এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লটনের ছাগল

    Abhyu
    অন্যান্য | ১৮ আগস্ট ২০১৪ | ১৪৪০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 117.3.196.87 | ২৩ আগস্ট ২০১৪ ০১:৫৩649232
  • ব্যাং,খুব ভালো লাগছে পড়তে।লিখতে থাকো।
  • Abhyu | 78.117.213.187 | ২৩ আগস্ট ২০১৪ ০৩:০৫649233
  • name: h mail: country:

    IP Address : 213.99.212.224 (*) Date:22 Aug 2014 -- 09:42 PM

    আমার বড় জেঠু, দুটি মৃত ছাগল এবং তৎকালীন বঙ্গ সমাজ।

    আমার এক জ্যাঠামশাই একবার সেদ্ধ হয়েছে কিনা টেস্ট করতে গিয়ে একটা গোটা ছাগল একা খেয়ে ফ্যালেন, শেষে নৌকা থামিয়ে অনেক তোড় জোড় করে আরেকটি কচি পাঁটা কিনে তাকে রাঁধা হয়, রাতের খাওয়া হতে হতে যাকে বলে রাত্রি দ্বিপ্রহর। এবং তখন আবার উনি না খেলে মাঝিরা লজ্জা পাবে এই লোকচিন্তায় বসে অল্প ভাত আর মাংস খান। আর দু বাটি তাল ক্ষীর খেয়ে কোন মতে পিত্ত রক্ষা করেন। দ্বিতীয় পাঁটার অংশ ভাগ মাঝিরা পেয়েছিলেন, কিন্তু তালের ক্ষীরের কিচু পেয়েছিলেন কিনা এ ব্যাপারে পারিবারিক ঐতিহাসিক রা নীরব। এবং আরো জঘন্য ব্যাপার হল, যাত্রা শেষে তাঁর পিশিমার বাড়িতে গিয়ে যাত্রা পথের ক্লান্তি দূর করার জন্য অসংখ্য লুচি ও এক জামবাটি বোঁদে খান। ইনি বেশি বয়সে পূর্নিয়ায় গিয়ে দ্বিতীয় বিবাহ করেন, এই সেই বিবাহ অনুষ্ঠানেও ইনি আজকাল আর বেশি খান না বলে মাত্র কেজি খানেক মিষ্টি দই ও গোটা তিরিশেক রসগোল্লা খান। ডেথ বেডে , বুজে আসা গলায়, এক বাটি লাল লংকা বাটা দিয়ে একটু কচু সেদ্ধ খেতে চেয়েছিলেন। এবং অবশেষে তিন বাটি বড় কচু বাটা সেই লংকা বাটা দিয়ে কোনো মতে দাঁতে কেটে, সজ্ঞানে ওদিকে পাড়ি দেন।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.224 (*) Date:22 Aug 2014 -- 09:55 PM

    বাই দ্য ওয়ে আমার এক কাকু, বুদ্ধ ভট্টাচার্জ্যর কাকুর মত তার ও নাম সুকান্ত্র, উনি বড় হয়ে একটু চোর মতো হয়েছিলেন, তো উনি ছোটোবেলায় খুব মজার ছিলেন। উনি এই গল্পটি শুনে একটি লেজেন্ডারি মন্তব্য করেন, তখন ষাটের দশকের শেষ ভাগ, জোড়া পাঁটা বলে কোনো মাপ হয় না, আর জোড়া বলদ হলে কংগ্রেস হয়।

    name: Ishan mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:22 Aug 2014 -- 10:07 PM

    আমার বাবার গপ্পোটা অন্য। সেটা উনিশশো সতচল্লিশ সালের কথা। বাবার একটি প্রিয় পোষা ছাগল ছানা ছিল। তার নাম বাবা আমাকে বলে যায়নি। শুধু এইটুকু বলেছে, যে, সে বাড়ির বাকিদের দুচোখের বিষ ছিল। এমনকি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যখন সব ট্রেন বাসের ভাড়া ফ্রি হয়ে গেল একদিনের জন্য, তখনও তার দেখভাল করতে কেউ রাজি হয়নি। বাবা তাই তাকে গুচ্ছের কাঁঠালপাতা দিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে ঘুরতে বেরিয়েছিল। সারাদিন টই-টই, স্বাধীনতার মোচ্ছব। বাড়ি ফিরে এসে দেখা গেল, সারাদিন কাঠফাটা রোদে বাঁধা থেকে ছাগলছানাটি আর নেই। বাবা নাকি খুব কেঁদেছিল। বাবার কাঠফাটা শক্ত মুখের দিকে তাকিয়ে আমার অবশ্য সেটা বিশ্বাস হয়নি।

    name: kumu mail: country:

    IP Address : 52.104.32.102 (*) Date:22 Aug 2014 -- 11:05 PM

    আমার গল্পে ছাগল ,গরু ভেড়া কিছুই নেই।
    খুব ছোটবেলায় আমি ও আমার দুইভাই (দে এদের একজনকে চেনে)মা ও মাসীর সাথে কোন আত্মীয়দের বাড়ী বেড়াতে যাই ও কিছু করার নাপেয়ে ও খেতেটেতে দিচ্ছেনা বলে ছাদে উঠি।
    ছাদ থেকে দেখি উঠোনে রোদে খাটিয়া পেতে আমাদের এক দাদু ঘুমোচ্ছেন।তাঁর নাক থেকে ঘোর ঘোর ঘ্রাই ঘ্রাউ নানা আওয়াজ আসছে আর ভুঁড়ির দুগাছা সাদা লোম তুর্তুর নড়ছে।তার আগে আমরা ওরকম খোলা জায়গায় কাউকে ঘুমোতে দেখিনি।তই ভাইরা ছদের টব থেকে ফুল তুলে ওনার গায়ে ছুঁড়তে লাগলো।আমি এসবের মধ্যে নাথেকে একটা নবকল্লোলের পাতা উড়ছিল সেইটের ছবিগুলো দেখতে লাগলাম।।
    একটু পরেই নীচ থেকে অমানুষিক গর্জন ও কার হাউমাউ শোনা গেল আর মেজোমাসী এসে আমাকে কান ধরে নীচে নিয়ে গেল।
    ঐ বাড়ীতে একটি জড়বুদ্ধি মেয়ে ছিল।সে হঠাৎ বাইরে এসে ফুলের মধ্যে দাদুকে দেখে জেডা মইরা গেসে গিয়া বলে কেঁদে ওঠে ও দাদু জেগে উঠে নিজেকে ফুলশয়নে দেখতে পান।

    name: Lama mail: country:

    IP Address : 160.107.178.10 (*) Date:22 Aug 2014 -- 11:15 PM

    একদা আমরা ভ্রাতৃদ্বয় ছাগল বিষয়ক কিছু গবেষণার প্রয়াস পেয়েছিলাম।

    একটা ছাগলের পেছনে প্রাণপণ ছুটে তাকে ধরাশায়ী করা হল। তারপর যে চোখটা আকাশের দিকে সেটার ওপর একটা কাঁঠালপাতা চাপা দেওয়ামাত্র সে নিশ্চল, নিথর। পরে মা বলল যে ওদের চোখ কোনোভাবে বন্ধ করতে পারলে ওরা ধরে নেয় ওরা ঘুমিয়ে পড়েছে।

    name: kumu mail: country:

    IP Address : 52.104.32.102 (*) Date:22 Aug 2014 -- 11:28 PM

    আমাদের পোষা ছাগল ছিল,তার নাম ছিল ভুচু।সে কিন্তু সব খেত-দাদুর ডাক্তারী বই থেকে আলুর্চপ সব।আমার কাকা তার নামে গান বেঁধেছিলেন
    ভুচিয়া ভুচু ভুচুংকুচু/গুঁতাইয়া দে ঘুন্টুমুচু।
    ভীষণ বাঁজখাই গলায় এই গান গাইতে গাইতে কাকু ছাগলকে মুড়ি দিচ্ছেন,নিজেও খাচ্ছেন -এখনো চোখে ভাসে।

    name: h mail: country:

    IP Address : 127.194.229.26 (*) Date:22 Aug 2014 -- 11:39 PM

    দীর্ঘ মুড়ি চিবোনোর সুখে আমার চোখ বুজে আশতো বলে আমাকে ছোটো বেলায় ছগল, যুবা বয়সে গরু ও প্রৌঢ়ত্ত্বে বলিবর্দ্দ বলে ডাকা হয়। আমাদের বাড়ির বড় রা একটু বরিশাইল্যা গ্রামীন ও সরল সাধাসিধে, পেটের কথা মুখে না এনে পারেন না, ইনডাইরেকট্লি কথা কন।

    name: byaang mail: country:

    IP Address : 132.172.203.100 (*) Date:22 Aug 2014 -- 11:48 PM

    আমি এবার সেই ছাগলের গল্পটা বলবই বলব।

    ব্যাঙাচির অন্নপ্রাশনের কদিন আগে মায়ের সঙ্গে গেছি মানিকতলায়। ব্যাঙাচির নতুন বালিশ, পাশবালিশ , ছোটো তোশক এসব করাতে বালিশ-বিছানার দোকানে। তো দোকানের লোক বললে "কাল থেকে দোকান বন্ধ থাকবে, এখনই দোকানের পিছনে কারখানায় চলে যান, হাতে হাতে করিয়ে নিন।"

    সামনেই ইদ, মহালয়া, গান্ধীজয়ন্তী আরো কী কী সব ছুটি একটানা ছিল। আর কারখানা মানে একটা বারো বাই বারো ঘর। আমি দাঁড়িয়ে আছি, মা একটা টুলে বসে আছে, আর কারিগর তুলো ধুনছে। আর ঘরের কোনায় একটা এত বড় ধুমসো রামছাগল বসে আছে। আর তার সামনে এত এত নানারকমের আনাজ - বরবটি, টমেটো, গাজর কী নেই! সে ননস্টপ খেয়েই চলেছে আর কারিগরও এক মনে তুলো ধুনে চলেছে। আর ছাগলের গায়ের গন্ধে আমি ওড়না নাকে চেপে আর মা আঁচল নাকে চেপে অপেক্ষা করছি।

    বোর হতে হতে মাথায় কুচিন্তা এল। জিগালাম , "ছাগলটা আপনার? কী নাম? মানে ছাগলটার কী নাম?"

    কারিগর উত্তর দিল "আমার ছাগল। নাম রাখি নি। ছাগল বলেই ডাকে সবাই।"

    মা দেখি মুখে আঁচল চেপে থর থর করে কাঁপছে, মানে হাসছে।

    আমি আবার জিগালুম, "তা এ যে এত খাচ্ছে, শিগ্গিরি একে কাটা হবে বুঝি?"

    মা লাফিয়ে এসে আমার মুখ প্রায় চেপে ধরে আর কি! বলে "ছি ছি! ও কী কথা! ও ওনার পোষা, কত আদরের ছাগল!"

    কারিগর মাথা নেড়ে বলে "না দিদি ঠিকই বলেছেন। আর দুদিন পরেই কাটব, এখন খাইয়ে নিচ্ছি।"

    মায়ের দিকে একটা "হল তো?" চাউনি দিলুম।
  • byaang | 52.104.62.88 | ২৩ আগস্ট ২০১৪ ০৭:৫৯649234
  • এমন সময় ছাগলটা যাচ্ছেতাই রকমের বিকট আওয়াজ করে ডেকে উঠল, অম্নি লোকটা তুলো পেটানোর ঐ লম্বা জিনিসটা (কী একটা যেন বলে) দিয়ে ছাগলটার পিঠ আর গলা চুলকে দিতে লাগল।

    মা অবাক হয়ে কাতর গলায় লোকটাকে বলল "আহা, ওর কথাও তো আপনি বুঝতে পারেন, আপনার খুবই আদরের বুঝতেই পারছি। পোষা জীবের মায়া বড় মায়া। ওকে ছেড়ে আপনি থাকবেন কী করে!"

    মায়ের কথার উত্তরে লোকটা বলল "ওকে তাহলে খাইয়ে খাইয়ে এমন গতর তৈরি করলাম কি এমনি এমনি?"

    মা তখন ছাগলটাকে রক্ষা করার প্রচেষ্টায় ব্যাকুল হয়ে বলল "আর আপনি যে ওর মনের কথা পড়তে পারেন, সেটাই বা কম কী!"

    লোকটা বলল"ও বহুত বদ ছাগল আছে। রাতবিরেতে ওরকম করে চেল্লায়। একদিন এইটা দিয়ে আচ্ছাসে প্যাঁদানি দিয়েছিলাম। তারপর থেকে ওরকম চেল্লালে আর প্যাঁদাতে হয় না, চুলকে দিলেই চিল্লানি থেমে যায়। আর অত যে কথা বলছেন মাসিমা, নবমীর দিন মাংস-ভাত খাবেন না?"

    এবার মা গুম হয়ে বসে থাকে।আমি হেসে খুন হই।
  • | ২৩ আগস্ট ২০১৪ ০৯:০৫649235
  • :-)))))
    ব্যাঙের জীবনে কি প্রচুর ছাগল?
  • Abhyu | 78.117.213.187 | ২৩ আগস্ট ২০১৪ ০৯:২৪649236
  • আচ্ছা দমুদির এই প্রশ্নটা শুনলেই বা বিভীষণ কি বলবেন?
  • kiki | 127.194.70.15 | ২৩ আগস্ট ২০১৪ ০৯:২৬649237
  • অভ্যু,
    ঃ)))))))))))

    বেঙীই বা কি ভাববে? হো হো হো হো হি হি হি হি।
  • Tim | 102.46.98.175 | ২৩ আগস্ট ২০১৪ ০৯:২৮649238
  • উফ্ফ এতক্ষণে সবকটা গল্প পড়লাম। ছাগলের একটা গল্প আছে আমারো। পরে লিখছি।
  • Tim | 102.46.98.175 | ২৩ আগস্ট ২০১৪ ০৯:৩০649239
  • ওরকম করে বললে গুরুর লোকেরাই বাকি ভাববে? সবাইই তো একরকম করে ব্যাঙদির "জীবনে" আছে। বি স্পেসিফিক দমদি। ঃ-)
  • | ২৩ আগস্ট ২০১৪ ০৯:৩৪649240
  • নাঃ সবকিছু অত খুলেমেলে বলতে নেই বাছা।

    কথা হল, বিবীষণ কি সুষেণের মন্তব্যটা পড়েছেন? উনি কি ব্যাঙকে অন্তত সাংসারিক দায়দায়িত্ব থেকে একটু অব্যাহতি দিয়ে খানিক লেখার সময় বের করে দেবেন? তাইলে বাংলাসাহিত্য এবং ছোট কুচোমানুষগুলোর অনেক উবগার হয় তো।
  • Abhyu | 78.117.213.187 | ২৩ আগস্ট ২০১৪ ০৯:৩৫649242
  • তোরা আমার 22 Aug 2014 -- 11:52 PM পোস্টটা মিস করে যাচ্ছিস।
  • Abhyu | 78.117.213.187 | ২৩ আগস্ট ২০১৪ ০৯:৩৮649243
  • দমুদি, মন্তব্যটা বিবিশনের চেয়ে দ্য ব্যাঙাচির স্কুলের দিদিমণিদের পড়া বেশি দরকার, খবর নিতে গেলেই তো শুনি আজ ব্যাঙদির রোমের প্রজেক্ট তো কাল আসিরিয়ার তো পরশু হেলিকপ্টার বানানোর।
  • | ২৩ আগস্ট ২০১৪ ০৯:৪৫649244
  • উদিকে আবার একজনের জন্য ইলিশমাছের কালোজিরে কাঁচালঙ্কা দিয়ে ঝোল তো আরেকজনের জন্য আবার চিকেন কোর্মা --- এইসব রান্নাবান্নাগুলো বিভীষণ করে নিলে আর ব্যাঙাচির হোমওয়ার্কটা দেখে নিলেই তো ব্যাঙ দুই চারঘন্টা হাতে পেয়ে যায়।
  • aranya | 78.38.243.218 | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৪৭649245
  • 'ছাগলে কি না খায়' - এই আপ্তবাক্যটি নিয়ে বরাবরই সন্দেহ ছিল। এদ্দিনে নিশ্চিত হলাম, ডাহা মিথ্যে কথা। ছাগল-দের চরিত্রহননের চেষ্টা।
    ছাগলে মোটেই সব কিছু খায় না, যেমন সিরির নাড়ু
  • kumu | 52.104.32.155 | ২৪ আগস্ট ২০১৪ ০৮:৫২649246
  • একমাত্র আমি গোড়া থেকে লটনদাদু বলে আসচি।
    ছাগলকেও কাকা পিসে দাদা কিছু একটা বলা উচিত।তার আত্মসম্মানবোধ এত তীব্র যে প্রতিপক্ষের বানানো নাড়ু খায় না,সিরির নাড়ু হলেও না।
  • byaang | 52.104.61.136 | ২৪ আগস্ট ২০১৪ ০৯:০০649247
  • ঃ)))
  • de | 24.97.205.11 | ২৪ আগস্ট ২০১৪ ২১:৪৭649248
  • এই সব শক্তপোক্ত নাড়ুর ব্যবহারের জন্য একটা নাড়ুকামান বানিয়ে ফেলা উচিত!

    সবার ছাগলের গপ্পোগুলো কি ভালো! ছাগল সম্বন্ধে গুরুর্লোকের একটা ফ্যাসিনেশান টের পাবা যাচ্চে!
  • Abhyu | 78.117.214.27 | ২৪ আগস্ট ২০১৪ ২২:৩৪649249
  • name: sinfaut mail: country:

    IP Address : 90.3.254.53 (*) Date:24 Aug 2014 -- 09:37 PM

    আমার এক পরিচিত ছোটবেলায় কোন এক আত্মীয় বাড়ি গিয়ে এক ছাগলের সাথে বন্ধুত্ব করে তাকে আবার বাড়ি ফিরে এসে চিঠি লিখেছিল।

    name: kc mail: country:

    IP Address : 198.70.41.219 (*) Date:24 Aug 2014 -- 09:41 PM

    আমার মাসির বাড়িতে ছিল এক মেড়া। ভেড়া নয়। মেড়া। তার নাম ছিল মোহন। তো সেই মোহন কে আমিও চিঠি লিখেছিলাম।
  • nina | 78.37.233.36 | ২৬ আগস্ট ২০১৪ ০৬:২৪649250
  • আহা ছাগলের গপ্পগুলিও কি সুস্বাদু --তাইলে কি এবার গুরুর লোগোতে একটি কচি ছাগলও অ্যাডিট হবে?
    হুতো কি বলে?

    বেঙি --লটনের গপ্প শেষ হইল ক্যামনে --- তুই সেই ছাগলের বিশেষ খাদ্যটি যারে কয় পাল তার হদিস কবে কখন পেলি--বল্লি কোথায় অ্যাঁ?
  • শিং | 126.193.135.174 | ২৬ আগস্ট ২০১৪ ১২:০৫649251
  • ব্যাং দিদির লেখা পড়ে আমি ভাউয়া ব্যাং হয়ে গেলুম। কি দুর্দান্ত কি আর বলব। এইসব লেখা ছেড়ে ওই পাজি শারদীয়াগুলো নোংরা নোংরা কেচ্ছা গপ্পো কেন লেখে? ব্যাং দিদি আমাকে পুষবে বা দত্তক নেবে গো এট্টু? তুমি রাজি হলেই আমি শিং বদলে ব্যাঙ্গাচি হতে রাজি আছি। তুমি আমার জ্যান্ত লীলুপিসি।
  • Rit | 213.110.246.23 | ২৬ আগস্ট ২০১৪ ১৩:৫০649254
  • অসম্ভব সুন্দর।
  • T | 24.139.128.15 | ২৬ আগস্ট ২০১৪ ১৪:০৭649255
  • ব্যাং দি পূজাবার্ষিকীতে লেখে না কেন? ক্ষমাহীন অপরাধ।
  • sch | 192.71.182.106 | ২৬ আগস্ট ২০১৪ ১৪:২০649256
  • কারণ ব্যাং দিদি আবাপের দালালদের ধরতে পারবেন না। না লেখেন ক্ষতি নেই - আমরা তো পড়তে পারছি,। আবাপে লিখতে শুরু করলেই তো মোটা অভীক কোটা ধরিয়ে দেবে - তিন মাসে একটা ছোট গল্প, ছ'মাসে একটা উপন্যাস, তিন বছরে একটা ধারাবাহিক।

    না ব্যাং দি এরকম ই থাকুন - তবে এই লেখাটা ঋভুর পড়া খুব দরকার।
  • byaang | 52.104.61.22 | ২৬ আগস্ট ২০১৪ ১৪:৫৩649257
  • এসসিএইচ ,
    এটা কী বললেন? গুরুর অনেকেই তো আবাপর বিভিন্ন পত্রিকায় লিখে থাকেন, পূজাবার্ষিকীতেও। তাঁরা সবাই আবাপর দালাল ধরে লিখে থাকেন, এমনটা একেবারেই মনে করি না।
  • byaang | 52.104.61.22 | ২৬ আগস্ট ২০১৪ ১৫:০১649258
  • তাঁদের লেখার গুণেই তাঁদের লেখা প্রকাশিত হয় আবাপর বিভিন্ন পত্রিকায়।
  • ঈশ্বর গুপ্ত | 105.211.168.238 | ২৬ আগস্ট ২০১৪ ১৫:১২649259
  • হাঁড়িকাঠে ফেলে দেই ধরে দুটি ঠ্যাঙ
    এমন সময় বাদ্য বাজে ড্যাডাং ড্যাডাং
    এহেন পাঁঠাকে যে বলে বোকা
    সেই শুধু বোকা নয় ঝাড়ে-বংশে বোকা
  • sch | 192.71.182.106 | ২৬ আগস্ট ২০১৪ ১৫:৩৫649260
  • আমিও ঠিক জানি না তারা আগে আবাপ এ লিখতেন পরে গুরুর পাঠক কুলকে টেস্টবেড হিসেবে ব্যবহার করেন নাকি গুরুতে লিখতে লিখতে আবাপে লেখেন- কোনো ব্যক্তি বিশেষের নাম নিতে অপারগ। তবে আমার বক্তব্য শুধু আপনার জন্যেই - সেটা জনেরেলাইজ না করাই ভাল
  • byaang | 52.104.63.187 | ২৬ আগস্ট ২০১৪ ১৬:০৪649261
  • শুধু আমার জন্য হলেও মুশকিল। ঃ) বেশ কিছু বছর আগে আমিও যে আবাপর এক পত্রিকায় (টিটিআইএস) নিয়মিত লিখতাম, কোনো দালাল না ধরেই। ঃ)
  • sch | 192.71.182.106 | ২৬ আগস্ট ২০১৪ ১৬:০৫649262
  • টেলিগ্রাফ ইন স্কুল আর স্টেটস্ম্যান ইন স্কুল পড়তাম - ওগুলো তো পূজো সংখ্যা না - তাই ওসব প্রপস লাগতো না
  • sch | 192.71.182.106 | ২৬ আগস্ট ২০১৪ ১৬:০৭649263
  • স্টেটস্ম্যান ইন স্কুল মানে Voices
  • byaang | 52.104.63.187 | ২৬ আগস্ট ২০১৪ ১৬:১৪649265
  • তার মানে আজ থেকে তেরো-চোদ্দ বছর আপনি আমার লেখা পড়ে থাকবেন। ঃ)) তবুও পূজাবার্ষিকীতে লিখতে গেলে দালাল ধরতে হয়, এটা মানতে পারলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন