এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৬৯৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০২:৫০624062
  • ব্যক্তি পরিচয় নিয়ে শেষে এটুজি এই কথা লিখলল? যাই কোথায়। :)
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:০৩624063
  • ব্যক্তি-পরিচয় কোথায়, চিকিৎসক-পরিচয় অংশটা নিয়ে তো! এটা তো নেসেসারি কন্ডিশন এই আলোচনায়।
  • riddhi | 146.165.223.1 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:২৪624064
  • কিন্তু নিশি, কলেজটা কিন্তু একবারেই অপ্রাসঙ্গিক। যদি বলে "এইমস" থেকে পাশ করেছি, কি করব? তার থেকেওনার পেপার ফেপার নিয়ে এটাক করা বেটার না? আজকে একজন যদি বলে তিরুপতি ঠাকুরের মুখে আলোর নাচন আর মার্সে জলের তাপমাত্রা পজিটিভলি কোরিলেটেড, আপনি রেগে গিয়ে জিগেস করলেন, আপনি কোন কলেজ মশাই, লোকটা কুললি বলল, "ইসরো", আপনি কি করবেন বলুন তো?

    কিছু ক্ষেত্রে কোন ইয়ারে পাশ, জিগেস করাও বিপজ্জনক। এই কাকু/জেঠু /বাবাদের ডাক্তার বন্ধুদের কথাই ধরুন। লেট ষাট আর আর্লি সত্তরের মেগা-টুকলি জেনারেশন। একবার ভুল করে ইনোসেন্টলি জিগেস করেছিলাম, কোন ইয়ার, কারা ব্যাচমেট এইসব। বাবার কাছে সে কি বকুনি। জানিসি তো আমার থেকে একবছর ছোট, বিধান রায় বা মহেন্দ্রলাল সরকারের সাথে নিশ্চয়ী আড্ডা মারেনি। এরকম অস্বস্তিতে ফেললে ডাক্তার কাকু নাকি আর বাড়ি আসবেন না। ফ্রিতে ভিসিট পাচ্ছিস, এনজয় কর, বেশী পাকামো মারিস না।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৩১624065
  • একদম ঠিক রিদ্ধি।
    এইমস হোক বা বাঁকুড়া হোক কি হপকিন্স হোক-অসুবিধা কী? স্রেফ জানা যাচ্ছে যে উনি প্রথাগত ওয়েস্টার্ণ মেডিকেল সায়েন্স অনুসরণ করছেন, যাকে সাদা বাংলায় কয় অ্যালোপ্যাথি। কোনো স্পেশাল চৈনিক বা ট্রাডিশনাল চিকিৎসাবিদ্যা নয়।

    সেইটাই তো শুরু থেকে বলতে চাইছি যে এই ইনফোটার জন্য কেন লোকে ভাবছে কটাক্ষ করা হয়েছে? প্রসঙ্গত, ডাক্তারবাবু নিজে কিন্তু এই ব্যাপারে আপত্তি তোলেন নি। হয়তো উনি আপত্তিজনক মোটেই মনে করেন না। কারণ তিনি চিকিৎসাই তো করেন এদের দেওয়া সনদপত্রের জোরে। এতো ক্রেডেনশিয়াল দেখানোর মতন ব্যাপার!
  • riddhi | 146.165.223.41 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৩৬624067
  • শুরু থেকে আলোচনা ফলো করি নি। যদি তর্কাতর্কির আগে এরকম কিছু জিগেস করা হয়, তাহলে তো ঠিকই আছে।

    বাই দ্য ওয়ে, আমি লোভ সামলাতে না পেরে কমলেন্দু বাবুর প্রোফাইলে গেলাম। বায়োর প্রথমেই দেখলাম বাবার থেকে ঠিক একবছর ছোট! ভয়ে আর এগোলাম না
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৩৬624066
  • তাহলে এইটুকু বোঝা গেছে, যে কোন কলেজটা একেবারেই "অপ্রাসঙ্গিক"। অপ্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্য কোন কাজেই বা লাগল এখানে? আক্রমণ ছাড়া? ওনার যৌন জীবনের তথ্য, তা একলা থাকার তথ্যই বা কোন মহান অশ্বডিম্বটি প্রসব করেছে?

    যাঁরা এতে দোষের কিছু পাচ্ছেন না, তাঁদের নানা "অপ্রাসঙ্গিক" ব্যক্তিগত তথ্য দুম করে লিখে দিলে কেমন লাগবে, সেটাও জানতে ইচ্ছে করে।
  • riddhi | 146.165.223.20 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৩৮624069
  • আগেরটা নিশিকে। আর হ্যাঁ, চৈনিক বিদ্যার জন্য আলাদা কলেজ আছে কি?ঃ) এটা ওবভিয়াস না, যে এলোপ্যাথি পড়ানো কলেজ থেকেই পাশ।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৪০624070
  • আর পেপার? রিদ্ধি, কী আর বলবো, পেপারের ব্যাপারে! অত্যন্ত হার্ডকোর সায়েন্সেই শয়ে শয়ে বোগাস পেপার বের হয়, আর অ্যাপ্লায়েড সায়েন্সে বা বিহেভিয়ারাল সায়েন্সের কথা তো না বলাই ভালো। এসব স্রেফ কালের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায়ও নেই, কত বাছবেন? সত্যিগুলো টিঁকে যাবে, বোগাসগুলো উপে যাবে কালের নিয়মে, স্রেফ এইভাবে ছেড়ে দেওয়া ছাড়া কোনো কোনো ক্ষেত্রে আর কোনো পন্থাই নেই।
    এসব আর কী বলবো, আপনি নিজেই সব অনেক ভালো জানেন।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৪৪624071
  • না, কলেজ একেবারেই অপ্রাসঙ্গিক নয়, কোন কলেজ সেটা ইম্মেটেরিয়াল হতে পারে, যদি সব কলেজকেই সমান মর্যাদার ধরে নেওয়া হয়। কিন্তু প্রাসঙ্গিক প্রচন্ড। যিনি চিকিৎসক হিসাবে নিজের বক্তব্য রাখছেন সেক্ষেত্রে ওটা নেসেসারি কন্ডিশন।
    উনি অ্যালোপ্যাথিক ডিগ্রী নিয়ে প্রথাগত চিকিৎসা করেন সেটা অবশ্যই পাঠকের জানা দরকার যখন ব্যক্তিটি নিজেই শিশু-চিকিৎসক পরিচয় দিয়ে লেখা আরম্ভ করেছেন।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৪৬624072
  • ও মা আবার প্রাসঙ্গিক হয়ে গেল? এইমস হলে বেশি গুরুত্ব আর বাঁকড়ো হলে কম? :)
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৪৭624073
  • রিদ্ধি, চীনে আছে কিছু মেডিকেল কলেজ যেখানে ট্র্যাডিশনাল চাইনিজ চিকিৎসা শেখানো হয়। চাইনিজ রুম্মেটের কাছে শুনেছিলাম, সে নিজেই ওখান থেকে ডাক্তারি পাশ করেছিল, ওর কোর্সে প্রথাগত পশ্চিমা আর ট্র্যাডিশনাল দুটোই নাকি ছিল।
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৪৯624075
  • যুক্তিবিদ পন্ডিতদের উদ্দেশ্যে আরো একখান প্রশ্ন দি দাদা/দিদিরা এতই যদি আস্থা যুক্তিতে সফ্টোয়ার টেস্টিং লাগে কেন? সেতো যুক্তির ফাঁদে বাঁধা?

    আর
    ১) কমল বাবুর বক্তব্য/বাচনভঙ্গী আপত্তিকর
    ২) sch নিজের জবানীতেই ওনার ওষুধ ওনাকে দিয়েছেন অতএব ওনার বক্তব্য/বাচনভঙ্গী আপত্তিকর।

    ও নিয়ে অত হ্যানাত্যানা ন্যাকামো কেন?
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৪৯624074
  • এইটাই আপনার মুশকিল এইবারে বুঝছি। আপনি ভেবেছেন বাঁকুড়া মানে হেলাচ্ছেদ্দ আর হপকিন্স মানে বিরাট মর্যাদা।
    শুরু থেকেই সেইটার উল্টোদিকেই বলছি, সেটা একটু পড়ে দেখুন। ঃ-)
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৫০624076
  • আগের পোস্ট ঈশানকে।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৫৫624077
  • না আমি ভাবিনি। প্রশ্ন হল এটা ওটার চেয়ে গুরুত্বপূর্ণ যদি না হয় তাহলে ওটা লাগবে কেন? শিশুচিকিৎসক জানাই কি এনাফ নয়? কোন কলেজ জেনে অতিরিক্ত কী লাভ হল?
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৫৬624078
  • আরে রিদ্ধি, সেদিন ওনার প্রোফাইল থেকে যখন সেই নাইজিরিয়ান না কোথাকার যেন হেল্থ রিপোর্টে ব্রেস্ট ফিডিং এর রিপোর্ট আর সেই ওখানে এই ডাক্তারবাবুর কমেন্ট নিয়ে বলছিলেন আপনি এই থ্রেডেই কি? হয়তো অন্য কোনো থ্রেডেও হতে পারে। তো, সেই শুনে আমার আক্কেল গুড়ুম। খুব মজার ছিল। ঃ-)
    ওনার প্রোফাইলে কী করে যাওয়া যায় বলুন তো? যেকোনো লোক যেতে পারে কি? নাকি ফ্রেন্ডলিস্টে থাকতে হয়?
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৩:৫৯624080
  • আশ্চর্য ব্যাপার তো!!!!! ঈশান, আপনার কী হলো?
    পড়ছেন না জিনিসগুলো?
    বার বার বলা হচ্ছে যে কলেজ থেকে এইটাই জানা যাচ্ছে যে উনি অ্যালোপ্যাথি ডাক্তার! হোমিও বা কবিরাজী বা ইউনানী বা আকুপ্রেশার বা রেইকি বেসড ডাক্তার নন!
  • π | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:০১624082
  • সেটার জন্য অ্যালোপ্যাথ ডাক্তার বলাই যথেষ্ট !
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:০১624081
  • সেটা কলেজের নাম না বললে জানা যায়না? কেউ ফিসিসিস্ট, সেটা তাঁর ইনস্টিউটের নাম না জানলে বোঝা যাবেনা?
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:০৫624083
  • অ্যালোপ্যাথ ডাক্তার ক্লেইম করছেন যে তিনি ছবি দেখে মানুষের রোগ বলতে পারেন আর বলতে পারেন যে সেই রোগী গরুর দুধ খেয়েছে কিনা! বিতর্কিত ক্লেইম, কিন্তু ভালো কথা। ঠিক আছে। কিন্তু এতো প্রথাগত অ্যালোপ্যাথি পদ্ধতি না, তাই পাঠক ইনফোটি খুঁজে দেখেছেন যে তিনি কোথা থেকে পাশ! এতে আপত্তিকর কেন বলা হবে বুঝছি না।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:০৭624084
  • অ্যালোপ্যাথ ডাক্তার তো এমনিই বোঝা গেল। তারপর কোথা থেকে পাশ জেনে অতিরিক্ত কী লাভ হল? এটুজি যদি একটু আলোকপাত করেন।
  • π | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:০৮624085
  • কোথা থেকে পাশ হলে বোঝা যেত, এই পদ্ধতিতে তিনি প্রশিক্ষিত ? চীনদেশ থেকে ?
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১০624086
  • সেটা ডাক্তারবাবু বলতে পারবেন। মানে একটা বিতর্কিত দাবী করলে সেই দাবী প্রতিষ্ঠা তো তাঁরই কাজ।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১১624088
  • সে তো বটেই। নিঃসন্দেহে একমত।

    কিন্তু ইন্সটিটিউটটা সম্পর্কিত ইনফোটি এখানে কী ভূমিকা পালন করল, সেটা তো আপনার বলার কথা। কারণ ওটা খুবই দরকারি দাবীটি আপনার।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১১624087
  • পাঠক শুধুমাত্র চেক করেছেন তাঁর ডিগ্রীটি প্রথাগত। এইমাত্র।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১২624089
  • সঙ্গে পাঠক আরও চেক করেছেন, তাঁর যৌন জীবন কেমন, এবং তিনি একলা থাকেন কিনা। খুবই দরকারি ইনফো সন্দেহ নেই।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১৫624092
  • সেটা কর্ণাটকের নানাবিদ পয়সা দিয়ে পড়া কলেজ না হয়ে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ঢোকা পশ্চিমবঙ্গের সরকারী মেডিক্যাল কলেজ, সেই ভূমিকাটি হতে পারে। সচ ওনার ডিগ্রীটিকে গুরুত্বই দিতে চেয়েছিলেন হয়ত, এখন কারুর লেজ আর মুড়ো আলাদা করা যাচ্ছেনা.।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১৫624091
  • ডাক্তারের ডিগ্রীটি প্রথাগত একটি রেকগনাইজড কলেজ থেকে পাওয়া। এটা ক্রেডেনশিয়াল চেক। এর ভূমিকা তো যেকোনো ক্রেডেনশিয়াল চেক করার মতই।
    শুধু শুধু ত্যানা পেঁচিয়ে কী লাভ হচ্ছে ঈশানের?
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১৬624094
  • আর, বোল্ড ও আন্ডার্লাইনড, এটুজি শুধুমাত্র ডাক্তারি ডিগ্রীটি নিয়েই বলছে, যৌন বা অন্যজীবন নিয়ে একটি কথাও নয়।
    এটা খুব জোরে বলে রাখলাম। কারণ ত্যানা প্যাঁচানোতে এটুজি আগ্রহী নয়।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১৬624093
  • আমাকে কেউ ঈশানের ওই পোস্ট টার টইটার নাম বলতে পারবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন