এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৭০০৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১০ নভেম্বর ২০১৩ ২১:৪৩624195
  • হ্যাঁ, আমিও এক্সপেরিমেন্ট নিয়ে জানতে আগ্রহী।
  • kumu | 133.63.112.100 | ১০ নভেম্বর ২০১৩ ২১:৪৬624196
  • আমিও।
  • riddhi | ১০ নভেম্বর ২০১৩ ২২:১৯624197
  • aim: make people smile
    result: 100% success
    methods and materials:
    acknowledgement: age
    potential conflict of interest: science
  • sosen | 125.241.10.181 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:১০624199
  • ঋদ্ধি -:)))))
  • Bhagidaar | 218.107.71.70 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:১০624198
  • এটা গোলা হইসে!
  • Atoz | 161.141.84.239 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:২১624200
  • ওহ হ হ রিদ্ধি। ঃ-)))))
  • /\ | 127.194.214.73 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:২২624202
  • Date:10 Nov 2013 -- 01:10 AM কোনো স্যাটায়ার ছিল না। সার্কাজম ও নয়। গুরুর জেনারেল রীডারবেস ও অ্যাকটিভ পার্টিসিপেন্টসদের মোটামুটি সবারই প্রোফাইল বেশ হাই ও পড়াশোনা যথেষ্ট। কিকিদি ভাটে বাজে সেন্টি নিল। "পড়াশোনা করিনি"- এই দাবিটা কিকিদি কোনোদিন এমনকি ডিগ্রি / মার্কশীট দিয়ে সাপোর্ট করতে এলেও (আমি যে বিষয়ে কিচ্ছু জানি না) কিকিদির পড়ে ফেলা গল্পের বই লিস্টি করতে বলেই জিতে যাব।

    অ্যাপ্রোচটা ডাক্তারবাবুর ভুল ছিল। এটা আমার সত্যিই মনে হয়। পারিভাষিক, বিষয়ভিত্তিক, তথ্য ও রেফারেন্স সহ আলোচনা করার বদলে "শোনো, সাদা ভাষায় সোজা করে আমি যা জানি বুঝি সেটা বুঝিয়ে বলছি" - অ্যাপ্রোচটা ঠিক হয় নি। ওটা প্রত্যন্ত গ্রামে গঞ্জে বা ফেসবুকে করে করে হয়তো অভ্যেস হয়েছে। উনি এখানের আলোচনাটা কোনো ইন্টারন্যাশানাল মেডিকেল কনফারেন্সের লেভেলে ভাবতে পারেন নি। অথচ না ভাবার কোনো কারণ ছিল না। এটা হয়েছে গুরুর ইউজারবেস সম্পর্কে না জানায় বা হয়তো ফেবু গুরু ইউজারবেস থেকে ধারণা সংগ্রহ করায়।

    তবে এটা পুরোটাই পেরেন্টিং বা দুধ সংক্রান্ত আলোচনার পার্সপেক্টিভ থেকে। ঐন্দ্রিলার মৃত্যু সম্পর্কে কথা বলাটা একটা সোস্যাল লাইভ ডিবেটে পার্টিসিপেট করা। সেখানে বক্তব্যের যুক্তিপরম্পরায় পেশা বা বয়সজনিত কোনো অ্যাডভান্টেজ বা আপারহ্যান্ড আশা করা ভুল হবে, যে কোনো ফোরামে।

    সুলগ্না বা ডাক্তারবাবু হয়তো কিছু হার্শ কমেন্ট মনে রেখেছেন, কিন্তু দূঃখস্বীকারটা দেখতে পান নি। এটা এই সাইটের সমস্যা, সব থ্রেডে ঘোরাটা খুব সহজ নয়।

    Name: sch Date:02 Nov 2013 -- 05:54 PM

    "হ্যাঁ দালাল ধরে এনে লেখাচ্ছে কথাটা আমার বলা অন্যায় হয়ে গেছে"

    -ভুলবোঝাবুঝির পর, এ ধরনের নিঃসর্ত দূঃখস্বীকারও কিন্তু এই সাইটের ইউজারেরা করতে জানেন, করেছেন।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1382923370628#.Un_Es3BBStc
  • lcm | 118.91.116.131 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:২৩624203
  • দুধ-এ কিছু সমস্যা আছে সে কথা তো অনেক বিশেষজ্ঞ আগে বলেছেন।
    একটু গুগল করতেই বই/আর্টিক্‌ল/পেপার ইত্যাদি দেখা যাচ্ছে।

    এই যেমন, জন হপকিন্স-এর একজন এমডি, পেডিয়াট্রিসিয়ান - ফ্র্যাংক ওস্‌কি - (এই থ্রেডে বোধহয় অলরেডি লোকজন রেফারেন্স দিয়েছে), বই লিখেছিলেন -

    ১৯৭৭ সালে এই বইটি প্রথম বেরোয় - ৫০ বছর হতে চলল - তাও পৃথিবীর লোকজন দুধ খেয়েই চলেছে - দুধ খেয়ে মনুষ্যজাতি তেমন সাংঘাতিক সংকটে এখনও পড়ে নি।

    যা বুঝলাম দুধের সমস্যা নিয়ে এদিক ওদিক অনেক ম্যাটেরিয়াল আছে।

    কিন্তু, মুখ দেখে কী করে বোঝা যায় যে কেউ ছোটোবেলায় গরুর দুধ খেয়েছে কি না - সেটা নিয়ে জানতে আমি আগ্রহী - খুব টেকনিক্যাল ডিটেইল হলে তো বুঝব না - তবু...
  • sosen | 125.241.10.181 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:৩৩624204
  • আমি কিন্তু ডাক্তার বাবুর কাছ থেকেই একটা দু:খ স্বীকারের অপেক্ষায় আছি। আমার বয়স, কাজের খতিয়ান চাওয়ার জন্য , সামলে সুমলে কথা বলার হুমকির জন্য। আশা করি পেয়ে যাব।
  • 4z | 194.148.150.66 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:৪৫624205
  • এখানে ডাক্তারবাবু নিজে বা অন্য যে কেউ এসে ওনার ক্রেডিবিলিটি, ওনার অভিজ্ঞতা নিয়ে কথা বলুক বা ওনার কাজের খতিয়ান দিক, কিন্তু যিনি বলতে পারেন "মাঝে মাঝে খবর পাই র্যা গিং-এর ফলে আত্মহত্যা করছে কেউ কেউ। তাদের জন্য আমার কোনও সহানুভূতি নেই। এরা দুর্বল মানাসিকতার লোক। এরা সারভাইব করবার মতো ফিট নয়।" - তাঁর সম্পর্কে আমি বিন্দুমাত্র শ্রদ্ধা দেখাতে পারলাম না।

    আর উনি নিজে জানেন এখানে কাকে কী বলছেন? আর এত ইগো কিসের? একটা সুস্থ আলোচনা চালাতে সবসময় মনে রাখবে আমি কি হনু - এই অ্যাটিচুডের কি দরকার? আমি সব জানি, আপনারা কিস্যু জানেন না সুতরাং চুপচাপ মুখ বন্ধ করে যা বলব শুনে যান/মেনে নিন এই মানসিকতা সরিয়ে রেখে যদি প্রথম থেকে আলোচনা চলত মনে হয় আজ এই পরিস্থিতি সহজেই এড়ানো যেত।
  • Atoz | 161.141.84.239 | ১০ নভেম্বর ২০১৩ ২৩:৫৩624206
  • এ হে হে এহে হে।

    শেষে কিনা উনি কইলেন,
    "i hereby worn each and every member of this site not to mention my name good or bad । if that happens you may have to face a big problem remember a father has also a father ।"
    ??????

    কিন্তু এই থ্রেট কাকে? মেম্বার বলে তো আলাদা করে কেউ নেই? এতো ওপেন ফোরাম, মডারেটেড পর্যন্ত না! যে কেউ লিখতে পারেন।

    বরং উল্টো হতে পারে, থ্রেট দেবার জন্য উনি নিজেই কেস খেয়ে যেতে পারেন।
  • potke | 233.239.148.135 | ১১ নভেম্বর ২০১৩ ০০:০৮624207
  • " hard but loose talks"-- হুঁ হুঁ বাওয়া ঃ)
  • Atoz | 161.141.84.239 | ১১ নভেম্বর ২০১৩ ০০:১১624208
  • এই হার্ড বাট লুজ শুনে ঘেমে উঠেছিলাম প্রায়, "কী বলছে রে! " ভেবে। ঃ-)
  • lcm | 118.91.116.131 | ১১ নভেম্বর ২০১৩ ০০:১৬624209
  • ওহো, খেয়াল করি নি - worn লিখেছেন তো ... warning ভাবার কোনো কারণই তো নেই... একটু worn out করে গেছেন হয়ত ...
  • lcm | 118.91.116.131 | ১১ নভেম্বর ২০১৩ ০০:১৬624210
  • রোবু ধরেছে যে কোনো ওয়ার্নিং নেই
  • Bhagidaar | 218.107.71.70 | ১১ নভেম্বর ২০১৩ ০০:১৭624211
  • Age may not be a tabu in this generation, but do know your culture. এই কথাটার মানে কি?
  • Atoz | 161.141.84.239 | ১১ নভেম্বর ২০১৩ ০০:২০624213
  • এলসিএম,
    ইচ অ্যান্ড এভরি মেম্বারকে(মেম্বার কারা? ) worn out করে গ্যাছেন? ঃ-)
  • lcm | 118.91.116.131 | ১১ নভেম্বর ২০১৩ ০০:২৪624214
  • বয়েস তো আর এই প্রজন্মের টাবু নয় (যে বলিউডের নায়িকার মতন চিরযৌবন ধরে বসে থাকবে), কিন্তু তা বলে তোমার কালচার (ব্লাড কালচার, রক্তের রিপোর্ট) জেনে রেখো
  • aka | 78.119.50.88 | ১১ নভেম্বর ২০১৩ ০০:৪৫624215
  • একটা রিকোয়েস্ট করি, খিল্লি গুলো আপনারা আমার জন্য জমিয়ে রাখুন। আমিও ছড়াবো, তখন করবেন। জয় হিন্দ।
  • Atoz | 161.141.84.239 | ১১ নভেম্বর ২০১৩ ০০:৪৭624216
  • জয় হিন্দ? বলেন কী!!!!!
    ঃ-)
  • lcm | 118.91.116.131 | ১১ নভেম্বর ২০১৩ ০০:৫২624217
  • খিল্লি ইজ ট্রিগার্ড বাই থ্রেট, নট বাই ডিসেমিনেশন
  • riddhi | ১১ নভেম্বর ২০১৩ ০০:৫৭624218
  • আচ্ছা গৃহবধু তো একটা অবস্থান। ইউনিসেক্স। এটা নিয়ে ক্ষোভ থাকা উচিত না। এই মুহুর্তে সাইটের সবচেয়ে এলিজিবল উচ্চশিক্ষিতা গৃহবধু হল আকাদা। ওয়াফ্রহো আর ল্যাংচার রেলা দেখে বলছি। আমি নিজেই এক বছর এই স্ট্যাটাসে ছিলাম। জ্যোতিবাবু তো অনেক্দিন। ডান হাতে খিচুড়ী রাঁধত আর বাঁ হাত দিয়ে স্টেট এন্ড রেভোলিউশান পড়ত সারাদিন ধরে। ব্যাকগ্রাউন্ডে চন্দনের কান্না।

    মুস্কিলটা হয়েছে উঃগৃঃ বলতে একটা টিপিকাল ইমেজ ভেসে আসে। সেই আঠারসো কত সালে ব্রামহো-মার্কা শাড়ি পড়ে চেয়ারে গ্যাট হয়ে বসে আচেন অমুকবালা দাসী। "ঠাকুরবাড়ির মেয়েরা' বলে একটা বই পড়ছি- কি বোরিং কি বোরিং ! পিসীশাশুড়ি দিয়েছে ফেলতেও পারছি না, যদিপড়া ধরে। আরো ঐ টাইপের কিছু বই সাথে। তো এই বইগুলোর গল্পটা হল- এক গুচ্ছ ঘ্যাম মেয়ে, তাদের কাউকে লর্ড বেন্তিন্ক নিজে হাতে পিয়ানো শিখিয়েছে, তো কেউ বন্কিমের সাথে দাবা খেলত, আবার কাউকে ছোটলাটের বউ বলেছে, তুমি তো বস ইংরেজীতে আমার থেকেও ঘ্যাম। এগুলো সবি রিমার্কেবল এচিভমেন্ট নো ডাউট, কিন্তু পাতার পর পাতা ধরে সেই এক হ্যাজ।
    এখন এদেরকে রোল মডেল বানালে (যেটা আমরা প্রায়্শই করি) তো পুং স্ত্রী, উভলিঙ্গ, সবার হতাশা আসতে বাধ্য। ব্যক্তিগতভাবে আই উইল গো ফর আকাদা ওর ইভেন জ্যোতি বোস এনি ডে।
  • riddhi | ১১ নভেম্বর ২০১৩ ০১:০১624219
  • পেছন থেকে এক দাদা খুচিয়ে বলল "ওরে মুর্খ, ব্রামহো মার্কা শাড়ী হয় না, ব্লাউস হয়"। কি জানি বাবা!
  • Atoz | 161.141.84.239 | ১১ নভেম্বর ২০১৩ ০১:০৩624220
  • ওটা হয়তো "ব্রাহ্ম স্টাইলে শাড়ী পরা" হবে। সেইটাই তো জ্ঞানদানন্দিনী না কে যেন চালু করেন!
    তার আগে তো নাকি বাঙালি মহিলারা সাধারণভাবে শাড়ী পরতেন, কুঁচি ছাড়া।
  • aka | 78.119.50.88 | ১১ নভেম্বর ২০১৩ ০১:০৬624221
  • আমি কি শক্তিগড়ের ল্যাংচার বদলে ব্রাহ্ম বেলাউজ পড়ে ছবি দেব?
  • lcm | 118.91.116.131 | ১১ নভেম্বর ২০১৩ ০১:১২624222
  • ফুলহাতা
  • lcm | 118.91.116.131 | ১১ নভেম্বর ২০১৩ ০১:১৩624225
  • আকার ল্যাংচার ছবি দেখে কড়া করে ভাজা ভেজিটেব্‌ল চপ ভেবেছি
  • riddhi | ১১ নভেম্বর ২০১৩ ০১:২৩624226
  • দাও দাও, প্লিজ।

    আকাদার বক্তব্যের সাথে ৯৯.৯৯ পার্সেন্ট সহমত, কিন্তু আকাদা এই নো-খিল্লি স্টান্সটা worning এর পরেই নিল। জনতা কিন্তু সব দেখছে।
  • | ১১ নভেম্বর ২০১৩ ০৮:২৬624227
  • আরে ব্রামহো কী? ওটা ব্রাহ্ম তো। এমনিভাবে লেখে braahm :-))
  • সিকি | ১১ নভেম্বর ২০১৩ ০৯:৫৬624228
  • টেস্টিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন