এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লটনের ছাগল

    Abhyu
    অন্যান্য | ১৮ আগস্ট ২০১৪ | ১৪৪০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 52.104.33.202 | ২০ আগস্ট ২০১৪ ২৩:৪৪649465
  • যদি পরজন্ম থাকে তবে যেন এইরকম ছোটবেলা পাই।এতটা না হলেও চলবে শুধু কবিতাবলা সন্ধে গুলো চাই।আর এই বেলাটা শেষ হলেই যেন টুপ করে মরে যাই।
    এই লেখার পর আর কোন কথা হয় না।
  • sosen | 218.107.71.70 | ২১ আগস্ট ২০১৪ ০০:২৮649466
  • ব্যাংদি কেনো সারাদিন লেখে না! কেনো অন্য কাজ করে সময় নষ্ট করে? ও বিভীষণদা!
  • nina | 78.37.233.36 | ২১ আগস্ট ২০১৪ ০৭:২৭649467
  • বেঙি ---:-)))))))) জব্বর লিখছিস---লটনের মটন---একটু বেশি করে লেখ দিকিনি
  • bong kim | 37.1.221.98 | ২১ আগস্ট ২০১৪ ০৭:৩৮649468
  • রেকর্ড কইর‌্যা যাই এক্কেরে মেসমেরাইজড।
  • নেতাই | 131.241.98.225 | ২১ আগস্ট ২০১৪ ০৯:৩৮649469
  • ফাটাফাটি হচ্ছে
  • নেতাই | 131.241.98.225 | ২১ আগস্ট ২০১৪ ০৯:৪১649470
  • জল পড়ে পাতা নড়ে র পর এতো ভালো সাবলীল কবিতা আর শুনিনি- বধিব লটন, খাইব মটন।
  • | ২১ আগস্ট ২০১৪ ১০:১৬649471
  • এরাই ব্ল্যাঙ্কির পূর্বপুরুষ। ব্ল্যাঙ্কি একবার পাহাড়ী ছাগলের ফোটো তুলে ক্যাপশান দিয়েছিল 'মাটন' আর একবার সায়নের ছবির ছাগলকে কেটে খেয়ে প;হেলতে চেয়েছিল।

    এমন একখান বর্ণিল ছোটোবেলার স্বপ্ন আমি দেখতাম। আমার কল্পনায় অনেক অনেক ভাল ভাল স্নেহময়ী দিদা, দাদু মামা, মাসীরা ঘুরেফিরে আসত।

    ব্যাঙ হতচ্ছাড়ীটা লেখে না কেন????
  • | ২১ আগস্ট ২০১৪ ১০:২৭649472
  • পূর্বপুরুষ নয়, ভুল বলেছি ওটা পূর্বসুরী হবে।
  • সায়ন | 212.21.227.85 | ২১ আগস্ট ২০১৪ ১১:৫০649473
  • আমি ভাবলাম দমদি পূর্বপুরুষ কেটে ব্ল্যাঙ্কির পরপুরুষ লিখবে :-P
    আর হ্যাঁ, ব্ল্যাঙ্কি একটা স্মার্ট দেখতে পাহাড়ি ছাগল একবার ছবি থেকে খেয়ে ফেলতে চেয়েছিল। এটা ক্ষমা করিনির থ্রেডে যাবে।
  • byaang | 132.178.250.33 | ২১ আগস্ট ২০১৪ ১২:৩৫649475
  • এই এলাম।
  • সায়ন | 212.21.223.86 | ২১ আগস্ট ২০১৪ ১২:৫৪649476
  • বেশ বেশ। মটনের জন্য একবস্তা কাঁঠালপাতা রইল।
  • b | 135.20.82.164 | ২১ আগস্ট ২০১৪ ১৩:০৯649477
  • ইয়ে, ব্যাং বেশ ক্লিফ্হ্যাঙ্গারে ঝুলিয়ে কেটে পড়েন কিন্তু।
  • byaang | 132.178.250.33 | ২১ আগস্ট ২০১৪ ১৩:৩৮649478
  • ঝুমাকে ভয়ে ভয়ে বলি, "ভুল হয়ে গেছে, আর বলব না।" ঝুমা অভয় দিয়ে বলে "ভুল না। খুব ভালো হয়েছে এটা। বধিব লটন, খাইব মটন। তুই ভালো ছড়া বানাস তো!" হঠাৎ পিছন থেকে একটা হা হা করা হাসির আওয়াজ শুনে ঘাড় ফিরিয়ে দেখি ঝুমার ছোটকাকু (মানে আমার ছোটনদাদু, দিদার মাসতুতো ভাই তো, তাই আমারও ছোটনদাদু, কিন্তু আমার মায়ের বয়সী, তাই আমার দাদু বলতে লজ্জা করে বলে আমিও মায়ের মত ছোটনমামা বলি বাড়িতে, সামনে থাকলে কিছুই বলি না) কখন এসে চুপি চুপি আমাদের পিছনে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন, আমরা টেরই পাই নি।

    ছোটনমামা বলেন, "দারুণ বলেছিস। দাঁড়া আমিও একটা বানিয়ে বলছি এক্ষুনি।" বলেই ছাদের অন্যদিকে ছাদের ঘরের উপরের ছাদটায় ওঠার চেষ্টা করে ছাদের ঘরের দরজার খাঁজে খাঁজে পা রেখে। ছোটনমামা মুখে চেপে ধরে রেখেছে সরু করে রোল করে পাকানো লাল-নীল সেলোফিন আর ঝাঁটার কাঠি, আর আরেক হাতে একটা মোটা বাঁশের লাঠি আর একটা বালব। কার্তিক মাস তো এসেই গেল। আকাশপ্রদীপ দিতে হবে না! ছোটনমামা কেমন তরতর করে এক হাতে লাঠি আর বালব ধরে দরজার খাঁজে পা রেখে উপরে উঠে গেল, দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আকাশপ্রদীপ আমার খুব ভালো লাগে। দিদা বলেছে আকাশপ্রদীপের আলো দেখেই ঠাকুর হয়ে যাওয়া বড়রা নেমে এসে আমাদের ভালো চেয়ে যান। বিকেলের পরে আসা রোদে বাবার জন্য খুব মনকেমন করে। আমাদের কোলকাতার বাড়ির ছাদে তো কেউ আকাশপ্রদীপ দেয় না, তাহলে বাবার মা-বাবা কেমন করে বাবার কাছে আসবে?

    ঝুমা আমার পাশ থেকে চেঁচিয়ে বলে, "এবারে শুধু একটা লাইট? গতবছরের মত চারটে বালব দেবে না, চার রঙের সেলোফিন দিয়ে?" ছোটনমামা ঝুমার কথার উত্তর না দিয়ে, বাঁশটাকে বাঁধতে বাঁধতে বলেন, "নাতনি, দেখ তো আমার ছড়াটা কেমন হয়েছে?" (ইচ্ছে করে আমার নাম ধরে ডাকে না, আমাকে নাতনি বলে ডাকতে নাকি মজা লাগে!) ছাদের ঘরের উপর থেকেই চেঁচিয়ে চেঁচিয়ে বলেন, "তোরটা তো দুই লাইনের, আমারটা চার লাইনের। শোন তবে, -
    করিয়া যতন,
    রাঁধিয়া মটন,
    খাইবে ছোটন,
    কাঁদিবে লটন।"
  • byaang | 132.178.250.33 | ২১ আগস্ট ২০১৪ ১৩:৫০649479
  • আমার মুখ থেকে কথা সরে না, ঝুমা হাততালি দিয়ে বলে "খুব ভালো, খুব ভালো", ছোটনমামা আমাকে জিজ্ঞেস করেন, "কী রে! ভালো হয়েছে?"

    আমার হঠাৎ খুব লজ্জা করে। লজ্জায় ঘাড় হেলিয়ে সায় দিই। ঝুমা আর আমি এবার লটনদের বাড়ির দিকে তাকাই, ছোটনমামা যা চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, লটন শুনতে পায় নি তো? দেখি লটন ঐ খাটিয়াটাতেই শুয়ে অকাতরে ঘুমোচ্ছে, মানে যাকে বলে ভোঁসভোঁস করে ঘুমানো। কিন্তু এটা বললে মা রাগ করে। আর লটনের ছাগলটা কী অদ্ভুত একটা ছাগল! সে খাটিয়ার নীচে মুখ ঢুকিয়ে লটনের লুঙ্গির নীচের পাড়টা চিবোচ্ছে।
  • byaang | 132.178.250.33 | ২১ আগস্ট ২০১৪ ১৪:০৬649480
  • এমন সময় নীচ থেকে রাঙাদিদা ডাক দেন "ছোটন, ওদের নিয়ে নেমে আয় এবার! শোভন বাড়ি ফিরবে।" শোভন মানে আমার দিদা। দিদার নাম তো শোভা, কিন্তু দিদার বাড়ির বড়রা আদর করে দিদাকে শোভন বলে ডাকে। ঝুমা এক ছুটে নীচে নেমে যায় "দাঁড়াও মেজপিসিকে আরেকটু থাকতে বলি" বলতে বলতে।
    আমি হাতের থালার দিকে তাকিয়ে দেখি, গজাগুলো সব শেষ, মোয়াগুলো-ও সব শেষ, শুধু নাড়ু এখনো তিনটে রয়ে গেছে। একটা সাদা চিনির নারকেল নাড়ু আর দুটো সিরির নাড়ু। সাদা চিনির নারকেল নাড়ুটা মুখে পুরে দিয়ে চারিদিকে একবার তাকিয়ে নিই। ঝুমা তো আগেই নেমে গেছে, ছাদের ঘরের উপরের ছাদে ছোটনমামা ব্লেড দিয়ে একটা ইলেকট্রিকের তার ছুলছে মন দিয়ে, নীচে লটন খাটিয়ায় ঘুমোচ্ছে, আর ছাগলটা লুঙ্গি চিবোচ্ছে।

    হাতগুলো নিশপিশ করে ওঠে, বদ ইচ্ছেটা বড্ড জ্বালায়, মনের মধ্যে থেকে সিস্টার মনিকার শয়তানটা বলে ওঠে, "আধখানা সাবান খেতে পেরেছিল, আর সিরির নাড়ু খেতে পারবে না? তাছাড়া এই ছাগলটাকে খাওয়ার জিনিস তো কেউ খেতেই দেয় না, তাই তো বেচারাকে হয় পাল, নয় লুঙ্গি এসব খেয়ে খিদের জ্বালা মেটাতে হয়। কত কষ্ট!" আহা, কারুর কষ্টের কথা শুনে কি আর তাকে খেতে না দিয়ে থাকা যায়! টুপ করে একটা সিরির নাড়ু ফেলে দিই ছাগলটার মুখের সামনে। শয়তানের জয় হয়।
  • byaang | 132.178.250.33 | ২১ আগস্ট ২০১৪ ১৪:১৭649481
  • ভেবেছিলাম ছাগলটা সিরির নাড়ু পাওয়া মাত্রই চিবিয়ে খেয়ে নেবে। কিন্তু একী! এ ছাগলটা কেমন ছাগল! জাহাজের পাল খেয়ে নিতে পারে, আর সিরির নাড়ু খায় না! একবার চেটে আর চিবোল না!

    ঝুমা দৌড়াতে দৌড়াতে উঠে আসে, "মেজপিসিকে রাজি করিয়েছি, আর আধ ঘন্টা থাকার জন্য" বলতে বলতে। আমি কৃতকর্মের অনুশোচনায়, শয়তানের প্রলোভনে পা দেওয়ার পাপে হতবুদ্ধি হয়ে ঝুমাকে বলেই ফেলি, "আমার হাত থেকে একটা সিরির নাড়ু পড়ে গেছে।" ঝুমা অভয় দিয়ে বলে, "ওতে কিছু হবে না। আর এবারের সিরির নাড়ুগুলো যা শক্ত হয়েছে! দেখি কোথায় পড়েছে?"

    ঝুমাকে দেখাই ছাগলের সামনে পড়ে থাকা সিরির নাড়ুটা। ঝুমা আমার থালা থেকে অন্য সিরির নাড়ুটা তুলে নিয়ে বলে, "দেখি তো আমি দিলে ছাগলটা আমার দেওয়া নাড়ুটা খায় কিনা?" বলেই ছুঁড়ে দেয় অন্য নাড়ুটা ছাগলটার মুখের সামনে। এবারেও ছাগলটা দ্বিতীয় নাড়ুটাকে চেটে ফেলে রাখে, চিবোয় না। আমি আর ঝুমা দুজনে দুজনের মুখের দিকে তাকাই, দুজনেরই ভয়ে মুখ শুকিয়ে গেছে। লটন উঠে যদি খাটিয়ার সামনে সিরির নাড়ু কোত্থেকে এল বলে চেঁচামেচি করে?
  • de | 69.185.236.53 | ২১ আগস্ট ২০১৪ ১৪:২৭649482
  • সিরির নাড়ু কি তিলের নাড়ু?
  • সায়ন | 212.21.223.86 | ২১ আগস্ট ২০১৪ ১৪:৪১649483
  • বোধহয় লবাতমুন্ডি টাইপের কিছু।
  • সিকি | 135.19.34.86 | ২১ আগস্ট ২০১৪ ১৪:৪৬649484
  • এই রে! সিরি বুঝি নি, এখন লবাতমুন্ডি আরওই বুঝলাম না। ক্যামন হিনী পাচ্ছে পড়ে থেকে।
  • byaang | 52.104.61.54 | ২১ আগস্ট ২০১৪ ১৫:৫৬649486
  • দে, না। তিলের নাড়ু না। ডিটেলে বলছি, তার আগে এই উপরের পাপিষ্ঠ দুটোকে বিদেয় করো তো এখন থেকে।
  • byaang | 52.104.61.54 | ২১ আগস্ট ২০১৪ ১৬:০৪649487
  • দে, ছোটবেলায় বানাতে দেখার স্মৃতি আবছা যতটুকু মনে পড়ে, তার উপর নির্ভর করে লিখছি। পরে দিদাকে জিগিয়ে কনফার্ম করব।

    বেসন দিয়ে সরু সরু গাঠিয়া মত বানিয়ে ভেজে সেটা হাতে করে ভাঙতে হয় ছোট ছোট করে। তারপর সেইগুলো গুড়ের পাকে দিয়ে তারপর নাড়ু বানাতে হয়। আরো কিছু দেয় হয়তো কিন্তু, সেই সব আর আমার মনে নেই। পরে দিদার থেকে রেসিপি নিয়ে লিখে দেব।
  • Suhasini | 213.99.206.243 | ২১ আগস্ট ২০১৪ ১৬:৫০649488
  • দেখেছো, এতক্ষণ ধরে ঠিকই ভাবছিলাম। আমদের বাড়িতে বলে ঝুরির নাড়ু। একেকবারে খুব শক্ত হত... দাঁত ভেঙে যাওয়ার যোগাড়।
  • de | 190.149.51.67 | ২১ আগস্ট ২০১৪ ১৬:৫৭649489
  • না, এই নাড়ু খাইনি - সান্দার এই মুন্ডিও কি তাই? কত রকমের নাড়ু যে আছে!!

    ব্যাং, খুব ভালো হচ্ছে - তাপ্পর?
  • kumu | 52.104.32.175 | ২১ আগস্ট ২০১৪ ১৭:১২649490
  • লুঙ্গি খাওয়ার জন্য ছগলকে গাঁদার মালা পরিয়ে দিলস্ম।
  • সায়ন | 212.21.223.86 | ২১ আগস্ট ২০১৪ ১৭:১৮649491
  • আমি কিছু লিখলেই ব্যাঙদি খুন্তি গরম করতে দেবে, যদিও লবাতমুন্ডি আসলেই অসভ্য কিছু নয়, পুজোআচ্চায় লাগে, দশকর্ম্মা ভান্ডারে পাওয়া যায়, নানারকম রঙের চিনির একটা বস্তু যার দু'টো পার্ট - ১) লবাত অর্থাৎ লম্বা উঁচু টাওয়ারের মত একটা অংশ আর ২) মুন্ডি মানে ঐ চিনিরই একটা গোলক যা নাড়ুর মত দেখতে, লবাতের মাথায় বসানো থাকে।

    (সিকি, হাসি পেলে অফলাইনে হাসবি আমাকে খবর্দার কেস খাওয়াবি না)
  • byaang | 132.178.250.33 | ২১ আগস্ট ২০১৪ ১৭:৩৩649493
  • লটনের ছাগল গল্পটি অনিবার্য কারণে এখানেই সমাপ্ত করতে বাধ্য হইলাম।
  • Tim | 188.91.253.21 | ২১ আগস্ট ২০১৪ ১৭:৩৩649492
  • সত্যি কুমুদির কি বায়াস! উলঙ্গ হয়ে যাচ্ছে তবু ভালো, লুঙ্গি যেন না পরে।

    ব্যাংদি, ফাটাফাটি হচ্ছে। ঃ-)
  • de | 190.149.51.67 | ২১ আগস্ট ২০১৪ ১৭:৩৩649495
  • ও - মঠের মতং ঃ)
  • byaang | 132.178.250.33 | ২১ আগস্ট ২০১৪ ১৭:৩৩649494
  • সমাপ্ত করিতে
  • Tim | 188.91.253.21 | ২১ আগস্ট ২০১৪ ১৭:৩৪649498
  • !!!?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন