এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.97.29.200 | ২৯ অক্টোবর ২০১৫ ০১:০৫684309
  • কেসি বলচেন--রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন, সম্মানের সঙ্গে বেঁচে থাকার দাবী তে আন্দোলন সব সময় আইন ভেঙেই হয়।

    --- পুরো একমত, রোমা রোলাঁও এইধরণের কিছু বলেছিলেন না? মানে যখন আইনটা আমাদের স্বার্থের (বৃহৎ অর্থে) পরিপন্থী তখন আইনভাঙাটাই আইন-- এই ধরণের কিছু।

    আমি একমত। শুধু একটাই রাইডার। একই সঙ্গে জোর গলায় বলুন এই বুর্জোয়া ব্যবস্থায় "আইনের শাসন" চাওয়ার চেয়ে অবাস্তব কিছু হয় না।আগে ব্যবস্থাটাই ভেঙে ফেলতে হবে। তার পরে আইনের শাসন। মানে প্রলেতারীয় আইনের।
    আমি ১০০% সঙ্গে আছি।

    কার্লাইল বোধহয় বৃটিশ কলোনিয়ালিস্টদের বলেছিলেন-- শেকসপীয়র পাঠ ও ভারত শাসন দুটো একসঙ্গে হয় না।
    আমি প্যরাফ্রেজ করে বলতে চাই বুর্জোয়া ব্যবস্থায় নিপীড়িতের জঙ্গী আন্দোলনকে সমর্থন আর আইনের শাসনের খোয়াব দুটো একমুখে করা মানায় না।
  • ranjan roy | 24.97.29.200 | ২৯ অক্টোবর ২০১৫ ০১:০৯684310
  • আর কেসি! এইডা কী!!!
    "গাঁড় মারি তোর মোটরগাড়ির---"?

    ----চেষ্টা কইরেন না! হাসপাতালে যাইতে অইব।

    সাধু সাবধান,
    ফির কহি কর অবধান।
  • Blank | 24.99.64.148 | ২৯ অক্টোবর ২০১৫ ০১:১০684311
  • রঞ্জর দার লাস্ট বেশ কিছুদিন ধরে লেখা পত্তর ব্রতীন্দার মত হয়ে যাচ্ছে। ভেবে দেখবেন।
  • Blank | 24.99.64.148 | ২৯ অক্টোবর ২০১৫ ০১:১১684312
  • ডিঃ সব লেখা বলছিনা
  • ranjan roy | 24.97.29.200 | ২৯ অক্টোবর ২০১৫ ০১:১৮684313
  • ব্ল্যাংকি!
    আয়না দেখালে! বেশ, ভেবে দেখব, সিরিয়াসলি।
  • Atoz | 161.141.84.176 | ২৯ অক্টোবর ২০১৫ ০১:৪৫684314
  • কিন্তু এইখানে পুজোআচ্চা আচারবিচারের আলুচান্না হচ্ছিল, কী করে তিনো আর চৌতিরিশ হয়ে গেল!!!!
    ছিল রুমাল, হয়ে গেল চশমা!!!!
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৬:৩৯684315
  • ঐযে ৮০-র দশকে কারা নাকি ১০ লাখ টাকার পূজো করত তাই এখন ৮৮ ফুটি আখাম্বা পুতুল জাস্টিফায়েড-সেই তো শেষের শুরু.....
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:০৩684316
  • "হাসপাতালের দোরগোড়ায়, অনিচ্ছুক লোকের কানের গোড়ায় মাইক লাগানো নিয়ে কে কোথায় সওয়াল করেছে, একটু দেখাবেন ?"

    Date:28 Oct 2015 -- 10:20 AM
    "বাড়াবাড়ি না হলে, অন্যদের অসুবিধে না করলে ভাসান নিয়ে হুল্লোড় কি পুজোর দিনে গান বাজনা অনুষ্ঠান ই বা খারাপ কী ?"

    দেখাই গেল "ভাসান নিয়ে হুল্লোড়" আর "পুজোর দিনে গান বাজনা"-র পক্ষে সওয়াল করাই হয়েছে। এবার কথা হচ্ছে যে "বাড়াবাড়ি" আর "অন্যের অসুবিধে" এই দুটো ব্যাপার দিদিমণির কোন চ্যালারা দেখভাল করছে? এই প্রস্তাবনাটা কি আজকের পব-র ক্ষেত্রে (আচ্ছা বেশ বেশ মৌর্য সাম্রাজ্যের পতনের পর থেকে ধরা যাক) "এই গরু সর না"-র চাইতেও বেশী ইসেপনা হয়ে গেল না অথবা এই নিয়ে কোন আলোচনার প্রস্তবনাটা কি চূড়ান্ত জ্যাঠামো হয়ে যাবে না?

    মানে আমি ব্রহ্মপুরের বাড়িতে সকাল ৯-১০ টার সময়ে দরজা জানালা বন্ধ করে বসে ভাবছিলাম যে যখন প্যান্ডেলে পূজাঞ্জলী চলছে তখন যারা অঞ্জলী দিচ্ছে তারা তো পুরোহিতের এক হাতের মধ্যেই দাঁড়িয়ে আছে ফুল ছোঁড়ার জন্য। তখন সেই মন্ত্র যে তারস্বরে মাইকবাহিত হয়ে পাড়ার নেড়িকুত্তাগুলোর কানে ঢুকিয়ে দেওয়ার দরকার নেই এটা সরকারের কোন ডিপাটমেন্টকে জানাব?
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:১৬684317
  • 'বাড়াবাড়ি না হলে, অন্যদের অসুবিধে না করলে ভাসান নিয়ে হুল্লোড় কি পুজোর দিনে গান বাজনা অনুষ্ঠান ই বা খারাপ কী' র অর্থ 'হাসপাতালের দোরগোড়ায়, অনিচ্ছুক লোকের কানের গোড়ায় মাইক লাগানো নিয়ে সওয়াল করা' ?!

    আপনাকে আর কিছু বলার নেই। চালিয়ে যান।
  • lcm | 118.91.116.131 | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:৪০684319
  • না, না, কথাটা আশির দশক, বা, একবিংশ শতাব্দী নিয়ে নয়। কথাটা হল এসব ব্যাপার তো বহুদিন ধরে চলে আসছে, নতুন কিছু না। এর সঙ্গে সিপিএম/তিনোমুল/কংরেসের-এর কিছু নেই।
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:৪৪684320
  • কিন্তু রঞ্জনদা ব্রতীনের মতো লিখছেন কই? আমার তো লাগছেনা। আর ব্রতীনও তো দিব্যিই লিখছে, লিস্টি ফিস্টি তো বানাচ্ছেনা। এইসব পোলাপানদের কথায় কান দিবেন্না।
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:৫৩684321
  • মাইকে করে পুষ্পাঞ্জলি বাহিত হওয়া নিয়ে অভিযোগ আগে যেন সরকারের কোন বিভাগে জানানো যেত ? এখন সেখানে যাচ্ছে না ?

    ও, না না। আগে বোধহয় পুজোয় মাইক লাগানোই হত না। সব ভুলে যাই আজকাল।
  • lcm | 118.91.116.131 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:০২684322
  • তবে কি অমন লোক আমি দেখেছি, সব কিছুতেই পলিটিক্যাল পার্টিকে গাল পাড়ছে। একজন ছিল, সল্টলেকে বেশি মশা থেকে হাওড়া ব্রীজের ট্রাফিক জ্যাম - সব কিছুর জন্যে সিপিএম আর জ্যোতি বসু-কে গাল পাড়ত। কে জানে সে হয়ত এখন বেঁটে ঠাকুর লম্বা ঠাকুরের জন্য তিনোমুলকে গাল দিচ্ছে।
  • sm | 53.251.91.187 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:১২684323
  • মাইকে পুস্পাঞ্জলি কানে লাগছে ? কানে ছিপি এঁটে রাখলেই হয়।
    আর কোর্টে তো নির্দেশ আছেই,৬৫ না কতো ডেসিবেল এর ওপর গেলেই নিষিদ্ধ। তা, জনস্বার্থে কেস করলেই তো হয়।
    তবে মাইকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তর্জন গর্জন শুনে পাড়ার নেড়িরা, ঠ্যাং তুলে ইসে করে দেয় আজকাল।
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:১৭684324
  • "না, না, কথাটা আশির দশক, বা, একবিংশ শতাব্দী নিয়ে নয়। "
    না আবার হ্যাঁ-ও বটে। একসময়ে ক্ষীণকায় মাইক বাজত এখন বক্স বাজে। তার শব্দের মাত্রাই অন্য ধরণের। ঐ একই কথা প্রযোজ্য রংএর ক্ষেত্রেও। রং-এর ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য যথেচ্ছ ভারী ধাতু ভিত্তিক তৈরি রঙের ব্যবহার হচ্ছে যা কিনা নদীতে যাচ্ছে। এবং আগে পূজো শেষে ডেকরেটার প্যান্ডেলে ব্যবহৃত রং-বেরং-এর কাপড় খুলে নিয়ে গিয়ে পরের পূজোয় আবার ব্যবহার করত। এখনকার বিপুল পরিমাণে ব্যবহৃত থার্মোকল শেষ পর্যন্ত কোথায় যায়?

    "Thermocol....responds very slowly to bacterial decomposition in the soil, thus making the soil infertile. It also releases poisonous gases on burning, which can cause respiratory problems, or even death, when inhaled. Hence thermocol is harmful for the environment.
    http://timesofindia.indiatimes.com/home/sunday-times/What-does-thermocol-contain-Why-is-it-harmful-to-the-environment/articleshow/192851.cms

    এবার সেই ৮৮ ফুটি পুতুল নাচের ইতিকথা। কেউ কি জানে কি পরিমাণ ফাইবার গ্লাস ব্যবহৃত হয়েছে ঐ মুর্তির কোটিং-এ? National Toxicology Program (NTP).... considers fibrous glass dust to be "reasonably anticipated [as] a human carcinogen (Certain Glass Wool Fibers (Inhalable))". বাকিটা পড়ে নিন উইকিতে।

    যে রাজ্যে বাতাস-দূষণের ভয় দেখিয়ে বইমেলা তুলে দেওয়া হয় ময়দান থেকে সেরাজ্যের পূজোর হুল্লোরকারী ও হুল্লোরে মদতদাতাদের দের কি এসব ভাবার সময় হয়নি?
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:২১684326
  • "মাইকে পুস্পাঞ্জলি কানে লাগছে ? কানে ছিপি এঁটে রাখলেই হয়।"
    লুম্পেনাইসেশন কত গভীরে পোঁছেছে সেটা বোঝা যাচ্ছে?

    "মাইকে করে পুষ্পাঞ্জলি বাহিত হওয়া নিয়ে অভিযোগ আগে যেন সরকারের কোন বিভাগে জানানো যেত ? এখন সেখানে যাচ্ছে না ?"
    এই সব কারণেই পরিবর্তনের পক্ষে সওয়াল করে ছিলেন না? তা ঐ মাইকের একটা নতুন ডিপাটমেন্ট খোলার জন্য নতুন সরকারের কাছে পাঠানো খসড়ায় কিছু লেখা ছিল না?
  • lcm | 118.91.116.131 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:২১684325
  • তা ঠিক, রং এর ব্যাপারটা ঠিক । সিপিএম/তিনোমুল দুপক্ষই নিয়ে থাকে।
  • sm | 53.251.91.187 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:২৬684327
  • সুভাষ বাবুর এর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। উনি এসব ব্যাপার ভালো বোঝেন।
    আর আপনি জানেন কি প্রতিদিন কারখানা গুলোথেকে কত কেমিক্যাল দূষণ ছড়িয়ে পড়ে গঙ্গায়?
  • sm | 53.251.91.187 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:২৭684328
  • সুভাষ বাবুর এর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। উনি এসব ব্যাপার ভালো বোঝেন।
    আর আপনি জানেন কি প্রতিদিন কারখানা গুলোথেকে কত কেমিক্যাল দূষণ ছড়িয়ে পড়ে গঙ্গায়?
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:২৮684330
  • মাইরি পিটি একটু বিরতি নিন না। আপনি লিখতে শুরু করার পরই ঠিক জানতাম, এটা আরেকটা হীরকরানী হতে চলেছে। নেহাৎ তখন লিখিনি বলে আর অমৃতলাল হওয়া হলনা। :-)
  • ranjan roy | 229.64.163.250 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:২৯684331
  • ধেৎ,
    এই টইটাও বিষয় ছেড়ে বিষয়ীদের দিকে তেড়ে যাচ্ছেঃ((((

    ব্ল্যাংকি,
    চেক করে অবাক হলাম।

    ১) বোতীন বেশ সভ্য ভব্য মিশনের দীক্ষায় দীক্ষিত ভদ্র ছেলে। আমার মত ছ্যাবলা ও অসইব্য কথা বলার জইন্য জিভ সুড়সুড় করে না। আমি তো ওর পাশে একটু ক্যাওড়া টাইপ।

    খিস্তির চর্চায় রঞ্জন রায়,
    আদ্দেক পরমায়ু দিল গোল্লায়।

    ২) আর রাজনৈতিক খোঁচাখুঁচিতে যদি 'সিপিএম এর সমালোচনা করলে তিনো, আর মমতার সমালোচনা করলে সিপিএম'--এই লুপে ঢুকে যাও তো কিছু বলার নেই।

    ৩) আর এই টইয়ে আমার একটাই (সম্পূর্ণ পার্টিবাজির বাইরে) বক্তব্য।
    -- রাজনৈতিক মিছিল/ধর্না থাকলে পূজোর নর্তন/কোঁদন ও কিছু থাকবে, আমার যতই অপছন্দ হোক।
    কিন্তু দুটোকেই নিয়ন্ত্রিত হতে হবে। কিছুদিন ধরে যা চলে আসছে তাতে আমার বিরক্তি।
    দুটোকে সমান্তরাল ভূমিতে দেখার একটাই কমন গ্রাউন্ড।দুটোতেই সমাজের একটা আবেগতাড়িত অংশ অন্য অপ্রভাবিত অংশের অসুবিধের তোয়াক্কা না করে নিজেদের এজেন্ডা চাপিয়ে দেয়। সেইটা যত কম বা নিয়ন্ত্রিত করা যায়।
    ৪) মোট কথা, এখনো আমার/ব্রতীনের সম্পক্কো বুঝতে পারিনি (মিশনে পড়া ছাড়া)। তবু এই টইয়ে আমার কোন পোস্ট ওই তুলনা টানতে ট্রিগারের কাজ করেছে জানতে আগ্রহী, সিরিয়াসলি।
  • sm | 53.251.91.187 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:৩১684332
  • মাইকে পুস্পাঞ্জলি কানে লাগছে ?
    মাইকে আজানের সময় কি করেন?
    যদি উত্তর দিতে পারেন, তাহলে এগোনো যেতে পারে।
  • ঈশান | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:৩৬684333
  • আমার বাড়ি ছিল সিঙ্গুরে। ১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় এল, আর সেই বছরই বোধহয় রিলিজ হল সুপার-ডুপার-হিট বাবা তারকনাথ। বাম সরকার না সিনেমা, কে দায়ী ঠিক জানিনা, তারপর থেকেই হুহু করে বাড়তে শুরু করল তারকেশ্বর যাত্রীর সংখ্যা। প্রথমে শ্রাবণমাসের সোমবারে ট্রেনে ওঠা যেতনা বলে স্কুল-কলেজ ছুটি দেওয়া শুরু হল। তারপরে রোব্বার রাতে বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ। তারপর দিকে দিকে জলসত্র চালু হল। তারপর সেখানে বক্স বাজিয়ে সারারাত্রিব্যাপী গান ও নৃত্য। এ জিনিস আর কমলনা, বেড়েই চলেছে। দেখলে গোটা সিঙ্গুরের লোকেরই গা জ্বলে, কিন্তু কিছু করা যায়না। কারণ কে দায়ী আর কে লুম্পেন বোঝা ভারি শক্ত।
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:৪৯684334
  • জানতাম জানতাম নজরকাকু নজর রাখছেন। দলের লোকেদের সমর্থনে এই এসে পড়লেন বলে.....

    তবে আজকাল পিটিকে কোন টইকে হীরকরাণীতে পরিবর্তন করতে হয়না। এ আমলের কোন দোষ ধরলেই হীরকরাণীর সমর্থকেরা বাম আমলের উদাহরণ টেনে আনে-এই যেমন কেমন অত্যন্ত হাস্যকরভাবে নজরকাকু বামেদের ক্ষমতায় আসার সঙ্গে বাবা তারকনাথকে জড়িয়ে দিলেন!! তবে আর কদ্দিন বাম আমল দেখিয়ে বর্তমানের বাঁদরামো আড়াল করা চলবে?

    "মাইকে পুস্পাঞ্জলি কানে লাগছে ? মাইকে আজানের সময় কি করেন?"
    বিজেপি কেন শক্তিশালী হচ্ছে বোঝা যাচ্ছে? পুনাতে শিব্সেনার চ্যালার ঠিক এই ভাষাতেই কথা বলত।
    (আমরা এখনো ধর্ম নিয়েই আলোচনায় সীমাবদ্ধ আছি!!)
  • lcm | 118.91.116.131 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:৫৮684336
  • তারকেশ্বর যাত্রীদের বাঁক ছিল এক দেখার জিনিস, কারো কারো ট্রানসিস্টর লাগানো, আবার অনেক বাঁকে টুনি লাইট থাকত রাত্রে ঝিকমিক করে জ্বলত।
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ০৮:৫৮684335
  • কোন 'দল' এবার খোলাখুলি লিখে দিলেই হয়।
  • lcm | 118.91.116.131 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:০১684337
  • বাঁদর দিয়ে বাঁদর আড়াল করা চলছে চলবে
  • | 183.17.193.253 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:০৯684338
  • ভাবছি সর্বজ্ঞ 'চোখে আঙুল দাদা'র মঙ্গল কামনায় দন্ডী কাটার মানত করলে কেমন হয়!
  • j | 151.197.16.185 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:১০684339
  • কি ছাপছে এই সময় ... শিল্পকলাগুলি নাকি লক্ষী বিসর্জনের দুদিন পরেও রাস্তা আটকে দাঁড়িয়ে

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18907&boxid=23936428>

    <
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন