এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৭০০৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১৭624095
  • ক্রেডেনশিয়াল চেক? পাঠককে কে দায়িত্ব দিয়েছে ক্রেডেনশিয়াল চেকের? অধিকারই বা কে দিল?

    আর কী পদ্ধতিতে চেক হল সেটাও যদি একটু জানানো হয়। ফেসবুকে একজনের নাম দেখে, আর গুরুর পাতায় সেই নামের সঙ্গে ম্যাচ করিয়ে ক্রেডেনশিয়াল চেক? দুটো নাম এবং সমস্ত ইনফো যে সঠিক, পাঠক প্লিজ গ্যারান্টি দিন। :)
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:১৮624096
  • কী পোস্ট ভাগী?
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২০624098
  • আরে, একজন ডাক্তারের কাছে দেখাতে গেলে রোগী কী করে? চেক করে নেয় না, সে ডাক্তার কিনা! কেউ যদি বলে রোগীর কী অধিকার এইসব চেক কারার? তাহলে তো লাইসেন্সই লাগতো না কারুর!

    অযথা ত্যানা প্যাঁচানো!!!!
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২০624097
  • ওই যেখানে বাঁকুড়া মেডিক্যাল কলেজের ছাত্র এই উল্লেখটা ছিল.।খুঁজে পাচ্ছিনা.। কোটেশন মার্কের মধ্যে ছিল, আরো কয়েকটা উদাহরণের সঙ্গে.।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২২624099
  • আমি তো করি ক্রেদেন্সিয়াল চেক। এখানেও খুঁজি দিশি ডাক্তার, যাতে তার ইনফো পরে জানতে পারি কোথায় কলেজে গেছিল ও সেই কলেজটা কিরকম।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২৩624102
  • ভাগীদার এই টইয়ের ২ নং পাতায় আছে, ৩১ অক্টো, ১১ঃ৩০ AM এর সচ এর পোস্ট।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২৪624103
  • আরে এটা না। এটা তো সচ এর পোস্ট। এটা আপত্তিকর লাগায় এর উত্তরে আপনি যে পোস্টটা করেছিলেন সেটা খুঁজছি।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২৫624104
  • আর বার করতে পারবনা। ডিউটি খতম। :)আমার যাবার সময়ও হল এবার। না খুঁজে পেলে পরে হবে খন।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২৬624105
  • সেই খাটনি পড়ল আমার কপালে। উইকেন্ড আসছে, ভালই!
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২৭624106
  • ভাগীদার, ৮ই নভেম্বর, ১১ঃ২১AM এর পোস্ট, এটুজেড এর।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:২৮624107
  • ভাগীদার,
    এ এম না, পি এম হবে।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:৩২624108
  • এতজ, দেখলাম দুটোই । কিন্তু আমার কেমন যেন একটা মনে হচ্ছে আরেকটা রেলেভ্যান্ট পোস্ট ছিল। ঈশানের লেখা। তবে আমার ভুলও হতে পারে। পরে খুঁজবো।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:৩৪624109
  • ভাগীদার,
    ৮ই নভেম্বর, ৪ঃ০৭ AM, ঈশান এর পোস্টে আপত্তি তোলা হয়েছে কলেজ নিয়ে কেউ বলেছিলেন বলে।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:৩৭624110
  • ও আমি তাহলে ভুল দেখেছিলাম।
  • Atoz | 161.141.84.239 | ০৯ নভেম্বর ২০১৩ ০৪:৫৫624111
  • একটা পাব্লিক ফোরামে একটা বিতর্কিত দাবী তুলেছেন একজন শিশু-চিকিৎসক, ব্যাপারটা সিরিয়াস, উনি দাবীটি প্রতিষ্ঠাও করতে চাইছেন। চেম্বার খুলে বসেন নি বটে, কিন্তু একটা বিচার বিশ্লেষণের জন্যই নিশ্চয় পাব্লিক ফোরামে এসেছেন, বক্তব্য দিয়েছেন। নইলে, কেনই বা ? যদি শুধু সমর্থনই চান, কোনো প্রশ্ন বা চেকিং নয়, তাহলে পাব্লিক ফোরামে তো আসার প্রয়োজন হয় না। নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রচার চালাতে পারেন।
    পাঠকের যদি কোনো অধিকারই নেই কিছু চেক করার, তাহলে পাঠককে খামোখা বক্তব্যগুলো পড়ানো কেন?
  • riddhi | 117.217.133.184 | ০৯ নভেম্বর ২০১৩ ০৫:১০624114
  • এটুজি, আমার দৌড় ফেবু। নাম দিয়ে সার্চ মারুন। প্রোফাইলে গেলেই নাইজেরিয়ার কমেন্টটা পাবেন। ঃ)
  • kalkekashi | 132.103.208.96 | ০৯ নভেম্বর ২০১৩ ০৫:১৫624115
  • ওনার বক্তব্যের সমালোচনা যতখুশি করুন ওনার নয়। এই সহজ কথাটা বোঝানো যাচ্ছেনা। ঈশানের ৮ই নভেম্বর ৪ঃ০৭ দেখুন সেখানে কলেজ ছাড়া অন্য কথাও আছে। আর স্চ এর কথা কেন আপত্তিকর তাতো আগেই লিখলাম। যারা যুক্তিনিষ্ঠ আলোচনা চাইছেন তাদেরো উচিত এই কামড়াকামড়ি বন্ধ করা।
  • Bhagidaar | 218.107.71.70 | ০৯ নভেম্বর ২০১৩ ০৬:১৬624116
  • এই যে! পেয়েছি। ভাটে ছিল। টাইম স্ট্যাম্প সুধ্ধু তুললাম:

    name: ঈশান mail: country:

    IP Address : 214.54.36.245 (*) Date:06 Nov 2013 -- 01:35 AM

    নানা। কমলেন্দুবাবুর থ্রেট করার কোনো জাস্টিফিকেশন এগুলো হতে পারেনা। একমত।

    তবে ক্যাল দেব, বা আপনি তো বাঁকড়ো কলেজের পাশ, বা দালাল, এগুলো আলাদা করেই আটকানো দরকার। আমি টইটা ফলো করিনি। যাঁরা করেছেন, কেন আপত্তি করেননি, নিজেরাই ভেবে দেখুন।

    -------------------------------------------------------------------------------------------------------------------------------------
    সচ লিখেছিলেন " উনি কিন্তু বাঁকুড়া সম্মিলনী কলেজের প্রথাগত MBBS ডিগ্রীধারী" বা এই ধরনের কিছু । কোনো অসম্মানজনক কথা এর মধ্যে আমি তো অন্তত খুঁজে পাইনি।

    সেটায় আপত্তি জানানোর সময় সেটা হয়ে গেল "আপনি তো বাঁকড়ো কলেজের পাশ"। হিঊঊঊউজ লীপ!
    নিউট্রাল একটি কমেন্ট প্রথম ডেরগেটরি হলো এই পোস্টে। এর আগে এই পোস্টটিতে শুধু একপিস ইনফরমেশন ছাড়া আর কিছু ছিলনা। ইন ফ্যাক্ট, এই পোস্ট টা পড়েই আমি খুঁজতে যাই এ টই ও টই কোথায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ নিয়ে কটাক্ষ করা হয়েছে। বলা বাহুল্য, পাইনি, কিন্তু এই পোস্টার বক্তব্যটা মনে ছিল, তাই আজ খোঁজাখুঁজি করছিলাম।

    এই অন্যের মুখে কথা বসানোর প্রতিবাদে প্রথমে এলো প্রাইভেসির দোহাই (যদিও ডাক্তারবাবু ওপেন ফোরামে ঘনাদার ফোন নং পোস্ট করায় আজকের আগে আমি ছাড়া আর কেউ আপত্তি করেছে বলে তো দেখলামনা), তারপর এলো "প্রয়োজন ছিলনা" এই অজুহাত, তারপর ইনফরমেশনটির সত্যাসত্য বিচার। গোলপোস্ট সরতে সরতে এবার ওয়াটার পোলো হয়ে দাঁড়িয়েছে। আমার পক্ষে অন্তত এর সঙ্গে তাল রাখা সম্ভব নয়।
  • π | ০৯ নভেম্বর ২০১৩ ০৬:৩১624117
  • একটু অন্য কথা। শ্চ র অন্য একটা পোস্ট প্রসঙ্গে। তখন বলা হয়নি। আপনি আমার নাম করেছেন, সেটা আমার কাছে একটু অস্বস্তিকরই । কারণ, এখানে আরো অনেকেই গবেষক/গবেষিকা। আর না হলেই বা কী !
  • Atoz | 161.141.84.132 | ০৯ নভেম্বর ২০১৩ ০৭:৩২624118
  • হ্যাঁ ভাগীদার, একদম। স্রেফ ঘুরিয়ে পেঁচিয়ে জট তৈরী।
  • aka | 79.73.9.7 | ০৯ নভেম্বর ২০১৩ ০৭:৫৪624119
  • এর আগে না জানলেও উপরের কয়েকটি পোস্ট থেকে কমলেন্দু বাবুর জীবন ও জীবিকা নিয়ে বেশ ভালো ধারণা হল।
  • riddhi | 117.217.133.184 | ০৯ নভেম্বর ২০১৩ ০৮:১৫624120
  • শ্চর সময় খারাপ। ঠুকতে গিয়ে এল বি ডাব্লু হচ্ছে। শ্চ হাতে খুলে খেলুন, আপনার ন্যাচারাল স্টাইল।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০৮:৫৫624121
  • ভাগী গোলপোস্ট সরাচ্ছেন। আমি একটিবারও বলিনি, কলেজ নিয়ে ডেরোগেটারি কমেন্ট করা হয়েছে। শুরু থেকেই ব্যক্তিগত তথ্য নিয়ে বলে যাচ্ছি। একটি পোস্টও দেখান, যেখানে কলেজ নিয়ে অন্য কিছু বলেছি। একটি পোস্ট। নচেৎ অহেতুক আক্রমণ বলেই ধরে নিতে হবে। আর বাঁকুড়াকে, আমরা আঞ্চলিক চলতি ভাষায় বাঁকড়ো বলে থাকি, যেমন আগে কলিকাতা না বলে কলকাতা বলতাম (এখন অবশ্য ওটাই অফিশিয়াল নাম)। সেটা অবশ্য নাও জানতে পরেন (এই যেমন আমি ত্যানা প্যাঁচানো মানে জানিনা, আশা করি ওটা কোনো গালাগাল নয়), সে আপনার দোষ না হয়ে আমার কপালেরও হতে পারে। :)

    অর যা জানতে আগ্রহীঃ
    ১। ক্রেডেনশিয়াল চেক হিসেবে কী পদ্ধতি অবলম্বন করা হয়েছে ও তার গ্যারান্টি কী। (এটা আগেই জনতে চেয়েছিলাম, ক্রেডেনশিয়ালের ধ্বজাধারীরা উত্তর দেননি)।
    ২। এবার থেকে বিজ্ঞানী বা অর্থনীতিবিদ পরিচয়ে কেউ লিখলে, কোন কলেজ থেকে পাশ, কত পার্সেন্ট নম্বর, এগুলো তুলে আনায় আপনাদের সমর্থন রইল তো? জানাবেন।

    আর জনসাধারণের জ্ঞাতার্থে জানাই, আমি কমলেন্দুবাবু সম্পর্কে যে কথাগুলি লেখা হয়েছে বলে জানিয়েছি, সবকটাই এই টইয়ে বা আগেরটিতে জ্বলজ্বল করছে।
  • aka | 79.73.9.7 | ০৯ নভেম্বর ২০১৩ ০৯:২০624122
  • এই মূহুর্তে আমি যাহা রচিব ইহার সাথে তুলনীয় বাংলা সাহিত্যে একটিই লাইন আছে।

    কমলেন্দু বাবুর ব্যক্তিগত তত্থ্য বারংবার তুলে এনে প্রমাণ করিলাম কমলেন্দুবাবুর ব্যক্তিগত তথ্য প্রথমবার তুলে আনা ভুল ছিল।

    ক্যুইজের প্রশ্নঃ এর সাথে তুলনীয় লাইনটি কি? ৫টি নকুলদানা।
  • siki | 132.177.180.211 | ০৯ নভেম্বর ২০১৩ ০৯:২৫624123
  • মরিয়া প্রমাণ করিলেন, তিনি মরেন নাই।

    কাদম্বিনী? নাকি কাদম্বরী? ভুলে গেছি।
  • sch | 126.202.216.218 | ০৯ নভেম্বর ২০১৩ ০৯:৪৬624125
  • ঈশান, আপনার বক্তব্যের প্রেক্ষিতে বলি

    "IP Address : 214.54.36.245 (*) Date:09 Nov 2013 -- 02:04 AM

    একটা লোকের ব্যক্তিগত ইনফর্মেশন, তিনি আইআইটিতে পড়েছেন, না হিঙ্গলগঞ্জে চাকরি করেন, তিনি গে নাকি ক্রনিক আমাশা-রোগী -- এটা দুম করে লিখে দেওয়াটা আপত্তিকর মনে হয়েছে। বিষয়টা কি এতই অবোধ্য? আপনারা নিজেরা তো ব্যক্তিগত গোপনীয়তা রাখতে আগ্রহী, নাকি নয়?"

    আমি একটা লিঙ্কও দিয়েছিলাম, linkedin থেকে, http://www.linkedin.com/pub/dr-kamalendu-chakrabarti/63/961/61b

    সেই লিঙ্কে লেখা আছে

    Education Changrabandha High School, BB College, BS Medical College, University College of Medicine

    আর তার নিচে আছে "treating illness of babies, parenting, education to children, and as breastfeeding advocate and training as National Trainer on breastfeeding and infant feeding"

    এর থেকে মনে হয় দুটো জিনিস প্রুভড

    ১) যে কমলেন্দুবাবুর কথা লিঙ্কডিনে আছে তিনিই ইনি (কারণ উনি নিজেই লিখেছেন "একজন শিশু-চিকিৎসক হিসাবে আমি ঐন্দ্রিলার মৃত্যুর কারণটা বোঝার চেষ্টা করেছি",), \

    ২) ওনার শিক্ষা/পেশাগত বিষয় সম্পুর্ণ পাব্লিক। এর জন্যে আমায় ওনার বন্ধু বা কিছু হতে হয় নি। its a non classified information

    যে ইনফরমেশান লিঙ্কডিনের মতো পাব্লিক ডোমেনে থাকে সেটা কি করে ব্যক্তিগত হয়। আর আমি আবারও বলছি ওই কথাটা কিন্তু আমি জাস্ট যেভাবে লোকে IIM /IIT র পাশ করা ইঞ্জিনিয়ার বলি সেই ভাবেই বলেছি - ওটা প্রাসঙ্গিক্ বা অপ্রাসঙ্গিক কিছুই নয়

    আর
    "২) sch নিজের জবানীতেই ওনার ওষুধ ওনাকে দিয়েছেন অতএব ওনার বক্তব্য/বাচনভঙ্গী আপত্তিকর।" - এই বিষয়ে বলি

    এই MBBS ডিগ্রীর উল্লেখ কিন্তু ওনাকে ওনার ওষুধ দিতে নয়, সে সেন্টেন্স আলাদা। কমলেন্দু বাবুর শিক্ষা/পেশাগত যোগ্যতা/গবেষণা ইত্যাদি নিয়ে আমার কোনো বক্তব্য নেই - কথাগুলো আগেও অনেক বার বলেছি - আবারও বলছি - একটু কষ্ট করে পড়ে নেবেন আগের পোস্টগুলো

    আর ঈশান, একজন তো হাইলাইট করে করে জানিয়েছেন যে আমি কমলেন্দু বাবুকে প্রথম ব্যক্তি আক্রমণ করেছি, এবং আমিই যে প্রথম সেটা অস্বীকার করার চেষ্টা করছি কাজেই আমি মিথ্যবাদী। তাহলে এই পোস্টটা একটু দেখুন, আমি কমলেন্দুবাবুর উদ্দেশে কিছু বলার আগেই ( বিষয় : ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রস্ন। )

    -------------------------------------------------------------------------------------------------
    Name: শিশুর পিতা

    IP Address : 127.194.207.59 (*) Date:19 Oct 2013 -- 12:58 PM

    কমলেন্দু চক্রবর্তী কে আপনারা চেনেন না? বারাসতের এক শিশুচিকিৎসক। বর্তমান ডাক্তারকুলের কাছে এক জীবন্ত থ্রেট। একেবারে ব্যক্তিগত ইন্টার‌্যাকশনের সুযোগ হয়েছে দুবার। ফেসবুকে পাবেন। ছেলের নাম প্রচন্ড আনকমন, কপর্দীন্দু চক্রবর্তী, সেটা দিয়ে খুঁজে পাওয়া সহজ। বিভিন্ন লেখা বইয়ের মধ্যে "শিশুর পরিচর্যা, কী করবেন, কেন করবেন" অন্যতম ও বিতর্কিততম। বাকি অন্তত তিনজন ডাক্তার, বিভিন্ন এলাকার, তাকে পরিপূর্ণ পাগল বলে উল্লেখ করেছেন। তবে কথা বললে বেশ কিছু যৌক্তিক দাবি পাওয়া যায়। আমার বাচ্চাকে বোতল ছাড়ানো আর নেস্ট্রাম ইত্যা বেবিফুড না খাওয়ানোর ইনসিস্টিং পরামর্শের জন্য আমি কৃতজ্ঞ। (অধিকাংশই অপ্রয়োজনীয় তথ্য, তবে এঁকে এখানে দেখে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম) পেরেন্টিং ই ওঁর সাবজেক্ট, মূলতঃ।

    (http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1381671673667&contentPageNum=1#.Un2xA3Cw0mE)
    ----------------------------------------------------------------------------------------------------------------------

    কমলেন্দুবাবুর ছেলের নাম কি, তাকে কে কি মনে করে, তিনি কোথায় থাকেন, তার সাথে কার বাচ্চার চিকিৎসায় কি ইন্টারএক্সান এগুলো কিন্তু আমি পাব্লিক ডোমেনে পাই নি। এইগুলো নিয়ে কিন্তু সমস্যা হলো না, সমস্যা হলো কেন কলেজের নাম উল্লেখ করলাম তাই নিয়ে।
  • b | 135.20.82.164 | ০৯ নভেম্বর ২০১৩ ১০:০২624126
  • এই পার্টটা তখন আমার ডিরগেটরি মনে হয় নাই, অপিচ যৌন জীবন, প্যারেন্টিং এটসেটরা বেশ খারাপ লেগেছে।ঈশানের বোধ হয় মনে হচ্ছে যে বাঁকুড়া বলতে চেয়ে স্চ অসম্মান করেছেন কমলেন্দুকে।

    the writer is dead
  • lcm | 118.91.116.131 | ০৯ নভেম্বর ২০১৩ ১০:১৩624127
  • আসল ব্যাপারটা হইল দুধ সংক্রান্ত।

    দ্যাখো, সেই কবে থেকে আমরা জানিয়া আসিয়াছি যে দুধ হইল গিয়া এক্কেবারে যাকে বলে - নাম্বার ওয়ান পুষ্টিকর খাদ্য। ছোটোবেলায় শেখানো হইত - দুধ হইল সুষম খাদ্য। তার ঠিক পরে পরেই আছে ডিম। সন্তানকে দুধ-ডিম খাওয়ানোর ইচ্ছা বাবা-মায়েদের কি আর আজ থেকে! ... মহাকবি পর্যন্ত লিখ্যা গেছেন - আমস্বত্ত দুধেতে ফেলি... --- দুধ তো ঠিক খাবার নয় - দুধ হইল গিয়া সুস্বাস্থ্যের প্রতীক।

    এ হেন দুধ কে কিনা বাজে, অপকারী কইসেন কমলেন্দুবাবু ---- স্টেটমেন্টটি ঠিক না ভুল সেইডা তো একটা ব্যাপার। কিন্তু কথাটি যে কনভেনশন্যাল উইজডমের এক্কেবারে উল্টো মেরুতে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহার উপরে আবার উনি আবার ডাক্তার।

    সুতরাং, বিরূপ প্রতিক্রিয়ায় এত আশ্চর্য হইবার তো কথা নয়।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ১১:০৮624128
  • সমস্যা হলনা মানে? উনি যে একা থাকেন, এই তথ্য দেওয়াতেও আপত্তি করেছি। সেটা আপনি দেননি। বাকি কিছু জিনিসেও আছে। সবকটা আলাদা করে আর লিখিনি।

    আর জাস্ট ফর ইনফরমেশন। একটা লিংকড ইন প্রোফাইল কিন্তু ক্রেডেনশিয়াল যাচাইয়ের কোনো পদ্ধতি নয়। সেই লোকই এই লোক, তথ্যগুলি সঠিক, তার কোনো মানে নেই। অবশ্য ক্রেডেনশিয়াল চেক করার দাবী আপনি তোলেননি। কাজেই এ নিয়ে আপনাকে প্রশ্ন করার কোনো মানে নেই।

    এবং আরও একবার। ডেরোগেটারি কমেন্ট নিয়ে আপাততঃ কিছু বলিনি (যদিও না বলার কিছু নেই)। কিন্তু সে কমলেন্দুবাবুও করেছেন। দুটোই থামানো উচিত। এক্ষেত্রে আমি শুধু ব্যক্তিগত তথ্যাবলী তোলার সময় সতর্ক হতে বলেছি। আর কিছু না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন