এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.213.26 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৩653677
  • কেসি ও ফুটকি।
    পিএম স্বমেহন করতে চাইলে আমার কিছু বলার নেই। আপাত্তিও নেই। সুরুচি-কুরুচির প্রশ্নই ওঠে না। কিন্তু পিএম বলছে -
    Name: PM IP Address : 233.223.159.253 (*) Date:07 Nov 2014 -- 11:04 AM
    এটা কি বৃদ্ধ গুরুদের স্বমেহনের পাতা? ঃ)

    অন্যে স্বমেহন করছে এখানে - "বৃদ্ধরা", পিএম নিজে নয়। অন্যের কথাকে "স্বমেহন" বলা হচ্ছে - সে কারনেই রুচির কথা তুললাম। সেটা যে আপনারা বোঝেন নি তা নয়। এতোটা বালখিল্য আপনারা নন - তবু ন্যাকামো করে মানুষ, করেই।

    আর হ্যাঁ, ফুটকি প্রমানের অপেক্ষায় আছি।

    # - তা হোককলরবে দাবীটা কি ছিলো? আপনি জানেন না এমনটা নয়। ভিসির পদত্যাগ। ক্যাম্পাসে শ্লীলতাহানীর বিশাখা গাইডলাইন মেনে তদন্ত ও সেদিন রাতে পুলিশী জুলুম ও পুলিশ কর্তৃক শ্লীলতাহানির তদন্ত। তার সমর্থনে সারা দুনিয়া জুড়ে মানুষ দাঁড়িয়েছে। তাতে তো দাবীগুলো পাল্টে রাষ্ট্র ক্ষমতা দখলের দাবীতে পরিণত হয় নি - একই আছে।
    আপনিও জেনে শুনে ন্যাকা সাজছেন।

    গুরু কেমন ন্যাকাষষ্ঠীতে ভরে যাচ্ছে।
  • PT | 213.110.246.22 | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৮653688
  • "দাবী ভিসির পদত্যাগ। এর মধ্যে বিপ্লব কোথা?"

    সত্যি? তাহলে এই পদ্য কেন?
    "আলিমুদ্দিন শুকিয়ে কাঠ/লক্ষ্য এখন কালিঘাট"?

    আর এই আন্দোলন থেকে যাতে SFI কোন "ফয়দা" লুঠতে না পারে সেই প্রসঙ্গেও JU ক্যাম্পাসে "সিদ্ধান্ত" হয়েছে-এমনই খবর (reportedly)।

    RR
    আমি হোক্কলরবের পক্ষে বিপক্ষে বিশেষ কিছু বলিনি। কিছু ঘটনা যা আমার জানা ছিল তার কিছুটা জানিয়েছি। জুটার সঙ্গে নিবিড় ভাবে জড়িত আমার এক বন্ধুর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে-সেগুলো এখানে লেখাটা খুব একটা সুখপ্রদ হবেনা।
  • ranjan roy | 132.176.229.229 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:০৬653699
  • কল্লোল,
    আজ ব্ড্ড রেগে যাচ্ছোঃ))))
    হোক্কলরব যা , হোক্কলরব তাই। এই পাতায় তুমি-আমি-রামা-শ্যামা সমর্থন করলেও, না করলেও।
    আমরা চাই বা না চাই, আন্দোলন নিজের লক্ষ্যে শনৈঃ শনৈঃ এগিয়ে যাচ্ছে, সমর্থন বাড়ছে আর রণনীতিগত সাফল্য পাচ্ছে।
    ক্লাস অ্যাটেন্ড করা অথচ ভিসির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে হাজিরা খাতায় সই না করা আমার আদৌ টোকেনিজম মনে হয় নি। বরং পরিস্থিতি অনুযায়ী চমৎকার রণনীতি।
    তাই অভিভাবকরা বিরুদ্ধে যান নি এবং জুটার নেতৃত্বে অধ্যাপকরাও পাশে।
    আমার নিজের সময়ে কোন ছাত্র আন্দোলন দেখিনি যা এত দিন ধরে সফল ভাবে নিজেদের দাবী গুলো একটু একটু করে আদায়ের দিকে এগিয়ে গেছে। প্রেসির কাকার আন্দোলনও নয়।
  • ranjan roy | 132.176.229.229 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:১৪653710
  • সে,
    দাড়িদাদুর "প্রথম চুম্বন " বলে আর একটা কবিতা আছে না?
    যাতে মনে হয় বাড়ির সিঁড়ির বাঁকে কবি প্রথম চুমু খাচ্ছেন আর সেই সময় পাখিদের কলরব যেন স্তব্ধ হয়ে গেল, কানে এল মন্দিরের ঘন্টাধ্বনি। শেষ লাইনটা সম্ভবতঃ ' আমাদের চক্ষে এল অশ্রুজল ভরি' এইরকম কিছু। দেখবেন তো!
    আমার হাতের কাছে বই নেই।
  • ranjan roy | 132.176.229.229 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:২২653721
  • কল্লোল,
    পিএম বুড়ো নয়; আমি-তুমি-পিটি বয়সের এই ক্রমে বুড়ো।
    তা ও বিরক্ত হতেই পারে যে তিনটে বুড়ো নিজেদের মধ্যে ফিসফাস গুজগুজ করছে, নিজেদের সময়ের ঘটনা ও শব্দবন্ধ নিয়ে, সান্ধ্যভাষায়।
    পিএম কে বল বিরক্ত হলে স্ক্রল করে যেতে। রেগে যেও না।

    আসলে আমার মনটা আজ খুব ভাল হয়ে গেছে।

    "জয়ঢাক" বলে একটা ১৪ বছরের পুরনো ছোটদের নেট-ম্যাগ আছে।ভাল রিডার সংখ্যা।
    ওরা এবার একটা ছোটদের জন্যে লেখা গল্প প্রতিযোগিতা করেছিল।
    তিনমাস আগে।এখন ফল বেরিয়েছে।

    গুরুর ব্যঙ্গ কবিতা লেখক প্রকল্প ভট্টাচার্যের গল্প দ্বিতীয় হয়েছে, আমি যুগ্ম-তৃতীয়।
  • Kaju | 131.242.160.210 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:২৬653732
  • দাদুর লেখা খুঁজে পেতে এখন আর বই লাগে না।

    "স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি—
    বন্ধ করি দিল গান যত ছিল পাখি।
    শান্ত হয়ে গেল বায়ু, জলকলস্বর
    মুহূর্তে থামিয়া গেল, বনের মর্মর
    বনের মর্মের মাঝে মিলাইল ধীরে।
    নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে
    নিঃশব্দে নামিল আসি সায়াহ্নচ্ছায়ায়
    নিস্তব্ধ গগনপ্রান্ত নির্বাক্‌ ধরায়।
    সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন
    আমাদের দুজনের প্রথম চুম্বন।
    দিক্‌-দিগন্তরে বাজি উঠিল তখনি
    দেবালয়ে আরতির শঙ্খঘণ্টাধ্বনি।
    অনন্ত নক্ষত্রলোক উঠিল শিহরি,
    আমাদের চক্ষে এল অশ্রুজল ভরি।"

    "শেষ চুম্বন"-টাও ফাউ দিয়ে দিলাম, ন্যান -

    "দূর স্বর্গে বাজে যেন নীরব ভৈরবী।
    ঊষার করুণ চাঁদ শীর্ণমুখচ্ছবি।
    ম্লান হয়ে এল তারা; পূর্বদিগ্‌বধূর
    কপোল শিশিরসিক্ত, পান্ডুর, বিধুর।
    ধীরে ধীরে নিবে গেল শেষ দীপশিখা,
    খসে গেল যামিনীর স্বপ্নযবনিকা।
    প্রবেশিল বাতায়নে পরিতাপসম
    রক্তরশ্মি প্রভাতের আঘাত নির্মম।
    সেইক্ষণে গৃহদ্বারে সত্বর সঘন
    আমাদের সর্বশেষ বিদায়-চুম্বন।
    মুহূর্তে উঠিল বাজি চারি দিক হতে
    কর্মের ঘর্ঘরমন্দ্র সংসারের পথে।
    মহারবে সিংহদ্বার খুলে বিশ্বপুরে—
    অশ্রুজল মুছে ফেলি চলি গেনু দূরে।"
  • de | 24.139.119.173 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:৩৪653743
  • যেখানেই যাও সেই পিটিদা, কল্লোলদা, রঞ্জনদা -- শেষে চুমুট্টইতে অব্দি এঁনারাই রাজ কচ্চেন - শেম টু নিউ জেনারেশান!
  • PT | 213.110.243.23 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:৩৯653754
  • আহা....
    এসব লেখা পড়লে কি আর লোক দেখানো চুম্বনের প্রয়োজন থাকে!!
  • ranjan roy | 132.176.229.229 | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:৫৬653765
  • কাজু,
    অনেক ধনাবাদ। বড় হলে হয় মন্ত্রী নয় ম্যাজিস্ট্রেট হবে। হবেই হবে।
    স্বীকার করি, "শেষ চুম্বন" হয় পড়িনি , নয় তখন বুঝিনি বলে মনে কোন অভিঘাত নেই।
    আবারও ধন্যবাদ।
  • question | 131.241.218.132 | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:০৩653777
  • "স্বমেহনঃ নেসাসারিলি এ পার্সোনল সেক্সুয়াল প্লীজার। তাই প্রকাশ্য স্থানে নয়।" তো নুড বিচ চলতে পারে ? "সমাজবদ্ধ প্রাণী হিসাবে সীমারেখাটা " কোথায় ?
  • Kaju | 131.242.160.210 | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:০৯653788
  • মন্ত্রী নয় ম্যাজিস্ট্রেট ! ওরে বাবা এত ভালো দুটো কবিতা দিলাম দাদুর, তার প্রতিদানে এই অভিশাপ দিলেন? একেই লোকে আমায় দেখতে পারে না দুচক্ষে ঃ(ঃ(ঃ(
  • PM | 131.241.218.132 | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:১৭653799
  • রন্জনদা, আমিও প্রায় বুড়ো। আপনাদের দলে যোগ দিতে এক পায়ে খাড়া ঃ)
  • PM | 131.241.218.132 | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:২১653810
  • আমার আগের পোস্ট-টা কালোলদার জন্যেও। রাগ করবেন না প্লিজ। একটু খুচাখুচি না হলে আর কি আড্ডা হলো ঃ)
  • pi | 24.139.221.129 | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:২৬653821
  • আলিমুদ্দিন শুকিয়ে কাঠ/লক্ষ্য এখন কালিঘাট" এর পরেও একটা লাইন জোড়া হয়েছে, তৈরি থেকো বসিরহাট।
    তো মূলত বিজেপি আর এসে এসে র মরাল গুণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদকে সলিডারিটি জানাতেই তো হোক্চুম্বন, হোককলরবের অফশুট ঃ)
  • # | 103.115.84.195 | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:৪৩653832
  • তা হোককলরবে দাবীটা কি ছিলো?

    নাথিং শর্ট অফ আ রিভলিউশন! আর সেইজন্যই তো মারুতির থেকে আসা একজন শ্রমিককে খাড়া করে শ্রমিক শ্রেনীর সমর্থ্ন খুঁজে পাওয়া গেছিল! এই দ্যাখেন http://kafila.org/2014/09/26/hokkolorob-images-from-a-jadavpur-solidarity-meeting-in-jantar-mantar-delhi/

    গুরুতেও এরকম প্রচুর পোস্ট হয়েছে, আপনি জানেন না এমনটা নয়। আপনিও জেনে শুনে ন্যাকা সাজছেন।

    আর যাদবপুরের ভিসির পদত্যাগ, গাইডলাইন মেনে তদন্ত, পুলিশী জুলুমের তদন্ত, ক্লাস অ্যাটেন্ড করা কিন্তু রোলকল না করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি যাদবপুরের ছাত্র-শিক্ষক-ভিসির নিজেদের ব্যাপার। এসব দাবী হয়তো সবই মানা হবে, ছাত্রদের জিত হবে, হয়তো আংশিক মানা হবে, স্থিতাবস্থা ফিরে আসবে। বাইরের লোকের কিছু আসে যায়্না। হোককলরবকে রিভোলিউশন বানাতে গিয়ে যে ভেজানো মুড়ি হয়ে গেছে, আপনি জানেন না এমনটা নয়।

    গুরু কেমন ন্যাকাষষ্ঠীতে ভরে যাচ্ছে।
  • ranjan roy | 132.176.229.229 | ০৭ নভেম্বর ২০১৪ ১৯:১০653843
  • আমার স্বল্পবুদ্ধি বলে যে 'হোক্কলরবের' দাবি গুলো কী কী ছিল জানতে তাদের বহু ঘোষিত দাবিপত্র ও যে ইস্যুগুলোতে ছাত্রছাত্রীরা ভোট দিল-- সেগুলোই যথেষ্ট।
    কাফিলায় তোলা "দিল্লির সমর্থনসূচক" আন্দোলনের ছবি দিয়ে বা পার্থবাবু/শংকুবাবুরা কি বলছেন তার থেকে নয়।
  • pi | 24.139.221.129 | ০৭ নভেম্বর ২০১৪ ১৯:১২653854
  • রঞ্জনদা, কল্লোলদা, হোককলরব কিন্তু শুধুই যাদবপুরের ছাত্রছাত্রীদের বা তাদের প্রতি সলিডারিটি দেখানোর মুভমেন্ট হয়েই থাকেনি। হোককলরব একটা প্রোটেস্ট সিম্বল আর কলরবকারী অনেকেই সেই জায়গা থেকেই কলরব করেছেন।
  • pi | 24.139.221.129 | ০৭ নভেম্বর ২০১৪ ১৯:১৩653865
  • মারুতি কি হিন্দমোটরের শ্রমিকে সলিডারিটি নিয়ে যাঁরা লিখেছেন বলেছেন শেয়ার করেছেন, তাঁরাও কলরবকারীই।
  • কল্লোল | 111.63.215.24 | ০৭ নভেম্বর ২০১৪ ২১:৩০653876
  • পাই। হয়তো তোর সাথে আমার এখানে মতের মিল হবে না। হোককলরব মূলতঃ যাবির ছাত্র আন্দোলন। তার সমর্থনে আমরা, ছাত্র নই যারা, (আমি অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রদের এর মধ্যে ধরছিনা, কারন তারাও ছাত্র আন্দোলনের অংশ) রাস্তায় নেমেছি। বিভিন্ন প্রতিবাদ আন্দোলনকে এর সাথে যুক্ত করতে চেয়েছি। হোক কলরব একটা সমাজ-রাজনৈতিক আন্দোলন হয়ে উঠুক চাইছি। সেটা একেবারে আলাদা একটা বিষয়। বেশ কিছু ছাত্রও তাইই চাইছে। কিন্তু দিনের শেষে এটা যাবির ছাত্র আন্দোলন। আজ যদি ভিসি পদত্যাগ করে, শ্লীলতাহানীকারকদের (পুলিশ ও ছাত্র/ছাত্র নয়) শাস্তি হয়, তো যাবির আন্দোলন থামতে বাধ্য। তখন একটা চেষ্টা হবে হোক কলরবকে একটা আকার দেবার। আমারও একসময়ে তাই মনে হয়েছিলো। কিন্তু ভাবনা চিন্তার পর আমি সেই মতে নেই। যদি হোক কলরবকে পাকাপাকি সংগঠন বানানো হয় তবে তা আবার দলতন্ত্রের গাড্ডায় পড়তে বাধ্য। সেটাও একটা ক্ষমতা কেন্দ্র হয়ে উঠবে।
    তাই আমার মনে হয় এভাবেই নানান স্বতঃষ্ফুর্ত আন্দোলন হবে এবং আর ক্রমাগত এতে সমর্থন বাড়বে। তাতে ক্ষমতা ভয় পাবে। মানুষকে সমঝে চলবে। রণকৌশল হিসাবে এর সবচেয়ে বড়ো সুবিধা - কোন পাকাপাকি সংগঠন না থাকা। আজকে কুলসুম নামে একজন নানান উদ্যোগ নিয়েছে কাল অনির্বান নেবে। পরেরবার হয়তো কৌশিকী। ক্ষমতা ধন্ধে থাকবে। গুজব এই আন্দোলনে বড়ো ভূমিকা নেবে। গুজব - সাধারণ মানুষের মিডিয়া, যাকে ধরা যায় না, সেন্সর করা যায় না। জরুরী অবস্থার কথা মনে আছে? সব সংবাদপত্র সেন্সরড। গুজব রটলো লক্ষ লক্ষ মুসলমানকে নাসবন্দী করা হয়েছে। এইসব বাড়াবাড়িতে ইন্দিরা ক্ষুব্ধ। সঞ্জয়কে সাবধান করাতে ব্রেকফাস্ট টেবিলে মানেকার হাতে চড় খেয়েছে ইন্দিরা।
    বিশুদ্ধ গুজব - লোকের মুখে মুখে ছড়াচ্ছে। কাউকে গ্রেপ্তার করে আটকানো যাচ্ছে না। সেন্সরশিপ অসহায়। ক্ষমতা অসহায়। শেষ পর্যন্ত ইলেকশন ঘোষনা করতেই হচ্ছে। এসব শুধু গুজবের কারনেই হয়েছে, এমন নয়। কিন্তু গুজব একটা বড়ো ভূমিকা নিয়েছিলো। এমনটাই হবে তেমন কোন দাবী আমার নেই। তবে হতে পারে। হলে ভালো লাগবে।
  • তাপস | 126.203.171.5 | ০৭ নভেম্বর ২০১৪ ২১:৫৯653888
  • রঞ্জনদা দেখলুম আধবুড়ো বলে যাঁরা নিজেদের ঘোষণা করেছেন, তাঁদেরও বুড়োর দলে ঢোকাতে চাইছেন । পিতিবাদ ।

    *বহুবচনের গৌরব, গৌরবের বহুবচন
  • PT | 213.110.243.22 | ০৭ নভেম্বর ২০১৪ ২২:০০653896
  • "ক্ষমতা ধন্ধে থাকবে"
    বিজেপির উত্থান দেখে তাই মনে হচ্ছে বুঝি?
  • জটাশঙ্কর ওঝা | 99.0.190.238 | ০৭ নভেম্বর ২০১৪ ২২:১২653897
  • নেটে ঈশপের গপ্পো, পঞ্চতন্ত্র এ সব মেলে?
  • kc | 198.70.11.29 | ০৭ নভেম্বর ২০১৪ ২২:১৫653898
  • মেলে
  • lcm | 60.242.74.27 | ০৭ নভেম্বর ২০১৪ ২২:২৯653899
  • পাবলিক প্লেসে চুমু খাওয়া = স্বাধীনতা, স্বাধিকার অর্জন, প্রগতিশীলতা, এগিয়ে যাওয়া...

    পাবলিক প্লেসে চুমু খাওয়ায় অস্বস্তি/আপত্তি = পরাধীনতা, স্বাধিকার হরণ, প্রগতিহীনতা, পিছিয়ে যাওয়া...
  • PT | 213.110.243.22 | ০৭ নভেম্বর ২০১৪ ২২:৩৫653900
  • হোক্কলরব নিয়ে কিছু পোস্টিং পড়ে মনে হচ্ছে তাইত কবি বলিয়াছেনঃ
    "ধন্য আশা কুহকিনী তোমার মায়ায়
    মুগ্ধ মানবের মন, মুগ্ধ পব-ভুবন!!"
  • rabaahuta | 172.136.192.1 | ০৮ নভেম্বর ২০১৪ ০০:৩৮653901
  • rabaahuta | 172.136.192.1 | ০৮ নভেম্বর ২০১৪ ০০:৪০653902
  • চুমু সিরিজ

    পথে ঘাটে চুমু খেলে পাড়াতুতো দাদা
    নুড়ো জ্বেলে হুড়ো দেবে রাজার পেয়াদা
    মুড়ো ঝাঁটা পুরে দেবে মরালের কাকু
    খাপের সালিশী হবে দিতে হবে চাঁদা

    রোল খাও ঝোল খাও ঘুষ খাও পথে
    জল জমি জঙ্গল সবার অমতে
    তোলা দাও ঝোলা দাও লিপ রেখে লিপে
    ভাবাবেগে ব্যথা দিলে দেবো গলা টিপে।
  • শ্রী সদা | 132.172.46.255 | ০৮ নভেম্বর ২০১৪ ০০:৪৩653903
  • জ্জিও। জাস্ট এই কারণেই এই চুমু ফেস্টিভালটা দরকার ছিল। সব বড় হুব্বাদের ল্যাংটো করে রাজপথে নামিয়ে দিয়েছে।
  • tai? | 131.247.233.62 | ০৮ নভেম্বর ২০১৪ ০১:১৯653904
  • "তো মূলত বিজেপি আর এসে এসে র মরাল গুণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদকে সলিডারিটি জানাতেই তো হোক্চুম্বন, হোককলরবের অফশুট" - পুরো ভুল কথা ।
    মরাল গুন্ডামির representative কি শুধু গেরুয়া ? আর আর পাতিলের ড্রেস -বিজ্ঞাপন- রেপের লিনিয়ার equation মনে নেই ?কদিন আগে up পুলিশ ও সেই তত্ত্ব আওরেছে - কালপ্রিট লিস্টে জুড়েছে মোবাইল কেও । মুলায়ামের "লড়কও সে গলতি হো যাতা হ্যায়" ভুলে গেলেন ? বা মদনের পার্ক স্ট্রিট কান্ডের পরের মন্তব্য ?অথবা কাকলির " misunderstanding in a deal with client " ? বা অনিলের " নতুন বাবু জুটেছে" ? অথবা আনিসুরের "দিদিমনির রেট কত" ?চন্ননগরের মালের হুমকি ছেড়েই দিলাম। আর ইরানে যে মেয়েটির স্টেডিয়ামে মেনস ভলিবল খেলা দেখার জন্যে জেল হয়েছে তার কথা ভুলে গেলে চলবে ?
    Sharad Yadav, JDU (March 2013): Who amongst us have not followed girls in our youth? And women don't talk to men first, we men have to follow them and get them to talk.
    Abhijit Mukherjee, Congress (December 2012): Dented-painted women protesters in Delhi went to discotheques and then turned up at India Gate to express outrage.
    Botsa Satyanarayana, APCC chief (December 2012):
    Just because India achieved freedom at midnight does not mean that women can venture out after dark.
    Dharambir Goyat, Congress (October 2012): 90% of rape cases are (a case of) consensual sex between the girl and boy.
    Om Prakash Chautala, INLD (October 2012): If girls are married off earlier it can save them from crime.
    Mamata Banerjee, West Bengal Chief Minister (October 2012): Men and women mixing freely leads to rape. It's like an open market with open options.
    Rajpal S Saini, BSP (October 2012): Why do women need mobile phones? Mobile phones only serve to distract them and have no utility for them.
    Jitender Chhatar, Khap Panchayat leader, Haryana
    (October 2012): To my understanding, consumption of fast food contributes to rape. Chowmein leads to hormonal imbalance evoking an urge to indulge in such acts.
    KK Seetamma, head, Anti-sexual harassment committee, BU (January 2012): I am against women wearing obscene clothes. With such clothes, they tempt men, and that's why they get raped.
    সব দলে আছে মরাল পুলিশ।
  • pi | 192.66.22.133 | ০৮ নভেম্বর ২০১৪ ০১:৫৩653906
  • এটা কি কেই অস্বীকার করেছে ?
    যা যা লিং আর বক্তব্য দিলেন, সেগুলোর প্রায় সবই গুরুতে আমিই শেয়ার করেছি বলে মনে আছে। অন্যেরাও করেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন