এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মুসলমানদের কি ধর্মান্ধ হিসাবেই চিহ্নিত করবো?

    bip
    অন্যান্য | ১৩ জুলাই ২০১৪ | ৮৯৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 131.241.218.132 | ০৫ আগস্ট ২০১৪ ১৫:৪৬647422
  • আমি মুস্লিম্দের ফার্টিলিটি নিয়ে কোনো মন্তব্য করিনি। তাই আপনার রেফারেন্স পোস্ট্গুলো খুব রেলিভেন্ট নয়।

    ১৯ থেকে ২৭ % মুস্লিম পপুলেসন বেড়েছে পঃবঃ তে এটা ফ্যক্ট। এর বেশীর ভাগটাই হলো বাংলাদেশী মাইগ্র্যান্ট। আসামে ও এই কেস।

    গত কয়েকমাসে আমি বেশ কিছু ট্যক্সি চড়েছি কলকাতায় যার চালক সদ্য আগত বাংলাদেশী মুস্লিম। এবং তাদের সাথে কথা বলে দেখেছি তারা মূলতঃ জামাতের সক্রিয় সমর্থক। জানি না ওখানে জামতের লোকেদের ধরপাকর চলছে কিনা। কিন্তু এরা বিষ বয়ে আনছে---একটু কথা বল্লেই বুঝতে পারবেন
  • Ranjan Roy | ০৫ আগস্ট ২০১৪ ১৯:৫৮647423
  • পিএম,
    আপনার এই পোস্টের বক্তব্য উড়িয়ে দিতে পারছি না। ভাবাচ্ছে।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ০১:১০647425
  • @-----,
    সত্যি নয় কেন মনে হচ্ছে?
  • ... | 177.124.124.21 | ০৬ আগস্ট ২০১৪ ০২:১৪647426
  • না মানে এসব ঘটনা তো শুনতাম দেশভাগের সময় ভারতে হতো বা আজকাল পাকিস্তান বাঙ্গলাদেশে হয়। কিন্তু আজকের ভারতে এসব জোর করে ধর্মান্তকরন শুনতে কেমন আজগুবী লাগে।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ০৩:০৬647427
  • - - -,
    কি যে বলেন! আদিবাসী এলাকায় গেলে দেখবেন ওদের ক্রিশ্চান করার জন্যে ও আবার তাদের হিন্দু করার জন্যে কত প্রচেষ্টা!
    ক্রিশ্চান ও ইসলাম ধর্মে একজন সদস্য বেড়ে গেলে তাঁরা বেজায় খুশি হন। সাধারণ হিন্দুদের মধ্যে এ নিয়ে বেশি হেলদোল নেই। কারণ তাঁরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ। ওটা মাইনরিটির মানসিক স্থিতি।
    কিন্তু "জোর করে"?
    একটু ভাবার ব্যাপার।
    আজকের ভারতবর্ষে জোর করে ধর্মান্তরণের ব্যাপারে কড়া আইন। কড়া শাস্তির প্রাবধান। তাই এই ঘটনাকে, বিশেষ করে যে বিবমিষা জাগানো প্রক্রিয়া বর্ণিত, একটি ব্যতিক্রম বলেই মনে হয়। এখানে ধর্মান্তরণ লক্ষ্য না হয়ে অন্য উদ্দেশ্য আসল মনে হয়, এটা কোল্যাটারাল।
    খেয়াল করবেন, কোন হিন্দু মেয়ে যদি মুসলিম ছেলের প্রেমে পড়ে বিয়ে করে তাহলে একটি implied ব্যব্স্থা হল মেয়েটিকে আগে মুসলমান হতে হবে। অন্য সিভিল ম্যারেজ, বা বর-বৌ নিজের নিজের ধর্মাচরণ করিবেক--এটা অপবাদ, সাধারণ নিয়ম নয়।
    প্রেমে পড়ে মেয়েটি মেনে নেয়।
    তখন সমাজের মথারা বলেন-- মেয়েটি ইস্লামিক জীবনদর্শন জেনে বুঝে গ্রহণ করেছে, আপনি কেন খামোকা ইত্যাদি ইত্যাদি।
    হিন্দুরা উল্টো, তুমি জন্মাও হিন্দু হয়ে, তারপর বহিষ্কৃত হতে পারো; কিন্তু সহজে যে হিন্দু হয়ে জন্মায় নি তাকে হিন্দু করা যাবে না। হিন্দু ধর্মের গোঁড়ারা গ্রামাঞ্চলে এখনো বহু মন্দিরে হরিজনদের ঢুকতে দেয় না; বিশেষ কূয়োর জল নিতে দেয় না। হিন্দিবলয়ে নিজের চোখে দেখেছি। কথা বলে চিঁড়ে ভেজাতে পারিনি।
  • Atoz | 161.141.84.164 | ০৬ আগস্ট ২০১৪ ০৩:৪৩647428
  • আর মুসলমান মেয়ে হিন্দু ছেলের প্রেমে পড়ে বিয়ে করতে চাইলে? মেয়েটিকে হিন্দু করে নেওয়ার কোনো কিছু কায়্দাকানুন আছে? এসব ক্ষেত্রে কী হয়? কোনো না কোনো অপশন তো থাকতেই হবে নাহলে তো সেই চরমপন্থা মানে মেরে ফেলা যেটা দুটো জীবনের অনর্থক ধ্বংস।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ১১:২১647429
  • A2Z,
    নিদান অবশ্যই আছে।
    সিভিল ম্যারেজ অ্যাক্ট।
    বর-কনে কে কোন সম্প্রদায়ের সে নিয়ে কোন মাথাব্যথা নেই। গোদা বাংলায় রেজিস্ট্রি বিয়ে।

    আর" উদার" হিন্দু বা মুসলিম পরিবার যদি দুটো অনুষ্ঠানই করতে রাজি থাকেন তো কোন কথাই নেই। আসল সমস্যা তো মানুষের মনে।
    নিউ ইয়র্কে আমার বন্ধুর ছেলে ডাক্তারিতে পোস্ট ডক করতে গিয়ে বিয়ে করল এক সুইডিশ স্কুল টিচারকে।
    ( মাইরি! কনে, কনের মা, দিদিমা--সব রূপোলী ঢেউ খেলানো চুলে অপ্সরা সদৃশ সুন্দরী! কি হিংসে! কি হিংসে!)
    একদিন হিন্দু মতে মন্দিরে, একদিন ক্রিশ্চান মতে চার্চে। দু'পক্ষই তাতে অংশগ্রহণ করল, হাসিমুখে।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ১১:৩৪647430
  • ----,
    আপনিই ঠিক। ওরকম জোর করে ধর্মান্তরণ
    আজকের ভারতে সম্ভব নয়। আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের দিল্লি এডিশনে আপনার কোট করা মীরাট কেসের রিপোর্টে বলছে--
    ১) পুলিস তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
    ২) মাদ্রাসার টিচার ( অভিযোগকারিণী) এর মেডিক্যাল পরীক্ষায় পাওয়া গেছে যে she had been operated for ectopic pregnancy---a complication arising out of the foetus growing outside uterus-- last month।
    ৩) মেডিক্যাল এগজামিনেশনে সেক্সুয়ল অ্যাসাল্টের কোন চিহ্ন পাওয়া যায় নি। আর no organs of her body have been found missing.
    ৪) মৌলবীকেও গ্রেফতার করা হয়েছে। তিনি বলছেন যে ধর্মান্তরণ সম্বন্ধের এফিডেভিট মেয়েটি স্বেচ্ছায় সাইন করেছিল।
    ৫) মেয়েটির অভিযোগ যে ওই মাদ্রাসায় আরো অনেক হিন্দু মেয়েকে আটকে রাখা হয়েছে । কিন্তু পুলিশ রেইড ও অনুসন্ধান বলছে এই অভিযোগটি মিথ্যে। মাদ্রাসায় কোন হিন্দু মেয়েই নেই।
    পুলিশের অনুসন্ধান চলছে।

    আপনার কী মনে হয়?
  • Ekak | 24.96.63.131 | ০৬ আগস্ট ২০১৪ ১৩:২৬647432
  • মুসলিম ছেলে -হিন্দু মেয়ে বিয়ে আগের চে অনেক বেশি হয় । শহরাঞ্চলে কোনো বড় ইস্যু হয় বলে শুনিনি । আমার এক মুসলিম বন্ধু (ছেলে ) বছর দুএক আগে হিন্দু মেয়েকে বিয়ে করলো । এবছর আরেক বন্ধুর (মেয়ে ) বিয়ে । ছেলেটি মুসলিম । বন্ধুটি ডাক্তার । আলাদা করে পেশা উল্লেখের কারণ এই যে মিডিয়া -লেখালেখির জগতে আলাদা ধর্মে বিয়ে বহুকাল ধরে চলে আসছে । এখন সেটা অন্যান্য প্রফেসনেও প্রচলিত ।
    তবে সত্যের খাতিরে বলি : এরকম ও শহুরে বন্ধু আছে যারা নিজেরা করা তো দূরের কথা , আলাদা ধর্মে বিয়ে হচ্ছে শুনলে খিস্তিয়ে আকাশ মাথায় করে । এই কদিন আগে এক বন্ধু "এই চাটুজ্যে আর ভটচাজ রা বামুন দের কলঙ্ক " বলে এক ঘন্টা বক্তৃতা দিয়েছে । এরকম অভিজ্ঞতা অবশ্য সবার ঝুলি তে থাকবে না , আমার একটু তর্ক বিতর্ক কে ঠেলে ঠেলে কর্নার পসিসনে নিয়ে যাওয়ার অভ্যেস আছে আছে তাই :)

    তবে মোদ্দা কথা কনভার্সন ছাড়াই আলাদা ধর্মে বিবাহের সংখ্যা বাড়ছে ।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ১৪:৪৯647433
  • একক,
    আশা করি মেয়েটিকে ধর্মান্তরিত হতে হয় নি।

    দমু/শমীক ও অন্য পুরনো দের বলছি। সম্ভবতঃ ২০০৭ এ আমি আমার ঘনিষ্ঠ বন্ধুটির মেয়ের মুসলিম বিয়ে, দাঙ্গার সম্ভাবনা ইত্যাদি নিয়ে একটি টইখুলে এপিসোডটি লিখি।
    সেটি কি এখন তোলা যাবে? সে উপলক্ষে খুব ইন্টারেস্টিং আলোচনা হয়েছিল। অরিজিত, রাঙ্গা , ট্যান -- এরা সব ভ্যালু অ্যাড করেছিলেন। আরো অনেকে।
    এখন ওরা ভালো আছে।
    টইটা তুললে সম্পর্কের বিবর্তনের গল্পগুলো লিখতাম।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ১৪:৫০647434
  • সরি একক, শেষ লাইনটা মিস করে গেছলাম,।
  • dc | 52.104.61.201 | ০৬ আগস্ট ২০১৪ ১৫:০০647435
  • আগের বছর আমার অফিসে একটি মুসলিম ছেলে এক হিন্দু মেয়েকে বিয়ে করল। ছেলেটা সেলসে কাজ করে, আর মেয়েটা অ্যাকাউন্টসে ছিল। মেয়েটা প্রথমে রাজি হয়নি, তবে ছেলেটা প্রায় এক বছর পেছনে লেগে ছিল। আর আমরা অফিসের বন্ধুরাও ছেলেটাকে দুএকবার হেল্প করেছি। তারপর শুনলাম ছেলেটা নাকি এক রোববার মেয়েটার বাড়ি গিয়ে হাজির হয়ে মেয়ের বাপকে চার্জ করে, আর তাতে সবাই মিলে ঘাবড়ে গিয়ে রাজি হয়ে যায়। ওদের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল, আর ছেলেটার বাড়িতে ব্যাপক বিরিয়ানি খাইয়েছিল।
  • dola | 102.3.97.247 | ০৬ আগস্ট ২০১৪ ১৫:০৮647436
  • আমাদের মেডিকাল কলেজে বহু উস্লিম মেয়েরা
  • dc | 52.104.61.201 | ০৬ আগস্ট ২০১৪ ১৫:১২647437
  • লিখতে ভুলে গেছিলাম, কোন ধর্মান্তকরন হয়নি।
  • dola | 102.3.97.247 | ০৬ আগস্ট ২০১৪ ১৫:১৫647440
  • মেয়েরা জিনস পরতো, তারাই বিদেশ গিয়ে হিজাব ধারণ করে র নিজেদের মেয়েদের স্কুল থেকেই হিজাব দেয়।এইসব শিশুরা কি স্বেচ্ছায় এগুলি নেয় না অব্শ্যই প্রভাবিত হয়?
  • Ekak | 24.99.221.176 | ০৬ আগস্ট ২০১৪ ১৫:১৫647439
  • ধর্মান্তরণ
    ধর্মান্তরিকরণ

    ধর্মান্তকরন হলে তো ল্যাঠাই চুকে যেত :)
  • dc | 52.104.61.201 | ০৬ আগস্ট ২০১৪ ১৫:২০647441
  • জিন্স পরুক বা হিজাব পরুক, যা মনে চায় পরলেই হলো! (আশা করি বিপ দুঃখ পাবেন না)।
  • সিকি | ০৬ আগস্ট ২০১৪ ১৫:৩৬647443
  • "বা" কীজন্য? জিনসের ওপরেই তো হিজাব পরে। ফাটাফাটি দেখতে লাগে।
  • dd | 132.183.246.82 | ০৬ আগস্ট ২০১৪ ১৫:৩৮647444
  • পড়ুন পড়ুন। জানুন বুঝুন

    পচ্চিম বংগে দলে দলে মুসলিম বিজেপিতে মেম্বর হচ্ছেন। ক্যানো ? ক্যানো? মোদী ম্যাজিক ?

    এবং এতে করে কি বিজেপির প্রবলেম হচ্ছে? আর এস এস কি চিন্তিতো? নাকি উর্দু ভাষী মুসলিমের থেকে আলাদা হতেই বাঙালী মুসলিমদের এই প্রচেষ্টা?

    http://www.thehindu.com/todays-paper/tp-opinion/lotus-bloom-in-west-bengal/article6285332.ece

    লাঞ্চ খেয়েছেন তো? এবার মন দিয়ে পড়ুন।
  • nisheeth | 125.249.238.70 | ০৬ আগস্ট ২০১৪ ১৬:৪০647445
  • মুসলিম মেয়েরা বেশীরভাগই হিজাব পরে স্বইচ্ছায়। ওরা মনে করে ড্রেসটা কমপ্লিট হয় হিজাব পরলে। ওরা পরিষ্কার বলে না পরলে অস্বস্তি লাগে। এটা অনেকটা এরকম - একটি মেয়ে অনায়াসে জিন্সের ওপরে টিসার্ট পরে ঘুরতে পারে কিন্তু শাড়ী পরে বুকের আঁচল না দিয়ে চলাফেরা করতে সংকোচ বোধ করে, ব্লাউজ পুরো কোমর পর্যন্ত হলেও। হিজাব ও ওদের সেরকম মানসিক স্বচ্ছন্দ দেয়।
  • PM | 233.223.157.181 | ০৬ আগস্ট ২০১৪ ১৬:৫১647447
  • বাঙ্গালী তথা ভারতীয় মুস্লিমদের উচিত মধ্য প্রাচ্যের মুস্লিম সংস্কৃতির মুখপেক্ষী না থেকে সংস্কৃতিকে/ধর্ম কে লোকালাইজ করা। প্রথম স্টেপ স্থনীয় ভাষায় কোরান পড়া। অনেক সমস্যার সমাধান হবে।

    [সংস্কৃতে মন্ত্র পড়ার-ও বিরোধীতা হয়েছে। থাইল্যন্ড-এ বৌদ্ধরা দেখেছি পালী ভাষায় মন্ত্র পড়ে। অথচ বৌদ্ধরা পালী ভাষায় মন্ত্রপাঠ চালু করেন অবোদ্ধ সংস্কৃত থেকে মুক্তি পেতে কারন পালী তখন কথ্য ভাষা ছিলো।]

    মুস্লিমদের বুঝতে হবে মধ্যপ্রাচ্যের ধ্বজাধারীরা তাদের আপন নয়। দক্ষিণ এশিয়ার মুস্লিমদের কি চোখে দেখা হয় তার একটা উদাহরন---

    Saudis told not to marry women from Pakistan, 3 other states

    Saudi men have been prohibited from marrying women from Pakistan, Bangladesh, Chad and Myanmar, says a report in Makkah daily quoting Makkah Police Director Maj Gen Assaf Al-Qurashi.
  • ... | 177.124.124.21 | ০৬ আগস্ট ২০১৪ ১৯:১৯647448
  • "আপনার কী মনে হয়?"

    আমার কেন জানিনা মনে হচ্ছিল কেউ বা কারা একটা বড় ঝামেলা শুরু করতে চাইছে। এই ঘটনা সেই প্ল্যান এর ই একটা পার্ট।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ১৯:২৯647449
  • হতে পারে।
    মীরাট, মুজঃফরপুর এসব জুড়ে ইলেকশনের পর দুই সম্প্রদায়ে সংঘর্ষ অনেক বেড়ে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস একটা সার্ভে করেছে। অধিকাংশ ক্ষেত্রে কারণ হল দুই ধর্মস্থানের লাউড স্পীকারের ডেসিবেল নিয়ে ঝগড়া।
  • PM | 233.223.157.76 | ০৬ আগস্ট ২০১৪ ২০:৩১647450
  • পঃ বঃ এক্ষেত্রে এক হাই রিস্ক স্টেট। একদিকে খুল্লম খুল্লা সংখ্যালঘু তোল্লাই অন্য দিকে তার প্রতিক্রিয়ায় সংখ্যগুরু মৌলবাদের উত্থান। মাঝে বাম্পন্থীরা হাওয়া বা নিষ্ক্রিয়।

    দ্রুত ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে কিছু ঘটনা ঘটাতে হবে যাতে ভোটের দ্রুত মেরুকরন হয়।

    ৫ বছর আগেও মনে হয় নি এরকম একটা আগ্নেয়গিরির ওপোর বসে আছি।
  • Ranjan Roy | ০৬ আগস্ট ২০১৪ ২২:১০647451
  • পিএম,
    ভাবাচ্ছেন!
  • a x | 138.249.1.206 | ০৬ আগস্ট ২০১৪ ২৩:০৬647452
  • আমার বাবার বন্ধু, দাদার মতই ছিলেন, তিনি বিয়ে করেছিলেন মেম, সেকালের অনেক ডাক্তার করতেন যেমন। জেঠিমার আগের বিয়ের এক কন্যাসন্তান ছিল। সেই মেয়ে যখন নিজে বামুন বিয়ে করতে যায়, তখন ছেলের বাড়ি থেকে হেবি ঝামেলা হয় ম্লেচ্ছ মা বলে, কিসব নানাবিধ নিদান হাঁকে পুরুত "শুদ্ধ" করার জন্য। সমস্যার সহজ সমাধান জেঠু করেন অতকাল যা করার কথা ভাবেননি, নিজের মেয়ের মতই মানুষ করা মেয়েকে আইনত অ্যাডপ্ট করেন। জেঠু ছিল বাঁড়ুজ্যে, কাজেই সব দোষ স্খালন। ঃ-) এই জেঠু সুশীতল রায়চৌধুরীর কাছের বন্ধু ছিলেন, টানা ৪৮ ঘন্টা টেবিল ল্যাম্পের নীচে ইন্টেরোগেশন হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন