এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | 172.136.192.1 | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৫৯653344
  • এইসময়ে লোকজনের প্রতিক্রিয়া দেখে আমার কিন্তু তেমন কিছু খোরাক লাগলো না এক শীর্ষেন্দু বাদে।
    এইটুকু দ্বিধা তো থাকবেই।

    বরং 'প্রেসিডেন্সি কলেজের এক ছাত্র' নাকি বলেছেন 'যারা রাস্তায় চুম্বন করে ছবি তুলে 'ডোন্ট কেয়ার' ভাব দেখায় তারা সুমনের গান বোঝে বলে মনে হয় না'
  • একক | 24.99.214.118 | ০৭ নভেম্বর ২০১৪ ০০:০৮653355
  • আচ্ছা রবাহুত , শীর্ষেন্দু আকন্ঠ প্লেটোনিক ; উনি বিশুদ্ধতাবাদী হবেন এটা খোরাক লাগলো কেন ? এক্সপেকটেড তো ! :))
  • rabaahuta | 172.136.192.1 | ০৭ নভেম্বর ২০১৪ ০০:০৯653366
  • হ্যাঁ, এক্সপেক্টেড তো বটেই।
  • Atoz | 161.141.84.164 | ০৭ নভেম্বর ২০১৪ ০০:৫০653377
  • মাঝখান থেকে ঐ আগের আন্দোলনটা কেমন যেন ঝাপ্সা হয়ে গেল। এখন নতুন ব্যাপার শুরু হয়েছে। ঃ-)
  • sm | 233.223.159.253 | ০৭ নভেম্বর ২০১৪ ০১:০২653388
  • A -z কে বড় ক।
    ওয়ান লাইনার টা অসাধারণ।
  • তাপস | 126.203.166.121 | ০৭ নভেম্বর ২০১৪ ০১:১৭653399
  • সচলের গপ্পো পড়ে দিব্যচক্ষে দেখতে পেলুম শ্যালিকা মোহন বাবু দলবল নিয়ে হনোলুলু বাগিয়ে আইনের দরজায় আঘাত করছেন ।
  • Atoz | 161.141.84.164 | ০৭ নভেম্বর ২০১৪ ০১:৩৪653410
  • বুঝ্লেন এস এম, মাঝে মাঝে সন্দো হয় এই যে নৌটঙ্কিগুলো একের পর এক চলতে থাকে, সার্দা, কলরব, চুমু, ভগা জানে এর পর কী-এগুলো আসলে কোনো কভার আপ।
    দ্রি কে মিস করি, অবশ্য দ্রি আন্তর্জাতিক সব ব্যাপার নিয়ে রহস্যভেদ করতেন, এইসব স্থানীয় ব্যাপারে কি আর বলবেন?
  • জটাশঙ্কর ওঝা | 99.0.166.128 | ০৭ নভেম্বর ২০১৪ ০১:৩৮653421
  • সারদাকে এই দলে ফেলা কি ঠিক হল?
  • Atoz | 161.141.84.164 | ০৭ নভেম্বর ২০১৪ ০১:৪৫653432
  • ওটা চাপা দিতেই পরের নৌটঙ্কি চলে এলো, তাই ওকেও এই লাইনে বলতে হলো। এদিকে এই লাইন তো আরো অনেক দূরে চলে গেছে, পিছোতে গেলেও কুল পাবেন্না, এগোতে গেলেও না। ঃ-)
  • কল্লোল | 125.242.128.35 | ০৭ নভেম্বর ২০১৪ ০৬:১৬653444
  • জসও / পিটি।
    ঐ যে কাকাশ্রী নিদান হাঁকলেন - "ক্লাশও করবো আবার আন্দোলনও করব এই যদি চিন্তা হয়, তবে আন্দোলনের ভাষা তো চুমু খাওয়াই হবে।"
    এটি গাঁঠ্গামো মনে হলো। ক্লাশ করার সাথে আন্দোলনের কি অপসম্পোক্কো? যদিও ছাত্ররা ক্লাশে রোলকলে সাড়া দিচ্ছে না।
    কাকাশ্রী মনিপুর ভুলে গেছেন। এই ভারতেই নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন মহিলারা - ভারতীয় সেনাবাহিনীর হাতে ধর্ষিত ও খুন হওয়া মনোরমার ঘটনায়। তারপরেরেও "এই যদি চিন্তা হয়, তবে আন্দোলনের ভাষা তো চুমু খাওয়াই হবে।" একে গাঁঠ ছাড়া আর কিছু বলা যায় কি?
    কাকাশ্রী এখথা বলেছেন ছাপার অক্ষরে। আমি ওনার মুখে কথা বসাই নি। হাতের কাছে নগ্ন হয়ে প্রতিবাদ জানানোর উদাহরণ থাকতেও "তবে আন্দোলনের ভাষা তো চুমু খাওয়াই হবে।" - এটা বেশ গাঁঠামো। বিশেষতঃ যখন মনিপুরের প্রতিবাদী নঙ্গতার বেলায় উনি যতদূর মনে পড়ে বিরোধীতা করেন নি, বা বলেন নি - তবে আন্দোলনের ভাষা তো নগ্ন হওয়াই হবে।

    এখানে আমি বা পাই যা বলিনি, তাই আমাদের মুখে বসালো হয়েছে।
    "মজার ব্যাপার হল পাই বা কল্লোলের স্ট্যাণ্ড - ওনারা বটঠাকুর তাই ভুল বলতে বা করতে পারেন না। বাকি সবাই বোকা বা প্রাচীনপন্থী"
    আমাদের "বটঠাকুর" বা "ভুল বলতে বা করতে পারেন না" - নিয়ে কিছু বলার নেই এটা ফুটকির চিন্তা। কিন্তু "বাকি সব বোকা প্রাচীনপন্থী" এটি অন্যদের প্রতি আমাদের মনোভাবের কথা বলা হয়েছে। সেটার প্রমান চাই। নইলে ক্ষমা চাইতে বলছি।
  • PT | 213.110.246.230 | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:০০653455
  • "ক্লাশ করার সাথে আন্দোলনের কি অপসম্পোক্কো?"
    সেটা তোমার মতে কোন সম্পক্ক নেই আর কাকাশ্রীর মতে আছে। এতো আর বিজ্ঞান নয় যে "জল নীচের দিকেই ধাবিত হয়" বলে প্রমাণ করার যাবে। কাজেই সেটাও একটা মত। আর যে কোন মতকেই শ্রদ্ধা করা উচিৎ বলে তুমি নিদান দিয়েছ।

    তবে আমার ছেলের আর তার কাছাকাছি বয়সের চোখ দিয়ে দেখলে কিছু পলিটিকালি ইন্কারেক্ট তথ্য উঠে আসে। স্বল্পসংখ্যক কিছু ছাত্র-ছাত্রী বাদ দিলে অনেকেরই "ইচ্ছে" ছিল ক্লাশ করার। সেটা ক্লাশ বয়কট তুলে নেওয়ার মধ্যেই প্রতিভাত। ঐ তুমুল হোক্কলরবের মধ্যেও কয়েকটাদিন বাদ ক্লাশ হয়েছে। বিশেষতঃ যেসব শাখায় ল্যাব ক্লাশের প্রয়োজন। আর ইতিহাস বা বাংলা গাছ তলায় পড়ানো যায়। কিন্তু কেমিস্ট্রি বা ফিসিক্স যায় না কারণ বোর্ডে লেখার প্রয়োজন হয়।

    রোলকলে সাড়া না দেওয়াটা টোকেনিস্ম-বাংলায় লোকদেখানো বা এক্ষেত্রে মুখ বাঁচানো বলা যেতে পারে। কাকশ্রী কতকটা ঠিকই বলেছেন-কেরিয়ার আর বিপ্লব একইসঙ্গে ধর্মে ও জিরাফে অবস্থান করার মত নয়। তবে নগ্ন হয়ে মণিপুরের প্রতিবাদ আর JU-র চুম্বন তোমার কাছে একই স্তরের মনে হওয়ায় আমি যার পর নাই বিস্মিত!!

    আন্দোলন করে কেরিয়ার জলাঞ্জলী দিয়েছে এমন ছাত্র তো অনেক দেখেছি। তবে নৈরাজ্যবাদ আশ্রয় করে কতদিন আন্দোলন করা যা তা নিয়ে আমার ব্যাপক সন্দেহ আছে।

    প.স.:আমার বক্তব্যের সঙ্গে চুমু খাওয়া না খাওয়ার কোন সম্পক্ক নেই।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.166.128 | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:২৯653466
  • কল্লোলদা আমি আপনাকে নয় ডিডিদার আর্গুমেন্টকে প্রশ্ন করছিলাম।
  • pi | 233.176.26.91 | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৩২653477
  • এই নিন পড়ুন, ক্ষিতি গোস্বামী থেকে ঋতব্রত , কে কী বলেছেন চুমু আন্দোলন নিয়ে।


    কালকে অসীম চ্যাটার্জীর মন্তব্য আর আজকে এগুলো পড়ে আবার মামুর এই লেখাটার কথা মনে পড়ে গেল।

    ''এই কিস অফ লাভ নিয়ে অস্বস্তির শেষ নেই। ভাবখানা এরকম, যে, বেশ তো গম্ভীর গম্ভীর জিনিস নিয়ে আন্দোলন করছিলাম, গোমড়া মুখে মিটিং মিছিল করছিলাম, তার মধ্যে এসব কী ছ্যাবলামি? এ তো পুরো রসভঙ্গ। আমরা হলাম আদি ও অকৃত্রিম আন্দোলনের দোকান, আমাদের কোনো শাখা নাই, আমাদের ডানহাতে মার্কস ও বাঁ হাতে গ্লোরিয়া স্টেইনাম, কন্ঠে জোন বেজ ও হাতে বিশ্ববিপ্লবের পতাকা, কোনটা ইস্যু ও কোনটা ইস্যু নয়, সে আমাদের অঙ্গুলীহেলনে চলবে, এই সুখের ইডেনে জ্বলজ্যান্ত আদম ও ইভ টপকালো কোথা থেকে? চুমু খেয়ে কি মানুষের আশু কোনো সমস্যার সমাধান হবে? চুমু কি খাদ্য? যদি হয়ও বা তাতে কি প্রোটিন আছে? একান্তই যদি প্রোটিন নাই থাকে, যথেষ্ট ক্যালরি আছে কি, যা ক্ষুধার্ত ভারতবাসীর পেট ভরাবে? চুমু কি দুর্নীতি দূর করবে? চুমু খেয়ে কি শ্রেণী সংগ্রাম হবে?
    খুব পষ্টো করে বলা যাক, না, এসবের কিস্যু হবেনা। মন ভরলেও ভরতে পারে, কিন্তু চুমুতে চাট্টি লালা বিনা পেটে কিছু যায়না, ও খেয়ে কারো পেট ভরেনি ও ভরবেনা। "প্রকাশ্যে চুমু খাও" আন্দোলনে শ্রেণী সংগ্রাম হচ্ছে না, দলিতের অধিকার রক্ষা হচ্ছেনা। যেমন সমকামীদের অধিকার রক্ষার আন্দোলনে শ্রেণী সংগ্রাম হয়নি। দিল্লীর নির্ভয়া-উত্তর আন্দোলন কোনো মানুষের পেটে এক কণা ভাতও জোগায়নি। বাংলাদেশের শাহবাগ হোক কি পশ্চিমবঙ্গের হোক্কলরব, কোত্থাও কোনো "মূল" সমস্যা নিয়ে আন্দোলন হয়নি। এখানেও হচ্ছেনা।
    আসলে গোলমালটা হল কোনটা মূল সেটা খুঁজে বার করাতেই। মকবুল ফিদা হুসেনের নগ্ন স্বসস্বতী আঁকার অধিকার নিয়ে আমরা চিল্লেছিলাম, এটা জেনেই, যে, ওই ট্যারাব্যাঁকা সরস্বতী এমনকি আমাদের পাড়ার পুজোতেও কোনো কাজে লাগবেনা। বাপি পালকে নিয়ে হট্টগোল এই জন্য করিনি, যে, তিনি মুখ্যমন্ত্রীকে গাল দিয়ে খুব মহৎ কাজ করেছেন, এবং গোটা ব্যবস্থার শিকড় ধরে নেড়ে দিয়ে একদম সমস্যার মূলে পৌঁছে গেছেন। আসলে এই সমস্ত ক্ষেত্রেই মূল প্রশ্নটা "ব্যক্তি" ও তার "স্বাধীনতা"র। আওয়াজটা গোঁড়ামির বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে, জগদ্দল রক্ষণশীলতার বিরুদ্ধে। এর কোনো মূল নেই, সবই তৃণমূল। যে সমাজ খাপ পঞ্চায়েত ঘটায়, সেই সমাজই অপারেশন মজনু নাম দিয়ে ঘনিষ্ঠ যুগলকে তুলে এনে চড়-থাপ্পড় লাগায়। লিভ-ইনের বিরুদ্ধে গলা গলা ফাটায়। এর কোনো শুরু বা শেষ নেই, পুরোটাই একই ব্যবস্থার অংশ।
    লিবারালরা স্থির করুন, তাঁরা নাক-কোঁচকাবেন না পক্ষে থাকবেন, সে তাঁদের চয়েস। তবে চুমু খেলে আজ যে মরাল পুলিশ থানায় নিয়ে যায়, মিনিস্কার্ট পরলে সেই মরাল পুলিশই কালকে হুড়কো দেবে। তখন, "আমরা বাপু চুমু খাবার পক্ষে নই, কিন্তু মিনিস্কার্টের পক্ষে" বলে কোনো লাভ হবেনা। মিনিস্কার্টের অধিকার "মূল", আর চুমুর অধিকার গৌণ, মেয়েদের রাত্তিরে একা একা ঘরে ফেরার অধ্কার "মূল", আর প্রেমিক বা প্রেমিকার হাত ধরার অধিকার গৌণ, নারীর নিজের শরীরের উপর অধ্কার "মূল" আর যুগলের নিজেদের শরীরের উপর অধিকারের প্রশ্ন গৌণ, এরকম হিসেব নিকেশ কিছু হয়না। এই তফাত করাটাই আসলে সেই রক্ষণশীলতার, সেই গোঁড়ামির, সেই খাপ পঞ্চায়েতের উত্তরাধিকার, যার বিরুদ্ধে আওয়াজ তোলাটা দরকার। চুমু আন্দোলনে লিভ-ইনের পক্ষের আওয়াজে সেই কথা তোলা হচ্ছে। যাঁরা তুলছেন, পুলিশি হামলার শিকার হচ্ছেন, তাঁদের এই অধমের পক্ষ থেকে চুমুর অঙ্গীকার রইল। হ্যাঁ, প্রকাশ্যেই।'
  • ranjan roy | 132.176.132.13 | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৩৩653488
  • পিটির এই পোস্টে বলার ভঙ্গি, নিজের যুক্তি সাজানো, শব্দচয়ন আমার বেশ ভালো লেগেছে। প্রকাশ্যে বলছি।ঃ)))
    যদিও আমার নিজের স্ট্যান্ড একে সমর্থনের। কিন্তু একে বিশাল কোন বিপ্লব ভাবার কোন কারণ দেখছি না।
    আর ট্র্যাডিশনাল বামেরা যৌনতার প্রশ্নে সবসময় কনজার্ভেটিভ।
    সেবার কফিহাউসের সামনে এসইউসির ছাত্রদের পথসভায় বক্তব্য শুনলাম-- গণধর্ষণের কারণ নাকি স্কুলে স্কুলে যৌনশিক্ষা ও লিবারাইজেশন।
  • pi | 233.176.26.91 | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৩৬653499
  • আজকের প্রতিদিন,
  • ranjan roy | 132.176.132.13 | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৪১653510
  • ঈশানের লেখাটাকে বড় ক।
    আচ্ছা, কোন সংগঠনের ডাক ছাড়া প্রতিবাদ করা উচিত নয়?
  • PT | 213.110.246.230 | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৫২653521
  • "আর ট্র্যাডিশনাল বামেরা যৌনতার প্রশ্নে সবসময় কনজার্ভেটিভ"
    এটা কি আমাকে বললেন?
  • ranjan roy | 132.176.132.13 | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪০653532
  • না, না। এটা আমার জেনারেল অবসার্ভেশন। আগের পোস্টগুলোর প্রেক্ষিতে।
    আর সবসময় এত লড়াই-ক্ষ্যাপা হয়ে থাকেন কেন?ঃ))))
    এই পাতায় যখন কোন বক্তব্য পোস্ট হয়েছে সেটাকে আপনি সমর্থন /সমালোচনা করতেই পারেন, কাকে বলা হয়েছে সেটা গৌণ নয় কি?
    তাই আমি আমাকে না বলা হলেও মহাউৎসাহে নাক গলিয়ে দিই।ঃ))))
  • PT | 213.110.246.230 | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৮653543
  • আসলে আপনারা আমাকে সিপুএম বলেন আর সিপুএম কিনা ট্র্যাডিশনাল বাম.... তাই!
  • lcm | 118.91.116.131 | ০৭ নভেম্বর ২০১৪ ১০:২০653555
  • ধুস্‌, পিটি পোকিতো বাম না, পোকিতো বামেরা কেউ নন্দিগাম মিছিলে হাঁটে নি।
  • PM | 233.223.159.253 | ০৭ নভেম্বর ২০১৪ ১১:০৪653566
  • এটা কি বৃদ্ধ গুরুদের স্বমেহনের পাতা? ঃ)
  • কল্লোল | 111.63.94.70 | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:০৮653577
  • পিটি - "কাকশ্রী কতকটা ঠিকই বলেছেন-কেরিয়ার আর বিপ্লব একইসঙ্গে ধর্মে ও জিরাফে অবস্থান করার মত নয়। "
    কে কোথায় দাবী করেছে যে তারা "বিপ্লব" করছে। একটা প্রতিষ্ঠানের ভিসির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। দাবী ভিসির পদত্যাগ। এর মধ্যে বিপ্লব কোথা?। এই ভিসি গেলে আর একটা ভিসি আসবে। কেউ তো বলছে না ভিসি ছাড়াই যাবি চলবে। সেটা হলে নাহয় বোঝা যেতো - প্রায় বিপ্লব। তা তো নয়। সাধারণভাবে যারা মেডিকাল বা ইঁজিনিয়ারিং পড়তে যায়, নিশ্চিতভাবে একটা কেরিয়ার মাথায় নিয়েই যায়। তারপরেও তারা আন্দোলন করে, অন্যায় অবিচারের বিরুদ্ধে। এর সাথে বিপ্লবের কি সম্পোক্কো না বুঝি না।

    আর সব কথাতেই টোকেনিজম কেন? রোলকলে সাড়া না দিলে পরীক্ষায় বসতে না দেওয়ার জোরালো ছুতো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টা এতোটাই ঝামেলার। সেটাকে টোকেনিজম বলার কি মানে কে জানে?

    স্বমেহন =Masturbate পিএম - অপূর্ব রুচি!!!
  • . | 59.207.221.132 | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:৫৫653588
  • চুমু খেতে আপত্তি না থাকলে স্বমেহনে ই আপত্তি - আমার শরীর আমার অধিকার...
  • kc | 198.70.11.29 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:০৪653599
  • স্বমেহন আবার কুরুচিকরও বলছে, লোকজনকে ডাকব নাকি?
  • # | 103.115.84.195 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:১২653621
  • হোককলরব আন্দোলন যাদবপুরের ভিসি সরানোর আন্দোলন নাকি? আমি তো ভাবছিলাম বিপ্লব শুরু হয়ে গেল! কতো পোস্টার দেখলাম রিভলিউশন লেখা, প্যারিসের সরবোনের সাথে কতো লোক তুলনা করলো, মারুতির একটা শ্রমিক কবিতাও পড়ে গেল, আরো কোথায় কোন শ্রমিক যেন সমর্থন করলো...
    এসব যাদবপুরের ভিসি সরানোর জন্য হচ্ছিল? হুজুগের তালগাছ মাইরি :D
  • ranjan roy | 132.176.229.229 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:১২653610
  • @্‌,
    ভুল জয়গায় আঙুল তুললেন।
    চুমু আর স্বমেহনে তুলনা? চুমুতে দুজন থাকে। স্বমেহন একান্ত ব্যক্তিগত।
    চুমুঃ বাবা-এবং ছেলেমেয়ে , বন্ধু-বান্ধবীদের মধ্যে-- ভালবাসার প্রকাশ। তাই প্রকাশ্য স্থানেও --। নট নেসাসারিলি সেক্সুয়াল বিহেভিয়ার।

    স্বমেহনঃ নেসাসারিলি এ পার্সোনল সেক্সুয়াল প্লীজার। তাই প্রকাশ্য স্থানে নয়।
    কাজেই চুমু ও স্বমেহন কোনটাতেই আপত্তি নেই।
    শুধু "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"।
  • ranjan roy | 132.176.229.229 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২৫653632
  • পিটি,
    'হোক্কলরব' এর বেশ কিছু ফল দেখতে পাচ্ছি তো!
    ১) পার্থবাবু নতুন তদন্ত কমিটি করলেন। তাঁরা নাকি ভিসির দিকেই অবস্থার জন্যে আঙুল তুলেছেন।
    ২) সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিপুল সংখ্যক ছাত্রছাত্রী বেসিক দাবীগুলি--যথা নতুন তদন্ত কমিটি, ভিসির পদত্যাগ,এগুলির বিরুদ্ধে ভোট দিয়েছেন।
    ৩) জুটার নেতৃত্বে অধিকাংশ অধ্যাপক ছেলেমেয়েদের পাশে।
    ৪) সহকারী উপাচার্যের ভিসির আচরণের বিরুদ্ধে পদত্যাগ।
    ৫) ভিসির দুঃখপ্রকাশ।
    ৬) হোক্কলরবের দাবী মেনে মূল অপরাধের তদন্তে নতুন তদন্তকমিটি যাতে ইকনমিক্সের ডঃ অজিতাভ থাকছেন (চ্যানেল অনুসারে)।
    ৭) ভিসির ঘোষণা করে গেটে চেকিং এর ব্যাপারে নিয়ম শিথিল করা। আপনিই নিজে দেখেছেন যে ঢুকতে গিয়ে কোন বাধা পান নি।তাতে যদুপুরের মান পুণে বা লুরুর থেকে কম হয়েছে কি না সেটা বিতর্কিত বিষয়।
    ৮) টিসির ছাত্রসংগঠনের ব্যাকফুটে যাওয়া।
    ৯) অমর্ত্য সেন, অরিন্দম চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলি ও আরও অনেকের ভিসির আমন্ত্রণ অগ্রাহ্য করা।

    একটা ছাত্রাঅন্দোলন আর কত করবে?
  • Kihim | 127.194.215.49 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২৭653654
  • হোক চুম্বন - অরিন্দমদার সাথে একমত | আন্দোলন চুমু খাওয়ার জন্য নয়‚ স্বাধিকারের জন্য | পুলিশ বা ধর্মীয় সংগঠন বা রাজনৈতিক দাদাদের বুঝিয়ে দেয়া‚ যে আমি আমার সঙ্গীর সাথে কি করবো সেটা আমরা ঠিক করবো‚ you are just nobody to teach us. তাদের কেউ নৈতিক গুরু ঠিক করে দেয়নি | বাসে‚ ট্রামে‚ বাজারে মেয়েদের সাথে ঘষাঘষি করার সুযোগ খোঁজে যারা অথবা পরিচিতির সৌজন্যের সদব্যবহার করে অশালীন ব্যবহার করে‚ এমন অনেক কেই হয়তো পাওয়া যাবে এই moral police দের মধ্যে | তাই সমাজের এই ঘোমটার আড়ালে খ্যামটা নাচার চলন শোধরানো দরকার | দুজনে ব্যক্তি পারস্পরিক সম্মতিতে সাধারণ জায়গায় কতটা affection দেখাবে সেটা তারাই ঠিককরুক | সমাজবদ্ধ প্রাণী হিসাবে সীমারেখাটা তারা আপনি ই টানবে | এতে করে হয়তো ভিক্টোরিয়া‚ নলবন‚ ইডেনের ভিড়টা ও কমবে | আর অবশ্যই কমবে পুলিশের উপরি ইনকাম |
  • Kihim | 127.194.215.49 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২৭653643
  • হোক চুম্বন - আন্দোলন চুমু খাওয়ার জন্য নয়‚ স্বাধিকারের জন্য ় পুলিশ বা ধর্মীয় সংগঠন বা রাজনৈতিক দাদাদের বুঝিয়ে দেয়া‚ যে আমি আমার সঙ্গীর সাথে কি করবো সেটা আমরা ঠিক করবো‚ য়ৌ অরে জুস্ত নোবোদ্য তো তেঅচ উস। তাদের কেউ নৈতিক গুরু ঠিক করে দেয়নি ় বাসে‚ ট্রামে‚ বাজারে মেয়েদের সাথে ঘষাঘষি করার সুযোগ খোঁজে যারা অথবা পরিচিতির সৌজন্যের সদব্যবহার করে অশালীন ব্যবহার করে‚ এমন অনেক কেই হয়তো পাওয়া যাবে এই মোরল পোলিে দের মধ্যে ় তাই সমাজের এই ঘোমটার আড়ালে খ্যামটা নাচার চলন শোধরানো দরকার ় দুজনে ব্যক্তি পারস্পরিক সম্মতিতে সাধারণ জায়গায় কতটা অফ্ফে্তিওন দেখাবে সেটা তারাই ঠিককরুক ় সমাজবদ্ধ প্রাণী হিসাবে সীমারেখাটা তারা আপনি ই টানবে ় এতে করে হয়তো ভিক্টোরিয়া‚ নলবন‚ ইডেনের ভিড়টা ও কমবে ় আর অবশ্যই কমবে পুলিশের উপরি ইনকাম ়
  • Kihim | 127.194.215.49 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২৯653666
  • এ হে , বা লা র লেখাটা কপি পেস্ট হয়ে গেল। প্রথম লাইন '-' এর পরের অংশ এক্টু বাদ দিয়ে পড়বেন , ভাই বোন সকলেরা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন