এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৭০০৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৩ ১১:৪১624295
  • এম বি, আবার প্রশ্ন করছি, "অর্ধেক বোঝা" কে বলেছেন আপনাকে? নাম দিন, আর পোস্ট দেখান।
  • sosen | 24.139.199.11 | ১৪ নভেম্বর ২০১৩ ১১:৪৭624296
  • সিকি, এই সাইট কতটা কপি পেস্টের লোড নিতে পারে, জানাবে?
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৩ ১১:৪৯624297
  • বেশি টেক্সট হলে পেজ লোড হতে একটু সময় নেবে। এ ছাড়া কোনও চাপ নেই।
  • referee | 69.160.210.2 | ১৪ নভেম্বর ২০১৩ ১২:০৮624298
  • - সসেন mutation এর কথা লিখছেন। সেটা কিন্তু ঠিক নয়। mutation ভারতে সেইভাবে থাকলে আশি ভাগের বেশি লোক দুধ সজ্জ্হ করতে পারতনা এরকম হতনা।এই ব্যাপারে উনি ভুল ডাক্তারবাবু ঠিক বলেছেন।

    -মিউটেশন -এর ব্যাপারে ভুল মানে? মিউটেশন নেই বলছেন? ভারত সম্পর্কে আমি কোনো তথ্য দিইনি, এবং যা তথ্য দিয়েছি তা বড়দের ইনটলারেন্স সম্পর্কে । .... Lactose টলারেন্স পৃথিবীতে নেই এবং মিউটেশন থেকে আসেনা, এই কি আপনার বক্তব্য? .... যে কোনো ঘটনার পিছনে দু রকম কেন, অনেক রকম থিওরি থাকতে পারে। কিন্তু ওনার কনসেপ্ট -এর প্রুফ তো ওনাকেই দিতে হবে। উনি না দিলে আপনারা কেউ দিন। না পারলে আমার নাম করে নিজেদের অর্ধেক বোঝা কনসেপ্ট এক্সপ্লেইন করার চেষ্টা না করাই ভালো।

    - আমার অর্ধেক বোঝা নিয়ে গালাগালি করবেন এক্সপেকটেড।

    - 'গালাগালি' কোথায়? কেউ বক্তব্যের বিরোদিতা করলেই তাকে 'গালাগালি' বলে দাগিয়ে দিলে কি নিজের তরফে যুক্তি দেখানোর থেকে ছাড় পাওয়া যায়?

    - আমার কতটা বোঝা তো উনি জানেন না। না জেনে অর্ধেক বুঝেছি বলে দিলেন। গালাগালি মনে হলো।

    - কে বলে দিলেন আপনি না জেনে অর্ধেক বুঝেছেন? আমি তো এ রকম কোনও লেখা পেলাম না। আর বলে থাকলেও সেটা বড়জোর উপহাস হতে পারে। উপহাস আর গালাগালি তো আলাদা জিনিস মশাই। ... প্লিজ কেউ গালাগাল না দিলেও "আমাকে গালাগাল দিয়েছে" এই রকম মনোভাব মনে পুষে রাখবেন না।

    -- sosen need to explain what is meant by "নিজেদের অর্ধেক বোঝা কনসেপ্ট" . If it is about lactose intollerence, অর্ধেক বোঝা কনসেপ্ট is গালাগালি. If it is about শিশুদের ছবি দেখে বলে দিতে পারেন যে তারা শৈশবে দুধ খেয়েছে কিনা mb need to explain the concept. I understand, নিজেদের অর্ধেক বোঝা কনসেপ্ট denotes the data about lactose intollerence only, as the links sosen provided earlier,denotes the extent of lactose intollerence is severe. pi also provided same or more severe data. Then there is no point why mb hits back saying সেটা কিন্তু ঠিক নয়. All the previous links says lactose intollerence is severe though mutation exists. i.e. mb really did not study the earlier discussion here. Hope this debate continues to the দুধের টই।
  • sosen | 24.139.199.11 | ১৪ নভেম্বর ২০১৩ ১২:২৩624299
  • থ্যাঙ্কু সিকি।
    এম বি নিশ্চয় জানেন আমি কোথায় লিখেছি এই ম্যাপটি ভারতের। একটু সেটাও সাইট করুন।

    আর রুচির বিষয়ে:
    "XXXXXXXX

    IP Address : 24.99.85.118 (*) Date:05 Nov 2013 -- 09:18 PM

    Name: sosen
    আমি কি এতই অজ্ঞ যে পেপার পাবলিশ করতে হলে কি কি করতে হয়। কার পের্মিস্সিওন নিতে হয়। নিজের কি চরকা কম হয়েছে। না হলে বলুন পাঠিয়ে দেব। আপনার বয়স আর কাজের খতিয়ান তা একটু দেবেন। আমিও আপনাকে একটু জ্ঞান দিতাম
    আর আপনদের হরিদাস পালের কাছে বিজ্ঞাপন করতে জব কেন। আমি নিজেই নিজের কাজের জন্য যথেষ্ট বিজ্ঞাঁও
    একটু সামলে সুমলে কথা বলুন বিপদে পড়বেন।"

    এই সম্পর্কে কোনো বক্তব্য নেই?

    আমার শেষ পোস্টে মোটামুটি বলে দিয়েছি যে ফেসিয়াল ফিচারের ছবিকে কিভাবে দুধ খাওয়ার ছবির সঙ্গে এসোসিয়েট করা হচ্ছে সেটা প্রকাশিত হলে ভালো হয়। অবশ্যই তারপর স্টাডি মেথড স্যাম্পল সাইজ ইত্যাদি জেনে আমি মন্তব্য করতে পারি। না-ও করতে পারি, যদি আমার ইন্টারেস্ট না জন্মায়। (ওমনাথ ইওর কোয়েশ্চেন ইজ কভার্ড-সেখান থেকেই অর্ধেক বোঝার প্রশ্ন জন্মায়, আমি ভারতের ডেয়ারী ম্যাপ নিয়ে কোনো মন্তব্য না করার পরেও এই একই প্রশ্ন করে যাওয়া থেকে জন্মায় , এডাল্ট টলারেন্স এর সিলেক্টিভ অ্যাডভান্টেজ এর সঙ্গে চিলড্রেনস হেলথ এসোসিয়েট করা থেকে জন্মায় )

    আর আবার-ও , চিলড্রেনস পপুলেশন-এ দুধ খাওয়ার ক্ষতিকারক এফেক্ট, যা এই সুতোর প্রাথমিক ক্লেম, তার সঙ্গে বড়দের ল্যাকটোজ ইন/টলারেন্সের কোনো কনফ্লিক্ট নেই। সেটা বুঝে নিলে ভালো হবে।

    ছবির সঙ্গে দুধ খাওয়ার ডাইরেক্ট সম্পর্কজনিত পেপার আসার আগে আমি আর এ নিয়ে কোনো মন্তব্য করতে অপারগ। এলেও যে করব , এবং এখানেই করব সে গ্যারান্টি দিচ্ছি না।

    কেউ তাঁর নাম করতে আপত্তি জানানোয় আমি নাম নিলাম না। দয়া করে এ বিষয়ে আমার নামও আর কেউ করবেন না। একমাত্র আমি যে এই ম্যাপটি ভারতের কোথাও লিখেছি এমন মন্তব্য দেখাতে পারলে তখন-ই করবেন। এ বিষয়ে আমার কোনো আলাদা করে ইন্টারেস্ট নেই। আর এই বার বার আমাকে টার্গেট করাটা আমার ব্যক্তিগত আক্রমণ বলে মনে হচ্ছে।

    আমি আর এ নিয়ে কোনো তর্কে যেতে অপারগ। দিস ইজ নট মাই এজেন্ডা।

    ধন্যবাদ।
  • Ekak | 132.167.248.54 | ১৪ নভেম্বর ২০১৩ ১২:২৬624300
  • গোটা তর্ক টা শুরু হয়েছিল কমলেন্দুবাবু ইন্টারনেট থেকে পাওয়া ছবির সাপেক্ষে দুধ খাওয়া নিয়ে মতামত দেওয়ায় । দুধ খাওয়া নিয়ে না লিখে শুধুমাত্র ছবি দেখে উনি যদি বলতেন অমুকের কোলাইটিস আছে ,তাহলেও তর্ক হত কারণ এরকম কোনো চিকিত্সা পদ্ধতি স্বীকৃত নয় । নিউর সায়েন্স এ এনিয়ে গবেষণা হচ্ছে আমরা সবাই জানি । কিন্তু তাঁরাও এরকম দাবি করার মত জায়গায় পৌছান নি । একজন রেজিস্তার্দ ডাক্তার যদি দাবি করেন যে মুখ দেখে তিনি বলছেন তাহলে যুক্তি জানতে চেয়ে প্রশ্ন উঠবেই । এখনো পর্যন্ত সেই মর্মে কোনো যুক্তি-প্রমান-পেপার -লিংক কিচ্ছু দেখা যায়নি এখানে ওনার পক্ষ থেকে ।
    আর শুধুমাত্র "উনি বলছেন" বলে যদি মেনে নিতে হয় লেট হিম ফেস দ্য ফ্যাক্ট দ্যাট হিস জুরিসদিক্ষণ অনলি লিমিত্স টু দি রেজিস্তার্দ মেডিক্যাল প্র্যত্সিসনার্স গাইদলায়ন অফ ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল একট । এলোপ্যাথি ডক্টর হিসেবে কেও যেমন এসিড ঢেলে চাঁদসি চিকিত্সা করতে পারেননা তেমনি মুখ দেখে রোগ নির্ণয় তাও স্বীকৃত পদ্ধতির মধ্যে পরে না । এই নিয়ে কোনো প্রশ্নের জবাব ও দেননি ।

    দুধ থেকে ক্যান্সার ইত্যাদিও করিলেট করার কথা তোলা হয় যার স্বপক্ষে কোনো প্রামান্য তথ্য পেশ করা হয়নি । এই সাইট ছাড়াও ফেসবুকে উনি চরম দায়ীত্ব জ্ঞানহীন মানসিকতার পরিচয় দিয়ে একটি হারিয়ে যাওয়া বাচ্চা মেয়ের ফটো শেয়ার করে " দুধ খাওয়ার অপকারিতা " প্রচার করতে চেয়েছিলেন যে থ্রেড আমি ডিলিট করি । APLD গাইডলাইন অমান্য করে কেন এরকম করলেন জিজ্ঞেস করাতে কোনো উত্তর না দিয়ে বলেন যা করেছেন ঠিক করেছেন । ( স্ক্রীন প্রিন্ট রেখেছি , যথাসময়ে ব্যবহৃত হবে । চিন্তা নেই )

    এখন সুচতুরভাবে পুরো ব্যাপার টা "ফটো দেখে রোগ নির্ণয় " থেকে ট্রানসিট করিয়ে "ল্যাক্তস ইন্তলারেনস " এ নিয়ে যাওয়া হচ্ছে যাতে এট লিস্ট কিছু সাপর্তিভ পেপার নেট ঘেঁটে পাওয়া যায় । তাই তো ? :)

    আমার একটাই কথা :
    এই পুরো সেল্ফ ভিক্তিমায়সেসনের নাটক টা ওই দুধের থ্রেড এ গিয়ে হতে পারেনা ? কায়ন্দলি । কুমু অনেকক্ষণ আগেই বলেছিলেন এই থ্রেড টা ছাড়ান দিতে । বেকার ঐন্দ্রিলা কে জড়াবেন না । অবশ্য সেটুকু এথিক্স থাকলে কেও নেট থেকে অনুমতি ছাড়া মিসিং পারসন'স ফটো নিয়ে নিজের মত প্রচার করেননা ।

    [ বায় দ্য ওয়ে , এই পোস্ট টা নাটক করে কোনো লাভ নেই । যারা এথিক্স এর ধার ধারেননা আমিও তাদের ধার ধারিনা । বাকি কথা আইসিয়েমার আর আইএমে -র করা মেইল এখানে কপি দেব ।দেখে নেবেন । ফাজলামির একটা লিমিট থাকা ভালো । আপাতত থ্রেড তাকে ছাড়ান দিন । প্লিস ]
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৩ ১২:৪৯624302
  • পয়েন্ট আউট করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

    আমার তরফে আপাতত দু পয়সা।

    Name: mb

    Date:14 Nov 2013 -- 11:30 AM

    উপহাস না পাতিহাস জানিনা। চিনিনা জানিনা অর্ধেক বোঝা বলে দিলাম। আমি কি জানি আপনি তার কি জানেন? ইটা কোথাকার ভদ্রতা?
    পারলে লিংক তা পরবেন। উল্টো পেপার থাকলে দেবেন। উপহাস আমার সঙ্গে দয়া করে করবেননা।

    ~~~~~~~~~

    আপনি কী জানেন এখনও সম্যক ধারণা করতে পারি নি, তবে এটুকু বুঝেছি, আপনি খুব অ্যারোগ্যান্ট। উদ্ধত।

    কথা চালাতে হলে একটু টোন ডাউন করুন। নচেৎ আপনি যদি মহামতি আলেকজান্ডার তো আমিও মহারাজ পুরু।
  • Bhagidaar | 218.107.71.70 | ১৪ নভেম্বর ২০১৩ ১২:৫২624303
  • সসেন mutation এর কথা লিখছেন। সেটা কিন্তু ঠিক নয়। mutation ভারতে সেইভাবে থাকলে আশি ভাগের বেশি লোক দুধ সজ্জ্হ করতে পারতনা এরকম হতনা।এই ব্যাপারে উনি ভুল ডাক্তারবাবু ঠিক বলেছেন। কিন্তু ঘটনা এমন হলো যে উল্টো বুঝলি রাম।

    এইটুকু থেকে বুঝতে হবে মিউতেশান সম্পর্কে না, সঙ্গের ক্যাটল দমেস্তিকেশান ম্যাপের কথা বলা হচ্ছে? এর থেকে কেউ যদি বোঝে যে বলা হচ্ছে ভারতে মিউতেশান নেই, সে কি খুব ভুল বুঝবে?

    আপনার দেওয়া পেপার থেকে:
    Our study has, for the first time, documented the distribution of known alleles in the LCT regulatory region across India, as well as the existence of previously unknown alleles. Taken together, our results indicate that the -13910*T allele is responsible for the substantial proportion of lactase persistence in the country. Furthermore, haplotype analyses indicate that the -13910*T allele in India is identical by descent to that found in Europe and western Asia, whereas examination of the pattern of haplotype block structure in the context of the archaeological history of herding across this intercontinental region suggests that the -13910*T allele was introduced to India from the west.

    বিশেষ করে এই কটি লাইন:
    However, within India, the lactase persistence phenotype has had a more structured adaptive history, with higher frequencies clustered in those groups that traditionally practice a dairying economy. Lactase persistence remains one of, if not, the best examples of coevolution between cultural and biological innovations, and the historical and socioeconomic complexity of India provides a unique opportunity for exploring the processes that generate human diversity.

    এই জন্যই আপনাকে জিগ্গেস করলাম, উল্টো পেপার কেন দেব?
  • \/ | 195.25.253.24 | ১৪ নভেম্বর ২০১৩ ১৩:৪৮624304
  • সত্যি বায়োলজি কি জোলো সাবজেক্ট রে ভাই সবাই ফান্ডা ঝাড়ছে। দূর ও নিয়ে মাথা ঘামাবারই মানে হয় না। নিন নতুন খেলা শুরু করুন তো একটা, ঢের হয়েছে।
  • ঘেঁচু | 132.248.163.4 | ১৪ নভেম্বর ২০১৩ ১৪:০০624305
  • সত্যিই 'সে' ঠিকই বলেছিলেন - এখানে দলবদ্ধভাবে "বুলিং" করা হচ্ছে,আর সেই নিয়ে বললে সবাই মিলে আবার সেই একই কাজ করছেন।
    সোসেন পরিষ্কার বললেন
    "উনি না দিলে আপনারা কেউ দিন। না পারলে আমার নাম করে নিজেদের অর্ধেক বোঝা কনসেপ্ট এক্সপ্লেইন করার চেষ্টা না করাই ভালো। "

    সিকি সেটা না দেখেনি Mb কে লিখলেন, আর যখন রেফারী সেটা দেখালেন তখন উল্টে Mb কে উদ্ধত বললেন - আর কতটা নির্ল্লজ হবেন।
    ডাক্তারবাবুর যুক্তি পচ্ছন্দ নাই হতে পারে কিন্তু তাকে দ্লবদ্ধ ভাবে অপমান করাটাও কোন হাততালির ব্যাপার নয়।
  • | 24.97.231.209 | ১৪ নভেম্বর ২০১৩ ১৪:১০624306
  • পিনাকী তো দেখি ঠিকই বলেছিল ............
  • pinaki | 148.227.189.8 | ১৪ নভেম্বর ২০১৩ ১৫:৪১624307
  • এই কেলো করেছে! আমি আবার কী বললাম? ঃ-)
  • /\ | 69.160.210.2 | ১৪ নভেম্বর ২০১৩ ১৬:০৯624308
  • হারামীপনা সংক্রান্ত অবস্থান হলে কিন্তু আমি স্বঘোষিত হারামী। আগেই বলে রাখলাম।
  • π | ১৪ নভেম্বর ২০১৩ ১৮:৩৪624309
  • ভারতে ল্যাক্টোজ টলারেন্স নিয়ে তো অন্য টইটাতেই আলোচনা হচ্ছিল, আবার এখানে কেন? উঠলো যখন একটা কথা না লিখে পারছি না। আর ভারতে অ্যাডাল্টদের মধ্যে তো এক্স্পেক্টেশনের তুলনায় অনেক কম টলারেন্স পাওয়া গেছে, এটা তো ঠিকই। ঐ জার্নালের ঐ পেপারের মূল অথরেরই কোটেশন ওটা, ঐ টলারেন্সের মিউটেশন ভারতে পাঁচের মধ্যে একজনেরও কম।
  • π | ১৪ নভেম্বর ২০১৩ ১৮:৩৭624310
  • একক, জাস্ট একটা ফ্যাক্ট। দুধের সাথে প্রোস্টেট ক্যান্সারের কোরিলেশন নিয়ে বেশ কিছু প্রামাণ্য পেপার আছে। সেগুলো 'অধিক' ডেয়ারি আপটেক সংক্রান্ত। বাকিগুলো নিয়ে ঘেঁটে দেখিনি।
    ডিঃ এর মানে বলছিনা, দুধ খেলেই ক্যান্সার হয়।
  • π | ১৪ নভেম্বর ২০১৩ ১৯:৩৪624311
  • বি টি ডব্লু, এই টলারেন্সের সিলেকশন প্রেশার কী কেন, টলারেন্স আর মিউটেশন ওয়ান টু ওয়ান ম্যাপিং নিয়ে কিছু প্রশ্ন ছিল, ঐ টইতে করেছিলাম, উত্তর পাইনি। আর এই টলারেন্স মিউটেশন নিয়ে তো উল্টো হাইপোথেসিসও আছে, সেটা নিয়েও কথা হোক। অন্য টইটাতে হলেই ভাল হয় অবশ্য।

    আর, আর, আরেকটা পয়েন্ট আলোচনায় বারবার বাদ যাচ্ছে বলে আবারো পয়েন্ট আউট করিয়ে দিচ্ছি, মিউটেশনই শেষ কথা নয়। মিউটেশন জনিত টলারেন্স থাকলেও নানা কারণে সেকেন্ডারি ইন্টলারেন্স তৈরি হতে পারে, হয়ও।
  • π | ১৪ নভেম্বর ২০১৩ ১৯:৪৭624313
  • ভাগীদার, ঐ পেপারটা থেকেই ঃ
    Its frequency ranges from 0.8% among the Tibeto-Burman speakers to 18.4% among Indo-European speakers, with west India showing the highest frequency of the derived allele; it has an average countrywide frequency of 10.3%.

    আর ঐ ব্লগটা ইউনিভার্সিটি অব শিকাগোর অফিসিয়াল মেডিসিন ও বায়োলজিক্যাল সায়েন্সের ব্লগ ছিল। আমিই ওটার থেকে এই টইতে আগে কোট করেছিলাম, ঐ পেপারের সিনিয়র অথরের মন্তব্য।
  • 4z | 152.176.84.188 | ১৪ নভেম্বর ২০১৩ ২০:২০624314
  • দেখুন আপনাদের ঝগড়া করতে হয়, কাদা ছোঁড়াছুঁড়ি করতে হয়, আমি কি হনু দেখাতে হয়, অন্যে কিছু জানেনা ধরতে হয় - যা খুশী করতে হয় করুন, যেখানে খুশী কিন্তু এই টইটাকে মাপ করুন। দয়া করে, অনেক হয়েছে।
  • mb | 184.109.182.21 | ১৪ নভেম্বর ২০১৩ ২১:০৬624315
  • @sosen - I have already said that the Dr. should not have said many things he said. But that hardly explains your reaction. You are cursing somebody in Delhi because somebody else had slapped you in Mumbai -- is a very poor justification in any standards.
    @Siki - You asked for the reference of my "half baked knowledge" . Hopefully you have found that. Now I would request you to give me an example of my arrogance.
    @All -- Please come to the point. The so called mutation and cattle-domestication map is a work-in-progress. There is nothing universal in that and no conclusions can be drawn at this point. Using that as an evidence is wrong. What is the problem in admitting that? This is nothing against or for milk, just a scientific information.

    ইংলিশ এ লেখার জন্য দুক্ষিত। তারাতারিতে লিখলাম।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৩ ২১:৩১624316
  • mb -- I thanked you for helping me find out the reference of the half-baked knowledge. I guess sosen had already explained why he/she had written that phrase.

    And the examples of arrogance, that you are looking for, is clearly quoted in my post at 12:49 pm today. your arrogance is promiment even in your posts at 11:05 am, 11:23 am and 11:30 am. Your reactions could have been expressed in a bit polite manner, IMHO.
  • Sulagna | 125.242.130.178 | ১৪ নভেম্বর ২০১৩ ২২:৪৭624317
  • A. Some studies suggest that milk consumption may increase the risk of suffering from certain health problems. Cow milk allergy (CMA) is an immunologically mediated adverse reaction to one or more cow's milk proteins. Rarely is it severe enough to cause death.
    http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1399-3038.1994.tb00352.x/abstract;jsessionid=A045BEDEFC9A2AD0C42EA410AA13A93D.f02t01

    B. Milk contains casein, a substance that breaks down in the human stomach to produce casomorphin, an opioid peptide. In the early 1990s it was hypothesized that casomorphin can cause or aggravate autism spectrum disorders, and casein-free diets are widely promoted. Studies supporting these claims have had significant flaws, and the data are inadequate to guide autism treatment recommendations.
    Reichelt KL, Knivsberg A-M, Lind G, Nødland M (1991). "Probable etiology and possible treatment of childhood autism". Brain Dysfunct 4: 308–19
    Christison GW, Ivany K (2006). "Elimination diets in autism spectrum disorders: any wheat amidst the chaff?". J Dev Behav Pediatr 27 (2 Suppl 2): S162–71. doi:10.1097/00004703-200604002-00015. PMID 16685183.

    AI ROKOM LINK/REFERENCE I TOH CHEYECHILAM APNARA. AMI DOCTOR BABUR SAHAJYE AI ROKOM LINK/REFERENCE APNADER DEBO.
  • mb | 184.109.182.21 | ১৪ নভেম্বর ২০১৩ ২২:৫৯624318
  • আমি তার্হায় ছিলাম বলে ইংলিশ লিখেছি। আপনি বাংলাতেই লিখতে পারেন।
    আপনার খারাপ লেগে থাকলে আমি খুবই বিনয়ের সঙ্গে আবার বলছি আমার সঙ্গে উপহাস না করলেই ভালো হয়।
    সসেনকে বললাম আপনার সঙ্গে অন্য কেউ খারাপ ব্যবহার করলে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। ভুল কিছু লিখলাম? আপনাদের সাইট এ অন্যরকম নিয়ম হলে জানাবেন। আমি লিখবনা।
    সসেনের ভুল কোথায় সেটাও লিখেছি। কারো কোনো মন্তব্য দেখলাম না। ভাটিয়ালি তে দেখলাম টপিক এড়িয়ে নিজেদের সাইড টক্ হচ্ছে। ভালো।
  • π | ১৪ নভেম্বর ২০১৩ ২৩:১১624319
  • কিন্তু সুলগ্না আপনার পয়েন্ট B তে তো লেখা,
    Studies supporting these claims have had significant flaws, and the data are inadequate to guide autism treatment recommendations. এটা তো দুধের বিপক্ষে কোন ডেটা হল না।

    আর আবারো বলছি, এগুলো নিয়ে আলোচনার জন্য তো দুধের টইটাই রয়েছে। ওখানেই কথা হোক না।
  • 4z | 152.176.84.188 | ১৪ নভেম্বর ২০১৩ ২৩:১৯624320
  • ধুর বাবা, বলছি এই টইটাকে বাদ দিতে! কেউ কথা শোনেনা! এবার সিরিয়াসলি খিস্তি করতে ইচ্ছে করছে x-(
  • Ekak | 132.167.248.54 | ১৪ নভেম্বর ২০১৩ ২৩:২২624321
  • আমিও সেটাই বোল্লুম ,অন্য তই তে তর্ক চলুক ।
  • <> | 127.194.213.84 | ১৪ নভেম্বর ২০১৩ ২৩:২৫624324
  • তারচেয়ে মামুকে বল টইয়ের নাম থেকে ঐন্দ্রিলা শব্দটা কেটে দিতে। আবার আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা - বেশ ভালো দাঁড়াবে। "বেপথুমান" টইকে ঘাড় ধরে সোজা করানো সম্ভব? গুরুর ইতিহাস কী বলে?
  • <> | 127.194.213.84 | ১৪ নভেম্বর ২০১৩ ২৩:২৭624325
  • আর দুধের টইতে এখান থেকে সব দুধ সম্পর্কিত পোস্ট নিয়ে গিয়ে কপি পেস্ট করে এসো। আগে যেটা পাই পার্টলি করতে পেরেছিল।
  • গুরুচন্ডালি | ১৫ নভেম্বর ২০১৩ ০০:০৮624326
  • গোলপোস্ট বহুদূর সরে গেছে। মূল বিষয় ছিল, মুখ দেখে কে দুধ খেয়েছে কে খায় নি এইসব বোঝা। সেইখানে ফিরে আসা যায় কি?

    আর ইয়ে, এটা ঐন্দ্রিলার অরিজিনাল টই নয়, সে টই অন্য। এটা ঐন্দ্রিলার কেস সামনে রেখে কমলেন্দুবাবুর খোলা আলাদা টই।
  • সিকি | ১৫ নভেম্বর ২০১৩ ০০:১০624327
  • আন্তরিকভাবে দুঃখিত। আগের পোস্টটা আমার। গুরুচন্ডালির নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন