এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিডিও দেখে মন্তব্য করুন

    Kaataakutu
    অন্যান্য | ১৯ মে ২০১২ | ১৮১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 217.47.25.82 | ২৩ মে ২০১২ ১৭:২৬545731
  • আমার আরো একটা ব্যাপার খারাপ লেগেছে। সুমন ডিড নট প্রেস ফর ডিউ প্রসেস। মানে, বড় শিল্পীদের সম্মানভাতা তো সরকারের দেওয়াই উচিৎ। কিন্তু সেটা কোন এমেলে/এমপি/মন্ত্রীর পার্সোন্যাল অ্যাপ্রিসিয়েশনের ওপর নির্ভরশীল হওয়া উচিৎ নয়। আলি আহমেদ হুসেনের সমস্যাটা প্রেসিং। সেটার হয়তো একটা অ্যাডহক সমাধান দরকার ছিল। কিন্তু তারপর একটা দীর্ঘমেয়াদী সমাধানের কথা তোলা উচিৎ ছিল।

    আর ব্রাত্য ভাল, কেন না আমার কথা শোনে - এরকম একটা ভাব লেখাটা পড়ে মনে হল। ব্যক্তিগত অনুগ্রহের আদান-প্রদানই কি রাজনৈতিক ভালত্ত্বের পরিমাপ?
  • rajdeep | 230.227.106.153 | ২৩ মে ২০১২ ১৭:৪০545732
  • ব্রাত্যভজনা করে সুমন আবার তার সুনাম এবং ব্র্যান্ড ভ্যালু অক্ষুন্ন রেখেছেন ;-)
  • Ishan | 214.54.36.245 | ২৩ মে ২০১২ ২০:০১545733
  • তাইলে কি খাড়াইল? গুঃগঃ বলে কোনো ব্যাপার আদতে পৃথিবীতে বিরাজই করেনা। এবং সবই নীতিগতভাবে দেখতে হবে। আপনি "বামপন্থী", থিয়োরিটিকালি উদারনীতির বিরোধী, একটি "প্রগতিশীল" বিদেশ নীতি আছে, অতএব, আপনি অপদার্থ, কানা খোঁড়া, পলপট যাই হোন, খুন-যখম-করন্দা-বিজনসেতু-নন্দীগ্রাম যাই করে থাকুন না কেন, কিছু বলা যাবেনা? :)
    বলাবাহুল্য, আমি এই মতে সাবস্ক্রাইব করিনা। বুদ্ধ-বিমান যে স্টাইলে রাজ্য এবং দল চালিয়েছেন, এবং এখনও চালাচ্ছেন (অন্ততঃ দলটা), তাতে অদক্ষতা বড়ই প্রকট ছিল এবং আছে। স্টাইল বদলে ফিরে আসতে চাইলে এবং পারলে ওয়েলকাম। নচেৎ "বামপন্থী" বলে খামোখা ছাড় দিতে যাব কেন?
  • পাই | 138.231.237.7 | ২৩ মে ২০১২ ২০:৪৭545734
  • না না, প্র্যাকটিকালি উদারনীতি নিলেও ছাড় দিতে হবে। কিছু বলা যাবেনা ঃ)
    সব রাজ্য করছে, অতএব কী আর করা ইত্যাদি।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ২১:৫৫545735
  • সুমনের লেখাটা চালবাজি আর পার্সোনাল ক্ষারের কনভেক্স কম্বিনেশন। আর কিসু নাই। ভদ্রলোক কেন যে ডোমেনের বাইরে যান। গান নিয়ে থাকলেই পারেন ফালতু বদনাম গুলো কুড়োতে হয় না।
  • h | 127.194.247.82 | ২৩ মে ২০১২ ২২:৫১545736
  • বিটি ডাব্লিউ, কল্লোল দা চাইলে, এবং মাথা ঘামানোর টাইম পেলে অন্তত অনেক রাজনৈতিক পার্টির বা সাংস্কৃতিক সংগঠনের ইশতেহারের থেকেই ভালো লিখবেন। গায়ে পড়ে তর্ক করেছি বলে কেউ মনে করবেন না, চ্যালেঞ্জ ইত্যাদি দিয়েছি। এটা কুস্তি না, মেনলি নেই কাজ তো খই ভাজ।
  • অপু | 24.96.129.149 | ২৩ মে ২০১২ ২৩:০৪545737
  • কনভেক্স? ঃ-))
  • PM | 233.223.132.45 | ২৩ মে ২০১২ ২৩:৩২545738
  • ব্রতীনের 2.24 PM। এতোদিনে ব্রতীন ঘোষিত তিনো হলো। ঃ) এতোকাল বলতো যে ও শুধু বামবিরোধী ঃ) ।

    ব্রতীন, একটু হালকা হয়ে ফোন করবো। একসাথে রন্জনদার বাড়ি গিয়ে একদিন হামলা করবো
  • অপু | 24.96.129.149 | ২৩ মে ২০১২ ২৩:৩৭545739
  • প্রমান করার কী আছে? সব শালা জানে!! ঃ-))
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ২৩:৪৭545742
  • আহা, শালারা তো জানবেই। প্রশ্চেন হল, যারা শালা নয় তারা জানে কিনা।
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ২৩:৪৭545741
  • কি ভাট কি ভাট।

    খোদার রাজ্যে পলিটিকাল রেটোরিক ঠিক হলে (পড়তে হবে বামপন্থা হলে) সব কিছু আপনা আপনি ঠিক হবে। গাছে সোনা, পুকুরে পুকুরে পোনা আর পুলিশে ঘুষ খাবে না, ডেথ সার্টিফিকেট বের করতে অন্তত ১০০ টা দোকানের স্টাম্প লাগবে না (এটা হাতে গরম অভিজ্ঞতা)।

    তাহলে কি ধরে নেব গত ৩৪ বছরে পলিটিকাল রেটোরিকটাই ঠিক ছিল না, তাই গুঃগঃ মায়ের ভোগে?
  • Sibu | 226.239.45.4 | ২৩ মে ২০১২ ২৩:৪৯545743
  • নাকি কে জানে, খসড়া পোস্তাব ঠিক ছিল না, তাই গুঃগঃ এখন ভোগে।
  • অপু | 24.96.129.149 | ২৩ মে ২০১২ ২৩:৫০545744
  • শিবু দা, ঃ-))
  • aka | 178.26.215.13 | ২৩ মে ২০১২ ২৩:৫৬545745
  • বুঝি না এটা বুঝতেই বা কতটা কষ্টের যে

    পলিটিকাল রেটোরিক বাদ দিয়ে শুধু গুঃগঃ দিয়ে রাজ্য চালানো এবং গুঃগঃকে খিল্লি করে শুধু পলিটিকাল আইডিওলজি মারিয়ে রাজ্য চালানো ইকুয়ালি ভাটের কথা।
  • Sibu | 226.239.45.4 | ২৪ মে ২০১২ ০০:০৬545746
  • হানুর হয়ে একটু কতা কয়ে দি। ভুল কল্লে মাপ করে দিস বাবা হানু।

    গুঃগঃ অনেক সময়েই প্রসাদ বিতরণের (পড়ুন অ্যাডভাইসার ও কনসালট্যান্ট খাওয়ানোর), ও ডেমোক্র্যাসীকে বাইপাস করার অজুহাত। ইডিওলজি বাদ দিয়ে শুধু গুঃগঃ-র কথা বললে ঐ সন্দেহটাই হয়।

    আরো আছে। বড় বড় করে গুঃগঃ-র কথা বলে হাফ-বেকড একগাদা প্রস্তাব সামনে আনলে সেটা গুঃগঃ-র পক্ষে খুব কনডুসিভ হয় না।
  • aka | 178.26.215.13 | ২৪ মে ২০১২ ০০:১০545747
  • তেমনি পলিটিকাল রেটোরিক অনেক সময়েই পাওয়ারফুল লোকেদের ক্ষীর খাওয়ার অজুহাত, এবং একই রকম ভাবে ডেমোক্রেসিকে বাইপাস করার অজুহাত। উদাহরণ হিসেবে বামপন্থা সর্বত্র ছড়িয়ে দেবার নাম করে স্কুলে স্কুলে সিপিএম সদস্যদের প্রেসিডেন্ট ইত্যাদি করা।

    তাই বড় বড় করে পলিটিকাল রেটোরিকের কথাও একইরকম ভাবে ভীষণ সন্দেহজনক।
  • Sibu | 226.239.45.4 | ২৪ মে ২০১২ ০০:১৮545748
  • এটার উত্তর হানু দেবে (আমার চেয়ে বেটার লেখে তো, তাই)। ঃ)

    আর, ইয়ে, রেটরিক কথাটা ডিরোগেটরী।
  • Sibu | 226.239.45.4 | ২৪ মে ২০১২ ০০:২৭545750
  • এই তো। এবারে আর একটা গুঃগঃ-র খসড়া হয়ে যাক।
  • aka | 178.26.215.13 | ২৪ মে ২০১২ ০০:২৭545749
  • অ্যান্ড বাইদা ওয়ে গভর্নেন্সের জন্য গভর্নমেন্ট। গভর্নন্সে বাদ দিলে গভর্নমেন্টের দরকারটা কি? ফালতো লোক পোষা।
  • Sibu | 226.239.45.4 | ২৪ মে ২০১২ ০০:২৮545752
  • ঃ) ভুলে গেছিলাম।
  • Binary | 208.169.6.50 | ২৪ মে ২০১২ ০০:৪৬545753
  • আকাবাবুর পলিটিকাল রেটোরিক (কি জানি ছাই মাথায় মাখে কিনা) -এর উদাহরণ তা এট্টু চাপিয়ে দেওয়া হয়ে গেল। ঃ)
  • aka | 178.26.215.13 | ২৪ মে ২০১২ ০১:০৩545754
  • চাপিয়ে দেওয়া কেন?
  • Binary | 208.169.6.50 | ২৪ মে ২০১২ ০১:১৪545755
  • স্কুলে স্কুলে বামপন্থি প্রেসিডেন্ট-তা ঠি পলিটিকাল রেটোরিক-এর মধ্যে পরে কি ? হ্যাঁ, ইতিহাস বইতে রাশিয়ান বিপ্লবের ইতিহাস ঢোকালে বা সস্তায় মস্কো থেকে প্রকাশিত 'সোভিয়েত দেশ'-এর প্‌ষ্ঠপোশকতা কল্লে বলতে পার। আর স্কুলে স্কুলে এই প্রসিডেন্ট টা কিন্তু গনতান্ত্রিক কাঠামোতেই নির্বাচিত হত, সে তুমি, সেই ভোট নিকে খিল্লি কল্লেও, প্রমান কিছু দেখাতে পারবে না।
  • aka | 178.26.215.13 | ২৪ মে ২০১২ ০২:০০545756
  • বাইনারি-দা, আমার তাই মনে হয়।

    এই হল সিপিআইএমের পার্টি প্রোগ্রাম

    http://www.cpim.org/content/party-programme

    আমার মনে হয় এই সেকশনটা এই স্কুলে স্কুলে প্রেসিডেন্ট ঢোকানোটা রাজনৈতিক তত্ত্বভূক্ত করে।

    Building the People's Democratic Front
  • বাইনারি | 208.169.6.50 | ২৪ মে ২০১২ ০২:১৮545757
  • যদি হয়-ও, তাতে গনতন্ত্র বাইপাস করার প্রশ্ন আসছে কোদ্দিয়ে ? আর পাওয়ারফুল লোকেদের ক্ষীরের পশ্ন-ই বা আসছে কোদ্দিয়ে ? বামপ্ন্থা-র আদিকাল থেকে-ই তো প্রমানিত যে গ্রাসরুট লেবেলে সংগঠন, তাতে 'খারাপ রেটোরিক' দেখেলে কোথায় ? সেটাই আমার প্রশ্ন ছিলো ?
  • aka | 178.26.215.13 | ২৪ মে ২০১২ ০২:২৫545758
  • বাইনারিদা, গণতন্ত্র কথাটার কোন একটা মানে নেই বোধহয়। তবে বাজারচলতি যা মানে হল তাতে সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায় তাই হল।

    সিপিআইএমের পার্টি প্রোগ্রামও কিন্তু এই গণতন্ত্রকে অস্বীকার করে। মনে করে শর্ট টার্ম নেসেসারি এভিল। আলটিমেটলি বিপ্লব টিপ্লব হলে সব শেষে এসব ঘুচে গিয়ে আল্টিমেট কমিউনিস্ট স্টেট তৈরি হবে। সেটা করতে হলে প্রথমে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট তৈরি করতে গিয়ে যদি খানিক আঙুল বেঁকিয়ে স্কুলে স্কুলে প্রেসিডেন্ট ঢোকাতে হয় তাহলে ক্ষতির কিছু নেই, কারণ শেষে এই করেই সবার ভালো হবে, শর্টটার্মে খানিক অন্যায্য হলেও করার কিছু নেই। এইটা হল আমার ইন্টারপ্রিটেশন অনুযায়ী রাজনৈতিক তত্ত্ব যা কিনা এই আপাত দৃষ্টিতে অন্যায্য কাজকম্মোকে লেজিটিমাইজ করে।

    এবারে প্র্যাকটিসে কি দেখা গেছে না কিছু লোকাল ধান্দাবাজ (সবাই নয়) এই জাতীয় পদে এমনকি লোকাল সমবায় ব্যাঙ্কের মাথা হয়ে বসে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। স্কুলে স্কুলে জমিদারী চালিয়েছে। কাউকে ভর্তি করতে হলে প্রেসিদেন্টের অশীর্বাদ লাগত।
  • aka | 178.26.215.13 | ২৪ মে ২০১২ ০২:২৯545759
  • তা এই হল রাজনৈতিক তত্ত্ব যা কিনা পাওয়ারফুল লোকে ক্ষীর খাবার জন্য ব্যবহার করেছে।
  • বাইনারি | 208.169.6.50 | ২৪ মে ২০১২ ০২:৩৬545760
  • দ্যাখো, এখানে দুটো ভিন্ন পয়েন্ট। একটা পার্টি-র ভিতরের গঠন, আর আরেকটা বাইরের সংগঠন (স্কুল প্রেসিডেন্ট ইত্যাদি)। ভিতরের গঠনে গনতন্ত্রে-র প্রশ্ন ওঠেনা, কারণ সিপিআইএম ঘোষিত কম্যুনিস্ট পার্টি। আর বাইরে যে খানে স্কুলের প্রেসিডেন্ট ইত্যাদি ক্ষেত্রে সিপিএম পার্টি মেম্বার এসেছে, সেখানে নির্বাচিত হয়ে-ই এসেছে (এর জন্য সংগঠন, পার্টি ইন্ফ্লুএন্স ইত্যাদি দরকা, তাতে বিরোধিতা থাকলেও, বেআইনি, অন্যায্য ইত্যাদি বলা যায় কি ?)।

    এখন এই ধান্দাবাজ দের কথা। তা সে ধান্দাবাজ রা, ধান্দা বাজ-ই, তাতে সিপিএম-র বা সিপিএম-এর পার্টি-ইডিওলজির কোনো এক্স্ট্রা কন্ট্রিবিউশন নেই।
  • xi | 161.141.84.239 | ২৪ মে ২০১২ ০৩:২৮545761
  • ক্ষীরই যদি না পাওয়া গেল তাইলে কষ্ট করে লড়াই করে দৌড়ঝাঁপ করে পাওয়ারে যাওয়া ক্যানো?
    না হে, হিউম্যানের ক্যারেকটেরিস্টিক্স অস্বীকার কল্লে হরে দরে শেষে ধরা খেতেই হয়, সে যতই বড়ো বড়ো আইডিওলজি ই মুখস্থ করানো হোক।
    এগুলোকে ফ্যাক্টর হিসাবে ধরে হিসাব করলেই ভালো না? অপ্টিমাইজেশন কতটা কঠিন বা সহজ তাইলে সে ধারণা থাকে?
  • fevi | 227.162.209.11 | ২৪ মে ২০১২ ০৪:০৩545763
  • আকা, ঐ "আঙুল বেঁকিয়ে" ব্যপারটায় আপত্তি জানালাম। clarification টা বাইনারী দিয়ে দিয়েছে (অন্য প্রসঙ্গে, যদিও)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন