এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫২৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 11.39.60.222 | ১০ নভেম্বর ২০১৪ ১২:৫৩653335
  • এক্দম! সেলফি আর স্বচ্ছতার কি কম্বিনেশন যে বার করেছে! অথচ অভিযান শুরুর এক মাস পরে কোথাও কোন সরকারী ঘোষনা দেখলাম না যে মুন্সিপালিটির বরাদ বাড়ানো হবে বা ওয়েস্ট ডিস্পোজাল পলিসি নেওয়া হবে কিনা।
  • PT | 213.110.243.23 | ১০ নভেম্বর ২০১৪ ১৩:০৪653336
  • ওটাও তো টোকেনিস্ম-ডানপন্থী ঢপ।
  • PT | 213.110.243.23 | ১০ নভেম্বর ২০১৪ ১৩:১০653338
  • ঠিক ঠিকই লিখেছেন। চমৎকার সাজিয়েছেনও। বাক্যগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু "মানতাই নেহি" এটিচ্যুডের কারণে আর পিটিকে গাল দেওয়ার বেগে সারাক্ষণ আপ্লুত থাকায় সম্পর্ক দেখতে পাচ্ছেন না।

    "আগেই রামধনু জোট হলে বামফ্রন্ট কবেই হেরে যায়",
    "বুজিরা চক্রান্ত করেই বামফ্রন্টকে হারিয়ে দিল",
    "জনতা ছাগল সেইজন্য তিনোকে ভোট দিয়ে বামেদের হারিয়ে দিল",

    তিনটি বাক্যের নির্যাস জুড়লে এই দাঁড়ায়:
    বুজিরা ঐ রামধনু জোটের অংশ হয়ে জনগণকে ছাগল বানানোর প্রক্রিয়াতে সামিল হয়েছিল আর তাতে ২০১১-তে সফলও হয়েছে।
  • সিকি | ১০ নভেম্বর ২০১৪ ১৩:১০653337
  • নাহ, মুনসিপালিটির বরাদ্দ বাড়িয়ে কী হবে? কাজ তো ছিল হাইপ তৈরি করা। তা তৈরি হয়ে গেছে দেশজুড়ে। মোদী এখন যা বলবে তাই নিয়েই হাইপ তৈরি হবে। আগর হর এক ইন্ডিয়ান তয় করে - যেন সমস্ত ইন্ডিয়ানই খুব ইচ্ছে করেই নোংরা থাকে, কবে মোদী এসে বলবে স্বচ্ছ হও তার জন্য ওয়েট করছিল।
  • সিকি | ১০ নভেম্বর ২০১৪ ১৩:১২653339
  • আমার ফ্লোরে একটি মোদীভক্ত আছেন। তিনি স্ক্রিপ্ট লিখেছেন, স্কিট বানিয়েছেন পরিচ্ছন্নতার ওপর। কনট প্লেসের ইনার সার্কলে রাহগিরি নামে টিওআইয়ের উদ্যোগে রোজ সকালে স্ট্রিট পারফর্মেন্স হয়, সকাল সাতটা থেকে নটা। সেইখানে স্লট বুক হয়েছে ষোল তারিখের জন্য। আমার মেয়েও স্কিটে আছে সোসাইটির আরও আটটা বাচ্চার সাথে। মোদীজি বলেছেন চোদ্দই নভেম্বর থেকে স্বচ্ছতা সপ্তাহ না কী যেন চালু করতে। তারই এফেক্ট। চাচাজির জন্মদিন বলে কথা। রোববার সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়ে যেতে হবে।
  • তাপস | 233.29.204.178 | ১০ নভেম্বর ২০১৪ ১৩:৩৯653340
  • জনগণ তাহলে ছাগল হয়, কিম্বা বাঘ ! মানুষের (প্রলেতারিয়েতেরও আশা করি) প্রতি এই সম্মান নিয়ে রাজনৈতিক কথা বার্তা বলাটা ঠিক কোন ফ্রাস্ট্রেশন লেভেলে গেলে বলা যায় কে জানে?
  • PT | 213.110.246.230 | ১০ নভেম্বর ২০১৪ ১৩:৪৫653341
  • কিম্বা গাধাও।
    মোদীকে ভোট দেওয়ার জন্য মানুষ গাধাবতার হয়েছে এমনটি দাবী ছিল মোদী-সংক্রান্ত টইতে। তা নিয়ে বিশেষ পোতিবাদ-পত্তর দেখিনি তো!!
  • b | 135.20.82.164 | ১০ নভেম্বর ২০১৪ ১৩:৪৬653342
  • চুমুতেও, শেষে চুমুতেও? বুজী নামক ভাইরাস কোনো টই ছাড়ান দেয় না দেখছি।
  • তাপস | 233.29.204.178 | ১০ নভেম্বর ২০১৪ ১৩:৫২653343
  • ও, অন্যরা বলেছে বলে সেই চর্চাটাই চলছে ! বেশ বেশ ! জাস্টিফিকেশন চলুক ! এবার এটা নিয়ে হোক, যে কে আগে ছাগল বলেছে, কিম্বা কে গাধা !
  • PT | 213.110.246.230 | ১০ নভেম্বর ২০১৪ ১৩:৫৫653345
  • সেই বুজি স্টাইলে পোতিবাদ-সিলেক্টিভ।
  • তাপস | 233.29.204.178 | ১০ নভেম্বর ২০১৪ ১৪:০৪653346
  • পতিবাদ সিলেক্টিভ - তবে কিনা জাস্টিফিকেশন চলছে চলবে । জনগণ ছাগল কেননা, ওরা জনগণকে গাধা বলেছিল । পেইড ব্যাক স্টাইল ।
    যাকগে, আমি জনগণকে ছাগল বা গাধা কোনটাই মনে করি না । যারা মনে করে, তাদেরকেও গাধা মনে করি না । ছাগলও না । হতাশাগ্রস্ত মনে করি । হুএভার । আর পালাইও না । স্ট্রেট উত্তর দিতে পারি । ভুলকে ভুল বলার জন্যে একটু অনেস্টি লাগে বলেও মনে করি ।
  • dc | 11.39.60.222 | ১০ নভেম্বর ২০১৪ ১৪:০৬653347
  • চুমু নিয়ে তর্ক প্রতিবাদ এসব তো হচ্ছেই, আমার আর নতুন করে কিছু লেখার নেই। তবে একটা জিনিষ বোধায় কেউ খেয়াল করেননি বা লেখেননি, সেটা হলো কেরলে যে ছেলেমেয়েগুলো প্রতিবাদ জানাতে গেছিল তাদের কিন্তু তারিফ না করে পারিনি। কেরল বা কোচি এমনিতে ভীষন কন্সার্ভেটিভ জায়্গা। তামিলনাড়ু বা চেন্নাইও কম না, তবে কোচি ত্রিবান্দ্রাম এসব জায়্গায় ছেলেমেয়ে হাত ধরাধরি করে হাঁটছে এরকমও দেখা যায়্না। সেখানে এরকম পাব্লিকলি যারা প্রতিবাদ জানাতে গেছিল তাদের জন্য হ্যাটস অফ। যদিও ঘরে ফিরে বাঁশ বোধায় ভালোই খেয়েছে।
  • শুভ | 127.194.229.131 | ১০ নভেম্বর ২০১৪ ১৪:২৬653348
  • চানো নিয়ে আলোচনা হচ্ছে দেখছি, চেঁচানো জিনিসটা মন্দ নয় , তাতে নিজের কথাটা বেশ জোরের সাথে অন্যের কানে পৌঁছে দেওয়া যায়। তবে প্রতিক্রিয়াটা কি হবে নির্ভর করে কি বলে চেঁচানো হচ্ছে তার উপর............
    ধরুন রাম আর শ্যামের ঝগড়া হচ্ছে, এবার আপনি শ্যামের পক্ষ নিয়ে রামের উপর চেঁচালেন, শ্যামের কোন দোষ দেখলেনই না। তারপর শ্যামকে নানা রকম যাতে সে রামকে টাইট দিতে পারে, এসব করতে গিয়ে প্রতিবেশীরা চলে গেল রামের পক্ষে , এবার আপনি আবার চেঁচাতে শুরু করলেন শ্যাম দুষ্টু লোক, আপনার চেঁচানোয় বিপরীত ফল হওয়াই স্বাভাবিক।
    ইমাম ভাতা দেওয়া শুরু হওয়ায় সংখ্যাগুরুর মধ্যে ক্ষোভ জন্ম নিল, এবার তৃনমূল সে সমালোচনাকে গুরুত্ব দেওয়ার বদলে "দাঙ্গা লাগাবে, দাঙ্গা লাগাবে" বলে চেঁচানো শুরু করল, অনুপ্রবেশ তত্ত্বকে অযথা গুরুত্ব দিয়ে ওটাকে একটা ইস্যু বানিয়ে দিল, তারপর খাগড়াগড়ে প্রথমে তেমন কিছুই হয়নি, তারপর যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে চেঁচানো।
    আপনি সংখ্যালঘু মৌলবাদের অস্তিত্বই অস্বীকার করছেন, অথচ সবাই দেখছে তারা আছে, শক্তি সঞ্চয় করছে, এবার সংখ্যাগুরু মৌলবাদীদের বিরুদ্ধে আপনি যত চেঁচাবেন, তারা তত সহজে মৌলবাদের দাপাদাপিতে নিরাপত্তাহীনতায় ভোগা সংখ্যাগুরুদের নিজেদের পক্ষে টেনে নেবে
  • শুভ | 127.194.229.131 | ১০ নভেম্বর ২০১৪ ১৪:৫০653349
  • "এবার আপনি আবার চেঁচাতে শুরু করলেন শ্যাম দুষ্টু লোক, আপনার চেঁচানোয় বিপরীত ফল হওয়াই স্বাভাবিক"
    ওটা "রাম দুষ্টু লোক" হবে
  • কল্লোল | 111.59.25.193 | ১০ নভেম্বর ২০১৪ ১৫:২১653350
  • বোঝা গেলো না। ধরুন শ্যাম দোষ করেছে। কিন্তু শ্যামের বিরুদ্ধে চ্যাঁচালো যাবে না? চ্যাঁচালেই শ্যাম ক্ষমতাশালী হয়ে উঠবে!!

    শ্যাম দোষ কারেছে। কিন্তু শ্যামের বিরুদ্ধে ভুলভাল চ্যাঁচালে শ্যাম শক্তিশালী হতেও পারে। কিন্তু ভুলভাল চ্যাঁচালে।
    আর শ্যামের বিরুদ্ধে না চ্যাঁচালেও শ্যাম শক্তিশালী হবে।
  • PT | 213.110.243.23 | ১০ নভেম্বর ২০১৪ ১৫:২৪653351
  • হা... হা ... অনেস্টি....
    সিলেকটিভ পোতিবাদ ও না জানার এই এক সমস্যা....

    "মানুষ কখন ভেড়া হবে তা জানতে পার না" জাতীয় গান আমার চাইতেও অনেক বেশী পন্ডিতেরা গেয়েছেন আমার রাজনৈতিক জম্মের আগে। তিনি আবার গুরুদের গুরু ও নমস্য!!
  • dc | 11.39.61.109 | ১০ নভেম্বর ২০১৪ ১৫:৩৭653352
  • ইয়ে, মানুষ হিসেবে বেশ অপমানিত বোধ করছি :p তার থেকে শিম্পান্জি হয়ে থাকাটাই দেখছি ভালো ছিল।
  • তাপস | 233.29.204.178 | ১০ নভেম্বর ২০১৪ ১৫:৪০653353
  • জাস্টিফিকেশন - না তবু গাধা বললাম না, ছাগল না, এমনকী ভেড়াও না ! শুধু কন্টেক্স্ট বলে একটা জিনিস আছে, সেটা জেনে নিতে বললাম । বাস্তবিক, না-জানার অনেক সুবিধেও । যা গাধাদের থাকে কিনা জানি না । কিন্তু মানুষের থাকা উচিত বলে মনে হয় !
  • PT | 213.110.243.23 | ১০ নভেম্বর ২০১৪ ১৮:৩২653354
  • অঃ এখন একটা নতুন রাইডার। context মানে প্রেক্ষিত!!

    কোন এক বুদ্ধিgb---মানুষই মনে হয়--- ধর্ষণের প্রেক্ষিত বিচার করার কথা বলেছিলেন না? এনারা আবার মাও-তিনোর সঙ্গে মাখামাখি করে আছেন বহুদিন ধরেই!!
  • Ishan | 202.43.65.245 | ১০ নভেম্বর ২০১৪ ২০:৫০653356
  • পিটির সঙ্গে বাংলা ভাষায় এবং যুক্তি দিয়ে তক্কো করা ভারি মুশকিল। তাই আর গুছিয়ে উত্তর দিলাম না। সে অবশ্য পিটির দোষ নাও হতে পারে। উনি খুবই যুক্তিযুক্ত কথা বলেন, আমি বুঝিনা ও হতে পারে। ভবিষ্যতে পিটির আর আমার বোঝাপড়ায় উন্নতি হলে এই নিয়ে গুছিয়ে লিখব।
  • তাপস | 126.203.194.157 | ১০ নভেম্বর ২০১৪ ২১:৫৩653357
  • জনৈক অর্পিতা ঘোষ রেপের প্রেক্ষিত বিচারের কথা বলেছিলেন । বুজি কিম্বা নোবুজি, সেটা মোটামুটি সকলেই নিন্দা করেছেন । তিনি বুজি কিনা, কার মতে বুজি, সেসব তর্ক অবান্তর বলেই বোধ করছি । বলার যেটা, সেটা হল, তিনি যেই হোন, তিনি প্রেক্ষিত শব্দটিকে খুব খারাপ ভাবে ব্যবহার করেছেন । কিন্তু তার জন্যে রাজনৈতিক বা অন্য যে কোন আলোচনায় কন্টেক্স্ট বা প্রেক্ষিত বা পরিপ্রেক্ষিত শব্দটির ধোপা-নাপিত বন্ধ করে দেওয়া হবে, এ-ই যদি রাজনৈতিক 'প্রজ্ঞা' হয়, তাহলে সত্যিই করুণার উদ্রেক হয় ।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.166.18 | ১০ নভেম্বর ২০১৪ ২২:০৭653358
  • যাদের খুঁটিয়ে পড়ার সময় নেই তাদের জন্য, "তবে প্রতিক্রিয়াটা কি হবে নির্ভর করে কি বলে চেঁচানো হচ্ছে তার উপর।।"
  • PT | 213.110.243.21 | ১০ নভেম্বর ২০১৪ ২২:৩৭653359
  • অর্পিতার ধোপা-নাপিত বন্ধ হয়েছে এমন কোন খবর আসেনি বাজারে এখনো। আর বেশীর ভাগ বুজিই মানে যারা সরকার থেকে ধোপা-নাপিত সহ অনেক কিছু পেয়ে থাকে তারা কেউই অর্পিতার নিন্দে করেনি।

    কাজেই প্রেক্ষিতের গ্রহণযোগ্য ভেড়া আর পিটির নিন্দনীয় ছাগলের মধ্য দ্ব্ন্দ্ব চলতেই থাকবে।
  • Ishan | 202.43.65.245 | ১০ নভেম্বর ২০১৪ ২৩:০০653360
  • উফ। অর্পিতার ধোপা-নাপিত না। "প্রেক্ষিত" শব্দটার ধোপা-নাপিত। একটু পড়লেও তো পারেন। :-)
  • PT | 213.110.243.21 | ১০ নভেম্বর ২০১৪ ২৩:১৩653361
  • আরে মশাই আপনি ছাড়ান দিননা। আপনার বাংলা কমলকুমারের মত সে আমি জানি। কিন্তু আমার বাংলা নিয়েই তো আমাকে বাঁচতে হবে।

    আমার কথাটি "তিনি যেই হোন, তিনি প্রেক্ষিত শব্দটিকে খুব খারাপ ভাবে ব্যবহার করেছেন" প্রসঙ্গে লেখা।
  • rabaahuta | 172.136.192.1 | ১০ নভেম্বর ২০১৪ ২৩:১৭653362
  • 'কিন্তু তার জন্যে রাজনৈতিক বা অন্য যে কোন আলোচনায় কন্টেক্স্ট বা প্রেক্ষিত বা পরিপ্রেক্ষিত শব্দটির ধোপা-নাপিত বন্ধ করে দেওয়া হবে'

    এখানে তো প্রেক্ষিত শব্দের ধোপা নাপিতের কথাই আছে।

    সে যাই হোক, ধোপা নাপিত কারোরই বন্ধ হওয়া উচিত না। মাথায় উকুন হলে মুশকিল।
  • PT | 213.110.243.21 | ১০ নভেম্বর ২০১৪ ২৩:১৯653363
  • সেটা যে নেই সেটা কি আমি বললাম? এতো মহা মুশকিল!!
  • a x | 138.249.1.198 | ১০ নভেম্বর ২০১৪ ২৩:২২653364
  • সেটা বলেন নি, কিন্তু যেটা নেই, সেটা বলেছেন।
  • Atoz | 161.141.84.164 | ১০ নভেম্বর ২০১৪ ২৩:২৬653365
  • ক্রমশঃ ব্যাপার কোডের মতন হয়ে যাচ্ছে।
    নেই তাই বলেছেন।
    আছে তাই খাচ্ছেন।
    থাকলে পেতেন না।
    -----

    ঃ-)
  • 0 | ১০ নভেম্বর ২০১৪ ২৩:২৯653367
  • নিজের পড়ার ভুলটুকু স্বীকার করলে কি এমন হয়?! একটা ছোট্ট 'sorry'.. পরে ফের নিজের আর্গুমেন্ট লিখে দেওয়া। এটুকুই তো !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন