এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯১৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:১৪684344
  • এবারে সম্পাদক সুমন চাটুজ্জেকেও লোকে ছিপিএম বলে গাল দেবে।
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:১৪684345
  • বিটি রোডের উপর এইরূপ কোন জলসত্রে থেকে এক পরীক্ষাপূর্বের শ্রাবণসন্ধ্যায় ভেসে আসা টিপ টিপ বরসা পানি গানটি একেবারে পাক্কা গুনেগেঁথে তেত্রিশ বার ( চৌঁত্রিশ নহে) শোনার পর থেকে আজও ঐ গানটা আর শুনে উঠতে পারিনি। পুরো অ্যালার্জি হয়ে গেছে।মনে পড়ে গেল।

    অবশ্য এটাকে মনে পড়ে যাওয়া না বলে 'দলীয়' প্রোপাগাণ্ডাও বলতে পারেন।
  • lcm | 118.91.116.131 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:১৬684346
  • ও, এই সময়-এর সম্পাদক সুমন চাটূজ্জে --- উনি তো মহা সিপিএম। জ্যোতিবাবুর মহিমা নিয়ে একটানা ধারাবাহিক লেখেন।
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:২২684347
  • লসাগুদা, ঃ)
  • Bratin | 11.39.137.51 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:২৩684348
  • না না পিটি দা তোমার বুঝতে ভুল হয়েছে " মরাল জেঠু" একটা জেনেরিক শব্দ । তোমাকে কোন ভাবে অসন্মাম করতে চাই নি।
  • Bratin | 11.39.137.51 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:২৪684349
  • বুনান, কৌশলে গালি দিল ঃ))
  • Bratin | 11.39.137.51 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:২৬684350
  • ইয়েস সিঙ্গুর র ব্যাপার টা ঈশেন ভালো তুলেছে। আমার দেশের বাড়ি তারকেশ্বরে নেমে যেতে হয় ।কাজেই ভুক্তভুগী ঃ((
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৩০684351
  • বোতিনঃ
    আমার প্রথাম PhD ছাত্রের বয়স প্রায় ৪৭ আর সর্বকনিষ্ঠটি ২৭-এর দু বছর কম। কাজেই এই রেন্জের জনগণের সঙ্গে নানা বিষয়ে তক্ক করার অব্বেশ আমার বহুদিনের। বিভিন্ন বয়সের ভোকাবুলারি ও প্রত্যাশাও খুব একটা আজানা নয়।
    তাই তক্কে অপমানিত হই না।
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৩৪684353
  • যাগ্গে, মন দিয়ে গালমন্দ করুন। যাতে আরো বেশি করে করতে পারেন, তার জন্য একটা লুম্পেন নাচা গানার ভিডিও দিয়ে গেলুম।

    হেব্বি লেগেছে। বুঝতেই পারছেন একেবারে লুম্পেন টেস্ট। 'দলীয়' কুপ্রভাব যাকে বলে।

  • sm | 53.251.91.187 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৩৭684354
  • আমি বুঝতে এতবার করে ঘুরিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা জাহির করতে হয় কেন?
    কিন্তু ২৫ কোটি বাজেটের হিসেব টা আর আজান নিয়ে মতামত টা পাওয়া গেল না।
  • sm | 53.251.91.187 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৩৮684355
  • বুঝতে পারিনা।
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৪০684356
  • তবে বোতিন ভেবে দেখলাম যে মরাল জেঠু থাকলে সঙ্গে মরালী জেঠীও থাকা উচিত।
    সেই যে ".....মরালী তার পাছে পাছে"!!
  • ranjan roy | 24.97.113.25 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৪৪684357
  • ঈশান,
    কোথাও তোমার একটু ভুল হচ্ছে কি?
    বাবা তারকনাথের হিরোইন তো তিনোদের এম পি, সন্ধ্যা রায়। আর এই ধরণের ধর্মীয় লুম্পেন ফিলিমের প্রোডুসার তো বাম সরকার নয়্ম নিঘ্ঘাৎ কোন ব্ল্যাক মানিওলা, সারদা না হলেও কোন বরদা।
    লুম্পেন কালচারের ছবি একটু ফুটছে তো!
    পরিচালক অবশ্যই কোন কানে জবাফুল গোঁজা ফালতু ডেকাডেন্ট লুম্পেন, খোঁজ নিয়ে দেখ।
  • Bratin | 11.39.137.51 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৪৫684358
  • এই প্রসঙ্গে মনে এল আমাদের স্কুলের একটু ছেলে র কথা । তার মুখে বেশ নোটিশেবেল জরুল ছিলম। তাকে আমরা রাগাতাম এই ভাবেঃ

    " কোখায় জলে জরাল চলে
    জরালী তার পাশে পাশ"

    কী খচে যেত!! ঃ))
  • sm | 53.251.91.187 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৪684359
  • আচ্ছা এই এত রাগের কারণ কি? শুধুই কি ৩৪ বছরের পাকা চাকরি চলে যাবার আক্ষেপ?
    আগে তো দেখতাম কোন আমলে কি কি কাজ হয়েছে তার খতিয়ান নিয়ে কাজিয়া।
    এখন প্রতিমার হাইট কত, ভাসান কেন হয়,অঞ্জলির অপকারিতা কি এইসব ভাতের জিনিসও তর্কের খাতিরে নিয়ে আসা হচ্ছে!
  • Bratin | 11.39.137.51 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৬684360
  • আসলে তর্ক বিতর্ক করতে করতে আমরা ( ইনক্লুডিং আমি )অনেক সময় শালীনতার সীমা অতিক্রম করে যাই। পিটি দা র যুক্তি তে অনেক ফাঁক থাকলেও ( মূল উদ্দেশ্য বাম কে নিষ্কলঙ্ক প্রমাণ করা) ব্যক্তি আক্রমম করতে দেখেনি খুব একটা একদম সহ্যের সীমা না ছাড়ালে। শেখার মতো বিষয়।
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৮684361
  • অন সেকেন্ড থট, এই গানটার সাথে একটু এরকম নাচার সাজেশন দিয়ে গেলুম। ব্রতীন্দা/রঞ্জনদা ( দেখলেন কেমন একসাথে এনে দিলুম)- পিটিদার যৌথ ডান্স দেখার একটা ইচ্ছা পোষণ করি, সেও জানিয়ে গেলুম।
    আর মনে মনে এও আশা যে সব টই তার পর থেকে আর হীরকরানী হয়ে যাবেনা। ঃ)
  • pi | 24.139.209.3 | ২৯ অক্টোবর ২০১৫ ১০:০১684362
  • না না, ব্যক্তি আক্রমণ তো একদম করেননি। শুধুমুধু ভুল বুঝে খারাপ লাগে।
  • PT | 213.110.246.230 | ২৯ অক্টোবর ২০১৫ ১০:১৩684364
  • RR
    কাগজে বাবা তারকনাথের পরিচালকের একটা লম্বা ইন্টার্ভ্যু ছেপেছিল বহু আগে। স্মৃতি বিশ্বাসঘাতকতা না করলে মনে পড়ছে যে তিনি মৃণাল সত্যজিত ঋত্বিক বা এদের তৈরি ছবির মুন্ডুপাত করেছিলেন।
  • ranjan roy | 24.97.57.156 | ২৯ অক্টোবর ২০১৫ ১০:৫১684365
  • পিটি,
    দেখলেন তো! আমার আন্দাজে ঢিল মারা কেমন লেগে গেল। হুঁ হুঁ বাবা!
    স্পষ্টতঃই পরিচালক ও ;প্রযোজক ভক্তির আফিমের ধোঁয়া গেলানো কোন অশিক্ষিত কাকু। এবার ওর এবং প্রযোজকদের নামটাও বলে দিন, আমিও একটু মনের সুখে ওই দুই গাড়োল ব্যাটার মুন্ডুপাত করি।
    অনেকদিন কাউকে গাল দিই নি, তাই।
  • PT | 213.110.246.25 | ২৯ অক্টোবর ২০১৫ ১১:১৩684366
  • কিন্তু আমি তো সমস্যাটা বুঝলাম না। কেউ প্ল্যান করেছে যে শিবের জটা (ও ঘটা) দেখিয়ে পয়সা বানাবে। "তুমি পাথর নাকি প্রাণ" অথবা "এ লাল রং কব মুঝে ছোড়েগা" যার যা মন চায় ব্যবহার করে টাকা বানাক। তাতে কার কি এলো-গ্যালো? শুধু সেই গান গুলো বক্স বাজিয়ে আমার কানে না গুঁজলেই হল।

    আর চৈত্র মাস থেকে শুরু করে প্রায় শ্রাবণের শেষ পর্যন্ত গেরুয়া বারমুডা পরিহিত শিবানুরাগীদের বাঁকের লাঠি বাঁচিয়ে ট্রেনে চড়ে যাতায়াত ব্যাপক অসুবিধের সৃষ্টি করে।

    অবিশ্যি যারা পব-তে থাকেনা কিংবা শহরতলী থেকে ট্রেন ধরে যাতায়াত করেনা তারা প্রতিদিনের এইসব অসুবিধে গুলো বুঝবে কি করে?
  • | 213.132.214.83 | ২৯ অক্টোবর ২০১৫ ১১:৪৭684367
  • ইয়ে মানে পাই, কোন গান ..
  • sm | 233.223.159.47 | ২৯ অক্টোবর ২০১৫ ১২:২১684368
  • আর চৈত্র মাস থেকে শুরু করে প্রায় শ্রাবণের শেষ পর্যন্ত গেরুয়া বারমুডা পরিহিত শিবানুরাগীদের বাঁকের লাঠি বাঁচিয়ে ট্রেনে চড়ে যাতায়াত ব্যাপক অসুবিধের সৃষ্টি করে।
    ----
    অসুবিধে হয় কেন বুঝলুম না। ওরা সাব অল্টারন প্রতিনিধি বলে?আপনার আমার মতন ওরাও যাত্রী।বরঞ্চ টিকিট কেটেও ,নেকে সিটে না বসে তথা কথিত বাবুদের সুবিধে করে দেয়।একজন বাম পন্থী হয়ে এসব কথা কিভাবে জাস্টিফাই করা যায়,?
  • | 213.132.214.85 | ২৯ অক্টোবর ২০১৫ ১২:২৬684369
  • ওহো সেলে এ লিঙ্ক টা ঠিক্ঠাক অসছিল না.
  • ranjan roy | 24.97.57.156 | ২৯ অক্টোবর ২০১৫ ১২:২৭684370
  • সে না হয় হল। কিন্তু সত্যজিত-মৃনাল-ঋত্বিক হলেন বাংলা ফিলিমের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর।
    ওদের গাল দেবে বাবা তারকনাথ বানিয়ে জটা দেখিয়ে পয়সা করনেওলা!!
    নিরখিয়া প্রাণে নাহি সয়!
    ওইপরিচালক/প্রযোজকের নামগুলো বলুন পিটি! নিঘ্ঘাৎ ওইসব করে এখন ভালোমানুষ সেজে দিদির অনুরাগী হয়ে ফের পয়সা কামাচ্ছে।
  • Blank | 213.132.214.83 | ২৯ অক্টোবর ২০১৫ ১২:৪০684371
  • এই 'ভোলে' গ্রুপ। এদিকে তাও ঠিক আছে, তেমন বাঁদরামী করে না রাস্তায়। কিন্তু উত্তরাখন্ডে ভয়ানক জিনিস।
  • san | 113.240.239.234 | ২৯ অক্টোবর ২০১৫ ১৩:২২684372
  • রঞ্জনদার এই সারকাজমের কোনো মানে বুঝলাম না। ফিল্মমেকার সংক্রান্ত
  • ঊমেশ | 118.171.128.168 | ২৯ অক্টোবর ২০১৫ ১৪:৪১684373
  • IMBD বলছে ঐ পরিচালকের (সুনিল ব্যানার্জি) এটাই (বাবা তারক) লাস্ট সিনেমা।
    তাই পরে দিদি'র হাত ধরে কিছু করেছে বলে মনে হচ্ছে না।

    আমাদের ছেলেবেলা দেখেছি (৮০স) তারকেশ্বরে জল দেবার বেশ ক্রেজ দেখেছি। আমার অনেক নিকট আত্মীয় দের যেতে দেখেছি। আগেরদিন বিকালবেলা শেয়োরাফুলি যেতো, ওখান থেকে গঙ্গার জল নিয়ে সন্ধেবেলা হাটা শুরু করে পরেরদিন সকালে তারকেশ্বরে পৌছে জল ঢেলে বিকালে বাড়ি।

    পরের দিকে কিন্তু ঐ ক্রেজ টা অনেক কমে গিয়েছিল। এখন কি আবার বেড়েছে না কি?
    যা চলছে বেড়ে যাওয়া টাই স্বাভাবিক হবে।
  • | 213.132.214.83 | ২৯ অক্টোবর ২০১৫ ১৪:৫০684375
  • উমেশ, প্রচুর বেড়ে গেছে। এখন আবার মারোয়াড়ি দের আদিখ্যেতা হয়েছে হাওড়া থেকে শুরু করে (এবং অন্যান্য জায়গাতেও )কিছুদুর অন্তর অন্তর দেবদারু পাতা দিয়ে
    বাঁক রাখার ব্যবস্থা থাকে। সেখানে পূর্ণার্থী রা কিছু জিরিয়ে নেন। সেখানে চা,সরবত থেকে শুরু করে লুচি টুচি ইত্যাদি নানারকম খবর দেওয়া হয়। আর তারস্বরে মাইক বাজায় সবার জীবন অতিষ্ঠ করে দেওয়া হয়.. সে এক বীভৎস ব্যাপার । ভক্তি রসের একেবারে ইয়ে!! ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন