এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬৩৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:০৩639005
  • গুরুর নিজস্ব লগইন পাসোয়ার্ড একরকম - কিন্তু সেটা গুগল বা ফেবুর সাথে লিংকড হবে কেন? কারো ফেবুতে পুরো প্রোফাইল, নাম ধাম চাকরি ইত্যাদি আছে, সে তো এখানে সেটা জানানোর কোনো প্রয়োজন বোধ নাই করতে পারে।

    খেয়াল করে দেখবেন বিপ্লব শুধু লগইনের পক্ষে না, লগইন ব্যক্তির নাম ও পরিচয়ের বাহক হতে হবে। অর্থাৎ a x হলে হবে না অনুশীলা ক্ষয়িষ্ণু নাম হতে হবে।

    এতকাল আসছি, এই নাম ভাঁড়িয়ে খিস্তি খেউর এমন কোনো পর্যায়ে দেখিনি যেখানে এটা দরকার মনে হয়েছে - বরং লোকে নিজের পরিচয়েই তো বেশ গালি গালাজ করে। অন্য ছুটকো ছাটকা যা হয়েছে এগুলো একটা কম্যুনিটির সেল্ফ-সাস্টেনিং প্রসেসেই ছাঁটাই হয়েছে।

    আর এই প্যারানইয়া ইত্যাদির সাথে গেটেড কম্যুনিটির বিশেষ ফারাক নেই, এতকাল ঐ সাজানো উদ্যান নয় আড়ালবিহীন এইসব বলে এখন লগইন ছাড়া হবেনা, এটা বেসিক ধারণাটারই উল্টোদিকে।
  • cm | 116.208.92.121 | ০৪ মে ২০১৫ ২২:০৩639004
  • সরু গেট দিয়ে পাঁচিল ঘেরা বাগানে ঢুকে হাওয়া খাওয়ার বদলে কেউ খোলা বাগানে ঘুরতে ভালবাসতে পারে। সমস্যা পার্সেপশনের। ঐ একপোস্ট নিয়ে আরো কত পোস্ট পড়ল অকারণে।
  • lcm | 146.152.142.60 | ০৪ মে ২০১৫ ২২:০৪639008
  • ব্যস্‌, তাহলে তো সমাধান আছেই। গুরু ইজ ভেরি ফ্লেক্সিব্‌ল।
    যারা আইডেন্টিটি নিয়ে খুব কনসার্ন্‌ড, তারা গুরুতে একটি অ্যাকাউন্ট খুলে, সেখানে দিয়ে লগইন করে পোস্ট করুন।
    আর যারা মনে করেন নো বিগ ডিল, ইন ফ্যাক্ট অ্যাকাউন্ট এসব ফালতু হ্যাস্‌ল - তারা এমনি যেমন সোজা পোস্ট করে দেন করবেন।
  • Atoz | 161.141.84.175 | ০৪ মে ২০১৫ ২২:০৪639006
  • ফেবুতে তো সবই লগিন। কিন্তু লোকে দেখি ফেকাইডি দিয়ে লগিন করে হুলিয়ে বদমাইশি করে কিছু কিছু গ্রুপে। মাঝে মাঝে চোখে পড়ে, এত খোলাখুলি কদর্যতা কমই দেখেছি। লোকে দিব্যি আবার ইন্টার অ্যাক্টও করে যাচ্ছে ঐসব ফেকাইডি লোকগুলোর সঙ্গে।
    লগিনের নিয়ম দিয়ে বদমাইশি নোংরামি কদর্যতা এফেকটিভলি আটকানো যায় বলে মনে হয় না।
  • | ০৪ মে ২০১৫ ২২:০৪639007
  • হে হে আমাদের আপিসে যেমন রাজেশ কুমার আছে ৭১ জন আর অঙ্কিত কুমার আছে ১১ জন। মেল আইডির মাঝামাঝি জায়গায় সিকোয়েন্স থাকে। কিন্তু ডিসপ্লে নেম তো ৭১ জনেরই রাজেশ কুমার।
  • Ishan | 202.43.65.245 | ০৪ মে ২০১৫ ২২:০৬639009
  • ফেসবুক বা গুগল পেজ পাবলিকলি না দেখানই যেতে পারে। সে অপশন আছে। এই দয়ের টাই যেমন দেখা যায়না। আমারটা মনে হয় যায়, লগিন করতে পারছিনা বলে কনফার্ম করতে পারলাম না।
  • pi | 24.139.221.129 | ০৪ মে ২০১৫ ২২:০৭639010
  • কেউ চাইলে ফেবু লিঙ্কিং ডিএসেবল করতে পারেন। ফেবু দিয়ে লগিন করলেই ক্লিক করতে ফেবু প্রোফাইলে নিয়ে যাবে , এমনটা নয়। প্রেফারেন্স সেট করা যায়।
  • lcm | 146.152.142.60 | ০৪ মে ২০১৫ ২২:০৮639011
  • অক্ষ,
    গুরু যে ফেসবুক/গুগল আইডি দিয়ে লগইন করতে দেয়, এই সিঙ্গ্‌ল-সাইন-অন এর কিছু ব্যবহারিক উপযোগিতা আছে।
    যেমন,
    ১) অনেক ইউজার আইডেন্টিটি প্রোটেকশন চান, কিন্তু আর এক সেট আইডি/পাসওয়ার্ড চান না।
    ২) ইউজারের কাছ থেকে পার্সোনাল ডেটা চেয়ে, সেগুলো স্টোর করা, এবং যাতে সার্ভার থেকে সেই তথ্য হ্যাক না হয় সেসব ব্যবস্থা করা - এই সব ঝামেলার হাত থেকে গুরু কিছুটা রেহাই পায়।
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:০৯639012
  • লসাগু, যারা আইডেন্টিটি নিয়ে কনসার্ন্ড তারা মনে করে অন্যে বেনামের সুযোগ নিয়ে তাদের খিস্তি করবে এটা তাদের কাছে অ্যাক্সেপ্টেবল না।

    যদিও ফেক ফেবু প্রোফাইলে গুরুর ফেবু সাইটই তো ভর্তি।

    প্রথমে আসবে লগইন, তারপর আসবে মডারেশন, তারপর আসবে আইডি ব্যান। তারপর কি কি করলে ব্যান, তার লিস্ট - এভার ইভলভিং।
  • Atoz | 161.141.84.175 | ০৪ মে ২০১৫ ২২:১৪639014
  • অনুশীলা!!! কী চমৎকার নাম। ঃ-)
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:১৫639015
  • ইউজারের কাছ থেকে পার্সোনাল তথ্য চাইতে হবে কেন? মানে নিক রেজিস্টার করলেই শুধু হবে না কেন? আমি দুটোরই বিপক্ষে - কিন্তু তফাৎটা জানতে চাইছি।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:১৮639016
  • উল্টোদিক আগে দেখা যাক । প্রবলেম স্টেটমেন্ট থেকে লগইন সরিয়ে রেখে ।

    ১)কিছু জনতা বেনামে খেস্তাচ্ছে ।
    ২)এবিউসিভ কথা বলছে ।
    ৩)একাদিক ভার্চুয়াল পরিচয় মেন্টেন করছে ।

    এই তো ?
  • lcm | 146.152.142.60 | ০৪ মে ২০১৫ ২২:২০639017
  • আইডেন্টিটি ইম্‌পার্সোনেট করার ব্যাপারটা একটা কমন প্রবলেম।
    ব্যাংক অ্যাঅকাউন্ট প্রোফাইলের মতন রেস্ট্রিকটিভ নয়, আবার, খুব লুজ নয় যাতে করে যে যাকে খুশি গাল দিয়ে চলে যাবে - এ নিয়ে কাজকম্মো হচ্ছে।
    ফেসবুক ও করছে।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:২২639018
  • ফেসবুক অলরেডি খুব কড়াভাবে নেম চেঞ্জ এজেন্ডা মেনে চলছে । পরিস্কার জানাচ্ছে এটা অফিসিয়াল নেটওয়ার্ক ।নো মাজাকি । সন্দেহ থাকলে আপনার ফ্রেন্ড লিস্টের কাওকে বলুন আপনার নামে রিপোর্ট করতে ।ব্যাস,নেম চেঞ্জ -লোকাল থানা-আইডি কার্ড বিশাল চাপ।
  • Ishan | 202.43.65.245 | ০৪ মে ২০১৫ ২২:২৪639019
  • আইডি রেজিস্টার করলে মিনিমাম তিনটে জিনিস লাগবেই। নাম, পাসওয়ার্ড, ইমেল আইডি। সবই স্টোর করা দরকার।

    কিন্তু নিকেরও বিপক্ষে কথাটার মানে কি?
  • dc | 132.164.218.199 | ০৪ মে ২০১৫ ২২:২৬639020
  • গেটেড কম্যুনিটি বেশ ভালো ব্যাপার। কিন্তু লগইন ভালো না, আরেকটা পাসওয়ার্ড মনে রাখতে হবে।
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:২৬639021
  • মানে যেমন সব চ্যাট সাইটে আগে হত - একটা ইউজার আইডি (নিক) আর তার পাসোয়ার্ড। অন্য কোনো পার্সোনাল তথ্য - ইমেইল, ফোন নং ইত্যাদি দরকার হত না।
  • Ishan | 214.54.36.245 | ০৪ মে ২০১৫ ২২:২৮639022
  • কোন চ্যাট সাইট? ইয়াহু রিডিফে তো হতনা। বাংলালাইভ একটা চ্যাট বানিয়েছিল একবার, এখনও থাকতে পারে, তাতেও হতনা।
  • lcm | 146.152.142.60 | ০৪ মে ২০১৫ ২২:২৯639023
  • ফেসবুক নাকি ভাবছে - ড্রাইভার লাইসেন্স নাম্বার বা এরকম জিনিস চাইবে। অ্যাকাউন্ট খোলার সময় জিগ্গেস করবে - এই লাইসেন্স নাম্বারে তো অলরেডি আর একটি অ্যাকাউন্ট রেজিস্টার্ড - কি ব্যাপার হে।
    বাজারে খবর, ফেসবুক ফিঙ্গারপ্রিন্ট চাইবে অ্যাকাউন্ট রেজিস্টার করবার সময়, টাচ ফোন বা ট্যাবলেট - টাচ্‌ এনেব্‌ল্‌ড ডিভাইস এত বেড়ে গেছে, করতেই পারে।
  • | ০৪ মে ২০১৫ ২২:৩০639025
  • একক,

    আমি একটা নির্দিষ্ট কেস দিই। এখানে একবার অসীম গুপ্ত নামে একজন একটা টইখোলেন ও নিজের একটি লেখা পোস্ট করেন। তো সিএসসি'র আইপি থেকে একজন, যিনি পরবর্তীতে এখানে a (অয়ন নন কিন্তু অন্য একজন) নামে লিখে থাকেন মাঝে মধ্যে, সই ব্যক্তি নামের জায়গায় 'অসীম গুপ্ত' লিখে আসেমবাবুর লেখাটাই তিনবার না চারবার ঐ টইতেই পোস্ট করে দেয়। এবারে দুই একজন নিয়মিত ভাটুরে অন্যদের দোষারোপ করতে থাকেন যে আসেমাবাবুকে নাকি অপমান করা হয়েছে ইত্যাদি।
    এবার রেগুলার ভাটুরেরা কেউই এই কাজটা করে নি। আর এটা নিয়ে অসীমবাবু সাইবার হ্যারাসমেন্টে যেতেই পারতেন, গেলে এই লোকটির শাস্তি হত।

    প্রসঙ্গতঃ এই লোকই পরে পিটির নামে টইতে গালিগালাজ করে। তারপর আইনের কথা তুললে আবার ক্ষমা চায়। কিন্তু নষ্টামি ছাড়ে নি। ব্রতীনবাবুর নামে খোলা সেই টইতে যেটা থেকে এই আলোচনা শুরু হয়েছিল এই ব্যক্তি আবার আমাকে মিমিক করে এবং প্রমাণ করার চেষ্টা করে যে ঐ পোস্টগুলো আমার। এবার আমি লগিন ছিলাম সেইসময়, তখন অফিস থেকেও লগিন করা যেত, ফলে ঝিকি ইত্যাদি বাকীদের বুঝতে অসুবিধে হয় নি যে ওটি আমি না।

    এই সিএসসি'র এলিমেন্টটাকে আমি ইউজ কেস হিসেবে মন দিয়ে লক্ষ করি।

    যাই হোক আমি ব্যক্তিগতভাবে নো-লগিন এও সমান স্বচ্চন্দ। কাqজেই চালু হোক বা না হোক আমার কোনওটাতেই আপত্তি নেই।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:৩১639026
  • ওরকম কিছুই পার্সোনাল লিংক না থাকলে তো যত খুশি নিক হতেই পারে ।তাতে ভুতে এসে গাল দেওয়ার সমস্যা মিটবে ?
  • Atoz | 161.141.84.175 | ০৪ মে ২০১৫ ২২:৩১639027
  • তখন ঐ ঝাড়ভর্তি ফেকাইডিগুলো? ওগুলো ডিলিট করে দেবে ফেবু?
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:৩২639028
  • সে বহুকাল আগের - আড্ডাঘরে লাগতনা। 123indiaতেও মনে হয় লাগতনা।

    মেইল আইডি বানাতেও তো কিছু লাগতনা। র‌্যান্ডম বানানো যেত।
  • dc | 132.164.218.199 | ০৪ মে ২০১৫ ২২:৩৩639029
  • এ আই ওয়ালা লগইন করা যায় না? আমার নিক যেই ইনপুট করলাম ওমনি এআই আমার সাথে চ্যাট করতে শুরু করলো। খানিক হ্যাজানোর পর বুঝলো এটা ঠিক লোক, তখন লগইন করিয়ে দিল। আর জালি মনে হলে বকের ছবি দেখিয়ে দিল। একক ভেবে দেখুন এরকম করা যায় কিনা।
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:৩৩639030
  • আমার আগের পোস্ট টা অক্ষর পোস্ট এর কন্তেক্সতে।
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:৩৪639031
  • যাহ্‌ যাদের গাড়ি নাই, তাদের আর ফেবু অ্যাকাউন্ট হবেনা?
  • একক | 24.96.56.205 | ০৪ মে ২০১৫ ২২:৩৫639032
  • ডিসি
    ওটা অলরেডি আছে :) টুরিং মেশিন বেসড আইদেনতিটি ।
  • a x | 60.171.26.111 | ০৪ মে ২০১৫ ২২:৩৫639033
  • ফেবু যেই এটা করবে, অল্টার্নেট প্ল্যাটফর্ম তৈরি হবে বলে মনে করি।
  • | ০৪ মে ২০১৫ ২২:৩৫639034
  • উঃ হতচ্ছাড়া অটো কারেকশান!!

    অসীমবাবু অসীমবাবু।

    হ্যাঁ এককের কথা সত্যি। ফেসবুকে একবার কোনও কারণে রিপোর্ট হলেই পাসপোর্ট জাতীয় কোনও আইডি দিয়ে অ্যাকাউন্ট ফেরত পেতে হচ্ছে আর পাসপোর্টের নামটাই লিখতে হচ্ছে। রিয়াল নেম পলিসি। শ্রীজাত'র হল তো তাই, ফলে শ্রীজাত স্পীকস এর বদলে এখন ওঁর প্রোফাইল নেম শ্রীজাত বন্দ্যোপাধ্যয়। আমার বন্ধুতালিকার নজমুল আলবাব-এর নামে রিপোর্ট হয়েছিল, তবে ওঁর আসল নামই ছিল। ক্কাজেই বেশী অসুবিধে হয় নি।
  • Atoz | 161.141.84.175 | ০৪ মে ২০১৫ ২২:৩৫639036
  • অক্ষদা, ওদের লাইসেন্স হয়তো আছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন