এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 0 | 220.245.20.170 | ০৮ নভেম্বর ২০১৪ ১৬:৪৫653168
  • উপ্স্‌ ! আগের পোস্তর আফ্‌টার্থট ঃ সেমসেক্ষের লিপ্লকও তো প্রেমজ, মানে, কাঁবা :-) তাতে তো সানি-মনা অ্যান্টিদের আরও ক্ষেপ্চুরিয়াস ছিছি। উফ :-)
  • π | ০৮ নভেম্বর ২০১৪ ১৭:০৮653169
  • এই মাত্র পাওয়া আপডেট ঃ
    #‎KissofLove‬ Urgent Update from Aami Sayan
    Just after emerging from the Metro station, the Delhi kiss of love protesters were met with Sanghi goons with their banners and slogans. The police had barricaded the KOL protesters and prevented them from going towards RSS office. Instead the policemen heckled the KOL protesters, male cops have reportedly heckled females assembled there. Also, the Sanghis had managed to break the barriers and there was physical assaults on the KOL mass from them.
    Right now, KOL protesters are trying to block the entire road.
  • 0 | 220.245.20.170 | ০৮ নভেম্বর ২০১৪ ১৭:৪২653170
  • পুলিশের গুঁতো, হেনস্থা আর তাদেরই মদতে অ্যান্টিদের অসভ্যতা - এই জুটছে - শুধু নিজেদের ভালোবাসা দেখাতে গিয়ে!
    এ কোন অন্ধকার সময়ে-সমাজে রয়েছি :-(
  • π | ০৮ নভেম্বর ২০১৪ ১৮:২৪653171
  • update: A guy called Rahul got detained, Gaurav from SFI got beaten up after kissing by plain clothed police. RSS goons broke in a no of times. Police seemed hands in glove with them.
  • রাজু | 11.39.62.198 | ০৮ নভেম্বর ২০১৪ ১৯:৩৬653172
  • এহে সাদা পোষাকের পুলিশ চুমু খেয়ে আবার পিট্টিও দিয়েছে?
  • Atoz | 161.141.84.164 | ০৯ নভেম্বর ২০১৪ ০২:২৯653173
  • রঞ্জন,
    "কৃষ্ণকান্তের উইল"এ গোবিন্দলাল জলে ডোবা রোহিণীকে জল থেকে তুলে জল বের করে ফেলার পরে শ্বাসপ্রশ্বাস ফের চালু করানোর জন্য আর্টিফিশিয়াল mouth-to-mouth resuscitation এর চেষ্টা করছিল। প্রথমে উড়িয়া মালীকে সাহায্য করতে বলেছিল, কিন্তু সে আঁৎকে উঠে বলেছিল , "মুই সে পারিবি না অবধড়"। তখন গোবিন্দলাল নিজেই করল। ঃ-)
  • lcm | 118.91.116.131 | ০৯ নভেম্বর ২০১৪ ০৮:২৭653174
  • আজকের বানী --
    How can publicly kissing on lip be more gross than kissing ass privately, which so many people are doing everyday?
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ০৯:৪৪653175
  • হ্যাঁ , হ্যাঁ, বিরোধিতা করে আর এসে এস বজরং দলের এই হাত শক্ত করাই ভালো। এভাবেই ভারতীয় সংস্কৃতি রক্ষিত হবে।

  • π | ০৯ নভেম্বর ২০১৪ ০৯:৪৬653176
  • তবে হিন্দু সেনার এই বক্তব্যটা বেশ ইন্টারেস্টিং।
    They also expressed concern about the spiritual and emotion purity of "sisters and mothers". "This isn't progress. What should be promoted is Indian culture. Kama Sutra isn't what they think. We'll have Kama Sutra Day instead of Valentine's Day," said Sena member Vishnu Gupta.

    এই পূতপবিত্র কামসূত্র দিবস সম্বন্ধে কেউ আলোকপাত করতে পারেন ?
  • dd | 132.172.26.244 | ০৯ নভেম্বর ২০১৪ ০৯:৫৮653178
  • এই বজরঙী দল,হিন্দু সেনে এঁয়াদের নিয়ে খিলি তামাসা এবার বন্ধো করুন মহায়রা।

    জানুন, এরাই কিন্তু আম্রিকান (তথা পচ্চিমা) অপোসংস্কৃতি, বৃহৎ পুঁজিবাদ, পরিবেষদুষণকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক লড়াকু শক্তি। আইসিস তালিবানেদের মতনই এঁয়ারাই এক মুক্ত ও স্বাধীন দুনিয়ার দিশারী ও ভবিষাত।

    আর আপনেরা যারা চুমুবাদী, ছোটো পোষাক পরেন, মলবিহারী, জিন্সাম্বরা- বেসিক্যালি আম্রিগান সাম্রাজ্যবাদের ছুটন্তো দালাল,তাদের উপর আমরা কিন্তু নজোর রাখছি।

    দিন আগতো ঐ।
  • PT | 213.110.246.22 | ০৯ নভেম্বর ২০১৪ ১০:০১653179
  • সেই টোকেনিস্ম.....
    এসব করে কি আর বিজেপির উত্থান ঠেকানো যাবে? আর এস এস আর বজরং-এর দাপাদাপি তো বিজেপির ক্ষমতায়নের সঙ্গে সমানুপাতিক।
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১০:০৫653180
  • এই বৃহৎ পুঁজিবাদ, পরিবেষদুষণকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক লড়াকু শক্তির সাথে বৃহৎ পুঁজিবাদ পরিবেষদুষণকারী সাম্রাজ্যবাদী শক্তির মিত্র দলের প্রাণের সখ্যতাটাও কিন্তু ভারি ইন্টারেস্টিং। ঃ)
  • PT | 213.110.246.22 | ০৯ নভেম্বর ২০১৪ ১০:০৮653181
  • সেটা কি ভাবে প্রমাণিত হল?
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১০:২১653182
  • কী আবার কীভাবে প্রমাণিত হল ? আপনাকেই বা আবার কী বললাম ?
  • Ishan | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ১০:২৪653183
  • টোকেনিজম করবেন্না। ওতে বিজেপিকে ঠেকানো যাবেনা। অতএব পাঁচিলে বসে জ্ঞানবিতরণ করুন। তাতে কোনো দোষ নাই। লিবারাল মত নিয়ে রাস্তাতেও নামবেন না। কনফ্রন্টেশনেও যাবেননা। ওতে করে আরেসেসের হাত শক্ত হবে।

    শুধু বুজিদের গাল পাড়ুন। বিজেপির উত্থানের জন্য নিজেকে বাদে বাকি সবাইকে দায়ী করুন। কক্ষনো আয়নার দিকে তাকাবেন না। তাতেই মোক্ষ।
  • PT | 213.110.246.22 | ০৯ নভেম্বর ২০১৪ ১০:২৭653184
  • ঐ "প্রাণের সখ্যতাটা" কার সাথে কার সেটা ঠিক পোষ্কার হলনা.....
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১০:২৮653185
  • ঃ)

    শাঁখের করাত হউন।
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১০:৩২653186
  • আজ্ঞে, যা ভাবছেন, সিপিএম কে বলেছি, তা নয়। সরি, পাঁচিলে বসে আরেকটা বাগযুদ্ধু করার মেটিরিয়াল দিতে পারলাম না বলে।
    আর এস এস এর সাথে সখ্যতা কোন দলের আছে সেটা আলাদা করে লেখার প্রয়োজন হবে ভাবতে পারিনি।
  • PT | 213.110.246.22 | ০৯ নভেম্বর ২০১৪ ১০:৩৮653187
  • অন্ততঃ পব-তে বিজেপির উত্থানের জন্য কে দায়ী সেটা জলের মত পরিষ্কার।

    আর সেই উত্থানএর প্রধান কারণকে বালখিল্য বোধবাধ দিয়ে যারা তোল্লাই দিয়েছিল তারা আয়না দিয়ে তৈরি ঘরে বসে নিজেদের মুখে প্রতিবিম্ব, প্রতিপ্রতিবিম্ব ইত্যাদি দেখুক। সেই সময়ে যারা পাঁচিলে বসে ছিল তাদের রাজনৈতিক বোধ অনেক বেশী স্বচ্ছ ছিল।

    সেই দিশাহারা নৈরাজ্যবাদীরা এখন ঐ হোক্কলরব জাতীয় ক্ষণিক উচ্ছাস নিয়ে অহেতুক উল্লাস দেখিয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে বোধহয়।

    "আর এস এস এর সাথে সখ্যতা কোন দলের আছে...."
    তারা আবার কবে থেকে "বৃহৎ পুঁজিবাদ, পরিবেষদুষণকারী সাম্রাজ্যবাদী শক্তির" বিরুদ্ধে ছিল? ওবামার সঙ্গে সাম্প্রতিক এত ঢলাঢলির পরেও ইতিহাসকে ঘেঁটে ঘ করার চেষ্টা করা কেন?
  • Ishan | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ১০:৪৩653189
  • আমাদের কাছে সবকিছুই "জলের মতো পরিষ্কার"। আমাদের "স্বচ্ছ রাজনৈতিক বোধ" আমাদের শিখিয়েছে, যে, জনগণ ছাগল। তাই আমরা উটকো ঝামেলায় না গিয়ে পাঁচিলে বলে বাণী দিই।
  • kc | 204.126.37.78 | ০৯ নভেম্বর ২০১৪ ১০:৫০653190
  • তার্কিকদের জন্য রইল,

  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১০:৫৯653191
  • উফ্ফ !

    এই বৃহৎ পুঁজিবাদ, পরিবেষদুষণকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক লড়াকু শক্তি = আর এস এস

    বৃহৎ পুঁজিবাদ পরিবেষদুষণকারী সাম্রাজ্যবাদী শক্তির মিত্র দল= বিজেপি

    আর এস এস -বিজেপি র প্রাণের সখ্যতা কেও ব্যাখ্যা করতে হবে ?
  • Ishan | 183.17.193.253 | ০৯ নভেম্বর ২০১৪ ১১:০২653192
  • উফ ডিম্পাউরুটি টা ভুলে গিয়েছিলাম। :-)

    আর এই "বৃহৎ পুঁজিবাদ, পরিবেষদুষণকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক লড়াকু শক্তি" টায় একটু সারকাজম আছে। ডিডির প্রথম পোস্ট থেকে শুরু করে। বলে দিলাম। নইলে এই নিয়েও আরো প্রশ্ন আসবে।
  • dde | 132.172.103.185 | ০৯ নভেম্বর ২০১৪ ১১:১৮653193
  • মোট্টে ছিলো না সার্কাজম। ছি ছি। আমি তো ফিউচার হিস্ট্রী লিখছি।

    ময়দানে আজ দুরন্ত সৈনিক, একদিকে বজরং,রামসেনে, ইঃ অন্যদিকে আলকায়দা,তালিবান,আইসিস। সুদাম সখার মতন পিছনে অভয় দিচ্ছেন লরেন বাবু। তার পাশেই মোহোন ভাগবৎ। আর উদিকে সৌদী আরবের সুলতানেরা। কুয়েত আর ইরাণের নির্ভীক ধর্মগুরুরা। এই বিশাল ঐকতানে অ্যারেঞ্জমেন্টে আছেন সিদিকুল্লা, নন মাহিষ্য কবীর সুমন ইঃ। জেগে উঠছে নতুন পৃথিবী।

    সব নিপীড়িত জনতার চোখের মণি, এই একই বৃন্তে দুটি ফুল। আর সেই ফুলের উদ্ভাসিতো আলোয় "বাবা গো, মরে গেলুম,মরে গেলুম। আমায় তুলে ধর" বলে চেঁচাইতেছে আম্রিগান সাম্রাজ্যবাদ আর যতো ভুল ভাল পচ্চিমা অপোসংস্কৃতি।

    ভাগ্যি ভালো, এ সময় ডিহি কোলকেতা কাঁপিয়ে সিপুএম আর সাম্রাজ্যবাদী মিছিল টিছিল করে নি। নইলে সেই পাট ভাঙা ধুতির হাওয়ায় আম্রিগার শেষ হাওয়াটুকুও বেইড়ে যেতো। হাঃ
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১১:২৩653194
  • কিন্তু লরেনবাবুর রোলটা নিয়ে একটু টীকা লিখবেন না ? বজরং রামসেনার সুদামসখার ওবামাবাবুর সাথে সখ্যতা নিয়ে ?
  • Arpan | 125.118.159.85 | ০৯ নভেম্বর ২০১৪ ১১:৪৫653195
  • ডিডি ঃ)))
  • PT | 213.110.247.221 | ০৯ নভেম্বর ২০১৪ ১২:২৭653196
  • হে... হে... বাণী যতই দিন-পাঁচিলে বসে বা কিম্বা পব-বাইরে থেকে মায়াপাতা ভরে...
    হগ্গলে জানে কারা বিজেপিকে শক্তিশালী করেছে পব-তে আর কারা তাদের পেছনে তাত্বিক শক্তি হতে দাঁড়িয়ে ছিল। তাদের্কেও তো কিসব খস্ড়া-তস্ড়া পাঠিয়েছেলেন জনগণের উন্নতিকল্পে-তা সেসব তো টয়্লেট পেপার হিসেবে ব্যভৃত হয়েছে বলে শুনেছি...

    রাজনীতি একটু কম বুঝলে আর বুদ্ধিমত্তা অরেকটু কম হলে এই অপকম্মটি করতেন না। এখন যতই নেজ নাড়ান, ঢিল হাতের বাইরে চলে গেছে।
    কে যেন বলেছিন, "যে যত শেখে সে তত মুর্খ হয়?"- তার বাস্তব প্রয়োগ দেখছি পব-তে। ঐ পন্ডিতম্মন্যদের জন্যেই বোধহয় পব-র রাজনীতি এখন লুম্পেনাশ্রিত হয়ে বেড়ে উঠছে।

    কাজেই এখন পিটিকে গাল দিয়ে আত্মশ্লাঘাবোধ করা ছ্ড়া আর কিস্যু করার নেই!
  • π | ০৯ নভেম্বর ২০১৪ ১২:৩৬653197
  • শুধু পবতে থামলেন কেন ? সরা ভারতে বিজেপি এল কেন তার পিছনেও এই বুজীদের ভূমিকা সম্বন্ধে লিখলেন না ? সেটা য আপনি আবিষ্কার করতে পারবেন , এ আমার সুগভীর বিশ্বাস ও আপনার ক্ষমতার প্রতি একান্ত আস্থা। দয়া করে হতাশ করবেন না।

    যাইহোক, মিত্র আর সখ্যতা টা বোঝা গেল ?ঃ)
  • ranjan roy | 132.176.200.242 | ০৯ নভেম্বর ২০১৪ ১২:৪২653198
  • হ্যান্ডবল! হ্যান্ডবল! দেখে ফেলেছি।
    আপনাকে কেউ গাল দেয় নি পিটি। গাল দেওয়া হয়েছে ছাগল জনগণকে।
    আর সিপিএমকে নিয়ে ফালতু কথা নয়। আগে বলেছিল -কালীপূজোর পরে জেগে উঠে বিশাল আন্দোলন করবে। এখন বলছে আন্দোলন নয়, ফেব্রুয়ারি-মার্চে রাজ্য সম্মেলন ও কংগ্রেসের আগে মনুমেন্ট ময়দান নাকি ব্রিগ্রেডে সমাবেশ করবে।

    তার আগে করলে বিজেপির দুর্বল হয়ে তিনোর শক্তি বৃদ্ধি হবে।
    আমাকে এক নেতা জানালেন যে এই রনকৌশলকে নিন্দুকে যতই পাঁচিল বলে ব্যঙ্গ করুক আসলে এ হল স্ট্র্যাটেজিক রিট্রিট, যা মাও করেছিলেন লং মার্চের সময় আর ভারতীয় বাহিনী করেছিল ১৯৬৩তে।
    পাকিস্তান করেছিল ১৯৬৫ তে।
    উনি এ ও জানালেন যে এই নীতি ফল দিচ্ছে।
    তিনোরা আর সিপিএম এর অফিস না ভেঙে বিজেপির অফিস ভাঙছে।
    এই নীতির আর এক নাম-যা শত্রু পরে পরে!
    এর ফলে ঘাসফুল ও পদ্ম ক্রমশঃ দুর্বল হবে সাংগঠনিক ভাবে। আর সিপিএম নিজেদের সাংগঠনিক শক্তি অটুট রেখে ( না অফিস ভাঙছে না ক্যাডার মার খাচ্ছে) ২০১৬ এ সিংহবিক্রমে ময়দানে নামবে।
    এই পরীক্ষিত নীতি জরুরী অবস্থাতেও বেশ কাজে দিয়েছিল, এখনও দেবে।
  • PT | 213.110.247.221 | ০৯ নভেম্বর ২০১৪ ১২:৪৪653200
  • অনেক ধনে পাতা লাগবে ঐ পচা মাছটিকে চাপা দিতে। অবিশ্যি শীতকালে ধনে পাতা শস্তা হয়। একটা চেষ্টা করে দেখতে পারেন।

    তবে বামেদের সঙ্গে বিজেপির যে ব্যস্তানুপাতিক সম্পক্ক সেব্যাপারে আপনাদের সন্দেহ থাকলেও থাকতে পারে। আমার নেই। সারা ভারত জুড়ে বাম বাদ দিন, এমনকি সোসাল ডেমোক্র্যাট জাতীয় মৃদু-বাম বস্তুটিও নির্মূল হয়েছে। এ ব্যাপারে সর্বভারতীয় ক্ষেত্রেবিজেপি/আর এস এস-এর উত্থানে বুজীদের তো একটা অবদান আছেই।

    নাঃ মিত্র-সখ্য়্য ব্যাপারটা বুঝিনি। আমার বুদ্ধি আপনাদের চাইতে অনেক কম সেকথা আমি বহুবার স্বীকার করেছি....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন