এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯১৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.97.214.146 | ২৯ অক্টোবর ২০১৫ ১৫:২৬684376
  • এটা এখন সর্বভারতীয় চিত্র। হিন্দিবলয় থেকে বাবাধাম বা দেওঘরে যাওয়া হয়। ছুটি নিয়ে সরকারি কর্মচারি ও যান , গেরুয়া রঙে ছোপানো গেন্জি ধুতি কুর্তা পড়ে বোল ব্যোম করতে করতে! ফিরে এসে আলাপ করেন আনন্দ উপলব্ধির। শ্রাবণ মাস। ডেলি কম্যুট করতে ঘাম বেরিয়ে যেত। ওরা জল নিয়ে আসে বা যায়। বাঁকে করে। তাই ওদের নাম কাঁওড়িয়া। ছোটবেলায় প্রয়াগের কুম্ভমেলায় যাবার জন্যে ট্রেনে এমন ভিড় দেখতাম।
    এখন দেখি রেলের বা কোন সর্বভারতীয় চাকরির পরীক্ষার দিন হলে বা রাজনৈতিক দলের রাজধানীতে বড় সভা থাকলে। সে কং-বিজেপি-বাম যাই হোক। অথবা বহুজন সমাজ।
  • PT | 213.110.247.221 | ২৯ অক্টোবর ২০১৫ ১৫:৩১684377
  • গেরুয়া বার্মুডার ভীড় চৈত্র থেকে শুরু হয়ে চলতেই থাকে কয়েক মাস ধরে। আর রাজনীতির ভীড়টা হয় মিটিং-মিছিলের আগের দিন বা ঐ দিন।
    হাতুড়ির বাড়ি দিয়ে দুটো ঘটনা একই রকমের প্রমাণ করে লাভ কি?
  • ranjan roy | 24.97.214.146 | ২৯ অক্টোবর ২০১৫ ১৫:৩২684378
  • সকাল বেলায় ভোর ছটায় চার মহিলা টেপ রেকর্ডার হাতে নিয়ে হরে কৃষ্ণ গাইতে গাইতে বাজাতে বাজাতে কী আনন্দ পান কে জানে!জোরে জোরে --!
    আর আছে প্রজাপিতা ব্রহ্মকুমারীর দল! প্রচন্ড জোরে কানের কাছে নাম শুনিয়ে ভোর পাঁচটায় ঘুম ভাঙায়।
    জীবনে শান্তি নেই।
  • ranjan roy | 24.97.214.146 | ২৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৮684379
  • ধরুন, একটা পেঁচি মাতাল রোজ রোজ মদ খেয়ে সন্ধ্যেয় চেঁচায়, খিস্তি করে, কাঁদে এবং ঘুমিয়ে পড়ে।
    আর একজন ভদ্রলোক এমনিতে নিপাট ভালমানুষ।মাসে একদিন মাতলামি করেন, কিন্তু সেদিন বীভৎস ব্যাপার। এখন এই মাসে একদিন ব্যাপারটা যদি একজনের জায়গায় তিন জন করেন?
    সিপিএম হয়ত মাসে একদিন। কিন্তু কং তিনো বিজেপি এস ইউ সি নকশাল --সবাইকে ধরলে?
    যিনি যতদিনই করুন, সব দিনই সমান বিরক্তি লাগে,--এটুকুই কমন ফ্যাক্টর। তার জন্যে হাতুড়ির বাড়ি! কাস্তে হাতুড়ি তারার অপমান কইরেন ন।
    আর হিন্দি বলয়ে এটা হয় শুধু শ্রাবণ মাসে, চৈত্র থেকে নয়।
  • PT | 213.110.247.221 | ২৯ অক্টোবর ২০১৫ ১৫:৫৪684380
  • নাঃ জমছে না!!
  • ঊমেশ | 118.171.128.168 | ২৯ অক্টোবর ২০১৫ ১৬:৫১684381
  • ছোটোবেলা আমাদের পাড়া থেকে দল বেধে তারকেশ্বর যেত।
    আমারও বেশ ইচ্ছে করতো, কিন্তু লোকজন সাথে নিত না, বেশ ছোটো, ২৬ কিমি হাটতে পারবে না।
    পরে যখন একটু বড়ো হলাম, আমার ধর্ম নিয়ে আলাদা মতামত তৈরী হচ্ছে, তবুও অ্যাড্ভেঞ্চারের জন্যে একবার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাকি লোকজনের ক্রেজ অনেক কমে এসেছিল। যাওয়া হয়নি।

    অনেক পরে যখন আর একটু বড়ো, ধর্মের সব কিছু ত্যাগ করেছি, তখন মায়ের চাপে (আমার নামে কিসব নাকি মানসিক করা ছিল) শেষ পর্যন্ত তারকেশ্বর গিয়েছিলাম, তবে হেঁটে নয় বাসে। আর মায়ের সাথে এই চুক্তি তে যে আমি পুজোর কোনো কিছু তে থাকবো না, শুধু মন্দির পর্যন্ত যাবো।

    আমার রীতিমত ঘেন্না লাগছিল, একটা নোংরা পুকুরে লোকজনের ভক্তিভরে স্নানের বহর দেখে। ছোটোবেলা থেকে পুকুর, ক্যানেল, নদীতে স্নান করে বড়ো হয়েছি, কিন্তু এতো নোংরা পুকুরে স্নান করতে আগে দেখিনি। আমার আর স্নান করে পুন্যি সঞ্চয় করা হয়নি।
  • | 213.99.211.18 | ২৯ অক্টোবর ২০১৫ ১৭:০২684382
  • দুধ পুকুর এখন অনেক বেটার ঃ)
  • sm | 233.223.159.253 | ২৯ অক্টোবর ২০১৫ ১৭:৪৮684383
  • টিকিট কেটে ট্রেনে চাপলে আপত্তি কেন? ট্রেন কোম্পানি কি বাঁক কাঁধে ট্রেনে উঠতে মানা করেছে? টিপিক্যাল শশী থারুর মার্কা কথা।
    রাজনৈতিক মিছিলের লোকজন তো টিকিট না কেটে জবর দখল করে কামরা ভর্তি করে যাতায়াত করে। এমন কি বৈধ যাত্রীদের ও ট্রেনে উঠতে দেয়না বা রিসার্ভ কম্পার্টমেন্ট দখল করে নেয়। এগুলো সব কুযুক্তি।
  • Blank | 213.132.214.83 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:০৩684384
  • ভেন্ডর কম্পার্মেন্টে উঠলে কোনো আপত্তি নেই।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৩২684386
  • ব্রতীন, ঠিক বলেছ, দুধপুকুরই নাম ছিল।

    হিন্দু মন্দির গুলোর সবথেকে বিরক্তিকর ব্যাপার হলো বাইরে ব্যবসা করা ডালি ওয়ালা।
    এই ব্যাপারে দক্ষিনেশ্বর, সিদ্ধিবিনায়ক, মহালক্ষী, জিবদানী সব একই আচরন করে।
    বিচ্ছিরি ভাবে হাত ধরে টানাটানি শুরু করে দেয়।
    আমার সাথে তো দু-একবার হাতাহাতি'র জোগাড়, যত বলি আমি পুজো দিতে আসিনি, ততই আরো বেশী করে টানাটানি।

    আমার সবথেকে বাজে অভিজ্ঞতা আছে কালিঘাটে। ৯২ এ যাস্ট কৌতুহল বশে তিন বন্ধু গিয়েছিলাম কালিঘাট মন্দির দেখতে। রাস্তা থেকেই পান্ডাদের উৎপাত, যত বলি আমরা পুজো দেবো না, ততই চেপে ধরে।
    প্রথমে শুরু আপনি দিয়ে, তারপর তুমি তারপর যখন বুঝে গেলো আমরা সত্যিই আগ্রহী নয় লাস্ট কথাটা ছিল "পুজো দিবি না তো কি মাগি দেখতে এসেছিস?"
    সেই শেষ, আমার আর এই জীবনে কালিঘাট মন্দির দেখা হয় নি।
  • sm | 233.223.159.253 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৩৩684387
  • আপনার আপত্তি রেল কোম্পানি কে বলুন।
  • | 213.132.214.83 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৩৭684388
  • আমি ও কালী ঘাটে এক বার ই গিয়েছুলাম । বৌর অনুরোধ ফেলতে না পেরে। সে এক দুঃসহ এক্সপেরিএন্স

    দক্ষিনশ্বরের এতো টা উৎপাত নেই।
  • | 213.99.211.18 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৪১684389
  • আরে sm সব টাই বাম -তিনো ভাবছেন কেন? বাঁক নিয়ে লোকেদের কথা ছেড়ে দিন।

    বিয়ের মরশুমে ছানা র বোঁচকা নিয়ে কাঁধে বাঁক ঝুলিয়ে ট্রেনে ওঠে দেখেছেন। তার যে সব সময় ভেন্ডারে উঠেন এমন নয়। ছানার জলে কামরা ভেসে যায়। সে এক বিচ্ছিরি ব্যাপার।

    ওনারা আবার বাম।/ তিনো দুই আমলেই একই ভাবে ছানা নিয়ে যান। খুব চাপ।
  • sm | 233.223.159.253 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৪২684390
  • একদম ঠিক কথা।কালিঘাট বিভিন্ন উপায়ে পকেট কাতার কল। দক্ষিনেশ্বরে কিন্তু কখনো পান্ডার উত্পাত দেখিনি। পুরি তেও চেনা পান্ডা থাকলে নো চাপ । কাশী তে পান্ডা না ধরলেও চলে ।দক্ষিন ভারতে পান্ডার দৌরাত্ম লক্ষ্য করিনি।
    আর পুজো দিতে না চাইলে, দোকানিরা বিশেষ ঝোলা ঝুলি করে না।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৪৫684391
  • এখন একটু কমেছে, ডালাওয়ালা দের সাইডে করে দেবার পর।
    ৯৪-৯৬ এ অবস্থা খুব করুণ ছিল।
  • sm | 233.223.159.253 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৪৯684392
  • আরে ডান বাম আমি টানবো কেন। টানলেন তো ঠাকুরদা।৮৮ ফুট মূর্তি, লুম্পেন, তিনো আমল, এসব তো ওনার আমদানি।
    আমি তো বর্ধমান সুপারে ডেলি পাসেন্জারের দৌরাম্ত দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম। দেখলাম সিটে বসা যাত্রীদের চোখের সামনে উঠিয়ে দিলো। সঙ্গে অকথ্য ভাষা চললো হাওড়া পর্যন্ত্য। প্রায় ১৫ বছর আগের কথা বলছি ।এদের কাছে বাঁক কাঁধে তারকেশ্বরে যাওয়া তীর্থ যাত্রীরা তো শিশু।
    অবিশ্যি গত দু দশক লোকাল ট্রেনে আর বিশেষ চড়িনি।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৫৮684394
  • দক্ষিনেশ্বরে না কি উৎপাত ছিল না!!
    ডালাওয়ালা না কি ঝুলোঝুলি করতো না!!!!!!

    ৯৪-৯৬ এ আমাদের প্রেম পর্বে প্রায় মাসে একবার দক্ষিনেশ্বর যেতাম। আমাদের প্রেম করার প্রিয় জায়গা গুলো একটা।
    তখন ডালাওয়ালারা মন্দিরের (বা গঙ্গার ধারে যাবার) রাস্তা তে বসতো।
    প্রায় দিন রীতিমত হাত ধরে টানাটানি শুরু করতো। হাতাহাতি করে হাত ছাড়াতে হতো
  • | 213.132.214.85 | ২৯ অক্টোবর ২০১৫ ১৮:৫৮684393
  • শুধু বর্ধমান নয় সব লাইনের কম বেশী এক গল্প। আপনি যদি নিত্য যাত্রী র জন্যে রাখা সীটে ( সেটা বই/চিরুনি,রুমাল এমন কি তাস দিয়েও রাখা থাকতে পারে) জায়গায় বসতে গেছেন তো হয়ে গেল । আপনার পিতার নাম ভুলিয়ে দেবে ঃ((
  • Bratin | 11.39.137.51 | ২৯ অক্টোবর ২০১৫ ১৯:৪৫684395
  • বেশ বেশ
    খুব ভালো উমেশ!! ঃ))
  • lcm | 60.242.74.27 | ২৯ অক্টোবর ২০১৫ ২০:৩২684397
  • কালীঘাট, কাশী বিশ্বনাথ, পুরী --- এসব জায়গায় ঘিরে ধরত গুন্ডা পান্ডা
  • Arpan | 125.117.170.157 | ২৯ অক্টোবর ২০১৫ ২১:০৮684398
  • প্রঃ বিশ্বনাথের গুন্ডা পান্ডাকে এককথায় কী বলা যায়?

    উঃ গুন্ডাপ্পা বিশ্বনাথ।
  • lcm | 60.242.74.27 | ২৯ অক্টোবর ২০১৫ ২১:১০684399
  • হা হা, এটা হেব্বি হয়েচে
  • Bratin | 11.39.137.51 | ২৯ অক্টোবর ২০১৫ ২২:২৫684400
  • এইটা যাতা দিয়েছে ঃ))
  • sm | 233.223.159.253 | ২৯ অক্টোবর ২০১৫ ২২:৩১684401
  • রিসেন্টলি ঘুরেছি দক্ষিনেশ্বর এ ডালাওয়ালারা ডাকাডাকি করেছে কিন্তু হাত ধরে টানা টানি করেনি। কাশীতেও পান্ডারা ছেঁকে ধরে নি।
    পুরীতে চেনা পান্ডা আছে বরাবরের ; হোটেল থেকে তুলে নিয়ে যায়। নাম করলে স্টেশনেও কেউ আর বিরক্ত করেনা। পান্ডার ছোঁক ছোঁক গিরি সবচেয়ে বেশি গয়ায়। ওখানে ভারত সেবাশ্রম সব ব্যবস্থা করে দেয়।
  • kc | 104.205.252.247 | ৩০ অক্টোবর ২০১৫ ০২:৪৪684402
  • তবে সইত্যর পথ থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার থেকে একটা কথা জানিয়ে যাই চুপি চুপি, কালীঘাট আর সে কালীঘাট নাই। খোল নলচে পাল্টে ফেলেছে। প্রচুর পুলিশ, পাণ্ডাদের অত্যাচার একদম উধাও হয়ে গেছে। পরিষ্কার ঝকঝক করে।
    আর সবথেকে ভাল পান্ডা হল কামাখ্যায়। কি সুন্দর ব্যবহার।
  • ঈশান | ৩০ অক্টোবর ২০১৫ ০৭:২৭684403
  • আমার পুজো নিয়ে কোনো সমস্যা নেই। তারকেশ্বরের জলযাত্রীদের নিয়েও না। অ্যাকচুয়ালি তারকেশ্বরের অর্থনীতিকে যারা অতটা চাঙ্গা করে রাখে, তাদের দূর করে দেবার কোনো মানে নেই। আমার কংক্রিট প্রস্তাব ছিল পুজো ট্যাক্স নেওয়া। তারকেশ্বর পুরসভা সেটা এমনিই নেয়, দুটাকা না কত একটা। আমার প্রস্তাব ছিল, ওটা মিনিমাম পঞ্চাশ টাকা করা উচিত, আজকের হিসেবে সেটা শখানেক টাকা হবে। এমনি এমনি না, সঙ্গে বাসে চড়ে শেড়াফুলি কিংবা অন্যত্র ফেরার একটা টিকিট ফ্রি। বাসে চড়া বাধ্যতামূলক নয়, কিন্তু ফ্রি জিনিসের মাহাত্ম এমনই যে, লোকে না চড়ে পারবেনা। চাপের কিছু না, সোমবার দিন শখানেক, আর অন্যদিন খান চল্লিশেক বাস ভাড়া করতে হবে। ভাড়া, বা টিকিটের মূল্য তারাই পাবে, এরকম কিছু একটা শর্তে। তীর্থযাত্রীরা এতে মোটেও বিক্ষোভ দেখাবেনা, তাদের ফেরা টা একটা বিরাট মাথাব্যথা। সারারাত হাঁটার পর কুকুর ছগলের মতো ফিরতে কারোরই ভালো লাগার কথা নয়। এলাকার লোকেও হাঁফ ছেড়ে বাঁচবে, ট্রেনেও ভিড় হবেনা।

    এইটি, আমি তৎকালীন পুরসভার কর্তাদের আনফিশিয়ালি বলি। তাঁরা শুনে হেসে ওড়ান। ডেলি প্যাসেঞ্জার সমিতিকেও বলেছিলাম মনে হচ্ছে, শিওর না, কিন্তু বলি বা না বলি, সেখানেও কিসু হয়নি। কারণ, হায়, আমার কথায় কেহই কোনোকালে পাত্তা দেয়নি। :-)

    দুগ্গাপুজো নিয়েও আমার প্রচুর ক্রিয়েটিভ আইডিয়া আছে। যেমন ভাসানটাকে একটা উৎসবের রূপ দেওয়া। দশমীতে দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি শোভাযাত্রা যাবে।একেকটির পনেরো মিনিট বা আধঘন্টার স্লট। নাচতে নাচতেই যাবে, সে কত্থকই নাচুক, আর ভাংরা। শ্রেষ্ঠ শোভাযাত্রা প্রাইজ পাবে। প্রতিমাগুলো না ফেলে দিয়ে জমিয়ে রাখা হবে কোনো একটা জায়গায়। দুগ্গাপুজোর ডেকরেশন আর এই শোভাযাত্রাকে ঠিকঠাক সেল করতে পারলে টুরিজমের দিগন্ত খুলে যাবে। সঙ্গে একটু সুন্দরবন জুড়ে দিলে বিদেশ থেকেও গাদা লোক আসবে, অম্যামাজন সমেত ব্রাজিলীয় কার্নিভ্যালের সমতূল্য কিছু একটা হতে পারে। তবে এটা বড়ো আকারের পরিকল্পনা। সবকিছু স্মুদ হওয়া দাকার। টুরিজমের প্যাকেজ থেকে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা অবধি। চাঁদার জুলুমবাজি বন্ধ থেকে মাইকের মাত্রা নিয়ন্ত্রণ পর্যন্ত। এটা তারকেশ্বরের মতো সোজা ব্যাপার না, কপুর দ্বারা হবে বলেও মনে হয়না। কিন্তু ঠেলেঠুলে নামাতে পারলে জমে যেতে পারে।
  • pi | 74.233.173.58 | ৩০ অক্টোবর ২০১৫ ০৭:৩৩684404
  • বল্লে হবে! এই ট্যুরিজমের আইডিয়া আমি বহুকাল আগে এখেনে দিয়েছিলুম! তবে শুনেছিলাম ওরকম কিছু হচ্ছেও নাকি। আর শুধু মূর্তি না, আরো ভাল তো প্যান্ডেলের কাজকর্ম। সেগুলোর স্যাম্পল মিউজিয়াম করে রেখে দিলে পারে। আর সেভাবে সাজালে নোঙ্গ্রা বিচ্ছিরি দেওয়াল গুলো ও এই সব দিয়ে সাজিয়ে দিলে পারে তো। মেলায় বা দোকানে বিক্কিরিও করতে পারে। করলে আমিই ঘর সাজানোর জন্য কিনে আনতুম। এত কষ্ট করে বানানো এত সুন্দর কাজকর্ম ফেলে দেয় কীকরে কে জানে। তবে কিছু বোধহয় রিসাইকল হয়।
  • ঈশান | ৩০ অক্টোবর ২০১৫ ০৭:৫৫684405
  • আমার তারকেশ্বরের আইডিয়া যখন, পাই তখনও জন্মায়নি নির্ঘাত। :-)
  • pi | 74.233.173.53 | ৩০ অক্টোবর ২০১৫ ০৮:০০684406
  • আরে তারকেশ্বর নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি পুজো নিয়ে ট্যুরিজম বলছিলাম।
  • shree daam | 11.39.137.78 | ৩০ অক্টোবর ২০১৫ ০৮:১৩684408
  • এয়ারপোর্টের কাছে ভদ্র হোটেলের খোঁজ জানেন? খুব দামী কিছু বলবেননা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন