষে কথা বলবেন, এই ভরসা টা আপনি ইলেকশন এর আগে থেকেই পেয়েছিলেন কোথ্থেকে জানতে ইচ্ছে করছে।

    অমিত মিত্র র প্রথম মন্ত্রী হিসেবে প্রেস কনফারেন্স মনে আছে, বলছেন আর্থিক অধিকারের কথা বলে লাভ নেই, কেন্দ্রের কাছে সাহায্য ম্যানেজ করে নিতে হয়, এগ্জ্যাক্ট কোট টেলিভিসন কোম্পানি তে চেনা থাকলে পেয়ে যাবেন, তো তাঁরা এখন স্পেশাল অ্যাসিস্টান্স চাইছেন, তার আবার রেট্রোস্পেকটিভ ইন্টারেস্ট মকুব চাইছেন, এবং কেন চাইছেন বলছেন না, বলছেন বেঙ্গল ইজ অ 'স্পেশাল কেস।' ঃ-) পাছে 'কেন্দ্রীয় চক্রান্ত' কথাটা ব্যবহার না করতে হয় ঃ-)

    যাই হোক, একটা কথা বলতে পারেন, রাজ্য সরকার এর জন্য টাকা পয়সা চাওয়ার প্রশ্নে মাঝে মাঝেই বিভিন্ন মুখ্যমন্ত্রী বিভিন্ন জ্বালামোয়ী দিয়ে থাকেন। তাতে সিপিএম/মমতা এই প্রসঙ্গের রেটোরিক এ মিল ভবিষ্যতে অন্তত পাওয়া যেতেই পারে কখনো কখনো।

    কিন্তু আমার প্রশ্নটা ছিলো, কিসের পোলিটিকাল এভিডেন্স এ এত ভরসা করলেন, ধরুন গোটা ৯০স জুড়ে মমতা বলে এলেন, জমির মালিকের ফসল হবে, সরাসরি ক্ষেত মজুরের বিরুদ্ধে কথা, আর কেন ই বা এক বছরের মাথায় রেগে যাছেন, এটা বোঝাতে গেলে আমাকে না, কোথাও না কোথাও আরেকটু পরিষ্কার পোলিটিকাল সাফাই গাইতে হবে। শুধু ব্যক্তিগত সততার দাবী না।

    কে কোথায় পোলিটিকাল আলাইনমেন্ট এর কারণে কি করবে, বলা মুশকিল, রাজ্যের 'ভালোর' জন্য মমতা কে এন ডি র সংগে সজযোগিতা বাড়াতে হতে পারেন, কারণ কেন্দ্রীয় চক্রান্ত বলে কিছু নেই, এটা উনিও বিশ্বাস করেন, অমিত দাও করেন, প্রদীপ দাও করেন। সঞ্জয় দা বলে গেছেন ঃ-)

    আপনি পোলিটিকাল ব্যক্তিত্ত্বের পক্ষে বা বিপক্ষে যাওয়ার স্টান্স ব্যাখ্যা নাও করতে পারেন অবশ্য, শুধু পলিসি ডকুমেন্ট ও লিখুন, দেখি কি লেখেন, ধরুন সামনের পঞ্চায়েত নির্বাচনে আপনি মমতার অ্যাডভাইসর। সত্যি না খেলা খেলা। এমনি এমনি। একটা পলিসি ড্রাফ্ট তো লিখুন, তাহলে বুঝতে পারবো বিভিন্ন রাজনৈতিক সমস্যায় গোদা করে আপনার অবস্থান কি। পূব দিক নিয়েও এক্টু লিখবেন, নর্থ বেংগল এও তো ইলেক্শন হবে।
  • ঢ্যাঁড়স | 220.210.15.150 | ২৩ মে ২০১২ ১৫:০২545714
  • কী শক্ত assignment।
  • h | 213.99.212.54 | ২৩ মে ২০১২ ১৫:০৬545715
  • কী সমবেদনা।
  • অপু | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৫:১১545716
  • বোধি দা, শিলং থেকে গুছিয়ে ঘুরে এসো। তারপরে ....
  • Toon Army | 131.241.218.132 | ২৩ মে ২০১২ ১৫:২১545718
  • কী? কী? তারপরে কী?

    ;-)
  • harmad | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৫:৫৭545719
  • কল্লোল দা মনে হয় এক মনে দিদি'র নির্বাচনী ইস্তেহার লিখছেন, h দার চ্যালেন্জ গ্রহণ করে
  • rajdeep | 230.227.106.153 | ২৩ মে ২০১২ ১৬:০৪545720
  • "কোথায় একটা সমবায় কি পুরষ্কার পেয়েছে, তা দিয়ে সমবায়ের হিসাব হয় না। "

    এইরকম একটা অবজ্ঞাসুচক মন্তব্য যে করবেন এতটা আশা ছিল না, বলতে বাধ্য হচ্ছি পঃবঙ্গের সমবায় কেন্দ্রিক কাজকর্ম নিয়ে কিস্যুই না জেনে বলছেন !

    আপনি যে ভাবে লিখছেন তাতে কোন তথ্য বা লিং দিয়ে আর কিসু লাভ নাই
  • অপু | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৬:০৫545721
  • কিংশুক, এরা সবাই প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব। একটু বুঝে শুনে ....
  • maximin | 69.93.245.181 | ২৩ মে ২০১২ ১৬:০৮545722
  • সুমনের লেখাটা কী বলে ভালো লাগল জানি না। পেজ ফাইভ দেখুন দয়া করে।
  • maximin | 69.93.245.181 | ২৩ মে ২০১২ ১৬:২১545723
  • পাঁচের পাতায় সুমন আলি আহমেদ হুসেন সম্বন্ধে কিছু কথা লিখেছেন। সোর্স একটি প্রাইভেট কনভার্সেশন। একজন সঙ্গীতশিল্পী হয়ে প্রকাশ্য লেখাতে একজন অত্যন্ত বড় মাপের সঙ্গীতশিল্পীকে এভাবে ছোট করলেন আর আমরা বাহবা দিচ্ছি। ধিক।
  • maximin | 69.93.245.181 | ২৩ মে ২০১২ ১৬:২৫545724
  • গুরুচন্ডালির যোগাযোগ ব্যাবস্থা ভালো-ই। সম্ভব হলে ঐ অংশটা ডিলিট করতে বলা উচিত।
  • maximin | 69.93.245.181 | ২৩ মে ২০১২ ১৬:৫১545725
  • লেখাটা যারা পড়েন নি তাদের জন্যে আরেকটু লিখছি। কিছুদিন আগে সুমনের এক সঙ্গীতশিল্পী বন্ধু নাকি সুমনকে ফোনে বলেন আলি আহমেদ হুসেন বলেছেন, সুমন তো তোমার বন্ধু, ওকে বলো আমাকে একটা রাষ্ট্রীয় পুরস্কার পাইয়ে দিতে। তা, সুমন সেটা পাইয়ে দিয়েছেন ব্রাত্য বসুর মাধ্যমে।

    কথাটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে, ফোনে। আলি আহমেদ হুসেন ঠিক কী বলেছিলেন সেটা আমরা জানিনা। সুমনের বন্ধু নিজেও বলে থাকতে পারেন। আর যদিই বা আলি আহমেদ হুসেন কিছু বলে থাকেন, সুমন সেটা লিখে দেবেন? নিজেকে বড় করতে গিয়ে এবং ব্রাত্যর প্রশংসা করতে গিয়ে?
  • harmad | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৭:০৪545726
  • ধিক ধিক সুমন !!!
  • harmad | 132.248.183.1 | ২৩ মে ২০১২ ১৭:১২545727
  • সুমন এতো ডায়ালগ দিয়েও সেই একই "I gave Narayan Debnath 10 thousand a month" টাইপ এর কথা বলল
  • maximin | 69.93.245.181 | ২৩ মে ২০১২ ১৭:২০545730
  • প্রেসিসমো @হার্মাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন