এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯১৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:২০684476
  • বঃ
    রিপিটঃ
    তোমার বাড়িতে জোর করে কি কি করতে বাধ্য করা হয়েছিল বাম আমলে তার একটা তালিকা পেলে খুশী হব।
  • সে | 198.155.168.109 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:২২684477
  • ব কে কেন? আমাকে জিগ্যেস করুন।
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:২৪684478
  • কেন আপনি কি আজকার ব-এর হয়ে উত্তর দিচ্ছেন?
  • | 213.132.214.83 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:২৫684480
  • পিটি দা, এই বার বলতে বাধ্য হচ্ছি তুমি পাতি ভাট বকছো।

    তুমি এখন যা যা লেখো সব কি তোমার বাড়ির সামনের বা পেছনের দিকে হয়েছে?

    রাবিশ!!
  • সে | 198.155.168.109 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:২৫684479
  • না
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:২৯684481
  • না হে ব, তুমি যতই রাগ না কেন, তোমার নিজের কি দেখা-শোনাও বোঝা আছে সেটা জানতে চাইছি। তুমি কিছু বলছ না বলে আপাততঃ ধরে নিচ্ছি যে তুমি এতদিন যা বলেছ তা অন্যের মুখে ঝাল খেয়ে বলেছ।
  • sm | 233.223.157.208 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৩০684482
  • আরে একজন তো বললেন, ওনাকে জিগালে কিছু ঘটনার উল্লেখ করবেন। তো আপত্তির কি আছে?
  • PM | 116.76.134.137 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৩৬684483
  • একটা উদাহরন দি। নব্বইএর দশকে আমাদের বাড়ি দোতলা হচ্ছিলো। এক উঠতি মাস্তান বাড়ি এসে বলে গেলো আমার কাচ থেকে মাল নিতে হবে LC বলেছে। বাবা LC তে গিয়ে বল্লো, ওরা বল্লো আপনি কিনবেন না-এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পরের দিন ঐ লোক বাড়ি এসে সরি বলে গেলো।

    এটাকে দুভাবে ব্যখ্যা করা যায়-

    ১। LC র হস্তক্ষেপ সাধারন মানুষের জীবনে। এই ক্ষমতা LC র থাকলে, তার অপব্যবাহার-ও নিশ্চিত কিছু ক্ষেত্রে হয়েছে যেখানে LC বলেছে যে ঐ লোকের কাছ থেকেই আপনাদের কিনতে হবে।

    ২। কিন্তু অন্য ভাবে বল্লে, আজ যখন যদি কেউ বলে আমার কাছ থেকেই মাল কিনতে হবে , যাবার কোনো জায়গা নেই। মানে আপনাকে ওর কাছ থেকেই বাজে মাল বেশী পয়সা দিয়ে কিনতে হবে। আমদের পাড়ায় এখন ৮ টা গ্রুপ প্রোমোটারের কাছ থেকে প্রতি স্কোয়ার ফুটের হিসেবে তোলা নেয়। বালি সিমেন্টের সিন্ডিকেট আলাদা। পাড়ায় ফ্ল্যাটের দাম অস্বাভাবিক চড়া।

    ওপোরের পুরোটাই কলকাতার একটা পাড়ার অভিজ্ঞতা। রিপ্রেসেন্টেভিভ নাও হতে পরে।
  • PM | 116.76.134.137 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৩৯684484
  • দেখুন আমি আমাকে না জিগাতেও কেমন ফার্স্ট হ্যান্ড কেস স্টাডি ভিউস সমেত দিয়ে দিলাম। সে-ও দিয়ে দিন।
  • ranjan roy | 24.97.247.250 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৪১684486
  • পিটি এখন ৯০ দশকের LC র রোল প্লে করছেন।
    মাস্টারমশাই আপনি কিছুই দেখেন নি।
    তাই কেউ যেন দল না পাকায়, কারণ দল শুধু একটাই।

    পিএম,
    আপনার পোস্টের সঙ্গে ১২০% ক।
    দুঃখটা সেখানেই। আমাদের বাড়ির আগের প্রজন্মের ১২ জন সিপিএম এর মেম্বার ছিল। এখন ওরা ৬ জন বেঁচে। কেউ মেম্বারশিপ রিনিউ করছে না।
  • সে | 198.155.168.109 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৪৬684487
  • না। এখানে লিখব না ট্রমা বেড়ে যাবে। দুজন গুরুভাই জানেন। তাঁদের অফলাইন বলেছি।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | 24.96.180.237 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৪৯684489
  • রঞ্জনদাকে প্রশ্ন (জাস্ট কিউরিওসিটি) - ষোল বছর পরে কেউ আবার "নতুন" করে মেম্বারশিপ নিলে কিছু বোঝা যায়?
  • Ekak | 125.99.196.27 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৪৯684488
  • এর আরেকটা ব্যাখায় হয় পিএম । নিজের বাড়িতে বাম রাজনীতি তে যুক্ত মানুষজন না থাকলে বা সোজা কথায় দলের লোক না হলে এলসি বলতেন : জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করছেন দাদা ?

    এই বিষয়ে একচুয়ালি তর্ক করে লাভ নেই। যাঁরা বাম রাজনীতির লোক বা তাঁদের ঘনিষ্ট তাঁদের পারসনাল অভিজ্ঞতা কোনভাবেই আমাদের সঙ্গে মিলবে না যাদের বাম না হবার কারণে বাড়ির দেয়ালে নিজের রং করা থেকে গ্রিল বসানো ( ডানকুনি হাউসিং -বিরানব্বুই সাল । পার্টি ঘনিষ্ট কন্ত্রাক্তর সবাইকে গ্রিল বেচ্ছিল । আমরা নিজেদের দিসায়নে বানিয়ে নিয়েছিলুম বলে গৃহপ্রবেশ এর দিন এসে গুন্ডামি করা হয় ) থেকে কলেজের ক্যান্টিন সর্বর্ত্র (দু হাজার এক , বেলঘরিয়া মিশন , কাট্টা নিয়ে ঘুরত প্রেমিসেস এর মধ্যে ) অসহ্য দাদাগিরি মেনে নিতে হয় ।

    এখন যদি বলেন এসব এর আগেও ছিল একশবার মানব । প্রিভিয়াস কংগ্রেস আমলেও মুড়ি-মুরকির মত দাদ্গিরি-লাশ ফেলা হয়েছে । আমি তো সর্বদাই বলি বাঙালি অপরাধপ্রবন জাতি । দল পাকিয়ে হেনস্থা করা এদের রক্ত-মজ্জায় আছে । কিন্তু এই সিপুএম মানে শিক্ষিত -সমস্কিতি এসব শুনলে জাস্ট বিচিতে অম্রুতাঞ্জন মাখিয়ে ছেড়ে দিতে ইচ্ছে করে ।
  • Ekak | 125.99.196.27 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৫০684490
  • কাটি । এখানে থাকলে উপর্যুপরি মাথা গরম হতে থাকবে । এমনি এমনি কুত্তার পেছনে ফেউ লেলিয়ে দিতে মমতার মত জানোয়ার কে সমর্থন করিনি । দে স্টিল দিসার্ভ সো ।
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:৫১684491
  • RR
    যাই বলুন ঠিক জমছে না। ২০১৫-তে চোখ মেলে তাকান। ধর্ম নামক একট রাক্ষস গিলে খেতে আসছে গোটা ভারতকে। জদি সত্যি এই ধর্ম-রাক্ষস ভারতকে গিলে খায় তখন ৯০ দশকের LC ইত্যাদি অপ্রাস্ন্গিক মনে হবে।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | 24.96.180.237 | ৩০ অক্টোবর ২০১৫ ১৭:০০684492
  • হবে কি? I doubt

    এখনকার সিন্ডিকেট ইত্যাদিও অপ্রাসঙ্গিক মনে হবে?
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৭:০৬684493
  • হ্যাঁ, হ্যাঁ!! আসলে ওগুলো কোন ইস্যুই না। একটা পানায় ভরা পুকুরের এক দিকের জল কতটা পানায় ঢাকা তাই নিয়ে তো তক্ক চলছে গত ৫/৬ বছর ধরে।
    আর আজকের খবর অনুযায়ী, জলপাইগুড়ির চা বাগানে নাকি মৃত্যু মিছিল চলছে! সরকারের পাঠানো চাল-ডাল কিছুই তাদের কাছে যাচ্ছে না।
    আমরা অবিশ্যি ৮৮ ফুটি নিয়ে ব্যস্ত.....
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | 24.96.180.237 | ৩০ অক্টোবর ২০১৫ ১৭:০৮684494
  • এটাই শোনার ছিলো। তাইলে আর এত পরিশ্রম করেন কেন?
  • Blank | 213.132.214.83 | ৩০ অক্টোবর ২০১৫ ১৭:১০684495
  • নাহ, টই টা কেমন নাকে কান্নায় চলে যাচ্ছে।
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৭:১২684497
  • অন্ততঃ এটা জানা গেল যে চা বাগান নিয়ে কাদের কাদের কোন উৎসাহ নেই ২০১৫-তে!!
  • pi | 74.233.173.193 | ৩০ অক্টোবর ২০১৫ ১৮:৩২684498
  • চা বাগান নিয়ে কারা কী কাজ করছে খভর রাখেন? অবশ্য দিলেও তো বিদ্যুত মাশুল বৃদ্ধি কি নোনাডাঙ্গার আন্দোললকারীদের যেমন গাল পেড়েছেন তেমনি করবেন।

    আর আপনি উত্সাহ নিয়ে লোকজনের জন্যো কী করছেন, এখনে কিছু লোককে উঠতে বসতে গাল পাড়া ছাড়া, জানতে আগ্রহী।
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৮:৫২684499
  • না রাখিনা-ভাসানেও যাইনা। কিন্তু চা বাগানের শ্রমিক মারা যাচ্ছে সেটা জানি।
  • খ্যা খ্যা খ্যা খ্যা | 188.162.193.233 | ৩০ অক্টোবর ২০১৫ ১৯:২৯684500
  • এ পুরো মাস্টারদা সুর্যোসেন!
  • ranjan roy | 24.97.129.29 | ৩০ অক্টোবর ২০১৫ ২১:৩২684501
  • ঃ)))

    @সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম।

    ---হ্যাঁ, অবশ্যই। কিছু লোকের উৎসাহ বাড়ছে ধরে নেব। আমার ঘনিষ্ঠরা বাম আছেন, আজীবন বাম থেকে যাবেন। কিন্তু পার্টির প্রতি সেই বিশ্বাস উৎসাহ নেই। নেতাদের প্রতি ভরসা সম্মানবোধ নেই।
  • pi | 74.233.173.203 | ৩০ অক্টোবর ২০১৫ ২১:৩৫684502
  • বাহ। কত কিছু জানেন। করেন। এক ভাসানে যাওয়া লুম্পেনের সালুট রইলো।
  • বলুন দেখি | 126.203.192.210 | ৩০ অক্টোবর ২০১৫ ২১:৪৪684503
  • ভাসান যাওয়ার কষ্টিপাথরে মার্ক্সবাদী কারা? বা, পুজো দেখতে যাওয়ার কষ্টিপাথরে? বা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা হওয়ার কষ্টিপাথরে? বা প্রবাসী/অপ্রবাসীর কষ্টিপাথরে?
  • ranjan roy | 24.97.129.29 | ৩০ অক্টোবর ২০১৫ ২১:৫৪684504
  • পিটি কহিলেনঃ
    RR
    যাই বলুন ঠিক জমছে না। ২০১৫-তে চোখ মেলে তাকান। ধর্ম নামক একট রাক্ষস গিলে খেতে আসছে গোটা ভারতকে। জদি সত্যি এই ধর্ম-রাক্ষস ভারতকে গিলে খায় তখন ৯০ দশকের ইত্যাদি অপ্রাস্ন্গিক মনে হবে।

    আমি কহিলামঃ
    দূর মশায়! আগে চশমা ঠিক করান। আমি লিখলাম "বাম", আপনি পড়লেন "সিপিএম"! উল্টে আমাকে অনুযোগ-- কেন বাম না লিকে সিপিএম লিকেছি। আর আমাকে বলছেন-- ২০১৫ তে চোখ মেলতে।

    আরে মশায়, পার্লামেন্ট ইলেক্শনের সময় থেকে বলছি-- গোটা দেশের পরিপ্রেক্ষিতে অমিত শাহদের কার্যকলাপ অনেক খতরনাক, তিনোরা ভিশনলেস, লোক্যাল পাতি।
    তো আপনি ধমকালেন-- এসব নাকি তিনোদের বাঁচাবার কৌশল। লিখলেন অমিত শাহ কি তিনোদের অমুকের চেয়েও বড় গুন্ডা?
    এখন দেরিতে বোধোদয়! নাকি বুঝতে পারছেন যে ১৬তেও আশা নাই।
    আমি এই পোস্ট বিজেপির আগমার্কা রাজ্যের রাজধানী রায়পুরে বসে লিখছি, এখানে সাধ্যমত প্রতিরোধ গড়ার চেষ্টায় আছি। যেমন কালকেই এখানে আম্বেদকরবাদীদের সঙ্গে মিলে " ভারতীয় বহুত্ববাদী সংস্কৃতি ও ইতিহাসের ভালগারইজেশন ও প্রতিবাদীদের উপর ব্রাহ্মণ্যবাদী আক্রমণের বিরুদ্ধে সম্মেলন" এবং " Annihilation of Caste" আন্দোলনের অখিল ভারতীয় সম্মেলনের আয়োজনের সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, দেয়াল জুড়ে শহরে লেখা হয়েছে। প্রেস কনফারেন্স হচ্ছে। কলবুর্গীর শহর থেকেও ডেলিগেট আসছে।
    আমার সামান্য ক্ষমতা। এই বয়সে কিছু চাঁদা তোলা ও অনুবাদ করে যুক্ত থাকছি আর কি!
    আমি যতটুকু বুঝি বা বিশ্বাস করি --তা নিয়ে সাধ্যমত কাজ করি। এ নিয়ে বেশি বলা উচিত নয়। আপনি চোখ খুলতে বলায় বলে ফেললাম। আর বলব না।
    আপনাকে একটাই নিবেদন। আপনার যা বিশ্বাস তাই লিখুন। অন্যের কী করা উচিত তা নিয়ে জ্ঞান দেবেন না। ঢের হয়েছে।
  • এবার যা আসতেও পারে | 126.203.192.210 | ৩০ অক্টোবর ২০১৫ ২২:০৫684505
  • "ব্যক্তিগত ভাবে আপনাকে কিছু বলিনি RR. ইত্যাদি ইত্যাদি..."
  • . | 188.162.193.233 | ৩০ অক্টোবর ২০১৫ ২২:১৮684506
  • এইত্তো RR নিজের কাজটা ঠিক করে দিয়েছেন। RR জানেন যে PT নির্বোধ যুক্তিহীন গাম্বাট পোস্ট করেন। সেটা জেনেও পুরনো একটা পোস্ট টেনে তর্ক করেছেন। যার উত্তরে PT সম্পূর্ণ অন্য কোন বিষয়ে আরেকটা বাল পোস্ট করবেন। যার উত্তরে RR বলবেন আপনি কেন গোলপোস্ট সরালেন যেখানে সবাই জানে আদৌ কোন গোলপোস্টই নেই, এটা স্রেফ মনে যা আসে লেখোর খেলা। এইভাবে RR আর PT গোল গোল ঘুরেই যাবেন।
  • ranjan roy | 24.97.129.29 | ৩০ অক্টোবর ২০১৫ ২২:২৫684508
  • .,
    নাঃ। আর পোস্ট করব না। আপনি ঠিক এইবক্তব্যই হী রা ভ তে কিছুদিন দিয়েছিলেন। আমি মেনে নিয়ে ওই টইথেকে সরে এসেছি। কোন কমেন্ট না করেই।
    এখানেও তাই করব। আমাকে আয়না দেখানোর জন্যে ধন্যবাদ; দিল সে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন